West Bengal News Live Updates: 'মোনালিসা ছোট মেয়ে, বলে দেব, উঠে যাবে', কাউন্সিলরের ধর্না নিয়ে এবার মুখ খুললেন সুদীপ

Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 17 Apr 2024 09:08 PM
WB News Live Updates: 'মোনালিসা ছোট মেয়ে, বলে দেব, উঠে যাবে', কাউন্সিলরের ধর্না নিয়ে এবার মুখ খুললেন সুদীপ

অস্বস্তি বাড়িয়ে বিদ্রোহী কাউন্সিলর, মুখ খুললেন সুদীপ । 'মোনালিসা ছোট মেয়ে, বলে দেব, উঠে যাবে'। সুদীপের নির্বাচনী কার্যালয়ের সামনে ৪৮ ঘণ্টা ধর্নায় কাউন্সিলর । দলের কাউন্সিলরের বিদ্রোহ, এবার মুখ খুললেন সুদীপ ।

West Bengal News Live: মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে বোমাবাজি, আহত ১

মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে বোমাবাজি। মুর্শিদাবাদের শক্তিপুরে বোমাবাজি, আহত ১। মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি আহত মহিলা।

WB News Live Updates: খড়গপুরের পর মেদিনীপুর, ফের পুলিশকে হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের

খড়গপুরের পর মেদিনীপুর, ফের পুলিশকে হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নিতে গড়িমসির অভিযোগ, থানায় তালা বিজেপির। রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ অগ্নিমিত্রার। এফআইআর নিতে গড়িমসির অভিযোগে থানায় তালা ঝোলাল বিজেপি। অগ্নিমিত্রার নেতৃত্বে মেদিনীপুর কোতোয়ালি থানায় তালা ঝোলালেন বিজেপি নেতারা। আইসি নেই বলে অভিযোগ নিচ্ছিল না থানা, অভিযোগ মেদিনীপুরের বিজেপি প্রার্থীর। ডিউটি অফিসারের সঙ্গে দুর্ব্যবহার বিজেপি নেতা-কর্মীদের, দাবি আইসি-র।

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি, অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে নালিশ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি । অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে কমিশনে নালিশ। 'চোর স্লোগান নিয়ে ময়নাগুড়ির সভা থেকে মমতার হুমকি'। 'বোঝাই যাচ্ছে ভোটের পরে সন্ত্রাসে উস্কানি দেওয়া হচ্ছে'। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি বিজেপির ।

WB News Live Updates: বিজেপি প্রার্থীর হাতে জলের গ্লাস তুলে দিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক, ইসলামপুরে রামনবমীতে সম্প্রীতির ছবি

ইসলামপুরে রামনবমীতে সম্প্রীতির ছবি। বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে যোগ দিলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পাল। তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময় বিজেপি প্রার্থীর হাতে জলের গ্লাস তুলে দিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

West Bengal News Live: ভোটের দিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

ভোটের দিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। 'নিজের বুথ এলাকার বাইরে যেন বেরোতে না পারেন উদয়ন গুহ'। নির্বাচন কমিশনের কাছে আর্জি নিশীথ প্রামাণিকের। 'উদয়নের উস্কানিতেই একাধিক বার হামলা'। 'ভোট পরবর্তী হিংসাতেও উদয়নের নাম রয়েছে জাতীয় মানবাধিকার কমিশনে'। 'উদয়নের নেতৃত্বেই কোচবিহারে গুন্ডাগিরি করে তৃণমূল'। অভিযোগ জানিয়ে উদয়নের গতিবিধিতে বেড়ি পরানোর আর্জি নিশীথের।

WB News Live Updates: হাওড়া ও রামপুরহাটে রামনবমীর মিছিলে অস্ত্র হাতে বিজেপি প্রার্থীরা

হাওড়া ও রামপুরহাটে রামনবমীর মিছিলে অস্ত্র হাতে বিজেপি প্রার্থীরা। পুরুলিয়া, রামপুরহাটেও অস্ত্র-মিছিল। অশান্তিতে উস্কানির অভিযোগ তৃণমূলের।

West Bengal News Live: রামনবমী উপলক্ষে রাজ্যজুড়ে শোভাযাত্রা গেরুয়া শিবিরের

রামনবমী উপলক্ষে রাজ্যজুড়ে শোভাযাত্রা গেরুয়া শিবিরের। মিছিলে সামিল শুভেন্দু, সুকান্ত, দিলীপরা। রামনবমীর মিছিলে তৃণমূল প্রার্থী শতাব্দী-দেব-সায়নীরাও। 

WB News Live Updates: জাতীয় স্তরে তৃণমূলই I.N.D.I.A কে নেতৃত্ব দেবে, শিলচরে মমতা

জাতীয় স্তরে তৃণমূলই I.N.D.I.A কে নেতৃত্ব দেবে, শিলচরে মমতা

West Bengal News Live: সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ ভোটের বার্তা দিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী

সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ ভোটের বার্তা দিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী স্বপন দত্ত বাউল

WB News Live Updates: শিলাবৃষ্টিতে বিধ্বস্ত আলিপুরদুয়ারের কুমারগ্রাম, ক্ষতিগ্রস্ত এলাকায় তৃণমূল প্রার্থী 

শিলাবৃষ্টিতে বিধ্বস্ত আলিপুরদুয়ারের কুমারগ্রাম, ক্ষতিগ্রস্ত এলাকায় তৃণমূল প্রার্থী 

West Bengal News Live: তরোয়াল হাতে শোভাযাত্রায় বিজেপির মিছিল হাওড়ায় 

তরোয়াল হাতে শোভাযাত্রায় বিজেপির মিছিল হাওড়ায় 

WB News Live Updates: তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তার ওপর আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। 

West Bengal News Live: রামনবমী উপলক্ষে হাওড়ায় তৃণমূলের মিছিলে উঠল জয় শ্রীরাম স্লোগান

রামনবমী উপলক্ষে হাওড়ায় তৃণমূলের মিছিলে উঠল জয় শ্রীরাম স্লোগান। জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে মিছিলে সামিল হলেন তৃণমূল কর্মীরা। মহাবীরচক থেকে শুরু হওয়া মিছিলে অংশ নেবেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়, যুব তৃণমূলের সভানেত্রী ও যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ। বজরংবলী মন্দিরে শেষ হবে শোভাযাত্রা। 

WB News Live Updates: ঘাটালে রামনবমী পালন, তৃণমূল প্রার্থী দেবের মুথে জয় শ্রীরাম স্লোগান

তৃণমূল প্রার্থী দেবের মুথে জয় শ্রীরাম স্লোগান, 

West Bengal News Live: ভোটের মুখে গাইঘাটায় 'শ্যুটআউট'! দুষ্কৃতীদের বিরুদ্ধে শূন্যে গুলি চালানোর অভিযোগ

ভোটের মুখে গাইঘাটায় 'শ্যুটআউট'! দুষ্কৃতীদের বিরুদ্ধে শূন্যে গুলি চালানোর অভিযোগ

WB News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমী-বিতর্ক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমী-বিতর্ক, রামনবমী উদযাপনের অনুমতি দিয়েও প্রত্যাহারের অভিযোগ

West Bengal News Live: রামনবমী উপলক্ষে ছুটি ঘোষণা রাজ্য সরকারের

রামনবমী উপলক্ষে ছুটি ঘোষণা রাজ্য সরকারের

WB News Live Updates: হাওড়ায় রামনবমী উপলক্ষে বিজেপি কর্মীদের অস্ত্র মিছিল

হাওড়ায় রামনবমী উপলক্ষে বিজেপি কর্মীদের অস্ত্র মিছিল। বুধবার সকালে মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত একটি রামনবমীর শোভাযাত্রা বের হয়। 

West Bengal News Live: শুক্রবার পর্যন্ত ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। শুক্রবার পর্যন্ত ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। ১৯শে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা। 

WB News Live Updates: নিউটাউনে রামনবমীর মিছিলে শুভেন্দু অধিকারী

নিউটাউনে রামনবমীর মিছিলে শুভেন্দু অধিকারী

West Bengal News Live: রাম নবমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর

রামনবমী নিয়ে গেরুয়া শিবিরের সঙ্গে জোড়াফুলও আসরে। হাওড়ায় আজ বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি তৃণমূলেরও মিছিল। রাম নবমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর। 

WB News Live Updates: ভোটের আগে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার দত্তপুকুর, ৩ বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ

ভোটের আগে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার দত্তপুকুর, ৩ বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ

West Bengal News Live: নন্দীগ্রামের বিরুলিয়ায় দেবাংশু ভট্টাচার্যের গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান বিজেপি কর্মীদের

নন্দীগ্রামের বিরুলিয়ায় দেবাংশু ভট্টাচার্যের গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান বিজেপি কর্মীদের। ধর্মীয় অনুষ্ঠান থেকে কর্মী সভায় যাওয়ার পথে তমলুকের তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ করে স্লোগান দেওয়া হয়। বিজেপি অসভ্যের দল বলে পাল্টা আক্রমণ দেবাংশুর।

WB News Live Updates: রামনবমীতে মমতার শুভেচ্ছা, শান্তিরক্ষার আবেদন

রামনবমীতে মমতার শুভেচ্ছা, শান্তিরক্ষার আবেদন

West Bengal News Live: 'বাংলায় গরিবদের জন্য ৩ কোটি নতুন ঘর তৈরি হবে' ভোটের মুখে আশ্বাস নরেন্দ্র মোদির

আপনাদের স্বপ্ন, আমার সংকল্প। বাংলায় গরিবদের জন্য ৩ কোটি নতুন ঘর তৈরি হবে। ভোটের মুখে আশ্বাস নরেন্দ্র মোদির।

WB News Live Updates: রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকেই রাজ্যপালকে ৬ উপাচার্য নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকেই রাজ্যপালকে ৬ উপাচার্য নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের। বাকি উপাচার্য নিয়োগের জন্য় তালিকা পাঠাতে রাজ্য সরকারকেও নির্দেশ সর্বোচ্চ আদালতের। ৬ দিয়ে শুরু, শেষ একত্রিশে, পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আচার্যই নিয়োগকর্তা, পাল্টা রাজভবন। 

West Bengal News Live: ভোটের মুখে রামনবমী, গেরুয়া শিবিরের সঙ্গে আসরে তৃণমূলও

ভোটের মুখে রামনবমী, গেরুয়া শিবিরের সঙ্গে আসরে তৃণমূলও। হাওড়ায় আজ বিশ্ব হিন্দু  পরিষদের পাশাপাশি তৃণমূলেরও মিছিল। রামনবমী উপলক্ষে আজ হাওড়ার মহাবীরচকে মিছিল তৃণমূলের। হনুমান মন্দির থেকে বজরংবলী মন্দির পর্যন্ত শোভাযাত্রা করবে তৃণমূল। 

WB News Live Updates: অভিষেকের কপ্টারে তল্লাশির বিতর্কের মধ্যেই এবার নিশীথের কনভয়ে চেকিং

অভিষেকের কপ্টারে তল্লাশির বিতর্কের মধ্যেই এবার নিশীথের কনভয়ে চেকিং। দিনহাটায় গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি।

West Bengal News Live: প্রথম দফার ভোটের আগে রামনবমী নিয়ে তুঙ্গে সংঘাত

প্রথম দফার ভোটের আগে রামনবমী নিয়ে তুঙ্গে সংঘাত। উদযাপন ভেস্তে দিতে চক্রান্তের অভিযোগে চড়া সুর মোদির। পাল্টা হিংসা চড়ানোর চেষ্টার অভিযোগ মমতার। 

প্রেক্ষাপট

প্রথম দফার ভোটের আগে রামনবমী নিয়ে তুঙ্গে সংঘাত। উদযাপন ভেস্তে দিতে চক্রান্তের অভিযোগে চড়া সুর মোদির (Narendra Modi)। পাল্টা হিংসা চড়ানোর চেষ্টার অভিযোগ মমতার। 


রামনবমীর আগের দিনই উত্তপ্ত খড়গপুর (Kharagpur)। মিছিলে বিধিনিষেধ নিয়ে পুলিশের সঙ্গে অগ্নিমিত্রার বচসা। 


রামনবমী নিয়ে গেরুয়া শিবিরের সঙ্গে জোড়াফুলও আসরে। হাওড়ায় আজ বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি তৃণমূলেরও মিছিল। অশান্তি রুখতে কড়া নির্দেশ পুলিশের। 


বালুরঘাটের সভা থেকে ফের ৪০০ পারের হুঙ্কার মোদির। পাল্টা কটাক্ষ মমতার। 


অভিষেকের কপ্টারে তল্লাশির বিতর্কের মধ্যেই এবার নিশীথের কনভয়ে চেকিং। দিনহাটায় গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি। 


চালসার পথে বিজেপির সভা থেকে চোর চোর স্লোগান, ময়নাগুড়ির সভায় জবাব মমতার। 


আপনাদের স্বপ্ন, আমার সংকল্প। সুকান্তর সমর্থনে বালুরঘাটের সভায় মোদির গ্যারান্টি। বিজেপির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি, পাল্টা আক্রমণে অভিষেক।


সন্দেশখালির সব অভিযোগের তদন্তে বসিরহাটে এসপি অফিসে সিবিআই। নথি চেয়ে নোটিস। কীভাবে অপরাধীদের আড়ালের চেষ্টা, দেখেছে দেশ, হুঙ্কার মোদির। 
এসপি অফিসে সিবিআই


বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগে ঝাড়গ্রামে ধুন্ধুমার।


অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি। ২০০৯, ২০১৪-র প্রার্থীই ভোটের লড়াইয়ে। 


রাজ্যের তালিকা থেকেই রাজ্যপালকে ৬ উপাচার্য নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের। ৬ দিয়ে শুরু, শেষ একত্রিশে, পোস্ট ব্রাত্যর। আচার্যই নিয়োগকর্তা, পাল্টা রাজভবন।


ভোটের আগে ২দিন আগে ছত্তীসগঢ়ের ছোটেবেতিয়ার এনকাউন্টার, ২৯ মাওবাদীর মৃত্যু। দুপুর থেকে জঙ্গলে গুলির লড়াই। ৩ জওয়ান-ও আহত। প্রচুর অস্ত্র উদ্ধার। 


গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। শুক্রবার পর্যন্ত ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। ১৯শে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.