West Bengal News Live Updates:আর জি কর হাসপাতালের মানিকতলা হস্টেলেও র‍্যাগিং?

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 14 Sep 2023 11:44 PM
West Bengal News LIVE Updates:স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, লগ্নির খোঁজে বহুজাতিক সংস্থার সঙ্গে বৈঠক, ছবি পোস্ট করে জানালেন কুণাল

স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, লগ্নির খোঁজে বহুজাতিক সংস্থার সঙ্গে বৈঠক, ছবি পোস্ট করে জানালেন কুণাল। লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকে বসবেন মমতা। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন মাদ্রিদের রাস্তায় মুখ্যমন্ত্রী বাজালেন অ্যাকোর্ডিয়ান। 

WB News LIVE Updates:এবার দুষ্কৃতী দৌরাত্ময আসানসোল। সালানপুরের পেট্রোল পাম্পে শ্যুটআউট! অল্পের জন্য রক্ষা পেলেন কর্মীরা

এবার দুষ্কৃতী দৌরাত্ময আসানসোল। সালানপুরের পেট্রোল পাম্পে শ্যুটআউট! অল্পের জন্য রক্ষা পেলেন কর্মীরা। অন্যদিকে, হলদিয়ার সুতাহাটায় সমবায় সমিতিতে ডাকাতির ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়নি লুঠের টাকা। ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

West Bengal News LIVE Updates:ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে এবার অভিনেত্রী রূপলেখা মিত্রকে জিজ্ঞাসাবাদ করল ED

ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে এবার অভিনেত্রী রূপলেখা মিত্রকে জিজ্ঞাসাবাদ করল ED। ফ্ল্যাট বিক্রির নামে বাজার থেকে তোলা কোটি কোটি টাকা কোথায় গেল? সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বোর্ড মিটিংয়ে আর কারা থাকতেন? এসব বিষয়ে জানতে চায় ইডি, খবর সূত্রের। 

WB News LIVE Updates:ইডির তলব নিয়ে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে, সরাসরি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস

ইডির তলব নিয়ে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে, সরাসরি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। বিরোধী জোটের সমন্বয় কমিটির বৈঠক শেষে, এ নিয়ে মুখ খোলেন কে সি বেণুগোপাল। আর এর কয়েক ঘণ্টার মধ্য়ে, কংগ্রেসের অন্য়তম এই শীর্ষ নেতাকে চিঠি দিলেন, কৌস্তভ বাগচী। চিঠিতে বাংলার এই কংগ্রেস নেতার আবেদন, চোরেদের পাশে দাঁড়াবেন না। এ নিয়ে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া, কে কী দিয়েছেন জানি না। আমি সবার কথার জবাব দিতে পারব না।

West Bengal News LIVE Updates:আর জি কর হাসপাতালের মানিকতলা হস্টেলেও র‍্যাগিং?

আর জি কর হাসপাতালের মানিকতলা হস্টেলেও র‍্যাগিং? আমহার্স্ট স্ট্রিট থানায় র‍্যাগিংয়ের অভিযোগ দায়ের। বদলি হওয়া অধ্যক্ষের অনুগামীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ। টালা থানায় পাল্টা অভিযোগ বদলি হওয়া অধ্যক্ষের মানিকতলা হস্টেলের অনুগামীদের। কাল অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক ডাকল হাসপাতাল কর্তৃপক্ষ। আর জি কর হাসপাতালের ছাত্রীদের হস্টেলেও র‍্যাগিংয়ের অভিযোগ।

WB News LIVE Updates:শ্য়ামনগরের এক্সাইডের ব্য়াটারি কারখানার ইউনিয়নের দখলদারি ঘিরে ফের প্রকাশ্যে ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংহ ও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়ামের দ্বন্দ্ব

শ্য়ামনগরের এক্সাইডের ব্য়াটারি কারখানার ইউনিয়নের দখলদারি ঘিরে ফের প্রকাশ্যে ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংহ ও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়ামের দ্বন্দ্ব। দুই ইউনিয়নের রেষারেষির জেরে গত কয়েক মাস ধরে অচলাবস্থা তৈরি হয়েছে কারখানায়। নাম না করে সোমনাথ শ্য়ামকে আক্রমণ করেছেন অর্জুন সিংহ। পাল্টা জবাব দিয়েছন বিধায়ক।

West Bengal News LIVE Updates:নারদ তদন্তে হাজিরার জন্য সিবিআই নোটিস, পাল্টা চিঠি ম্যাথ্যু স্যামুয়েলের

নারদ তদন্তে হাজিরার জন্য সিবিআই নোটিস, পাল্টা চিঠি ম্যাথ্যু স্যামুয়েলের। স্বাস্থ্যের কারণ দেখিয়ে বাড়ির কাছাকাছি কোথাও হাজিরার জন্য আবেদন। 

WB News LIVE Updates:বীরভূমে কি এবার অনুব্রত জমানার পতন ? জেলা পরিষদের পর এবার কর্মাধ্যক্ষ পদেও কাজল ঘনিষ্ঠদের দাপট

বীরভূমে কি এবার অনুব্রত জমানার পতন ? জেলা পরিষদের পর এবার কর্মাধ্যক্ষ পদেও কাজল ঘনিষ্ঠদের দাপট। 

West Bengal News LIVE Updates:মালদায় জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

মালদায় জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে, অভিযোগ তৃণমূলের একাংশের। 

WB News LIVE Updates:স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, মাদ্রিদের রাস্তায় মুখ্যমন্ত্রী, বাজালেন অ্যাকোর্ডিয়ান

স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, মাদ্রিদের রাস্তায় মুখ্যমন্ত্রী, বাজালেন অ্যাকোর্ডিয়ান। আজ মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক মমতার। বৈঠকে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

West Bengal News LIVE Updates:এসএসসি, প্রাথমিক পর্ষদ, পুরসভা-দুর্নীতির ট্রিপল টাওয়ার?

এসএসসি, প্রাথমিক পর্ষদ, পুরসভা-দুর্নীতির ট্রিপল টাওয়ার? নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য, সিবিআইয়ের মুখে 'টুইন টাওয়ার'। 'দুর্নীতির টুইন টাওয়ারের একটি প্রাথমিক শিক্ষা পর্ষদ, আরেকটি এসএসসি', স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জানাল সিবিআই। পুরসভাও মাথা চাড়া দিয়েছে, বললেন বিচারপতি অমৃতা সিন্হা

WB News LIVE Updates: বুধের পর বৃহস্পতিবার, আসানসোলে ফের চলল গুলি। পেট্রোল পাম্পে শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা কর্মীর!

বুধের পর বৃহস্পতিবার, আসানসোলে ফের চলল গুলি। পেট্রোল পাম্পে শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা কর্মীর!

West Bengal News LIVE Updates:এসএসসি, প্রাথমিক পর্ষদ, পুরসভা-দুর্নীতির ট্রিপল টাওয়ার?

এসএসসি, প্রাথমিক পর্ষদ, পুরসভা-দুর্নীতির ট্রিপল টাওয়ার? নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য, সিবিআইয়ের মুখে 'টুইন টাওয়ার।'

WB News LIVE Updates: অভিষেকের হাজিরার পরের দিনই ইডির নজরে অভিষেকের সম্পত্তি

অভিষেকের হাজিরার পরের দিনই ইডির নজরে অভিষেকের সম্পত্তি। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অভিষেকের কাছে আরও নথি চাইল ইডি: সূত্র। 

West Bengal News LIVE Updates:হুগলি গ্রামীণে বদলি পূর্ব বর্ধমানের এসপি কামনাশিস সেনের, রাজকীয় ফেয়ারওয়েল নিয়ে কটাক্ষ শুভেন্দুর

হুগলি গ্রামীণে বদলি পূর্ব বর্ধমানের এসপি কামনাশিস সেনের, রাজকীয় ফেয়ারওয়েল নিয়ে কটাক্ষ শুভেন্দুর

WB News LIVE Updates: তৃণমূলের ঝালদা পুরসভা দখলের পর ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা তপন কান্দুর স্ত্রীর

তৃণমূলের ঝালদা পুরসভা দখলের পর ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা তপন কান্দুর স্ত্রীর। 

West Bengal News LIVE Updates: তৃণমূল নিয়ে কংগ্রেসের অবস্থান কী? এআইসিসি-কে চিঠি কৌস্তভ বাগচীর

তৃণমূল নিয়ে কংগ্রেসের অবস্থান কী? এআইসিসি-কে চিঠি কৌস্তভ বাগচীর। 'অভিষেককে তলব করা নিয়ে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেনে কে সি বেণুগোপাল। আবার অধীর চৌধুরী বলছেন, সব চোর ধরা পড়ুক', কংগ্রেসের অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, দাবি কৌস্তভ বাগচীর। 

WB News LIVE Updates: স্কুলে নিয়োগ দুর্নীতিতে এবার নজরে লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি

স্কুলে নিয়োগ দুর্নীতিতে এবার নজরে লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি। ইডির কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির খতিয়ান চাইল হাইকোর্ট। 

West Bengal News LIVE Updates: রাজ্যপালের সঙ্গে সংঘাত নিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

রাজ্যপালের সঙ্গে সংঘাত নিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। 

WB News LIVE Updates: ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা পূর্ণিমা কান্দুর

ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা পূর্ণিমা কান্দুর। তৃণমূলের ঝালদা পুরসভা দখলের পর ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা তপন কান্দুর স্ত্রীর। সম্প্রতি কংগ্রেসে ভাঙন ধরিয়ে ঝালদা পুরসভা দখল করে তৃণমূল। শাসক দলে যোগ দেন ৪ কংগ্রেস ও ১ নির্দল কাউন্সিলর। যখন বোর্ডই আর হাতে নেই তখন আর পদে থেকে কী লাভ, মন্তব্য পূর্ণিমা কান্দুর 

West Bengal News LIVE Updates: আচার্যের বিরুদ্ধে আইনি নোটিস ১২ প্রাক্তন উপাচার্যের

রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মোড়। এবার আচার্যের বিরুদ্ধে আইনি নোটিস ১২ প্রাক্তন উপাচার্যের। আইনি নোটিস পাঠানো হল রাজভবনে, জানালেন প্রাক্তন উপাচার্যরা। ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে । আচার্য ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি। প্রাক্তন উপাচার্যদের সম্পর্কে তিনটি অভিযোগ তোলেন আচার্য। রাজ্যপালের বক্তব্য ছিল প্রাক্তন উপাচার্যরা দুর্নীতিগ্রস্ত, রাজনীতির খেলা খেলেন। প্রাক্তন উপাচার্যদের বিরুদ্ধে ছাত্রী হেনস্থার অভিযোগও তোলেন আচার্য। এই তিনটি কারণেই উপাচার্যদের মেয়াদ বৃদ্ধি করা যায়নি বলে ভিডিও বার্তায় জানান রাজ্যপাল। প্রাক্তন উপাচার্যদের দাবি এই অভিযোগ সর্বৈব মিথ্যা। সেই কারণেই আইনি নোটিস বলে জানিয়েছেন প্রাক্তন উপাচার্যরা

WB News LIVE Updates: কুণাল ঘোষের করা মানহানির মামলায় ৩ সিপিএম নেতার জামিন

 শতরূপ ঘোষের গাড়ি বিতর্কে কুণাল ঘোষের করা  মানহানির মামলায় ৩সিপিএম নেতার জামিন। জামিন পেলেন বিমান বসু, মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ। সমন পেয়ে আদালতে হাজির হয়ে ব্যক্তিগত বন্ডে জামিন নেন তিন নেতা। আগামী ডিসেম্বর মাসে পরবর্তী শুনানি। কুণাল ঘোষ বিদেশে থাকায় আজ তিনি আদালতে হাজির ছিলেন না। বিধানসভা নির্বাচনের হলফনামায় ২ লক্ষ টাকা সম্পদের কথা জানালেও কী করে ২২ লক্ষ চাকার গাড়ি কিনলেন শতরূপ ঘোষ? সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষের এই প্রশ্ন ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়। 
 

West Bengal News LIVE Updates:প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির খতিয়ান তলব হাইকোর্টের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির খতিয়ান তলব হাইকোর্টের। লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ও সিইও-র সম্পত্তির খতিয়ান তলব আদালতের

WB News LIVE Updates: 'লিপস এন্ড বাউন্ডসের কম্পিউটারে ১৬ টি ফাইল ডাউনলোড করা নিয়ে ইডিকে ইমেল কলকাতা পুলিশের'

'লিপস এন্ড বাউন্ডসের কম্পিউটারে ১৬ টি ফাইল ডাউনলোড করা নিয়ে ইডিকে ইমেল কলকাতা পুলিশের। ১৪টি প্রশ্নের উত্তর চেয়ে ইডিকে ইমেল কলকাতা পুলিশের', ২ সেপ্টেম্বর করা ইমেলের ভিত্তিতে নতুন করে আবেদন ইডির। 'তল্লাশি করার আগে স্থানীয় পুলিশ-প্রশাসনকে জানানো হয়েছিল? স্থানীয় প্রশাসন কি তল্লাশির সময় উপস্থিত ছিল? যদি উপস্থিত থাকে তাহলে কি তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল? তল্লাশির দলে কারা ছিলেন? এদের মধ্যে কি কেউ সাইবার বিশেষজ্ঞ ছিলেন? ইডির যে অফিসার ফাইল ডাউনলোড করেছেন, তাঁর সম্পর্কে তথ্য দেওয়া হোক। ১৬টি ফাইল ডাউনলোডের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করা হোক'

West Bengal News LIVE Updates: এবার পোর্ট ট্রাস্টের সমবায় সমিতির ভোট এবং ভোটগণনায় রিগিংয়ের অভিযোগ

এবার পোর্ট ট্রাস্টের সমবায় সমিতির ভোট এবং ভোটগণনায় রিগিংয়ের অভিযোগ নিয়ে হাইকোর্টে দায়ের হল মামলা। বিচারপতি অমৃতা সিন্হার দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। আগামীকাল শুনানি হবে। ১২ সেপ্টেম্বর পোর্ট ট্রাস্টের সমবায় সমিতিতে ভোটগ্রহণ হয়।

WB News LIVE Updates: স্পেন সফরে আজ মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন মমতা

স্পেন সফরে আজ মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে সাড়ে ৩ ঘণ্টা পিছিয়ে স্পেনের রাজধানী শহর। এদিন মাদ্রিদের রাস্তায় বেশ কিছুক্ষণ হাঁটেন বাংলার মুখ্যমন্ত্রী। দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক রয়েছে। এরপর সন্ধেয় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। লন্ডন থেকে ইতিমধ্যেই মাদ্রিদে পৌঁছে গিয়েছেন সৌরভ। 

West Bengal News LIVE Updates: ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অভিনেত্রী রূপলেখা মিত্রকে জিজ্ঞাসাবাদ ইডির

ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অভিনেত্রী রূপলেখা মিত্রকে জিজ্ঞাসাবাদ ইডির। গতকাল সিজিও কমপ্লেক্সে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ রুপলেখা মিত্রকে। প্রতারণায় অভিযুক্ত 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে'র অন্যতম ডিরেক্টর ছিলেন রুপলেখা। সিটিং ডিরেক্টর ছিলেন, সাইনিং অথরিটি ছিলেন না বলে দাবি রূপলেখার। 'ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা কোথায় গেল? সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বোর্ড মিটিংয়ে কারা থাকতেন?' রূপলেখা মিত্রকে প্রশ্ন ইডি-র: সূত্র। এই মামলায় ইতিমধ্যেই তৃণমূল সাংসদ নুসরতকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি

WB News LIVE Updates: সরকারি হাসপাতালে রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ পরিবারের

সরকারি হাসপাতালে রোগীকে  মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ পরিবারের, স্বাস্থ্য দফতরে গাফিলতির অভিযোগ তুলে সরব বিজেপি। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি। স্বাস্থ্যকর্মীকে শোকজ করে তদন্ত কমিট গঠন করল জেলা স্বাস্থ্য দফতর। 

West Bengal News LIVE Updates: রাস্তায় দাঁড় করিয়ে শাসকদলের অভিযুক্ত কর্মীকে সপাটে চড়

চাকরি ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত ভোটে তৃণমূলের পরাজিত প্রার্থীর বিরুদ্ধে। রাস্তায় দাঁড় করিয়ে শাসকদলের অভিযুক্ত কর্মীকে সপাটে চড় কষালেন প্রতারিত মহিলা। অভিযুক্তকে নিয়ে চলল টানাহেঁচড়াও। আক্রান্ত হন তৃণমূল কর্মীর স্ত্রীও। মারধরের ছবি ভাইরাল হয়েছে। গতকাল ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কয়লাঘাটা এলাকায়। অভিযোগ, চাকরি ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে গ্রামের অনেকের কাছ থেকেই টাকা নিয়েছিলেন তৃণমূলের পরাজিত প্রার্থী স্বপন দাস। প্রতারণার অভিযোগ উড়িয়ে অভিযুক্তের দাবি, তিনি টাকা ধার নিয়েছিলেন। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News LIVE Updates: কর্মাধ্যক্ষ পদেও এবার কাজল-ঘনিষ্ঠদের দাপট

গরু পাচার মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে কেষ্ট-বিরোধী কাজল শেখের হাতে গিয়েছে বীরভূম জেলা পরিষদের ব্যাটন। কর্মাধ্যক্ষ পদেও এবার কাজল-ঘনিষ্ঠদের দাপট। স্থায়ী সমিতি থেকে বাদ পড়লেন অনুব্রত-অনুগামী বলে পরিচিত দু’বারের জেলা সভাধিপতি ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, নারায়ণ হালদার ও আদিবাসী নেতা রবি মুর্মু। এমনকী, কর্মাধ্যক্ষ পদে নাম ঘোষণা পরেও, গতকাল পদত্যাগ করেন রবি মুর্মু ও নারায়ণ হালদার। জেলা পরিষদ আসনে প্রথমবার দাঁড়িয়েই ভোটে জিতে একেবারে সভাধিপতির চেয়ারে বসেছেন কাজল শেখ। তাঁর এই উত্থানকে অনুব্রত-জমানার পতন হিসেবেই দেখছে বিজেপি। একজন তো সারা জীবন থাকতে পারে না, তাই এই পরিবর্তন। তৃণমূলের প্রতিক্রিয়া কার্যত বিরোধীদের জল্পনাকেই মান্যতা দিয়েছে। 

West Bengal News LIVE Updates: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। যার জেরে ভাদ্রের শেষ বেলায় বঙ্গে দাপট দেখাচ্ছে বর্ষা। আজ দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

WB News LIVE Updates: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত আরও একটি বৃষ্টির স্পেল বৃষ্টির। বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলায় কার্যত দিনভোর বৃষ্টি। উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাতে দু এক পশলা ভারি বৃষ্টির পূর্বাভাস। উপকূল সংলগ্ন কলকাতা হাওড়া হুগলি সহ বেশ কয়েকটি জেলায় দু এক পশলা মাঝারি বৃষ্টি। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

West Bengal News LIVE Updates: তারাপীঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেওয়া হল

WB News LIVE Updates: তারাপীঠে ভিড় তন্ত্রসাধকদের

কথিত আছে, এই দিনই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন তিনি। ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। অনেকে আবার এই তিথিকে বলেন কৌশী অমাবস্যা। যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে। বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় তন্ত্রসাধকদের। দূরদূরান্ত থেকে এসেছেন ভক্তরাও।  

Weather Today: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বৃষ্টির দিনগুলি বাদ দিয়ে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। জানাল আবহাওয়া দফতর। 

WB News LIVE Updates: আজ কৌশিকী অমাবস্যা

আজ কৌশিকী অমাবস্যা। ভোর ৪.৩২ মিনিটে অমাবস্যা লাগার সঙ্গে-সঙ্গেই তারাপীঠে শুরু হয় মা তারার বিশেষ পুজো।

West Bengal News LIVE Updates: বিদ্যুৎ নিয়ে প্রাক্পুজো বৈঠক

আসন্ন দুর্গোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে উদ্যোগী প্রশাসন। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বিদ্যুৎ দফতর। খোলা থাকছে একাধিক হেল্পলাইন। 

প্রেক্ষাপট

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) ED-জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মুখে উঠে এল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) প্রসঙ্গ। একই মামলায় প্রায় ১৪ মাস ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই উদাহরণ টেনে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেককে পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)।                                                   



রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে- 


কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ নিয়ে ফের চড়ল শুভেন্দু-অভিষেক তরজার পারদ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ED তলবে বিরোধী দলনেতার কটাক্ষের জবাব কটাক্ষেই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারদ, সারদাকাণ্ডের প্রসঙ্গ টেনে, কেন্দ্রীয় এজেন্সির তদন্তের গতিপ্রকৃতি ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুললেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। 


তৃণমূলের সঙ্গে 'INDIA' জোটে সামিল হওয়ার প্রভাবেই কি সাগরদিঘির মতো ফল মিলল না ধূপগুড়িতে? পঞ্চায়েত ভোটের তুলনায় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএমের ভোট শতাংশ কমে প্রায় অর্ধেক হল। জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে জোট করার ফলেই কি বিশ্বাসযোগ্য়তা ধাক্কা খাচ্ছে? সিপিএমের রাজ্য় কমিটির বৈঠকে উঠল প্রশ্ন। ড্যামেজ মোকাবিলায় এরাজ্য়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আরও বেশি করে প্রচারে নামার সিদ্ধান্ত নেওয়া হল বৈঠকে।


ED-র জিজ্ঞাসাবাদের কারণে, বিরোধী জোটের বৈঠকে যেতে পারেননি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তার প্রেক্ষিতে, বৈঠকে অভিষেকের চেয়ার খালি রাখা হল। এদিকে, সম্পূর্ণ 
উল্টো পথে হেঁটে, অধীর চৌধুরী বললেন, পশ্চিমবঙ্গের মানুষ নিপীড়িত, বঞ্চিত। চোরদের ধরা হোক, দুর্নীতিগ্রস্তদের ধরা হোক। কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্বের এই ভিন্ন অবস্থান নিয়ে ED-র জিজ্ঞাসাবাদের পর কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েননি অভিষেকও।


আসন্ন দুর্গোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে উদ্যোগী প্রশাসন। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বিদ্যুৎ দফতর। খোলা থাকছে একাধিক হেল্পলাইন। 


দক্ষিণেশ্বর গড়ে উঠবে শ্রীরামকৃষ্ণ মন্দির। বুধবার তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। গতকাল অনুষ্ঠানের সাক্ষী হতে সকাল থেকে জড়ো হয়েছিলেন অসংখ্য ভক্ত।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.