West Bengal News Live: সল্টলেকে নার্সিং পড়ুয়াদের বিক্ষোভ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
পুরভোটে দলে ‘নির্দল’ বিদ্রোহ রুখতে কোচবিহারে কড়া পদক্ষেপ করল জেলা তৃণমূল নেতৃত্ব। কোচবিহার পুরসভার ৪ নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কার করল তারা। ভবিষ্যতে বহিষ্কৃতদের কোনও ভাবেই দলে ফেরানো হবে না বলে জানিয়েছেন উদয়ন গুহ। যদিও তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল প্রার্থী তাতে আমল দিতে নারাজ।
সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলফ সায়েন্সেসের সামনে নার্সিং পড়ুয়াদের বিক্ষোভ। পড়য়াদের দাবি, গত বছর পরীক্ষা না নিয়ে পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে। ৮ মাস পর এখন বিগত বছরের পরীক্ষা দিতে বলছে কর্তৃপক্ষ।
প্রায় দেড় মাস পর ফের ভক্তদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ। ২৩ ফেব্রুয়ারি থেকে কোভিড বিধি মেনে ফের ভক্তরা প্রবেশ করতে পারবেন মঠে। সকাল ৭টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঢোকা যাবে মঠে। তবে এখনই আরতি দর্শন করতে পারবেন না ভক্তরা। বিলি করা হবে না কোনও প্রসাদও।
নেতৃত্বের কড়া বার্তার পরেই ৭ জেলায় ৪৪জন ‘নির্দল’ বহিষ্কার । পুরুলিয়া, বীরভূম, নদিয়া, কোচবিহার, পূর্ব মেদিনীপুরে ২৭জন বহিষ্কৃত। ঝাড়গ্রামেও তৃণমূল ছেড়ে নির্দল প্রার্থী হওয়ায় ২জন বহিষ্কৃত । কৃষ্ণনগর পুরসভার ১১জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। দুবরাজপুরের ৩টি ওয়ার্ডের নির্দল প্রার্থী বহিষ্কার করল তৃণমূল। পুরুলিয়া, ঝালদা পুরসভার ৮ বিক্ষুব্ধকে বহিষ্কার করল তৃণমূল। কোচবিহারে তৃণমূল কংগ্রেস থেকে ৪জন নির্দল প্রার্থী বহিষ্কার। পূর্ব মেদিনীপুরের তমলুকেও ১জন বিক্ষুব্ধকে বহিষ্কার করে তৃণমূল। গতকালই মেদিনীপুর, খড়গপুরে ১৫জন বিক্ষুব্ধকে তৃণমূল থেকে বহিষ্কৃত করা হয়। তৃণমূল কর্মী হয়েও নির্দল হয়ে ভোটের লড়াইয়ে দাঁড়ানোয় বহিষ্কার। উত্তর ২৪ পরগনায় পিছু হঠার পথে ২৮জন বিক্ষুব্ধ, দাবি নেতৃত্বের।
শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেই জেলায় জেলায় ‘নির্দল’ বহিষ্কার। পুরুলিয়া, বীরভূম, নদিয়া, কোচবিহার, পূর্ব মেদিনীপুরে ২৭জন বহিষ্কৃত।
বিজেপি ছেড়ে এবার তৃণমূলের মঞ্চে জয় বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ায় তৃণমূলের কর্মিসভায় ভাষণ দিলেন জয়। নভেম্বরে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিজেপি ছাড়েন জয় বন্দ্যোপাধ্যায়।
ইচ্ছাপ্রকাশ করলেও এখনও তৃণমূলে যোগদান করতে পারেননি প্রাক্তন বিজেপি নেতা। তোপ দাগেন কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির রাজ্য নেতৃত্বকে। ব্যক্তিগত স্বার্থে দল ছেড়েছেন, পাল্টা তোপ বিজেপির।
যোধপুর পার্কে ‘তোলাবাজি’, বিতর্কে বন্ধ হয়ে গেল উৎসব। গ্রেফতার তোলাবাজিতে মূল অভিযুক্ত সহ ৫। অভিযুক্ত তৃণমূল নেতা বিজয় দত্ত গ্রেফতার। ১৯-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল যোধপুর পার্ক উৎসবের।
রাজ্য পুলিশ দিয়েই হতে চলেছে ১০৮টি পুরসভায় ভোট। কোথায় কীভাবে পুলিশ মোতায়েন ? পুলিশ মোতায়েন নিয়ে রিপোর্টও গেছে কমিশনে, খবর সূত্রের।
জলপাইগুড়ির বিক্ষুব্ধ তৃণমূল নেতা মলয় বন্দ্যোপাধ্যায়ের মান ভাঙালেন জেলা তৃণমূল মুখপাত্র তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে উপহার দিলেন গীতা। জেলা পরিষদের সহকারি সভাধিপতির দফতরে এদিন আসেন ১ নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ নেতা। তারপরেই মিষ্টি খাইয়ে তৃণমূলের হয়ে প্রচারে নামতে বলেন দুলাল দেবনাথ। তৃণমূলের সঙ্গেই আছি, প্রচারেও নামব, বৈঠকের পর দাবি বিক্ষুব্ধ নেতার।
ডায়মন্ড হারবারের মডেলে এবার কলকাতায় ‘এবি সম্প্রীতি’ কাপ। ফেব্রুয়ারির শেষেই কলকাতায় ‘এবি সম্প্রীতি’ কাপ। মমতার সঙ্গে অভিষেকের ছবি দিয়ে কলকাতা জুড়ে হোর্ডিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি কাপ, দাবি উঃ কলকাতা তৃণমূল যুব সভাপতির। ফুটবলের বদলে পাইকপাড়ায় ‘এবি সম্প্রীতি’ কাপে ক্রিকেট টুর্নামেন্ট..
মমতার কড়া বার্তার পরেই পুরুলিয়ায় ৮ বিক্ষুব্ধ বহিষ্কার। পুরুলিয়া, ঝালদা পুরসভার ৮ বিক্ষুব্ধকে বহিষ্কার করল তৃণমূল। ৬ বছরের জন্য দল থেকে ৮ বিক্ষুব্ধকে বহিষ্কার করল তৃণমূল।
তৃণমূল কর্মী হয়েও নির্দল হয়ে ভোটের লড়াইয়ে দাঁড়ানোয় বহিষ্কার
বহিষ্কারের নির্দেশের পরই সুর নরম তৃণমূলের বিক্ষুব্ধদের। ‘নির্বাচনে লড়বেন না, জানিয়ে দিলেন তৃণমূলের বিক্ষুব্ধ ২৮ নির্দল’। উত্তর ২৪ পরগনার ২৫ পুরসভায় ৫৭ জন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল। ৫৭ জনের মধ্যে ২৮ জন বিক্ষুব্ধর ভোটে না লড়ার সিদ্ধান্ত। দাবি তৃণমূলের জেলা নেতৃত্বের
দুয়ারে শুভেন্দু অধিকারী। এই বলেই কাঁথিতে পুরভোটের প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা। এদিন কাঁথির খড়গপুর বাইপাস সংলগ্ন মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। এরপর কাঁথি শহরের ৬টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি ঘুরে প্রচার শুরু করেন তিনি। মুখে দুয়ারে শুভেন্দু স্লোগান। একইসঙ্গে রাজ্য সরকারের দুয়ারে সরকার ও স্বাস্থ্য সাথী প্রকল্পকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী প্রচার শুরু করলেও, দীর্ঘ ৩৬ বছর পর এবার কাঁথি পুরভোটে অধিকারী পরিবারের কোনও প্রতিনিধি নেই।>
কামারহাটিতে বরফ গলল। মদন-পুত্রকে সঙ্গে নিয়ে পুরভোটের প্রচারে নামলেন সৌগত রায়। গতকাল কামারহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী কালামউদ্দিন আনসারির সমর্থনে হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তৃণমূল সাংসদ। সঙ্গে ছিলেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র। এর আগে প্রার্থী অসন্তোষ নিয়ে সৌগত রায়ের বিরুদ্ধে বিষোদগার করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যদিও এদিন প্রার্থী অসন্তোষ নিয়ে বিরোধিতার কথা অস্বীকার করেন সৌগত রায়।
সুন্দরবনে ফের বাঘের আক্রমণে মৃত এক মৎস্যজীবী। মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। তারপরই বাঘের মুখে পড়েন। মৃতের নাম নিখিল মণ্ডল। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা ৪ নং জঙ্গলে। নিখিলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিড়িপুর গ্রামে ।
বাইপাসের ধারে জলাভূমিতে মহিলার দেহ উদ্ধার। প্রগতি ময়দান থানা এলাকায় মহিলার রহস্যমৃত্যু। ধাপার কাছে জলে ভাসা অবস্থায় মহিলার দেহ উদ্ধার। ময়নাতদন্তের জন্য পাঠানো হল মহিলার দেহ।
মুখ্যমন্ত্রীর সফরের ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশ ভ্যান। আহত ৯ পুলিশকর্মী-সহ ১০ জন। বানারহাট থানা এলাকার লক্ষ্মীপাড়া চা বাগানের কাছে দুর্ঘটনাটি ঘটে।
যোধপুর পার্কে ক্যাফেতে তোলাবাজির অভিযোগ। ‘যোধপুর পার্ক উৎসবে’র নাম করে তোলাবাজির অভিযোগ। ‘উৎসবের বিজ্ঞাপনের রেট চার্ট ধরিয়ে ক্যাফে মালিককে টাকা দিতে চাপ’ ‘চেকের মাধ্যমে টাকা দিতে চাপ উদ্যোক্তাদের’। ‘টাকা দিতে অস্বীকার করায় গতরাতে ক্যাফের বাইরে জমায়েত। ‘উৎসবের উদ্যোক্তাদের বিরুদ্ধে জমায়েতের অভিযোগ। ভিডিও রেকর্ডিংয়ের সময় মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ। ‘রাজ্য মহিলা কমিশনে যোগাযোগ করায় লেক থানায় যাওয়ার পরামর্শ। লেক থানায় অভিযোগ দায়ের ক্যাফের কর্ত্রীর। থানায় অভিযোগ দায়ের করে ফেরার সময় গাড়ি আটকাবার চেষ্টা। বাইকে ধাওয়া করে গাড়ি আটকানোর চেষ্টার অভিযোগ। ‘যাদবপুর থানার সামনে গাড়ি থামিয়ে কোনওক্রমে রক্ষা। পরে পুলিশি নিরাপত্তায় বাড়ি পৌঁছন, দাবি ক্যাফের কর্ত্রীর। অভিযোগের তদন্ত করে দেখা হচ্ছে, জানিয়েছে পুলিশ। এমন ঘটনা ঘটে থাকলে ভুল হয়েছে, দাবি উৎসবের উদ্যোক্তাদের
কাঁথি কলেজে ‘দুর্নীতি’র মামলায় সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে ‘এফআইআর’। কাঁথি কলেজে ভবন তৈরিতে দুর্নীতির অভিযোগে এফআইআরের নির্দেশ। হাইকোর্টে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কাঁথি আদালতের এফআইআর। দুর্নীতির মামলা কাঁথি আদালতে পাঠায় হাইকোর্ট। তারপরেই পুলিশকে এফআইআর করার নির্দেশ কাঁথি আদালতের। কোনও নথি পাইনি, মন্তব্য করব না, বললেন সৌমেন্দু অধিকারী। কাঁথি কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু।
৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল হাইকোর্ট । অন্তঃসত্ত্বার সম্মতি নিয়েই নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। নিয়ম অনুযায়ী ২৪ সপ্তাহের পর গর্ভপাতে আদালতের অনুমতি প্রয়োজন। গর্ভধারণের পর থেকেই বাড়তে থাকে শারীরিক সমস্যা। আরও অবনতি হতে পারে অন্তঃসত্ত্বার, জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরাই গর্ভপাতের পরামর্শ দেন।এরপরই গর্ভপাতের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ, দাবি দম্পতির। গর্ভপাতের ঝুঁকি নিতে রাজি কি না জানতে চান বিচারপতি । অন্তঃসত্ত্বা সম্মতি দেওয়ার পরই নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। গর্ভপাতের সময় কিছু হলে কাউকে দায়ী করতে পারবে না দম্পতি। নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।
দলের শৃঙ্খলারক্ষায় কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ অমান্যকারী নির্দলদের সরতে হবে প্রার্থী পদ থেকে। ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থী পদ থেকে সরতে হবে। দলীয় প্রার্থীদের হয়ে নামতে হবে ভোটের ময়দানে। নির্দেশ তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির। নির্দেশ অমান্য করলে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার। নির্দেশ যাচ্ছে জেলায় জেলায়
প্রয়াত ময়দানের ‘শিল্পী’ ফুটবলার সুরজিত্ সেনগুপ্ত । প্রাণের বন্ধুর প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। বললেন, "বিশ্বমানের প্লেয়ার ছিল, ওর মূল্যায়ন হয়নি"।
প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর প্রয়াণে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। ‘দেশের অন্যতম সেরা উইঙ্গার সুরজিৎ সেনগুপ্ত দুই প্রধান ক্লাবে খেলেছেন’। ‘১৯৭৮-৭৯ সালে ইস্টবেঙ্গলের অধিনায়কের দায়িত্ব পালন করেন’। ১৯৭৪, ১৯৭৮-এ এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন’। ‘তাঁর জনপ্রিয়তা ছিল অতুলনীয়’। ‘রাজ্য সরকার ২০১৩ সালে তাঁকে বাংলার গৌরব সম্মানে ভূষিত করে’। ‘তাঁর প্রয়াণে ক্রীড়া জগতে অপূরণীয় ক্ষতি হল’। শোকবার্তায় লিখেছেন মুখ্যমন্ত্রী।
আর বাদাম বিক্রি করবেন না ভুবন বাদ্যকর। আপাতত গানই তাঁর ধ্যান-জ্ঞান। তাই সঙ্গীতচর্চায় ডুবে যেতে চান তিনি। নিজে মুখেই জানালেন সে কথা।
প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিফৎ সেনগুপ্ত প্রয়াত। করোনায় আক্রান্ত হয়েছিলেন। ২৩ জানুয়ারি থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। পরিস্থিতির অবনতি হলে কোমায়ও চলে যান।
গ্রামে ঢুকে পড়া দলছুট হাতিকে দেখতে গিয়ে গুরুতর জখম হলেন এক যুবক। আহত যুবকের নাম সুবল মুর্মু। আজ সাত সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের সাহাপুর গ্রামে। আহত যুবককে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী যোজনায় ঘর না পেয়ে উলুবেড়িয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী নবকুমার মাল যখন কর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হন, সেই সময় বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন।
ভোটে হেরেও রাজনৈতিক সৌজন্য। মিষ্টি আর ফুলের তোড়া নিয়ে জয়ী তৃণমূল প্রার্থীর বাড়িতে গেলেন বিজেপি বিধায়ক। শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে এবার বিজেপির প্রার্থী ছিলেন শঙ্কর ঘোষ। কিন্তু ওই ওয়ার্ডে জয়ী হন তৃণমূলের প্রতুল চক্রবর্তী। এদিন ফুল, মিষ্টি নিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে যান শঙ্কর ঘোষ। শাসক-বিরোধী দুই নেতাই একে শিলিগুড়ির সংস্কৃতি বলে দাবি করেছেন।
কাঁথি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে শুভেন্দু অধিকারী ভোটের প্রচারে গেলে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, স্লোগান। তবে হাল ছাড়েননি বিরোধী দলনেতা স্লোগানের মধ্যেই প্রচার চালিয়ে যান।
তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে সামনে পেয়ে বিদায়ী কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। এদিন পুরভোটের প্রচারে খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের দীনেশনগরে যান বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর কাছে ওই ওয়ার্ডের তৃণমূল ও সিপিএমের দুই প্রাক্তন কাউন্সিলর সম্পর্কে ক্ষোভপ্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। শাসকদল কাজ করেনি, কেন্দ্রের টাকা ফিরে চলে গেছে। তাই সাধারণ মানুষের প্রতিবাদকে সমর্থন করি, দাবি হিরণ চট্টোপাধ্যায়ের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মুর্শিদাবাদের আহিরণের কাছে জাতীয় সড়কে পাশে দুর্ঘটনা। পেট্রোল পাম্পে তেল ভরার পর, নিয়ন্ত্রণ হারিয়ে অটো উল্টে ৩ জনের মৃত্যু। আহত ৭ জন। সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, অটোয় ১২ জন যাত্রী ছিলেন। ধূলিয়ান থেকে রঘুনাথগঞ্জের দিকে যাওয়ার পথে, ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে তেল ভরতে ঢোকে অটোটি। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ যাত্রীর। অটোর যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার ৮৮ জন বাংলাদেশি মৎস্যজীবী। আটক ৩টি ট্রলার। গতকাল বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমানা পেরিয়ে ভারতীয় জলসীমায় ৩টি ট্রলার ঢুকে পড়ে। ট্রলারগুলিকে আটক করে ফ্রেজারগঞ্জ মত্স্য বন্দরে নিয়ে আসে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। গ্রেফতার করা হয় ৮৮ জন মত্স্যজীবীকে। ওই মত্স্যজীবীরা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তাদের গ্রেফতার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
সল্টলেকে বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস। তথ্য প্রযুক্তি সাহায্যের নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা। ডিজিট্যাল টাকা বা ভার্চুয়াল মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। সল্টলেকের ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার ১৬। গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্ত। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানাল বেশকিছু চাকরি রত গ্রুপ-সি কর্মী।আদালত শুরু হতেই বিচারপতি হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শুভঙ্কর নাগ।
দু'পক্ষের মধ্যে সবাস্থান না থাকলে সাংবিধানিক অচলাবস্থা তৈরি হতে পারে। রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার জন্য ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
দুয়ারে শুভেন্দু অধিকারী। এই বলেই কাঁথিতে পুরভোটের প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা। এদিন কাঁথির খড়গপুর বাইপাস সংলগ্ন মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। এরপর কাঁথি শহরের ৬টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি ঘুরে প্রচার শুরু করেন তিনি। মুখে দুয়ারে শুভেন্দু স্লোগান। একইসঙ্গে রাজ্য সরকারের দুয়ারে সরকার ও স্বাস্থ্য সাথী প্রকল্পকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী প্রচার শুরু করলেও, দীর্ঘ ৩৬ বছর পর এবার কাঁথি পুরভোটে অধিকারী পরিবারের কোনও প্রতিনিধি নেই।
তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। বারাসত পুরসভার দশ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগের তির বামেদের দিকে। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বামেরা।
বিশ্বভারতীতে হস্টেল খোলা-সহ একাধিক দাবিতে ফের পড়ুয়াদের বিক্ষোভ। সেন্ট্রাল অফিসের সামনে থেকে মিছিল করে ভাষা ভবনে যান বিক্ষোভকারীরা। গেট টপকে কয়েকজন পড়ুয়া ভিতরে ঢুকে পড়েন। অন্যদিকে, বিশ্বভারতীর তরফে বলাকা গেটের সামনে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পুরভোটের প্রচারে তৃণমূল প্রার্থীর চায়ে পে চর্চাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা। গতকাল বারাসাতের খেজুরতলা মোড়ে চায়ের আসরে বসে প্রচার করেন ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সমীর তালুকদার। পথচলতি মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা, দাবি তৃণমূল প্রার্থীর। তৃণমূল সবকিছুতেই বিজেপিকে অনুসরণ করে, ভোট প্রচারে চায়ে পে চর্চা নিয়ে কটাক্ষ গেরুয়া শিবিরের।
কাঁথিতে পুরভোটের প্রচার শুরু করলেন শুভেন্দু অধিকারী। এদিন কাঁথির খড়গপুর বাইপাস সংলগ্ন মন্দিরে পুজো দেন বিরোধী দলনেতা। এরপর কাঁথি শহরের বিভিন্ন ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ ৩৬ বছর পর এবার কাঁথি পুরভোটে অধিকারী পরিবারের কোনও প্রতিনিধি নেই।
পুরভোটের আগে কংগ্রেসের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।পুরুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় কংগ্রেস নেতার অভিযোগ, গতকাল রাতে নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কংগ্রেস প্রার্থী শামিম দাদ খানের নামে পোস্টার, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। কংগ্রেসের সাজানো ঘটনা, পাল্টা দাবি তৃণমূল প্রার্থী শেখ ফয়জল কামালের।
পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে কমছে করোনায় আক্রান্তের সংখ্যা। নিম্নমুখী সংক্রমণ-হারও। এই অবস্থায় কোভিড বিধি শিথিল করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল কেন্দ্র। চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ লিখেছেন, সারা দেশেই ২১ জানুয়ারি থেকে সংক্রমণ-গ্রাফ পড়তির দিকে। এই অবস্থায় সংক্রমণ-পরিস্থিতি বিচার করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যদি বাড়তি কড়াকড়ি শিথিল করে, বিধি পরিবর্তন করে, এমনকি তা তুলেও নিতে পারে। তবে কেন্দ্রের চিঠিতে এটাও বলা হয়েছে, সিদ্ধান্ত নিতে হবে দৈনিক আক্রান্তের সংখ্যা, অ্যাক্টিভ রোগীর সংখ্যা এবং সংক্রমণের হারের দিকে নজর রেখে।
পুরভোটের মুখে তৃণমূলে নির্দল-অস্বস্তি অব্যাহত। এবার উত্তর ব্যারাকপুরে নির্দল প্রার্থী হওয়া প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ক্ষোভ উগড়ে দিলেন দলেরই প্রার্থীর বিরুদ্ধে। আর এ নিয়েই কটাক্ষ করেছে বিজেপি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল।
তমলুক পুরসভায় নির্দল কাঁটা সরাতে কড়া বার্তা দিলেন এলাকার তৃণমূল বিধায়ক ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। চার নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর নাম নিয়ে সতর্ক করলেন তিনি। যদিও নির্দল প্রার্থী তাতে আমল দিতে নারাজ। এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রার্থীর বাড়িতে গিয়ে NIA তদন্ত দাবি করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। যদিও পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
সরিষাহাট বাজারে কুপিয়ে খুন ১ ব্যক্তি। ধারাল অস্ত্র নিয়ে আচমকা হামলা ৪ দুষ্কৃতীর। পালাতে গিয়ে ধরা পড়ে গণপ্রহারে মৃত ১। সম্পত্তি বিবাদে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
পুরভোটে নির্দল-অস্বস্তি রুখতে কড়া পদক্ষেপ নিল তৃণমূল।কোচবিহারে ৪ নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কার। পুরভোটে টিকিট না পেয়ে বিভিন্ন ওয়ার্ডে নির্দল হিসেবে লড়ছেন একাধিক তৃণমূল নেতা। গতকাল নির্বাচনী সভায় দলের বিক্ষুব্ধদের হুঁশিয়ারি দেন জেলা তৃণমূলের চেয়ারম্যান উদয়ন গুহ। এরপরই ৪ নির্দল প্রার্থীকে বহিষ্কার করা হয়। নির্দলরা ভোটে জিতলেও দলে ফেরানো হবে না, দাবি উদয়ন গুহর।
ফাল্গুনের শুরুতেই ফের রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। যদিও তার আগে রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ২ ডিগ্রি নীচে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা । আপাতত পরিষ্কার আকাশ। রবিবার থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন। সোমবার কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই রাজ্যে বৃষ্টি।
কোচবিহার পুরসভা নির্বাচনে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করলে বহিষ্কারের সিদ্ধান্ত। নির্দল হিসাবে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল। গতকাল একটি নির্বাচনী সভায় এই ঘোষণা করেন জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান উদয়ন গুহ। নির্দল প্রার্থীরাও জিতলেও তাঁদের আর দলে ফেরানো হবে না বলে দাবি।
কামারহাটিতে বরফ গলল। মদন-পুত্রকে সঙ্গে নিয়ে পুরভোটের প্রচারে নামলেন সৌগত রায়। গতকাল কামারহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী কালামউদ্দিন আনসারির সমর্থনে হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তৃণমূল সাংসদ। সঙ্গে ছিলেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র। এর আগে প্রার্থী অসন্তোষ নিয়ে সৌগত রায়ের বিরুদ্ধে বিষোদগার করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। যদিও এদিন প্রার্থী অসন্তোষ নিয়ে বিরোধিতার কথা অস্বীকার করেন সৌগত রায়।
নৈহাটির শিবদাসপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ। প্রতিবাদে হালিশহর পাঁচ মাথার মোড়ে অবরোধ তৃণমূল কংগ্রেস কর্মীদের। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
রোবোটের সাহায্যে বিশেষ চিকিত্সা। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিক্যুইড নাইট্রোজেন পাঠিয়ে কিডনির যে কোনও ধরনের টিউমারকে নির্মূল করার চিকিত্সা চালু হল রাজ্যে। মুকুন্দপুর ও হাওড়ার দুই বেসরকারি হাসপাতালে মিলবে এই চিকিত্সা।
কাজ শুরু ৮ বছর পর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে শুরু হল আউটডোর পরিষেবা। প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী পাওয়া গেলে ইনডোর পরিষেবাও চালু হয়ে যাবে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। নতুন ব্লক তৈরির কৃতিত্ব কার তা নিয়ে শুরু রাজনৈতিক তরজা।
আগামী ২ মার্চ রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী, ২৭ ফেব্রুয়ারি, রাজ্যের ২০টি জেলার মোট ২ হাজার ২৭২টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। এই ১০৮টি পুরসভার মোট ৯১টি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।
শুধু চাকরির নামে আর্থিক প্রতারণা নয়। হুমকি, তোলাবাজি, শ্লীলতাহানি - তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উঠে আসছে ভুরি ভুরি অভিযোগ। পুরভোটের মুখে তৃণমূল বিধায়কের আপ্ত সহায়কের গ্রেফতারি ঘিরে হুগলির কোন্নগরে তীব্র হয়েছে রাজনৈতিক তরজা।
পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন গীতশ্রী। এক সময় সন্ধ্যা মুখোপাধ্যায়কে বেলুড়মঠে নিয়ে গিয়েছিলেন সুচিত্রা সেন। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দের সঙ্গে একাধিক অনুষ্ঠান করেছেন শিল্পী। স্মৃতিতে এরকম নানা কথা উঠে আসছে তাঁর আপ্তসহায়কের।
প্রেক্ষাপট
কলকাতা: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) প্রয়াণে শোকের ছায়া এখনও কাটেনি। তার মধ্যে বাপি লাহিড়িও (Bappi Lahiri) চলে গিয়েছেন। তাতে শোকের ছায়া গোটা রাজ্যে। আজ মুম্বইয়ে তাঁর শেষকৃত্য। এই মুহূর্তে প্রিয় দুই শিল্পীর স্মৃতিচারণায় বিশিষ্ট মহল এবং রাজ্যের মানুষও।
অন্য দিকে, আসন্ন বকেয়া পুরভোটের (West Bengal Municipal Elections 2022) আবহে রাজ্যে রাজনৈতিক তরজাও চরমে। প্রার্থী চয়ন নিয়ে অসন্তোষ তৃণমূলের (TMC) অন্দরে। বহু জায়গায় দল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে নাম লেখাতে দেখা যাচ্ছে নেতাদের।
উত্তর ব্যারাকপুর পুরসভায় শাসকদলে প্রার্থী-ক্ষোভ। ২৩ নম্বর ওয়ার্ডে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন তৃণমূলের ২ বারের কাউন্সিলর। বিক্ষুব্ধ তৃণমূল নেতার দাবি, পুকুর ভরাটের প্রতিবাদ করায় টিকিট দেয়নি দল। এলাকার কোনও উন্নয়ন করে নি তাই দল টিকিট দেয়নি, দাবি তৃণমূল প্রার্থীর।
মেদিনীপুর ও খড়গপুর পুরসভায় নির্দল বা অন্য দলের প্রার্থী হওয়ার জন্য দলের ১২ জন নেতানেত্রীকে বহিষ্কার করল তৃণমূল। একই কারণে দুই পুরসভার ৫ নেতানেত্রীকে শোকজ করেছে বিজেপি (BJP)। এ নিয়ে দুই দলকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস।
‘বিদ্রোহী’দের বিরুদ্ধে ব্যবস্থা
অন্য দিকে, রাজনৈতিক হিংসার অভিযোগও উঠে আসছে একাধিক জায়গা থেকে। কোচবিহারে একেবারে থানা চত্বরে ঢুকে পুলিশের সামনেই সিপিএম কর্মী সমর্থকদের বাঁশপেটা করার চেষ্টা! পুরভোটের মুখে এমনই দৃশ্য দেখা গেল কোচবিহারের মাথাভাঙায়! এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তাদের প্রচার মিছিলে হামলার অভিযোগ সিপিএমের। পাল্টা সিপিএমকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল।
এ দিকে, শুধু চাকরির নামে আর্থিক প্রতারণা নয়। হুমকি, তোলাবাজি, শ্লীলতাহানি - তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উঠে আসছে ভুরি ভুরি অভিযোগ। পুরভোটের মুখে তৃণমূল বিধায়কের আপ্ত সহায়কের গ্রেফতারি ঘিরে হুগলির কোন্নগরে তীব্র হয়েছে রাজনৈতিক তরজা।
হাওড়ার বেলিলিয়াস রোডে ডাকাতির ঘটনায় ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ।পুলিশ সূত্রে দাবি, ধৃত ভিকি ডাকাতি করে প্রেমিকাকে দেড় লক্ষ টাকার আইফোন ও হবু শাশুড়িকে ফ্ল্যাট কেনার জন্য টাকা দিয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -