West Bengal News Live : হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল, কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে বেআইনিভাবে বালি পরিবহণের প্রতিবাদে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লরিতে অতিরিক্ত বালি বোঝাই করে নিয়ে যাওয়ায় রাস্তার ক্ষতি হচ্ছে। এরই প্রতিবাদে লরি আটকে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকাবাসী। গ্রামবাসীদের বিক্ষোভে আপাতত বন্ধ ড্রেজিংয়ের কাজ।
বীরভূমে, দলীয় কর্মসূচি চলাকালীন আপের জেলা সভাপতি-সহ ৪ জনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানিয়েছে কেজরিওয়ালের দল। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল।
ভাটপাড়ায় ফের বোমা উদ্ধার। শনিবার কাঁকিনাড়ার যে পাড়ার নির্মীয়মাণ আবাসন থেকে ৫০টি বোমা উদ্ধার হয়েছিল, আজ সেই পাড়া থেকে উদ্ধার হল ৩৫টি বোমা। তবে কি ফের ভাটপাড়ায় ফিরে আসছে ভয়ের পরিবেশ? আতঙ্ক স্থানীয়দের।
শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ বাতিল চেয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য। ২০২১, সেপ্টেম্বরে হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ খারিজের আর্জি জানাবে রাজ্য। শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার চেয়ে প্রধান বিচারপতির বেঞ্চে যাচ্ছে রাজ্য: সূত্র। ‘বারবার বিভিন্ন মামলায় তলব সত্বেও ইচ্ছেকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন শুভেন্দু’। শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রাজ্যের। কাঁথি, পাঁশকুড়া, নন্দীগ্রাম থানার মামলায় তদন্ত শুরুর আর্জি। ‘তদন্তে সহযোগিতা করতে শুভেন্দুকে নির্দেশ দিক হাইকোর্ট’। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করছে রাজ্য সরকার: সূত্র
এইমসে নিয়োগ দুর্নীতিতে মেয়েকে সিআইডি তলব, আক্রমণে বিজেপি বিধায়ক ‘বাঁকুড়া মেডিক্যাল, বিশ্ববিদ্যালয়ে লোককে ঢোকানো হয়েছে’ ‘তালিকা তুলে নিয়ে আসব, বিবস্ত্র করে রাস্তায় দাঁড় করব’ নাম না করে তৃণমূলকে আক্রমণে বাঁকুড়ার বিজেপি বিধায়ক
‘ভয় দেখিয়ে ভোটে জিতবেন, তাহলে ভুল করবেন’ ‘২০০জন প্রাণ দিতে পারলে, বিজেপির আরও প্রাণ যাবে’ ‘এরকম চললে আমাদেরও হাত আছে, যে ভাষা বোঝে সেই ভাষায় উত্তর দেব’ ‘কারও গায়ে আমরা হাত দিই নি, রাস্তায় এর নিষ্পত্তি করব’ ‘থানা-পুলিশ-হাসপাতালে কাউকে পাঠাবো না, রাস্তাতেই নিষ্পত্তি হবে’ মেদিনীপুরের চাঁদড়ায় বিজেপির কর্মিসভায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষ। জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে গেল সিআইডি-র টিম। এইমস-এ নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। বেলা সোয়া ১২টা নাগাদ হরিণঘাটায় বিধায়কের বাড়িতে যান সিআইডি-র চারজন অফিসার। সিআইডি জিজ্ঞাসাবাদ নিয়ে এখনও বিজেপি বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এখনও বেরোয়নি CBSE দ্বাদশের ফল। সেখানে কী করে স্নাতকে ভক্তির জন্য আবেদনের শেষ দিন ঘোষণা করা হল? প্রশ্ন তুলে উপাচার্য ও কলেজ অধ্যক্ষদের চিঠি দিল UGC। আপাতত কলেজে ভর্তির নির্ঘণ্টে কোনও বদল নয়, জানাল রাজ্য। CBSE-র ফলের দিন ঘোষণার পর পর্যালোচনার আশ্বাস।
করোনা অতিমারির জন্য দু’বছর বন্ধ থাকার পর এ বছর তারকেশ্বরে শুরু হল শ্রাবণী মেলা। ভিড়ের চাপে দুর্ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। মেলায় নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিকের ব্যবহার।
রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে দার্জিলিঙে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই সেখানে পৌঁছে যান অসমের মুখ্যমন্ত্রী। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল জিটিএ কাউন্সিলের বৈঠক, তাতেই যোগ দিতে দার্জিলিঙে রাজ্যপাল।
প্লাস্টিক দূষণ রুখতে নতুন ভাবনা কলকাতা পুরসভার। মেয়র জানিয়েছেন, এবার থেকে শহরের বিভিন্ন বাজারে এনসিসি-র সিনিয়র উইংয়ের ক্যাডেটদের পাঠানো হবে। তাঁরাই সচেতন করবেন ক্রেতা-বিক্রেতাদের
ভাটপাড়ায় ফের বোমা উদ্ধার। শনিবার কাঁকিনাড়ার যে পাড়ার নির্মীয়মাণ আবাসন থেকে ৫০টি বোমা উদ্ধার হয়েছিল, আজ সেই পাড়া থেকে উদ্ধার হল ৩৫টি বোমা। তবে কি ফের ভাটপাড়ায় ফিরে আসছে ভয়ের পরিবেশ? আতঙ্ক স্থানীয়দের।
রাজ্যে ফের দৈনিক করোনা সংক্রমণ ৩ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ৯৭৯। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৬৬১ জন। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬৫৫ জন।
'সারদা মামলায় শুভেন্দু অধিকারীর পদক্ষেপ খতিয়ে দেখে পদক্ষেপ করুক সিবিআই। সিবিআই-কে অবিলম্বে পদক্ষেপের নির্দেশ দিক আদালত।' এই আবেদনে আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলা দায়ের আইনজীবী রমাপ্রসাদ সরকারের। আগামী সোমবার শুনানির সম্ভাবনা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়েই ময়নাগুড়ির দোমোহনি হাটে তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি। করের টাকা তোলার পরে কেন জমা করা হয় না? স্থানীয়দের প্রশ্নের মুখে জানতে চাইলেন সভাধিপতি। তদন্তের নির্দেশ।
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শ্মশানের জমিতে স্টল বিক্রির টাকা তছরুপের মামলার তদন্তে নেমে পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল পুলিশ। কাঁথি পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য কাঁথি থানায় ডেকে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, বয়ানে অসঙ্গতি মেলায় রাতেই গ্রেফতার করা হয় প্রাক্তন ইঞ্জিনিয়ারকে। স্টল বিক্রির টাকা তছরূপের অভিযোগে নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী সহ ৩ জনের। সৌমেন্দুর গাড়িচালককে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। ঘটনায় ধৃত চারজনের মধ্যে এক ঠিকাদারকে কাঁথি মহকুমা আদালত শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। তবে স্টল যাঁরা কিনেছেন, তাঁদের দাবি, এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন তাঁরা।
‘ধান্দাবাজরা আবার তৃণমূলে ফিরছে’। ‘ভোটের আগে তৃণমূল ছেড়ে অনেকে বিজেপিতে গিয়েছিলেন’। ‘দেড় হাজার পর্যন্ত গুণতে পেরেছিলাম, তার পরে পারিনি’। ‘বিজেপি ছেড়ে এবার আবার সব ফিরে আসছে’। বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ মনোরঞ্জন ব্যাপারীর। বলাগড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।
‘ধান্দাবাজরা আবার তৃণমূলে ফিরছে’,‘ভোটের আগে তৃণমূল ছেড়ে অনেকে বিজেপিতে গিয়েছিলেন’, ‘দেড় হাজার পর্যন্ত গুণতে পেরেছিলাম, তার পরে পারিনি’, ‘বিজেপি ছেড়ে এবার আবার সব ফিরে আসছে’। বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ মনোরঞ্জন ব্যাপারীর। বলাগড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।
চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষ। জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে গেল সিআইডি-র টিম। এইমস-এ নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। বেলা সোয়া ১২টা নাগাদ হরিণঘাটায় বিধায়কের বাড়িতে যান সিআইডি-র চারজন অফিসার। সিআইডি জিজ্ঞাসাবাদ নিয়ে এখনও বিজেপি বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মুখ্যমন্ত্রীকে বাদ দিয়েই কেন শিয়ালদা-সল্টলেক মেট্রোর উদ্বোধন? প্রতিবাদে মেট্রো ভবনের সামনে বিক্ষোভে মদন মিত্র। তৃণমূল সমর্থিত কর্মী ইউনিয়নকে সঙ্গে নিয়ে বিক্ষোভ।
ফের ভাটপাড়ায় প্রচুর বোমার হদিশ। ৮ নম্বর ওয়ার্ডের নির্মীয়মাণ বাড়িতে ২৫টি বোমা উদ্ধার। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড।
মহুয়া মৈত্রের কালী মন্তব্যের প্রতিবাদে ডিসি সেন্ট্রালের দফতরের সামনে বিজেপির তফশিলি মোর্চার বিক্ষোভ।
চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষ। জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে গেল সিআইডি-র টিম। এইমস-এ নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। বেলা সোয়া ১২টা নাগাদ হরিণঘাটায় বিধায়কের বাড়িতে যান সিআইডি-র চারজন অফিসার।
৬ দিন কেটে গেলেও পুলিশ নিখোঁজ ছেলের হদিশ দিতে না পারায় থানার সামনে ধর্নায় বসলেন পড়ুয়ার বাবা-মা। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার থেকে নিখোঁজ বিধাননগর মিউনিপ্যালিটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্র। থানায় মিসিং ডায়েরিও করা হয়। কিন্তু তারপর এতদিন কেটে গেলেও ছেলের খোঁজ না পেয়ে আজ সকালে বৃষ্টির মধ্যেই বাগুইআটি থানার সামনে ধর্নায় বসেন নিখোঁজ ছাত্রের বাবা-মা। শেষপর্যন্ত তাঁদের বুঝিয়ে থানার ভিতরে নিয়ে যান পুলিশ কর্মীরা।
আজ থেকে চিত্পুর রেল ওভারব্রিজে ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হল। নোটিস দিয়ে কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিত্পুরে রেল ওভারব্রিজের ওপর দিয়ে বাস চলাচল করতে পারবে না। তবে ছোট গাড়ি চলাচলে বাধা নেই।
'রাজ্যের কথা একটু ভাবুন। একটি দলের প্রতিনিধিত্ব করলে, মানুষ ওঁকে সেই দলের প্রতিনিধি হিসেবেই ভাববে। এটা ওঁর পক্ষে মর্যাদাহানিকর।' মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। 'রাজভবনকে তামাশায় পরিণত করেছেন', মন্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।
রাজ্যের শাসনব্যবস্থা নিয়ে মুখ খুলুন নাগরিক সমাজ ও বিশিষ্টজনেরা। ওঁদের নীরবতা পীড়াদায়ক। ৩ বছর ধরে বিনিয়োগ, নতুন চাকরির সুযোগ নিয়ে অনেক শুনেছি, কাজে কিছু হয়নি। বাগডোগরায় রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। পাল্টা তোপ তৃণমূলের।
এইমস-এ নিয়োগ দুর্নীতি মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষকে জিজ্ঞাসবাদ করছে সিআইডি। আজ বেলা সোয়া ১২টা নাগাদ হরিণঘাটায় বিধায়কের বাড়িতে যান সিআইডি-র চারজন অফিসার। সেখানেই তাঁরা জিজ্ঞাসাবাদ করছেন বিধায়কের পুত্রবধূকে।
২ বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস পালনের আয়োজন। ২১ জুলাই সমাবেশের প্রস্তুতির জন্য আজ সকালে খুঁটি পুজো করে মঞ্চ বাঁধার কাজ শুরু হল। উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, তাপস রায়, শান্তনু সেনরা। সেইসঙ্গে ছিলেন বেশ কয়েকজন কাউন্সিলরও।
কয়লাকাণ্ডে অভিযুক্ত জয়দেব মণ্ডল গুরুপদ মাজির সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্র খবর, জয়দেব মণ্ডলের সাড়ে ১৫ কোটি টাকার সম্পত্তি এবং গুরুপদ মাজির ৭ কোটি ৯০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে বেআইনিভাবে বালি পরিবহণের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল থেকে চলছে দফায় দফায় বিক্ষোভ ও অবরোধ। রানিগঞ্জের টিরাট এলাকায় দামোদরের নাব্যতা বাড়ানোর জন্য একটি ঠিকাদারি সংস্থা বালি তোলার কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংলগ্ন রাস্তা দিয়ে ১০ টনের বেশি ভারী মালপত্র পরিবহণের অনুমতি নেই। অথচ লরিতে ৩০ থেকে ৪০ টন বালি নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। তাতে রাস্তার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এরই প্রতিবাদে লরি আটকে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পাহাড় সফরে আজও প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী। আজ সকাল ১০টা নাগাদ তিনি প্রাতঃভ্রমণে বের হন। জাকির হুসেন রোড, নেহরু রোড ধরে হাঁটতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারমধ্যেই সারলেন জনসংযোগ। কোথাও শিশুদের আদর করলেন। তাদের হাতে চকোলেট তুলে দিলেন। কোথাও সবজির দোকানে গিয়ে খোঁজ নিলেন দামের। কোথাও আবার পর্যটকদের সেলফি তোলার আবদার মেটাতে হল মুখ্যমন্ত্রীকে।
পূর্ণিমার কটালের জন্য সমুদ্রে জলোচ্ছ্বাস। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার রাস্তা, মেরিন ড্রাইভে রাস্তার ওপর দিয়ে জল বইছে। জল ঢুকতে শুরু করেছে গ্রামেও। কটালে জল আর কতটা বাড়বে, সেই ভেবে আতঙ্কিত এলাকাবাসী। মত্স্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, সেচ দফতরকে বলা হয়েছে ব্যবস্থা নিতে।
গুরুপূর্ণিমার সকালে আদ্যাপীঠে মাতৃমূর্তি দর্শনে যান বিজেপির রাজ্য সভ্যপতি সুকান্ত মজুমদার। স্বামী সুবীরানন্দের হাতে পদ্মফুল তুলে দেন তিনি।
বেসরকারি বাস-মিনিবাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করতে পরিবহণ সচিবকে নির্দেশ। ৬ সপ্তাহের মধ্যে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ হাইকোর্টের। নির্দেশ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চের। মোটর ভেহিকেলস আইনের ৬৭ নম্বর ধারা অনুযায়ী ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করতে নির্দেশ।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে এক যুব তৃণমূল নেতাকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ২০২১-এর ২০ নভেম্বর ক্যানিংয়ে বাড়ির কাছেই খুন হয়েছিলেন যুব তৃণমূলের নিকারিঘাটা অঞ্চল সভাপতি মহরম শেখ। গতকাল রাতে মূল অভিযুক্ত রফিক শেখকে হিঙ্গলগঞ্জ থেকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ।
আনিস খানের মৃত্যুতে খুনের অভিযোগ তুলেছিল তাঁর পরিবার। কিন্তু, সেই অভিযোগ কার্যত খারিজ করে, গাফিলতির জেরে মৃত্যুর ধারায় চার্জশিট দিয়েছে রাজ্য পুলিশের তৈরি সিট। সিবিআই তদন্তের দাবিতে ডিভিশন বেঞ্চে আনিস খানের পরিবার। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই আবেদনের শুনানি।
কয়লা পাচারকাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর জন্য অনুমতি চেয়ে দিল্লির পাটিয়ালা কোর্টে আবেদনও করেছে ইডি। ২০১৮-সালে মোদি সরকার ফিউজেটিভ ইকোনমিক অফেন্ডার ঘোষণা করার জন্য আইন আনে। এই আইনে কাউকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করলে দেশে তাঁর নামে-বেনামে সমস্ত সম্পত্তি তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করতে পারে।
ঘোর বর্ষাতেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ গুরুপূর্ণিমায় বেলুড় মঠে ভক্তদের ঢল। দীক্ষাগুরুকে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার জন্য সারিবদ্ধভাবে সকাল থেকে প্রতীক্ষা করছেন ভক্তরা। সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দকে প্রণাম নিবেদন করবেন তাঁরা। করোনার কারণে গত দু’বছর ভক্ত সমাগমে সেভাবে গুরুপূর্ণিমা পালন করা যায়নি।
তাঁকে অপসারণের নির্দেশ দেওয়ার এক্তিয়ার কি সিঙ্গল বেঞ্চের আছে? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে প্রশ্ন অপসারিত প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের। হলফনামা জমা দেওয়ার সুযোগ না দিয়েই বিরূপ মন্তব্য করা হয়েছে বলেও, দাবি তাঁর। যা নিয়ে শুরু হয়েছে তরজা।
রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের জল্পনা উস্কে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি দাবি করেন, তৃণমূলের অনেকেই NDA’র প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। যা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, কোন দলের বিধায়কদের ক্রসভোটিংয়ের সম্ভাবনা আছে? তৃণমূল অবশ্য এই বিষয়টিতে গুরুত্বই দিতে নারাজ।
বর্ষায় জল যন্ত্রণা দূর করতে শহর ও শহরতলির পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে মঙ্গলবার বৈঠক ফিরহাদ হাকিমের। খোঁজ নিলেন নর্দমা সংস্কারের কাজ নিয়েও। জল জমরা ভিত্তিতে একাধিক জ়োনে ভাগ নানা এলাকাকে।
রাঙামাটি শ্মশানের জমি দুর্নীতি মামলায় এবার কাঁথি পুরসভার এক প্রাক্তন ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দিলীপ চৌহান। পুলিশ সূত্রে খবর, রাঙামাটি শ্মশান সংস্কারের সময়, তার দায়িত্বে ছিলেন কাঁথি পুরসভার তত্কালীন ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান। মঙ্গলবার সন্ধেয় তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে কাঁথি থানার পুলিশ। সূত্রের খবর, বয়ানে অসঙ্গতি মেলায় রাতে তাঁকে গ্রেফতার করা হয়।
এবার গঙ্গাসাগর যাওয়ার জন্য ব্রিজ তৈরি করছে রাজ্য সরকার। কাকদ্বীপ থেকে সাগর দ্বীপ পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপর তৈরি হবে ৪ লেনের ব্রিজ। খরচ হবে ১ হাজার ৫৪৮ কোটি টাকা। রাজ্যর দাবি, কেন্দ্রকে একাধিকবার অনুরোধ জানিয়েও কাজ হয়নি। শেষপর্যন্ত রাজ্য নিজেই ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
'দুর্গাপুজো আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে’। কলকাতায় একটি অনুষ্ঠানে মদনের মন্তব্যে তোলপাড়। ‘অনেকদিন ধরে জমে ছিল, সরকার দেখছে, ধরে ফেলছে। অনেক জায়গায় জমা, খুঁজে বের করা হচ্ছে। ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না’, বোমা-গুলি নিয়ে মদনের মন্তব্যে তোলপাড়। পাল্টা তোপ বিজেপির।
ক্যানিংয়ে প্রকাশ্যে ৩ তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক অভিযুক্ত। এবার পুলিশের হাতে গ্রেফতার এফআইআরে নাম থাকা এবাইদুল্লা মণ্ডল। পুলিশ সূত্রে খবর, ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনের ঘটনায় এফআইআরে ৬ জনের নাম রয়েছে। তাদের মধ্যে প্রথম অভিযুক্ত হিসেবে গ্রেফতার হল এবাইদুল্লা মণ্ডল। এখনও অধরা এফআইআরে নাম থাকা রফিকুল-সহ ৫ অভিযুক্ত। রফিকুলের সন্ধানে তল্লাশির সময় ক্যানিং থানার পুলিশ একটি টোটোকে ধাওয়া করে। গ্রেফতার হয় রফিকুলের ভাগ্নে মুরেশলিন-সহ ২, উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ফেরার রফিকুলের ভাগ্নে মুরশেলিনের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা রুজু।
প্রেক্ষাপট
ক্যানিংয়ে ৩ তৃণমূল (TMC) নেতা খুনে এফআইআরে নাম থাকা প্রথম গ্রেফতার। মূল অভিযুক্তের খোঁজে অভিযান।
হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে ধূপগুড়িতে ফের কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ধূপগুড়ির সভার আগে হঠাৎ ময়নাগুড়ির বাজারে অভিষেক। অসম্পূর্ণ কাজ নিয়ে অভিযোগ শুনে ফোনেই জেলা সভাধিপতিকে ধমক। দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ নয়, বাংলা একটাই। বিজেপির বিরুদ্ধে রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগ অভিষেকের।
ডায়মন্ড হারবারের পর এবার উত্তরবঙ্গেও (North Bengal) হেল্প লাইন। কয়েকজন মমতা আর মানুষের মধ্যে দেওয়াল তুলেছিলেন। আজ ভেঙে দিলাম, মন্তব্য অভিষেকের।
মহুয়ার কালী-মন্তব্যের প্রতিবাদে সাধু-সন্ন্যাসী নিয়ে রাজভবনে শুভেন্দু। বিভাজনের রাজনীতি, আক্রমণ রাজ্যপালের। পাল্টা কটাক্ষ তৃণমূলের।
বাংলা সফরের দ্বিতীয় দিনে পাঁচলার কালী মন্দিরে স্মৃতি ইরানি (Smriti Irani)। দাশনগরে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় মন্ত্রী।
১০ বছর পর পাহাড়ে জিটিএ (GTA)-র শপথ। শোনা গেল উন্নয়নের আশ্বাস। পাহাড়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী (Chief Minister)। চিড়িয়াখানা যাওয়ার পথে ফুচকা বানিয়ে খাওয়ালেন বাচ্চাদের। গান গাইলেন ক্যাফে হাউসের উদ্বোধনে।
বোমা-গুলি নিয়ে মদনের মন্তব্যে তোলপাড়। বারুদের স্তূপের উপর রয়েছে বাংলা, এটা মেনে নিয়েছেন, কটাক্ষ বিজেপির (BJP)।
জাভেদের কাউন্সিলর-পুত্রের বিরুদ্ধে অভিযোগ, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের (High Court)। তপসিয়ায় জবরদখল, মারধরের অভিযোগ। আজ শুনানির সম্ভাবনা।
২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক ঘিরে মালদায় ধুন্ধুমার। ব্লক সভাপতির দিকে তেড়ে যাওয়ার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। কোনওমতে থামালেন জেলা সভাপতি।
এবার কলকাতায় শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ের পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা। চক্রান্ত দেখছে বিজেপি। মমতার বিমান বিভ্রাটে কার হাত? পাল্টা তোপ তৃণমূলের।
কাঁথিতে শ্মশান দুর্নীতি মামলায় আরও গ্রেফতার। শুভেন্দুর ভাই সৌমেন্দুর গাড়ি চালকের পর প্রাক্তন ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল পুলিশ।
এবার কাঁথি পুরসভা থেকে সারদার বিভিন্ন প্রকল্প সংক্রান্ত ফাইল উধাও? থানায় অভিযোগ দায়ের পুরপ্রধানের। এফআইআর করে তদন্তে পুলিশ।
রাষ্ট্রপতি ভোটের প্রচারে কলকাতায় দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। বিজেপির সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক। তৃণমূলের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। দ্রৌপদীর বাংলা সফরের মধ্যেই দাবি দিলীপের। দিলীপ-মন্তব্যে কটাক্ষ তৃণমূলের।
খারিজ রাজ্য সরকারের যুক্তি। ২০১৪-র প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বিজেপি নেতার মামলাকে গ্রহণযোগ্য বলল আদালত। হলফনামা তলব।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনায় (Covid) একদিনে মৃত্যু বেড়ে ৫। আড়াই হাজারের উপরেই সংক্রমণ। শেষের ধারেকাছেও নেই করোনা, সতর্ক করল ‘হু’।
এবার গঙ্গাসাগর যাওয়ার সেতু। কাকদ্বীপ থেকে মুড়িগঙ্গা নদীর উপরে সেতু তৈরি করছে রাজ্য। ৪ লেনের সেতুর জন্য খরচ দেড় হাজার কোটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -