West Bengal News : 'আমার ছেলে খুব ভাল, নির্দোষ', আদালতের দ্বারস্থ হবেন, বললেন ললিতের মা-বাবা

West Bengal News Live Updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর ।

ABP Ananda Last Updated: 17 Dec 2023 09:08 AM
WB News Live : CAA ইস্য়ুতে ফের প্রকাশ্যে মতুয়া ঠাকুরবাড়ির অন্তর্দ্বন্দ্ব

CAA ইস্য়ুতে ফের প্রকাশ্যে মতুয়া ঠাকুরবাড়ির অন্তর্দ্বন্দ্ব। নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে ২৮ ডিসেম্বর সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুরের নেতৃত্বে ধর্মতলায় সমাবেশের ডাক অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের। পাল্টা মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার অভিযোগে সরব সংগঠনের মহাসঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর।  

WB News Live : মালবাজারে শুভেন্দুকে গো-ব্যাক স্লোগান

বকেয়া ১০০ দিনের টাকা, মালবাজারে শুভেন্দুকে গো-ব্যাক স্লোগান। চালসায় শুভেন্দুর কনভয় যাওয়ার পথে মালবাজারে রাস্তার ধার থেকে গো-ব্যাক স্লোগান। 

WB News Live : ইডি-র তদন্তকারী আধিকারিকের অনুমতি নিয়েই দেখা করা যাবে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে

আদালতের নির্দেশ মেনেই সরানো হল সিসি ক্যামেরা। কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি সরানোর নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে ইডি-র তদন্তকারী আধিকারিকের অনুমতি নিয়ে তবেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যাবে। 

WB News : জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সরানো হল সিসি ক্যামেরা

এসএসকেএম-এ জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সরানো হল সিসি ক্যামেরা। পরিবর্তে জ্যোতিপ্রিয়র ঘরের সামনে মোতায়েন করা হল সিআরপিএফ জওয়ান। 

Suvendu Adhikari News : নরেন্দ্র মোদির দেওয়া টাকা একজনও পাননি : শুভেন্দু

'মোদি ক্ষমতায় আসার পর ৭২ লক্ষ শৌচালয় দিয়েছিলেন। নরেন্দ্র মোদি ৩০ হাজার কোটি টাকা দিয়েছিলেন ৪০ লক্ষ বাড়ির তৈরির জন্য। নরেন্দ্র মোদির দেওয়া টাকা একজনও পাননি', চালসার সভায় তৃণমূলকে লাগাতার আক্রমণ শুভেন্দুর। 

WB News Live : ফের অ্যাম্বুল্যান্সের 'অভাবে' মৃত্যু

ফের অ্যামবুল্যানস না পেয়ে মৃত্যুর অভিযোগ। জলপাইগুড়ি, বামনগোলা, হেমতাবাদের পর আলিপুরদুয়ারে চা শ্রমিকের মৃত্যু। অ্যামবুল্যানস খারাপ থাকার সাফাই হাসপাতাল কর্তৃপক্ষের।

WB News Live : ললিতের বং-কানেকশনে চিহ্নিত আরও এক, সায়ন পাল

ললিতের বং-কানেকশনে চিহ্নিত আরও এক। সায়ন পাল নামে এক যুবকের যোগসূত্র পেল পুলিশ। সাম্যবাদী সুভাষ সভা নামে সংগঠনের মিছিলের আবেদনে ২ জনের নাম।

WB News Live : নিখোঁজ মালদার ইংরেজবাজারের একই গ্রামের তিন পড়ুয়া

৬ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ মালদার ইংরেজবাজারের একই গ্রামের তিন পড়ুয়া। এদের মধ্যে ২ জন স্কুল ও একজন কলেজ পড়ুয়া। স্কুল ও কলেজে যাওয়ার নাম করে সোমবার বাড়ি থেকে বেরিয়েছিল তিনজন। রাতে না ফেরায়, মঙ্গলবার ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে নিখোঁজ ছাত্রীদের পরিবার। কী কারণে একই গ্রামের তিন পড়ুয়ার রহস্যজনক অন্তর্ধান, খতিয়ে দেখছে পুলিশ।

Kolkata Weather Update : আজ শীতলতম কলকাতা, সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪

আজ শীতলতম কলকাতা। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪। জেলাতেও জাঁকিয়ে শীত। কাঁপছে উত্তরবঙ্গ। 

WB News Live : বাংলা থেকে উৎসাহ নিয়ে ছড়িয়ে পড়ছে উগ্রপন্থীরা: দিলীপ

'বাংলা থেকে উৎসাহ নিয়ে উগ্রপন্থীরা সারা দেশে ছড়িয়ে পড়ছে।' ললিতের কলকাতা-লিঙ্ক নিয়ে নিশানা দিলীপের।

WB News Live : ললিতে বং-কানেকশনে চিহ্নিত সায়ন পাল, কে তিনি?

ললিতে বং-কানেকশনে চিহ্নিত আরও এক। শুধু নীলাক্ষ আইচ নয়, ধৃত ললিত ঝা-র সঙ্গে আরও একজনের যোগসূত্র পেল পুলিশ। সায়ন পাল নামে এই ব্যক্তিও সাম্যবাদী সুভাষ সভা নামে সংগঠনের সদস্য।

Suvendu Adhikari News : টুকরে টুকরে গ্যাংয়ের আদর্শ বাস্তুতন্ত্র গড়ে তুলতে সফল হয়েছেন মমতা, খোঁচা শুভেন্দুর

বাংলায় শহুরে নকশাল ও টুকরে টুকরে গ্যাংয়ের আদর্শ বাস্তুতন্ত্র গড়ে তুলতে সফল হয়েছেন মমতা। শহুরে নকশাল ও টুকরে টুকরে গ্যাংকে উৎসাহ দিচ্ছে তৃণমূল সরকার। আগেই অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। 

WB Egg Price Increase : ডিমের অতিরিক্ত চাহিদা, ডিমের দামে লাফ

ফের চড়া ডিমের দাম। খুচরো বাজারে ডিম বিক্রি হচ্ছে প্রতিটি সাড়ে ৭ টাকায়। কোথাও আবার ডিমের দাম ৮ টাকাও নেওয়া হচ্ছে। একদিকে অন্ধ্রপ্রদেশের ঝড়, অন্যদিকে শীতের সময় কেক তৈরিতে ডিমের অতিরিক্ত চাহিদা, এই দুইয়ে মিলেই ডিমের দাম চড়ছে বলে দাবি বিক্রেতাদের। 

WB News Live : ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের প্রস্তুতি আজ থেকেই

২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের প্রস্তুতি আজ থেকেই শুরু হল। কুরুক্ষেত্র থেকে আনা মাটি গঙ্গার ঘাটে মেশানো হয়। এরপর গঙ্গাজল ও মাটি নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেড পর্যন্ত শোভাযাত্রা করেন সাধু-সন্ন্যাসীরা। 

WB News Live : ফের চড়া ডিমের দাম

ফের চড়া ডিমের দাম। খুচরো বাজারে ডিম বিক্রি হচ্ছে প্রতিটি সাড়ে ৭ টাকায়। কোথাও আবার ডিমের দাম ৮ টাকাও নেওয়া হচ্ছে।

WB News Live : হাওড়ার জগৎবল্লভপুরে বাড়ি থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ার ঝুলন্ত দেহ উদ্ধার!

হাওড়ার জগৎবল্লভপুরে বাড়ি থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ার ঝুলন্ত দেহ উদ্ধার! তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আত্মহত্য়ায় প্ররোচনার অভিযোগ। নেপথ্য়ে সম্পর্কের টানাপোড়েন, দাবি পরিবারের। দু'জনের মধ্য়ে পারিবারিক সম্পর্ক ছিল। আইন আইনের পথে চলবে। মন্তব্য পাঁচলার তৃণমূল বিধায়কের।

Kolkata Weather News : কলকাতায় আজ এ মরশুমের শীতলতম দিন

কলকাতায় আজ এ মরশুমের শীতলতম দিন। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে নেমে গেছে পারদ। 

WB News Live : কাপলিং-বিভ্রাট কাটিয়ে ফের মুম্বইয়ের উদ্দেশে রওনা হাওড়া-মুম্বই মেলের

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-মুম্বই মেল। কাপলিং খুলে দুটি কামরা নিয়ে ছুটল ট্রেন। রেল সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ হাওড়া-খড়গপুর শাখার বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে খুলে যায় মুম্বইগামী ট্রেনের কাপলিং। ইঞ্জিন-সহ ২টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বিপদ বুঝে ট্রেন থামিয়ে দেন চালক। ট্রেনটিকে ফিরিয়ে আনা হয় উলুবেড়িয়া স্টেশনে। মেরামতির পর, রাত সোয়া ১টা নাগাদ ফের মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় হাওড়া-মুম্বই মেল। 

West Bengal News : 'ভালভাবে তদন্ত করুক রাজ্য পুলিশ', ডিজিকে চিঠি ইডির

রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির, খবর সূত্রের। 'রেশন দুর্নীতি মামলায় ভালভাবে তদন্ত করুক রাজ্য পুলিশ। কলকাতা থেকে জেলা, রেশন দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ। রেশন দুর্নীতি মামলায় বিস্তারিত তদন্ত প্রয়োজন'
, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির, খবর সূত্রের 

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত

সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত । হাইকোর্টে বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। 'বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদমাধ্যমের খবরে মানহানি হচ্ছে', এই ধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেকের আইনজীবীর । 

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত

সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত । হাইকোর্টে বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। 'বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদমাধ্যমের খবরে মানহানি হচ্ছে', এই ধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেকের আইনজীবীর । 

প্রেক্ষাপট


  • সকালের গুরুত্বপূর্ণ খবর 

  • উলুবেড়িয়া ছাড়ার পরেই আপ বম্বে মেলের কাপলিং খুলে বিপত্তি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। হাওড়া-খড়গপুর আপ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন, দুর্ভোগ যাত্রীদের। 

  • সুপ্রিম কোর্ট থেকে কার্যত খালি হাতে ফিরলেন অভিষেক। বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি মামলা সরানোর আর্জি খারিজ। আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার নির্দেশ।

  • বিচারপতি সিন্হার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদমাধ্যমের খবরে সম্মানহানি। এধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেকের আইনজীবীর। সাড়া দিল না সুপ্রিম কোর্ট।  

  • 'সুপ্রিম কোর্ট থাপ্পড় মেরে বলেছে, ভাগ এখান থেকে', সুপ্রিম কোর্টে খারিজ অভিষেকের জোড়া আবেদন, কটাক্ষ শুভেন্দুর। আইন আইনের পথে চলবে, পাল্টা তৃণমূল। 

  • পাহাড় প্রমাণ দুর্নীতি, কোর্টের নির্দেশ বিরুদ্ধে গেলেই ভয়, কটাক্ষ বিকাশের।

  • সংসদে তাণ্ডবে ধৃত ললিত ঝা'র তৃণমূল যোগ দাবি করে আক্রমণে বিজেপি। পোস্ট একের পর এক ছবি।

  • সংসদে স্মোককাণ্ডে জোরাল বং-কানেকশন। বড়বাজারের পর বাগুইআটিতে ললিতের আস্তানার হদিশ।

  • স্মোক-ক্যান হামলায় উত্তাল সংসদ। অবিলম্বে মোদি-শাহের বিবৃতির দাবিতে সরব বিরোধীরা। ১৪ জন সাংসদের সাসপেনশনের প্রতিবাদে ধর্না। সোমবার পর্যন্ত মুলতুবি দু-কক্ষেরই অধিবেশন। । 

  • সংসদে তাণ্ডব-স্মোক হামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের। নিরাপত্তায় গলদ মেনেও বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে পাল্টা আক্রমণে অমিত শাহ। 

  • আয়কর হানার ১১ দিন, উদ্ধার ৩৫৪ কোটি নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ ধীরজ সাহু।

  • মহম্মদবাজারে বিপুল পরিমাণে জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডে তিহাড় জেলে গিয়ে সায়গলকে জেরা এনআইএ-র। কী করে বিস্ফোরক সরবরাহ, জানতে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীকে ৫ ঘণ্টা জেরা। 

  • সোনারপুরে বিয়ের প্রস্তাবে না বলায় বাড়িতে ঢুকে তৃণমূল কাউন্সিলরকে হুমকির অভিযোগ দলেরই যুবনেতার বিরুদ্ধে।

  • নদিয়ার মুরুটিয়ায় পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগে এবার সিবিআই তদন্ত। রিপোর্ট দিতে হবে ২ মাসের মধ্যে, পুলিশকে অবিলম্বে নথি হস্তান্তরের নির্দেশ হাইকোর্ট। 

  • ভবানীপুরে বাড়ির সামনে জল-পাতা ফেলা নিয়ে দুই পরিবারের বিবাদ-হাতাহাতিতে মৃত ১। গ্রেফতার ২ প্রতিবেশী। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্তে পুলিশ।

  • প্রয়াত গায়ক ও প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল। বয়স হয়েছিল ৭৭। বার্ধক্যজনিত রোগে ভর্তি ছিলেন রাসবিহারী ফর্টিসে। দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। 


                          

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.