West Bengal News Live Updates: বিশ্বভারতীর ফলককাণ্ডে কর্তৃপক্ষকে নতুন চিঠি শিক্ষামন্ত্রকের
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
বিশ্বভারতীর ফলককাণ্ডে কর্তৃপক্ষকে নতুন চিঠি শিক্ষামন্ত্রকের। বর্তমানে যে ফলক আছে তা পরিবর্তন করতে হবে, উল্লেখ চিঠিতে। নতুন ফলকে আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রীর নাম থাকবে না, নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের। থাকবে না উপাচার্যর নামও, উল্লেখ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পাঠানো চিঠিতে। নতুন ফলকে কী লেখা হবে তা ঠিক করতে কর্তৃপক্ষকে কমিটি গড়ার নির্দেশও দিয়েছে শিক্ষামন্ত্রক। শিক্ষামন্ত্রকের চিঠি পাওয়ার পরেই ৪ জন অধ্যাপককে নিয়ে কমিটি গড়েছে বিশ্বভারতী।
আজও জামিনের আবেদন করলেন না রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেলে খাট ও টেবিল দিতে আবেদন জ্যোতিপ্রিয়র আইনজীবীর। জেল কর্তৃপক্ষের কাছে জানান, পাল্টা জানান বিচারক। 'শরীর খারাপ, সুগার সাড়ে ৩০০-র উপরে, আমি নিজেও আইনজীবী', ভার্চুয়ালি শুনানিতে বিচারককে বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। আইনজীবী যখন, তাহলে নিশ্চয় আদালতের এক্তিয়ার সম্পর্কে বোঝেন, পাল্টা মন্তব্য বিচারকের। রায়দান স্থগিত রেখেছে আদালত
কোচবিহারে বালি চুরির অভিযোগ দেখতে গিয়ে দলেরই নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূলের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ। তুফানগঞ্জের মহিষকুচির গেদার চক এলাকায় রায়ডাক নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে তৃণমূলের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সভাপতি চৈতি বর্মন বড়ুয়াকে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্য়ের সামনেই গাড়ি ঘিরে চলে গো ব্যাক স্লোগান।
প্রতিবেশীদের অপমানে বাবার মৃত্যু, এই অভিযোগে প্রতিবেশীদের ছুরির কোপ! প্রতিবেশীদের কোপানোর অভিযোগ মৃতের তিন ছেলের বিরুদ্ধে। ছুরির কোপে হাসপাতালে মৃত্যু দুলাল শেখ নামে এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বীরভূমের মুরারইতে চাঞ্চল্য। মুরারই থানায় ৩ জনের নামে অভিযোগ দায়ের । মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে পুলিশের বয়ান। লালবাজার সূত্রে দাবি করা হয়েছে, পুলিশের তরফে অশোক সিংকে ফোন করে, স্থানীয় থানায় মোবাইল ফোন জমা দিতে বলা হয়। এরপর মদন লাল নামে এক বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যক্তি। অশোক সিংহ জানান, তিনি ফোন জমা দিতে আসছেন। বিকেল ৫টা ৪৩ নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানায় যান অশোক। ২ মিনিট পর বেরিয়ে যান, তারপর থানায় ফিরে আসেন। থানায় থেকে সন্ধে ৬.০২ ও ৬.০৫ মিনিটে বিজেপি নেতা মদন লালকে দু'বার ফোন করেন তিনি। সন্ধে ৬.০৯-এর সময় এক সাব ইন্সপেক্টর তাঁকে কিছু প্রশ্ন করলে হঠাৎ মাটিতে পড়ে যান অশোক। সন্ধে ৬.১১ নাগাদ থানা থেকে তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, পুলিশের মারে মৃত্য়ুর অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ আছড়ে পড়ে রাস্তায়। পুলিশ অবরোধ তুলতে গেলে দু'পক্ষের মধ্য়ে তীব্র বাদানুবাদ শুরু হয়। তারপর আমহার্স্ট স্ট্রিট থানার সামনে শুরু হয় বিক্ষোভ, অবরোধ।
আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে পুলিশের বয়ান। লালবাজার সূত্রে দাবি করা হয়েছে, পুলিশের তরফে অশোক সিংকে ফোন করে, স্থানীয় থানায় মোবাইল ফোন জমা দিতে বলা হয়। এরপর মদন লাল নামে এক বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যক্তি। অশোক সিংহ জানান, তিনি ফোন জমা দিতে আসছেন। বিকেল ৫টা ৪৩ নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানায় যান অশোক। ২ মিনিট পর বেরিয়ে যান, তারপর থানায় ফিরে আসেন। থানায় থেকে সন্ধে ৬.০২ ও ৬.০৫ মিনিটে বিজেপি নেতা মদন লালকে দু'বার ফোন করেন তিনি। সন্ধে ৬.০৯-এর সময় এক সাব ইন্সপেক্টর তাঁকে কিছু প্রশ্ন করলে হঠাৎ মাটিতে পড়ে যান অশোক। সন্ধে ৬.১১ নাগাদ থানা থেকে তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, পুলিশের মারে মৃত্য়ুর অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ আছড়ে পড়ে রাস্তায়। পুলিশ অবরোধ তুলতে গেলে দু'পক্ষের মধ্য়ে তীব্র বাদানুবাদ শুরু হয়। তারপর আমহার্স্ট স্ট্রিট থানার সামনে শুরু হয় বিক্ষোভ, অবরোধ।
ফের রেশনে নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল। প্রতিবাদে মালদার মানিকচকের ধনরাজ গ্রামে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রেশনে খারাপ চাল ও নিম্নমানের আটা দেওয়া হচ্ছে। যদিও রেশন ডিলারের দাবি, তিনি যে চাল পেয়েছেন সেটাই দেওয়া হয়েছে।
মানিকতলায় পিটিয়ে খুনের অভিযোগ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু পুলিশের গতকাল গ্যারাজের মধ্যে মেকানিক অনিল রজককে পিটিয়ে খুনের অভিযোগ সাট্টা-জুয়ার প্রতিবাদ করায় পিটিয়ে খুন করা হয়, অভিযোগ পরিবারের যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে আজ হাইকোর্টের দ্বারস্থ মৃতের পরিবার। পুলিশ মর্গে ময়নাতদন্ত চায় না পরিবার। এইমসে ময়নাতদন্ত ও সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। বেলা ১২টার মধ্যে মামলা দায়েরের অনুমতি, আজই শুনানির সম্ভাবনা।
রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৪ দিনের জেল হেফাজত শেষ। জেল হাসপাতালের চিকিৎসকের রিপোর্টে 'আনফিট' জ্যোতিপ্রিয়। অসুস্থতার কারণ দেখিয়ে আজ জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে সশরীরে পেশ করা হচ্ছে না, খবর সূত্রের। ভার্চুয়ালি পেশ করা হতে পারে মন্ত্রী জ্যোতিপ্রিয়কে, খবর সূত্রের।
কোচবিহারে বালি চুরির অভিযোগ দেখতে গিয়ে দলেরই নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূলের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ। তুফানগঞ্জের মহিষকুচির গেদার চক এলাকায় রায়ডাক নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে তৃণমূলের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সভাপতি চৈতি বর্মন বড়ুয়াকে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্য়ের সামনেই গাড়ি ঘিরে চলে গো ব্যাক স্লোগান। ঘটনা ঘিরে সামনে এসে পড়েছে তৃণমূলের অন্দরের কোন্দল।
আজ ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল, তার মধ্যেই কলকাতায় বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। দিঘা থেকে ৫৩০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপ। অভিমুখ বদলে তা কাল ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে। আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে শনিবার বাংলাদেশ উপকূলের কাছাকাছি পৌঁছবে নিম্নচাপ। তার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছ।
আজ ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল, তার মধ্যেই কলকাতায় বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। দিঘা থেকে ৫৩০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপ। অভিমুখ বদলে তা কাল ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে। আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে শনিবার বাংলাদেশ উপকূলের কাছাকাছি পৌঁছবে নিম্নচাপ। তার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছ।
শীত এখনও জাঁকিয়ে বসেনি। আবার গরমও তেমন নেই। এমন মনোরম আবহাওয়ায় অনেকেই পাড়ি দিয়েছেন দার্জিলিং, কার্শিয়ং কিংবা কালিম্পঙে। পর্যটকদের খুশি করে আজ তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার করে ধরা দিয়েছে। সকাল থেকে দার্জিলিঙের ম্যাল রোড, কার্শিয়ঙে ভিড় জমিয়েছেন পর্যটকরা। কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরাবন্দি করার পাশাপাশি চলছে দেদার সেলফি তোলা।
জয়নগরের পর এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে শ্যুটআউট। গুলিতে নিহত ১, জমি বিবাদের জেরে এই শ্যুটআউট। এই ঘটনায় অভিযুক্ত দুই প্রতিবেশী পরেশ মণ্ডল, অজয় মণ্ডল পলাতক। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গন্ডগোলের জেরে বেশ কয়েকজন জখম হয়েছেন।
ফের কলকাতার রাস্তায় বেপরোয়া জয় রাইড। বাইকের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। বাইক থামাতে গিয়ে আক্রান্ত হলেন ট্রাফিক কনস্টেবল। আজ সকাল সোয়া ৭টা নাগাদ ইকোপার্কের কাছে সিগন্যাল ভেঙে এগোন দুটি বাইকের। ধাক্কায় আহত হন এক ব্যক্তি। দায়িত্বে থাকা কনস্টেবল পলাশ বৈদ্য এক বাইক আরোহীর হাতে নিগৃহীত হন বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ পাকড়াও করার পরও হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে যুবক। বেশ কিছুক্ষণ চলে ধস্তাধস্তি, পরে ইকোপার্ক থানার পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।
তৃণমূল নেতাকে গুলি করে খুন, একের পর এক গ্রামে আগুন, অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। এদিকে ঘটনার তিন দিন পরও অধরা অভিযুক্তরা। এখনও পুরুষশূন্য দলুয়াখাকি গ্রাম। তৃণমূল নেতাকে খুনে জড়িত সন্দেহে আগেই পিটিয়ে খুন করা হয়েছে সাহাবুদ্দিন লস্করকে। আরেক অভিযুক্ত সাহারুল শেখ এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তবে ঘটনার সিসি ফুটেজ থাকলেও, খুনের ৭২ ঘণ্টা পরেও বাকি ৩ সন্দেহভাজন অধরা।
খাস কলকাতায় প্রতিবাদীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। নিহত অনিল রজক মানিকতলার বাগমারির বাসিন্দা, পেশায় গাড়ির মেকানিক ছিলেন। পরিবারের দাবি, মৃত্যুর আগে অনিল রজক জানিয়েছেন এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় স্থানীয় দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে। বাড়ি ফিরে বমি করতে শুরু করেন তিনি। পরে
হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় অনিলের।
জলপাইগুড়ির ধূপগুড়িতে জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে চাঁদার জুলুমবাজি। অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। অভিযুক্তদের ছোড়া ইটের ঘায়ে মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণের। পুলিশের ওপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছে ধৃতরা।
প্রেসিডেন্সি জেলের একই ওয়ার্ডে থাকা সত্ত্বেও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে দাবি, রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম নিয়ে জেলে মোবাইল ফোনে বায়না ধরেছেন জ্যোতিপ্রিয়। যদিও তা ধোপে টেকেনি।
ফের থানার মধ্য়ে পিটিয়ে খুনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সিবিআই তদন্তের দাবি জানিয়ে, প্রথমে কলেজ স্ট্রিট এবং তারপর আমহার্স্ট স্ট্রিটে অবরোধ পরিবারের সদস্য় এবং স্থানীয় বাসিন্দাদের। থানার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি, ঘটনাস্থলে যাঁরা ছিলেন, তাঁদের বক্তব্য খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অ্যাডিশনাল সিপি।
২দিন পর গ্রামে ফিরলেন দলুয়াখাকির বাসিন্দারা। ঘরকন্নার অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। জয়নগরের ঘটনায় এদিন কড়া মন্তব্য করেন রাজ্যপাল। বলেন, হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।
জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে খুনে নতুন ট্যুইস্ট। তৃণমূল যখন ধারাবাহিকভাবে সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুলছে, তখন
খুনে অভিযুক্ত সন্দেহে একমাত্র ধৃতের আত্মীয়ও এবার দাবি করলেন, সাহারুল শেখ তৃণমূল করেন। সিপিএমের শেখানো কথা বলছেন, প্রতিক্রিয়া সওকত মোল্লার।
প্রেক্ষাপট
১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে (WC 2023) ভারত (India)। ৭০ রানে নিউজিল্যান্ডকে হারাল রোহিত ব্রিগেড। বিরাট-শ্রেয়সের সেঞ্চুরি। ৭ উইকেট সামির। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। উনিশের বিশ্বকাপের সেমিতে নিউজিল্যান্ডের কাছে হারের বদলা। সামনে তৃতীয়বার ট্রফি জয়ের হাতছানি। প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপে (ICC WC 2023) ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা সামি। ওয়াংখেড়েতে বিরাট ইতিহাস। সচিনের সামনেই সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করলেন সেঞ্চুরির হাফ সেঞ্চুরি।
মাঠে নেমেই আগুনে স্পেলিং সামির। ৬টি ম্যাচেই ২৩টি উইকেট। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট। প্রথম ভারতীয় পেসার হিসেবে ৭ উইকেটের নজির।
খাস কলকাতায় (Kolkata Crime News) ফের থানায় পিটিয়ে মারার অভিযোগ। কাঠগড়ায় আমহার্স্ট স্ট্রিট থানা। প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ।
থানায় পিটিয়ে খুনের অভিযোগ। আমহার্স্ট স্ট্রিট-কলেজ স্ট্রিটে বিক্ষোভ। ওসি-কে ক্লোজ করার দাবি বিজেপির (BJP)। চুরির ফোন জমা দিতে থানায় এসে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি পুলিশ সূত্রের।
আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে তদন্তের আশ্বাস পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি হবে। জানালেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা।
আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে হাইকোর্টে (High Court) যাচ্ছে বিজেপি। আদালতের কাছে আবেদন করা হবে যাতে ময়নাতদন্ত রাজ্য সরকারের হাসপাতালে না হয়, জানালেন সজল ঘোষ (Sajal Ghosh)।
নেতা খুনের ২ দিন পরেও দুষ্কৃতীরা নাগালের বাইরে। বাজেয়াপ্ত দুটি বাইকের একটি সিপিএম (CPIM) কর্মী মুসিবুরের নামে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন, ৫ কিলোমিটার দূরে কী করে গেল বাইক, প্রশ্ন পরিবারের।
জয়নগরে শাসক নেতা খুনে ট্যুইস্ট। সাহারুল শেখ তৃণমূল করেন। দাবি ধৃতের পরিবারের। সিপিএমের (CPIM) শেখানো বুলি। পাল্টা সওকত। সবাই জানে কারা খুন করেছে। খোঁচা সুজনের।
এখনও আতঙ্ক জয়নগরের (Joynagar) দলুয়াখাকিতে। আতঙ্কের মধ্যেই দলুয়াখাকিতে ফিরলেন ঘরছাড়ারা। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল পুলিশ।
রাজ্যে কিছু জায়গায় অপরাধের পরিবেশ। আইন আইনের পথে চলবে, রাজভবন কর্তব্য পালন করবে, জয়নগরকাণ্ডে কড়া বার্তা রাজ্যপালের (CV Ananda Bose)। শীতঘুম খোঁচা তৃণমূলের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -