West Bengal News Live : অশোকনগরে আক্রান্ত বিজেপি প্রার্থীর আত্মীয়কে কোপ

West Bengal News Live : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে...

ABP Ananda Last Updated: 16 Jul 2023 11:58 PM
WB News Live Updates : পাঁশকুড়ায় প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব

পাঁশকুড়ায় কেশাপাট ও মাইশোর পঞ্চায়েতে জয়ী বিজেপি প্রার্থীদের গোপন ডেরায় নিয়ে রেখে দেওয়ার অভিযোগ। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করানোর নাম করে গাড়িতে করে একাধিক জয়ী প্রার্থীকে নিয়ে যাওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই। তৃণমূলের সঙ্গে ওই বিজেপি নেতার আঁতাঁতের অভিযোগ করছেন জয়ী প্রার্থী থেকে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি। 

West Bengal News Live Updates : মালদায় বিজেপি কর্মীর রহস্য়মৃত্য়ু, উদ্ধার রক্তাক্ত ঝুলন্ত দেহ

মালদায় বিজেপি কর্মীর রহস্য়মৃত্য়ু। উদ্ধার রক্তাক্ত ঝুলন্ত দেহ। মৃতের পুত্রবধূ তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু হেরে যান। অভিযোগ, সেই রোষেই বাবাকে খুন করেছে ছেলে। বিজেপির অভিযোগ, এতে পুরোপুরি মদত রয়েছে তৃণমূলের। ঘটনায় পুত্রবধূকে আটক করেছে পুলিশ। বেপাত্তা অভিযুক্ত ছেলে। 

WB News Live Updates : অশোকনগরে আক্রান্ত বিজেপি প্রার্থীর আত্মীয়কে কোপ

অশোকনগরে আক্রান্ত বিজেপি প্রার্থীর আত্মীয়কে কোপ। বিজেপি প্রার্থী প্রীতিঋষি দাসের জাকে ধারাল অস্ত্রের কোপ। অশোকনগরের চড়কতলা এলাকায় আক্রান্ত বিজেপি প্রার্থীর আত্মীয়। মদ্যপানের প্রতিবাদ করায় গৃহবধূর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।

West Bengal News Live Updates : খাস কলকাতায় অমানবিক ছবি! চেতলায় অটিজম আক্রান্ত যুবককে মারধরের অভিযোগ।

খাস কলকাতায় অমানবিক ছবি! চেতলায় অটিজম আক্রান্ত যুবককে মারধরের অভিযোগ। 'রাস্তা দিয়ে যাওয়ার সময় হেনস্থা করেন ৪ যুবক', অটিজম আক্রান্ত যুবককে রাস্তায় দাঁড়িয়ে নাচতে বলার অভিযোগ। রাজি না হওয়ায় অটিজম আক্রান্ত যুবককে মারধরের অভিযোগ। টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের পরিবারের।

WB News Live Updates : বসিরহাট স্টেশনের কাছে শ্যুটআউট, মৃত ১

বসিরহাট স্টেশনের কাছে শ্যুটআউট, মৃত ১। এক দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি। স্টেশন সংলগ্ন এলাকায় আচমকা গুলি দুষ্কৃতীদের। গুরুতর আহত অবস্থায় শম্ভুনাথ গায়েনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু। গুলিবিদ্ধ অবস্থায় আরও একজন ভর্তি হাসপাতালে।

West Bengal News Live Updates : বাংলায় সরকার পড়ে যাওয়ার দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরেরও

বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরেরও দাবি, ৫ মাসের মধ্যে বাংলায় সরকার পড়ে যাবে! তৃণমূল অবশ্য বিজেপি নেতাদের এই ধরনের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। 

WB News Live Updates : ৩৫৫ ধারা প্রয়োগ প্রসঙ্গে কী বললেন সুকান্ত?

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যে ৩৫৫ ধারা প্রয়োগ প্রসঙ্গে এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সকান্ত মজুমদার। সূত্রের খবর, বিজেপির পঞ্চায়েত ভোট পর্যালোচনা বৈঠকেও উঠেছে ৩৫৫-র প্রসঙ্গ। মণিপুরে ৩৫৫ প্রয়োগ হচ্ছে না কেন? পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

WB News Live Updates : বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

৫ মাস, ৬ মাস, যখনই হোক, বিধায়কদের সমর্থন না থাকলে সরকার পড়ে যাবে! পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তির আবহে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তিনিই নন। বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরেরও দাবি, ৫ মাসের মধ্যে বাংলায় সরকার পড়ে যাবে! তৃণমূল অবশ্য বিজেপি নেতাদের এই ধরনের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। 

WB News Live Updates : বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

৫ মাস, ৬ মাস, যখনই হোক, বিধায়কদের সমর্থন না থাকলে সরকার পড়ে যাবে! পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তির আবহে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তিনিই নন। বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরেরও দাবি, ৫ মাসের মধ্যে বাংলায় সরকার পড়ে যাবে! তৃণমূল অবশ্য বিজেপি নেতাদের এই ধরনের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। 

West Bengal News Live Updates : খাস কলকাতায় চোর সন্দেহে গণপিটুনি!

খাস কলকাতায় চোর সন্দেহে গণপিটুনি! গল্ফ গ্রিনে যুবককে চুল কামিয়ে দড়ি দিয়ে বেঁধে মারধর। চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েন যুবক, দাবি স্থানীয়দের। অভিযুক্ত-সহ ৩ জনকে পাকড়াও করে বেধড়ক মারধর। চুল কামিয়ে হাতে দড়ি বেঁধে ঘোরানো হয় এলাকায়।

WB News Live Updates : নদিয়ার তেহট্টে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

নদিয়ার তেহট্টে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিধায়ক তাপস সাহা গোষ্ঠীর সঙ্গে জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক গোষ্ঠীর বিবাদ। একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। দু-পক্ষের তুমুল বচসা, হাতাহাতি। বৈঠকে নির্দল প্রার্থীরা উপস্থিত ছিলেন বলে অভিযোগ। এই নিয়ে প্রতিবাদ জানান টিনা ভৌমিক গোষ্ঠীর লোকেরা। পাল্টা সরব হন বিধায়ক অনুগামীরা।

West Bengal News Live Updates : অভিষেকের সাংসদ পদ খারিজের দাবি তোলায় সৌমিত্রকে নিশানা অপরূপার

অভিষেকের সাংসদ পদ খারিজের দাবি তোলায় সৌমিত্রকে নিশানা অপরূপার। বিচারব্যবস্থাকে আক্রমণের জেরে অভিষেকের গ্রেফতারির দাবি তোলেন সৌমিত্র খাঁ। অভিষেকের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে চিঠিও দিয়েছেন বিজেপি সাংসদ। পাল্টা বিজেপিকে নিশানা করে ট্যুইট অপরূপা পোদ্দারের। 'অভিষেকের বক্তব্যকে ১০০% সমর্থন করছি, হাইকোর্টকে রাজনীতি করার ক্লাব বানিয়ে ফেলেছে বিজেপি, তৃণমূলে ফিরতে চেয়েছিলেন সৌমিত্র, অভিষেক দরজা খোলেননি।' অভিষেকের ওপর ব্যক্তিগত রাগ রয়েছে সৌমিত্র, দাবি অপরূপার।

WB News Live Updates : বিজেপির পর্যালোচনা বৈঠকেও ৩৫৫ ধারা প্রণয়ন নিয়ে আলোচনা? ইঙ্গিত রাজ্য বিজেপির সভাপতির

বিজেপির পর্যালোচনা বৈঠকেও ৩৫৫ ধারা প্রণয়ন নিয়ে আলোচনা? ইঙ্গিত রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। 'বিজেপি মনে করে বাংলার যা পরিস্থিতি তাতে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন, না হলে আরও মানুষের প্রাণহানি হবে, আমরা বিশ্বাস করি কেন্দ্রীয় সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে', মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। বৈঠকে পঞ্চায়েত ভোটের সন্ত্রাস নিয়েও আলোচনা হবে, জানিয়েছেন সুকান্ত মজুমদার।

West Bengal News Live Updates : কোচবিহারে পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীদের সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ

কোচবিহারে দলে ভাঙনের ভয় পাচ্ছেন উদয়ন গুহ? জয়ী প্রার্থীদের প্রতি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ফরমান ঘিরে প্রশ্ন। পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীদের সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ। দিনহাটা তৃণমূলের ২ ব্লক সভাপতির কাছে জমা দেওয়ার নির্দেশ।

WB News Live Updates : কাল বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে যাচ্ছে উচ্চ পর্যায়ের বিপর্যয় মোকাবিলা টিম

কাল বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে যাচ্ছে উচ্চ পর্যায়ের বিপর্যয় মোকাবিলা টিম। ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নদীগুলি জলস্তর বৃদ্ধি পেয়েছে, সড়ক পরিবহণ বিপর্যস্ত, সম্পত্তির ক্ষতি হচ্ছে, মানুষ দুর্দশাগ্রস্ত। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে ডিএম, এসপি-রা উদ্ধারকাজ চালাচ্ছেন। পরিস্থিতির উপর নজর রাখছি, চেষ্টার কোনও ত্রুটি থাকবে না, ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

West Bengal News Live Updates : কোচবিহারের দিনহাটায় গুলিবিদ্ধ কিশোর

কোচবিহারের দিনহাটায় গুলিবিদ্ধ কিশোর। দিনহাটার নয়ারহাটে গুলিতে জখম কিশোর। হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কিশোরকে। ঘটনার তদন্তে দিনহাটা থানার পুলিশ। পরিচিত কারও বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি, অনুমান পুলিশের।

WB News Live Updates : প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীর পরে এবার প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে এর কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে প্রেস সচিবের অব্যাহতির নেপথ্যে নবান্ন-রাজভবন সংঘাতের ছায়া দেখছে ওয়াকিবহাল মহল। কারণ, প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরানোর প্রেক্ষাপটে, রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন চলেছিল। শুধু তাই নয়। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, বিশ্ববিদ্যালয়গুলির অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠানো, পঞ্চায়েত ভোটে অশান্তির প্রেক্ষাপটে কোচবিহার থেকে ক্যানিং ছুটে যাওয়া - যাবতীয় ইস্যুতে রাজভবনের সঙ্গে শাসকপক্ষের সংঘাত সামনে এসেছে। এবার রাজ্যপাল তাঁর প্রেস সচিবের পদ থেকে রাজ্য সরকার মনোনীত আধিকারিককে অব্যাহতি দেওয়ায় নতুন জল্পনা শুরু হয়েছে।

West Bengal News Live Updates : বাংলায় বোমা সস্তায় পাওয়া যায়, মন্তব্য সাংসদ অর্জুন সিংয়ের

'বাংলায় বোমা সস্তায় পাওয়া যায়, ভারতবর্ষে আর কোথাও পাওয়া যায় না, অন্য জায়গায় বোমা দামি। আমার জন্ম থেকেই দেখছি বাংলায় বোমাবাজি চলে। সব রাজনৈতিক দলগুলি একসঙ্গে বসে এর নিন্দা করা উচিত', দাবি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের।

WB News Live Updates : দ্বিচারিতা করছে পুলিশ, অভিযোগ নৌশাদ সিদ্দিকির

'ভাঙড়ের ভোটার না হয়েও কীভাবে এলাকায় ঢুকছেন সওকত? ভাঙড়ে শয়ে শয়ে লোক নিয়ে রাজনৈতিক সভা করছেন সওকত', দ্বিচারিতা করছে পুলিশ, অভিযোগ নৌশাদ সিদ্দিকির। ১৪৪ ধারার কথা বলে অবৈধভাবে আটকানো হচ্ছে, অভিযোগ নৌশাদের। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ভাঙড়ের আইএসএফ বিধায়কের। শুক্রবারও ভাঙড় যাওয়ার সময় নৌশাদকে আটকায় পুলিশ।

West Bengal News Live Updates : ফের ভাঙড়ে যাওয়ার পরিকল্পনা নৌশাদ সিদ্দিকির, আটকে দিল পুলিশ

ফের ভাঙড়ে যাওয়ার পরিকল্পনা নৌশাদ সিদ্দিকির। রাজারহাট-নিউটাউনের পর হাতিশালায় ভাঙড়ের বিধায়ককে আটকানোর পরিকল্পনা পুলিশের। গতকাল সওকত মোল্লা ও আরাবুলকে ভাঙড়ে যেতে বাধা দেয় পুলিশ। ১৪৪ ধারার জারির জন্য শুক্রবার নৌশাদ সিদ্দিকিকে নিউটাউনে আটকে দেয় পুলিশ।

WB News Live Updates : ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীর ভাইকে মারধর

ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীর ভাইকে মারধর। রড-বাঁশ দিয়ে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, দলের যোগ নেই, পাল্টা দাবি বিজেপির।

West Bengal News Live Updates : কোচবিহারে দলে ভাঙনের ভয় পাচ্ছেন উদয়ন ? জয়ী তৃণমূল প্রার্থীদের সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ

কোচবিহারে দলে ভাঙনের ভয় পাচ্ছেন উদয়ন গুহ ? জয়ী প্রার্থীদের প্রতি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ফরমান ঘিরে প্রশ্ন। পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীদের সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ। দিনহাটা তৃণমূলের ২ ব্লক সভাপতির কাছে জমা দেওয়ার নির্দেশ।

WB News Live Updates : রাজ্যে বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত দাবি শুভেন্দুর

রাজ্যে বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত দাবি শুভেন্দুর । কুলপিতে হাত-কামান ব্যবহার করেছে দুষ্কৃতীরা, দাবি বিরোধী দলনেতার । বাংলাদেশ থেকে জামাতের মাধ্যমে রাজ্যে বিস্ফোরক আসছে, অভিযোগ শুভেন্দুর।

West Bengal News Live Updates : ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীর ভাইকে মারধর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীর ভাইকে মারধর। রড-বাঁশ দিয়ে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, দলের যোগ নেই, পাল্টা দাবি বিজেপির। যাত্রী সেজে টোটোয় উঠে জয়ী তৃণমূল প্রার্থীর ভাইকে রড, বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল পরাজিত বিজেপি প্রার্থী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের মোহনপুরের ঘটনা। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ পাত্রর ভাই টোটো চালান। অভিযোগ, গতকাল রাতে যাত্রী সেজে তাঁর টোটোয় উঠে নির্জন এলাকায় নিয়ে গিয়ে মারধর করা হয়। বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূল প্রার্থীর ভাই। তৃণমূলের কোন্দলের জের, পাল্টা দাবি বিজেপির। 

WB News Live Updates : হিঙ্গলগঞ্জে পোড়ানো হল সিপিএম কর্মীদের মোটরবাইক ও টোটো

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে আক্রান্ত সিপিএম। পোড়ানো হল সিপিএম কর্মীদের মোটরবাইক ও টোটো। তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসক দলের।

West Bengal News Live Updates : 'এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না', হুঁশিয়ারি দলীয় বিধায়কের

তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে সুর আরও চড়ালেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। 'এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না'। 'সরকার কোনও বিল আনলে সমর্থন করব না'। আক্রান্ত নির্দল প্রার্থীদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি ইসলামপুরের তৃণমূল বিধায়কের। তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে নির্দল প্রার্থীদের উপর হামলার অভিযোগ আব্দুল করিম চৌধুরীর।

WB News Live Updates : বিজেপির পর্যালোচনা বৈঠকেও ৩৫৫ ধারা প্রণয়ন নিয়ে আলোচনা ? ইঙ্গিত সুকান্তর

বিজেপির পর্যালোচনা বৈঠকেও ৩৫৫ ধারা প্রণয়ন নিয়ে আলোচনা ? ইঙ্গিত রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। 'বিজেপি মনে করে বাংলার যা পরিস্থিতি তাতে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন'। 'না হলে আরও মানুষের প্রাণহানি হবে'। 'আমরা বিশ্বাস করি কেন্দ্রীয় সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে'। মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। বৈঠকে পঞ্চায়েত ভোটের সন্ত্রাস নিয়েও আলোচনা হবে, জানিয়েছেন সুকান্ত মজুমদার।

West Bengal News Live Updates : 'মানুষ সুদে-আসলে আপনাদের ফিরিয়ে দেবে', পুলিশ-প্রশাসনকে বিজেপি বিধায়কের হুমকি !

ভোট লুঠের অভিযোগ, পুলিশ-প্রশাসনকে বিজেপি বিধায়কের হুমকি। ঠাকুরনগরের সভা থেকে আধিকারিকদের দেখে নেওয়ার হুমকি সুব্রত ঠাকুরের । 'জেলাশাসক থেকে এসডিও-বিডিও, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মানুষ সুদে-আসলে আপনাদের ফিরিয়ে দেবে। ১ বছরের মধ্যে বাংলায় সরকার বদল হবে। তখন প্রত্যেককে সুদে-আসলে সব ফিরিয়ে দেওয়া হবে।' হুঁশিয়ারি বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। নিজের বুথে হেরেছেন বিজেপি বিধায়ক, ওদের মুখে মানায় না, কটাক্ষ তৃণমূলের।

WB News Live Updates : কৃষ্ণনগরে আক্রান্ত বিজেপির মহিলা প্রার্থীকে কলকাতার হাসপাতালে স্থানান্তর

কৃষ্ণনগরে আক্রান্ত বিজেপির মহিলা প্রার্থীকে কলকাতার হাসপাতালে স্থানান্তর। গণনার পর দিন আক্রান্ত হন বিজেপির পরাজিত প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, অস্বীকার শাসক দলের। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করা হয়। কৃষ্ণনগর হাসপাতালে সঠিক চিকিৎসা হয়নি বলে অভিযোগ। কৃষ্ণনগর থেকে এনআরএস হাসপাতালে আনা হয়। রাতে এনআরএস থেকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

West Bengal News Live Updates : মালদার বামনগোলায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, পুলিশকে ঘিরে বিক্ষোভ

মালদায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বামনগোলায় বিজেপি কর্মী বুড়ন মুর্মুর ঝুলন্ত দেহ উদ্ধার । মৃত বিজেপি কর্মীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন। 'পুত্রবধূ তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে হেরে যাওয়ার পর থেকেই বুড়নকে হুমকি'। তৃণমূলের মদতে বাবাকে খুন করেছে ছেলে, অভিযোগ বিজেপি সাংসদ খগেন মুর্মুর। খোঁজ মিলছে না মৃত বিজেপি কর্মীর ছেলের। বিজেপি সাংসদের অভিযোগ নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ।

WB News Live Updates : দাসপুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, উভয়পক্ষের বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি

ভোটের ফলকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গোপীগঞ্জে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ। উভয়পক্ষের বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। গতকাল রাত ১০টা নাগাদ দুই দলের কর্মীদের মধ্যে বচসা থেকে শুরু হয় মারামারি। তৃণমূলের অভিযোগ, গোপীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে হারের পর, আক্রোশবশত তাদের কর্মীদের ওপর চড়াও হয় সিপিএম কর্মীরা। অভিযোগ অস্বীকার করে সিপিএমের পাল্টা দাবি, ভোটের আগে থেকেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। এই ঘটনা তারই জের। তৃণমূল-সিপিএম সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়ানোয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ। 


--

West Bengal News Live Updates : বনগাঁয় বিজেপির বুথ সভাপতির বাড়িতে চড়াও হয়ে তাঁর মাকে মারধরের অভিযোগ

উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিজেপির বুথ সভাপতির বাড়িতে চড়াও হয়ে তাঁর মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কালুপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি হারায়, ভোটের ফল বেরোনোর পরের দিন, ১২ জুলাই বুথ সভাপতির বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর মাকে মারধর করে তৃণমূল কর্মীরা। গতকাল বুথ সভাপতির বাড়িতে যান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তৃণমূলকে নিশানা করেন বিজেপি বিধায়ক। তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, ভোটে হারায় মিথ্যা অভিযোগ করছে গেরুয়া শিবির। 


 

WB News Live Updates : আগামী ৫ মাসের মধ্যে রাজ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে, বিস্ফোরক দাবি কেন্দ্রীয়মন্ত্রীর

আগামী ৫ মাসের মধ্যে রাজ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে। বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। 'বাংলায় শাসকদল যে ভাবে পঞ্চায়েত ভোট করিয়েছে, তাতে গণতন্ত্র চলতে পারে না। তৃণমূল সন্ত্রাস না করলে বিজেপি ১০ গুণ ভোট পেত। এরা ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী। কিন্তু এরা চিরস্থায়ী নয়, আগামী ৫ মাসেই এদের মেয়াদ শেষ হয়ে যাবে।' বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের।

West Bengal News Live Updates : গড়বেতায় বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। শুধু তাই নয়, মার খেয়ে যখন মাটিতে শুয়ে কতরাচ্ছিলেন বিজেপির পোলিং এজেন্ট, তখন জল খেতে চাওয়ায় তাঁর মুখে প্রস্রাব ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ।

Panchayat Poll News Live : বাসন্তীতে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ আরএসপির বিরুদ্ধে

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে অব্যাহত সন্ত্রাস! এবার বাসন্তীর গরাণবোস গ্রামে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠল আরএসপির বিরুদ্ধে। প্রথমবারের ভোটার ওই তৃণমূল কর্মী এসএসকেএমে চিকিৎসাধীন। শাসকের কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে পাল্টা দাবি করেছে আরএসপি নেতৃত্ব। 

West Bengal News Live Updates : বিচারব্যবস্থাকে বেলাগাম আক্রমণ, অভিষেকের গ্রেফতারি দাবি সৌমিত্রের

বিচারব্যবস্থাকে বেলাগাম আক্রমণ। অভিষেকের গ্রেফতারি দাবি সৌমিত্রের। সাংসদ পদ খারিজ চেয়ে স্পিকারকে চিঠি। মানুষের কথাই বলেছেন অভিষেক। পাল্টা শান্তনু। 

প্রেক্ষাপট

এক নজরে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবর : 



  • শুক্রবার বিচারব্যবস্থাকে বেনজির আক্রমণ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। এবার, তাঁর সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে গ্রেফতারির দাবিও তুললেন বিজেপি (BJP) সাংসদ। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও (TMC)।

  • নিয়োগ দুর্নীতির চার্জশিটে এবার বড়ঞাঁর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাট,  প্রতারণা-সহ বিভিন্ন ধারায় এবং দুর্নীতিদমন আইনের দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে ধৃত এক এজেন্টেরও। শুক্রবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। 

  • নৌশাদের পর এবার ভাঙড় যেতে বাধা আরাবুল-সওকতকে। নিহত তৃণমূলকর্মীর দেহ নিয়ে ভাঙড়ে ঢুকছিলেন আরাবুল-সওকত। ভাঙড়ে ১৪৪ ধারা জারি থাকায় আরাবুল-সওকতকে আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ আরাবুল-সওকতের। গতকাল নিউটাউনে বাধা দেওয়া হয় নৌশাদকে।

  • ভোট হিংসায় (Panchayat Poll Violence) মৃত্য়ুমিছিল আরও দীর্ঘ হল শনিবার। প্রাণ গেল আরও দুই তৃণমূলকর্মীর। সেই সঙ্গে বিভিন্ন জেলা থেকে সামনে এল বোমাবাজি, বোমা উদ্ধার, অত্য়াচারের ঘটনা। এসব দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, আর কত প্রাণ নিয়ে, আর কত ঘর পুড়িয়ে তবে নিভবে এই অশান্তির আগুন

  • তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছেন খোদ বিজেপির জেলা সভাপতি এবং কোষাধ্যক্ষ। বিস্ফোরক এই অভিযোগ তুললেন পাঁশকুড়ার বিজেপির কয়েকজন জয়ী পঞ্চায়েত সদস্য। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির জেলা সভাপতি। কোনও মন্তব্য করতে চাননি জেলা কোষাধ্যক্ষ।

  • মুর্শিদাবাদের সালারে সাতসকালে বোমা ফেটে জখম এক বালক ও ও এক শিশু। কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাবলা গ্রামে রাস্তার পাশে ঝোপের মধ্যে সকেট বোমা রাখা ছিল। নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে। বোমা ফেটে গুরুতর জখম হয় ১০ বছরের বালক ও ৭ বছরের এক শিশু। তাদের সালার ব্লক হাসপাতাল থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভোটের জন্য বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.