West Bengal News Live Updates : ব্যস্ত সময়ে হঠাৎ কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে ছড়াল আতঙ্ক

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 15 Jun 2023 12:06 AM
WB News Live Update : দিলীপ ঘোষের পর জিতেন্দ্র তিওয়ারি, আরও এক বিজেপি নেতাকে উদ্দেশ্য করে 'চোর' মন্তব্য

দিলীপ ঘোষের পর জিতেন্দ্র তিওয়ারি। আরও এক বিজেপি নেতাকে উদ্দেশ্য করে 'চোর' মন্তব্য। তা নিয়ে তেতে উঠল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বেরের বিডিও অফিস চত্বর। বাগযুদ্ধে চড়ল পারদ। অশান্তি এড়াতে তড়িঘড়ি জমায়েত সরাল পুলিশ।

WB News Live Update : কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

রাজ্যে আরও একটি মামলায় সিবিআই তদন্ত। এবার, কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত মনে করছে এই খুন ও কয়লা পাচার একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির। 

WB News Live Update : দমকলের ৮টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনল কলকাতা বিমানবন্দরের আগুন

কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক। ধোঁয়ায় ভরে গিয়েছিল গোটা বিমানবন্দর। দমকলের ৮টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে।

WB News Live Update : রাত ৯.২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক 

কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক। রাত ৯.২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আগুন। বিমানবন্দরের সিকিওরিটি চেকিংয়ের জায়গায় আগুন। ধোঁয়ায় ভরে গেল গোটা বিমানবন্দর, যাত্রীদের মধ্যে আতঙ্ক 

WB News Live Update : কলকাতা বিমানবন্দরের সিকিওরিটি চেকিংয়ের জায়গায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক। রাত ৯.২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আগুন। বিমানবন্দরের সিকিওরিটি চেকিংয়ের জায়গায় আগুন

WB News Live Update : মনোনয়ন ঘিরে ফের অশান্ত মিনাখাঁ, বিডিও অফিসের সামনেই তুলকালাম

মনোনয়ন ঘিরে ফের অশান্ত মিনাখাঁ, বিডিও অফিসের সামনেই তুলকালাম। লাঠি উঁচিয়ে তৃণমূলের জমায়েত সরিয়ে দিল পুলিশ
মনোনয়ন জমা দেওয়ার সময় হামলার অভিযোগ মিনাখাঁয়। আদালতের দ্বারস্থ সিপিএম, অন্তত তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেনি বলে অভিযোগ । নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ সিপিএম। ভাঙড়ে আইএসএফ এর ওপর হামলার অভিযোগ, মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ.। দুপুর ২ টায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি

WB News Live Update : ভাঙড়ে শাসকের 'অপারেশন-মনোনয়ন', আক্রান্ত এবিপি আনন্দ

ভাঙড়ে শাসকের 'অপারেশন-মনোনয়ন'। আক্রান্ত এবিপি আনন্দ। ছবি তুলতে বাধা। সাংবাদিকদের হুমকি। মনোনয়ন পর্বের পঞ্চম দিনেও অগ্নিগর্ভ ভাঙড়। গতকালের ধুনধুমার কাণ্ডের পর, আজও দুষকৃতীদের মুক্তাঞ্চল বিডিও অফিস চত্বর। সকাল ১১টায় মনোনয়ন শুরু হতে না হতেই আবার বোমার আওয়াজে কাঁপল ভাঙড় এক নম্বর বিডিও অফিস চত্বর। কোথায় ১৪৪ ধারা! রাজ্য নির্বাচন কমিশনের যাবতীয় বিধিনিষেধকে হেলায় উড়িয়ে বাঁশ, লাঠি, গাছের ডাল হাতে নিয়ে মনোনয়ন জমা দিতে হাজির তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। রুমালে মুখ ঢেকে ডান্ডা হাতে ISF-কে ঠান্ডা করতে রাস্তায় নেমেছেন তারা। মুখে মুখে ঘুরছে অ্যাকশনের কথা। প্রকাশ্যেই ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির পিঠের চামড়া তোলার হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। সকাল থেকেই কার্যত তৃণমূলের দখলে গোটা বিডিও অফিস চত্বর। নেতৃত্বে রয়েছেন শাসক দলের দাপুটে নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল। মুক্তাঞ্চল ভাঙড়ে সংবাদ মাধ্যমকে কাজে বাধা। ছবি তুলতে দেওয়া হচ্ছে না চিত্র সাংবাদিককে। সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও, অশান্তির সময় তল্লাটে কোনও পুলিশকর্মীর দেখা নেই। 

WB News Live Update : ভাঙড়ে শাসকের 'অপারেশন-মনোনয়ন', আক্রান্ত এবিপি আনন্দ

ভাঙড়ে শাসকের 'অপারেশন-মনোনয়ন'। আক্রান্ত এবিপি আনন্দ। ছবি তুলতে বাধা। সাংবাদিকদের হুমকি। মনোনয়ন পর্বের পঞ্চম দিনেও অগ্নিগর্ভ ভাঙড়। গতকালের ধুনধুমার কাণ্ডের পর, আজও দুষকৃতীদের মুক্তাঞ্চল বিডিও অফিস চত্বর। সকাল ১১টায় মনোনয়ন শুরু হতে না হতেই আবার বোমার আওয়াজে কাঁপল ভাঙড় এক নম্বর বিডিও অফিস চত্বর। কোথায় ১৪৪ ধারা! রাজ্য নির্বাচন কমিশনের যাবতীয় বিধিনিষেধকে হেলায় উড়িয়ে বাঁশ, লাঠি, গাছের ডাল হাতে নিয়ে মনোনয়ন জমা দিতে হাজির তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। রুমালে মুখ ঢেকে ডান্ডা হাতে ISF-কে ঠান্ডা করতে রাস্তায় নেমেছেন তারা। মুখে মুখে ঘুরছে অ্যাকশনের কথা। প্রকাশ্যেই ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির পিঠের চামড়া তোলার হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। সকাল থেকেই কার্যত তৃণমূলের দখলে গোটা বিডিও অফিস চত্বর। নেতৃত্বে রয়েছেন শাসক দলের দাপুটে নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল। মুক্তাঞ্চল ভাঙড়ে সংবাদ মাধ্যমকে কাজে বাধা। ছবি তুলতে দেওয়া হচ্ছে না চিত্র সাংবাদিককে। সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও, অশান্তির সময় তল্লাটে কোনও পুলিশকর্মীর দেখা নেই। 

WB News Live Update : পঞ্চায়েত টিকিট নিয়ে তৃণমূলেই অসন্তোষ, জেলায় জেলায় 'বিদ্রোহ'

পঞ্চায়েত টিকিট নিয়ে তৃণমূলেই অসন্তোষ, জেলায় জেলায় 'বিদ্রোহ'। টিকিট বণ্টনে ক্ষোভ, মালদায় সংখ্যালঘু সেলের নেতাদের পদ থেকে ইস্তফা। জেলা কমিটি, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি-সহ পদ থেকে ১০৭৫জনের ইস্তফা! ভোটের আগে দেগঙ্গায় তৃণমূল ছেড়ে ফরওয়ার্ড ব্লকে শতাধিক নেতা-কর্মী।  টিকিট না পেয়ে ক্ষোভ মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতির।

WB News Live Update : নন্দীগ্রামে তৃণমূল বনাম তৃণমূল, পার্টি অফিসেই তালা!

নন্দীগ্রামে তৃণমূল বনাম তৃণমূল, পার্টি অফিসেই তালা! মনোনয়নের টিকিট নিয়ে নন্দীগ্রামে তৃণমূলের 'লড়াই। সামশুল ইসলামকে বাদ দিয়ে শেখ সুফিয়ানকে কীভাবে টিকিট?' প্রশ্ন তুলে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে পার্টি অফিসেই তালা দিয়ে বিক্ষোভ!

WB News Live Update : বজবজের পর এবার হাওড়া, ভোটের আগেই বিজয় উৎসব তৃণমূলকর্মীদের

বজবজের পর এবার হাওড়া, ভোটের আগেই বিজয় উৎসব! জগৎবল্লভপুরে মনোনয়ন দিতে এসেই তৃণমূলকর্মীদের উল্লাস। আবির মেখে বিডিও অফিসের কাছেই বিজয় উল্লাস তৃণমূলের। ভোটের আগেই জয়, তাই উৎসব, দাবি তৃণমূল নেতা-কর্মীদের।

WB News Live Update : বিডিও অফিসের সামনে পুলিশের উর্দিতে সিভিক ভলান্টিয়ার!

বিডিও অফিসের সামনে পুলিশের উর্দিতে সিভিক ভলান্টিয়ার! ভাঙড়ে কীভাবে পুলিশের উর্দিতে সিভিক ভলান্টিয়ার?  
কেন পুলিশের উর্দিতে ভাঙড়ে সিভিক ভলান্টিয়ার? মাঝেমধ্যে পরি, এবিপি আনন্দের প্রশ্নের মুখে আজব সাফাই! এবিপি আনন্দের ক্যামেরা দেখেই লুকোনোর চেষ্টা সিভিকের! অশান্ত ভাঙড়ে কী করছেন? প্রশ্নের মুখে ট্রাফিক সামলানোর সাফাই! কেউ পুলিশের উর্দিতে, কারও মুখে আবার ভাঙড়ে ট্রাফিক সামলানোর সাফাই!

WB News Live Update : মনোনয়ন ঘিরে ফের অশান্ত মিনাখাঁ, বিডিও অফিসের সামনেই তুলকালাম

মনোনয়ন ঘিরে ফের অশান্ত মিনাখাঁ, বিডিও অফিসের সামনেই তুলকালাম। লাঠি উঁচিয়ে তৃণমূলের জমায়েত সরিয়ে দিল পুলিশ
মনোনয়ন জমা দেওয়ার সময় হামলার অভিযোগ মিনাখাঁয়। আদালতের দ্বারস্থ সিপিএম, অন্তত তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেনি বলে অভিযোগ । নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ সিপিএম। ভাঙড়ে আইএসএফ এর ওপর হামলার অভিযোগ, মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ। দুপুর ২ টায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি

WB News Live Update : দিকে দিকে মনোনয়নে বাধা, কমিশনে শুভেন্দু, ব্যারিকেড খুলে বিজেপি প্রার্থীদের ভিতরে ঢোকানোর চেষ্টা।

দিকে দিকে মনোনয়নে বাধা, রাজ্য নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী। 'কাউকে মনোনয়নে বাধা দিলে রাজ্য নির্বাচন কমিশনে আসুন', মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট লুঠ করতে দেব না, হুঙ্কার শুভেন্দুর।

WB News Live Update : মনোনয়নে 'বাধা', রাজ্য নির্বাচন কমিশনের সামনে অবস্থানে অভিযোগকারী বিজেপি প্রার্থীরা

মনোনয়নে 'বাধা', বসিরহাট থেকে বাসে রাজ্য নির্বাচন কমিশনে। রাজ্য নির্বাচন কমিশনের সামনে অবস্থানে অভিযোগকারী বিজেপি প্রার্থীরা

WB News Live Update : মনোনয়নেই অশান্ত বাংলা, বিরোধীদের অভিযোগ খারিজ অভিষেকের

মনোনয়নেই অশান্ত বাংলা, বিরোধীদের অভিযোগ খারিজ অভিষেকের। 'ভালই মনোনয়ন দিয়েছে বিরোধীরা, তাহলে কীভাবে বাধা দেওয়ার অভিযোগ। ৮০ হাজার আসনে বিরোধীদের মনোনয়ন, ১০ হাজার তৃণমূলের'। কাউকে মনোনয়নে বাধা দেওয়া হয়নি বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live Update : ঝাড়গ্রামে তৃণমূল নেতার 'দাদাগিরি', ধাক্কা দিয়ে বের করে দিল কুড়মি সমাজ

ঝাড়গ্রামে তৃণমূল নেতার 'দাদাগিরি', ধাক্কা দিয়ে বের করে দিল কুড়মি সমাজ। তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিল কুড়মি সমাজের লোকেরা। কুড়মি পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগানোর অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। প্রতিবাদে তৃণমূলের রাধানগর অঞ্চল সভাপতিকে প্রায় ২ ঘণ্টা আটকে বিক্ষোভ। পুলিশের হস্তক্ষেপে ঘেরাওমুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি

West Bengal Live Update: এখনও অশান্ত ভাঙড়, নালিশ জানাতে হঠাৎ নবান্নে নৌশাদ

২দিন পার, এখনও অশান্ত ভাঙড়, নালিশ জানাতে হঠাৎ নবান্নে নৌশাদ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হঠাৎ নবান্নে আইএসএফ বিধায়ক। কেন আইএসএফ প্রার্থীদের মনোনয়নে বাধা? জানতে চান নৌশাদ।

WB News Live Update : মনোনয়নে বাধা, বসিরহাট এসডিও অফিসে অবস্থানে সুকান্ত

মনোনয়নে বাধা, বসিরহাট এসডিও অফিসে অবস্থানে সুকান্ত । সন্দেশখালির ন্যাজাটে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ

WB News Live Update : শক্তিগড়ে রাজু ঝা খুনের ঘটনায় সিবিআইকে তদন্তভার দিল হাইকোর্ট

শক্তিগড়ে রাজু ঝা খুনের ঘটনায় সিবিআইকে তদন্তভার দিল হাইকোর্ট । চার মাসের মধ্যে তদন্ত শেষ করে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ। খুনের সময় গাড়িতে থাকা আরেক ব্যক্তি আব্দুল লতিফ কয়লা পাচারে অভিযুক্ত।  আব্দুল লতিফের নাম সিবিআইয়ের চার্জশিটেও রয়েছে। 'আদালত মনে করছে এই খুন ও কয়লা পাচার একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত'। তাই সিবিআই তদন্তের নির্দেশ।
দ্রুত রাজ্যকে নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার ।  গত ১ এপ্রিল খুন হয়েছিলেন রাজু ঝা। 

WB News Live Update : তদন্তে অগ্রগতি কোথায় ? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-ইডিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিন্হার প্রশ্নের মুখে সিবিআই-ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে রিপোর্ট পেশ করল সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট পেশ করল সিবিআই। তদন্তে অগ্রগতি কোথায় ? সিবিআই কে প্রশ্ন আদালতের। তদন্তে যথাযথ অগ্রগতি কোথায়? সিবিআই কে প্রশ্ন আদালতের। সত্য খুঁজতে আর কতদিন সময় লাগবে ? সিবিআই কে প্রশ্ন আদালতের। কত দ্রুত তদন্ত শেষ করতে পারবেন ? সিবিআই কে প্রশ্ন আদালতের । অভিষেক-কুন্তলের চিঠি সম্পর্কিত তদন্ত প্রায় পঞ্চাশ শতাংশ হয়েছে, আদালতে দাবি সিবিআইয়ের। জেলের সিসিটিভি ফুটেজ আদালতের কাছে রয়েছে, না পেলে তদন্ত শেষ করা অসম্ভব, আদালতে জানাল সিবিআই। ইতিমধ্যে ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আদালতে জানাল সিবিআই। এখনও পর্যন্ত ৩০০ কোটি টাকার দুর্নীতির সন্ধান পেয়েছি, আদালতে দাবি ইডি-র আইনজীবীর। আপনাদের আধিকারিকরা তদন্তে দক্ষ তো ? ইডি-কে প্রশ্ন বিচারপতির। নিশ্চয়ই, উত্তরে জানাল ইডি। জেলে কুন্তল ঘোষের ওপর নজর রাখবেন জেল সুপার।
কুন্তল ঘোষের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করবেন জেল সুপার। আদালত চাইলে সেই ফুটেজ পেশ করতে হবে, নির্দেশ আদালতের।
প্রথমে কুন্তল ঘোষকে জেলের যে কক্ষে রাখা হয়েছিল সেখানে কোন সিসিটিভি একমাস পরে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করবে ইডি।

WB News Live Update : ইন্দাসে মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের

ইন্দাসে মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। বিডিও অফিসের দিকে মিছিল করে যায় কয়েকশ বিজেপি কর্মী। পাল্টা জমায়েত করে তৃণমূল কর্মী-সমর্থকরাও। পুলিশ মিছিল আটকালে শুরু হয় ধস্তাধস্তি। রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।

WB News Live Update : মনোনয়ন পর্বের পঞ্চম দিনেও অগ্নিগর্ভ ভাঙড়

ভাঙড়ে শাসকের 'অপারেশন-মনোনয়ন'। আক্রান্ত এবিপি আনন্দ। ছবি তুলতে বাধা। সাংবাদিকদের হুমকি। মনোনয়ন পর্বের পঞ্চম দিনেও অগ্নিগর্ভ ভাঙড়। গতকালের ধুন্ধুমার কাণ্ডের পর, আজও দুষ্কৃতীদের মুক্তাঞ্চল বিডিও অফিস চত্বর। সকাল ১১টায় মনোনয়ন শুরু হতে না হতেই আবার বোমার আওয়াজে কাঁপল ভাঙড় এক নম্বর বিডিও অফিস চত্বর। কোথায় ১৪৪ ধারা! রাজ্য নির্বাচন কমিশনের যাবতীয় বিধিনিষেধকে হেলায় উড়িয়ে বাঁশ, লাঠি, গাছের ডাল হাতে নিয়ে মনোনয়ন জমা দিতে হাজির তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। রুমালে মুখ ঢেকে ডান্ডা হাতে ISF-কে ঠান্ডা করতে রাস্তায় নেমেছেন তারা। মুখে মুখে ঘুরছে অ্যাকশনের কথা। প্রকাশ্যেই ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির পিঠের চামড়া তোলার হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। সকাল থেকেই কার্যত তৃণমূলের দখলে গোটা বিডিও অফিস চত্বর। নেতৃত্বে রয়েছেন শাসক দলের দাপুটে নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল। মুক্তাঞ্চল ভাঙড়ে সংবাদ মাধ্যমকে কাজে বাধা। ছবি তুলতে দেওয়া হচ্ছে না চিত্র সাংবাদিককে। সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও, অশান্তির সময় তল্লাটে কোনও পুলিশকর্মীর দেখা নেই। 

WB News Live Update : মনোনয়ন জমা দেওয়ার সময় হামলার অভিযোগ মিনাখাঁয়, আদালতের দ্বারস্থ সিপিএম

মনোনয়ন জমা দেওয়ার সময় হামলার অভিযোগ মিনাখাঁয়। আদালতের দ্বারস্থ সিপিএম, অন্তত তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেনি বলে অভিযোগ । নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ সিপিএম। ভাঙড়ে আইএসএফ এর ওপর হামলার অভিযোগ, মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ। দুপুর ২ টায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি।

WB News Live Update : ক্যানিং-এ মনোনয়ন ঘিরে অশান্তি, তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত হঠাল পুলিশ

ক্যানিং-এ মনোনয়ন ঘিরে অশান্তি। তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত হঠাল পুলিশ।


ক্যানিংয়ের হসপিটাল মোড়ে পথ অবরোধ তৃণমূলের। ক্যানিং ১ নং ব্লকের তৃণমূল সভাপতির নেতৃত্বে পথ অবরোধ। বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে জমায়েতের অভিযোগে পথ অবরোধ।

WB News Live Update : মনোনয়ন চলাকালীন ব্যাগ ভর্তি বোমা-সহ দুটি গাড়ি আটক ইন্দাসে

মনোনয়ন চলাকালীন বাঁকুড়ার ইন্দাসে ব্যাগ ভর্তি বোমা-সহ দুটি গাড়ি আটক করল পুলিশ। দুটি গাড়িতে থাকা ৮ জনকেও আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ফোনে বরাত পেয়ে ইন্দাসে বোমা আনা হচ্ছিল। বাঁধেরপাড় এলাকায় দুটি গাড়ি আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বোমা।

WB News Live Update : ৩৪ আসনের কোচবিহার জেলা পরিষদের সবকটিতেই প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল

৩৪ আসনের কোচবিহার জেলা পরিষদের সবকটি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করল জেলা তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় ঠাঁই হল না জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি উমাকান্ত বর্মনের। তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা হয়নি জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়ারও। রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষেরও নাম বাদ পড়েছে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে। এছাড়াও কোচবিহার জেলা পরিষদে তৃণমূলের টিকিট পাননি জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শুচিস্মিতা দত্ত শর্মা। জেলা পরিষদের ৩৪ জন প্রার্থীর মধ্যে ২৫ জনই এবার নতুন মুখ। কোচবিহার থেকেই 'তৃণমূলে নবজোয়ার' যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB News Live Update : ‘ পঞ্চায়েত ভোটের মুখে আবার অস্ত্র উদ্ধার মালদায়, রতুয়ায় হানা দিয়ে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ

পঞ্চায়েত ভোটের মুখে আবার অস্ত্র উদ্ধার মালদায়। রতুয়ার নুরপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মালদারই ভুতনির বাসিন্দা রূপকুমার মাহাতো নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি পাইপগান, একটি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র ও গুলি আনা হয়েছিল, কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার তদন্ত চালাচ্ছেন রতুয়া থানার আধিকারিকরা। 


 

WB News Live Update : ‘ পঞ্চায়েত ভোটের মুখে আবার অস্ত্র উদ্ধার মালদায়, রতুয়ার হানা দিয়ে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ

পঞ্চায়েত ভোটের মুখে আবার অস্ত্র উদ্ধার মালদায়। রতুয়ার নুরপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মালদারই ভুতনির বাসিন্দা রূপকুমার মাহাতো নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি পাইপগান, একটি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র ও গুলি আনা হয়েছিল, কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার তদন্ত চালাচ্ছেন রতুয়া থানার আধিকারিকরা। 


 

WB Live News : নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষা সচিব মণীশ জৈনকে ফের তলব সিবিআইয়ের

নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষা সচিব মণীশ জৈনকে ফের তলব। মণীশ জৈনকে ফের তলব করল সিবিআই। আগামীকাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি ছিল, যাবতীয় ফাইলে সই করতে বলতেন মণীশ জৈন। কাদের নির্দেশ ফাইলে সই করতে বলতেন মণীশ জৈন ? জানতে চাইছে সিবিআই, খবর সূত্রের।

WB News Live Update : ‘রোজগার মেলা’ কর্মসূচিতে ভার্চুয়াল বক্তৃতায় চাকরিতে রেট কার্ডের প্রসঙ্গ তুললেন মোদি

স্কুলে নিয়োগ-দুর্নীতির তদন্তে নেমে অয়ন শীলের অফিস থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। অয়নের সল্টলেকের অফিসে হানা দেওয়ার পরে, ইডি সূত্রে দাবি করা হয়েছিল, বিভিন্ন পুরসভা থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। পরবর্তীতে এই তদন্ত যত এগিয়েছে, তাতে চোখ কপালে তোলার মতো তথ্য সামনে এসেছে! তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, রীতিমতো ৪ থেকে ৭ লক্ষ টাকা রেটে বিভিন্ন পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছে! ইডি সূত্রে দাবি করা হয়, পুরসভায় শ্রমিকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা! গাড়ির চালকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা! সাফাইকর্মীর চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা! পুরসভার গ্রুপ ডি-র চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা! পুরসভার গ্রুপ সি-র চাকরির দাম ন্যূনতম ৭ লক্ষ টাকা! পুরসভার টাইপিস্টের চাকরির রেট শুরু ৭ লক্ষ টাকা থেকে! মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের ‘রোজগার মেলা’ কর্মসূচিতে ভার্চুয়াল বক্তৃতায় সেই রেট কার্ডের প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদি।

WB Live News : আজ মনোনয়নের পঞ্চম দিন, কী হবে ? অশান্তির আশঙ্কা বাংলাজুড়ে

মনোনয়নের প্রথম দিন মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হয়েছিলেন কংগ্রেস কর্মী। দ্বিতীয় দিন মুর্শিদাবাদেরই ডোমকলে অস্ত্র নিয়ে বিডিও অফিস পাহারা দিতে দেখা গিয়েছিল শাসক নেতাকে। তৃতীয় দিনের মনোনয়নে দেখা গিয়েছিল রক্তপাত। গতকাল মনোনয়নের চতুর্থ দিনে ভাঙড় থেকে ক্যানিং, গুলি-বোমাবাজি দেখল বাংলা। আজ মনোনয়নের পঞ্চম দিন। কী হবে? অশান্তির আশঙ্কা বাংলাজুড়ে।

WB News Live Update : মন্দিরবাজারে মনোনয়ন পেশে বাধার মুখে বিরোধীরা

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে মনোনয়ন পেশে বাধার মুখে বিরোধীরা। বিডিও অফিসে যাওয়ার পথে, বাম ও আইএসএফ প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রক্তাক্ত হলেন বাম প্রার্থী। 

WB Live News : রাজ্য-ঘোষিত সার্কুলারের বাইরে কোনও কাজ সিভিক ভলান্টিয়ারদের দিয়ে করানো যাবে না, জানাল আদালত

শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশই নয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতেও একাধিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের ঘোষিত সার্কুলারের বাইরে কোনও কাজ সিভিক ভলান্টিয়ারদের দিয়ে করানো যাবে না। স্পষ্ট জানিয়ে দিল আদালত।

WB News Live Update : নিয়োগে 'দুর্নীতি', দিল্লিতে মোদির নিশানায় তৃণমূল সরকার

নিয়োগে 'দুর্নীতি', দিল্লিতে মোদির নিশানায় তৃণমূল সরকার। চাকরি বিক্রির রেট কার্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ। 

প্রেক্ষাপট

কলকাতা : এগরা, ইংরেজবাজারে ভয়াবহ বিস্ফোরণের (Egra and Englishbazar Blast) পর সর্তক প্রশাসন। মঙ্গলবার নবান্নে (Nabanna) ৭০ জন বাজি ব্যবসায়ীকে নিয়ে বৈঠকে বসলেন মুখ্যসচিব (Chief Secretary), স্বরাষ্ট্রসচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা। কলকাতা ও শিলিগুড়িতে দুটি বাজি হাব (Firecrackers Hub) তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পাশাপাশি প্রতিটি জেলায় ১৫ জন ব্যবসায়ীকে নিয়ে তৈরি হবে বাজি ক্লাস্টার। তার জন্য ৬ কাঠা জমির ব্যবস্থা করবে সরকার। জমির দাম হবে ১কোটি ২০ লক্ষ টাকা। ১০ শতাংশ অর্থ দিতে হবে মালিককে। বাকি টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। 


ফের খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়-সহ (Partha Chatterjee) সাত জনের জামিনের আবেদন। ২৭ জুন পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এর পাশাপাশি, বিচারপ্রক্রিয়া নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের করা মন্তব্যের জন্য এদিন, তীব্র ভর্ৎসনা করলেন বিচারক। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় যা বলেছেন তা বরদাস্ত করা যায় না। তা আদালতের পক্ষে অপমানজনক। এরপরই, পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে আদালতে ক্ষমা চান তাঁর আইনজীবী। এদিন এজলাস থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি কোনও দিন আদালতকে অপমান করিনি, করবও না। অন্যদিকে, এদিন, পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে আদালতে চোর চোর কটাক্ষ করেন আইনজীবীদের একাংশ।


মনোনয়ন ঘিরে জেলায় জেলায় সন্ত্রাস, অন্তর্ঘাতের সন্দেহ তাপস রায়ের! 'তৃণমূলের ভিতরে এমন কোনও শক্তি আছে, সেটা চিহ্নিত করা চেষ্টা করছি, কারা অন্য শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে, চিহ্নিত করার চেষ্টা করছি', শুভেন্দুর প্রসঙ্গ টেনে দলের মধ্যেই অন্তর্ঘাতের তত্ত্ব তৃণমূল বিধায়কের! যারা তৃণমূলের বিরুদ্ধে, তাদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে, বিজেপি-সিপিএম-কংগ্রেস কেউ করাচ্ছে কিনা, দেখতে হবে', মনোনয়নকে ঘিরে অশান্তি নিয়ে বিস্ফোরক তত্ত্ব তৃণমূল বিধায়কের। 


সল্টলেকে উন্নয়ন ভবনে কেএমডিএ-র সভা চলাকালীন হঠাৎ লোডশেডিং। ফিরহাদ হাকিম বক্তব্য রাখার সময় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়। কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে যায় গোটা সভাঘর। 'অরূপের দফতরে ঢুকে গেছে শহিদ মিনারের লোক', ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করে মন্তব্য ফিরহাদের । 'হয়তো কোথাও বিভ্রাট হয়েছে, সবাই কাজ করছেন', ফিরহাদের কটাক্ষ উড়িয়ে পাল্টা দাবি বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.