West Bengal News Live Updates: শুধু পুলিশ নয়, পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই, নির্দেশ হাইকোর্টের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
এগরা, ইংরেজবাজারে ভয়াবহ বিস্ফোরণের পর সর্তক প্রশাসন। মঙ্গলবার নবান্নে ৭০ জন বাজি ব্যবসায়ীকে নিয়ে বৈঠকে বসলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা। কলকাতা ও শিলিগুড়িতে দুটি বাজি হাব তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পাশাপাশি প্রতিটি জেলায় ১৫ জন ব্যবসায়ীকে নিয়ে তৈরি হবে বাজি ক্লাস্টার। তার জন্য ৬ কাঠা জমির ব্যবস্থা করবে সরকার। জমির দাম হবে ১কোটি ২০ লক্ষ টাকা। ১০ শতাংশ অর্থ দিতে হবে মালিককে। বাকি টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
ফের খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনের জামিনের আবেদন। ২৭ জুন পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এর পাশাপাশি, বিচারপ্রক্রিয়া নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের করা মন্তব্যের জন্য এদিন, তীব্র ভর্ৎসনা করলেন বিচারক। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় যা বলেছেন তা বরদাস্ত করা যায় না। তা আদালতের পক্ষে অপমানজনক। এরপরই, পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে আদালতে ক্ষমা চান তাঁর আইনজীবী। এদিন এজলাস থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি কোনও দিন আদালতকে অপমান করিনি, করবও না। অন্যদিকে, এদিন, পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে আদালতে চোর চোর কটাক্ষ করেন আইনজীবীদের একাংশ।
বারাসাতে আইএসএফ প্রার্থীকে মনোনয়নে বাধা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ধাওয়া করার অভিযোগ। পুলিশি পাহারায় বাড়ি ফিরলেন আইএসএফ প্রার্থী। আইএসএফের অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।
বীরভূমে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ? মনোনয়ন তুলতে 'চাপ', সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। পাড়ুইয়ের সাত্তর গ্রামে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন তুলতে চাপ, হামলার অভিযোগ।
মনোনয়ন ঘিরে জেলায় জেলায় সন্ত্রাস, অন্তর্ঘাতের সন্দেহ তাপস রায়ের! 'তৃণমূলের ভিতরে এমন কোনও শক্তি আছে, সেটা চিহ্নিত করা চেষ্টা করছি, কারা অন্য শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে, চিহ্নিত করার চেষ্টা করছি', শুভেন্দুর প্রসঙ্গ টেনে দলের মধ্যেই অন্তর্ঘাতের তত্ত্ব তৃণমূল বিধায়কের! যারা তৃণমূলের বিরুদ্ধে, তাদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে, বিজেপি-সিপিএম-কংগ্রেস কেউ করাচ্ছে কিনা, দেখতে হবে', মনোনয়নকে ঘিরে অশান্তি নিয়ে বিস্ফোরক তত্ত্ব তৃণমূল বিধায়কের।
সল্টলেকে উন্নয়ন ভবনে কেএমডিএ-র সভা চলাকালীন হঠাৎ লোডশেডিং। ফিরহাদ হাকিম বক্তব্য রাখার সময় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়। কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে যায় গোটা সভাঘর। 'অরূপের দফতরে ঢুকে গেছে শহিদ মিনারের লোক', ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করে মন্তব্য ফিরহাদের । 'হয়তো কোথাও বিভ্রাট হয়েছে, সবাই কাজ করছেন', ফিরহাদের কটাক্ষ উড়িয়ে পাল্টা দাবি বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য় বউবাজারের দুর্গা পিতুরি লেনের ২টি বাড়ি খালি করতে বাসিন্দাদের নোটিস দেওয়া হল। দু-একদিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষের নোটিস পেয়ে আশঙ্কায় ভূগছেন বাড়িগুলির বাসিন্দারা।
সিউড়ির রবীন্দ্র পল্লিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি! অভিযোগ, স্টেট ব্যাঙ্কের কর্মীদের শৌচাগারে আটকে লুঠপাট চালায় দুষকৃতীরা। কী লুঠ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
গতকালই বাংলায় পা রেখেছে বর্ষা। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ। অর্থাৎ বঙ্গে বর্ষা ঢুকলেই দক্ষিণবঙ্গে এখনই স্বস্তি মেলার কোনও ইঙ্গিত নেই।
টিকিট নিয়ে তৃণমূলের লড়াই, দিনহাটায় চলল গুলি! দিনহাটায় ভর দুপুরে চলল অন্তত ৪ রাউন্ড গুলি! তৃণমূলকর্মীকে লক্ষ্য করে দলীয় কর্মীর বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ।
পঞ্চায়েত ভোটের সুরক্ষায় মোতায়েন করা যাবে না সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ার সংক্রান্ত গাইডলাইন মেনেই ভোট করানোর নির্দেশ।নিরুপায় হলে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যেতে পারে, নির্দেশ হাইকোর্টের। 'চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করলেও চতুর্থ পোলিং অফিসার হিসেবে নয়'।
শুধু পুলিশ নয়, পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। নির্দেশ কলকাতা হাইকোর্টের। স্পর্শকাতর ৭ জেলায় এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের।
হাইকোর্টে পঞ্চায়েত মামলার রায়দান । মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট । রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিই বহাল ।
আইন অনুযায়ী পদক্ষেপ করবে কমিশন, জানিয়ে দিল হাইকোর্ট। মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের উপরেই ছাড়ল হাইকোর্ট।
ব্যাটলগ্রাউন্ড ভাঙড়, গাড়িতে বোমা, ব্যাগভর্তি বোমা! আইএসএফের মনোনয়ন ঘিরে ফের রণক্ষেত্র ভাঙড়, গুলি-বোমা! আইএসএফের পর এবার অশান্তির ভাঙড়ে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী।
সকাল থেকে অশান্ত ভাঙড়। এবিপি আনন্দের প্রশ্নের মুখে মেজাজ হারালেন আরাবুল ইসলাম।
ক্যানিংয়েও মনোনয়ন ঘিরে উত্তেজনা। অভিযোগ, ক্যানিং ১ নম্বর ব্লক অফিসের ভিতরেই তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেন বলে অভিযোগ। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের দাবি, বিজেপি প্রার্থীদের মেরে বের করে দেওয়া হয় বিডিও অফিস থেকে। মনোনয়ন জমা না দিতে পেরে ফিরে যান তাঁরা।
আজও মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূলের বাইক র্যালি। গতকালও একই জায়গায় দেখা গিয়েছিল লাঠি, বাঁশ হাতে তৃণমূলের বাইক-বাহিনীর দাপাদাপি। কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও পরপর দু'দিন শাসক দলের বাইক র্যালি
পঞ্চায়েত ভোট নিয়ে মামলা, আজই রায় দেবে হাইকোর্ট। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে বিরোধীদের মামলা, আজই রায় । বিকেল ৪.৩০: শুভেন্দু-অধীরের করা জোড়া মামলায় রায়দান
মনোনয়ন পেশের সময়সীমা নিয়ে বিরোধীদের মামলা, আজই রায়। 'মনোনয়নে সকাল ১১টা থেকে বিকেল ৩টের পর্যন্ত সময় পর্যাপ্ত নয়'। পঞ্চায়েত ভোট নিয়ে মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের।
মনোনয়পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনায় মন্দিরবাজারে উত্তেজনা। ১৪৪ ধারা জারি সত্ত্বেও ব্লক অফিসের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত। জমায়েত হঠাল র্যাফ
ক্যানিংয়েও মনোনয়ন ঘিরে উত্তেজনা। অভিযোগ, ক্যানিং ১ নম্বর ব্লক অফিসের ভিতরেই তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেন বলে অভিযোগ। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের দাবি, বিজেপি প্রার্থীদের মেরে বের করে দেওয়া হয় বিডিও অফিস থেকে। মনোনয়ন জমা না দিতে পেরে ফিরে যান তাঁরা।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে যুদ্ধক্ষেত্র ভাঙড়। মুহুর্মুহু বোমাবাজি। গুলি চলার অভিযোগ। এই আবহেই আজ ভাঙড়ে পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর কর্মসূচি ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায়। কিন্তু অভিষেকের কর্মসূচি জুড়ে রয়েছে ভাঙড় ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় রোড শো এবং জনসংযোগ। প্রথমে ভাঙড় বিধানসভায় রোড শো করবেন অভিষেক। এরপর ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় ভাঙড় ১ নম্বর ব্লকেও রোড শো করবেন তিনি।
মনোনয়ন জমা ঘিরে জেলায় জেলায় অশান্তি আরও বাড়বে। তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্বের জেরে অশান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। শাসক দলের মনোনয়ন জমার সময় পরিস্থিতি আরও খারাপ হবে।' উদ্বেগ প্রকাশ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
আইএসএফের মনোনয়ন ঘিরে ফের রণক্ষেত্র ভাঙড়, গুলি-বোমা! মনোনয়ন দিতে এসে বিডিও অফিসের কাছেই গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী। নামেই পুলিশ, আইএসএফ নেতা-কর্মীদের ঘিরে তৃণমূলের তাণ্ডব। দফায় দফায় গুলি, বোমা, পুলিশের এক এসআই-ও আহত । পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব, অভিযোগ নৌশাদের । নামেই ১৪৪ ধারা! পুলিশের সামনেই ভাঙড়ে বোমা, গুলির তাণ্ডব!
নিয়োগ দুর্নীতি মামলায় আজ ইডি দফতরে হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়ে জানালেন, তিনি দলীয় কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে দলীয় কর্মসূচি ও ভোটের কাজ ছেড়ে তাঁর হাজিরা দেওয়া সম্ভব নয়। ইডি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ১৫ পাতার চিঠি দিয়ে জানালেন অভিষেক।চিঠির সঙ্গে দেওয়া হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের কপি।
সিউড়ির রবীন্দ্র পল্লিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির অভিযোগ। সকাল ১০টা ব্যাঙ্ক খুলতেই ভিতরে ঢুকে অবাক হয়ে যান গ্রাহকরা।অভিযোগ, স্টেট ব্যাঙ্কের কর্মীদের শৌচাগারে আটকে লুঠপাট চালায় ডাকাতরা। পরে সিউড়ি থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে কর্মীদের উদ্ধার করে। কী লুঠ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
মুর্শিদাবাদের রানিনগরে শাসকের হামলা রুখতে একজোট বিরোধীরা। একই টোটোয় চড়ে নিজেদের দলের পতাকা নিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন সিপিএম, কংগ্রেস, বিজেপি প্রার্থীরা।
মার খেলে প্রতিরোধ হবে, বার্তা বিরোধী প্রার্থীদের। একই সঙ্গে তৃণমূলের মতোই কমিশনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বাম, কংগ্রেস, বিজেপিকে বাইক র্যালি করতে দেখা যায়।
ভাঙড়ে অশান্তির আবহেই আজ বিধায়ক নৌশাদ সিদ্দিকির নেতৃত্বে মনোনয়ন জমা দিতে চলেছেন আইএসএফ প্রার্থীরা। গতকাল ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে জড়ো হন তৃণমূল কর্মীরা, উত্তেজনা তৈরি হয় । আইএসএফ প্রার্থী আসমা খাতুন আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন । শেষে বিডিও অফিসের পিছনের গেটের তালা ভেঙে আসমা-সহ কয়েকজন আইএসএফ প্রার্থীকে বের করে পুলিশ । অশান্তি রুখতে এদিন আগেভাগে প্রস্তুত পুলিশ । ভাঙড় ২ নম্বর ব্লক অফিসের চারদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।
মনোনয়ন পর্বে আজ নজরে নন্দীগ্রাম
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে
মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাবেন বিজেপি প্রার্থীরা
বিকেলে বনগাঁয় যাবেন বিরোধী দলনেতা
হাসপাতালে ভর্তি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে দেখতে যাবেন তিনি
পঞ্চায়েত ভোটের আগে হুগলির আরামবাগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ধৃত আব্দুল আজিজ খান হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এক অভিযুক্তকে ধরতে বাধা দেওয়া ও পুলিশের গাড়ি আটকানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান। রবিবার রাতে এক অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে প্রধানের বাধার মুখে পড়ে আরামবাগ থানার পুলিশ। সেই সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত, গা ঢাকা দেন তৃণমূলের প্রধানও। গতকাল তারকেশ্বর থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে । গ্রেফতারের নেপথ্যে রাজনীতি রয়েছে বলে দাবি করেছেন ধৃত পঞ্চায়েত প্রধান ।
'মনোনয়ন জমা ঘিরে জেলায় জেলায় অশান্তি আরও বাড়বে। অশান্তি আরও বাড়ার অশঙ্কা তৃণমূল কংগ্রসের দ্বন্দ্বের জেরে। শাসক দলের মনোনয়ন জমার সময় পরিস্থিতি আরও খারাপ হবে'। উদ্বেগ প্রকাশ করে জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।
দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই চালকের। আজ ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুরে। বালি বোঝাই লরি সিঙ্গুরের দিক থেকে বৈদ্যবাটির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা খালি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হন লরি দুটির দুই খালাসিও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে ঘণ্টাদুয়েক তারকেশ্বর-বৈদ্যবাটি রোডে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাগ্রস্ত লরি দুটিকে ক্রেন দিয়ে সরানোর পর ফের গাড়ি চলাচল শুরু হয়।
মনোনয়ন পর্ব চলাকালীন ভাঙড়ে ফের অশান্তি। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী কুতুবউদ্দিন আলি মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়ার অভিযোগ। অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। নিজেরা বোমাবাজি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে, পাল্টা নৌশাদ সিদ্দিকি
কোথাও তৃণমূল, কোথাও সিপিএম, কোথাও আবার বিজেপি। মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিনে, ১৪৪ ধারা লঙ্ঘন করে, বিডিও অফিসের সামনে জমায়েত করার অভিযোগে বিদ্ধ প্রায় সব দলই। ভাঙড়ের মাটিতে দেখা গিয়েছে, বজ্র আঁটুনি ফস্কা গেরো! মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে কী? সোমবার দলবল নিয়ে, ভাঙড় ২ নম্বর বিডিও অফিসে দাপিয়ে কার্যত বেড়ালেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। দেখেও, দেখল না কেউ! পশ্চিম মেদিনীপুরের দাশপুরে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কল্যাণীতে একই অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। এতেই শেষ নয়। কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে মুর্শিদাবাদের রানিনগরে লাঠি, বাঁশ হাতে তৃণমূলের বাইক মিছিল দেখা গিয়েছে। বজবজে আবার মনোনয়নপত্র জমা দিয়েই বিজয় উল্লাস পালন করতে দেখা গিয়েছে তৃণমূলের কর্মীদের। ভোট তো দূরের কথা, মনোনয়নপত্র জমা দেওয়াই শেষ হল না। তার আগেই আবীর মেখে, বিজয় উল্লাসে মাতলেন তাঁরা।
এবার সংঘাত-সুর চড়ল সপ্তমে! জেলা ও ব্লক নেতৃত্বকে তোয়াক্কা না করে ৪৭ জনের পঞ্চায়েত নির্বাচনী কমিটি ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, সম্প্রতি জেলা সভানেত্রী তাঁকে ব্লক সভাপতির সঙ্গে ২৫-৭৫ শতাংশ অনুপাতে আসন রফা করতে প্রস্তাব দেন। এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের জেলা সভানেত্রীর।
মিনাখাঁয় সিপিএমকে মনোনয়নে বাধা, পার্টি অফিস ঘেরাও! বোমা, পিস্তল নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, মাথা ফাটল সিপিএম নেত্রীর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পার্টি অফিস ঘিরে রাখার অভিযোগ সিপিএমের। বাঁশ, লাঠি নিয়ে সিপিএম প্রার্থীদের ভয় দেখিয়ে পার্টি অফিস ঘিরে রাখার অভিযোগ। মিনাখাঁ বিডিও অফিসে মনোনয়ন দিতে যাওয়ার পথে আটকানোর। অভিযোগ। মিনাখাঁয় সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ । এব্যাপারে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি । পুলিশকে সঙ্গে নিয়েই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ। হামলার মুখে মনোনয়নই দিতে পারলেন না সিপিএম প্রার্থীরা! মিনাখাঁয় মাথা ফাটল সিপিএমের রাজ্য কমিটির সদস্য সোমা দাসের
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও জোরাল। যেসব বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তাঁদের বেতন ও আর্থিক সুবিধা বন্ধ করল রাজ্য সরকার। এই মর্মে রেজিস্ট্রারদের চিঠি পাঠাল উচ্চশিক্ষা দফতর। শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য। তা বেআইনি বলেই গণ্য় করছে রাজ্য। চিঠিতে কড়া বার্তা উচ্চশিক্ষা দফতরের। এনিয়ে রাজভবনের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কাকদ্বীপে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় কেড়ে নেওয়া হল কংগ্রেসের মহিলা প্রার্থীর নথি। বিজেপি প্রার্থী ও কর্মীদের রাস্তায় ফেলে চলল মারধর। দুক্ষেত্রেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এদিকে, বাধা পেয়ে, লাঠি হাতে প্রতিরোধ গড়ে মনোনয়ন জমা দিলেন সিপিএম প্রার্থীরা।
পঞ্চায়েতের মনোনয়ন পর্বে বিভিন্ন জায়গা থেকে যেমন অশান্তির ছবি সামনে আসছে, তেমন তৈরি হচ্ছে প্রতিরোধও। সোমবার কাকদ্বীপ থেকে বড়শুলে আক্রমণের মুখে পড়েও, পাল্টা প্রতিরোধ গড়ে তুলল সিপিএম। মহম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তীর মতো সিপিএম নেতারাও সোশাল মিডিয়ায় বুঝিয়ে দিয়েছেন, আঠেরো আর তেইশ এক নয়। পাল্টা মুখ খুলেছে তৃণমূলও।
প্রেক্ষাপট
কলকাতা: অভিষেকের (Abhishek Banerjee) বার্তাই সার! মনোনয়নের তৃতীয় দিনেও জেলায় জেলায় সন্ত্রাস। মিনাখাঁয় মাথা ফাটল সিপিএম নেত্রীর (CPM Leader)। বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি নেতা।
মনোনয়নে বাধা, পূর্ব বর্ধমানের (Purba Burdwan) বড়শুলিতে সিপিএমের প্রতিরোধের মুখে তৃণমূল (TMC)। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পুলিশও আহত।
মনোনয়নেই উত্তপ্ত ভাঙড়। বাইরে তৃণমূলের জমায়েত, আতঙ্কে বিডিও অফিসেই আটকে আইএসএফ প্রার্থীরা! বেরোতে হল পিছনের দরজার তালা ভেঙে!
হামলার মুখে মিনাখাঁয় মনোনয়নই দিতে পারল না সিপিএম। পার্টি অফিসে হামলা, বাইক ভাঙচুর, মাথা ফাটল নেত্রীর!
বিডিও অফিসের পথেই চোপড়ায় আক্রান্ত বাম-কংগ্রেস। গাড়ি ভাঙচুর, মারধরের পরেই ১২জনকে অপহরণের অভিযোগ। খোঁজ মিলল ৫ কিমি দূরে।
কাকদ্বীপে (Kakdwip) কংগ্রেস-বিজেপি প্রার্থীকে বাধা, রাস্তায় ফেলে মারের অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়ে তৃণমূলকে তাড়া সিপিএমের।
রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হলে মনোনয়ন প্রত্যাহার নয়, জানিয়ে দিল কমিশন। ভোটে অশান্তি বরদাস্ত নয়, তিরুঅনন্তপুরম থেকে ফের বার্তা রাজ্যপালের (Governor C.V. Ananda)।
পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব হাইকোর্টের। ১৫ জুন থেকে ২১ জুন হোক মনোনয়ন, ২৩ জুন সকুটিনি, ২৬ জুন প্রত্যাহার ও ১৪ জুলাই হোক ভোট। প্রাথমিক প্রস্তাব আদালতের।
আদালত নির্দেশ দিলে মনোনয়ন জমার সময়সীমা ১৬ জুন পর্যন্ত সময়সীমা বাড়াতে প্রস্তুত, জানাল কমিশন। দিনে ৪ ঘণ্টা পর্যাপ্ত নয়, মন্তব্য আদালতের। ৫ ঘণ্টা করা যেতে পারে, জানাল কমিশন।
গ্রেফতারি দেখাতে গড়িমশি, ডোমকলের বন্দুকবাজ নেতাকে হেফাজতেই চাইল না পুলিশ। উল্টে বাম-কংগ্রেস কর্মীদের জামিনের বিরোধিতা।
পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত চ্যালেঞ্জ মামলায় স্থগিত রায়দান। তথ্যের ভিত্তিতে সিবিআই তদন্ত যথাযথ, সওয়াল সিবিআইয়ের। আগেই মামলা এজেন্সিকে দেওয়ার যুক্তি নেই, পাল্টা রাজ্য।
রাজভবনের সঙ্গে চূড়ান্ত সংঘাতে রাজ্য। আচার্য নিযুক্ত উপাচার্যদের বেতন-ভাতা বন্ধই করে দিল সরকার! অবৈধভাবে নিয়োগ, দাবি করে বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি।
রাজ্যজুড়ে দফায় দফায় লোডশেডিং। সচিবের খোঁজে শুভেন্দু। বিদ্যুৎ ভবন থেকে গেলেন উন্নয়ন ভবনে। শুধুই প্রচারে থাকার চেষ্টা, খোঁচা তৃণমূলের।
পঞ্চায়েত ভোটের মুখে কেন্দ্র থেকে টাকা পেল রাজ্য। কেন্দ্রের কাছ থেকে কর বাবদ আদায়ের ৮ হাজার ৮৯৮ কোটি টাকা পেল রাজ্য সরকার।
চালকের আসনে হেল্পার। মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর পরিজনদের পিষে দিল অ্যাম্বুল্যান্স। ৩জন আহত। অভিযুক্তকে বউবাজার থানায় জিজ্ঞাসাবাদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -