West Bengal News Live Updates: গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 15 Jun 2023 11:46 PM
West Bengal News Live Update : 'আদালতের রায়কে স্বাগত জানাই', বললেন শুভেন্দু

কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে, গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ' প্রাথমিকভাবে আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাই।'  

WB News Live : ভোটের আগেই জয়, বারাবনিতে জোড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের 

ভোটের আগেই জয়, বারাবনিতে জোড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের । বারাবনির পানুড়িয়া, পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। নেই কোনও বিরোধী প্রার্থী, বিনা লড়াইয়েই গ্রাম পঞ্চায়েত দখল। 

এWB News Live Update : বার অভিষেককে চোর চোর স্লোগান, ভিডিও ট্যুইট সুকান্ত মজুমদারের

এবার অভিষেককে চোর চোর স্লোগান, ভিডিও ট্যুইট সুকান্ত মজুমদারের । 'চোর স্লোগানেই যদি এত রাগ হয়, ভাবুন আক্রান্ত বিজেপি প্রার্থীদের কী হচ্ছে', পঞ্চায়েত মনোনয়নে হিংসার প্রসঙ্গ তুলে ভিডিও ট্যুইট বিজেপির রাজ্য সভাপতির। 

WB News Live : মনোনয়নের নামে ভাঙড়ে শুধুই সন্ত্রাস। কমিশনে ধর্নায় নৌশাদ। আটকালেন কমিশনারের গাড়ি। 

মনোনয়নের নামে ভাঙড়ে শুধুই সন্ত্রাস। কমিশনে ধর্নায় নৌশাদ। আটকালেন কমিশনারের গাড়ি। 

WB News Live Update : টিকিট না পাওয়ায় ক্ষোভ, প্রকাশ্য়ে চলে এল তৃণমূলের কোন্দল

টিকিট না পাওয়ায় ক্ষোভ। নন্দীগ্রাম-সহ একাধিক জায়গায় প্রকাশ্য়ে চলে এল তৃণমূলের কোন্দল। প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে, নজিরবিহীনভাবে সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদের চার তৃণমূল বিধায়ক। আবার টিকিট না পেয়ে দলবদলের ছবি ধরা পড়ল মালদা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুরে।

WB News Live : মনোনয়নের শেষ দিনেও রক্তাক্ত বাংলা, ভাঙড়ে নিহত ২

মনোনয়নের শেষ দিনেও রক্তাক্ত বাংলা, ভাঙড়ে নিহত ২। ভাঙড়ে গুলি-বোমার লড়াই, নিহত ১ আইএসএফ ও ১ তৃণমূলকর্মী। চোপড়ায় বাম-কংগ্রেসের উপরে হামলা, ২জন খুনের অভিযোগ সিপিএমের। চোপড়ায় কেউ খুন হননি, আহত একজন ভেন্টিলেশনে, পাল্টা দাবি পুলিশের ।
ভাঙড়ে নিহত আইএসএফ কর্মী মইউদ্দিন মোল্লা, নিহত তৃণমূলকর্মী রশিদ মোল্লা ।

WB News Live Update : ২০১৩-র পুনরাবৃত্তি ২০২৩-এ, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট

২০১৩-র পুনরাবৃত্তি ২০২৩-এ, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। শুধু স্পর্শকাতর এলাকা নয়, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা খেল কমিশন-রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় যে আদালত অত্যন্ত ক্ষুব্ধ, সেটাও স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট।

WB News Live : মনোনয়ন নিয়ে হিংসার মধ্যেই ভাঙড়ে মিলল আরও একজনের দেহ

মনোনয়ন নিয়ে হিংসার মধ্যেই ভাঙড়ে মিলল আরও একজনের দেহ। ভাঙড়ের ২ নম্বর ব্লকের পানাপুকুর এলাকায় মিলল আরও একজনের দেহ। ব্লক অফিসের কাছ মিলল অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ ।

WB News Live Update : গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট। আদালতে ধাক্কা রাজ্য নির্বাচন কমিশনের। শুধু স্পর্শকাতর জেলায় নয়, আসন্ন পঞ্চায়েত ভোটে সব জেলাতেই আসছে কেন্দ্রীয় বাহিনী। নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির।

WB News Live : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যের, ডিভিশন বেঞ্চেও খারিজ আবেদন

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যের, ডিভিশন বেঞ্চেও খারিজ আবেদন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের রায় বহাল।

WB News Live Update : ১৯ থেকে ২১ জুন - বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে

পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা ১৮ জুন অবধি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা ১৮ জুন পর্যন্ত। ১৯ থেকে ২১ জুন - বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

WB News Live : রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে নোটিস ইস্যু করবে এসসি কমিশনের, জানালেন অরুণ হালদার

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নে অবাধ সন্ত্রাস। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে নোটিস ইস্যু করবে এসসি কমিশনের, জানালেন অরুণ হালদার। দিল্লিতে তলব করা হবে রাজীব সিন্হাকে, জানালেন এসসি কমিশনের চেয়ারম্যান। বাংলায় ২২ শতাংশ তফশিলি জাতির মানুষ রয়েছেন, মনোনয়নের সময় তাঁদের বেশিরভাগই আক্রান্ত, দাবি এসসি কমিশনের চেয়ারম্যান। 'রাজ্য নির্বাচন কমিশন সন্ত্রাস বন্ধ না করতে পারলে নির্বাচন স্থগিত রাখা উচিত', দাবি এসসি কমিশনের চেয়ারম্যানের, 'তফশিলি সম্প্রদায়ভুক্ত বেশিরভাগ মানুষ আক্রান্ত, আমরা মুখ বন্ধ করে বসে থাকব না',
'সোনামুখী ও ইন্দাসের বিধায়ক আক্রান্ত, দুজন বিধায়ক তফশিলি সম্প্রদায়ভুক্ত', জানালেন এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। 

WB News Live Update : মনোনয়নের শেষ দিনেও রক্তাক্ত বাংলা, চোপড়া-ভাঙড়ে নিহত ২

মনোনয়নের শেষ দিনেও রক্তাক্ত বাংলা, চোপড়া-ভাঙড়ে নিহত ২। চোপড়ায় বাম-কংগ্রেসের উপর হামলা, গুলিতে নিহত ১, আহত ৩। ভাঙড়ে সংঘর্ষ, তৃণমূলকর্মী রশিদ মোল্লার মৃত্যু, দাবি সওকত মোল্লার। ভাঙড়ের ২ নম্বর ব্লকে তৃণমূলকর্মীর মৃত্যুর দাবি সওকত মোল্লার। 

WB News Live : মুড়ি-মুড়কির মতো পড়ছে বোমা, শুধুই দর্শক পুলিশ! 

৪দিন ধরে ভাঙড়ে সন্ত্রাস, গুলিতে আইএসএফ কর্মীদের মৃত্যুর অভিযোগ। ৪দিন পার, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়, পুলিশের সামনেই অবাধে সন্ত্রাস! 
মাথায় গুলিবিদ্ধি হয়ে একজনের মৃত্যু, দাবি আইএসএফ কর্মীদের। মুড়ি-মুড়কির মতো পড়ছে বোমা, শুধুই দর্শক পুলিশ ! চোখের সামনে দুষ্কৃতী তাণ্ডব, মিডিয়াকেই আটকাতে ব্যস্ত পুলিশ ! বিডিও অফিসের মধ্যেই আইএসএফ প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই !

WB News Live Update : 'চোপড়ায় হামলা, নিহত ২, আহত কমপক্ষে ২০' চোপড়ায় বাম-কংগ্রেসের উপর হামলায় দাবি মহম্মদ সেলিমের

'চোপড়ায় হামলা, নিহত ২, আহত কমপক্ষে ২০' চোপড়ায় বাম-কংগ্রেসের উপর হামলায় দাবি মহম্মদ সেলিমের। 'বাম-কংগ্রেসের মিছিলে তৃণমূলের গুন্ডাদের গুলি', হামলার প্রতিবাদে বিকেলে কমিশনে জমায়েতের ডাক। 

WB News Live : মুর্শিদাবাদের খড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিংয়ের পর এবার উত্তর দিনাজপুরেও মনোনয়ন-হিংসা

মুর্শিদাবাদের খড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিংয়ের পর এবার উত্তর দিনাজপুরেও মনোনয়ন-হিংসা। মনোনয়ন কেন্দ্রের ৭ কিলোমিটার দূরে চোপড়ার কাঁঠালবাড়ি এলাকায় কংগ্রেস-সিপিএমের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ২ জন। বাম-কংগ্রেসের দাবি, তৃণমূলের সন্ত্রাসের জেরে গতকাল পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়নই জমা দিতে পারেননি। সেই কারণে এদিন চোপড়ার লালবাজার থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা। মাঝপথে গুলি চলে বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Update : বীরভূমের সাঁইথিয়ার আমোদপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা

বীরভূমের সাঁইথিয়ার আমোদপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ। এলাকায় ব্যাপক বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল আমোদপুরেই বিজেপি নেতাকে মাটিতে ফেলে মারধর, অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। 

WB News Live : বারাসাত দু-নম্বর ব্লকে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বাম প্রার্থীদের বাধা

বারাসাত দু-নম্বর ব্লকে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বাম প্রার্থীদের বাধা। কলুপাড়ার কাছে বাস ভাঙচুর ও বাম প্রার্থীদেরকে মারধর।

WB News Live Update : আমি সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব, মন্তব্য প্রধান বিচারপতির

আমি সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব, মন্তব্য প্রধান বিচারপতির। আমাদের নির্দেশকে কার্যকর করতে চান না এমন পরিস্থিতি যদি তৈরি করেন নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না, মন্তব্য প্রধান বিচারপতির। 'আমাদের প্রাথমিক মত আপনারা আমাদের নির্দেশকে কার্যকর না করার মতো পরিস্থিতি তৈরি করেছেন', মন্তব্য প্রধান বিচারপতির। 'গত পরশু আইএসএফ ১৫০০০ হাজার সমর্থক নিয়ে মনোনয়ন পেশ করতে গেছে'। 'বিজেপির দুই নেতা দুই জেলায় অশান্তি তৈরি করেছেন'। 'গোটা রাজ্য জুড়ে বিজেপি সহ বিরোধীরা অশান্তি তৈরি করছে', আদালতে সওয়াল রাজ্যের। ১৪৪ ধারা জারি রয়েছে, পুলিশ পদক্ষেপ করুক, মন্তব্য প্রধান বিচারপতির। 

WB News Live : গন্তব্যে পাঠানোর নির্দেশ বিচারপতি মান্থার

কলকাতা পুলিশকে এসকর্ট দিয়ে হাইকোর্টে হাজির থাকা বিরোধী প্রার্থীদের এখনই মনোনয়ন জমার জন্য গন্তব্যে পাঠানোর নির্দেশ বিচারপতি মান্থার। 'হাইকোর্টে আসা বিভিন্ন এলাকার বিরোধী প্রার্থীদের বসিরহাট, ক্যানিং, ভাঙড়, কাশীপুর পৌঁছতে কলকাতা পুলিশকে এসকর্ট দিতে হবে'

WB News Live Update : সৌমেন্দু অধিকারীকে ১৫ জুলাই পর্যন্ত রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট

সৌমেন্দু অধিকারীকে ১৫ জুলাই পর্যন্ত রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নিদেশে, তাঁর বিরুদ্ধে চটজলদি কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। পঞ্চায়েত নির্বাচনের মুখে নতুন মামলার মুখে পড়ার আশঙ্কায় মঙ্গলবার আদালতের দ্বারস্থ হন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। 

WB News Live : ভাঙড়ে শেষ দিনেও একই ছবি

মনোনয়ন ঘিরে পরপর দু’দিন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শেষ দিনেও একই ছবি। ১৪৪ ধারা অগ্রাহ্য করে ভাঙড় ২ নম্বর ব্লক অফিসের ভিতরে কাতারে কাতারে তৃণমূল কর্মী। মনোনয়ন কেন্দ্রের দখল কার্যত শাসকদলের কর্মীদের হাতে। বিডিও অফিসের মেন গেট আটকে সিপিএম প্রার্থীদের ভিতরে ঢুকতে বাধা দেন তৃণমূল কর্মীরা। বাম প্রার্থীদের অনেককে মাঝপথেই ফিরে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এরই মাঝে গাড়িতে চড়ে বিডিও অফিসে হাজির হন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গন্ডগোল শুরুর মিনিট পনেরো পর, ময়দানে নামে পুলিশ। অবৈধ জমায়েত হঠানোর চেষ্টা শুরু হয়।  

WB News Live Update : উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁঠালবাড়ি কলোনি এলাকায় মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে, কংগ্রেস ও সিপিএম প্রার্থীদের মিছিলে গুলি

উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁঠালবাড়ি কলোনি এলাকায় মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে, কংগ্রেস ও সিপিএম প্রার্থীদের মিছিলে গুলি। বেশ কয়েকজন গুলিবিদ্ধ বলে দাবি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাম-কংগ্রেসের দাবি, তৃণমূলের সন্ত্রাসের জেরে গতকাল পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়নই জমা দিতে পারেননি। এদিন চোপড়ার লালবাজার থেকে একসঙ্গে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা। মনোনয়ন কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে গুলি চলে বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live : বীরভূমেরর ইলামবাজারে নির্দল প্রার্থীর ওপর হামলার অভিযোগ

বীরভূমেরর ইলামবাজারে নির্দল প্রার্থীর ওপর হামলার অভিযোগ। হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। লাঠি-বাঁশ নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ
ঘটনাস্থলে গেছে ইলামবাজার থানার পুলিশ বাহিনী।

WB News Live Update : মনোনয়নের শেষ দিনেও প্রার্থী নিয়ে ক্ষোভ তৃণমূলে

মনোনয়নের শেষ দিনেও প্রার্থী নিয়ে ক্ষোভ তৃণমূলে। পশ্চিম বর্ধমানের অন্ডালের কাজোড়া গ্রাম পঞ্চায়েতে রাজেশ পাসোয়ানকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ। সর্ষেডাঙা এলাকায় আজ সকালে রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মীদের একাংশ। তাঁদের দাবি, দলের মনোনীত প্রার্থী রাজেশ পাসোয়ান দূরে অন্য গ্রামে থাকেন। তাই স্থানীয় বাসিন্দা উমেশ কোড়াকে প্রার্থী করতে হবে। উমেশ কোড়ার নাম বাদ পড়ার পিছনে অঞ্চল সভাপতির হাত রয়েছে বলে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের দাবি। অঞ্চল সভাপতি বা তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

WB News Live : পঞ্চায়েত ভোটে মনোনয়ন-অশান্তি নিয়ে হাইকোর্টে বিরোধীরা

পঞ্চায়েত ভোটে মনোনয়ন-অশান্তি নিয়ে হাইকোর্টে বিরোধীরা। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় সিপিএম প্রার্থীকে মনোনয়ন বাধা দেওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ বামেরা। বসিরহাট, ক্যানিংয়ে অশান্তি, বিজেপি প্রার্থীদের মনোনয়ন বাধা দেওয়ার অভিযোগে আদালতে আবেদন জানিয়েছে বিজেপি। ভাঙড়ে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টে গিয়েছে আইএসএফ। আজ দুপুর সাড়ে ১২টায় শুনানি। 

WB News Live Update : নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রাক্তন শিক্ষা সচিব মণীশ জৈন

নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রাক্তন শিক্ষা সচিব মণীশ জৈন। সিবিআইয়ের দাবি, জেরায় পার্থ চট্টোপাধ্যায় বারবার দাবি করেছেন, দফতরের আমলা ও আধিকারিকদের কথা মতোই তিনি ফাইলে সই করতেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর সেই দাবি এবং গত কয়েকমাসে তদন্তে উঠে আসা নতুন তথ্যকে সামনে রেখেই আজ তৎকালীন শিক্ষা সচিব মণীশ জৈনকে আজ জিজ্ঞাসাবাদ করা হবে। সিবিআইয়ের দাবি, গোটা প্রক্রিয়ায় মণীশ জৈনের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। সেই সূত্রেই তাঁকে তলব করা হয়েছে। 

WB News Live : কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত হবে

কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত হবে। আজ কলকাতায় আসছেন DGCA-এর আধিকারিকরা। আসবেন ফরেন্সিক বিশেষজ্ঞ ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিনিধিরাও। আজ কলকাতা বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক হলেও বন্ধ রাখা হয়েছে D পোর্টাল। গতকাল রাত ৯টা ১২ মিনিটে D পোর্টালের ১৬ নম্বর কাউন্টারে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা টার্মিনাল। দীর্ঘক্ষণ বন্ধ থাকে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান। ৮টি বিমানের উড়ান আটকে যায়। ৩টি বিমান নামানো হলেও, যাত্রীদের বেরোতে দেওয়া হয়নি। বিমানবন্দরের নিজস্ব দমকল-সহ ৮টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১১টা ৪৮ মিনিটে ফের উড়ান চালু হয়। প্রশ্ন উঠেছে, কলকাতার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করল না কেন? বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, যেখানে আগুন লেগেছে তার কাছেই কনভেয়ার বেল্ট রয়েছে। তাই সুরক্ষার কথা ভেবে নির্দিষ্ট ওই জায়গাটিতে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল বলে, বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান।

WB News Live Update : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যের, ডিভিশন বেঞ্চে খারিজ রাজ্যের আবেদন

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যের, ডিভিশন বেঞ্চে খারিজ রাজ্যের আবেদন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায় বহাল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল। রায় বহাল রাখলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। দুই সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও খারিজ রাজ্যের আবেদন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের পর বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চেও খারিজ রাজ্যের আবেদন
পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে রাজ্য। 

WB News Live : ১২ ঘণ্টা ভারত বন‍্ধের ডাক দিয়েছেন আদিবাসী সেঙ্গেল অভিযান

অবিলম্বে সারনা ধর্ম কোড চালু করা, কুড়মিদের এসটি তালিকায় অন্তর্ভুক্তির বিরোধিতা-সহ ৫ দফা দাবিতে আজ ১২ ঘণ্টা ভারত বন‍্ধের ডাক দিয়েছেন আদিবাসী সেঙ্গেল অভিযান। পুরুলিয়ায় আদিবাসী সংগঠনের ডাকা বন‍্ধের প্রভাব পড়েছে রেলপথে। পুরুলিয়ার সাতুড়ি থানা এলাকায় আদ্রা-আসানসোল শাখার মধুকুণ্ডা স্টেশনে সকাল ৬টা থেকে শুরু হয়েছে রেল অবরোধ। রেলের আদ্রা ডিভিশনের তরফে জানানো হয়েছে, আদিবাসীদের ডাকা ভারত বন‍্ধের জেরে বাতিল করা হয়েছে লোকাল ও দূরপাল্লার মোট ২৭টি ট্রেন। ১টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত এবং ৩টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। মালদায় আদিবাসী সংগঠনের ডাকা ভারত বন‍্ধের প্রভাব পড়েছে মালদায়।পুরাতন মালদার আদিনা স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে আদিবাসী সেঙ্গেল অভিযানের রেল অবরোধ শুরু হয়েছে। 

WB News Live Update : পঞ্চায়েত ভোটে প্রার্থী দিল বিভাস অধিকারীর নতুন দল

পঞ্চায়েত ভোটে প্রার্থী দিল বিভাস অধিকারীর নতুন দল। অল ইন্ডিয়া আর্য মহাসভার নামে নলহাটি ২ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে ২৫টি আসনে প্রার্থী দিয়েছে বিভাস অধিকারীর দল। তৃণমূলের জন্মলগ্ন থেকেই নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি ছিলেন বিভাস। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর, বিভাসকে বহিষ্কার করে তৃণমূল। বহিষ্কৃত বিভাসের
দাবি, তৃণমূল উন্নয়ন না করায়, তিনি আলাদা দল গড়ার সিদ্ধান্ত নেন। বিরোধীদের আশা, বিভাস অধিকারীর দল প্রার্থী দেওয়ায় ভোট কাটাকাটিতে তাদের সুবিধা হতে পারে। বহিষ্কৃত নেতার দল
গড়া ও ভোটে লড়াকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 


 

WB News Live : তৃণমূলের মনোনয়ন-অপারেশনে গতকাল বোমা-গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং ১ নম্বর ব্লক

তৃণমূলের মনোনয়ন-অপারেশনে গতকাল বোমা-গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং ১ নম্বর ব্লক। গুলিবিদ্ধ হন ২ জন। আহত হন ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস। আজ মনোনয়ন পর্বের শেষ দিনে অশান্তি রুখতে তৎপর পুলিশ প্রশাসন। মোতায়েন রয়েছে র‍্যাফ। মনোনয়ন কেন্দ্রের চারপাশ পুলিশে ছয়লাপ। মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে গাড়ি আটকে দেওয়া হচ্ছে। জমায়েত দেখলেই হঠিয়ে দিচ্ছেন পুলিশ কর্মীরা। 

WB News Live Update : পশ্চিম বর্ধমানের কাঁকসায় সিপিএমের দেওয়াল লিখন মুছে, কাদা লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

পশ্চিম বর্ধমানের কাঁকসায় সিপিএমের দেওয়াল লিখন মুছে, কাদা লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে এই নিয়ে কাঁকসার সিংপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। সিপিএমের অভিযোগ, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের ৩-৪ জন প্রার্থীর নাম লেখা দেওয়ালে কাদা লেপে দেয় তৃণমূল কর্মীরা। পুলিশের কাছে এই নিয়ে নালিশ জানিয়েছে বামেরা। প্রচারের আলোয় আসার জন্য নিজেরাই এই কাজ করেছে, সিপিএমকে পাল্টা নিশানা শাসকদলের। 

WB News Live : পশ্চিম বর্ধমানের কাঁকসায় সিপিএমের দেওয়াল লিখন মুছে, কাদা লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

পশ্চিম বর্ধমানের কাঁকসায় সিপিএমের দেওয়াল লিখন মুছে, কাদা লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে এই নিয়ে কাঁকসার সিংপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। সিপিএমের অভিযোগ, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের ৩-৪ জন প্রার্থীর নাম লেখা দেওয়ালে কাদা লেপে দেয় তৃণমূল কর্মীরা। পুলিশের কাছে এই নিয়ে নালিশ জানিয়েছে বামেরা। প্রচারের আলোয় আসার জন্য নিজেরাই এই কাজ করেছে, সিপিএমকে পাল্টা নিশানা শাসকদলের। 

WB News Live Update : মনোনয়নের প্রথম দিন মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হয়েছিলেন কংগ্রেস কর্মী

মনোনয়ন মানেই যেন অশান্তি। বাংলায় পঞ্চায়েত ভোটের আগে চোখে পড়েছে এই ছবি। মনোনয়নের প্রথম দিন মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হয়েছিলেন কংগ্রেস কর্মী। দ্বিতীয় দিন মুর্শিদাবাদেরই ডোমকলে অস্ত্র নিয়ে বিডিও অফিস পাহারা দিতে দেখা গিয়েছিল শাসক নেতাকে। তৃতীয় দিনের মনোনয়নে দেখা গিয়েছিল রক্তপাত। মনোনয়নের চতুর্থ দিনে ভাঙড় থেকে ক্যানিং, গুলি-বোমাবাজি দেখেছে বাংলা। মনোনয়নের পঞ্চম দিন, জেলায় জেলায় বোমাবাজি, সংঘর্ষ দেখেছে বাংলা। কী হবে মনোনয়নের শেষ দিন? আরও একটা অশান্তি-রক্তপাতের দিন দেখবে রাজ্য? আশঙ্কা সাধারণ মানুষের।

WB News Live : একের পর এক বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতার বিজেপিতে যোগদান

টিকিট না পেয়ে একের পর এক বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতার বিজেপিতে যোগদান। পঞ্চায়েত নির্বাচনের আগে অস্বস্তিতে শাসক শিবির । দিনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মফিজুল হকের বিজেপিতে যোগদান। কোচবিহার এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহেশ্বর বর্মন, দিনহাটার বুড়িরহাট ২নং অঞ্চলের প্রধানের বিজেপিতে যোগদান। 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতার। তৃণমূলে পুরনোদের গুরুত্ব নেই কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। যোগদানের বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব

WB News Live Update : রাজ্যে পঞ্চায়েত ভোটে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে সংঘাত

রাজ্যে পঞ্চায়েত ভোটে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে সংঘাত। জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগে অসন্তোষ প্রকাশ করে আদালতে গেল রাজ্য নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।  

WB News Live : টিকিট নিয়ে নন্দীগ্রামে তৃণমূল বনাম তৃণমূল

টিকিট নিয়ে নন্দীগ্রামে তৃণমূল বনাম তৃণমূল। চাপের মুখে শেখ সুফিয়ানের জেলা পরিষদের প্রার্থীপদ প্রত্যাহার করল তৃণমূল। তাঁর জায়গায় দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সামসুল ইসলামকে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে। একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন পূ্র্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান। এ হেন দাপুটে নেতাকে জেলা পরিষদের প্রার্থী করায়, গতকাল পার্টি অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত কুণাল ঘোষকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। এরপর পার্টি অফিসের তালা খুলে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করেন কুণাল। বাইরে তখনও বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীদের একাংশ। গন্ডগোল এড়াতে পার্টি অফিস ঘিরে রাখে পুলিশ ও র‍্যাফ। রাত ১২টার পর তৃণমূল সূত্রে জানা যায়, শেখ সুফিয়ানের প্রার্থীপদ প্রত্যাহার করে, তাঁর জায়গায় দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুল ইসলামকে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে।

WB News Live Update : কোথাও প্রার্থীর প্রস্তাবককে রাস্তায় ফেলে মার, কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিরোধী প্রার্থী-কর্মীদের

কোথাও প্রার্থীর প্রস্তাবককে রাস্তায় ফেলে মার, কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিরোধী প্রার্থী-কর্মীদের। মনোনয়নের পঞ্চম দিনেও জেলায় জেলায় অশান্তির ছবি। তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। 

WB News Live : কুড়মিদের পতাকা খুলে ফেলে দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ

কুড়মিদের পতাকা খুলে ফেলে দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঝাড়গ্রামের দরখুলিতে তৃণমূলের অঞ্চল সভাপতিকে দীর্ঘক্ষণ আটকে রাখলেন কুড়মিরা। পরে, তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তৃণমূল। 

WB News Live Update : পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র বাঁকুড়ার ইন্দাস

পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র বাঁকুড়ার ইন্দাস। বিজেপির বিক্ষোভ হঠাতে পুলিশের লাঠি। এলাকায় ঢুকতে বিজেপি সাংসদকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, বাঁধেরপাড় এলাকায় ব্যাগ ভর্তি বোমা-সহ দুটি গাড়ি আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে দু'টি গাড়িতে থাকা ৮ জনকে। চক্রান্ত করেছে তৃণমূল, অভিযোগ বিজেপি বিধায়কের। অস্বীকার করেছে তৃণমূল।  

প্রেক্ষাপট

কলকাতা: সিবিআইয়ের (CBI) হাতেই কি থাকবে পুরসভায় (Municiapality) নিয়োগে দুর্নীতি মামলা? সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের মামলায় আজ রায় দেবে ডিভিশন বেঞ্চ। 


অশান্তির আবহেই আজ পঞ্চায়েত ভোটের মনোনয়নের শেষ দিন। নির্দেশের পরেও চাওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনী। রায়ের ব্যাখ্যা চেয়ে ফের হাইকোর্টে (Calcutta High Court) কমিশন।


ভাঙড়ে বিডিও অফিসের সামনেই পুলিশের উর্দিতে সিভিক ভলান্টিয়ার। প্রশ্নের মুখে আজব সাফাই। 


পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) জন্য জেলায় জেলায় সিভিকের জন্য তৈরি হচ্ছে পুলিশের উর্দি! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)। 


মনোনয়নে (Nomination) বাধার অভিযোগ। বসিরহাট থেকে প্রার্থীদের এনে কমিশনের সামনে বিজেপির বিক্ষোভ। বাধা পেলে কীভাবে এত মনোনয়ন? পাল্টা প্রশ্ন অভিষেকের। 


দিকে দিকে মনোনয়নে বাধা, কমিশনে শুভেনদু। ব্যারিকেড খুলে বিজেপি প্রার্থীদের ভিতরে ঢোকানোর চেষ্টা। 


২দিন পার, ভাঙড় আছে ভাঙড়েই! দিনভর বোমা-লাঠির দাপাদাপি। মার খেল পুলিশও। 


পুলিশের সামনেই দিনভর অশান্ত ভাঙড়। আক্রান্ত এবিপি আনন্দ। 


অশান্ত ভাঙড়। নালিশ জানাতে নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না নৌশাদ। 


রণক্ষেত্র ক্যানিং। সংঘর্ষ-বোমাবাজি-চলল গুলিও। শাসকের গোষ্ঠীসংঘর্ষে তৃণমূল কর্মীই গুলিবিদ্ধ। 


নন্দীগ্রামে টিকিট নিয়ে তৃণমূলের অন্দরেই অসন্তোষ-বিক্ষোভ। চাপের মুখে সুফিয়ানের প্রার্থী পদ প্রত্যাহার। জেলা পরিষদে প্রার্থী করা হল সামশুল ইসলামকে।


পঞ্চায়েতে মনোনয়ন ঘিরে দিকে দিকে অশান্তি। প্রতিবাদে বামেরা। নিষ্ক্রিয়তার অভিযোগে আজ রাজ্য নির্বাচন কমিশনে বাম প্রতিনিধি দল। 


চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গ্রেফতার। প্রতিবাদে তমলুকের ১২টি অঞ্চল সভাপতির গণইস্তফা। 


সত্য জানতে আর কতদিন? তদন্তে অগ্রগতি কোথায়? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ফের প্রশ্নের মুখে সিবিআই। অফিসাররা দক্ষ তো? প্রশ্ন ইডি-কেও।


মোবাইলে রাহুল বেরাকে তথ্য় ডিলিটের নির্দেশ দেন সুজয়কৃষ্ণ, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কাকুকে জেরায় তথ্য, কণ্ঠস্বরের নমুনা পেতে চায় ইডি, খবর সূত্রের।


ফের পুলিশে অনাস্থা। এবার শক্তিগড়ে রাজু ঝা খুনেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। খুনের সঙ্গে কয়লা পাচার সম্পর্কযুক্ত, মন্তব্য বিচারপতির। 


কলকাতা বিমানবন্দরে আগুন। সিকিওরিটি চেকিংয়ের জায়গায় হঠাৎ দাউদাউ করে আগুন। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। শর্ট সার্কিট থেকেই বিপত্তি বলে সন্দেহ। বিমানবন্দরে যাত্রী নিরাপত্তা নিয়েই প্রশ্ন।


উত্তরবঙ্গে চলছে বৃষ্টি। ১৮ থেকে ২১ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। বিপর্যয়ের আশঙ্কায় প্রহর গুণছে গুজরাত। বহু ট্রেন বাতিল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.