West Bengal News Live Updates: সিপিএমের পার্টি অফিসে পতাকা তুললেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 15 Aug 2022 11:54 PM
West Bengal News Live: সিপিএমের পার্টি অফিসে পতাকা তুললেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক

স্বাধীনতা দিবসে সৌজন্যর রাজনীতি। সিপিএমের পার্টি অফিসে পতাকা তুললেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। রাজনীতি নেই, প্রতিক্রিয়া সিপিএমের। তৃণমূল-সিপিএমের পরকীয়া, কটাক্ষ শমীকের।

WB News Live Updates: গরুপাচার মামলায় সিবিআই-স্ক্যানারে এবার অনুব্রতর কর্মচারীরা

গরুপাচার মামলায় সিবিআই-স্ক্যানারে এবার অনুব্রতর কর্মচারীরা। নজরে ১২ থেকে ১৫ জন কর্মীর সম্পত্তি। তালিকায় সায়গল ছাড়া অনুব্রতর অন্য দেহরক্ষীরাও। 

West Bengal News Live: হাওড়ার বাগনানে বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে মার, ফাটল মাথা

হাওড়ার বাগনানে বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে মার, ফাটল মাথা। রক্তাক্ত হাওড়া গ্রামীণের বিজেপির প্রাক্তন সভাপতি অনুপম মল্লিক। 

WB News Live Updates: অনুব্রতর মেয়ের নামে কোম্পানির হদিশ

অনুব্রতর মেয়ের নামে কোম্পানির হদিশ। ছিল ১ কোটি টাকার শেয়ার ক্যাপিটাল। ঠিকানা বোলপুরের কালিকাপুর। মেয়ের নামে রয়েছে আরও ১০টি সম্পত্তি, সিবিআই সূত্রে খবর।

West Bengal News Live: ইডি সিবিআইকে দিয়ে আমাদের স্বাধীনতা তছনছ করে দিতে চাইছে, অভিযোগ তুললেন তৃণমূল নেতা অজিত মাইতি

ইডি সিবিআইকে দিয়ে আমাদের স্বাধীনতা তছনছ করে দিতে চাইছে। মেদিনীপুরে মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করে অভিযোগ তুললেন তৃণমূল নেতা অজিত মাইতি। মধ্যরাতে স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান। অজিত মাইতিরা নেতা হলে দেশে পরাধীনতার দেরি নেই। পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 

WB News Live Updates: দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি থেকে কুমারগঞ্জের ব্লক সভাপতি করা হয়েছে উজ্জ্বল বসাককে

দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি থেকে কুমারগঞ্জের ব্লক সভাপতি করা হয়েছে উজ্জ্বল বসাককে। ডিমোশনের অভিযোগ তুলেছে বিজেপি ও কংগ্রেস। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

West Bengal News Live: প্রেসিডেন্সি জেলের অনুষ্ঠানে গিয়েও পার্থর খোঁজ নিলেন না শশী পাঁজা

প্রেসিডেন্সি জেলের অনুষ্ঠানে গিয়েও পার্থর খোঁজ নিলেন না শশী পাঁজা। প্রাক্তন শিল্পমন্ত্রী যেখানে বন্দি, সেই জেলে সরকারি অনুষ্ঠানে গেলেন বর্তমান শিল্পমন্ত্রী। প্রেসিডেন্সি জেলে সরকারি অনুষ্ঠানে গেলেন শশী পাঁজা, মালা রায়। পার্থ চট্টোপাধ্যায়ের খোঁজ নেওয়ার প্রসঙ্গে শশী পাঁজা বললেন, সেটার তো কোনও সম্ভাবনা নেই। 

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে তরজার আবহে, বিস্ফোরক সৌমিত্র খাঁ

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে তরজার আবহে, বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি, ইডি-সিবিআই পর্যন্ত তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল অবশ্য সৌমিত্রর অভিযোগে গুরুত্ব না দিয়ে, পাল্টা আক্রমণ শানিয়েছেন।>

West Bengal News Live: অনৈতিক কাজের সঙ্গে যুক্ত বলে প্রমাণ হলে, নিজেকে মৃত্যুদণ্ড দেব: ফিরহাদ হাকিম

অনৈতিক কাজের সঙ্গে যুক্ত বলে প্রমাণ হলে, নিজেকে মৃত্যুদণ্ড দেব। পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে চাপানউতোরের আবহে, সোমবার এই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি এবং সিপিএম। বিরোধীদের আক্রমণের মুখে, ফিরহাদ হাকিম অবশ্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

WB News Live Updates: অনুব্রতর পাশে মমতা, দলীয় কর্মীদের ফের পথে নামার বার্তা, আক্রমণে শুভেন্দু

অনুব্রতর পাশে মমতা, দলীয় কর্মীদের ফের পথে নামার বার্তা, আক্রমণে শুভেন্দু

West Bengal News Live: "আমার কেউ খোঁজ নিচ্ছে?'' জেলে আইনজীবীর কাছে জানতে চাইলেন পার্থ

"আমার কেউ খোঁজ নিচ্ছে?'' জেলে আইনজীবীর কাছে জানতে চাইলেন পার্থ

WB News Live Updates: রাজ্যে বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা

রাজ্যে বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সংক্রমণ থেকে বাঁচতে কী করবেন এবং কী করবেন না? পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা

West Bengal News Live: উত্তর ২৪ পরগনারও একাধিক পুর এলাকায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

কলকাতা থেকে শহরতলি... চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। কলকাতার ১৩টি ওয়ার্ডকে ‘অতি ডেঙ্গি প্রবণ’ বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। উত্তর ২৪ পরগনারও একাধিক পুর এলাকায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।

WB News Live Updates: এবার অনুব্রত-কন্যার নামে কোম্পানির হদিশ?

গরুপাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মেয়ের নামে একাধিক সম্পত্তির পাশাপাশি এবার একটি কোম্পানিরও হদিশ পেল সিবিআই। যার শেয়ার ক্যাপিট্যাল ছিল ১ কোটি টাকা। দাবি সিবিআই সূত্রে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ওই কৃষিপণ্যজাত প্রক্রিয়াকরণ কোম্পানির ডিরেক্টর ছিলেন অনুব্রত-কন্যা সুকন্যা ও বিদ্যুৎবরণ গায়েন। ঠিকানা, বোলপুরের কালিকাপুর। কর্পোরেট বিষয়ক মন্ত্রক থেকে এই কোম্পানির রেজিস্ট্রেশন হয়েছিল ২০১১ সালে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর মেয়ের নামে ১০টি সম্পত্তির দলিল মিলেছে। এর মধ্যে ৩টির ক্ষেত্রে ভোলে ব্যোম রাইস মিলের পার্টনার ছিলেন সুকন্যা মণ্ডল। এই সমস্ত সম্পত্তি ২০১৪ থেকে ২০১৬, এই ২ বছরে কেনা হয়েছিল বলে দাবি সিবিআই সূত্রে। 

West Bengal News Live: মোদির মুখে দুর্নীতির কথা শোভা পায় না, কটাক্ষ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর

পরিবার তো আরএসএসের। মোদির মুখে দুর্নীতির কথা শোভা পায় না। কটাক্ষ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর।

WB News Live Updates: স্বাধীনতার বিকেলে প্রথামাফিক রাজভবনে চা চক্রের আয়োজন, যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী

স্বাধীনতার বিকেলে প্রথামাফিক রাজভবনে চা চক্রের আয়োজন করা হয়েছে। যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ অন্যান্যরা।

West Bengal News Live: নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে

নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার প্রভাবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  

WB News Live Updates: কুণাল ঘোষ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁর

কুণাল ঘোষ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁর। "ইডি-সিবিআইকে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষই। উনি জেলে থাকাকালীন সমস্ত তথ্য যেখানে দেওয়ার দিয়ে দিয়েছেন। আরও অনেকে তৃণমূলে থেকে তথ্য পৌঁছে দিচ্ছেন। পার্থর টাকা কোথায় আছে সেই তথ্যও পৌঁছে যাচ্ছে।'' বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। 

West Bengal News Live Updates: মোদির আমলে দেশে সবথেকে বেশি ব্যাঙ্ক থেকে লুঠ, খোঁচা অধীর চৌধুরীর

মোদির আমলে দেশে সবথেকে বেশি ব্যাঙ্ক থেকে লুঠ। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে ভোটের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী, খোঁচা অধীর চৌধুরীর।

WB News Live Updates: "মমতাকে নয়, জবাব দিতে হবে সিবিআইকে'' প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের

মমতাকে নয়, জবাব দিতে হবে সিবিআইকে। ফার্স্ট স্ট্রোক পার্থ, দ্বিতীয় স্ট্রোক অনুব্রত, থার্ড স্ট্রোক হলে দলটা কোমায় চলে যাবে। প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

West Bengal News Live Updates: গঙ্গাবক্ষে তেরঙ্গা যাত্রায় বিজেপির মহিলা মোর্চা

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে গঙ্গাবক্ষে তেরঙ্গা যাত্রায় বিজেপির মহিলা মোর্চা। মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চে চড়ে গঙ্গা পরিক্রমা। নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী।

WB News Live Updates: পুরনো রুটে দার্জিলিং মেল

এতদিন নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা ছিল দার্জিলিং মেলের রুট। আজ ফের পুরনো রুটে ফিরল ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, আজ থেকে শিয়ালদা থেকে কোচবিহারের হলদিবাড়ির মধ্যে এই ট্রেন চলাচল করবে। জলপাইগুড়ি টাউন স্টেশনে বহু বছর পর দার্জিলিং মেলকে স্বাগত জানান প্রবীণ বাসিন্দারা। 

West Bengal News Live Updates: 'জানতাম দিদি আমার পাশে থাকবেন, আমি নির্দোষ', মন্তব্য অনুব্রতর

জানতাম দিদি আমার পাশে থাকবেন। আমি নির্দোষ। অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আইনজীবীর মাধ্যমে বার্তা অনুব্রত মণ্ডলের। দল পাশে দাঁড়ানোয় খুশি সিবিআই হেফাজতে থাকা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। জানিয়েছেন তাঁর আইনজীবী।   

WB News Live Updates: শ্রাবণ শেষে গভীর নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টি

শ্রাবণ শেষে গভীর নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টি। কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া বইছে। ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, ঝাড়খণ্ড থেকে ওড়িশার দিকে সরে গিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে নিম্নচাপ। 

West Bengal News Live Updates: বেহালায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির মিছিল

স্বাধীনতা দিবস উপলক্ষে বেহালায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে স্বাধীনতার গৌরব যাত্রা কংগ্রেসের।

WB News Live Updates: বৃষ্টিতে ফুঁসছে রূপনারায়ণ

বৃষ্টিতে ফুঁসছে রূপনারায়ণ, বইছে বিপদসীমার ওপর দিয়ে, এর ওপর নদী বাঁধে দেখা দিয়েছে ফাটল।  বাঁধ উপচে হু হু করে জল ঢুকছে গ্রামে। প্লাবিত শ্যামপুরের অনন্তপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা।

West Bengal News Live Updates: স্বাধীনতা দিবসে দলাদলি ভুলে একতার বার্তা বাম-তৃণমূলের

স্বাধীনতা দিবসে দলাদলি ভুলে একতার বার্তা বাম-তৃণমূলের। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে সিপিএম পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিধায়ক। গাড়ি দাঁড় করিয়ে তাঁকে পতাকা তোলার অনুরোধ জানান সিপিএম কর্মীরা। স্বাধীনতা দিবসে রাজনৈতিক রং দেখা উচিত নয়, মন্তব্য তৃণমূল বিধায়কের। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও স্বাধীনতা দিবসে একতার বার্তা দিতেই এই উদ্যোগ, প্রতিক্রিয়া সিপিএমের। এতদিন যা পর্দার আড়ালে ছিল, তা প্রকাশ্যে এল, বিজেপিকে আটকাতে এক তৃণমূল-সিপিএম, কটাক্ষ বিজেপির।

WB News Live Updates: সিসিটিভি চুরি করতে গিয়ে ধরা পড়লো চোর

সিসিটিভি চুরি করতে গিয়ে ধরা পড়লো চোর। কোচবিহারের সিতাই এর ঘটনা। সিতাই সাগরদীঘি সেতুর কাছে সিসিটিভি লাগানো হয়েছিল। সেই সিসিটিভি চুরি করতে যায় দুই চোর, সিসিটিভিতেই উঠে যায় তাদের ছবি। সেই ছবি দেখেই এক চোরকে গ্রেফতার করে সিতাই থানার পুলিশ। পলাতক অন্যজন। সিতাই পুলিশ যাকে গ্রেফতার করেছে তার নাম ভক্ত বিশ্বাস বাড়ি সিতাই এলাকাতে, অন্য জন যাকে দেখা যাচ্ছে তার নাম অরুণ বর্মন। সে পলাতক। 

West Bengal News Live Updates: কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডে স্বাধীনতা দিবস উদ্‍যাপন

সাদার্ন অ্যাভিনিউয়ে কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডে  স্বাধীনতা দিবস উদ্‍যাপন। উপস্থিত ছিলেন কাউন্সিলর মনীষা বসু। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি, সাফাই কর্মী-সহ পুরসভার কর্মীদের হাতে তুলে দেওয়া হয় উপহার, মিষ্টি।

WB News Live Updates: এবার অনুব্রত-কন্যার নামে কোম্পানির হদিশ?

গরুপাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মেয়ের নামে একাধিক সম্পত্তির পাশাপাশি এবার একটি কোম্পানিরও হদিশ পেল সিবিআই। যার শেয়ার ক্যাপিট্যাল ছিল ১ কোটি টাকা।

West Bengal News Live Updates: পতাকা উত্তোলন করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

মেদিনীপুর জেলা পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এরপর মেদিনীপুর শহরে প্রভাতফেরিতে অংশ নেন বিজেপি সাংসদ। 

WB News Live Updates: ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে স্বাধীনতা দিবস পালন

স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে৷

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে স্বাধীনতা দিবস উদ্‍যাপন

কলকাতা হাইকোর্টে স্বাধীনতা দিবস উদ্‍যাপন। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। 

WB News Live Updates: রেড রোডে উদ্‍যাপন করা হচ্ছে স্বাধীনতা দিবস

দু’ বছর পর সাধারণ দর্শকের উপস্থিতিতে রেড রোডে উদ্‍যাপন করা হচ্ছে স্বাধীনতা দিবস। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের পর রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live Updates: অনুব্রত মণ্ডলের বাড়িতে শুরু হয়েছে যজ্ঞ

অনুব্রত মণ্ডলের বাড়িতে শুরু হয়েছে যজ্ঞ। নেতার নামে সংকল্প করেই হতে পারে এই পুজো, খবর সূত্রের 

WB News Live Updates: জাতীয় সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ

গড়বেতা থানার অন্তর্গত তুলসি চটিতে ৬০ নম্বর জাতীয় সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল ৩ জনের। আহত ১৮ জন। স্থানীয় সূত্রে খবর, বাসের সঙ্গে সংঘর্ষের পর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কাঁচা বাড়িতে ঢুকে যায়।  

West Bengal News Live Updates: মহিলা সংগঠনেও রদবদল করল তৃণমূল কংগ্রেস

জেলাস্তরে রদবদলের পরে এবার দলের মহিলা সংগঠনেও রদবদল করল তৃণমূল কংগ্রেস। আজ দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কোন জেলা বা সাংগঠনিক জেলায় মহিলা সংগঠনের সভানেত্রী কে হবেন। এ মাসেই জেলা সংগঠনে বড়সড় রদবদল করেছে তৃণমূল। একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতি পদে রদবদল হলেও দায়িত্বে রয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, এর পরে ব্লক স্তরেও সাংগঠনিক পরিবর্তন করা হবে। 

WB News Live Updates: দুই সন্তানকে নিয়ে রেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী

মা তার দুই সন্তানকে নিয়ে রেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো ঘটনা পানাগর অনুরাগপুর এলাকা। ‌ পরিবারের অভিযোগ মহিলার স্বামী মদ্যব্য অবস্থায় অশান্তি করতো যার জেরে এই ঘটনা। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

West Bengal News Live Updates: জয়নগর-মজিলপুর পুরসভায় মধ্যরাতে পালিত হল ৭৬ তম স্বাধীনতা দিবস

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুর পুরসভায় মধ্যরাতে পালিত হল ৭৬ তম স্বাধীনতা দিবস। তেরঙ্গা আলোয় সাজানো হয় পুরভবনকে। জাতীয় পতাকা উত্তোলন করেন জয়নগর-মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার।

WB News Live Updates: কাঁকুড়গাছিতে মধ্যরাতে স্বাধীনতা দিবস উদ্‍যাপন

কাঁকুড়গাছিতে মধ্যরাতে স্বাধীনতা দিবস উদ্‍যাপন। মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের উদ্যোগে অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সুগত বসু।

West Bengal News Live Updates: আলোর মালায় সেজেছে কলকাতাও

১৯৪৭ থেকে ২০২২। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ৭৬ তম ১৫ অগাস্ট। স্বাধীনতা সংগ্রামীদের রক্ত বিফলে না যাওয়ার ১৫ অগাস্ট। দেশের মাটির অধিকার ফিরে পাওয়ার সেই দিন। হাজার অপমান, অত্যাচারের পর স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী সংগ্রামে মর্যাদা ছিনিয়ে আনার সেই লড়াইয়ের পর পেরিয়ে আসা ৭৫ বছর। কুতুব মিনার থেকে রাষ্ট্রপতি ভবন। সংসদ ভবন থেকে নর্থ ব্লক-- আলোয় ভাসছে রাজধানী দিল্লি। আলোর মালায় সেজেছে কলকাতাও। দেশজুড়ে পালিত হচ্ছে, ‘আজাদি কা অমৃত মহোৎসব’।

WB News Live Updates: 'একটা কেষ্টকে ধরলে, লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে'

কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে। লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। এভাবেই বীরভূমের তৃণমূল সভাপতিকে কার্যত ক্লিনচিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সিকেও ফের নিশানা করেছেন তিনি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলিও।

West Bengal News Live Updates: মোদি-শাহকে নিশানা

গরু পাচার রোখার দায়িত্ব BSF-এর। BSF-এর মন্ত্রী অমিত শাহ। তাহলে তোমারই তো জেলে যাওয়া উচিত! গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘হর ঘর তেরঙ্গা’র কর্মসূচি নিয়ে নজিরবিহীন আক্রমণ মোদিকেও।

WB News Live Updates: শুভেন্দুকে ‘নিশানা’ মমতার

মীরজাফর, গদ্দাররা। যাদের একদিন মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম। নাম না করে ফের শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী, অমিত শাহর কাছে তৃণমূল নেতাদের নামের তালিকা দিয়ে আসা নিয়েও কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী। গদ্দার তো আগেও অনেককে বলেছিলেন। এখন মুকুল রায় তৃণমূলে আছেন। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

প্রেক্ষাপট

কলকাতা: ১৯৪৭ থেকে ২০২২। স্বাধীনতার (Independence Day) ৭৫ বছর পূর্তি। ৭৬ তম ১৫ অগাস্ট। স্বাধীনতা সংগ্রামীদের রক্ত বিফলে না যাওয়ার ১৫ অগাস্ট। দেশের (India) মাটির অধিকার ফিরে পাওয়ার সেই দিন। হাজার অপমান, অত্যাচারের পর স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী সংগ্রামে মর্যাদা ছিনিয়ে আনার সেই লড়াইয়ের পর পেরিয়ে আসা ৭৫ বছর (75 Years)। কুতুব মিনার থেকে রাষ্ট্রপতি ভবন। সংসদ ভবন থেকে নর্থ ব্লক-- আলোয় ভাসছে রাজধানী দিল্লি (Delhi)। আলোর মালায় সেজেছে কলকাতাও (Kolkata)। দেশজুড়ে পালিত হচ্ছে, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ (Azadi Ka Amrit Mahotsav)। 



  • এক নজরে অন্যান্য খবরগুলি- 


জেলাস্তরে রদবদলের পরে এবার দলের মহিলা সংগঠনেও রদবদল করল তৃণমূল কংগ্রেস। আজ দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কোন জেলা বা সাংগঠনিক জেলায় মহিলা সংগঠনের সভানেত্রী কে হবেন। এ মাসেই জেলা সংগঠনে বড়সড় রদবদল করেছে তৃণমূল। একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতি পদে রদবদল হলেও দায়িত্বে রয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, এর পরে ব্লক স্তরেও সাংগঠনিক পরিবর্তন করা হবে।


গড়বেতা থানার অন্তর্গত তুলসি চটিতে ৬০ নম্বর জাতীয় সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল ৩ জনের। আহত ১৮ জন। স্থানীয় সূত্রে খবর, বাসের সঙ্গে সংঘর্ষের পর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কাঁচা বাড়িতে ঢুকে যায়। 


CBI হেফাজতে অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে, বীরভূমের রাশ কার হাতে থাকবে? ঠিক করতে বৈঠকে বসল, বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। বৈঠকে খালি রাখা হয় অনুব্রত মণ্ডলের চেয়ার।


নীতি আয়োগের মিটিংয়ে যাব না? রাজ্যের টাকা আসবে কোথা থেকে? বিরোধীদের ‘সেটিং’ অভিযোগের জবাব দিলেন মমতা। চিটফান্ড থেকে একাধিক ইস্যুতে বাম-কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। প্রতিটি ক্ষেত্রেই জবাব দিয়েছে বিরোধীরা।  


আর্থিক প্রতারণা মামলায় এর আগে গ্রেফতার হয়েছেন শান্তি সুরানা নামে এক ব্যবসায়ী। শান্তির সঙ্গে যোগ রয়েছে, এই অভিযোগে হরিশ মুখার্জি রোডের নির্মাণ ব্যবসায়ী অমরনাথ শরাফকে জিজ্ঞাসাবাদ করলেন ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স উইংয়ের আধিকারিকরা। 


মীরজাফর, গদ্দাররা। যাদের একদিন মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম। নাম না করে ফের শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী, অমিত শাহর কাছে তৃণমূল নেতাদের নামের তালিকা দিয়ে আসা নিয়েও কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী। গদ্দার তো আগেও অনেককে বলেছিলেন। এখন মুকুল রায় তৃণমূলে আছেন। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.