WB News LIVE Blog : বিরোধীরা মনোনয়নে বাধার মুখে পড়লে, নিজে গিয়ে ব্যবস্থা করবেন, বললেন তৃণমূল বিধায়ক

Get the latest West Bengal News and Live Updates: জেলায় জেলায় কী ঘটছে? জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট

ABP Ananda Last Updated: 15 Nov 2022 10:25 PM
Panchayat Elections 2023: বিরোধীরা মনোনয়নে বাধার মুখে পড়লে, নিজে গিয়ে ব্যবস্থা করবেন, বললেন তৃণমূল বিধায়ক

বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধার মুখে পড়লে, নিজে গিয়ে তাদের মনোয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করবেন। মধ্যমগ্রামের সভায় বিরোধীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তৃণমূল বিধায়ক। সেনিয়ে অবশ্য কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।

WB News Live Updates: শিলিগুড়িতে মেয়রের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার

সাতসকালে শিলিগুড়িতে মেয়রের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। পরিষ্কার করতে গিয়ে নর্দমায় একটি ওয়ান শটার পড়ে থাকতে দেখেন পুরসভার এক সাফাই কর্মী। খবর পেয়ে সেখানে পৌঁছন তৃণমূল কাউন্সিলর মিলি সাহা। যেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, তার অদূরেই শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ি। এভাবে শহরে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

Abhijit Ganguly: মধ্যশিক্ষা পর্ষদকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

মধ্যশিক্ষা পর্ষদকে তীব্র ভর্ত্‍‍সনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেপ্টেম্বরে, ২০১৬ সালের SLST’র চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউকে ২৮শে অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। কেন নিয়োগপত্র দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য আদালতে আবেদন জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ? প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।

Abhijit Ganguly: মধ্যশিক্ষা পর্ষদকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

মধ্যশিক্ষা পর্ষদকে তীব্র ভর্ত্‍‍সনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেপ্টেম্বরে, ২০১৬ সালের SLST’র চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউকে ২৮শে অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। কেন নিয়োগপত্র দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য আদালতে আবেদন জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ? প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।

Suvendu Adhikari: বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের জমায়েতের বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু

কাঁথিতে বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের জমায়েতের বিরুদ্ধে, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী। ১৮ জন TMCP সদস্যের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগও দায়ের হয়েছে। গ্রিটিংস কার্ড পাঠানোর পরও, বিরোধী দলনেতার মানসিক অবস্থার উন্নতি হয়নি। খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ।

West Bengal News Live: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই পঞ্চায়েত দখলের দাওয়াই তৃণমূল বিধায়কের

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই পঞ্চায়েত দখলের দাওয়াই! ‘প্রতিবার যেভাবে পঞ্চায়েত দখল করেছি, এবারও সেভাবেই দখল করব। কে কী বলল, কে কী করল দেখার দরকার নেই’, ভাইরাল মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর হুঁশিয়ারি।

Nisith Pramanik: সোনার দোকানে চুরির মামলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা!

সোনার দোকানে চুরির মামলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা! আলিপুরদুয়ারে ২০০৯-এ ২টি সোনার দোকানে চুরির মামলায় পরোয়ানা। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে চুরির অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা আদালতের। ‘আদালতে নিশীথের আইনজীবী না থাকায় জারি গ্রেফতারি পরোয়ানা’, নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে দাবি সরকারি আইনজীবীর। এব্যাপারে এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

WB News Live Updates: সমবায় সমিতির ভোট গণনা নিয়ে অশান্ত পাঁশকুড়া, ৪৩টিতে জয়ী তৃণমূল, ৬টিতে বিজেপি, সিপিএম জয়ী ২ আসনে

সমবায় সমিতির ভোট গণনা নিয়ে অশান্ত পাঁশকুড়া। কটূক্তির অভিযোগে তৃণমূল-বিজেপির স্লোগান-পাল্টা স্লোগান। পাঁশকুড়ায় দশাং সমবায় সমিতির ভোটে তৃণমূলের নিরঙ্কুশ জয়। ৫২টি আসনের মধ্যে ৪৩টিতেই জয়ী তৃণমূল কংগ্রেস। ৬টি আসনে জয়ী বিজেপি, ২টি আসনে জয়ী সিপিএম। 

Abhishek Banerjee: ‘এত সিআরপিএফ নিয়ে ঘুরছে, টাকা কোথা থেকে আসছে? সারদার টাকা', বললেন অভিষেক

‘এত সিআরপিএফ নিয়ে ঘুরছে, টাকা কোথা থেকে আসছে? সারদার টাকা। দু’হাত বাড়িয়ে টাকা নিয়েছে, নিজেকে কী ভাব? বাড়ির বাইরে গান বাজলে হাইকোর্টে মামলা করে। সারদা নিয়ে বলছে, কী নিয়েছি প্রমাণ করতে হবে! বলতে চাইছেন এসটি সম্প্রদায়ের লোকেরা আপনার জুতোর তলায় থাকে! কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না’, শুভেন্দুকে একহাত নিলেন অভিষেক।

Akhil Giri: রাষ্ট্রপতিকে কুমন্তব্য, অখিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত এসসি-এসটি কমিশনের

রাষ্ট্রপতিকে কুমন্তব্য, অখিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত এসসি-এসটি কমিশনের। ‘শাস্তিযোগ্য অপরাধ, ভারসাম্যহীন মন্তব্যের জন্য দল থেকে বহিষ্কার করা উচিত’, কারাগার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত এসসি-এসটি কমিশনের।

Sukanta Majumdar: এই মুখ্যমন্ত্রীর আর পদে থাকার দরকার নেই, বললেন সুকান্ত

‘কুণাল ঘোষ এখন বাচাল ঘোষ। কাল মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রের টাকার দরকার নেই। আজ মুখ্যমন্ত্রী বলছেন, কেন্দ্র ১০০ দিনের টাকা দিচ্ছে না। এই মুখ্যমন্ত্রীর আর পদে থাকার দরকার নেই। কেন্দ্রের কাছে এক পয়সাও বাকি নেই রাজ্যের। কেন্দ্র টাকা দেবে আর তৃণমূল চুরি করবে, তা হবে না। এদের এক পয়সাও দেওয়া উচিত নয়, বললেন সুকান্ত।

West Bengal News Live:কামড়কাণ্ডের তদন্তে কনস্টেবল ইভা থাপাকে জিজ্ঞাসাবাদ

কামড়কাণ্ডের তদন্তে কনস্টেবল ইভা থাপাকে জিজ্ঞাসাবাদ। ‘কীভাবে গোটা ঘটনা? কেন অরুণিমাকে কামড়? আগে কী হয়েছিল?’ প্রায় আধঘণ্টা পার্ক স্ট্রিটের অফিসে ডিসি সাউথের জিজ্ঞাসাবাদ। ঘটনার সময় উপস্থিত অন্যান্য মহিলা কনস্টেবলদেরও জিজ্ঞাসাবাদ। কাল ডিসি সাউথের অফিসেই আক্রান্ত অরুণিমাকে ডাকল পুলিশ।

WB News Live Updates: দিলীপ ঘোষের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতির মায়ের সঙ্গে সাক্ষাৎ

গোপীবল্লভপুরের দিলীপ ঘোষের বাড়িতে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দেখা করলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতির মায়ের সঙ্গে।

Mamata Banerjee: চায়ের দোকানে ঢুকলেন মমতা, হাতে হাতে তুলে দিলেন চপ

জঙ্গলমহলে ফের অন্য ভূমিকায় মুখ্যমন্ত্রী। চায়ের দোকানে ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাগজে মুড়িয়ে হাতে হাতে দিলেন চপ। এমন কখনও দেখেননি, প্রতিক্রিয়া স্থানীয়দের।

West Bengal News Live: বাঁকুড়ার রাইপুরে বিরোধী দলনেতার সভা, তার আগে চলছে জনসংযোগ

একদিকে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। একই দিনে বাঁকুড়ার রাইপুরে বিরোধী দলনেতার সভা। প্রথমে অনুমতি পেয়েও পরে খারিজ, শেষপর্যন্ত হাইকোর্টের নির্দেশের পরে বাঁকুড়া রাইপুরে শুভেন্দুর সভা।

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন বেলপাহাড়ির আদিবাসীরা

মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন বেলপাহাড়ির আদিবাসীরা। বেলপাহাড়িতে সভার পর আদিবাসী পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘর পাননি, জল পাননি বলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ স্থানীয়দের। দিল্লি বন্ধ করে রেখেছে, বললেন মুখ্যমন্ত্রী। 

WB News Live Updates: জামুড়িয়ায় বেসরকারি কারখানার সামনে ধুন্ধুমার, বকেয়া বেতন, পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বেসরকারি কারখানার সামনে ধুন্ধুমার। বকেয়া বেতন ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ বিক্ষোভকারীদের। বিক্ষোভ হঠাতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। প্রতিবাদে আখলপুর ব্রিজের সামনে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। স্থানীয়দের দাবি, কারখানায় কয়েকমাস কাজ করলেও অনেকেরই বেতন বকেয়া রয়েছে। এর ওপর বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদেই আজ কারখানার গেটে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকদের একাংশ।

West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দেওয়া তথ্যই নির্দেশনামায় উল্লেখ আলিপুরের আদালতের বিচারকের

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দেওয়া তথ্যই নির্দেশনামায় উল্লেখ আলিপুরের আদালতের বিচারকের। গতকাল কেস ডায়েরিতে সিবিআই দাবি করে, ৬৬৭ জনের OMR শিটের নম্বর বদল হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশে। সিবিআইয়ের দেওয়া এই তথ্যই নির্দেশনামায় তুলে ধরেছেন আলিপুর আদালতের বিচারক শেখ কামালউদ্দিন। গতকাল শুনানির সময় তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। নির্দেশনামাতেও তার উল্লেখ রয়েছে। সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক।

Primary TET: প্যানেল প্রকাশিত হল ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীদের, অনিশ্চয়তা কাটল না

প্যানেল প্রকাশ হলেও অনিশ্চয়তা কাটল না। ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অনিশ্চয়তা বহাল। অবশেষে প্যানেল প্রকাশিত হল ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীদের। প্যানেল প্রকাশ করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। ১ হাজার ৫০৬ জনের প্যানেল প্রকাশ হলেও শূন্যপদ ১২৮। নতুন পদ তৈরি না হওয়া পর্যন্ত কেউ নিয়োগপত্র পাবে না।


 

Mamata Banerjee: কিছু বিরোধী দল বাংলায় উন্নয়ন চায় না, শুধু বিসর্জন চায়, বললেন মমতা

‘কিছু বিরোধী দল বাংলায় উন্নয়ন চায় না, শুধু বিসর্জন চায়। দিল্লিকে চিঠি লিখে বলে বাংলাকে টাকা দেবে না। বাংলাকে কেন টাকা দেবে না? এটা কি তোমার পৈত্রিক জমিদারির টাকা’, মন্তব্য মমতার।

Mamata Banerjee: রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র, এ বার কি পায়ে ধরতে হবে! প্রশ্ন মমতার

‘রাজ্য থেকে জিএসটির নামে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। রাজ্য থেকে নিয়ে যাওয়া সেই টাকা থেকেই ১০০ দিনের কাজের জন্য দেয়। 
১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি, তাও টাকা দিচ্ছে না, এবার কি পায়ে ধরতে হবে!' মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates: বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে সুকান্ত মজুমদারের জনসভা

বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে সুকান্ত মজুমদারের জনসভা। গোপীবল্লভপুরে জনসভার আগে মানিকপাড়া এলাকার ঠাকুরথান গ্রামে বিজেপি কর্মী শত্রুঘ্ন মুদির বাড়িতে মধ্যাহ্নভোজ করলেন বিজেপির রাজ্য সভাপতি। সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু করেছেন আদিবাসী পরিবারের গৃহিণী মানসী মুদি। নিজে হাতে রান্না করছেন বিজেপি রাজ্য সভাপতির জন্য। অতিথি ভোজনের আগে বাড়িতেই তৈরি করা হয়েছে শালপাতার থালা-বাটি। মেনুতে রয়েছে ভাত-ডাল-মাছ-ফুলকপির তরকারি। পশ্চিম মেদিনীপুর থেকে সরাসরি দলীয় কর্মীর বাড়িতে এসে মধ্যাহ্নভোজ সেরে দুপুর ৩টে নাগাদ গোপীবল্লভপুরে জনসভা করবেন সুকান্ত মজুমদার।  

West Bengal News Live: বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে সুকান্ত মজুমদারের জনসভা

বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে সুকান্ত মজুমদারের জনসভা। গোপীবল্লভপুরে জনসভার আগে মানিকপাড়া এলাকার ঠাকুরথান গ্রামে বিজেপি কর্মী শত্রুঘ্ন মুদির বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপির রাজ্য সভাপতি। সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু করেছেন আদিবাসী পরিবারের গৃহিণী মানসী মুদি। নিজে হাতে রান্না করছেন বিজেপি রাজ্য সভাপতির জন্য। অতিথি ভোজনের আগে বাড়িতেই তৈরি করা হয়েছে শালপাতার থালা-বাটি। মেনুতে রয়েছে ভাত-ডাল-মাছ-ফুলকপির তরকারি। পশ্চিম মেদিনীপুর থেকে সরাসরি দলীয় কর্মীর বাড়িতে এসে মধ্যাহ্নভোজ সেরে দুপুর ৩টে নাগাদ গোপীবল্লভপুরে জনসভা করবেন সুকান্ত মজুমদার।

WB News Live Updates: শুভেন্দুর বিরুদ্ধে সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের

শুভেন্দুর বিরুদ্ধে সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের। বীরবাহা হাঁসদা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য অভিযোগ দায়ের। সিঙ্গুর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ। লিখিত অভিযোগ দায়ের করলেন সিঙ্গুরের দুই আদিবাসী যুবক। 

West Bengal News Live: হাইকোর্টে পিছোল অখিল গিরির বিরুদ্ধে জনস্বার্থ মামলার শুনানি

হাইকোর্টে পিছোল অখিল গিরির বিরুদ্ধে জনস্বার্থ মামলার শুনানি। মামলার নথি না মেলায় শুনানি পিছোল। মামলাকারীর অভিযোগ, নথি গ্রহণ করতে চাননি অখিল গিরি। আশা করব, এবার তিনি নথি গ্রহণ করবেন, মন্তব্য প্রধান বিচারপতির।রাষ্ট্রপতিকে নিয়ে কু-মন্তব্যের জেরে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। 

WB News Live Updates: পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার সামনে ধুন্ধুমার

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার সামনে ধুন্ধুমার। বকেয়া বেতন ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ বিক্ষোভকারীদের। বিক্ষোভ হঠাতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। প্রতিবাদে আখলপুর ব্রিজের সামনে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং। স্থানীয়দের দাবি, কারখানায় কয়েকমাস ধরে কাজ করার পর, অনেকেরই বেতন বকেয়া রয়েছে। এর ওপর বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদেই আজ বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকদের একাংশ। কারখানা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে বিজেপি যুব মোর্চার হাওড়া পুরসভা অভিযান

ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে বিজেপি যুব মোর্চার হাওড়া পুরসভা অভিযান। হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড়ে জড় হন যুব মোর্চার সদস্যরা। বিজেপির অভিযান শুরুর আগেই তত্পর পুলিশ। রাস্তায় ব্যারিকেড। প্রস্তুত র‍্যাফ। ঘিরে ফেলা হয়েছে হাওড়া পুরসভার গেট।

WB News Live Updates: আদালতের প্রশ্নের মুখে পড়ে, OMR শিটে নম্বর বদল হওয়া একাধিক চাকরিপ্রাপককে তলব করল সিবিআই

আদালতের প্রশ্নের মুখে পড়ে, OMR শিটে নম্বর বদল হওয়া একাধিক চাকরিপ্রাপককে তলব করল সিবিআই। আজ ও আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দিনাজপুরের ২০ জন চাকরিপ্রাপককে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, OMR শিটে নম্বর বদল হয়েছে ৬৬৭ জন চাকরিপ্রার্থীর। নিয়োগ দুর্নীতি মামলায় এই চাকরিপ্রার্থীদের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক।

West Bengal News Live: সাতসকালে শিলিগুড়িতে মেয়রের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার

সাতসকালে শিলিগুড়িতে মেয়রের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। পরিষ্কার করতে গিয়ে নর্দমায় একটি ওয়ান শটার পড়ে থাকতে দেখেন পুরসভার এক সাফাই কর্মী। খবর পেয়ে সেখানে পৌঁছন তৃণমূল কাউন্সিলর মিলি সাহা। যেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, তার অদূরেই শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ি। এভাবে শহরে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।  

WB News Live Updates: ২০১৪ সালের টেট উত্তীর্ণদের তালিকা নিয়ে, প্রার্থীদের অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে

২০১৪ সালের টেট উত্তীর্ণদের তালিকা নিয়ে, প্রার্থীদের অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সোমবার এমন অনেক প্রার্থী প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ভিড় করেন। পর্ষদ সভাপতি ভুল থাকলে সংশোধনের আশ্বাস দিয়েছেন। টেটে ৮২ নম্বর পেয়ে উত্তীর্ণ প্রার্থীদের জন্য আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে পর্ষদ।

West Bengal News Live: বীরভূমে গিয়ে দাবি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

গ্রাম্য বিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুলিশ অনেককে গ্রেফতার করেছে। কোনও অপরাধীই ছাড় পাবে না।  বীরভূমে গিয়ে দাবি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর

পঞ্চায়েত ভোটের আগে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। উদয়ন গুহর হুঁশিয়ারি, কেউ টাকা নিলে ফোন করে জানান, তাকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে। ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে, কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live: গরুপাচারকাণ্ডের তদন্তে সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য

গরুপাচারকাণ্ডের তদন্তে সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে দাবি, ২০১৭-র মাঝামাঝি থেকে ২০২১-এর গোড়া পর্যন্ত ৪ বছরে কোটি কোটি নগদ টাকা জমা পড়েছে বীরভূমের ২টি রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাঙ্কে। অনুব্রত, তাঁর স্ত্রী ছবি, মেয়ে সুকন্যা, মেয়ের দুটি সংস্থা, ওই সংস্থার অন্যতম ডিরেক্টর, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের ৮টি অ্যাকাউন্টে এই চারবছরে নগদ ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছিল বলে এখনও পর্যন্ত জানতে পেরেছে সিবিআই।

West Bengal News Live: তৃণমূলের গোষ্ঠী-বিবাদের জেরে গতকালের বোমাবাজির পর, আজও থমথমে সাঁইথিয়ার বহড়াপুর গ্রাম

তৃণমূলের গোষ্ঠী-বিবাদের জেরে গতকালের বোমাবাজির পর, আজও থমথমে সাঁইথিয়ার বহড়াপুর গ্রাম। এখনও পর্যন্ত ১২ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামে পুলিশি টহল চলছে। বসানো হয়েছে পুলিশ পিকেট। এরপরও গোটা গ্রাম পুরুষ শূন্য। অশান্তির আশঙ্কায় বাচ্চাদের নিয়ে গ্রাম ছাড়ছেন মহিলারাও। 

West Bengal News Live: পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় দুই তৃণমূল নেতার ব্যানার-যুদ্ধ

পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় দুই তৃণমূল নেতার ব্যানার-যুদ্ধ। একই সময়ে একই মাঠে দুটি মেলার আয়োজন ঘিরে প্রকাশ্যে বিধায়ক ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষের সংঘাত। বাদুড়িয়ার বিধায়ক কাজি আব্দুর রহিমের সম্প্রীতির ভারত মেলা ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ও বাদুড়িয়া উত্তরের তৃণমূল ব্লক সভাপতি বুরহানুল মুকাদ্দিমের সম্প্রীতি মেলা ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর।

West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দেওয়া তথ্যই নির্দেশনামায় উল্লেখ আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারকের

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দেওয়া তথ্যই নির্দেশনামায় উল্লেখ আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারকের। গতকাল কেস ডায়েরিতে সিবিআই দাবি করে, ৬৬৭ জনের OMR শিটের নম্বর বদল হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশে। সিবিআইয়ের দেওয়া এই তথ্যই নির্দেশনামায় তুলে ধরেছেন সিবিআই আদালতের বিচারক শেখ কালামউদ্দিন। গতকাল শুনানির সময় তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। নির্দেশনামাতেও তার উল্লেখ রয়েছে। সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারক। 

West Bengal News Live: ১২ জন তৃণমূল কর্মী গ্রেফতার

তৃণমূলের গোষ্ঠী-বিবাদের জেরে গতকালের বোমাবাজির পর, আজও থমথমে সাঁইথিয়ার বহড়াপুর গ্রাম। এখনও পর্যন্ত ১২ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামে পুলিশি টহল চলছে। বসানো হয়েছে পুলিশ পিকেট। এরপরও গোটা গ্রাম পুরুষ শূন্য। অশান্তির আশঙ্কায় বাচ্চাদের নিয়ে গ্রাম ছাড়ছেন মহিলারাও। যেখানে বোমাবাজি হয়, সেখানে চাপ চাপ রক্তের দাগ। পড়ে আছে খালি বালতি। এই বালতি করেই বোমা নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। বিস্ফোরণে তৃণমূল কর্মী শেখ সাদ্দামের ডান পা উড়ে যায়। ১৪ বছরের এক কিশোরের গোটা শরীরে স্প্লিন্টারের আঘাত রয়েছে বলে জানা গেছে। ২ জনেই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। 

West Bengal News Live: মাত্র কয়েকদিনের ব্যবধানে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে বোমাবাজি

মাত্র কয়েকদিনের ব্যবধানে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে বোমাবাজি। পঞ্চায়েত ভোটের আগে তিনটি জায়গাতেই বোমা-রাজনীতির শিকার নাবালকরা। গ্রাম দখল ঘিরে সংঘর্ষের জেরে গতকাল সাঁইথিয়ায় বোমাবাজির ঘটনা ঘটে। বিস্ফোরণে পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম এক নাবালক। এর আগে ২৮ অক্টোবর, সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতীদের মজুত করা বোমার হদিশ পেয়ে যাওয়ায়, ৫ নাবালককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। এর তিনদিন আগে, ২৫ অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হয় ৭ বছরের এক শিশুর। বিস্ফোরণে হাত উড়ে যায় ১০ বছরের এক বালকের।

WB News Live Updates: প্রাথমিক শিক্ষা সংসদের জেলা অফিসের সামনে ফের রাতভর ধর্নায় ২০০৯-এর প্রাথমিকের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা

আন্দোলন প্রত্যাহার করেও, বালিগঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের জেলা অফিসের সামনে ফের রাতভর ধর্নায় ২০০৯-এর প্রাথমিকের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ের পর পাঁচদিন কেটে গেলেও সংসদ এখনও প্যানেল প্রকাশ করেনি। অবিলম্বে প্যানেল প্রকাশ ও নিয়োগপত্র হাতে পাওয়ার দাবিতে গতকাল সকাল ১০টা থেকে ফের ধর্নায় বসেছেন ২০০৯-এর প্রাথমিকের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা।

West Bengal News Live: মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার

গোলাপ ফুল ও শুভেচ্ছা কার্ড নিয়ে শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে যুব তৃণমূলের বিক্ষোভ। চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি ধরপাকড়ের পুরনো ভিডিও ও তাঁর বাড়ির সামনে যুব তৃণমূলের বিক্ষোভের পোস্ট করে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর ট্যুইট, মমতার পুলিশ ৫ পয়সার মতো দু’মুখো ও অপদার্থ। একদিকে, চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এক কিলোমিটার আগে তাদের আটকে, অমানবিকভাবে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। অন্যদিকে, যখন আমার বাড়ির সামনে গুন্ডারা গন্ডগোল বাধায়, তখন তাদের নেতৃত্ব দেয় সেই পুলিশই। আমি বেরিয়ে যাওয়া পর তারা বাড়ির সামনে গিয়েছিল। 

WB News Live Updates: রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি

রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। সেই মন্তব্যের জন্য অখিল গিরির হয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। বললেন, অখিল গিরি অন্যায় করেছেন। যদিও, বিরোধীদের প্রশ্ন, অখিল গিরিকে কেন মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হচ্ছে না? এই ইস্যুতে রাজভবনে নালিশ জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

West Bengal News Live: ভরা হেমন্তে ভরপুর শীতের আমেজ

ভরা হেমন্তে ভরপুর শীতের আমেজ। কলকাতায় আরও নামল তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন এমনই থাকবে তাপমাত্রা

WB News Live Updates: জলঘোলা শুরু হয়েছে জেলার রাজনীতিতে

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর অফিসে বীরভূমের ১০ বিধায়ক ও ২ সাংসদকে বৈঠকে ডেকেছেন। এ নিয়ে জলঘোলা শুরু হয়েছে জেলার রাজনীতিতে। বিজেপির অভিযোগ, দলের নেতাদের কোন্দল মেটাতেই বৈঠক ডেকেছেন অভিষেক। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল

West Bengal News Live: গ্রাম দখল ঘিরে সংঘর্ষের জেরে বোমাবাজির অভিযোগ

গ্রাম দখল ঘিরে সংঘর্ষের জেরে বোমাবাজির অভিযোগ উঠল বীরভূমের সাঁইথিয়ায়। বিস্ফোরণে পা উড়ল এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম আরও একজন। অনুব্রত মণ্ডল জেলবন্দি বলে তৃণমূল নেতা-কর্মীরা গণ্ডগোল করার চেষ্টা করছে, বললেন তৃণমূলেরই ব্লক সভাপতি। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি

প্রেক্ষাপট

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayet Poll) আগে তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে ফের রক্তাক্ত বীরভূম (Birbhum)। সাঁইথিয়ায় বোমায় উড়ল পা। গুরুতর আহত নাবালক।


তৃণমূলের (TMC) লড়াইয়ে রণক্ষেত্র সাঁইথিয়া। গ্রেফতার ৭। পঞ্চায়েত ভোটে অশান্তির আশঙ্কা বিরোধীদের। গ্রাম্য বিবাদ, বীরভূমে (Birbhum) গিয়ে দাবি ফিরহাদের। 


রাষ্ট্রপতি নিয়ে ঠিক মন্তব্য করেনি অখিল। এবিপি আনন্দের প্রশ্নে জানালেন মুখ্যমন্ত্রী। 


এখনও কেন মন্ত্রী অখিল? অবিলম্বে অপসারণ চেয়ে এবার রাজভবনে বিজেপি। গ্রেফতারি চেয়ে কান্দিতে বিজেপির বিক্ষোভে তুলকালাম। হাইকোর্টে জনস্বার্থ মামলা।  


কেন এখনও আইনি ব্যবস্থা নয় অখিলের বিরুদ্ধে? এবিপি আনন্দে সরব উপেন বিশ্বাস। 


অখিলে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের হাতিয়ার বীরবাহাকে নিয়ে শুভেন্দুর মন্তব্য। অসম্মানের অভিযোগ। 


জামিনের আর্জি খারিজ, পার্থ-সুবীরেশদের ফের জেল হেফাজত। টাকার বিনিময়ে চাকরিপ্রাপকদের গ্রেফতার নয় কেন? সিবিআইকে প্রশ্ন আদালতের।


কতদিনে শেষ হবে নিয়োগ দুর্নীতির তদন্ত? সিটে লোক না বাড়ালে হবে না। সিবিআইকে বললেন বিচারপতি। প্রয়োজনে নির্দেশ দেওয়ার ইঙ্গিত। 


ধর্মতলায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার। বালিগঞ্জে প্রাথমিক সংসদের সামনে ফের দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। 


টেট উত্তীর্ণদের তালিকায় অমিত শাহ, মমতা থেকে শুভেন্দু, কুণাল, দিলীপ, সুজন! কাকতালীয়ভাবে নামের মিল, চাকরিপ্রার্থীদের তথ্য দিয়ে দাবি পর্ষদের। 


৮ বছর পরে জানা গেল ইন্টারভিউয়ে বসার যোগ্য! চোদ্দর টেট উত্তীর্ণদের নম্বর নিয়েও বিভ্রান্তি। ভুল হলে সংশোধন, জানাল পর্ষদ। 


কম নম্বর পেয়েও ডাক, অথচ বেশি নম্বর পেয়েও আসেনি ডাক। কর্মশিক্ষার অতিরিক্ত ৭৫০টি পদ নিয়ে সন্দেহ হাইকোর্টের। এসএসসির জবাব তলব। 


কাজ করতে গেলে ভুল হবে। শুধরে নিয়ে চলতে হয়। দোষ করলে শাস্তি দেবে আইন। বললেন মমতা। ভুলটাই অভ্যেস, খোঁচা বিরোধীদের।


সব্জির গাড়িতে অন্য কিছু পাচারের আশঙ্কা মুখ্যমন্ত্রীর। পুলিশকে আরও নাকা চেকিং বাড়ানোর নির্দেশ। পুলিশকে তো অন্য কাজে ব্যবহার, পাল্টা শুভেন্দু। 


কাঁথিতে অধিকারী বাড়ির সামনে কার্ড-গোলাপ নিয়ে হাজির টিএমসিপি। পুলিশের সামনেই অশ্রাব্য স্লোগান দিয়ে বৃদ্ধ বাবা-মাকে বিরক্ত করার চেষ্টা, অভিযোগ শুভেন্দুর।


জনসংখ্যার চেয়ে বেশি ১০০দিনের জব কার্ড! কারচুপির অভিযোগে হাইকোর্টে শুভেন্দু। ক্যাগকে দিয়ে অডিট, সিবিআই চেয়ে জনস্বার্থ মামলা। 


ডেঙ্গিতে একদিনে বেলেঘাটা আইডিতে ৩ মহিলার মৃত্যু। ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ পুরসভা. সরব বিরোধীরা।  মেয়রের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির। পথে নামল কংগ্রেসও।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.