WB News Live Updates:গার্ডেনরিচে বহুতল থেকে পড়ে যুবকের রহস্যমৃত্যু

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 14 Aug 2023 11:34 PM
West Bengal News Live: যাদবপুরকাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

যাদবপুরকাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

WB News Live:  ইউজিসি আসার আগে তৎপর কর্তৃপক্ষ

 ইউজিসি আসার আগে তৎপর কর্তৃপক্ষ। ক্যাম্পাসে পড়ল অ্যান্টি র‍্যাগিং হোর্ডিং। জালে ঘিরল পুকুর। 

West Bengal News Live: ছাত্রের মৃত্যুতে ফুঁসছে রাজ্য

ছাত্রের মৃত্যুতে ফুঁসছে রাজ্য। বিচার চায় পরিবার। ৪দিন পরে ক্যাম্পাসে দেখা মিলল রেজিস্ট্রারের! বিতর্কের মুখে অসুস্থ থাকার সাফাই!

WB News Live: গার্ডেনরিচে বহুতল থেকে পড়ে যুবকের রহস্যমৃত্যু

গার্ডেনরিচে বহুতল থেকে পড়ে যুবকের রহস্যমৃত্যু
গার্ডেনরিচে দোতলা থেকে পড়ে যুবকের মৃত্যু
কীভাবে মৃত্যু আদিল জাভেদের? তদন্তে পুলিশ

West Bengal News Live: র‍্যাগিংয়ের বিরুদ্ধে ডাকা বৈঠক ঘিরে রণক্ষেত্র যাদবপুর

র‍্যাগিংয়ের বিরুদ্ধে ডাকা বৈঠক ঘিরে রণক্ষেত্র যাদবপুর
ডব্লটিআইয়ের বিরুদ্ধে এসএফআইয়ের উপর হামলার অভিযোগ
আহত এসএফআই নেতা, কেপিসি হাসপাতালে ভর্তি 

WB News Live: দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বাড়বে

বাংলাদেশ ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি হবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। কলকাতায় দু’-এক পশলা বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে ১৫ অগাস্টের পর কমবে বৃষ্টির পরিমাণ। 

West Bengal News Live: রাজারহাটে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে স্ত্রীকে খুন

রাজারহাটে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে স্ত্রীকে খুন। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে নারায়ণপুর থানার পুলিশ। ধৃতের মায়ের দাবি, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকায় স্ত্রীকে সন্দেহ করতেন স্বামী। তাই নিয়ে অশান্তির জেরেই খুন। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live: সল্টলেকে বিজেপি দফতরের সামনে ফের বিক্ষোভে ফেটে পড়লেন দলীয় কর্মীদের একাংশ

সল্টলেকে বিজেপি দফতরের সামনে ফের বিক্ষোভে ফেটে পড়লেন দলীয় কর্মীদের একাংশ। ৬ দিনের মাথায় ফের মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিকে সরানোর দাবিতে চলল ধর্না। ঘুষের বিনিময়ে নব্যেন্দু নস্করকে জেলা সভাপতি করা হয়েছে বলে 
বিস্ফোরক অভিযোগ তুললেন বিক্ষোভকারীদের একাংশ। অভিযোগ ঘিরে চরমে উঠেছে রাজনীতির পারদ।

West Bengal News Live: কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন কৌস্তভ বাগচী

বিরোধী জোটে একমঞ্চে কংগ্রেস-তৃণমূল
কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন কৌস্তভ বাগচী

WB News Live: র‍্যাগিংয়ের বিরুদ্ধে ডাকা বৈঠক ঘিরে রণক্ষেত্র যাদবপুর

র‍্যাগিংয়ের বিরুদ্ধে ডাকা বৈঠক ঘিরে রণক্ষেত্র যাদবপুর
ডব্লটিআইয়ের বিরুদ্ধে এসএফআইয়ের উপর হামলার অভিযোগ
আহত এসএফআই নেতা, কেপিসি হাসপাতালে ভর্তি 

West Bengal News Live: ছাত্রের মৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শোকজ

ছাত্রের মৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শোকজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জাতীয় মানবাধিকার কমিশনের শোকজ। 

WB News Live: যাদবপুরে ছাত্র মৃত্যুকাণ্ডে হাড়হিম করা বয়ান হস্টেলের রাঁধুনির

যাদবপুরে ছাত্র মৃত্যুকাণ্ডে হাড়হিম করা বয়ান হস্টেলের রাঁধুনির

West Bengal News Live: ইউজিসির টিম আসার আগে হঠাৎ তৎপরতা, পড়ল র‍্যাগিং-বিরোধী হোর্ডিং

ইউজিসির টিম আসার আগে হঠাৎ তৎপরতা, পড়ল র‍্যাগিং-বিরোধী হোর্ডিং

WB News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে অ্যান্টি র‍্যাগিং হোর্ডিং কর্তৃপক্ষের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে অ্যান্টি র‍্যাগিং হোর্ডিং কর্তৃপক্ষের

West Bengal News Live: নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
টসে জিতে পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন বিজেপির শ্যামল সাহু
পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ও বিজেপি উভয়ের দখলেই ছিল ১৫টি করে আসন
শুভেন্দুর তালুকে র টসে জিতে পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

WB News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুকাণ্ডে রাঁধুনির বিস্ফোরক বয়ান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুকাণ্ডে রাঁধুনির বিস্ফোরক বয়ান
কীভাবে সিনিয়রদের হাতে র‍্যাগিংয়ের শিকার জুনিয়ররা, রাঁধুনির বয়ানে ভয়ঙ্কর তথ্য

West Bengal News Live: যাদবপুরকাণ্ডে চিঠি রহস্যে নতুন মোড়

যাদবপুরকাণ্ডে চিঠি রহস্যে নতুন মোড়। 'চিঠি লিখেছিলেন ধৃত দীপশেখর দত্ত। চিঠিতে সই করানো হয়েছিল নির্যাতিত পড়ুয়াকে দিয়েই'দাবি ধৃত দীপশেখরের মায়ের

WB News Live: যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় সামনে এল নতুন তথ্য

যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় সামনে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, সিনিয়রদের সঙ্গে আলাপ-পর্বের গোটাটাই ভিডিয়োয় তুলে রাখা হত।

West Bengal News Live: যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে শহরে একের পর এক প্রতিবাদ মিছিল

যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে শহরে একের পর এক প্রতিবাদ মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিছিল তৃণমূলপন্থী শিক্ষক, অশিক্ষক কর্মচারী পড়ুয়াদের ঢাকুরিয়া-যাদবপুর মিছিল তৃণমূল ছাত্র পরিষদের। অরবিন্দ ভবনের সামনে ছাত্র সংগঠন আইসা-র তৃণমূল বিরোধী স্লোগান, উত্তেজনা। যাদবপুরে পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে কলেজ স্ট্রিট অবরোধ এসএফআইয়ের। পার্ক সার্কাসে যাদবপুরে পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে পথে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

West Bengal News Live: যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে শহরে একের পর এক প্রতিবাদ মিছিল

যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে শহরে একের পর এক প্রতিবাদ মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিছিল তৃণমূলপন্থী শিক্ষক, অশিক্ষক কর্মচারী পড়ুয়াদের ঢাকুরিয়া-যাদবপুর মিছিল তৃণমূল ছাত্র পরিষদের। অরবিন্দ ভবনের সামনে ছাত্র সংগঠন আইসা-র তৃণমূল বিরোধী স্লোগান, উত্তেজনা। যাদবপুরে পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে কলেজ স্ট্রিট অবরোধ এসএফআইয়ের। পার্ক সার্কাসে যাদবপুরে পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে পথে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

WB News Live: সল্টলেকে বিজেপির রাজ্য দফতরের সামনে ফের বিজেপি কর্মীদের বিক্ষোভ

সল্টলেকে বিজেপির রাজ্য দফতরের সামনে ফের বিজেপি কর্মীদের বিক্ষোভ। মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিকে সরানোর দাবিতে অবস্থান বিক্ষোভ। এর আগে ৮ অগাস্ট একই দাবিতে বিক্ষোভ করেছিলেন মথুরাপুরের বিজেপি কর্মীরা।

West Bengal News Live: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে কলেজ স্ট্রিট অবরোধ এসএফআইয়ের

যাদবপুরকাণ্ডের প্রতিবাদে কলেজ স্ট্রিট অবরোধ এসএফআইয়ের

WB News Live: 'দায়ী রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ', যাদবপুরকাণ্ডে তোপ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

'এ পরিবেশের জন্য দায়ী রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইউজিসি গাইডলাইন মানা হয়নি, শিক্ষা রাজ্য সরকারের দায়িত্ব, আমি আশা করব, রাজ্য সরকার জন সাধারণের কাছে ক্ষমা চাইবে', যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের।

West Bengal News Live: সিঙ্গুরে আমরণ অনশন করেছিলাম, লুকিয়ে খাওয়া আমাদের অভ্যাস নয়: মমতা

'বাংলাকে কেউ যেন থামাতে না পারে, কোনও ধমকানি-চমকানি নয়। সিঙ্গুরে আমরণ অনশন করেছিলাম, লুকিয়ে খাওয়া আমাদের অভ্যাস নয়', বললেন মমতা। 

WB News Live: পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি পঞ্চায়েত সমিতির আজ বোর্ড গঠন

পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি পঞ্চায়েত সমিতির আজ বোর্ড গঠন। শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির  বোর্ড গঠন ঘিরে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে পঞ্চায়েত সমিতিতে ঢোকার অভিযোগ। অভিযোগ তুলে নন্দীগ্রাম থানার আইসি-র কাছে নালিশ বিজেপির। পঞ্চায়েত সমিতির অফিসের সামনে জড়ো হন বিজেপি কর্মীরা। জমায়েত হঠায় পুলিশ, অশান্তির আশঙ্কায় নামানো হয়েছে র‍্যাফ। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

West Bengal News Live: কেন্দ্রের বিজ্ঞপ্তিকে হাতিয়ার করে রাজ্যকে খোঁচা শুভেন্দুর

'প্রকল্পের টাকা রাজ্যের হাতে সরাসরি আর দেবে না কেন্দ্র, কেন্দ্রীয় প্রকল্পের টাকা সরাসরি মিলবে রিজার্ভ ব্যাঙ্কের ই প্ল্যাটফর্ম থেকে', সোশাল মিডিয়ায় অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের বিজ্ঞপ্তিকে হাতিয়ার করে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে।

WB News Live: যাদবপুরে ছাত্রমৃত্যু, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

যাদবপুরে ছাত্রমৃত্যু, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। 'আর কে রাঘবনের রিপোর্ট অনুযায়ী র‍্যাগিং রুখতে উপযুক্ত ব্যবস্থা নিক বিশ্ববিদ্যালয়গুলি, ইউজিসিকে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিক হাইকোর্ট', আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়।  মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি।

West Bengal News Live: পড়ুয়া মৃত্যুর ঘটনায় আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাধিক বৈঠক

পড়ুয়ার প্রাণের বিনিময়ে টনক নড়ল যাদবপুরের? পড়ুয়া মৃত্যুর ঘটনায় আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাধিক বৈঠক। দ্বিতীয়বার বৈঠকে বসবে ছাত্র মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি। তলব করা হয়েছে মেন হস্টেলের ভারপ্রাপ্ত সুপারকে। ঘটনার বিবরণ জানতে প্রত্যক্ষদর্শী এক পড়ুয়াকেও করা হবে জিজ্ঞাসাবাদ।

WB News Live: যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব ইউজিসি-র

র‍্যাগিং রুখতে নির্দেশিকার পরেও কেন পদক্ষেপ নয়? যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব ইউজিসি-র। বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসি-র প্রতিনিধি দল।

West Bengal News Live: বাংলাদেশ ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি

বাংলাদেশ ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি হবে। পরশু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে ১৫ অগাস্টের পর কমবে বৃষ্টির পরিমাণ।

WB News Live: স্ত্রীর কাছে অপহরণের গল্প ফেঁদে মুক্তিপণ চেয়ে ফোন করে বিপাকে সেনা কর্মী

স্ত্রীর কাছে অপহরণের গল্প ফেঁদে মুক্তিপণ চেয়ে ফোন করে বিপাকে সেনা কর্মী। লালবাজারে ফোন করে অভিযোগ জানান স্ত্রী।নিউ মার্কেট থানা এলাকায় রফি আহমেদ কিদোয়াই রোডের একটি হোটেলে মিলল সেনা কর্মীর খোঁজ। পুলিশি জিজ্ঞাসাবাদে কবুল, টাকার দরকারে স্ত্রীর কাছে অপহরণের গল্প ফেঁদেছিলেন। সন্ধেয় নিউ মার্কেটের একটি হোটেল থেকে মত্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই সেনা কর্মীকে। গোটা বিষয়টি জানতে অরুণাচল থেকে সেনা আধিকারিকরা কলকাতায় আসছেন। 

West Bengal News Live: কোথায় রয়েছে ঘাটতি? পদক্ষেপে কোথায় খামতি? বলছেন বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন উপাচার্য। 

জীবন গড়তে গিয়ে জীবনের জলাঞ্জলি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কড়া হলে কি ঠেকানো যেত না এমন ঘটনা? কোথায় রয়েছে ঘাটতি? পদক্ষেপে কোথায় খামতি? কঠোর প্রশাসক প্রয়োজন। বলছেন এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন উপাচার্য। 

WB News Live: যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের মানসিক হেনস্থা পর্বের ভিডিও পেতে মরিয়া পুলিশ

যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের মানসিক হেনস্থা পর্বের ভিডিও পেতে মরিয়া পুলিশ। ধৃতদের জেরা করেই ভিডিওয়ের তথ্য পেয়েছে পুলিশ। পরিচয়পর্বের সময় তোলা ভিডিও পেতে ফরেন্সিক ও প্রযুক্তির সাহায্য নিতে চলেছে কলকাতা পুলিশ। পুলিশের সন্দেহ, ভিডিও তোলা হলেও ঘটনা যে দিকে গড়িয়েছে, তথ্যপ্রমাণ লোপাটে ডিলিট করা হয়েছে সেই ভিডিও।

West Bengal News Live: বাগুইআটিতে স্ত্রীকে গুলি করে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

বাগুইআটির নারায়ণপুরে স্ত্রীকে গুলি করে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ,  মৃত গৃহবধূর নাম টুম্পা ঘোষ। প্রতিবেশীরা আজ সকালে গুলির আওয়াজ পান। পরে গৃহবধূকে বাড়ির মধ্যেই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মহিলার শরীরে দুটি গুলি লেগেছে। দাম্পত্য বিবাদ ছাড়া এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।


 

WB News Live: যাদবপুর মেন হস্টেলের রাঁধুনির দেওয়া বয়ানের ভিত্তিতে উঠছে প্রশ্ন

যাদবপুর মেন হস্টেলের রাঁধুনির দেওয়া বয়ানের ভিত্তিতে উঠছে প্রশ্ন। যেখানে ওই রাঁধুনি বলছেন, শুধু নদিয়ার ওই ছাত্রই নয়, হস্টেলে থাকতে আসা প্রথম বর্ষের সব পড়ুয়াদের ওপরই অমানুষিক অত্যাচার চলে। পুলিশ সূত্রে দাবি, প্রথম বর্ষের পড়ুয়াদের ওপর কীভাবে অত্যাচার চলত, সিনিয়রদের কী কী কাজ করে দিতে হত, কীভাবে চাপ দেওয়া হত, তা জানিয়েছেন ওই রাঁধুনি। রবিবার আদালতে সরকারি আইনজীবী সেই বয়ান পেশ করেন।   

West Bengal News Live: ১০৪ নম্বর ঘরে ওই ছাত্রকে সামনে বসিয়েই লেখা হয়েছিল চিঠি?

যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় রহস্যময় চিঠি ঘিরে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, মেন হস্টেলের ১০৪ নম্বর ঘরে ওই ছাত্রকে সামনে বসিয়েই লেখা হয়েছিল চিঠি। এমনকি, জোর করে তাঁকে দিয়ে সই করানো হয় বলে অভিযোগ। মানসিক নির্যাতন করার সময় শুধু প্রাক্তনী সৌরভ, মনোতোষ, দীপশেখর দত্ত নয়, জড়িত ছিল আরও অনেকে, খবর পুলিশ সূত্রে। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অজ্ঞাতপরিচয়দের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

WB News Live: বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা জেপি নাড্ডার

বাংলাকে অন্ধকারে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় দলীয় বৈঠকে এই মন্তব্য করে বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছেন মোদি। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। 

West Bengal News Live: দুর্নীতি ইস্যুতে নাড্ডার মুখে পার্থ-অনুব্রতর নাম, নিশানা তৃণমূলকে

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে এখনও কোথায় আছেন? দুর্নীতি ইস্যুতে এভাবেই নাম তুলে ধরে, তৃণমূলকে নিশানা করলেন জে পি নাড্ডা। ১০০ দিনের প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগে, শনিবারই প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বাংলায় কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 

WB News Live: নদিয়ার পলাশিপাড়ায় গুলিবিদ্ধ এসইউসি কর্মী, কাঠগড়ায় তৃণমূল

নদিয়ার পলাশিপাড়ায় গুলিবিদ্ধ এসইউসি কর্মী, হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এসইউসি-র অভিযোগ, গতরাতে পলাশিপাড়ায় দলীয় কর্মী আমির আলি মল্লিকের বাড়িতে আগুন লাগায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আগুন নেভাতে গেলে এসইউসি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার পাশাপাশি গুলিও চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন এসইউসি কর্মী আরমান শেখ। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

West Bengal News Live: যাদবপুরে ছাত্রের মৃত্যুর ঘটনায় তৎপর রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন

যাদবপুরে ছাত্রের মৃত্যুর ঘটনায় তৎপর রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। গতকাল কমিশনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ঘটনাস্থল ঘুরে দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করেন। এরপর  তাঁরা ক্যাম্পাসের মধ্যে নিউ বয়েজ হস্টেলেও যান। ছাত্রের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা।

WB News Live: যাদবপুরে ছাত্রমৃত্যু, শহরে দফায় দফায় বিক্ষোভ

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ছাত্রের রহস্য়মৃত্য়ু। জোড়ালো ragging-এর অভিযোগ। দোষীদের গ্রেফতারির দাবিতে, হস্টেলের গেটে ছাত্র পরিষদের বিক্ষোভ। ধর্মতলায় মোমবাতি হাতে মিছিল করল বিজেপি। 8B-তে DSO-র পথসভা। এরইমধ্য়ে মৃত ছাত্রের বাড়িতে গেলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। 

প্রেক্ষাপট

যাদবপুরকাণ্ডে (Jadavpur University) মেন হস্টেলের প্রভাবশালী দাদা সৌরভের পর গ্রেফতার দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া। খারিজ জামিনের আবেদন, পুলিশ হেফাজত। নেপথ্যে আরও কারা? তদন্তে পুলিশ।


ধৃত দীপশেখর অর্থনীতি, মনোতোষ সোসিওলজির দ্বিতীয় বর্ষের পড়ুয়া। মনোতোষের গেস্ট হিসাবে হস্টেলে ছিলেন প্রথম বর্ষের ছাত্র। রাতে অন্য রুমে নিয়ে গিয়ে চলে পরিচয়পর্ব, পুলিশ সূত্রে দাবি।


হস্টেলে থাকতে আসা প্রথম বর্ষের পড়ুয়াদের ওপর অমানুষিক অত্যাচার। বিভিন্ন কাজ করতে কীভাবে চাপ, হেনস্থা? পুলিশকে বিস্ফোরক বয়ান যাদবপুরের মেন হস্টেলের রাঁধুনির। (Jadavpur University Student Death)


ছাত্রমৃত্যুতে এবার ডায়েরিতে ডিনকে লেখা চিঠি ভাইরাল। জোর করে লেখানো হয়েছিল, ধৃত দুজন উপস্থিত ছিল, আদালতে দাবি পুলিশের। হাতের লেখা ছেলের নয়। দাবি মৃতের বাবার।  


ঘটনার রাতে হস্টেলে ঢুকতে পারেনি পুলিশ। বন্ধ ছিল মেন গেট। হস্টেল থেকে হলুদ ট্যাক্সি বেরোতে দেখে অনুসরণ পুলিশের। প্রমাণ লোপাটে বন্ধ রাখা হয়েছিল গেট? উঠছে প্রশ্ন।


যাদবপুরে র‍্যাগিং(Ragging) র‍্যাকেট গ্যাং অনেক বড়। প্রত্যেকের শাস্তি চাই, দাবি মৃত পড়ুয়ার বাবার। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে। দ্রুত তদন্ত শেষ হবে। আশ্বাস পুলিশ কমিশনারের।


গায়ে সিগারেটের ছ্যাঁকা, সমকামী বলে একাধিকবার হেনস্থা। শেষ দেখে ছাড়ব, অপরাধীদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নদিয়ার (Nadia) মৃত পড়ুয়ার বাড়িতে গিয়ে বিস্ফোরক শিশু অধিকার সুরক্ষা কমিশনের।


ছাত্রের রহস্যমৃত্যুর মধ্যেই যাদবপুরের মেন হস্টেলে (Jadavpur Main Hostel) চুরি। রাত নামতেই ক্যাম্পাসে মদের আসর। কেন নেই সিসিটিভি ? ইউজিসি (UGC) গাইডলাইন সত্ত্বেও কেন নেই কর্তৃপক্ষের নজরদারি ? উঠছে প্রশ্ন।


যাদবপুর কি ভিনগ্রহ? সুপারিশের পরেও কেন সিসিটিভি (CCTV) থাকবে না ? যাঁরা সিসি ক্যামেরা বসাতে আপত্তি করেছিলেন, তাঁরা সবাই দায়ী। মন্তব্য রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের।


বহিরাগতদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে হবে। দায় নিতে হবে কর্তৃপক্ষকে। পড়ুয়া মৃত্যুতে এখন শাস্তি হলেও, ভবিষ্যতে আর কেউ ব়্যাগিংয়ের শিকার হবে না তো ? প্রশ্ন প্রাক্তন উপাচার্যের।


যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যু, মোমবাতি মিছিল তৃণমূলের। রাস্তায় নেমে প্রতিবাদ এআইডিএসওর। কেন দেখা নেই রেজিস্ট্রারের ? প্রশ্ন এসএফআইয়ের। মোমবাতি মিছিল বিজেপিরও।


বাংলায় সারদা, কয়লা, শিক্ষক, আমফান, আবাস দুর্নীতি। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) প্রমাণ চেয়েছিলেন, আর কত দেব? তীব্র আক্রমণ নাড্ডার (JP Nadda)। দুর্নীতিগ্রস্ত শুভেন্দুকে (Suvendu Adhikai) কেন নিয়েছেন বিজেপিতে (BJP)? পাল্টা কুণাল।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.