West Bengal News Live: খাস কলকাতায় প্রাক্তন প্রেমিকের হাতে খুন প্রেমিকা
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
রাজ্যে নিয়োগ-আন্দোলনের ঝাঁঝ শিগগিরই আরও বাড়তে চলেছে। উৎসবের মরশুমে এমনই ইঙ্গিত মিলল কলেজ-বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের সংগঠনের তরফে। খুব দ্রুত পথে নামার হুঁশিয়ারি দিয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয় চাকরিপ্রার্থীবৃন্দ।
খাস কলকাতায় প্রাক্তন প্রেমিকের হাতে খুন প্রেমিকা। হরিদেবপুরে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন তরুণীকে। প্রেমিকাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ। আশঙ্কাজনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে নিয়ে আসার মৃত ঘোষণা। পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ।
লোকসভা ভোটের আগে জাতীয় সড়কে অধীর চৌধুরীর 'বুলেট'-স্টান্ট! কেন্দ্রের বিজেপি সরকারের রাস্তা উদ্বোধন করলেন কংগ্রেসের সাংসদ। সেটিংয়ের অভিযোগ তুলে কটাক্ষ তৃণমূলের। সাংসদ হিসেবে যে রাস্তার জন্য লড়াই করেছেন, সেই রাস্তাই দেখতে গিয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন অধীর চৌধুরী।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ। ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা ও উপহারের বিনিময়ে মহুয়া মৈত্র লোকসভায় প্রশ্ন করেছেন বলে অভিযোগ তুললেন নিশিকান্ত দুবে। স্পিকার ওম বিড়লাকে পদক্ষেপ নিতে বলে চিঠি দিলেন গোড্ডার বিজেপি সাংসদ।
ভুয়ো পাসপোর্ট-চক্রের তদন্তে নতুন তথ্য। 'কয়েকজন নেপালের বাসিন্দার জন্য তৈরি করা হয়েছিল ভারতীয় পাসপোর্ট,' পাসপোর্ট অফিসের একাধিক কর্মী, অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। মোটা টাকার বিনিময়ে জাল পরিচয়পত্র নিয়ে বানানো হয়েছে পাসপোর্ট, দাবি সিবিআই সূত্রে। পাসপোর্ট অফিসার গৌতম সাহার কলকাতার বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার সিবিআইয়ের।
২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যেই ৩১টি পাসপোর্ট ক্লিয়ারেন্সের সুপারিশ, দাবি সিবিআই সূত্রে।
সোমবার বিধানসভায় বসতে চলেছে বিশেষ অধিবেশন। এই অধিবেশনে আনা হবে মন্ত্রী ও বিধায়কদের বেতন সংশোধনী সংক্রান্ত বিল। বিধানসভার অন্দরে বিলের বিরোধিতায় সরব হবে বিজেপি। আর এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
ক্লাবের পর এবার স্কুল। সিউড়ির রুটিপাড়ায় স্কুলের সামনে বোমাবাজি। গতকাল গভীর রাতে রুটিপাড়া বিদ্যাপীঠ স্কুলের
সামনে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে স্থানীয়দের দাবি। রাস্তার ধার থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। এর তিনদিন আগে গত বৃহস্পতিবার রুটিপাড়ায় জঙ্গল পরিষ্কারের সময় একটি কৌটো
বোমা উদ্ধার করেন সাফাই কর্মীরা। জনবহুল এলাকায় বোমাবাজি এবং একের পর বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
অমিত শাহ আসছেন আমি জানিই না। মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের।
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ১৪ দিনের সদ্যোজাতকে চুরির অভিযোগ। আয়ার পরিচয়ে বাড়িতে ঢুকে, শিশুকে চুরি করে ওই মহিলা পালিয়ে যান বলে দাবি। অভিযুক্ত আয়া-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার তেহট্ট থেকে উদ্ধার করা হয়েছে শিশুপুত্র। শিশু-পাচার চক্রের নেপথ্য়ে বড়সড় কোনও যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ।
আলিপুরদুয়ারে হোটেল বাউন্সারের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হল তাঁর সহকর্মীকে। রবিবার, বক্সা ফিডার রোডে মৃতদের রেখে বিক্ষোভ দেখান তাঁর পরিজনরা। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, গুলি করে খুন করা হয়ে থাকতে পারে যুবককে।
পুজোর আয়োজন চলছে জোরকদমে। তবে বাড়ির কর্তা নেই। তাই আগের থেকে জৌলুসহীন বীরভূমের কীর্ণাহারের মিরিটির মুখার্জি বাড়ির দুর্গাপুজো।
চাল চুরি করেছে বাকিবুর রহমান। সব কেন্দ্রের টাকা চুরি করেছে। ছাড়ব না এদের, নিশ্চিন্তে থাকুন, আরামবাগের সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
পুজো উদ্বোধনে কলকাতায় আসছেন অমিত শাহ। ২০ অক্টোবর আগমন জেপি নাড্ডার। তার আগে বৈঠকে বঙ্গ বিজেপি।
সল্টলেকের অফিসে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যদের বৈঠক। পুজোয় দলের কর্মসূচি নিয়ে সল্টলেকের অফিসে বৈঠক বিজেপি-র।
উৎসবের আবহে কলকাতা। কুমোরটুলি গিয়ে মৃৎশিল্পীদের সঙ্গে কথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।
শীতলকুচিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। পুজোর মুখে বস্ত্র বিতরণ করতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। ১০০ দিনের কাজে টাকা চেয়ে বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগ। হিসেব দিলেই কেন্দ্র ১০০ দিনের টাকা দেবে, দাবি বিজেপি বিধায়কের।
দুর্গাপুজোর উদ্বোধনে কাল শহরে আসছেন অমিত শাহ। সল্টলেকের অফিসে বৈঠকে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যরা। বৈঠকে নেই বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মালদার হরিশ্চন্দ্রপুরে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার। অজ্ঞাত পরিচয় মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মহিলার মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার।
নেতাদের ছবিতে লাথি, 'মিষ্টি ফল' তত্ত্বেই অনড় শুভেন্দু অধিকারী। 'যে গাছের ফল মিষ্টি, সেই গাছে বেশি ঢিল ছোড়া হয়। সবাই বুঝে গেছে, বাংলায় বিজেপিই ভবিষ্যৎ। তাই সবাই এসে পদ চাইছে। তৃণমূল বা সিপিএমের অফিসে কেউ যাচ্ছে না',
দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
ব্যারাকপুর, বারাসাতের পর সিবিআই স্ক্যানারে পানিহাটি পুরসভা। নিয়োগ দুর্নীতির তদন্তে পানিহাটি পুরসভার কাছে নথি তলব সিবিআইয়ের। '২০১২ থেকে ২০২৩ পর্যন্ত পানিহাটি পুরসভায় কারা উপ পুরপ্রধান ছিলেন?' নাম ও ঠিকানা চেয়ে পানিহাটি পুরসভাকে ইমেল সিবিআইয়ের। ইমেল পেয়ে সিবিআইকে তথ্য পাঠিয়েছে পানিহাটি পুরসভা।
যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে দুর্নীতি মামলার তদন্তে সিআইডি। অধ্যক্ষার সঙ্গে কথা বলতে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সিআইডি। অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা ও অধ্যাপক অচিনা কুণ্ডুকে অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট। ইউজিসি-র নির্ধারিত যোগ্যতা না থাকার অভিযোগে অপসারণের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুরের হোটেলের হদিশ। চিনার পার্কে মন্ত্রী 'ঘনিষ্ঠ' বাকিবুর রহমানের হোটেলের খোঁজ। শুধু কলকাতা নয়, বেঙ্গালুরুতেও রয়েছে বাকিবুরের হোটেল, ইডি সূত্রে দাবি। কৈখালিতে রয়েছে বাকিবুরের ফ্ল্য়াট ও পানশালা। পোর্শে থেকে বিএমডব্লু, বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক বাকিবুর, ইডি সূত্রে দাবি।
শীতলকুচিতে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
পুজোর মুখে বস্ত্র বিতরণ করতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন
১০০ দিনের কাজের টাকা চেয়ে বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ
প্রতিপদেই শুরু বোধনের পুজো। রীতি মেনে কাশীবোস লেনে বোধনের দিন প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত চলবে এই বিশেষ পুজো। সপ্তমী থেকে শুরু হবে মহাপুজো।
পুজো উদ্বোধনে কাল আসছেন অমিত শাহ, বৈঠকে বঙ্গ বিজেপি
আগামীকাল শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সূচি অনুযায়ী সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের জন্য কলকাতায় এলেও তাঁর সাথে বেশ কয়েক মাস পর দেখা হবে হবে বঙ্গ বিজেপি নেতৃত্বের। একাধিক বিষয়ে অমিত শা-কে বিশদে জানাবেন শুভেনদু অধিকারী, সুকান্ত মজুমদাররা। তাই অমিত
শা-র সফরের আগেই সল্টলেকের রাজ্য দফতরে বঙ্গ বিজেপির এই প্রস্তুতি-বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহ পর্যবেক্ষক অমিত মালব্য, বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতোরা। অসুস্থতার কারণে বৈঠকে যোগ দেননি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
বালি ব্রিজের কাছে গঙ্গায় উদ্ধার তর্পণ করতে গিয়ে তলিয়ে যাওয়া ৩ জনের দেহ
চিনার পার্কে মন্ত্রী 'ঘনিষ্ঠ' বাকিবুর রহমানের হোটেলের খোঁজ
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে সদ্যোজাত চুরির অভিযোগে আয়া-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার তেহট্ট থেকে উদ্ধার শিশুপুত্র। শিশুর পরিবার বাদুড়িয়ার আগাপুরের বাসিন্দা। বে়ড়াচাঁপার একটি নার্সিংহোমে কাজ করতেন ওই আয়া। তাঁকেই শিশুর পরিচর্যার জন্য রাখে পরিবার। অভিযোগ, শুক্রবার শিশুকে চুরি করে চম্পট দেন আয়া। বেশ কয়েক বছর আগে বাদুড়িয়ায় শিশু-চুরির বড় চক্রের হদিশ মেলে। এক্ষেত্রেও শিশু-পাচার চক্রের যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ।
বাদুড়িয়ায় শিশুচুরির অভিযোগে গ্রেফতার আয়া-সহ ৩
নদিয়ার তেহট্ট থেকে উদ্ধার শিশু
বেড়াচাঁপার এক নার্সিংহোমে কাজ করতেন ওই আয়া
শিশুকে পরিচর্যার জন্য ওই আয়াকে কাজে রাখে বাদুড়িয়ার পরিবার
এর আগেও বাদুড়িয়ায় শিশুচুরির অভিযোগ উঠেছিল
নেপথ্যে শিশু পাচার-চক্র? খতিয়ে দেখছে পুলিশ
সুইডেনে গবেষণা করতে গিয়ে রহস্য়মৃত্যু দুর্গাপুরের মেয়ের। জুলজি অনার্সের পর বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর করেছিলেন দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের বাসিন্দা রোশনি দাস।সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ে নিউরো সায়েন্স নিয়ে গবেষণার জন্য ২০১৮ থেকে সে দেশেই ছিলেন। দুর্গাপুরের বাড়িতে একা মা।মায়ের দাবি, ২৯ সেপ্টেম্বর মেয়ের সঙ্গে শেষবার কথা হয়। এরপর ১২ অক্টোবর সুইডেন দূতাবাসের তরফে জানানো হয়, ফ্ল্যাটের মধ্যে থেকে মিলেছে বছর বত্রিশের ওই গবেষকের দেহ। ঘটনায় এক সুইডিস নাগরিককে গ্রেফতারও করা হয়েছে। সুদূর সুইডেনে কীভাবে মেয়ের মৃত্যু হল, তা নিয়ে ধন্দে মা।
মহালয়ার দিন অ্যাপ ক্যাবে মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ
গতকাল লেক গার্ডেন্স থেকে ক্যাবে ওঠেন মহিলা আইনজীবী, গন্তব্য ছিল নাগেরবাজার
ক্যাবে এসি বন্ধ থাকায় চালকের সঙ্গে মহিলার বচসা
কুপ্রস্তাব দেন অ্যাপ ক্যাব চালক, অভিযোগ মহিলা আইনজীবীর
লেক গার্ডেন্স ব্রিজের কাছে ক্যাব থেকে নেমে যেতে চাইলে মহিলার শ্লীলতাহানির অভিযোগ
পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও অধরা অভিযুক্ত
গভীর রাতে বাড়িতে আগুন। ঘুমের মধ্যে ঝলসে মৃত্যু মা-বাবা-শিশুর। উলুবেড়িয়ার ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা।
মালদার হরিশ্চন্দ্রপুরে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার। অজ্ঞাত পরিচয় মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মহিলার মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের।
ব্যারাকপুর, বারাসাতের পর সিবিআই স্ক্যানারে পানিহাটি পুরসভা
নিয়োগ দুর্নীতির তদন্তে পানিহাটি পুরসভার কাছে নথি তলব সিবিআইয়ের
'২০১২ থেকে ২০২৩ পর্যন্ত পানিহাটি পুরসভায় কারা উপ পুরপ্রধান ছিলেন?'
নাম ও ঠিকানা চেয়ে পানিহাটি পুরসভাকে ইমেল সিবিআইয়ের
ইমেল পেয়ে সিবিআইকে তথ্য পাঠিয়েছে পানিহাটি পুরসভা
দিদির দূতের পর এবার অভিষেকের দূত। লোকসভা ভোটকে নজরে রেখে পুজোয় নতুন কর্মসূচি তৃণমূলের। অভাব-অভিযোগে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি। কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
ব্যারাকপুর, বারাসাতের পর সিবিআই স্ক্যানারে পানিহাটি পুরসভা
নিয়োগ দুর্নীতির তদন্তে পানিহাটি পুরসভার কাছে নথি তলব সিবিআইয়ের
'২০১২ থেকে ২০২৩ পর্যন্ত পানিহাটি পুরসভায় কারা উপ পুরপ্রধান ছিলেন?'
নাম ও ঠিকানা চেয়ে পানিহাটি পুরসভাকে ইমেল সিবিআইয়ের
ইমেল পেয়ে সিবিআইকে তথ্য পাঠিয়েছে পানিহাটি পুরসভা
সব রেকর্ডে থাকছে। সরকার বিজেপির হবে। কাজ তাঁদের অধীনেই করতে হবে। খেজুরি থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ বিরোধী দলনেতার।
ভুয়ো পাসপোর্ট-চক্রের পর্দাফাঁস করতে এবার অভিযানে নামল CBI. দার্জিলিংয়ের নকশালবাড়িতে পাসপোর্ট-চক্রের রহস্য উদ্ঘাটনে দৃশ্যতই গাছ থেকে নথি পাড়তে হল CBI-কে। ঘটনা ঘিরে তৃণমূল-বিজেপি তরজা। মহালয়ার সকালে, কলকাতা এবং সিকিমের গ্যাংটকে, রিজিওনাল পাসপোর্ট অফিস, শিলিগুড়ির কাছে নকশালবাড়ি, আলিপুরদুয়ার এবং হাওড়ার উলুবেড়িয়া-সহ মোট ৫০টি জায়গায় হানা দেয় সিবিআই। সিবিআই সূত্রের খবর, পাসপোর্ট অফিসের এক সুপারিনটেন্ডেন্টকে ১ লক্ষ ৯০ হাজার টাকা-সহ শিলিগুড়ির হোটেল থেকে আটক করা হয়েছে। ধরা হয়েছে এক মিডলম্যানকেও। উলুবেড়িয়ায় বহিরা-মহিশালিতে সল্টলেক পাসপোর্ট অফিসের কর্মী, শেখ শাহনুর রহমানের বাড়িতে ৫ ঘণ্টা তল্লাশি চালিয়ে তাঁকে আটক করে নিয়ে যায় সিবিআই। দার্জিলিংয়ের নকশালবাড়ির পানিঘাটা মোড়ে বরুণ সিং রাঠোর নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নথি লোপাট করতে ব্যালকনি থেকে ছুঁড়ে ফেলেছিলেন পাসপোর্ট, স্ট্যাম্প-সহ বহু নথি! কিন্তু, বিধি বাম! সিবিআই-এর নজর পড়ে গাছের তলায় ডাঁই হয়ে পড়ে থাকা কাগজপত্রে। এমনকি, গাছের ডালেও আটকে ছিল নথি! শুক্রবার রাতে এনজেপি এলাকা থেকে গৌতমকুমার সাহাকে সিবিআই গ্রেফতার করে। গৌতমকুমার সাহা গ্যাংটকে পাসপোর্ট অফিসে APO পদে কাজ করতেন। গৌতমকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে বরুণজিৎ রাঠোরের নাম।
আলিপুরদুয়ারে সিভিক ভলান্টিয়ারের বেতন চুরির অভিযোগের তদন্তে এবার CID। কর্মক্ষেত্রে অনুপস্থিত সিভিক ভলান্টিয়ারদের হাজিরা দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ২৪ সেপ্টেম্বর আলিপুরদুয়ার জেলা পুলিশের কনস্টেবল দীপঙ্কর সরকারকে গ্রেফতার করা হয়। বিভাগীয় তদন্তে চোখ কপালে ওঠার মতো তথ্য সামনে আসে। খোদ পুলিশ সুপারের অফিসে বসে ৪-৫ বছর ধরে এই বেতন চুরি চলেছে বলে জানা যায়। আলিপুরদুয়ার জেলা পুলিশের থেকে এবার তদন্তভার গেল রাজ্যের গোয়েন্দা দফতরের হাতে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অভিযুক্ত পুলিশ কনস্টেবল।
পুজোর মুখে বন্ধ হয়ে গেল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ৩টি চা বাগান
গভীর রাতে বাড়িতে আগুন লেগে ১০ মাসের শিশুকন্যা-সহ ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হল দম্পতির। উলুবেড়িয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত দক্ষিণপাড়ার ঘটনা। অগ্নিদগ্ধ গৃহকর্তার মা-ও। আশঙ্কাজনক অবস্থায় তিনি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ পেশায় দর্জি ইয়াসিন মল্লিকের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর আগেই বাড়ির সব আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসিন, তাঁর স্ত্রী মহিমা বেগম ও দম্পতির ১০ মাস বয়সী মেয়ের। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
ভুয়ো পাসপোর্ট-চক্রের পর্দাফাঁস করতে এবার রাজ্যজুড়ে অভিযানে নামল সিবিআই। নকশালবাড়িতে গাছ থেকে নথি পাড়তে হল তদন্তকারী সংস্থাকে। গ্রেফতার সরকারি আধিকারিক। শুরু রাজনৈতিক তরজা।
রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করল ইডি। সোমবার পর্যন্ত হেফাজতে। জড়িত নই, দাবি ধৃতের
প্রেক্ষাপট
ডেডলাইন শেষ। গাজায় গ্রাউন্ড অপারেশন শুরু ইজরায়েলের। তেল আভিভের উপর উড়ছে মিসাইল। পরপর বিস্ফোরণ। বাজছে এয়ার সাইরেন।
চলছে বিমান হামলা, দাবি ইজরায়েলি সংবাদ মাধ্যমের। মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার পার।
রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করল ইডি। সোমবার পর্যন্ত হেফাজতে। জড়িত নই, দাবি ধৃতের।
ডিস্ট্রিবিউটাররা আটার বরাত দিতেন বাকিবুরের গমের মিলে। গম ভাঙিয়ে সেখান থেকে আটা ফিরত কম পরিমাণে। বাকি আটা খোলা বাজারে হত বিক্রি, দাবি ইডি-র (ED-র)।
পানশালা, হোটেল থেকে চালকল-গমকল! ইডি-র হাতে বাকিবুরের সম্পত্তির ভাণ্ডার। প্রভাবশালী কারও টাকা ঘুরপথে বিনিয়োগ করছেন না তো? প্রশ্নের উত্তর খুঁজছে ইডি।
ভুয়ো পাসপোর্ট-চক্রের পর্দাফাঁস করতে এবার রাজ্যজুড়ে অভিযানে নামল সিবিআই। নকশালবাড়িতে গাছ থেকে নথি পাড়তে হল তদন্তকারী সংস্থাকে। গ্রেফতার সরকারি আধিকারিক। শুরু রাজনৈতিক তরজা।
সব রেকর্ডে থাকছে। সরকার বিজেপির হবে। কাজ তাঁদের অধীনেই করতে হবে। খেজুরি থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেনদুর। পাল্টা বিজেপির বিরুদ্ধেই খেজুরিতে সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের।
দিদির দূতের পর এবার অভিষেকের দূত। লোকসভা ভোটকে নজরে রেখে পুজোয় নতুন কর্মসূচি তৃণমূলের। অভাব-অভিযোগে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি। কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -