West Bengal News Live: রাজ্যে ১ দিনে নতুন করে করোনা আক্রান্ত ৪৩ জন, মৃত ১

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Mar 2022 10:05 PM
WB News Live Updates: ঝালদা হত্যাকাণ্ডের আঁচ পৌঁছল সংসদেও

ঝালদা হত্যাকাণ্ডের আঁচ পৌঁছল সংসদেও। লোকসভায় দাঁড়িয়ে, আদালতের নজরদারিতে CBI তদন্তের দাবিতে সরব হলেন অধীর চৌধুরী। সমর্থন জানালেন সনিয়া গান্ধী। পাল্টা, কুণাল ঘোষ 

West Bengal News Live: কেন্দ্রীয় সরকারের ‘অপারেশন গঙ্গা’য় অংশগ্রহণ দমদমের মহাশ্বেতা চক্রবর্তীর

কেন্দ্রীয় সরকারের ‘অপারেশন গঙ্গা’য় অংশগ্রহণ নিয়েছিলেন দমদমের মহাশ্বেতা চক্রবর্তী। যুদ্ধক্ষেত্র ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়া, ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনেন মহাশ্বেতারা। কীভাবে দিন-রাত জেগে কাজ করেছিলেন, সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন তিনি।

WB News Live Updates: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার চৈতন্যপুর গ্রামে শুরু হল শিলাবতীর পাড় বাঁধানোর কাজ

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার চৈতন্যপুর গ্রামে শুরু হল শিলাবতীর পাড় বাঁধানোর কাজ। বালির বস্তা দিয়ে চলছে পাড় বাঁধানো। যদিও স্থায়ী বাঁধ তৈরির দাবি তুলেছেন গ্রামবাসীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃক্ষকে জানাবেন বলে জানিয়েছেন বিডিও।

West Bengal News Live: কাল থেকে রাজ্যে শুরু হচ্ছে না ১২ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন

কাল থেকে রাজ্যে শুরু হচ্ছে না ১২ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন। ‘প্রস্তুতি তুঙ্গে, ভ্যাকসিনেশনের জন্য ২-৩দিন সময় লাগবে। ১২ ঊর্ধ্বদের প্রথম ডোজের জন্য রয়েছে পর্যাপ্ত ভ্যাকসিন।' ১২ ঊর্ধ্বদের করোনার ভ্যাকসিনেশন নিয়ে জানালেন স্বাস্থ্য অধিকর্তা

WB News Live Updates: বিজেপি-তৃণমূল বাগযুদ্ধের সাক্ষী থাকল বিধানসভা

মঙ্গলবার বাজেটের জবাবি ভাষণ ঘিরেও, বিজেপি-তৃণমূল বাগযুদ্ধের সাক্ষী থাকল বিধানসভা। রাজ্যের আর্থিক অবস্থা থেকে শিল্প নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুর চড়িয়ে পাল্টা সরব দিলেন অর্থমন্ত্রী।

West Bengal News Live: আদালতে বিচারকের প্রশ্নের মুখে পড়ল সিবিআই তদন্ত

কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় আসানসোল সিবিআই আদালতে বিচারকের প্রশ্নের মুখে পড়ল সিবিআই তদন্ত! FIR-এ নাম না থাকা সত্ত্বেও, ২০২০ সালের মামলায় কেন ইসিএলের প্রাক্তন আধিকারিকের ২০০৮ সালের দলিল ও নথি বাজেয়াপ্ত করা হল, কারণ দর্শাতে বলে বিস্তারিত রিপোর্ট চাইল আদালত

WB News Live Updates: চেয়ারম্যান ঠিক না হলেও, বোর্ড গঠনের আগেই পোস্টার ঘিরে বিতর্ক বিষ্ণুপুরে

চেয়ারম্যান ঠিক না হলেও, বোর্ড গঠনের আগেই পোস্টার ঘিরে বিতর্ক বিষ্ণুপুরে। এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পড়ে পোস্টার। পাল্টা ওই তৃণমূল নেতাকে চেয়ারম্যান চেয়ে সোশাল মিডিয়ায় চলল প্রচার। আর এই নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি।

West Bengal News Live: পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার হলেন মাধ্যমিক পরীক্ষার্থী

পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার হলেন মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, স্ত্রী পড়াশুনো ছাড়তে না চাওয়ার আক্রোশেই এই ঘটনা। 

WB News Live Updates: ভোটপ্রচারের আগে জনসংযোগ বাবুলের

ভোটপ্রচারের আগে জনসংযোগ। হিন্দুস্তান পার্কের দোকান থেকে বাবুল সুপ্রিয় কিনলেন ডজন খানেক পাঞ্জাবি। নিজের হাতে স্টিয়ারিং, সেলফি তুললেন পথ চলতি মানুষের সঙ্গে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর প্রচার প্রস্তুতির ছবি ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়।

West Bengal News Live: বারুইপুর মহকুমা হাসপাতালে সুপারের নির্দেশিকাকে ঘিরে বিতর্ক

বারুইপুর মহকুমা হাসপাতালে সুপারের নির্দেশিকাকে ঘিরে বিতর্ক। ‘হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করতে হবে চিকিৎসকদের। আউটডোর, ওটি, জরুরি বা অন্য বিভাগে গেলে পাঠাতে হবে লোকেশন। ৩ স্বাস্থ্য আধিকারিকের ফোন নম্বরে পাঠাতে হবে লাইভ লোকেশন।’ বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের নির্দেশ ঘিরে বিতর্ক। নির্দেশিকা চূড়ান্ত অসম্মানজনক বলে সরব বিভিন্ন চিকিত্‍সক সংগঠন। ‘স্বাস্থ্য ভবন এমন কোনও নির্দেশ দেয়নি, সুপারের ব্যক্তিগত সিদ্ধান্ত। হাসপাতালের সুপারকে তলব করে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুর হাসপাতাল-বিতর্কে জানিয়ে দিলেন স্বাস্থ্য অধিকর্তা

WB News Live Updates: মোমবাতি মিছিল কংগ্রেসের

পুরুলিয়ায় ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুনের প্রতিবাদে মোমবাতি মিছিল কংগ্রেসের।

West Bengal News Live: কাশ্মীর ফাইলস সিনেমা দেখতে গেলেন শুভেন্দু অধিকারী

আজ সল্টলেকের সিটি সেন্টার ওয়ানে বিজেপি বিধায়কদের নিয়ে কাশ্মীর ফাইলস সিনেমা দেখতে গেলেন শুভেন্দু অধিকারী। হলে ঢোকার আগে জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি বিধায়করা।

WB News Live Updates: হোলির জন্য ১৭ মার্চ রাত্রিকালীন বিধিনিষেধে ছাড়

হোলির জন্য ১৭ মার্চ রাত্রিকালীন বিধিনিষেধে ছাড়। ৩১ মার্চ পর্যন্ত বহাল করোনার বিধিনিষেধ বহাল। ১৭ মার্চ রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধে ছাড়।

West Bengal News Live: ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে কংগ্রেসের ৪ সদস্যের প্রতিনিধি দল

ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর বাড়িতে যান কংগ্রেসের ৪ সদস্যের প্রতিনিধি দল।

WB News Live Updates: ‘কীভাবে কাউন্সিলররা প্রকাশ্যে খুন হলেন?’ নবান্নে ভার্চুয়াল বৈঠকে প্রশ্ন উদ্বিগ্ন মুখ্যসচিব-ডিজির।

‘কীভাবে কাউন্সিলররা প্রকাশ্যে খুন হলেন?’ নবান্নে ভার্চুয়াল বৈঠকে প্রশ্ন উদ্বিগ্ন মুখ্যসচিব-ডিজির। ‘এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার যেন অবনতি না হয়’ সব জেলার ডিএম-এসপিদের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্যসচিবের।

West Bengal News Live: 'অডিও ক্লিপ থেকেই পরিষ্কার, ঝালদার আইসি হলেন ষড়যন্ত্রকারী'

অডিও ক্লিপ থেকেই পরিষ্কার, ঝালদার আইসি হলেন ষড়যন্ত্রকারী। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

WB News Live Updates: বেজিকাণ্ডে গ্রেফতার গাড়ির চালকের জামিন

বেজিকাণ্ডে গ্রেফতার গাড়ির চালকের জামিন। ৪দিনের জেল হেফাজতের পর গাড়ির চালকের জামিন। ‘কেন শ্যুটিং স্পটে শিকল পরিয়ে বেজিকে আনা হয়েছিল?’ ইউনিটের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা। আগেই বেজিকাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ
শ্রাবন্তীকে জিজ্ঞাসাবাদ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। 

West Bengal News Live: প্রেসিডেন্সি হস্টেল খোলার দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের

বিশ্বভারতীর পর এবার প্রেসিডেন্সি। হস্টেল খোলার দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের। ক্যাম্পাসে আটকে আছেন ডিন। ‘ক্লাস শুরুর একমাস পার, তবু কেন খোলা হচ্ছে না হস্টেল?’ প্রশ্ন তুলে ক্যাম্পাসেই রাত্রিযাপন পড়ুয়াদের। বিতর্কের পরেও প্রতিক্রিয়া নেই কর্তৃপক্ষের

WB News Live Updates: কয়লাপাচার মামলায় সিবিআইয়ের তল্লাশি অভিযান প্রক্রিয়াকে চ্যালেঞ্জ

কয়লাপাচার মামলায় সিবিআইয়ের তল্লাশি অভিযান প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আসানসোলে সিবিআই আদালতের দ্বারস্থ হলেন ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার।  তাঁর অভিযোগ, সিবিআই বাড়ি থেকে ২০ লক্ষ টাকা ও বহুমূল্যের সোনার গয়না বাজেয়াপ্ত করে নিয়ে যায়।  ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার এস কে মুখোপাধ্যায়ের দাবি, ওই টাকা ও গয়না তাঁর বৈধ সম্পত্তি। প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে। তাঁর প্রশ্ন, কয়লাকাণ্ডের এফআইআর-এ নাম না থাকা সত্ত্বেও কেন টাকা ও গয়না বাজেয়াপ্ত করল সিবিআই?  আদালত সূত্রে খবর, আসানসোল সিবিআই বিশেষ আদালতের বিচারক প্রশ্ন করেন, কেন ২০২০ সালের মামলায় ২০০৮ সালের দলিল, কিষাণ বিকাশ পত্র সহ বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হল? তখন সিবিআইয়ের আইনজীবী জানান, তদন্ত চলছে।  এরপরই আদালত সিবিআইকে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে। আগামী ৩০ মার্চ পরবর্তী শুনানি। 

West Bengal News Live: নবম-দশম শিক্ষক নিয়োগের মামলায় বাড়ল সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশের মেয়াদ

নবম-দশম শিক্ষক নিয়োগের মামলায় বাড়ল সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশের মেয়াদ। আরও দু-সপ্তাহ বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেয়াদ বাড়াল আদালত। ‘প্যানেলে নাম নেই, অথচ চাকরি পেলেন কীভাবে ?’ বৃহস্পতিবারের মধ্যে চাকরি প্রাপকদের হলফনামা দিয়ে জানাতে নির্দেশ। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। ‘তালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন। এই ভুল কি ইচ্ছাকৃত?’ জানতে চাইল আদালত

WB News Live Updates: বিজেপির সংসদীয় দলের বৈঠকে পরিবারতন্ত্র নিয়ে ফের সরব হলেন নরেন্দ্র মোদি

বিজেপির সংসদীয় দলের বৈঠকে পরিবারতন্ত্র নিয়ে ফের সরব হলেন নরেন্দ্র মোদি।   বৈঠকে নরেন্দ্র মোদি, অমিত শাহ হাজির ছিলেন। সূত্রের খবর, মোদি বৈঠকে বলেন, পরিবারতন্ত্র দেশের গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।  এর বিরুদ্ধে বিজেপি লড়াই চালাবে বলে জানান তিনি। সেইসঙ্গেই তিনি জানান, বিজেপিতে পরিবারতন্ত্র বরদাস্ত করা হবে না।

West Bengal News Live: ২ কাউন্সিলর খুনের পর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য

২ কাউন্সিলর খুনের পর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, মানলেন মুখ্যসচিব: সূত্র। মুখ্যসচিবের নেতৃত্বে ডিএম, এসপি, স্বরাষ্ট্র আধিকারিকদের নিয়ে বৈঠক। ‘রাজ্যের সর্বত্র পুর বোর্ড গঠন করতে হবে শান্তিতে, রাজনৈতিক সংঘর্ষের মোকাবিলা করতে হবে কড়া হাতে। গোয়েন্দা দফতরকে আরও তত্পর হতে হবে। আনিসকাণ্ডের মতো ঘটনায় সিভিক ভলান্টিয়ারদের নিয়ে অভিযোগ আসছে। সিভিক ভলান্টিয়ারদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে’ বলে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকে নেওয়া হয় সিদ্ধান্ত।

WB News Live Updates: পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় সিআইডি তদন্ত দাবি মৃত কাউন্সিলরের স্ত্রীর

পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় সিআইডি তদন্ত দাবি করেছেন মৃত কাউন্সিলরের স্ত্রী। তবে যা বলার বলবেন খোদ মুখ্যমন্ত্রীকেই। ভবিষ্যতে রাজনীতিতেও আসতে চান বলে জানিয়েছেন তিনি। 

West Bengal News Live: রেজিস্ট্রারের পদত্যাগ নিয়ে বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য

রেজিস্ট্রারের পদত্যাগ নিয়ে বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য। উপাচার্যর অভিযোগ, আন্দোলনের নাম বিশ্বভারতীতে রাজনৈতিক মদতে চলছে জঙ্গিপনা। দেওয়া হচ্ছে খুনের হুমকিও, অভিযোগ বিদ্যুত্‍ চক্রবর্তীর।

WB News Live Updates: নবম-দশম শিক্ষক নিয়োগের মামলায় বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

 নবম-দশম শিক্ষক নিয়োগের মামলায় বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

West Bengal News Live: এবার মনুয়া কাণ্ডের ছায়া মহেশতলায়, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনে অভিযুক্ত স্ত্রী

এবার মনুয়া কাণ্ডের ছায়া মহেশতলায়, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনে অভিযুক্ত স্ত্রী

WB News Live Updates: 'মমতা বাংলার বাঘিনী', 'সেই বিজেপি আর নেই', এবিপি আনন্দকে বললেন শত্রুঘ্ন

'মমতা বাংলার বাঘিনী', 'সেই বিজেপি আর নেই', এবিপি আনন্দকে বললেন শত্রুঘ্ন

West Bengal News Live: কংগ্রেস কাউন্সিলরের মৃত্যুতে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি অধীরের

পুরুলিয়ায় কংগ্রেস কাউন্সিলরের মৃত্যুর ঘটনায় আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত দাবি করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। আজ লোকসভায় এই ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তাঁর অভিযোগের প্রতিবাদ জানান, লোকসভায় উপস্থিত তৃণমূল সাংসদরা। 

WB News Live Updates: বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল, বন্ধ পরিষেবা

বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল, বন্ধ পরিষেবা

West Bengal News Live: পদত্যাগ করলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার আশিস আগরওয়াল

পদত্যাগ করলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার আশিস আগরওয়াল

WB News Live Updates: পুরুলিয়ায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ

পুরুলিয়ায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। যদিও এই অডিও ক্লিপের সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।

West Bengal News Live: আসানসোলে সিবিআই আদালতের দ্বারস্থ হলেন ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার

কয়লাপাচার মামলায় সিবিআইয়ের তল্লাশি অভিযান প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আসানসোলে সিবিআই আদালতের দ্বারস্থ হলেন ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার।  তাঁর অভিযোগ, সিবিআই বাড়ি থেকে ২০ লক্ষ টাকা ও বহুমূল্যের সোনার গয়না বাজেয়াপ্ত নিয়ে যায়।  ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার এস কে মুখোপাধ্যায়ের দাবি, ওই টাকা ও গয়না তাঁর বৈধ সম্পত্তি। প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে। তাঁর প্রশ্ন, কয়লাকাণ্ডের এফআইআর-এ নাম না থাকা সত্ত্বেও কেন টাকা ও গয়না বাজেয়াপ্ত করল সিবিআই?  এরপরই আসানসোল সিবিআই আদালত নির্দেশ দিয়েছে, আজ, সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে মামলার সব নথি ও কাগজপত্র নিয়ে আদালতে হাজির হতে হবে।  

WB News Live Updates: আজও হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল

আজও হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। এই নিয়ে চতুর্থবার হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। 

West Bengal News Live: ২ কাউন্সিলরকে খুনের ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর

২ কাউন্সিলরকে খুনের ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আর্জি। বিধি মেনে মামলায় দায়েরের পরামর্শ বিচারপতি রাজশেখর মান্থার। 

WB News Live Updates: আজ থেকে শুরু সিপিএমের ৩ দিনের রাজ্য সম্মেলন

আজ থেকে শুরু সিপিএমের ৩ দিনের রাজ্য সম্মেলন। ভোটের পরাজয় থেকে জোট, এই প্রশ্নে উত্তপ্ত আলোচনার সম্ভাবনা সম্মেলনে। আলোচনায় উঠে আসতে পারে সর্বোচ্চ নেতৃত্বের ভূমিকাও। রাজ্য কমিটিতে ব্যাপক রদবদলের সম্ভাবনা। বয়সের কারণে রাজ্য কমিটিতে নাও থাকতে পারেন সূর্যকান্ত, বিমান, রবীন দেবরা। নতুন সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে শ্রীদীপ ভট্টাচার্য। 

West Bengal News Live: নদিয়ার গাংনাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার

নদিয়ার গাংনাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার। আজ সকালে রাজ্য সড়ক দিয়ে সাইকেলে স্কুলে যাওয়ার পথে তাকে পিছন থেকে ধাক্কা মেরে 
পিষে দেয় আটা বোঝাই একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পড়ুয়ার। স্থানীয়রা তাড়া করে লরিটিকে ধরে ফেলেন।  আগুন ধরিয়ে দেওয়া হয় লরিটিতে।  পুলিশ আটক করেছে লরি চালককে।

WB News Live Updates: ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ও বিপজ্জনক পুরসভাগুলির তালিকা প্রকাশ

ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ও বিপজ্জনক পুরসভাগুলির তালিকা প্রকাশ করল রাজ্য নগরোন্নয়ন সংস্থা।  সূত্রের খবর, তালিকায় হাওড়া, রাজারহাট নিউটাউন, সোনারপুর, উত্তর ও দক্ষিণ দমদম, শিলিগুড়ির মতো পুর এলাকাগুলির নাম রয়েছে। তালিকায় ৪৩টি পুরসভাকে চিহ্নিত করা হয়েছে ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক হিসেবে।  ৮৩টি পুরসভা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। 

West Bengal News Live: দলীয় কাউন্সিলরকে খুনের প্রতিবাদে আজ কংগ্রেসের ডাকা বনধ ঝালদায়

দলীয় কাউন্সিলরকে খুনের প্রতিবাদে আজ কংগ্রেসের ডাকা বনধ ঝালদায়

WB News Live Updates: পানিহাটি শ্যুটআউটের ঘটনায় আটক আরও ৩

পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে আটক আরও ৩। বারুইপুর থেকে ৩ জনকে পাকড়াও করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কাউন্সিলর খুনে ব্যবহৃত অস্ত্র শ্যুটার অমিত পণ্ডিত কিনেছিল এই ৩ জনের কাছ থেকে। জেরায় এমনটাই জানিয়েছে ধৃত আততায়ী অমিত পণ্ডিত, দাবি পুলিশের। 

West Bengal News Live: বিশ্বভারতীতে ফের ঘেরাও রেজিস্ট্রার ও কয়েকজন অধ্যাপক

বিশ্বভারতীতে ফের ঘেরাও হয়েছেন রেজিস্ট্রার আশিস আগরওয়াল ও কয়েকজন অধ্যাপক। গতকাল বিকেল চারটে বাংলাদশ ভবনে বৈঠক করতে এসে তাঁরা পড়ুয়াদের ঘেরাওয়ের মুখে পড়েন। আজ সকালেও ঘেরাও চলছে। মাঝরাতে পুলিশ রেজিস্ট্রার ও ও অধ্যাপকদের ঘেরাওমুক্ত করতে এলে পড়ুয়ারা শুয়ে পড়ে প্রতিবাদ জানান।  সূত্রের দাবি, পড়ুয়াদের স্লোগান ও বিক্ষোভের মুখে পুলিশ পিছু হটে। যদিও পড়ুয়াদের দাবি, তাঁরা কাউকে ঘেরাও করেননি। গেটের সামনে শুয়ে রয়েছেন।  এ বিষয়ে কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলন এই নিয়ে ১৬ দিনে পড়ল।  গতকাল থেকে ২ পড়ুয়া এই দাবিতে অনশনে বসেছেন। 

WB News Live Updates: স্বাস্থ্যসাথীর উপভোক্তার আঙুলের ছাপ নিয়ে স্বাস্থসাথীর টাকা আত্মসাতের অভিযোগ উঠল বর্ধমানের এক নার্সিংহোমে

স্বাস্থ্যসাথীর উপভোক্তার আঙুলের ছাপ নিয়ে স্বাস্থসাথীর টাকা আত্মসাতের অভিযোগ উঠল বর্ধমানের এক নার্সিংহোমে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে নার্সিংহোমের এক কর্মীকেও। তদন্তে কারা জড়িত জানা যাবে, দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা

West Bengal News Live: ভোটের দিনবদলের জন্য এবার কমিশনকে চিঠি দিল রাজ্য সরকার

উচ্চমাধ্যমিক চলাকালীন আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন তাই ভোটের দিনবদলের জন্য এবার কমিশনকে চিঠি দিল রাজ্য সরকার।

WB News Live Updates: ঘরছাড়া ও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ঘরছাড়া ও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রাজ্য পুলিশের DGকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।

West Bengal News Live: কেন খুন পানিহাটির তৃণমূল কাউন্সিলর? বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

কেন খুন পানিহাটির তৃণমূল কাউন্সিলর? বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

WB News Live Updates: ঝালদায় কংগ্রেস নেতার শেষকৃত্যে মানুষের ঢল

ঝালদায় কংগ্রেস নেতার শেষকৃত্যে মানুষের ঢল

West Bengal News Live: ২ ঘণ্টায় ২ কাউন্সিলর খুনে তোলপাড়

২ ঘণ্টায় ২ কাউন্সিলর খুনে তোলপাড়

প্রেক্ষাপট

২ ঘণ্টায় ২ কাউন্সিলর খুনে তোলপাড়। পানিহাটিতে তৃণমূলের মিছিল। ঝালদায় কংগ্রেস নেতার শেষকৃত্যে মানুষের ঢল। ১২ ঘণ্টার পুরুলিয়া বন্‍‍ধের ডাক। 


কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে চম্পট। ২০০ মিটার দূরে হোগলা বন থেকে আততায়ী পাকড়াও। 


কেন খুন পানিহাটির তৃণমূল কাউন্সিলর? বিস্ফোরক অভিযোগ স্ত্রীর। 


জমি জবরদখলের প্রতিবাদ করাতেই পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুন, দাবি ফিরহাদের। চেয়ারম্যান পদ নিয়ে অন্তর্দ্বন্দ্বেই খুন, পাল্টা অর্জুন। 
হত্যা-তরজা


ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন। পরাজিত তৃণমূল প্রার্থী ভাইপোর সঙ্গে দাদা আটক। 


কেন খুন ঝালদার কংগ্রেস কাউন্সিলর? চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের। 


নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকেও উঠল ২ কাউন্সিলর খুনের প্রসঙ্গ। অশান্তির চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। রং না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পুলিশকে।


শেষ দেখে ছাড়ব, কেউ ছাড় পাবে না। এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, দাবি কাসেম সিদ্দিকির। সিট নয়, সিবিআইতেই অনড় পরিবার। 
মুখ্যমন্ত্রীর কাছে সিদ্দিকি


কোনওভাবে প্রভাবিত হওয়া চলবে না। আনিসকাণ্ডে সিটকে জানিয়ে দিল হাইকোর্ট। ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। ফরেন্সিক রিপোর্ট তলব। 


উচ্চমাধ্যমিক চলাকালীনই উপনির্বাচন। ভোটের দিন বদলে কমিশনকে চিঠি রাজ্যের। ‍একইদিনে জয়েন্ট, আইএসসি-র পরীক্ষা পড়ায় সঙ্কটে পড়ুয়ারা।



এবার পাঞ্জাবে আন্তর্জাতিক মানের কবাডি খেলোয়াড় খুন। জলন্ধরে ম্যাচ চলাকালীন শ্যুটআউট। 


এবার ১২ ঊর্ধ্বদেরও করোনার ভ্যাকসিন। বুধবার থেকে শুরু, জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ষাট পেরোলে সবারই বুস্টার ডোজ। 



কলকাতা বইমেলায় কেপমারির অভিযোগ। অভিনেত্রী রূপা দত্তের ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজত। কাল গোপন জবানবন্দি দেবেন প্রত্যক্ষদর্শী।


বেজিকাণ্ডে ফের শ্রাবন্তীকে কেন্দ্রীয় সংস্থার ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কেন শ্যুটিং স্পটে শিকল পরিয়ে আনা হয়েছিল বেজিকে? জানতে বয়ান রেকর্ড। 


কিভ, ডনবাসে বহুতল লক্ষ্য করে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। বুধবার ইউক্রেন ফেরত বাঙালি পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। 


চতুর্থবার বৈঠকে রাশিয়া-ইউক্রেন। লাগাতার হামলায় ধ্বংস্তূপ কিভ। খারকিভ-ডনবাসে রকেট হানা। চিনের কাছে সাহায্য চেয়েছে রাশিয়া, দাবি আমেরিকার।



অশ্বিন-ঘূর্ণি, বুমরাহর পেসে ধরাশায়ী শ্রীলঙ্কা। ২৩৮ রানে পিঙ্ক টেস্ট জয় রোহিত-ব্রিগেডের। ২-০য় সিরিজ জয়। সিরিজ শেষে অবসর লকমলের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.