West Bengal News Live: চলবে রানওয়ে সংস্কারের কাজ, এই কদিন বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দর

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Mar 2022 08:17 PM
WB News Live Updates: মৃত ছেলেকে জীবিত ভেবে ২৪ ঘণ্টা আগলে রাখলেন মা

মৃত ছেলেকে জীবিত ভেবে ২৪ ঘণ্টা আগলে রাখলেন মা। প্রতিবেশীদের দাবি, দশ বছর আগে ছোটছেলের মৃত্যুর পর আংশিক মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন বছর ৫৮-এর ওই মহিলা। স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে শেষকৃত্য সম্পন্ন হয়। 

WB News Live Updates: খড়গপুরে পুরভোটে জয়ী প্রার্থীকে বহিষ্কার করল সিপিআই

খড়গপুরে পুরভোটে জয়ী প্রার্থীকে বহিষ্কার করল সিপিআই। তৃণমূলের টিকিট না পেয়ে পুরভোটের আগে সিপিআইয়ে যোগ দেন নার্গিস পারভিন। খড়গপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে পাঁচ হাজারের বেশি ভোটে তিনি তৃণমূল প্রার্থীকে পরাজিত করেন। সম্প্রতি জয়ী সিপিআই প্রার্থীর মুখে শোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। উন্নয়নের স্বার্থে শাসকদলকে সমর্থন করতেও তাঁর আপত্তি নেই বলে জানান সিপিআই প্রার্থী। এরপরই জয়ী প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত বাম শরিকের। নার্গিস পারভিনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এটাই বামেদের সংস্কৃতি। উন্নয়নে সামিল হতে চাওয়ায় জয়ী প্রার্থীকে বহিষ্কার করা হল, খোঁচা তৃণমূলের। 

WB News Live Updates: আগুন নিয়ন্ত্রণে আসার একদিন পরেও ধোঁয়া বেরোচ্ছে ট্যাংরার গুদাম থেকে

আগুন নিয়ন্ত্রণে আসার একদিন পরেও ধোঁয়া বেরোচ্ছে ট্যাংরার গুদাম থেকে। নতুন করে আনা হয়েছে দমকলের চারটি ইঞ্জিন। ভেঙে ফেলা হয় বিপজ্জনক দেওয়াল। নমুনা সংগ্রহ করে ফরেন্সিক।

WB News Live Updates: পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় ট্যুইট ফিরহাদ হাকিমের

পানিহাটি পুরসভার পুরপ্রতিনিধি অনুপম দত্তর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এইভাবে খুন করে, নৈরাজ্য সৃষ্টি করে তৃণমূলের শক্তিকে ক্ষয় করা যাবে না। এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় ট্যুইট ফিরহাদ হাকিমের। 

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রাজ্য পুলিশের DGকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের

ঘরছাড়া ও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রাজ্য পুলিশের DGকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।

WB News Live Updates: রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ৩৫ জন

১৪ এপ্রিল প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৩৫ জন। সবমিলিয়ে রাজ্য়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২০,১৬,৪৭৩ জন।

WB News Live Updates: বেজিকাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তীকে ফের জিজ্ঞাসাবাদ

বেজিকাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তীকে ফের জিজ্ঞাসাবাদ। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের জিজ্ঞাসাবাদ। শ্রাবন্তীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ, বয়ান রেকর্ড। কাল কোর্টে পেশ করা হবে বেজিকাণ্ডে ধৃত চালককে। ‘কেন বেজিকে শ্যুটিংয়ের সেটে আনা হয়েছিল?’‘কেন বেজিকে শিকল পরিয়ে রাখা হয়েছিল?’প্রায় ৬ ঘণ্টা ধরে অভিনেত্রী শ্রাবন্তীকে কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদ

WB News Live Updates: সিউড়ির পাথরচাপুড়ি গ্রামের বন্ধন ব্যাঙ্কের শাখায় চুরির অভিযোগ উঠল

সিউড়ির পাথরচাপুড়ি গ্রামের বন্ধন ব্যাঙ্কের শাখায় চুরির অভিযোগ উঠল। ব্যাঙ্কে থাকা ১০টি ট্যাবের মধ্যে ৯টিই উধাও হয়ে গিয়েছে বলে খবর। তবে দুষ্কৃতী ভল্ট ভাঙতে না পারায় অক্ষত রয়েছে টাকা, জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ।

WB News Live Updates: মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক ব্যাক্তির

মোটর বাইক নিয়ে বাড়ি যাওয়ার পথে উত্তর দিনাজপুরের ইটাহারের মারনাই এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক ব্যাক্তির।

WB News Live Updates: ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি মৃতের পরিবারের

ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি মৃতের পরিবারের। নিহত কাউন্সিলরের স্ত্রীর অভিযোগ, পুরভোটে জয়ের পর তৃণমূলে যোগ দেওয়ার জন্য পুলিশকে দিয়ে চাপ দেওয়া হচ্ছিল।

WB News Live Updates: মদ খাওয়ার টাকা না দেওয়ায়, মাদুরদহে ব্যবসায়ীকে মারধর করে বাড়িতে লুঠপাটের অভিযোগ

মদ খাওয়ার টাকা না দেওয়ায়, মাদুরদহে ব্যবসায়ীকে মারধর করে বাড়িতে লুঠপাটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ব্যবসায়ী। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, জানিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

West Bengal News Live: রাতে মা উড়ালপুলে ফের দুর্ঘটনা

রাতে মা উড়ালপুলে ফের দুর্ঘটনা। তিনটি গাড়ি পরপর একে অপরকে ধাক্কা। দুটি গাড়ির চালক আহত। পরে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিশ। তিনটি গাড়িরই গতিবেগ বেশি ছিল বলে পুলিশ সূত্রে খবর। উড়ালপুল ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।

WB News Live Updates: পথ দুর্ঘটনায় ২জনের মৃত্যুতে ঘিরে রণক্ষেত্র আলিপুরদুয়ার

পথ দুর্ঘটনায় ২জনের মৃত্যুতে ঘিরে রণক্ষেত্র আলিপুরদুয়ার। বীরপাড়ার আইটিআই মোড়ে টোটোয় ধাক্কা বালি ভর্তি ট্রাকের। প্রতিবাদে স্থানীয়দের অবরোধ-বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর।

West Bengal News Live: জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সূচি বদল

উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই রাজ্যের ২ কেন্দ্রে উপনির্বাচন। সঙ্কটের মধ্যেই ফের সমস্যা উচ্চমাধ্যমিকের পরীক্ষার নির্ঘণ্ট ঘিরে। জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সূচি বদল। একই দিনে উচ্চমাধ্যমিক পরীক্ষা ও জয়েন্ট। সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, জানাল সংসদ। কিছুদিন আগে জেইই মেন-এর কারণেই উচ্চমাধ্যমিকের সূচি বদল।

WB News Live Updates: রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি

রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি। আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনের দিন পরিবর্তন চেয়ে চিঠি। ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন। ওই সময় উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় দিন বদলের আর্জি জানিয়ে চিঠি। 

West Bengal News Live: পকেটমারির অভিযোগে অভিনেত্রী রূপা দত্তে ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত। ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বিধাননগর মহকুমা আদালতের
‘পকেটমারি নিয়ে বহু অভিযোগ জমা পড়েছিল সেই পকেটমারির সঙ্গে অভিনেত্রী যুক্ত কিনা খতিয়ে দেখতে হবে।’ বিধাননগর মহকুমা আদালতে জানাল পুলিশ। তদন্ত নিয়ে রবিবার আদালতের প্রশ্নের মুখে পড়ে পুলিশ। আজ আদালতের কাছে প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি নিতে আবেদন
প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি নিতে আবেদন জানায় পুলিশ। কাল নেওয়া হবে প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি। আজ আদালতে জামিনের আবেদন জানান রূপা দত্তের আইনজীবী। ‘এখনই জামিন পেলে সাক্ষীর ওপর প্রভাব খাটাতে পারেন ধৃত’
আদালতে সওয়াল আইনজীবীর। 

WB News Live Updates: জোড়া কাউন্সিলরের মৃত্যু নিয়ে নবান্নের বৈঠকে আলোচনা

জোড়া কাউন্সিলরের মৃত্যু নিয়ে নবান্নের বৈঠকে আলোচনা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক। স্বরাষ্ট্রসচিব, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা, ডিআইজি-সিআইডি। ‘বিভিন্ন জায়গায় গণ্ডগোল করার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা, অশান্তির ঘটনায় রং না দেখে পদক্ষেপ নিতে হবে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক বৈঠকের পরে ফুরফুরা শরিফের পিরজাদার সঙ্গে বৈঠক। ‘শেষ দেখে ছাড়ব, কেউ ছাড়া পাবে না, সবাই শাস্তি পাবে।’ এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, দাবি কাসেম সিদ্দিকির

West Bengal News Live: একমাসের মধ্যে সিটকে আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

একমাসের মধ্যে সিটকে আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি, বাইরের কারও দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।এক সপ্তাহের মধ্যে দিতে হবে ফরেন্সিক রিপোর্ট।স্বচ্ছতার সঙ্গে এবং কোনওভাবে প্রভাবিত না হয়ে তদন্ত করতে হবে পুলিশকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া তদন্তের সময়সীমা বাড়ানো হবে না, আনিস মৃত্যু-তদন্তে সিটকে নির্দেশ হাইকোর্টের। ১৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। 

WB News Live Updates: গোকুলনগরে বিজেপি ও তৃণমূলের কর্মসূচি ঘিরে দফায় দফায় উত্তেজনা

২০০৭-এর ১৪ মার্চ, নন্দীগ্রামে গুলিচালনার প্রতিবাদে গোকুলনগরে বিজেপি ও তৃণমূলের কর্মসূচি ঘিরে দফায় দফায় উত্তেজনা। এদিন গোকুলনগরের অধিকারী পাড়ায় তৃণমূলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুণাল ঘোষরা। এরপর সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আলাদা কর্মসূচি ছিল। তৃণমূলের অভিযোগ, শহিদ বেদিতে তাদের দেওয়া মালা ফেলে দেন বিজেপি কর্মীরা। রাস্তা ঝাঁট দেওয়া হয়। তা নিয়ে দু’পক্ষের বচসা বাধে। ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

West Bengal News Live: ৪ বছর পরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ থেকে বেকসুর খালাস

৪ বছর পরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ থেকে বেকসুর খালাস। উপযুক্ত প্রমাণের অভাবে বেহালার বেসরকারি স্কুলের অশিক্ষক কর্মীকে বেকসুর খালাস। ২০১৭-র সেপ্টেম্বরে ৩ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয় বেহালার বেসরকারি স্কুলের কর্মচারী। উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাসের নির্দেশ আলিপুরের পকসো আদালতের। 

WB News Live Updates: ধারাবাহিক ভাবে চলছে আপের সদস্য সংগ্রহ অভিযান

ধারাবাহিক ভাবে চলছে আপের সদস্য সংগ্রহ অভিযান। রতুয়া 2 ব্লকের পর এবার রতুয়া-১ ব্লকের রতুয়া স্ট্যান্ডে শুরু হল সদস্য সংগ্রহ অভিযান। আপের কর্মকর্তাদের দাবি পাঞ্জাবের পর বাংলা দখলে টার্গেট। স্বচ্ছ বাংলা গড়তে আগামী দু-এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক স্তরের শুরু হবে কমিটি গঠনের কর্মসূচি।

West Bengal News Live: বিক্ষোভের কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকলে অকৃতকার্য হিসেবে ধরা হবে, বিজ্ঞপ্তিতে জানাল বিশ্বভারতী

বিক্ষোভের কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকলে অকৃতকার্য হিসেবে ধরা হবে, বিজ্ঞপ্তিতে জানাল বিশ্বভারতী

WB News Live Updates:সিউড়ির পাথরচাপুড়ি গ্রামের বন্ধন ব্যাঙ্কের শাখায় চুরির অভিযোগ উঠল।

সিউড়ির পাথরচাপুড়ি গ্রামের বন্ধন ব্যাঙ্কের শাখায় চুরির অভিযোগ উঠল

West Bengal News Live:বাচ্চার আয়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আনন্দপুর থানা এলাকা থেকে গ্রেফতার বেসরকারি হাসপাতালের কর্মী

বাচ্চার আয়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আনন্দপুর থানা এলাকা থেকে গ্রেফতার বেসরকারি হাসপাতালের কর্মী

WB News Live Updates: ভাইরাল ফেসবুক পোস্ট ঘিরে, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দলবদলের জল্পনা

ভাইরাল ফেসবুক পোস্ট ঘিরে, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দলবদলের জল্পনা শুরু হয়েছে

West Bengal News Live: অভিনেত্রী পায়েলকে আপত্তিকর ছবি পাঠিয়ে পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ

অভিনেত্রী পায়েলকে আপত্তিকর ছবি পাঠিয়ে পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ। বরানগরের বাসিন্দা ওই অভিনেত্রীর অভিযোগ, দিনকয়েক আগে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপত্তিকর ছবি পাঠিয়ে তাঁকে পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। ইমেলের মাধ্যমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ জানান অভিনেত্রী। 

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ঘরছাড়া-আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিতে নির্দেশ আদালতের

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ঘরছাড়া-আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিতে নির্দেশ। ডিজি ও আইজি-কে নির্দেশ আদালতের। স্থানীয় দুষ্কৃতী, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তাও খতিয়ে দেখতে নির্দেশ। ৩০০-র বেশি মানুষ ঘরছাড়া, আদালতে অভিযোগ আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। এই ৩০০ মানুষের তালিকা রাজ্যকে দেওয়ার নির্দেশ আদালতের। আগামী ১৯ এপ্রিল এই মমলার পরবর্তী শুনানি। 

West Bengal News Live: কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের দু’ পক্ষের বচসাকে কেন্দ্র করে উত্তেজনা

কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের দু’ পক্ষের বচসাকে কেন্দ্র করে উত্তেজনা। পুলিশের সামনেই অস্ত্র হাতে দাপাদাপি। তৃণমূলের সংখ্যালঘু সেলের মাথাভাঙা মহকুমা সভাপতি রাজিবুল হাসান অভিযোগ করেন, গতকাল পোস্ট অফিস মোড় এলাকায় তাঁর জন্মদিনের অনুষ্ঠানে দলবল নিয়ে হামলা চালান যুব তৃণমূল নেতা কামাল হাসান। এ নিয়ে দু পক্ষের বিবাদ চরমে ওঠে। পরে মাথাভাঙা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একে অপরের বিরুদ্ধে গন্ডগোল পাকানোর অভিযোগ তুলেছেন শাসকদলের দুই নেতাই। গোষ্ঠীকোন্দলই তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live Updates: নন্দীগ্রাম দিবস উপলক্ষে গোকুলনগর ও ভাঙাবেড়ায় বিজেপি ও তৃণমূলের কর্মসূচি

নন্দীগ্রাম দিবস উপলক্ষে গোকুলনগর ও ভাঙাবেড়ায় বিজেপি ও তৃণমূলের কর্মসূচি। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। 

West Bengal News Live: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় মৃতের দাদা ও ভাইপো আটক

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় মৃতের দাদা ও ভাইপো আটক 

WB News Live Updates: এক মাসের মধ্যে আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের

এক মাসের মধ্যে আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করার নির্দেশ। আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিটকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া তদন্তের সময়সীমা বাড়ানো হবে না। ১৮ এপ্রিল পরবর্তী শুনানি। 

West Bengal News Live: গরু পাচার মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অনুব্রত

গরু পাচার মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অনুব্রত

WB News Live Updates: দলের জেলা সভাপতিকে ফের হরিদাস পাল বলে কটাক্ষ করার অভিযোগ

এবার সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে, দলের জেলা সভাপতিকে ফের হরিদাস পাল বলে কটাক্ষ করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সম্পাদকের বিরুদ্ধে।

West Bengal News Live: "কৃষক দিবসে আমার সব কৃষক ভাই-বোনদের শুভেচ্ছা জানাই,'' ট্যুইট মমতার

২০০৭ সালে নন্দীগ্রামে পুলিশের গুলিতে নিহত সাহসী গ্রামবাসীদের স্মরণে প্রতিবছর ১৪ মার্চ আমরা কৃষক দিবস হিসেবে পালন করি। সারা দেশের এবং সারা বিশ্বের কৃষকদের জন্য এই দিনটি উত্সর্গ করা হয়েছে। কৃষকরা আমাদের গর্ব। কৃষিপণ্য উৎপাদন, সংগ্রহ এবং বাজারজাত করে বিক্রি করা পর্যন্ত আমরা কৃষকদের সবরকমভাবে সাহায্য করি। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে আর্থিক সাহায্য করা হয়। কৃষকদের জন্য পেনশনের ব্যবস্থাও করা হয়েছে। বর্তমানে কৃষি পণ্য উৎপাদনে দেশের মধ্যে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের কৃষকদের আয় প্রায় তিনগুণ বেড়েছে। কৃষক দিবসে আমার সব কৃষক ভাই-বোনদের শুভেচ্ছা জানাই। 

WB News Live Updates: ট্যাংরার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি তৈরি রাজ্য সরকারের

ট্যাংরার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি তৈরি রাজ্য সরকারের

West Bengal News Live: ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে খুনের ঘটনায়, আটক মৃতের দাদা

ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে খুনের ঘটনায় মৃতের দাদাকে আটক করেছে পুলিশ। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো দীপক কান্দু এবার তৃণমূলের টিকিটে ২ নম্বর ওয়ার্ডে কাকার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কিন্তু তিনি পরাজিত হন। তৃণমূল প্রার্থীর বাবাকে আটক করেছে ঝালদা থানার পুলিশ। ফলে রাজনৈতিক কারণ নাকি, পারিবারিক বিবাদের জেরে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live Updates: সংগঠন বাড়াতে ফের পোস্টার দিল আম আদমি পার্টি‍

মালদার রতুয়ার পর এবার উত্তর ২৪ পরগনার বারাসাত। সংগঠন বাড়াতে ফের পোস্টার দিল আম আদমি পার্টি‍। আগামী পঞ্চায়েত ভোটে প্রার্থী দেবে বলে জানিয়েছে কেজরিওয়ালের দল। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি।

West Bengal News Live: ঝালদায় গুলি করে খুন করা হল কংগ্রেস কাউন্সিলরকে

ঝালদায় গুলি করে খুন করা হল কংগ্রেস কাউন্সিলরকে

WB News Live Updates: পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলায় গঠিত হল INTTUC-র নতুন কমিটি

হলদিয়ায় এক্সাইড কাণ্ডের দু’মাসের মধ্যে পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলায় গঠিত হল INTTUC-র নতুন কমিটি

West Bengal News Live: ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ

কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ। এবার সোশ্যাল মিডিয়াতেও প্রচারে নামার সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন। ফেসবুকে ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও’ নামে পেজে চালানো হবে প্রচার, জানিয়েছে সংগঠন।

WB News Live Updates: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে

West Bengal News Live: পুরবোর্ড গঠনের আগেই পানিহাটিতে শ্যুটআউট

পুরবোর্ড গঠনের আগেই পানিহাটিতে শ্যুটআউট

প্রেক্ষাপট

পুরবোর্ড গঠনের আগেই পানিহাটিতে শ্যুটআউট (Panihati ShootOut)। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে। রাতে আগরপাড়া থেকে গ্রেফতার শ্যুটার।


দোষীদের শাস্তির দাবিতে বিটি রোড (BT Road) অবরোধ তৃণমূলের (TMC)। নেপথ্যে বিরোধীরা, দাবি তৃণমূল কংগ্রেসের (CONGRESS)। শাসক দলের গৃহযুদ্ধ, পাল্টা শমীক।



ত্রিশঙ্কু ঝালদায় গুলি করে খুন কংগ্রেস (Congress) কাউন্সিলরকে। বাড়ি ফেরার পথে মৃত্যু ২ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী তপন কান্দুর। মঙ্গলবার ১২ ঘণ্টার জেলা বন‍ধের ডাক কংগ্রেসের।



আদালতের নজরদারিতে সিবিআই (CBI Investigation) তদন্ত দাবি কংগ্রেসের। নেপথ্যে তৃণমূল, অভিযোগ অধীরের (Adhir Chowdhury)। বোর্ড গঠনের সঙ্গে সম্পর্ক নেই, পাল্টা তৃণমূল (TMC)। ক্ষমতার যুদ্ধ, কটাক্ষ শুভেন্দুর।


১২ এপ্রিল উপনির্বাচনের প্রার্থী তালিকায় চমক। আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে শত্রুঘ্ন সিন্হা, বালিগঞ্জ (Baliganj) বিধানসভায় তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo), ট্যুইট মমতার (CM Mamata Banerjee)। 


 ঐতিহাসিক সুযোগে কৃতজ্ঞ, প্রতিক্রিয়া শত্রুঘ্নর। নাম ঘোষণার পরেই আসানসোলে শত্রুঘ্নর হয়ে দেওয়াল লিখন তৃণমূলের। নতুন উদ্দীপনা নিয়ে দায়িত্ব পালন করব, প্রতিক্রিয়া বাবুলের।


অরাজনৈতিক ব্যক্তি নন শত্রুঘ্ন, সংসদে গেলে লাভ হবে দলের। প্রতিক্রিয়া ফিরহাদের। তৃণমূলে (TMC) যোগ্য নেতা নেই, বহিরাগতকে প্রার্থী, কটাক্ষ সুকান্তর। 


ডানা ছাঁটার জন্য অভিষেক ঘনিষ্ঠ সায়নী ঘোষকে প্রার্থী না করে বহিরাগতকে প্রার্থী, কটাক্ষ অমিত মালব্যর। খামোশ, শত্রুঘ্নর ডায়লগকে হাতিয়ার করে পাল্টা ট্যুইট সায়নীর।


 পাঁচ রাজ্যের ভোটে ধরাশায়ী কংগ্রেস। সনিয়া গাঁধীর নেতৃত্বেই আস্থা। দলের দুর্বলতা কাটাতে সংগঠনে রদবদলের ব্যবস্থা করা হোক। অনুরোধ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির।


মানুষকে বিপদে ঠেলে দিয়ে পুঁজিপতিদের স্বার্থ দেখছে কেন্দ্র। কালো উদ্যোগকে ব্যর্থ করতে হবে। ইপিএফে সুদে কোপ নিয়ে মোদিকে নিশানা মমতার। আগে চাকরি, ডিএ দিন, পাল্টা সুকান্ত।


পাঞ্জাব জয়ের পর আপের নজরে বাংলা। গিরীশ পার্কে (Girish Park) পদার্পণ যাত্রা। বারাসাত (Barasat), কুমারগঞ্জ (Kumarganj), রতুয়ায় পোস্টার। স্বাধীন মতপ্রকাশের সুবিধা, মত শান্তনু সেনের। ঝাড়ু নিয়ে লাভ নেই, কটাক্ষ সুকান্তর।


ট্যাংরা অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। মেয়রকে ফায়ার সেফটি অডিট কমিটি গড়ার নির্দেশ। ১০ বছর পর বোধোদয়, কটাক্ষ সুকান্তর। তৃণমূল রাজত্বে জতুগৃহ বাংলা, আক্রমণ সুজনের।


 পকেটমারির অভিযোগে বইমেলায় ধৃত অভিনেত্রীর জেল হেফাজত। পড়ে থাকা ব্যাগ তুলেছিলাম, দাবি রূপা দত্তের। এত বড় জায়গায় অভিনয় তাও পড়ে থাকা ব্যাগ তুললেন, প্রশ্ন বিচারকের।


 নরেন্দ্রপুরে (Narendrapur) তরুণীকে গণধর্ষণের পর খুনের অভিযোগ। অধরা তরুণীর প্রেমিক ও বন্ধুরা। রিপোর্ট আসেনি ময়নাতদন্তের। খুন না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। জানাল পুলিশ।


শরণার্থীদের ছবি তোলার সময় ইউক্রেনে রুশ সেনার গুলিতে নিহত নিউইয়র্ক টাইমসের সাংবাদিক। আগে কাজ করতেন, ব্রেন্টকে ইউক্রেনে পাঠানো হয়নি, জানাল নিউইয়র্ক টাইমস।


 ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার। লিভে ইউক্রেনের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, মৃত ৩৫। কিভের দূতাবাসকে পোল্যান্ডে সরানোর সিদ্ধান্ত, জানাল ভারতের বিদেশ মন্ত্রক।


 যুদ্ধের ১৮ দিন। ফসফরাস বোমা নিক্ষেপের অভিযোগ ইউক্রেনের। মেলিটোপোলের মেয়রকে উদ্ধারে ইজরায়েলের দ্বারস্থ জেলেনস্কি। ইউক্রেনের আরও এক মেয়রকে অপহরণের অভিযোগ। 


 ইরাকের ইরবিলে মার্কিন দূতাবাস লক্ষ্য করে মিসাইল হামলা! ইরানের দিক থেকে ১২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার অভিযোগ, ক্ষতিগ্রস্ত TV চ্যানেলের অফিস। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.