West Bengal News Live: সাংবাদিক পরিচয় দিয়ে তৃণমূল বিধায়কদের হুমকি দেওয়ার অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার অভিযুক্ত
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
সাংবাদিক পরিচয় দিয়ে তৃণমূল বিধায়কদের হুমকি দেওয়ার অভিযোগ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের স্টিল টাউনশিপে গ্রেফতার অভিযুক্ত। ধৃতের দাবি, তিনি ভুল বোঝাবুঝির শিকার। ধৃতের ২ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।
নিউ আলিপুর স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি । নিউ আলিপুর স্টেশনে দাঁড়িয়ে শিয়ালদা থেকে বজবজগামী ট্রেন । শিয়ালদা থেকে বজবজ ও বজবজ থেকে শিয়ালদাগামী ট্রেন চলাচল বন্ধ।
সংক্রমণের চতুর্থ ঢেউয়ে সমস্যা বাড়াচ্ছে করোনা পরবর্তী জটিলতা বা লং কোভিড। দেখা দিচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট, অবসাদ, মনসংযোগে সমস্যার মতো নানা সমস্যা। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। ভিড় বাড়ছে পোস্ট কোভিড ক্লিনিকে।
পূর্ব বর্ধমানের গলসির খলসেগড় গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ৩। অভিযুক্তদের একাংশের দাবি, তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিল ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। স্থানীয় দুষ্কৃতীরা দলীয় কর্মীদের ওপর হামলা চালায় বলে দাবি শাসক শিবিরের। সংঘর্ষ ঘিরে তুঙ্গে বিজেপি-তৃণমূল তরজা।
সামনেই পঞ্চায়েত ভোট। সেই লক্ষ্যে প্রতিটি দল কম-বেশি প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই আবহেই দলীয় শক্তি কিছুটা বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস। সিপিএম ও অন্যান্য দল ছেড়ে প্রায় ৬০ জন কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। মালদার চাঁচল-১ নং ব্লকের ঘটনা।
রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও আড়াই হাজারের ওপরেই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ৬৫৯, মৃত্যু ৫ জনের। দৈনিক সংক্রমণে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা । উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৫৮১ জন, কলকাতায় ৪৮৭ জন। বীরভূমে একদিনে সংক্রমিত ২১৯ জন। ৩ জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৫০-এর বেশি। হুগলিতে একদিনে সংক্রমিত ১৫৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৫৬ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত ১৫৫ জন।
শহরে একাধিক রুটে ট্রাম ফিরিয়ে আনার দাবিতে সরব হল ক্যালকাটা ট্রাম লাভার্স অ্যাসোসিয়েশন। আজ বেলগাছিয়া ট্রাম ডিপোর সামনে জমায়েত করে এই দাবি জানান সংগঠনের সদস্যরা। শ্যামবাজার ট্রাম ডিপো পর্যন্ত মিছিল করেন তাঁরা।
কাল রাষ্ট্রপতি নির্বাচন, হোটেলে নিয়ে যাওয়া হল রাজ্যের বিজেপি বিধায়কদের। নিউটাউনের হোটেলে নিয়ে যাওয়া হল ৬৯ জন বিজেপি বিধায়ককে। বিজেপির সমস্ত ভোট দ্রৌপদী মুর্মুর পক্ষে সুনিশ্চিত করতে সিদ্ধান্ত, খবর সূত্রের।
কালী নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের রামনগরে বিজেপির মিছিল। নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কাটোয়ায় প্রাক্তন নৌসেনা কর্মীর বাড়িতে মাদক উদ্ধারের ঘটনায় এবার আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের হদিশ। কলকাতা এয়ারপোর্টের নারায়ণপুর এলাকা থেকে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার মণিপুরের বাসিন্দা দুই পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মাদক তৈরির বেশ কয়েক কেজি কাঁচা মাল। সূত্রের খবর, মণিপুর থেকে কাঁচা মাল নিয়ে এসে কাটোয়ায় প্রাক্তন নৌসেনা কর্মীর বাড়িতে তৈরি করা হত হেরোইন। এরপর তা বিভিন্ন জায়গায় পাচার করার পরিকল্পনা ছিল। তার আগেই গতকাল কাটোয়া থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন নৌসেনা কর্মী সহ ৪ জনকে।
হরিদেবপুরের কল্যাণ নগরে কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার নিথর দেহ। গত শুক্রবারের ঘটনা। মৃতের নাম পূজা কুণ্ডু। সরশুনা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পরিবার সূত্রে খবর, শুক্রবার ঘরের দরজা ভেঙে ২০ বছরের তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ।
ডোমজুড়ের ইঞ্জিনিয়ারকে অপহরণ, বাগুইআটি থেকে উদ্ধার। অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার ইঞ্জিনিয়ার। একাধিক জায়গায় পুলিশি অভিযানে গ্রেফতার ৭ দুষ্কৃতী। ধৃতদের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু । ধৃত ৭ দুষ্কৃতীকে ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ হাওড়া জেলা আদালতের।
২১ জুলাইয়ের প্রস্তুতিতে কাঁথিতে তৃণমূলের মিছিল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নেতৃত্বে হচ্ছে মিছিল। অন্যদিকে, কালী নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের রামনগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল।
গোটা বাংলায় বোমার কুটির শিল্প গড়ে উঠেছে। সারা দেশে এমন ঘটনা ঘটেনা, মালদার বিস্ফোরণ প্রসঙ্গে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। প্রশাসন তদন্ত করছে, প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর।
বাঁশদ্রোণীতে উঠতি মডেলের মৃত্যু ঘিরে রহস্য। সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যা উঠতি মডেল পূজা সরকারের ? ‘গাইঘাটার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল পূজার’। ‘গতকাল রাতে ফোনে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েন পূজা’। ‘এরপর ঘরের দরজা বন্ধ করে দেন’। তরুণীর সঙ্গীর ফোন পেয়ে থানায় ফোন করেন ফ্ল্যাটের মালিক। পুলিশ গিয়ে মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার করে, খবর পুলিশ সূত্রের।
একুশে জুলাইয়ের সমাবেশের আগে বাঁকুড়ার বিষ্ণুপুরে তৃণমূলের অন্দরে ডামাডোল। তাঁকে অন্ধকারে রেখে কংগ্রেসের কাউন্সিলরকে দলে যোগদান করানোর ব্যবস্থা হচ্ছে, এই অভিযোগে জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন বিষ্ণুপুরের টাউন তৃণমূল সভাপতি।
পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু তিন বালকের। মাখাভাঙ্গার ভ্য়ারভেরি মনাবাড়ি এলাকারপ ঘটনা। এলাকায় শোকের ছায়া।
কাল থেকে আরও দামি প্যাকেটবন্দি আটা, পনির, দই। প্যাকেটবন্দি আটা, পনির, দইয়ের উপর দিতে হবে ৫ শতাংশ জিএসটি। হাসপাতালের পাশে ঘর ভাড়া নিলেও গুনতে হবে বেশি মাশুল। ৫ হাজার টাকার বেশি ভাড়ার ঘরেও দিতে হবে ৫ শতাংশ জিএসটি।
সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে। কাল থেকেই সিদ্ধান্ত কার্যকর।
জমি বিক্রির জন্য চাপ, মালিক রাজি না হওয়ায় বাঁকুড়া শহরে পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার প্রোমোটারের। খবর পেয়ে নির্মাণ কাজ বন্ধ করল বাঁকুড়া পুরসভা।
পূর্ব বর্ধমানের গলসির খলসেগড় গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষ। আহত ৩ জন। ঘটনায় তৃণমূল পার্টি অফিসের সামনে বাইক, টোটো, সাইকেল, চেয়ার ভাঙচুর। স্থানীয়দের দাবি, একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিল ঘিরে সংঘর্ষ বাধে। অভিযোগ, লাঠি-বাঁশ নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বিজেপির কটাক্ষ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা। ঘরোয়া কোন্দলের অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, গতকাল স্থানীয় দুষ্কৃতীরা দলীয় কর্মীদের ওপর হামলা চালায়।
নয়াচরে মৎস্যহাবের জন্য শেষ হল জমি জরিপের কাজ। সমবায়ের মাধ্যমে মৎস্যহাবের লিজ দেওয়া হবে স্থানীয় মৎস্যজীবীদের। পরিদর্শনের পর আশ্বাস দিলেন মৎস্য দফতরের সচিব। রাজ্য সরকারের উদ্যোগে খুশি এলাকার মৎসজীবীরা। নয়াচরের মৎস্যহাব নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
হাওড়া স্টেশন থেকে উদ্ধার আড়াই কোটিরও বেশি টাকা দামের সোনা। আটক দক্ষিণ ভারত ফেরত কলকাতার স্বর্ণ ব্যবসায়ী। সোনা বাজেয়াপ্ত করেছে আরপিএফ। গতকাল সন্ধেয় হাওড়া স্টেশনে নামেন ললিত কুমার নামে ওই যাত্রী। আরপিএফ সূত্রে খবর, আদতে তামিলনাড়ুর কোয়ম্বত্তুরের বাসিন্দা ওই ব্যক্তির কলকাতায় সোনার দোকান রয়েছে।সম্প্রতি দক্ষিণ ভারত থেকে সোনা নিয়ে ওড়িশার ভুবনেশ্বরে যান তিনি। অর্ডার বাতিল হওয়ায় সোনা নিয়ে কলকাতায় ফেরার পথে, গতকাল হাওড়া স্টেশনে ধরা পড়েন। স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ কেজি ১৩৫ গ্রাম সোনা, যার বাজারমূল্য ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা।
নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন। বীরভূমের ইলামবাজারে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলেন বোলপুরের বিধায়ক ও মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। ভাইরাল ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দলীয় সভায় মন্ত্রী বলেন, ২০২৪-এর লোকসভা ভোটের জমি এখন থেকেই প্রস্তুত করতে হবে। তাই নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন। বিজেপির কটাক্ষ, কাটমানি, তোলাবাজির ভাগ পেতে তৃণমূলে সবাই নেতা হতে চায়। তাই নিয়েই কোন্দল। যদিও মন্ত্রীর দাবি, ইলামবাজারের জয়দেব এলাকায় অঞ্চল সভাপতি পদ নিয়ে দলের মধ্যে রেষারেষি শুরু হয়েছে, সেই কারণেই তাঁর ওই মন্তব্য।
সাতসকালে জলপাইগুড়ির মালবাজারে দলছুট জোড়া বাইসনের হানায় আতঙ্ক। মাল নদী এবং গুড়জংঝোড়া চা বাগানে প্রথমে জোড়া বাইসন দেখা যায়, পরে মীনগ্লাস চা বাগানে শ্রমিক আবাসনে ঢুকে পড়ে। বাইসনের আক্রমণে এক মহিলা-সহ ২ জন জখম হন। তাঁরা হাসপাতালে ভর্তি। বন দফতরের কর্মীরা চা বাগানের শ্রমিক আবাসনে গিয়ে বাইসন দুটিকে কাবু করার চেষ্টা চালাচ্ছেন।
দুর্গাপুরের রাতুড়িয়া গ্রামে দামোদরে মিলল ময়াল সাপ। আজ ভোরে মত্স্যজীবীদের জালে ধরা পড়ে। জালে জড়ানো সাপটিকে তুলে এনে স্থানীয় মন্দির চত্বরে রাখা হয়। ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। বন দফতরের কর্মীরা সময়মতো আসেননি বলে গ্রামবাসীদের অভিযোগ। পরে ময়াল সাপটিকে নিয়ে গিয়ে কাঁকসার জঙ্গলে ছেড়ে দেন বন কর্মীরা।
অর্থের অভাবে বিমান সেবিকা হতে না পারার দুঃখ, সেই থেকেই ডিপ্রেশন, তার জেরে ঘুমের ওষুধ খেয়ে হরিদেবপুরে ১৭ বছরের কিশোরীর আত্মহত্যা। দাবি পরিবারের। মৃতের নাম মামন দাস। মায়ের দাবি, গত রবিবার তাঁকে ভিডিও কল করে ঘুমের ওষুধ খেয়ে প্রথমবার আত্মহত্যার চেষ্টা করে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর, শুক্রবার ফের ঘুমের ওষুধ খায় কিশোরী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হরিদেবপুর থানার পুলিশ।
উপরাষ্ট্রপতি পদে ধনকড়কে সমর্থন নিয়ে তৃণমূলের অবস্থান কী? ২১ জুলাই বিকেলে সিদ্ধান্ত নেবেন মমতা। দার্জিলিং বৈঠক নিয়ে খোঁচা সুজনের।
কলকাতার রামমোহন সম্মিলনীর দুর্গাপুজোয় এবারের থিম জঙ্গলকন্যা। শনিবার ঝাড়গ্রামে থিমের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন রামমোহন সম্মিলনীর চেয়ারম্যান কুণাল ঘোষ ও ঝাড়গ্রামের বিধায়ক ও মন্ত্রী বীরবাহা হাঁসদা।
রানি রাসমণির পর এবার ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বিতর্ক বাড়ালেন উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। একইসঙ্গে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে থানায় থানায় নিখোঁজ ডায়েরি করতে বলেন তৃণমূল কর্মীদের।গতকাল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে তাঁকে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেন বাগদার বিধায়ক। এই সব কথা বলে দলে পিছনের বেঞ্চ থেকে সামনে আসার চেষ্টা করছেন, কটাক্ষ বিজেপির। বাগদার বিধায়কের সাফাই, সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেই ভগিনী নিবেদিতার সঙ্গে তাঁর তুলনা। থানায় নিখোঁজ ডায়েরি প্রসঙ্গে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জগদ্দলে জুটমিল শ্রমিককে খুনের পর বোমাবাজি, দোকান ভাঙচুর, লুঠপাটের অভিযোগ। প্রতিবাদে আজ সকাল থেকে জগদ্দল বাজারের সামনে ঘোষপাড়া রোডে অবরোধ শুরু করেন ব্যবসায়ীরা। রাস্তায় সবজি ফেলে শুরু হয় প্রতিবাদ। আধঘণ্টা পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। ব্যবসায়ীদের অভিযোগ, সেইসময় দুষ্কৃতীরা এসে ফের হামলা চালায়। এলাকায় উত্তেজনা রয়েছে। অন্যদিকে, জুটমিল শ্রমিক রিজওয়ান আলিকে গুলি করে খুনের ঘটনায় রিয়াজউদ্দিন আনসারি ওরফে কালু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ।
হাওড়ার ডোমজুড়ের সলপ ব্রিজ থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু হল দম্পতির। মৃত প্রসেনজিৎ সিংহ ও তাঁর স্ত্রী তনুশ্রী সিংহ ডোমজুড়ের পাকুড়িয়া ঘোষপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ইছাপুরে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন দম্পতি। বেপরোয়া গতিতে সলপ ব্রিজ থেকে নামার সময়, বাইক নিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারেন প্রসেনজিৎ। স্বামী-স্ত্রী দু’ জনেই ছিটকে প্রায় ৩০ ফুট নীচে সার্ভিস রোডে পড়ে যান। পুলিশের টহলদারি ভ্যান উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মত্ত অবস্থায় বাইক চালানো হচ্ছিল কিনা খতিয়ে দেখছে ডোমজুড় থানার পুলিশ।
বাঁশদ্রোণী থানার উল্টোদিকে বহুতল থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ। মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। পুলিশ সূত্রে খবর, মাসছয়েক আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা ১৯ বছরের পূজা সরকার এক বন্ধুর সঙ্গে বহুতলের একতলার ফ্ল্যাট ভাড়া নেন। স্থানীয়দের দাবি, ওই ফ্ল্যাটে একসময় দুই তরুণ ও দুই তরুণী থাকতেন। গভীর রাতে বাড়ি ফেরা থেকে শুরু করে ফ্ল্যাটে প্রায়ই বচসা হত। গতকাল রাতে ওই ফ্ল্যাট থেকেই এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তরুণীর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করছে বাঁশদ্রোণী থানার পুলিশ। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে।
অমরনাথ থেকে ফিরেছেন। কিন্তু এখনও ভুলতে পারছেন না প্রকৃতির রুদ্ররূপের ভয়াবহতা। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজে মুখে বললেন, অমরনাথ ফেরত বাঁকুড়ার পর্যটকরা।
রেড ভলান্টিয়ার্স, শ্রমজীবী ক্যান্টিন, শ্রমজীবী বাজারের পর এবার সিপিএমের নতুন চমক ‘বিকল্প পাঠশালা’। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের বিনামূল্যে শিক্ষা দিতেই এই পরিকল্পনা। যাদবপুরে শুরু হওয়া প্রথম পাঠশালায় ক্লাস নিলেন সুজন চক্রবর্তী।
জগদ্দলে জুটমিল শ্রমিককে গুলি করে খুন! প্রকাশ্যে এসেছে শুক্রবারের শ্যুটআউটের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। পুলিশ জানিয়েছে, জুটমিল কর্মী খুনে মূল অভিযুক্ত গণেশ সাউ-সহ ৩ জন ফেরার। আটক করা হয়েছে একজনকে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী জাতির বিরোধী। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গ টেনে এই অভিযোগ করে পোস্টার দিয়েছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের পিংলায় পড়েছে পোস্টার। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
মালদার মানিকচকের গোপালপুরে বোমা ফেটে ২ জনের মৃত্যু। গুরুতর জখম আরও এক। আজ ভোররাতের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বোমা বাঁধতে বিস্ফোরণ হয়।
আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি। বিশ্ব সর্প দিবসে বাইরে আনা হল গ্রিন ইগুয়ানা, গোসাপ, শাঁখামুটি সাপের ছানাদের। কর্তৃপক্ষের দাবি, এই প্রথম আলিপুর চিড়িয়াখানা গ্রিন ইগুয়ানার বাচ্চা হল। কিছুদিনের মধ্যেই এদের আনা হবে দর্শকদের সামনে।
বৃষ্টির অভাবে জমিতেই শুকিয়ে যাচ্ছে পাট গাছ। আর্থিক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত মুর্শিদাবাদের চাষিদের। সমস্যার কথা মানছে জেলা পরিষদ। সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের।
প্রাক্তন নৌসেনা কর্মীর বাড়িতে মাদক কারবার! রীতিমতো, ল্যাবরেটরি খুলে, তৈরি হত হেরোইন। এমনই অভিযোগে কাটোয়া থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন নৌসেনা কর্মী সহ ৪জনকে।
একুশে জুলাইয়ের প্রস্তুতিতে কিনা প্রচার করছেন বহিষ্কৃত নেত্রী! তবে কি ফের তৃণমূলে ফেরার চেষ্টা করছেন, বাঁকুড়ায় নির্দল কাউন্সিলর? প্রশ্ন তৃণমূলের অন্দরেই। এনিয়ে শাসকদলকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।
জগদ্দলে জুটমিল শ্রমিক খুনে রাজনৈতিক চাপানউতোর চরমে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের দাবি, এলাকার দখলদারি নিয়ে দুষ্কৃতী দৌরাত্ম্যের জেরেই এই খুন। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের পাল্টা দাবি, তলে তলে কেউ দুষ্কৃতীদের মদত দিচ্ছেন! তৃণমূল নেতাদের পরস্পর বিরোধী মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
প্রেক্ষাপট
কলকাতা: NDA’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত। ঘোষণা করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।
কৃষকপুত্রকে প্রার্থী করতে পেরে আনন্দিত। রাজ্যসভার অসামান্য চেয়ারম্যান হবেন, ধনকড়কে নিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। শুভেচ্ছা রাজন সিংহেরওর। অঙ্কের হিসেবে বহু এগিয়ে রাজস্থানের ভূমিপুত্র, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিকে, উপ রাষ্ট্রপতি পদে বিরোধীদের অবস্থান ঠিক করতে রবিবার শরদ পাওয়ারের বাসভবনে বৈঠক। তৃণমূলের (TMC) কারও হাজির থাকার সম্ভাবনা কম। ফোনে পাওয়ার কথা বলতে পারেন মমতার সঙ্গে।
উপ রাষ্ট্রপতি ভোট নিয়ে অবস্থান ঠিক করতে ২১ জুলাই বিকেলে কালীঘাটে (Kalighat) দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক মমতার। জগদীপ ধনকড়কে ট্যুইটে শুভেচ্ছা তৃণমূল সাংসদ দেবের।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আদিবাসী বিরোধী। রাষ্ট্রপতি নির্বাচনের আগে মালদা ও পিংলায় বিজেপির পোস্টারে বিতর্ক। ভয় পেয়ে ভোটের হাওয়া ঘোরাতে চাইছে, পাল্টা সুখেন্দুশেখর।
ঠিকাদার সংস্থার মাধ্যমে চাকরি, ভুলের দায় তাদের। এইমসে পুত্রবধূর চাকরিকাণ্ডে দাবি চাকদার পদ্ম বিধায়কের। নিয়োগপত্র পাওয়ার আগেই কাজে যোগ দেওয়ার নথি প্রকাশ্যে, উঠছে প্রশ্ন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৬ জনের করোনায় মৃত্যু। করোনা-গ্রাফে উদ্বেগ রাজ্যের। জরুরি বৈঠকে রাজ্যের মুখ্যসচিব। মাস্কে জোর, বাজারে নজরদারি বাড়াতে ডিএম, স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ।
দুটো সেমেস্টারে হওয়া আইসিএসই-র ফল প্রকাশ আজ। বিকেল ৫টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। ওয়েবসাইট, এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।
আড়াই বছর বাদে যুবভারতীতে ফিরছে ডার্বি। ১৬ অগাস্ট যুবভারতীতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে শুরু হবে ১৩১তম ডুরান্ড কাপ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -