West Bengal News Live: কলকাতায় ৫০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
West Bengal News : জেলা থেকে শহর, রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর দেখে নিন চটজলদি।
নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে, অভিনেতা বনি সেনগুপ্তকে দুদফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গোয়েন্দা সূত্রে দাবি, বনি যে ৫৬ লক্ষ টাকার বিলাসবহুল গাড়িতে চড়তেন, তার দামের বড় অংশ মিটিয়েছিলেন কুন্তল। বনি সেই সেই গাড়ি বিক্রি করে দিয়েছেন। তবে গাড়ির হদিশ পেয়েছে এবিপি আনন্দ। বর্তমানে গাড়িটি রয়েছে মুম্বইয়ে।
দুধের দাম বাড়াচ্ছে সরকার। প্রতি ৫০০ এমএল দুধের দাম ১ টাকা করে বাড়ানোর ঘোষণা করল বাংলা ডেয়ারি কর্তৃপক্ষ। জারি হয়েছে নির্দেশিকা। অবিলম্বে কার্যকরী হচ্ছে দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত। তবে দুগ্ধজাত পণ্য়ের দাম এখনই বাড়ছে না।
খাস কলকাতায় NRS হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবক। মুচিপাড়া থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। নেশায় সঙ্গ দিতে রাজি না হওয়ায় খুনের অভিযোগ। যুবকের মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ৫০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় ঝড়ের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস পূর্ব মেদিনীপুরেও
ট্যাংরায় যুবক খুন, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে থানা ঘেরাও স্থানীয়দের। ৩ মার্চ থেকে নিখোঁজ ছিল ঝুনু রানা। থানায় মিসিং ডায়েরি করেছিল নিখোঁজ যুবকের পরিবার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের। অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার, খুনের কথা স্বীকার অভিযুক্তের। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ট্যাংরা থানা ঘেরাও স্থানীয়দের
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, নজরদারিতে ফের কেন্দ্রীয় দল। বরাদ্দের টাকা কীভাবে খরচ, খতিয়ে দেখতে কালই আসছে কেন্দ্রীয় দল। নজরদারিতে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে যাবেন গ্রামোন্নয়ন মন্ত্রকের দল। ৩দিন রাজ্যে থাকার কথা জানিয়ে নবান্নে চিঠি গ্রামোন্নয়ন মন্ত্রকের
গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করেছেন তৃণমূলের একাধিক নেতা। এবার তা নিয়ে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের দাবি, বৃহস্পতিবার পরিচিত মহলে ফিরহাদ হাকিমের নাম করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জেল থেকে বেরোলে প্রথম কোথায় যাবেন, তাও বৃহস্পতিবার স্পষ্ট করে দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
বাজেট পেশের আগে কলকাতা পুরসভায় সর্বদলীয় বৈঠক। পুরসভার বাজেট অধিবেশনে শাসক ও বিরোধী দলের কাউন্সিলররা কতক্ষণ করে বক্তব্য রাখবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের নেতৃত্বে আজ দুপুর ৩ থেকে বিকেল ৪টে পর্যন্ত পুরসভাতেই এই বৈঠক হয়।
নিকাশি নালা পরিষ্কার করবে কে? পুরসভা না মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট। এই প্রশ্নেই কোচবিহার শহরে আপাতত থমকে নিকাশি নালা পরিস্কারের কাজ। চরম দুর্ভোগে এলাকাবাসী।
গরুপাচার মামলায় এবার দিল্লিতে তৃণমূল বিধায়ককে জাকিরকে ইডির তলব। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে দিল্লিতে ইডির তলব, খবর সূত্রের। ৩ মার্চ প্রথমবার তলব, গরহাজিরায় ফের আগামী সপ্তাহে জাকিরকে তলব। কোনও নোটিস পাইনি, আমি অসুস্থ, এখনই যাওয়া সম্ভব নয়, জানালেন জাকির হোসেন
'যতবার ডাকবে ততবার যাব', দাবি নিয়োগ দুর্নীতিকান্ডে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের। এবিপি আনন্দকে তিনি বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়কে মৌখিকভাবে বলেছিলাম মেয়ের চাকরির জন্য, দাদার মেয়ের চাকরির জন্য। সেই চাকরি হয়নি, মনে রাখার বিষয়ও নয়'।
পঞ্চায়েত নির্বাচনের আগে মালদায় শাসক শিবিরে সংঘাত। প্রকাশ্যে তৃণমূল মহিলা কংগ্রেসের কোন্দল। জেলার সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক ব্লক সভানেত্রী। 'বেশি টাকা দিলেই প্রার্থী সিলেক্ট করা হবে। ৫০ হাজার টাকা করে তোলার অভিযোগ', অভিযোগ ব্লক সভানেত্রী রোজিনা খাতুনের
মুর্শিদাবাদের পর এবার মালদা, নকলে বাধা দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে তাণ্ডব! উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় টুকলিতে বাধা, রেহাই পেলেন না শিক্ষকও!
এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট। সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই । গ্রুপ সি মামলায় সুবীরেশকে ১৭ ডিসেম্বর নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। এই মামলায় পঞ্চমীর দিন ১৫জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই। এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল।
চাকরিচ্যুতদের তালিকায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের 'আত্মীয়'। গ্রুপ সি, গ্রুপ ডি-তে চাকরি গেল সুবীরেশ ভট্টাচার্যের ২ 'আত্মীয়ের'। অশোকনগরে সুবীরেশ ভট্টাচার্যের ২ 'আত্মীয়' রাজীব চৌধুরী, জয়দীপ চৌধুরী। চাকরিচ্যুত ২জনই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের আত্মীয়, দাবি স্থানীয়দের
কোর্টে কিছু বলতে চান নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। জামিনের মামলার শুনানিতে ২৩ মার্চ আদালতে পেশ করা হবে পার্থকে। মামলার শুনানির দিন ৫ মিনিটের জন্য কথা বলতে দেওয়ার আবেদন পার্থর।
প্রবল বিতর্কের মুখে আপাতত স্থগিত সিভিক ভলান্টিয়ারদের প্রাথমিক স্কুলে পড়ানোর সিদ্ধান্ত। স্কুল শিক্ষা দফতরের অনুমোদন ছিল না। জেলা প্রশাসনকে আবেদন
অসুস্থতার কারণে রাজ্যে ১৫ মার্চ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৩০০০-এর বেশি শিশু, স্বাস্থ্য দফতরের বুলেটিন প্রকাশ। শিশুদের শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে অ্যাডভাইজারি প্রকাশ। শিশুদের ভিড় থেকে দূরে রাখার পরামর্শ। অসুস্থ শিশুকে স্কুলে না পাঠানোর পরামর্শ। নির্দেশিকা নিয়ে অভিভাবকদের কাছে আবেদন স্বাস্থ্য দফতরের।
আবহাওয়ার (Weather Change) গতি-প্রকৃতিতে বড়সড় বদল। রাজ্যজুড়ে শিলাবৃষ্টি (Hail Strom), ঝোড়ো দমকা (Wind Gust) হাওয়া থেকে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। সোমবার পর্যন্ত রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে বলেই আশঙ্কা। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Metrological Office) সূত্রে খবর, আজ উত্তরবঙ্গে শিলাবৃষ্টি, কাল দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতে। সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে কালবৈশাখী। আগামী কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। যেখানের দুটি নম্বর হল 8900793503 ও 8900793504।
'প্রিসাইডিং অফিসার হয়, সব কিন্তু ওই লোক, যাঁরা রাস্তায় বসে আন্দোলন করছে ডিএ দাও, ভাতা দাও, বলছে ভোট করতে যাব না, পয়সা দিতে হবে বেশি করে, এঁরা যখন বুথে আসবে, নিজেদের লোক বলে চাটাচাটি করে নেবেন না, ভোট দিয়ে ব্যালটে ডিসটার্বড, আবার এখানে এসে ডিসটার্বড করবে, ওদের ডিসটার্বডগিরি ছাড়িয়ে দিতে হবে, আগে বুথের মধ্যে অনেককিছু কায়দা করত, সেগুলো বলে লাভ নেই, ওদের কিন্তু মুরগির মাংস খাওয়ানোর চিন্তাভাবনা করার দরকার নেই', চাপে রাখবি, হুমকির সুর দলীয় কর্মীদের নির্দেশ ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের
আনন্দপুরে মুন্ডা পাড়ায় আগুন, পুড়ে ছাই ঝুপড়ি। রান্না করার সময় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের।
রাস্তা খারাপ, তাই আসতে পারব না, এমন বলেছে দমকল, অভিযোগ এলাকাবাসীর।
রাতের অন্ধকারে ISF-এর পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার নারায়ণপুর বাজারে উত্তেজনা ছড়াল। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ছবি। সেখানে মুখে কাপড় বাঁধা এক ব্যক্তিকে ISF-এর পতাকা ছিঁড়তে দেখা যায়। এক ISF কর্মীর দোকানের সিসি ক্যামেরার তারও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে আইএসএফ। একই সুরে বিজেপির দাবি, ভয় পেয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে শাসকদল। অভিযোগ উড়িয়ে বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আবদুর রহিমের দাবি, শাসকদলকে বদনাম করতেই এই অপচেষ্টা।
নিউটাউনে কল সেন্টার থেকে প্রায় ৪ কোটি টাকা উদ্ধারকাণ্ডে ফের অভিযানে পুলিশ। ধৃত সৌরভ ও গৌরব সোনিকে নিয়ে তল্লাশি।
বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হল এক নাবালক। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিয়ালতোড় গ্রামের ঘটনা।বিস্ফোরণে বছর ১৩-র ওই কিশোরের বাঁ হাত উড়ে যায়। মুখেও আঘাত লাগে। কিশোরের মায়ের দাবি, গতকাল বল ভেবে গোলাকার বস্তু বাড়িতে নিয়ে আসে ছেলে। নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে। আহত কিশোর রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কী থেকে বিস্ফোরণ খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ।
এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই ঘিরেও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ব্লক নেতৃত্বের সামনেই দু’পক্ষের বচসা বাধে। নেতাদের দিকে তেড়েও যান কর্মীরা। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শিবমন্দির এলাকায় গতকাল এই ঘটনা ঘটে। পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের বুথ কমিটির বৈঠক চলাকালীন উত্তেজনা ছড়ায়। বিজেপির দাবি, শাসকদলে অনুশাসন নেই, তা এই ঘটনাতেই স্পষ্ট। তৃণমূল সাফাই দিয়েছে, দল বড় হচ্ছে, তাই অনেকেই প্রার্থী হতে চাইছে।
রুবি মোড়ে পথচারীদের বিক্ষোভ, বাইক দুর্ঘটনা ঘিরে বিক্ষোভ। রেকার ভ্যানকে ধরতে গিয়ে বাইকে ধাক্কা পুলিশের গাড়ির, অভিযোগ স্থানীয়দের়।পুলিশের গাড়ি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলে অভিযোগ ।
পানাগড়ে ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে অপহরণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। একঘণ্টার মধ্যে অপহরণকারীদের ধরে ফেলে পুলিশ। উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে। পুলিশ সূত্রে খবর, কাটোয়া থেকে পানাগড় আসছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, পানাগড় বাস স্ট্যান্ডে নামা মাত্র তাঁকে জোর করে গাড়িতে তোলে চার দুষ্কৃতী। মারধরের পর পকেটে থাকা ৪০ হাজার টাকাও কেড়ে নেওয়া হয় বলে ব্যবসায়ীর অভিযোগ। খবর পেয়ে
১৯ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে পুলিশ। প্রায় ৫০ কিলোমিটার দূরে জামুড়িয়া থেকে গাড়ি আটকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। ব্যবসায়ীর দাবি, এর আগে ব্যবসা সংক্রান্ত বিষয়ে অপহরণকারীদের সঙ্গে তাঁর কথা হয়। ৪ অপহরণকারীকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, আর্থিক লেনদেনের কারণেই এই অপহরণ।
তৃণমূলের বহিষ্কারের সিদ্ধান্তকেই প্রভাবশালী তকমা ঘোচাতে কাজে লাগাতে চাইছেন ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রে খবর, জেরা চলাকালীন শান্তনু জানতে পারেন দল থেকে তাঁকে ও কুন্তল ঘোষকে বহিষ্কার করা হয়েছে। শান্তনু ইডি অফিসারদের প্রশ্ন করেন, প্রভাবশালী হলে দল কী তাঁকে এত তাড়াতাড়ি সরাতে পারত? কুন্তলকে সরাতে দল সময় নিয়েছে বলেও দাবি করেন শান্তনু। ইডি সূত্রে খবর, দলের সিদ্ধান্তের কথা জেনে কেঁদেও ফেলেন বহিষ্কৃত তৃণমূল নেতা।
তদন্তের নামে আদালতের সঙ্গে লুকোচুরি খেলবেন না! বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার সংক্রান্ত মামলায়, পুলিশকে ভর্ৎসনা করে এই মন্তব্য করল হাইকোর্ট। পোস্টারকাণ্ডে পুলিশ কমিশনারের রিপোর্টে যে ৬ ব্যক্তির নাম আছে, তাঁদের আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারপতি। এজলাসের বাইরে বিক্ষোভে যুক্ত আইনজীবীদের নামও জমা দিতে হবে বলে বার অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছে আদালত।
গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের ঘোড়াদল বাজারে বিধ্বংসী আগুন। ভস্মীভূত হয়ে যায় ৬টি দোকান। রাত আড়াইটে নাগাদ ঘোড়াদল বাজারের একটি দোকানে প্রথমে আগুন লাগে। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে পরপর কয়েকটি দোকানে। স্থানীয়দের অভিযোগ, জয়নগর থেকে দমকল পৌঁছতে একঘণ্টার বেশি সময় নেয় বলে স্থানীয়দের অভিযোগ। দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, সম্পূর্ণ পুড়ে যায় ৬টি দোকান। ব্যবসায়ীদের আশঙ্কা, ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ টাকার বেশি। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ সিন্হা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের আদালতে পেশ। মোট ১৩ জনকে আলিপুর আদালতে পেশ করা হবে। আদালতে পেশ করা হবে চন্দন মণ্ডল-সহ ৫ এজেন্টকেও। সূত্রের খবর, গত কয়েকদিনের তদন্ত নতুন কী তথ্য উঠে এসেছে, তা কেস ডায়েরিতে তুলে ধরবে সিবিআই।
নৈহাটিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে ধুন্ধুমার, সংঘর্ষের জেরে দু’পক্ষের ৫ জন আহত। ভাঙচুর করা হয় ২টি গাড়ি। সংঘর্ষে গুরুতর আহত বিজেপি নেত্রী শম্পা সরকারের স্বামী । তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল ও বিজেপি উভয়পক্ষই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছে।
রাজ্যজুড়ে বিদায়ের মুখে শীত। ভোরে হিমেল পরশ থাকলেও বেলা বাড়লেই চড়া রোদ। ফাল্গুনের চতুর্থ দিনে আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
এনআরএস হাসপাতালের গেটের সামনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু। বারাসাতের বাসিন্দা ওই যুবকের নাম শেখ নৌশাদ আলি। নেশায় সঙ্গ দিতে না যাওয়ায় ছুরির কোপ, মৃত্যুকালীন জবানবন্দিতে জানা গিয়েছে, দাবি পুলিশের। খুনের মামলা রুজু করে, অভিযুক্তের সন্ধান চালাচ্ছে মুচিপাড়া থানার পুলিশ।
'পঞ্চায়েত ভোটে বিরোধীরা যেন প্রার্থী খুঁজে না পায়', বিরোধীদের প্রার্থী নিয়ে দিনহাটার সভায় হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-র। অনুব্রতর সুরেই কার্যত বিরোধীশূন্য করার হুঙ্কার উদয়ন গুহর। 'শুধু জেতার কথা বললে হবে না, বিরোধীরা যেন প্রার্থী খুঁজে না পায়, বিরোধীরা যেন প্রার্থী খুঁজে না পায়, সেই ব্যবস্থা করতে হবে', দিনহাটার সভায় বিরোধীদের উদ্দেশ্যে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দাওয়াই ।
ফের শহরে উদ্ধার টাকা ও প্রায় ৫ কোটি টাকার মাদক। সল্টলেকের সুকান্তনগরের নাওভাঙা এলাকা থেকে নগদ ৫ লক্ষ টাকা ও মাদক উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশের দাবি, মাদক চক্রের পাণ্ডা মহম্মদ মোমিন খান ও তাঁর স্ত্রী মেহতাব।ওই দম্পতিকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় সুকান্তনগরে মোমিনের ৫ তলার ফ্ল্যাটে হানা দেয় এসটিএফ। ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে লুকনো মাদক ও টাকা উদ্ধার করে। এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিচ্য়ুতদের পক্ষে কার্যত সওয়াল করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর বক্তব্য়ের একটি অংশ নিয়ে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তাঁকে হলফনামা দাখিলের পরামর্শ দিয়েছেন বিচারপতি।
হাইকোর্টে আইনজীবী সঞ্জয় বসুর স্বস্তি। তাঁকে পাঠানো ইডির সমনের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। আদালতের নির্দেশ ছাড়া, সঞ্জয় বসুর অফিস ও বাড়িতে তল্লাশিও চালাতে পারবে না ইডি। সোমবারের মধ্যে, এই মামলার সব নথি পেশ করার জন্য ইডিকে নির্দেশ দিয়েছে আদালত।
কৌস্তুভ বাগচীর বাড়িতে পাঁচ জন নিরাপত্তারক্ষী নিয়োগ করল ব্যারাকপুর কমিশানারেট। পাশাপাশি কৌস্তভ বাগচীর সঙ্গে একজন সশস্ত্র নিরাপত্তার রক্ষী দেওয়া হল ।
সওকত মোল্লার বিরুদ্ধে জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ফুরফুরা শরিফের পীরজাদা সাফেরি সিদ্দিকি। পীরজাদার অভিযোগ, গত রবিবার ফুরফুরায় বিক্ষোভের মুখে পড়ার পর তাঁকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। অভিযোগ উড়িয়ে, পাল্টা হুমকির অভিযোগ করেছেন সওকত মোল্লা।
অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক, মণীশ কোঠারিকে ৬ দিনের জন্য ইডি হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বুধবার এই মামলা সংক্রান্ত প্রশ্নের উত্তরে কেঁদে ফেলেন মণীশ। বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে কাজ করাটাই তাঁর ভুল! এদিন দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। সূত্রের খবর, হাজিরার জন্য ইডির কাছে আরও সময় চেয়েছেন তিনি।
প্রেক্ষাপট
প্রাথমিক স্কুলে (Primary School) এবার পড়াবে সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)! নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) আবহে বাঁকুড়া পুলিশের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়! ৪৬টি স্কুল, কমিউনিটি সেন্টার চিহ্নিত!
সিভিক ভলান্টিয়ার এবার শিক্ষক ! প্রতিবাদ আন্দোলনকারীদের। চাকরি-ডিএ এড়ানোর কৌশল দেখছেন শুভেন্দু। মমতার আমলেই মান্নোনয়ন, পাল্টা দাবি তৃণমূলের।
অবনতি হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির, অস্বীকার করার উপায় নেই। কৌস্তভ-কাণ্ডে পুলিশকে বেনজির ভর্ৎসনা বিচারপতির। ৩ সপ্তাহে রিপোর্ট তলব।
তড়িঘড়ি এফআইআর, মধ্যরাতে বাড়িতে হানা। কৌস্তভের গ্রেফতারি নিয়ে এবার হাইকোর্টেও (Calcutta High Court) মুখ পুড়ল পুলিশের। অতিসক্রিয়তায় সিপির রিপোর্ট তলব।
অতিসক্রিয়তায় অভিযুক্তই এবার কৌস্তভের সুরক্ষা! সিআরপিএফের সম্মতি না পাওয়া পর্যন্ত সঙ্গে সশস্ত্র কনস্টেবল, বাড়িতেও থাকবে পুলিশ। নির্দেশ হাইকোর্টের।
২ মাস পার, বিচারপতির বাড়ির সামনে পোস্টারকাণ্ডে এখনও দুষ্কৃতীরা অধরা ! সিপির রিপোর্টে থাকা ৬জনের হাজিরার নির্দেশ হাইকোর্টের।
পুলিশকে ভর্ৎসনা
চাকরিচ্যুতদের হয়ে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)। আদালত অবমাননার অভিযোগে মামলা দায়েরের আবেদন বিকাশরঞ্জন ভট্টাচার্যর। হলফনামা দাখিলের পরামর্শ বিচারপতির।
মণীশের নির্দেশেই অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) যাবতীয় বেআইনি লেনদেন, সায়গলেরও টাকা পাচার! কোর্টে দাবি ইডির।
গ্রেফতারির পরে ইডি হেফাজতে কেষ্টর সিএ, দিল্লিতে হাজিরা এড়ালেন মেয়ে সুকন্যা। সময় চেয়ে ইমেল। ২০ মার্চের আগে ফের তলবের প্রস্তুতি ইডির।
এবার সিবিআই (CBI) নজরে গোপাল বর্ণিত কালীঘাটের কাকু! টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে শুধু কুন্তল-শান্তনুকে রাজনৈতিকভাবে চেনার দাবি।
রাজারহাট ফ্ল্যাটে কারা আসতেন? কুন্তলের স্কুলেও কী ঢুকেছে নিয়োগ দুর্নীতির টাকা। হদিশ পেতে এবার স্ত্রীকে ইডির তলব। ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই আশ্বাস শিক্ষামন্ত্রীর। এপ্রিল থেকে স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু, এবিপি আনন্দে জানালেন ব্রাত্য।
৮৬৭ কোটি ক্ষতি করে আবাসন প্রকল্পের জন্য আলিপুর জেলের জমি বিক্রির অভিযোগ শুভেন্দু। তদন্ত চেয়ে রাজ্যপালকে চিঠি। মনগড়া অভিযোগ, পাল্টা কুণাল।
এবার কেষ্টর সুরে উদয়নের (Udayan Guha) হুঙ্কার। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর হুঁশিয়ারি, পঞ্চায়েত ভোটে এমন ব্যবস্থা করতে হবে, যেন বিরোধীরা প্রার্থী দিতে না পারে। তাহলে ইয়ং ফোর্স অন্য জায়গায় ব্যবহার করব।
লন্ডনে বক্তব্যের জেরে রাহুলের ক্ষমা চাওয়া দাবিতে অনড় বিজেপি (BJP)। সংসদে হইচই। পাল্টা আদানি ইস্যুতে ইডি অফিস অভিযান বিরোধীদের, নেই তৃণমূল।
ঘূর্নাবর্তের জেরে উত্তরবঙ্গে শুরু বৃষ্টি (Rain)। ডুয়ার্সে কালবৈশাখীর তাণ্ডব। আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি। একাধিক জায়গা কিছুক্ষণ বিদ্যুৎবিচ্ছিন্ন।
এএফসি এশিয়ান কাপের পরেই অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী (Sunil Chetri)? দীর্ঘ কেরিয়ারের এটাই সম্ভব শেষ মরশুম, জাতীয় দলের কোচের মন্তব্যে বাড়ছে জল্পনা।
দেবকে (Dev) পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -