West Bengal News :রেশন লুঠ তৃণমূল আমলের শুরু থেকেই চলছে, অভিযোগ অধীরের

West Bengal News Live Updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর।

ABP Ananda Last Updated: 17 Oct 2023 11:38 PM
West Bengal News Live : OMR শিট কেলেঙ্কারিতে ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার

OMR শিট কেলেঙ্কারিতে ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার। পার্থ সেনের পর এবার এস বসু রায় অ্যান্ড কোম্পানির ডিরেক্টর কৌশিক মাজিকে গ্রেফতার করল সিবিআই। তাপস মণ্ডল, কুন্তল ঘোষের মতোই নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে যুক্ত কৌশিক, আদালতে দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

WB News Live : লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর এবারের থিম ডিজনি ল্যান্ড

লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর এবারের থিম ডিজনি ল্যান্ড। প্রতিবারের মতো এবারও সোনার গয়নায় সাজানো হয়েছে লেকটাউন শ্রীভূমি স্পোর্টিংয়ের দেবী প্রতিমাকে। পেল্লাই সাইজের মুকুট থেকে, বিশাল হার, মোটা মোটা বাহুবন্ধ, সবই সোনার তৈরি। উমার সঙ্গে সোনার সাজে সেজে উঠেছে তাঁর সন্তান-সন্ততিরাও।

West Bengal News Live : টালা প্রত্যয় পুজোর থিম 'কহন'

টালা প্রত্যয় পুজোর থিম 'কহন'। পুজোর থিমে যেন তুলে ধরা হয়েছে শিল্পীর কল্পনায় একটা বাড়ি যেখানে তিনি ও দুর্গা থাকেন। ৯৮ বছরে পা দিল এই পুজো।

WB News Live : মুদিয়ালির পুজোর এবারের থিম 'সমাহারে সমারোহ'

মুদিয়ালির পুজোর এবারের থিম 'সমাহারে সমারোহ'। ৮৯ তম বছরে পা দিল এই পুজো। মায়ের মূর্তি সাবেকি, মণ্ডপের ভিতরে ও বাইরে পিতলের কাজ।

West Bengal News Live :বেলুড় মঠ সংলগ্ন গঙ্গায় আরতি করলেন বারাণসীর পুজারিরা

বেলুড় মঠ সংলগ্ন গঙ্গায় আরতি করলেন বারাণসীর পুজারিরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বেলুড় মঠের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল গঙ্গা সংস্কৃতি যাত্রার। 

WB News Live : কলেজ স্কোয়ারের পুজোয় থিম কী ?

কলেজ স্কোয়ারের পুজোয় এবার মহীশূরের প্যালেসের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, প্রতিবছরের মতো এবছরও নজর কাড়ছে আলোকসজ্জা ও দেবীপ্রতিমা। 

West Bengal News Live :একডালিয়া এভারগ্রিন পুজোর থিম রাজস্থানের যোধপুরের জৈন মন্দির

একডালিয়া এভারগ্রিন পুজোর থিম রাজস্থানের যোধপুরের জৈন মন্দির। ৮১ বছরে পা দিল এই পুজো। বেনারস থেকে বেনারসী আনিয়ে পরানো হয়েছে দুর্গা প্রতিমাকে। রাজবেশ থেকে ঝাড়বাতি, কাড়ছে নজর।

WB News Live : ৩২ বছরে পা দিল চেতলা অগ্রণী পুজো

চেতলা অগ্রণী পুজোর এবারের থিম যে যেখানে দাঁড়িয়ে। ৩২ বছরে পা দিল এই পুজো। মানুষ ছুটে চলেছে ওপরে ওঠার নেশায়, এখানে সততা ও মানবিকতার দায়বদ্ধতা গৌণ। যে কোনও মূল্যে উপরে উঠতে হবে, কিন্তু যাঁরা সৎপথে পরিশ্রমের মধ্যে দিয়ে ওপরে পৌঁছতে চাইছে, তাঁদরকেই মা ঠাঁই দিয়েছে নিজের মুকুটে। এটাই পুজোর থিম। মণ্ডপের প্রতিমা মায়ের মূর্তি, অচেনা মহিষাসুর।

West Bengal News Live :দুবাইয়ে মিলল ধৃত বাকিবুর রহমানের জোড়া ফ্ল্যাটের হদিশ

৩টি চালকল! ২টি গমকল! বেশকিছু পানশালা! একাধিক হোটেল,পোর্শের মতো একাধিক বহুমূল্যের গাড়ির পর এবার দুবাইয়ে মিলল রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের জোড়া ফ্ল্যাটের হদিশ। ED-র দাবি, ২ টি ফ্ল্যাটের আনুমানিক মূল্য ৮ থেকে ১০ কোটি টাকা। বিদেশে ফ্ল্য়াট কেনার কারণ কি? তবে কি বিদেশে পালানোর প্ল্যান ছিল বাকিবুরের? বিদেশে ফ্ল্যাট কেনার মতো এত টাকাই বা এল কোথা থেকে? এসব প্রশ্নই এখন ভাবাচ্ছে ইডি আধিকারিকদের। দুর্নীতির কালো টাকাতেই কি বিদেশে ফ্ল্যাট? উত্তরের খোঁজে ব্যবসায়ী বাকিবুরকে জেরা করছেন ED আধিকারিকরা। 

WB News Live : ওএমআর শিট কেলেঙ্কারিতে ২৪ ঘণ্টার মধ্যে আরও গ্রেফতার

ওএমআর শিট কেলেঙ্কারিতে ২৪ ঘণ্টার মধ্যে আরও গ্রেফতার। কালীঘাটের এস বসু রায় অ্যান্ড কোম্পানির আরও কর্তা গ্রেফতার। পার্থ সেনের পরে এবার সিবিআইয়ের জালে কৌশিক মাজি।

West Bengal News Live : 'বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে অবিলম্বে বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারণ করা উচিত', মন্তব্য বিচারপতির

'বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে অবিলম্বে বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারণ করা উচিত', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিশ্বভারতীর এক অধ্যাপককে সার্ন প্রজেক্টে কাজ করতে না দেওয়ার জন্য চিঠি বিদ্যুৎ চক্রবর্তীর। বাঙালি এই কারণেই কাঁকড়ার জাত, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের। ২০০৫ সালে বিশ্বভারতী সার্ন প্রজেক্টে লিড বিজ্ঞানী হিসেবে অধ্যাপক মানস মাইতির নাম পাঠায়। কিন্তু ২০২১ সালে বিশ্বভারতীতে একটি অশান্তিতে উপাচার্যর বিরুদ্ধে সোচ্চার হন। তারপরই ওই অধ্যাপক-বিজ্ঞানীকে প্রজেক্ট থেকে বাদ দেওয়ার জন্য সার্ন-এ চিঠি দেন বিদ্যুৎ। অধ্যাপক-বিজ্ঞানীকে সার্ন প্রজেক্টে ফেরাতে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নিতে বিশ্বভারতীকে নির্দেশ আদালতের। 

WB News Live : রেশন লুঠ তৃণমূল আমলের শুরু থেকেই চলছে, অভিযোগ অধীরের

শুধু বাকিবুর নয়, এর পিছনে তৃণমূলের মন্ত্রী-সান্ত্রীরাও আছেন। সংগঠিতভাবে রেশন লুঠ তৃণমূল আমলের শুরু থেকেই চলছে, অভিযোগ অধীররঞ্জন চৌধুরীর।

West Bengal News Live :  ডেঙ্গি আক্রান্ত হয়ে পার্ক সার্কাসে মৃত্যু শিশুর

 ডেঙ্গি আক্রান্ত হয়ে পার্ক সার্কাসে মৃত্যু হয়েছে তিলজলার শিশুর। জানা গিয়েছে, ওই শিশুর বয়েস মাত্র ২ মাস। ২৯ সেপ্টেম্বর জ্বর নিয়ে ভর্তি করা পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেল্থ-এ। পরদিনই ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হওয়ায় পিআইসিইউ-তে দেওয়া হয় ডেঙ্গি আক্রান্ত শিশুকে। ১৪ অক্টোবর মৃত্যু, ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ। এই বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৫। শুধুমাত্র কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৭ জনের। 

WB News Live : নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার

নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার। এস বসু রায় অ্যান্ড কোম্পানির আরও এক কর্তা গ্রেফতার। পার্থ সেনের পর কৌশিক মাজিকে গ্রেফতার করল সিবিআই। ২৪ ঘণ্টার মধ্যে এস বসু রায় অ্যান্ড কোম্পানির আরও এক কর্তা গ্রেফতার। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। অযোগ্য প্রার্থীদের চাকরির জন্য তালিকা তৈরির অভিযোগ এস বসু রায় অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে। 

Recruitment Scam Update : নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার

নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার। এস বসু রায় অ্যান্ড কোম্পানির আরও এক কর্তা গ্রেফতার। পার্থ সেনের পর কৌশিক মাজিকে গ্রেফতার করল সিবিআই। ২৪ ঘণ্টার মধ্যে এস বসু রায় অ্যান্ড কোম্পানির আরও এক কর্তা গ্রেফতার। 
নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে।

Jadavpur University News : ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং? উঠছে প্রশ্ন

ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং? দুটি ক্যাম্পাসে অভিযোগ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারও রহস্যমৃত্যু। বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ। হস্টেলে চাপের শিকার? উঠছে প্রশ্ন।

WB News Live : চলতি বছরই উচ্চ প্রাথমিকে শূন্যপদে নিয়োগ করতে কাউন্সেলিং শুরুর নির্দেশ হাইকোর্টের

চলতি বছরই উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগ করতে চায় এসএসসি। কাউন্সেলিং শুরুর নির্দেশ হাইকোর্টের। নিয়োগ হবে আদালতের নির্দেশের পর।

WB News Live : দুবাইয়ে ফ্ল্যাট বাকিবুরের!

শুধু ভারতে নয়, রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমানের সম্পত্তি বিদেশেও, দাবি ইডি-র। দুূবাইয়ে বাকিবুরের জোড়া ফ্ল্যাটের হদিশ, খবর সূত্রের। আছে আরও সম্পত্তি? জেরা ইডি-র।

WB News Live : যাদবপুরে পড়ুয়া মৃত্যুর পর ফের উঠল র‍্যাগিং-এর অভিযোগ

যাদবপুরে পড়ুয়া মৃত্যুর পর ফের উঠল র‍্যাগিং-এর অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাসে জোড়া র‍্যাগিং-এর অভিযোগ উঠেছে।

Kalighat Fire News Update : কালীঘাটে তিনতলা বাড়িতে আগুন

কালীঘাটে তিনতলা বাড়িতে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২ ইঞ্জিন। আতঙ্কে নীচে নেমে আসেন বাসিন্দারা। CESC-এর তরফে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 

WB News Live : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু। বাড়ির বাথরুম থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। র‍্যাগিং-এর অভিযোগে সরব পরিবার। 

মহিষাদলে পদযাত্রায় অংশ নেবেন শুভেন্দু অধিকারী

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে আজ মহিষাদল বিধানসভার হরিখালি থেকে ইটামরগা ২ অঞ্চল অফিস পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন শুভেন্দু অধিকারী। 

WB News Live : অমাবস্যায় ভরা কটালের জেরে ধস গোসাবায়

অমাবস্যায় ভরা কটালের জেরে ধস নামল দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কালিদাসপুরে। সোমবার রাতে ৯ নম্বর কালীদাসপুর গ্রামের নদী বাঁধে ধস নামে। প্রায় দেড়শো মিটারের বেশি এলাকা জুড়ে ধস নামায় চাষের জমি, পুকুর জলমগ্ন হয়ে পড়েছে। খবর পেয়ে সোমবার রাত থেকেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন সেচ দফতরের কর্মীরা।

WB News Live : নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে উল্টে গেল গাড়ি

ফের বেপরোয়া গতিতে বিপত্তি! সাত সকালে নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে উল্টে গেল একটি চারচাকা গাড়ি। আকাঙ্খা মোড়ের দিক থেকে টাটার দিকে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। আহত হয়েছেন গাড়ির চালক।

WB News Live : পুজোয় মধ্য়েই বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি

পুজোয় মধ্য়েই বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। নবমী-দশমীতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, এমনই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

WB Durga Puja News : দমদমে আগুনে ভস্মীভূত পুজো মণ্ডপ

দমদমে আগুনে ভস্মীভূত পুজো মণ্ডপ। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ নেতাজি সংঘ ক্লাবের সদস্যরা জানতে পারেন তাদের মন্ডপে আগুন লেগেছে। দমকলের এক ঘণ্টার চেষ্টায় সমপূর্ণ আগুন নিয়ন্ত্রণে এলেও, পুড়ে গেছে প্যান্ডেলের কাপড়, কাঠামো। পুজো উদ্য়োক্তাদের প্রশ্ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরও আগুন লাগল কী করে? দমদম থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

WB News Live : রেশন দুর্নীতিতে আন্তর্জাতিক যোগ ? বাকিবুরকে গ্রেফতারের পরে অনুমান ইডির

৫০ কোটির বেশি টাকার রেশন দুর্নীতি! টাকা সরাতে খোলা হয়েছিল ভুয়ো কোম্পানি! বাকিবুরকে গ্রেফতারের পরে অনুমান ইডির। আন্তর্জাতিক যোগেরও সন্দেহ। 

WB News Live : দুর্নীতি-হিংসাকে শেষ করব আমরা, হুঙ্কার রাজ্যপালের

দুর্নীতি-হিংসাকে শেষ করব আমরা, হুঙ্কার রাজ্যপালের। 'আসুন দুর্গা মাকে সাক্ষী রেখে শপথ নিই, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে' হিংসা-দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াই করার ডাক রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। 

WB News Live : ৬ মাসের মধ্যে ১০০দিনের কাজের টাকা ফেরত আনব, ডেডলাইন বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

৬ মাসের মধ্যে ১০০দিনের কাজের টাকা ফেরত আনব। ডায়মন্ড হারবারের মঞ্চে দাঁড়িয়ে কার্যত ডেডলাইন বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথা নত করব না। হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। 

WB News Live : দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে, দুর্নীতি নিয়ে সরব হলেন অমিত শাহ

সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে, দুর্নীতি নিয়ে সরব হলেন অমিত শাহ। সেই সঙ্গে কার্যত এটাও বুঝিয়ে দিলেন, পুজো মিটলেই লোকসভা ভোট নিয়ে বাংলায় ঝাঁপাবে বিজেপি। যদিও, এসবে গুরুত্ব না দিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।

WB News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে প্রায় ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ ED র

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে প্রায় ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সমন খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। এদিনই তাঁর আবেদন খারিজ করে দিল হাইকোর্ট।

প্রেক্ষাপট

ইডির নজরে অভিষেকের পিএ : হাইকোর্টে ( High Court ) খারিজ রক্ষাকবচের আর্জি। নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির (ED ) নজরে অভিষেকের ( Abhishek Banerjee ) পিএ। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে ১০ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ।  


নিয়োগ দুর্নীতিতে ফের গ্রেফতার : সিবিআইয়ের ( CBI ) জালে এবার এস এন বসু অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার। প্রাথমিকে দুর্নীতিতে ওএমআর শিট কারচুপির অভিযোগে গ্রেফতার। 


৫০ কোটির রেশন-দুর্নীতি : ৫০ কোটির বেশি টাকার রেশন দুর্নীতি! টাকা সরাতে খোলা হয়েছিল ভুয়ো কোম্পানি! বাকিবুরকে গ্রেফতারের পরে অনুমান ইডির। আন্তর্জাতিক যোগেরও সন্দেহ। 


বাড়ি যেন 'খাদ্যভবন' : বাকিবুরের বাড়ি যেন খাদ্যভবন! শতাধিক বিভিন্ন সরকারি স্ট্যাম্পের হদিশ। কীভাবে সক্রিয় চক্র? এক অভিযুক্তের বাড়িতে উদ্ধার ডায়েরিতে হিসেব পাওয়ার দাবি ইডির। 


অভিযানের পরেও কালোবাজারি? : ২ বছরে নদিয়ার ৩ থানায় মামলা। রেশন দুর্নীতির অভিযোগে পুলিশি অভিযানের পরেও কীভাবে রমরমিয়ে মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুরের কারবার? দূরত্ব তৈরির চেষ্টায় তৃণমূল।


'দুর্নীতি দূর হোক' : ঝটিকা সফরে পুজো উদ্বোধনে এসে দুর্নীতি নিয়ে ফের আক্রমণে অমিত শাহ। বললেন, বাংলা থেকে দুর্নীতি দূর হোক, এই প্রার্থনা করি। 


পুজোর উদ্বোধনে শাহ: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগেই সন্তোষ মিত্র স্কোয়ারে রামমন্দিরের আদলে মণ্ডপের উদ্বোধনে অমিত শাহ। 


শাহকে খোঁচা অভিষেকের: পুজো উদ্বোধনে কলকাতায় শাহ, ডায়মন্ড হারবারের অনুষ্ঠান থেকে আক্রমণে অভিষেক। বললেন,  যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁরাই পুজো উদ্বোধনে কলকাতায়) 


বামেদের 'একাল-সেকাল': প্রবীণ বামপন্থীদের প্রশংসা করেও নবান্নে সূর্যকান্তদের ফ্রিশফ্রাই খাওয়া নিয়ে নিশানা শুভেনদুর। সেটিং তত্ত্বে পাল্টা বামেরা। ভোট টানার কৌশল, কটাক্ষ তৃণমূলের। 


শপথ-সংঘাত: দুর্নীতি-হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক রাজ্যপালের। বসের সুরেই বোস, কটাক্ষ তৃণমূলের। 


পেশ করেও আটকে বিল: মেলেনি রাজ্যপালের সই। বিশেষ অধিবেশনেও আটকে গেল মন্ত্রী-বিধায়কদের বেতন-বিল। বৈধতার প্রশ্নে বিজেপির বিক্ষোভ। ঠিক করছেন না রাজ্যপাল, পাল্টা তৃণমূল। 


হাইকোর্টের বাহিনী-নির্দেশ: বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় পরিবারের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী। তিন সপ্তাহের মধ্যে বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। 

 
আত্মসমর্পণের পরেই হেফাজতে:  জলপাইগুড়িতে সমাজকর্মী দম্পত্তি খুনের মামলায় কোর্টে আত্মসমর্পণের পরেই যুব তৃণমূল নেতার পুলিশ হেফাজত। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, জামিনের আর্জি খারিজ। 


জাল পাসপোর্ট, আরও গ্রেফতার: জাল পাসপোর্টকাণ্ডে ধৃত আরও ৪ । ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত। নেপালের বাসিন্দাদের জন্যও ভারতীয় পাসপোর্ট। জঙ্গিদের হাতেও পৌঁছে যাওয়ার আশঙ্কা। 


গুজরাতে বাংলার শ্রমিক 'খুন': গুজরাতে সোনার দোকানে কাজ করতে গিয়ে কালনার ২জনের রহস্যমৃত্যু। বকেয়া বেতন চাওয়ায় চুরির অপবাদে পিটিয়ে খুনের অভিযোগ। পাশে থাকার আশ্বাস মন্ত্রীর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.