West Bengal News Live Updates: কুড়মিদের নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে সমালোচনা ঝড়
WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।
কুড়মিদের নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে সমালোচনা ঝড়। সুকান্ত মজুমদার ক্ষমা চাইলেও অবস্থানে অনড় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে বুধবার খড়গপুরে বিজেপি সাংসদের বাড়িতে যাওয়ার কর্মসূচি নিয়েছে আদিবাসী-কুড়মি সমাজ।
অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া ১৬ লক্ষ টাকা ববিতা সরকারকে ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু টাকা ফেরতের জন্য় কিছুটা সময় চেয়েছেন ববিতা। তাঁর দাবি, সেই টাকায় একটা গাড়ি কিনেছেন তিনি। মামলার জন্য়ও কিছুটা খরচ হয়ে গেছে। ১৯ শে মে-র মধ্য়ে প্রথম কিস্তি ও ৬ জুনের মধ্য়ে পুরো টাকা মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই পুরো টাকাটাই তুলে দেওয়া হবে সদ্য় চাকরিপ্রাপ্ত অনামিকা রায়কে।
বিজেপি থেকে আসা লোকজনের নাম ভোটার তালিকায় রেখেছেন ব্লক সভাপতি। এই অভিযোগ তুলে গোপন ব্যালটে ভোটদান থেকেই বিরত থাকলেন পঞ্চায়েত প্রধান-সহ ব্লকের নেতা-কর্মীরা। এবার আউশগ্রামে ভোটাভুটি নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। দলে অনেক আবর্জনা এসেছে, কার্যত কোন্দলের কথা স্বীকার করে নিলেন পঞ্চায়েতমন্ত্রীও।
এত ব্যাপক দুর্নীতি হয়েছে যে, কে বৈধ আর কে অবৈধভাবে চাকরি পেয়েছেন, খুঁজে বের করা সম্ভব নয়। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। মঙ্গলবার এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল মামলায় এদিন, নির্দেশ সংশোধন করে বিচারপতি জানান, ৩৬ হাজার নয়, প্রাথমিকে চাকরি বাতিলের সংখ্যা প্রায় ৩২ হাজার।
নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজি মোড়ে একটি বহুতল আবাসনের ১৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক তরুণী ৷ ঘটনাটি ঘটেছে আজ বিকেল ৪টা ১৫ নাগাদ ৷ মৄতের নাম শ্রীময়ী মিশ্র (২৯) বলে জানা গিয়েছে ৷
কয়লা পাচার মামলায় জামিন পেলেন অন্য়তম অভিযুক্ত বিকাশ মিশ্র। তবে হাইকোর্টের দেওয়া সমস্ত শর্ত বহাল থাকবে বলে জানিয়েছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। বিকাশ মিশ্রর জামিন মঞ্জুর হলেও,
কয়লা পাচারকাণ্ডে ধৃত ECL-এর প্রাক্তন টেকনিক্যাল ডিরেক্টর সুনীলকুমার ঝা এবং CISF-এর ইন্সপেক্টর আনন্দ কুমার সিং-কে ২৯ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। প্রভাবশালী তত্ত্বে এঁদের জামিন খারিজের আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী। পরবর্তী শুনানি ২৯ মে।
মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিলে অনুমতিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ রাজ্যের। গ্রুপ ডি পদে বঞ্চিত চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর পাড়ায় হ্যারিকেন নিয়ে মিছিল করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থীরা ১৭ মে, হরিশ মুখার্জি রোড ধরে কালীঘাট থানা পর্যন্ত মিছিল করতে পারবেন বলে গতকালই অনুমতি দেন বিচারপতি মান্থা।
পুকুরে মোবাইল ফোন ফেলেও কাজ হল না। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোন থেকে একশো শতাংশ তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করল সিবিআই।কেন্দ্রীয় এজেন্সির দাবি, SSC মামলার তদন্ত শুরু হওয়ার পরেই জীবনকৃষ্ণ তাঁর দুটি ফোন থেকে প্রচুর কথোপকথন ও ছবি ডিলিট করে দেন। কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে মুছে দেওয়া ডেটার একশো শতাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের দাবি, ডেটা রিট্রিভ করে জীবনকৃষ্ণর কাছ থেকে নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় পৌঁছেছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই সমস্ত তথ্য লুকোতেই বাড়িতে তল্লাশি চলাকালীন ফোন দুটি পুকুরে ফেলে দেন জীবনকৃষ্ণ।
জামালপুরের পুনরাবৃত্তি বুদবুদে। ফের তৃণমূলে নবজোয়ারে পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুুললেন তৃণমূল নেতাদের একাংশ। গতকাল বুদবুদের মানকরে আউশগ্রাম, গলসি, মঙ্গলকোট, ভাতার, এই ৪টি বিধানসভার পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ব্যালটে ভোট নেওয়া হয়। তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, ভোটার তালিকায় দলের অনেক নেতা, কর্মীর নাম না থাকলেও বহিরাগতদের নাম রয়েছে। স্বজনপোষণের অভিযোগে ব্লক সভাপতিকে কাঠগড়ায় তুলেছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। গ
দলের অন্দরের এই ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ ব্লক সভাপতি। তবে কোন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। দলীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন।
নিউটাউনের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হল এক বিদেশি নাগরিকের দেহ। ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার করে টেকনো সিটি থানার পুলিশ। কলকাতা পুলিশে মিসিং ডায়েরি করেছিলেন মৃত সুইডেনের নাগরিকের বাবা। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের।
একবালপুরে অবৈধ বিল্ডিং গড়ে ওঠার অভিযোগ নিয়ে বামেদের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাম আমলে তৈরি হয়েছে অবৈধ বিল্ডিংগুলি। একবালপুরে বিদ্যুৎসপৃষ্ট হয়ে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এই অভিযোগ করেন তিনি। যার পাল্টা জবাব দিয়েছে বামেরাও।
নারায়ণগড়ে বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষরা। বিডিওর অফিসের দরজায় সেঁটে দেওয়া হল নো এন্ট্রি পোস্টার। অবিলম্বে তাঁর অপসারণ দাবি করেছেন তৃণমূল নেতারা। কাটমানির সরকার চলছে সেই অভিযোগ প্রমাণিত, কটাক্ষ করেছে বিজেপি। এনিয়ে প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত বিডিওর।
খড়গপুর পুরসভায় বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যুব তৃণমূলের টাউন সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল পুর কর্তৃপক্ষ। পাল্টা পুর চেয়ারপার্সনকে নিশানা করেছেন অিযুক্ত যুব তৃণমূল নেতা। গোষ্ঠীকোন্দল সামনে আসতেই কটাক্ষ করেছে বিজেপি।
৩২ হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের, চাকরি বাতিলের নির্দেশকে চ্য়ালেঞ্জ জানিয়ে, ডিভিশন বেঞ্চে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার
পুর-নিয়োগে দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।
'সিঙ্গল বেঞ্চ তো চাকরি হারাদের নেকড়ের সামনে ছুড়ে ফেলেনি', ৩২ হাজারের চাকরি বাতিলের নির্দেশ নিয়ে মন্তব্য ডিভিশন বেঞ্চের।
'ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে আসতে বলেছে। পরপর অনেকে ইন্টারভিউ-অ্যাপটিটিউড টেস্টে ৯.৫, ১০ পেয়েছে, এটা কী করে সম্ভব?'
প্রাথমিক পর্ষদকে প্রশ্ন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পর এবার মুর্শিদাবাদের সালার। এবার অ্যাম্বুল্যান্স চালকদের দাদাগিরিতে রোগিণীর মৃত্যুর অভিযোগ। বাইক দিয়ে অ্যাম্বুল্যান্স আটকে হামলা, অ্যাম্বুল্যান্সেই রোগিণীর মৃত্যু। এবিপি আনন্দের খবরের জের, অবশেষে ৩ হামলাকারী গ্রেফতার ।
'তৃণমূল নেতার কারখানার আড়ালে তৈরি হচ্ছিল বোমা', এগরা বিস্ফোরণ নিয়ে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলে এনআইএ তদন্তের দাবি। 'পঞ্চায়েত ভোটের আগে কি সন্ত্রাসের জন্য তৈরি হচ্ছিল বোমা?', তুললেন প্রশ্ন।
এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত বেড়ে সাত। সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
'তোলামূল পার্টির নেতা কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের বাড়িতে বিস্ফোরণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মৃতদেহ লোপাট করতে পারে', ট্যুইটে দাবি শুভেন্দু অধিকারীর।
এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭, আহত ৭। পাঁশকুড়া, ভূপতিনগরের পর এগরা, পূর্ব মেদিনীপুরে ভয়াবহ বিস্ফোরণ। বেআইনি বাজির আড়ালে কি এগরায় বোমার কারখানা? পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ।
এগরায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যুর খবর রয়েছে। নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের। সঙ্গে জানালেন, এর মধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে।
'ওড়িশা সীমানার কাছে বেআইনি বাজি কারখানা চলছিল।আগেও বেআইনি বাজি কারখানার মালিককে পুলিশ গ্রেফতার করেছিল। ১৯.১০.২০২২-এ আগেও গ্রেফতার হয়েছিল বাজি কারখানার মালিক', বললেন মমতা।
এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ, অন্তত ৩জনের মৃত্যু, আহত অন্তত ৭। পাঁশকুড়া, ভূপতিনগরের পর এগরা, পূর্ব মেদিনীপুরে ভয়াবহ বিস্ফোরণ।
বাজির আড়ালে কি এগরায় বোমার কারখানা? বাড়ছে সন্দেহ। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের পরেই খাদিকুল গ্রামে গিয়ে আক্রান্ত পুলিশ।
জয় না আসা পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চলবে। ফেসবুকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, "আজ, নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছি। সেখানে এমন কয়েকটি বিষয় উল্লেখ করেছি, যেখানে আমার দ্রুত নজর দেওয়া প্রয়োজন।" মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, "বাংলার মানুষ আমার সম্পদ। আমি সবসময় তাঁদের ভাল থাকাকে অগ্রাধিকার দিয়েছি। তাঁদের জন্য কাজ করেছি। ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করতে চাই। কোনও মানুষ যাতে তার জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখব। কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এ রাজ্যের মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন। কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতি নিরপরাধ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। সবাইকে আশ্বস্ত করছি, জয়ী না হওয়া পর্যন্ত এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।" ফেসবুকে লেখেন মুখ্যমন্ত্রী।
এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ, অন্তত ৩জনের মৃত্যু, আহত অন্তত ৪। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেহ
বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, জানিয়েছেন স্থানীয়রা। ওড়িশা সীমানার কাছে এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ।
বাজি কারখানার আড়ালে চলছিল কি অন্য কিছু? সন্দেহ স্থানীয়দের
অভিনেতা বনি সেনগুপ্তকে নিয়ে জন্মদিনের আগের দিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কৌশানি মুখোপাধ্যায়। সঙ্গে মদন মিত্র।
এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে একাধিক ব্যক্তির মৃত্যু আশঙ্কা। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেহ। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের পর তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পর মুর্শিদাবাদের সালার। অ্যাম্বুল্যান্স চালকদের দাদাগিরিতে রোগী মৃত্যুর অভিযোগ। শববাহী গাড়ি না মেলার পর এবার অ্যাম্বুল্যান্স চালকদের দাদাগিরির অভিযোগ। কিডনির সমস্যায় ভুগছিলেন সালারের বাসিন্দা চাঁদতারা বিবি। গতকাল ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতায় রেফার করা হলে, পরিচিত অ্যাম্বুল্যান্স। চালককে ডাকে রোগিণীর পরিবার। অভিযোগ, বাধা দেন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্স চালকরা। অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালানোর অভিযোগ। হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় রোগিণীর মৃত্যুর অভিযোগ।
ভাতারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের আগে সামনে এল তৃণমূলের কোন্দলের ছবি। বিধায়ক মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার অনুগামীরা। দিলেন স্লোগান। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ, দলে পুরনোদের গুরুত্ব না দিয়ে, বিজেপি থেকে আসা লোকজন নিয়ে ঘুরছেন ভাতারের বিধায়ক। কারও সঙ্গে আলোচনা না করেই বুথ সভাপতিদের বদল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীরা। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন বিধায়ক। অন্যদিকে, বিক্ষোভের নেপথ্যে বিজেপির হাত দেখছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বিজেপির কটাক্ষ, শাসকদলের কোন্দল চার দেওয়ালের বাইরে বেরিয়ে এখন রাস্তায় নেমেছে।
পুকুরে মোবাইল ফোন ফেলেও কাজ হল না। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোন থেকে একশো শতাংশ তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করল সিবিআই।কেন্দ্রীয় এজেন্সির দাবি, SSC মামলার তদন্ত শুরু হওয়ার পরেই জীবনকৃষ্ণ তাঁর দুটি ফোন থেকে প্রচুর কথোপকথন ও ছবি ডিলিট করে দেন। কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে মুছে দেওয়া ডেটার একশো শতাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের দাবি, ডেটা রিট্রিভ করে জীবনকৃষ্ণর কাছ থেকে নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় পৌঁছেছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই সমস্ত তথ্য লুকোতেই বাড়িতে তল্লাশি চলাকালীন ফোন দুটি পুকুরে ফেলে দেন জীবনকৃষ্ণ।
ভাতারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের আগে সামনে এল তৃণমূলের কোন্দলের ছবি। বিধায়ক মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার অনুগামীরা। দিলেন স্লোগান। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ, দলে পুরনোদের গুরুত্ব না দিয়ে, বিজেপি থেকে আসা লোকজন নিয়ে ঘুরছেন ভাতারের বিধায়ক। কারও সঙ্গে আলোচনা না করেই বুথ সভাপতিদের বদল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীরা। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন বিধায়ক। অন্যদিকে, বিক্ষোভের নেপথ্যে বিজেপির হাত দেখছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বিজেপির কটাক্ষ, শাসকদলের কোন্দল চার দেওয়ালের বাইরে বেরিয়ে এখন রাস্তায় নেমেছে।
জামালপুরের পুনরাবৃত্তি বুদবুদে। ফের তৃণমূলে নবজোয়ারে পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুুললেন তৃণমূল নেতাদের একাংশ। গতকাল বুদবুদের মানকরে আউশগ্রাম, গলসি, মঙ্গলকোট, ভাতার, এই ৪টি বিধানসভার পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ব্যালটে ভোট নেওয়া হয়। তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, ভোটার তালিকায় দলের অনেক নেতা, কর্মীর নাম না থাকলেও বহিরাগতদের নাম রয়েছে। স্বজনপোষণের অভিযোগে ব্লক সভাপতিকে কাঠগড়ায় তুলেছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। গ
দলের অন্দরের এই ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ ব্লক সভাপতি। তবে কোন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। দলীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন।
জয় না আসা পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চলবে। ফেসবুকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, আজ, নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছি। সেখানে এমন কয়েকটি বিষয় উল্লেখ করেছি, যেখানে আমার দ্রুত নজর দেওয়া প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, বাংলার মানুষ আমার সম্পদ। আমি সবসময়ে তাঁদের ভাল থাকাকে অগ্রাধিকার দিয়েছি। তাঁদের জন্য কাজ করেছি। ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করতে চাই। কোনও মানুষ যাতে তার জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখব। কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এ রাজ্যের মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন। কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতি নিরপরাধ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। সবাইকে আশ্বস্ত করছি, জয়ী না হওয়া পর্যন্ত এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ফেসবুকে লেখেন মুখ্যমন্ত্রী।
গতকালের ঝড়ে লন্ডভন্ড শহর। ক্যামাক স্ট্রিটে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় একটি গাড়ি। বিজ্ঞাপনের বিলবোর্ড বেঁকে রাস্তার ওপর ঝুলতে শুরু করে। এর ফলে সকালে যান চলাচলে সমস্যা হয়। দ্রুত কাজে নামে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিল বোর্ড কেটে রাস্তা পরিষ্কার করা হয়।
নিয়োগ দুর্নীতি তদন্তে OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসা-র দুই আধিকারিককে আজ নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। সূত্রের খবর, হাতে আসা বয়ানকে সামনে রেখে এঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। নাইসা-র আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে, OMR শিট বিকৃত করার প্রক্রিয়া কবে শুরু হয়েছিল, কতদিন ধরে চলেছিল। কাদের নির্দেশে হয়েছিল OMR শিট বিকৃত করা হয়েছিল তাও জানতে চাইবেন সিবিআই অফিসাররা।
জামালপুরের পুনরাবৃত্তি বুদবুদে। ফের তৃণমূলে নবজোয়ারে পঞ্চায়েতের প্রার্থী বাছাই ভোটে স্বজনপোষণের অভিযোগ তুুললেন তৃণমূল নেতাদের একাংশ। গতকাল বুদবুদের মানকরে আউশগ্রাম, গলসি, মঙ্গলকোট, ভাতার, এই ৪টি বিধানসভার পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ব্যালটে ভোট নেওয়া হয়। তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, ভোটার তালিকায় দলের অনেক নেতা, কর্মীর নাম না থাকলেও বহিরাগতদের নাম রয়েছে। স্বজনপোষণের অভিযোগে ব্লক সভাপতিকে কাঠগড়ায় তুলেছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। গুরুত্ব
দিতে নারাজ ব্লক সভাপতি। তবে কোন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। দলীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন।
নৌশাদ সিদ্দিকিকে প্রকাশ্যে হুমকি আরাবুল ইসলামের। 'উন্নয়ন দিয়ে ভাঙড়ে কাজ হবে না। নৌশাদদের পিঠের চামড়া তুলে নিতে হবে। পালিশ হবে আইএসএফ কর্মীরা। নৌশাদ ভাঙড়ের মাটি গরম করার চেষ্টা করছ। তোমাকে পাকা রাস্তায় ফেলে মারবে তৃণমূল কর্মীরা'। প্রকাশ্যে হুমকি আরাবুল ইসলামের।
উন্নয়নমূলক কাজের জন্য কাটমানি নেন খোদ বিডিও। এই অভিযোগ তুলে বেলদায় তাঁর অফিস ঘেরাও করলেন তৃণমূল পরিচালিত নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি ও কর্মাধ্যক্ষরা। বিডিও-র অনুপস্থিতিতে তাঁর ঘরের দরজায় সেঁটে দেওয়া হল নো এন্ট্রি স্টিকার। গতকাল এই ঘটনা ঘটে নারায়ণগড়ের বিডিও-র দফতরে। তৃণমূল নেতাদের দাবি, বিডিও-র সঙ্গে দেখা করার জন্য তাঁকে দফতরে থাকতে বলা হয়েছিল। কিন্তু অফিসেই আসেননি বিডিও। তাঁর অপসারণ দাবি করেছেন তৃণমূল নেতারা। এই নিয়ে নারায়ণগড়ের বিডিও কৃশানু রায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, সাড়া মেলেনি।
ঝড়-বৃষ্টিতে হাওড়ায় মৃত্যু হল তিনজনের। শিবপুরে বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর। উলুবেড়িয়ায় টালির চাল ভেঙে প্রাণ গেল এক ব্যক্তির। বাগনানের বরুণদায় গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার।
২৪মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ। বেলা ১২টায় ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
বড় লড়াইয়ের জন্য তৈরি হোন। এজেন্সির নামে লোক ঢুকে যাবে। কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে কার্যত ভবিষ্যদ্বাণী করে শোরগোল ফেলে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
নৌশাদদের রাস্তায় ফেলে মারবে তৃণমূল কর্মীরা। ISF কর্মীদের পালিশ করা হবে। সোমবার ভাঙড়ে বোমাবাজির ঘটনার পর এই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পাল্টা জবাব দিয়েছেন ISF বিধায়ক। এদিকে বোমাবাজিতে আহত শিশুকে চিকিৎসার জন্য আনা হয়েছে কলকাতার হাসপাতালে।
প্রেক্ষাপট
কলকাতা: ডিপ্লোমা কোর্সে ডাক্তার তৈরি করা সম্ভব নয়। ৩ বছরের কোর্সে চিকিৎসকের সহায়ক তৈরি করা যেতে পারে। প্রথম দিনের বৈঠকে মত রাজ্যেরই বিশেষজ্ঞ কমিটির।
মহার্ঘ ভাতার দাবিতে বন্ধ, সামিল হলে কর্মজীবনে ছেদের সরকারি বিজ্ঞপ্তি নিয়েই প্রশ্ন হাইকোর্টের (Calcutta High Court)। মামলাকারী শিক্ষকের বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ।
মহার্ঘ ভাতা দিলেই তো আর ঝামেলা হয় না। বদলির নির্দেশের মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শোকজের সঙ্গে বদলির নোটিস সম্পর্কযুক্ত বলে মন্তব্য।
বাধ্যতামূলক নয়, মহার্ঘ ভাতা ঐচ্ছিক। আন্দোলনকারীদের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। কোর্টই বলেছে আইনি অধিকার, বকেয়া দিতে হবেই, পাল্টা সরকারি কর্মীরা।
মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন। কাজ ছেড়ে ধর্না, সার্ভিক রুল ব্রেক দেখছেন মুখ্যমন্ত্রী। তুললেন কেন্দ্রের বকেয়ার দাবি।
প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীনের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পর্ষদ। পাল্টা মামলার প্রস্তুতি বঞ্চিত চাকরিপ্রার্থীদেরও
নিয়োগে অনিয়ম, ৩৬ হাজার চাকরিচ্যুতদের জন্য ডিএ আন্দোলনকারীদেরই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। চাকরি গিয়েছে তো আপনারই জন্য, পাল্টা অধীর।
এজলাস বদলের সঙ্গে জিজ্ঞাসাবাদের কী সম্পর্ক? অভিষেক-কুন্তল মামলায় সিবিআইকে প্রশ্ন হাইকোর্টের। দিলেন না কোনও স্থগিতাদেশ। আজ ফের শুনানি।
ফের প্রশ্নে সিবিআই
রাজ্যে উপাচার্য নিয়োগে এবার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিই বাদ!৫ সদস্যের কমিটিতে উচ্চ শিক্ষা দফতর, সংসদের প্রতিনিধি। এল অর্ডিন্যান্স।
বোমাকাণ্ড ঘিরে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফকে দেখে নেওয়ার হুমকি আরাবুলের।
ফের বোমা-বিদ্ধ শৈশব। ভাঙড়ে বোমার অভিঘাতে অসুস্থ শিশু। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ আইএসএফের। অস্বীকার শাসক দলের।
বিজেপি বিরোধী জোট নিয়ে মমতার মুখে কংগ্রেসের নাম। স্বাগত জানালেন কর্ণাটকে কংগ্রেসের জয়ের অন্যতম কারিগর ডি কে শিবকুমার।
অন্য রাজ্যে সমর্থন করলে, এরাজ্যে চলবে না বিরোধিতা। জোট নিয়ে কংগ্রেসকে কার্যত শর্ত মমতার। বিজেপির হারে পাগলের প্রলাপ, পাল্টা অধীর।
বিজেপিকে ধরাশায়ী করার পরে এবার কর্ণাটকের কুর্সিতে কে? মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সিদ্দারামাইয়া। ডেপুটি সিএম হতে পারেন ডি কে শিবকুমার।
নেই টাকা, মেলেনি শববাহী গাড়ি। ব্যাগে সন্তানের মৃতদেহ নিয়ে ২০০ কিলোমিটার পাড়ি অসহায় বাবার!
সন্তান হারিয়ে শোকে পাথর পরিবার, তাও মেলেনি সাহায্য! রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতর।
জলপাইগুড়ির লজ্জার ছবি এবার কালিয়াগঞ্জে। এটাই বাংলার বাস্তব, আক্রমণে বিজেপি। সরকারের বিরুদ্ধে চক্রান্ত চেষ্টা নয় তো? প্রশ্ন কুণালের।
২৪ মে উচ্চমাধ্যমিকের (Uchchamadhyamik) ফলপ্রকাশ। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিন পরে রেজাল্ট। বেলা সাড়ে বারোটা থেকে ওয়েবসাইটে ফল। ৩১ মে-র মধ্যে স্কুলে পৌঁছবে মার্কশিট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -