কলকাতা: জ্বলছে বাংলাদেশ। লাগাতার হিন্দুদের উপর হামলা। এবার বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক। কারওয়ান বাজারে শনিবার রাতে সাংবাদিক মুন্নী সাহাকে কিছু লোক ঘেরাও করে। জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। 


তেজগাঁও থানার ওসি বলেন, সাংবাদিক মুন্নী সাহা রাত ১০টার দিকে কারওয়ান বাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। 'মুন্নি সাহাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের', খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রের.                                                                                                                                 


প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্নী সাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তাঁর ‘বিচারের’ দাবিতে স্লোগান দেন। প্রসঙ্গত, মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। এটিএন নিউজের শুরু থেকে মুন্নী সাহা টিভি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে ‘এক টাকার খবর’ নামের একটি প্লাটফর্মের উদ্যোগের সঙ্গে যুক্ত হন তিনি। 


আরও পড়ুন, বাংলাদেশে গিয়ে হামলার শিকার বেলঘরিয়ার যুবক, হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা 


পুলিশ সূত্রগুলো বলছে, রাত সাড়ে ১০টার দিকে মুন্নী সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।


উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে মামলা হয়েছিল। গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাঙ্ক হিসেবের তথ্য চেয়ে পাঠিয়েছিল বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে