WB News Live Updates: পর্ষদ অফিসের দিকে আন্দোলনকারীদের যেতে পুলিশের বাধা, হুঁশিয়ারিতেও অনড় চাকরিপ্রার্থীরা

Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে জেনে নিন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট

ABP Ananda Last Updated: 17 Oct 2022 11:43 PM
West Bengal News Live: পর্ষদ অফিসের দিকে আন্দোলনকারীদের যেতে পুলিশের বাধা, হুঁশিয়ারিতেও অনড় চাকরিপ্রার্থীরা

পর্ষদ অফিসের দিকে আন্দোলনকারীদের যেতে পুলিশের বাধা। হুঁশিয়ারির মুখেও করুণাময়ীতেই রাস্তায় বসে বিক্ষোভ। বেশ কয়েকজন অসুস্থ। 

WB News Live Updates: ব্যাঙ্কক যাওয়ার অনুমতি পেতে এবার আগাম হাইকোর্টে অভিষেক শ্যালিকা মেনকা

ব্যাঙ্কক যাওয়ার অনুমতি পেতে এবার আগাম হাইকোর্টে অভিষেক শ্যালিকা মেনকা। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন। পরশু শুনানির সম্ভাবনা। 

West Bengal News Live: ইডি হেফাজতেই মানিক, সুপ্রিম কোর্টে কাল শুনানি

ইডি হেফাজতেই মানিক, সুপ্রিম কোর্টে কাল শুনানি

WB News Live Updates: বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী

বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ বিজেপির নতুন কোর কমিটি। জাতীয় কর্ম সমিতির সদস্য হিসেবে কমিটিতে স্বপন দাশগুপ্ত, অনিবার্ণ গঙ্গোপাধ্যায়।

West Bengal News Live: সরকারি ও বেসরকারি হাসপাতালে নিত্যদিনই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

সরকারি ও বেসরকারি হাসপাতালে নিত্যদিনই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তার ওপর এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেঙ্গির উপসর্গে পরিবর্তন। উদ্বিগ্ন চিকিত্‍সকরাও। এরইমধ্যে আজ ডেঙ্গি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে দক্ষিণ দমদম পুরসভায় ডেপুটেশন দিল বিজেপি।

WB News Live Updates: অনুব্রতর দেহরক্ষী সায়গলকে এবার দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি

অনুব্রতর দেহরক্ষী সায়গলকে এবার দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। ইডির আবেদনে সাড়া দিয়ে জানিয়ে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। সাধারণ পুলিশকর্মী হয়েও কী করে বিপুল সম্পত্তির মালিক সায়গল হোসেন? জানতে চায় ইডি। 

West Bengal News Live: টেটে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, চাকরিপ্রার্থীদের পর্ষদ অফিস অভিযানে ধুন্ধুমার

টেটে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে চাকরিপ্রার্থীদের পর্ষদ অফিস অভিযানে ধুন্ধুমার।

WB News Live Updates: অমিত-পুত্র বোর্ডে থাকলে, সৌরভ কেন বাদ? বঞ্চনার অভিযোগ মমতার

অমিত-পুত্র বোর্ডে থাকলে, সৌরভ কেন বাদ? বঞ্চনার অভিযোগ মমতার। বাংলার গর্ব সৌরভ হলে, কেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ। পাল্টা শুভেন্দু।

West Bengal News Live: ইডেনে শ্যুটিংয়ে ব্যস্ত অনুষ্কা শর্মা

ইডেনে শ্যুটিংয়ে ব্যস্ত অনুষ্কা শর্মা। চাকদা এক্সপ্রেসের ছবির শ্যুটিংয়ের জন্য রবিবার কলকাতায় এসেছেন অনুষ্কা শর্মা। সঙ্গে নিয়ে এসেছেন ‍মেয়ে ভামিকাকে।

WB News Live Updates: ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়

ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়

West Bengal News Live: ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়

অর্জুন সিংয়ের নিজস্ব ক্যারিশমা নেই। আগে নরেন্দ্র মোদির সমর্থনে জিতেছিল, এবার তৃণমূলের সমর্থনে জিতবে। ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সম্প্রতি অর্জুন সিং মন্তব্য করেন, ২০১৯-এ তৃণমূলের চোরাস্রোত কাজে লাগিয়েই তিনি লোকসভা ভোটে জিতেছিলেন।

WB News Live Updates:শিবপুরে ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডের গাড়ি-ফ্ল্যাটে টাকার পাহাড়

শিবপুরে ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডের গাড়ি-ফ্ল্যাটে টাকার পাহাড়

West Bengal News Live: প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পর্ষদ সভাপতির সঙ্গে বৈঠকেও মিলল না সমাধান সূত্র

২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ উত্তাল করুণাময়ী। দেড় ঘণ্টার বেশি সময় ধরে পর্ষদ সভাপতির সঙ্গে চাকরিপ্রার্থীদের ৪ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকেও মিলল না সমাধানসূত্র। নিঃশর্তভাবে নন ইনক্লুডেডদের নিয়োগ করতে হবে, দাবি চাকরিপ্রার্থীদের। রাজ্য সরকারকে জানানো হবে চাকরিপ্রার্থীদের দাবি। আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি, দাবি চাকরিপ্রার্থীদের। আগেও প্রতিশ্রুতি দেওয়া হলে তা পূরণ করা হয়নি। আন্দোলন চলবে, জানালেন চাকরিপ্রার্থীরা।

WB News Live Updates: -

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। স্ক্যানারে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের চারটি স্বেচ্ছাসেবী সংস্থা। বাজেয়াপ্ত ৮টি মোবাইল ফোনের তথ্য উদ্ধারে গুরুত্ব ইডি-র।

West Bengal News Live: মল্লিকার্জুন খাড়গেকে ভোট দেওয়ার আবেদন তৃণমূলে যোগ দেওয়া প্রণব-পুত্রর

মল্লিকার্জুন খাড়গেকে ভোট দেওয়ার আবেদন জানালেন তৃণমূলে যোগ দেওয়া প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, আজ কংগ্রেসের সভাপতি নির্বাচনে খাড়গেজিকে ভোট দেওয়ার জন্য প্রতিটি কংগ্রেস ভোটারের কাছে আবেদন জানাচ্ছি। খাড়গেজি প্রবীণ ও অভিজ্ঞ নেতা। লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। আমি নিশ্চিত, সভাপতি হয়ে উনি কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে দলকে এগিয়ে নিয়ে যাবেন। ট্যুইটারে লেখেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

WB News Live Updates: হলদিয়ায় আইওসির রিফাইনারিতে ফের আগুন, আহত ৩

হলদিয়ায় আইওসির রিফাইনারিতে ফের আগুন, আহত ৩। ডিলেড ক্র্যাকার ইউনিটে বিধ্বংসী আগুন, ৩ শ্রমিক আহত। ডিসেম্বরের পর ফের হলদিয়া আইওসিতে বিধ্বংসী আগুন। ডিসেম্বরে আইওসির প্লান্টে আগুন, মৃত্যু হয় ৩জনের, অগ্নিদগ্ধ হন ৪৪ জন। 

West Bengal News Live: : মালবাজারে বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের বাড়িতে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের বাড়িতে মুখ্যমন্ত্রী। 

WB News Live Updates: অনুব্রতর রক্ষী সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি

অনুব্রতর রক্ষী সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। গরুপাচারকাণ্ডে সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। ইডির আবেদনে সাড়া দিয়ে জানিয়ে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। গরুপাচারকাণ্ডে এখন আসানসোল জেলে অনুব্রতর দেহরক্ষী সায়গল। 

West Bengal News Live: মালবাজারে বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের দেখা করবেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের দেখা করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। মালবাজারের পাশাপাশি শিলিগুড়িতেও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বুধবার বিজয়া সম্মিলনীতে তাঁর যোগ দেওয়ার কথা। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: টেট দুর্নীতির অভিযোগে ধৃত মানিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইডির হলফনামা

টেট দুর্নীতির অভিযোগে ধৃত মানিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইডির হলফনামা

West Bengal News Live: ১৪ ঘণ্টা পার, ডায়মন্ড হারবারে ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ দুই শিশুকন্যা

১৪ ঘণ্টা পার, ডায়মন্ড হারবারে ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ দুই শিশুকন্যা

WB News Live Updates: সৌরভের হয়ে ব্যাটিং মমতা বন্দ্যোপাধ্যায়ের

সৌরভের হয়ে ব্যাটিং মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘অমিত শাহর ছেলে বোর্ডে আছেন, সৌরভ বাদ কোন উদ্দেশ্যে? অন্যায়ভাবে ওকে বাদ দেওয়া হয়েছে। কেন বঞ্চনার শিকার সৌরভ? প্রশ্ন মমতার। ‘আইসিসি-র ভোটে সৌরভকে লড়তে অনুমতি দেওয়া হোক'। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘গোটা বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখবেন না। গোটা বিষয়টিকে প্রতিহিংসার দিক থেকে দেখবেন না।’ অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গায় ভাঙন অব্যাহত

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গায় ভাঙন অব্যাহত। নদীগর্ভে তলিয়ে গেল কালীমন্দির। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার থেকে সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ-মহেশটোলা এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তলিয়ে গিয়েছে আস্ত দোতলা বাড়ি, বিঘার পর বিঘা কৃষিজমি। গতকাল গ্রামের একমাত্র কালীমন্দিরটিও গঙ্গাগর্ভে চলে যায়। আতঙ্কিত গ্রামবাসীরা ধ্বংসের অসহায় সাক্ষী। গত তিনদিন ধরে ভাঙন চললেও, প্রশাসনের কারও দেখা মেলেনি বলে অভিযোগ। 

WB News Live Updates: নির্বাচিত সরকার ফেলা অত সহজ নয় বলে দাবি মদন মিত্রর

অন্যায় করলে ইডি, সিবিআই ধরুক, কিন্তু নির্দোষকে ফাঁসানোর চেষ্টা করলে আগুন জ্বলবে। দলের বিজয়া সম্মিলনীতে এসে রীতিমতো হুমকি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দাবি করেন, তাঁর কাছে আগাম খবর আছে, রাজ্যে সরকার ফেলতে ডিসেম্বরের মধ্যে বিজেপি আরও গভীর ষড়যন্ত্র করতে চলেছে। তবে নির্বাচিত সরকার ফেলা অত সহজ নয় বলে দাবি মদন মিত্রর। 

West Bengal News Live: ডায়মন্ড হারবারে ভেসেল দুর্ঘটনায় এখনও খোঁজ মেলেনি দুই শিশুকন্যার

ডায়মন্ড হারবারে ভেসেল দুর্ঘটনায় এখনও খোঁজ মেলেনি দুই শিশুকন্যার। ডুবুরি নামিয়ে সন্ধান চালানোর পাশাপাশি, ড্রোন উড়িয়েও চলছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনির বাসিন্দা জাকির হোসেন গতকাল সপরিবারে ডায়মন্ড হারবারে যান। সেখান থেকে ভেসেলে চড়ে পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি ঘুরে ফেরার পথে, ডায়মন্ড জেটিঘাটের কাছে হুগলি নদীতে পড়ে যায় জাকিরের ৫ ও ৭ বছরের দুই মেয়ে। রাতেই ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। এলাকায় মোতায়েন সিভিল ডিফেন্স। রয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা।

WB News Live Updates: ২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ উত্তাল করুণাময়ী

২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ উত্তাল করুণাময়ী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। উত্তেজনা। 

West Bengal News Live: আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে মানিক ভট্টাচার্যকে

আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে মানিক ভট্টাচার্যকে। ইডির গ্রেফতারির বিরুদ্ধে কাল ফের সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর আবেদনের শুনানি। 
‘সম্পূর্ণ আলাদা সংস্থা হিসেবে তদন্ত করছে সিবিআই’, আদালতে দাবি ইডির। ‘এটা একটা বড়সড় কেলেঙ্কারি, আর্থিক অনিয়মের বিষয়টি সামনে আসছে’ । সুপ্রিম কোর্টে দাবি সলিসিটর জেনারেল তুষার মেহতার। সিবিআই, ইডি-র সঙ্গে সহযোগিতা করছেন তাঁর মক্কেল, দাবি মানিকের আইনজীবীর। তা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে, দাবি মানিকের আইনজীবীর

WB News Live Updates: প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি

স্কুলের পোশাক বিতর্কে অভিভাবককে ধমক ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। চুঁচুড়া থানার সামনে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি।কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে গেরুয়া শিবিরের দাবি। এদিন মিছিল করে গিয়ে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মীরা। অন্যদিকে, নীল-সাদা স্কুল ইউনিফর্ম বিতর্কে অভিভাবককে ধমক দেওয়ার পর ড্যামেজ কন্ট্রোলে নামলেন অসিত মজুমদার। এদিন ব্যান্ডেলের ওই সরকারি স্কুলে গিয়ে পড়ুয়া ও শিক্ষিকাদের সঙ্গে দেখা করেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। 

West Bengal News Live: ফের বীরভূমের রামপুরহাটে মোষ পাচারের চেষ্টার অভিযোগ।

ফের বীরভূমের রামপুরহাটে মোষ পাচারের চেষ্টার অভিযোগ। আটক দুই সন্দেহভাজন। ২৫টি মোষ উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশি অভিযান চলে। রামপুরহাটের মুনসবা মোড়ে মোষগুলিকে আটক করে পুলিশ। মোষগুলিকে কোথায় পাচারের চেষ্টা চলছিল, খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: পার্টি চলাকালীন সহপাঠী তরুণীকে ধর্ষণের অভিযোগ তরুণের বিরুদ্ধে

নিউটাউনের অভিজাত আবাসনে পার্টি চলাকালীন সহপাঠী তরুণীকে ধর্ষণের অভিযোগ তরুণের বিরুদ্ধে। পরে ব্ল্যাকমেল করাও হয় বলে অভিযোগ।  গ্রেফতার নামী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। 

WB News Live Updates: সন্দেহভাজনকে আটক করল রেল পুলিশ

বীরভূমের তারাপীঠ ও রামপুরহাট স্টেশনের মাঝে চলন্ত ট্রেন থেকে সহযাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করল রেল পুলিশ। ভাইরাল ভিডিয়ো হাতে থাকা সত্ত্বেও এখনও অধরা ঘটনায় মূল অভিযুক্ত। শনিবার বীরভূমের তারাপীঠ ও রামপুরহাট স্টেশনের মাঝে হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। ঘটনায় জখম হন সজল শেখ নামে বছর পঁচিশের যুবক। তাঁর বাড়ি রামপুরহাটের সন্ধিপুর এলাকায়। আটক সন্দেহভাজনও একই এলাকার বাসিন্দা বলে রেল পুলিশ সূত্রে খবর। 

WB News Live Updates: পুজোয় ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায়, দুর্গাপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল ক্লাব সদস্যদের বিরুদ্ধে

পুজোয় ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায়, দুর্গাপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল ক্লাব সদস্যদের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর সময়। অভিযোগ, স্থানীয় ক্লাবের তরফে আসবাব ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। অভিযোগ, দাবি মতো চাঁদা দিতে না চাওয়ায় গতকাল ক্লাবের সদস্যরা ব্যবসায়ীর দোকানে চড়াও হয়ে আয়কর সংক্রান্ত নথি দেখতে চায়। এ নিয়ে বচসার জেরে ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ। ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। মারধরের অভিযোগ উড়িয়ে ক্লাব কর্তৃপক্ষের দাবি, সন্ধে হলেই ব্যবসায়ীর দোকানে মদের আসর বসে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানালে তারা সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে যায়। 

WB News Live Updates: সামসেরগঞ্জের গঙ্গায় তলিয়ে গেল ঐতিহ্যবাহী কালী মন্দির

গভীর রাতে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জে গঙ্গায় তলিয়ে গেল ঐতিহ্যবাহী কালী মন্দির । ভয়াবহ গঙ্গার ভাঙনের কবলে তলিয়ে গেল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ-মহেশটোলা এলাকার একমাত্র উপাসনালয় ঐতিহ্যবাহী কালী মন্দির।

West Bengal News Live: বউবাজার মেট্রো বিপর্যয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে মদন দত্ত লেনে বিজেপি কাউন্সিলররা

বউবাজার মেট্রো বিপর্যয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে মদন দত্ত লেনে বিজেপি কাউন্সিলররা। মেট্রোর রুট বদলকেই বিপর্যয়ের জন্য দায়ী করেছেন তাঁরা। এদিন বউবাজারের মদন দত্ত লেনে যান তিন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত ও বিজয় ওঝা। বিজেপির দাবি, এই রুটে বারবার সমস্যা হচ্ছে।তাই ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই রুট বদলের জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে। 

WB News Live Updates: বিদেশযাত্রার অনুমতি চেয়ে এবার আগাম হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর

বিদেশযাত্রার অনুমতি চেয়ে এবার আগাম হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। মায়ের অসুস্থতার কারণে ব্যাঙ্ককে যেতে চান বলে আবেদনে উল্লেখ। এর আগে অভিষেক-শ্যালিকার বিদেশযাত্রায় বাধা দেয় ইডি। বিমানবন্দরে মেনকাকে হেনস্থার অভিযোগেরও উল্লেখ রয়েছে আবেদনপত্রে। বুধবার হাইকোর্টে মেনকার বিদেশযাত্রা-মামলার শুনানির সম্ভাবনা।

West Bengal News Live: ভরা বাজারে দুই ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় একলক্ষ টাকা, গয়না, ল্যাপটপ লুঠের অভিযোগ

খড়গপুরে ভরা বাজারে দুই ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় একলক্ষ টাকা, গয়না, ল্যাপটপ লুঠের অভিযোগ। গতকাল রাত ৯টা নাগাদ খড়গপুরের গোলবাজারে এই ঘটনা ঘটে। বাজারে দোকান রয়েছে ব্যবসায়ী নবীন আগরওয়াল ও তাঁর ভাই প্রবীণের। অভিযোগ, দুটি মোটরবাইকে চড়ে ৬ জন দুষ্কৃতী দোকানে ঢুকে তাণ্ডব চালায়। দুই ভাইয়ের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে শুরু করে লুঠপাট। বাধা দিলে চলে মারধর। প্রায় একলক্ষ টাকা, সোনা-রুপোর গয়না, ল্যাপটপ ও মোবাইল ফোন লুঠ করে তারা চম্পট দেয় বলে অভিযোগ। খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীরা অধরা। 

WB News Live Updates: ১৪ ঘণ্টা পার, ডায়মন্ড হারবারে ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ দুই শিশুকন্যা

১৪ ঘণ্টা পার, ডায়মন্ড হারবারে ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ দুই শিশুকন্যা। ডুবুরি নামিয়ে সন্ধান চালানোর পাশাপাশি, ড্রোন উড়িয়েও চলছে তল্লাশি। গতকাল ডায়মন্ড জেটিঘাটের কাছে হুগলি নদীতে পড়ে যায় ৫ ও ৭ বছরের দুই শিশুকন্যা। রাতেই ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়, এলাকায় মোতায়েন সিভিল ডিফেন্স। রয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা।

West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পাশাপাশি, স্ক্যানারে রয়েছে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের চারটি স্বেচ্ছাসেবী সংস্থাও। ইডি সূত্রে দাবি, এই চারটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন তাপস। ইডি সূত্রে দাবি, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার সময় উঠে আসে তাপস মণ্ডলের নাম। দেখা যায়, তাপসের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে তাপসের আত্মীয়দের অ্যাকাউন্টে।

West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরে প্রায় ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পাশাপাশি, স্ক্যানারে রয়েছে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের চারটি স্বেচ্ছাসেবী সংস্থাও। ইডি সূত্রে দাবি, এই চারটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন তাপস। ইডি সূত্রে দাবি, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার সময় উঠে আসে তাপস মণ্ডলের নাম। দেখা যায়, তাপসের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে তাপসের আত্মীয়দের অ্যাকাউন্টে।

WB News Live Updates: ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়

অর্জুন সিংয়ের নিজস্ব ক্যারিশমা নেই। আগে নরেন্দ্র মোদির সমর্থনে জিতেছিল, এবার তৃণমূলের সমর্থনে জিতবে। ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সম্প্রতি অর্জুন সিং মন্তব্য করেন, ২০১৯-এ তৃণমূলের চোরাস্রোত কাজে লাগিয়েই তিনি লোকসভা ভোটে জিতেছিলেন। 

West Bengal News Live: আপাতত পঞ্চায়েত ভোটই পাখির চোখ বিজেপির

আপাতত পঞ্চায়েত ভোটই পাখির চোখ বিজেপির। গতকাল থেকে হেস্টিংসে বিজেপির রাজ্য নির্বাচনী দফতরে চলছে বৈঠক।কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে এই বৈঠকে পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করবে বঙ্গ বিজেপি। বৈঠকের শেষদিনে আজ উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।   

WB News Live Updates: হাওড়ায় টাকা উদ্ধার প্রসঙ্গে তোপ দিলীপের

 এদিন হাওড়ার শিবপুর থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মনটা গরীব। কিন্তু টাকা আছে। কিছু কিছু লোকের কাছে রাখা আছে। দিদি জানতেন না। আগে বলতেন টাকা নেই, টাকা নেই। খুব গরীব। আসলে ঠিক জায়গায় ঠিক টাকা নেই। 

West Bengal News Live: আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের সফরে মালবাজারে বিসর্জনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন তিনি। আজ বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে যাবেন মালবাজারে। বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের দেখা করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। মালবাজারের পাশাপাশি শিলিগুড়িতেও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বুধবার বিজয়া সম্মিলনীতে তাঁর যোগ দেওয়ার কথা। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: হাওড়ায় ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ ৮ কোটি ১৫ লক্ষ টাকা।

হাওড়ায় ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ ৮ কোটি ১৫ লক্ষ টাকা। গতকাল রাতে শিবপুর মন্দিরতলার কৈপুকুরে শৈলেশের ফ্ল্যাটে তল্লাশি চলাকালীন বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, শৈলেশরা তিন ভাই পাড়ায় মেলামেশা করতেন না।প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। স্থানীয়দের দাবি, রাতের দিকে মন্দিরতলার ফ্ল্যাটে আসতেন ওই ব্যবসায়ী।শেষবার এসেছিলেন পুজোর আগে। এদিন টাকা উদ্ধারের ঘটনায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গতকাল কৈপুকুরের ওই আবাসনে শৈলেশের চারতলার ফ্ল্যাটে তালা ভেঙে ঢোকে পুলিশ। রাত ১টার পর সবুজ ও লাল রঙের দুটি ট্রলি ব্যাগে টাকা ভরে তারা এলাকা ছাড়ে।

West Bengal News Live: কোথাও খাটের নীচে লুকিয়ে রাখা ছিল ১৭ কোটির বেশি!

কোথাও খাটের নীচে লুকিয়ে রাখা ছিল ১৭ কোটির বেশি! কোথাও মাছ ব্যবসায়ীর বাড়িতে মিলেছে কোটির বেশি! ১০ সেপ্টেম্বর, গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী আমির খানের সাদামাটে এই দোতলা বাড়ির খাটের নীচ থেকে উদ্ধার হয় ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। এই ঘটনার কয়েকদিন আগে মালদার গাজোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দেয় CID। উদ্ধার হয় ১ কোটি ৩৯ লক্ষেরও বেশি টাকা! গত দোসরা সেপ্টেম্বর, উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির বাড়ি ও রিসর্টে হানা দেয় CBI। উদ্ধার হয়, নগদ ৮০ লক্ষ টাকা! এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live Updates: নগদে ৮ কোটি ১৫ লক্ষ ছাড়াও দুটি ফ্রিজ করা অ্যাকাউন্টে মিলেছে আরও ২০ কোটি টাকা

এবার শিবপুরের মন্দিরতলায় টাকার পাহাড়ের হদিশ। নগদে ৮ কোটি ১৫ লক্ষ ছাড়াও দুটি ফ্রিজ করা অ্যাকাউন্টে মিলেছে আরও ২০ কোটি টাকা। গতকাল শিবপুরের অভিজাত আবাসন ক্লাব টাউন রিভারডেলে ব্যবসায়ী ও পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডের গাড়ি থেকে নগদ ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়। রাতে মন্দিরতলায় ব্যবসায়ীর আরও একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ ৫ কোটি ৯৫ লক্ষ টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। বক্স খাটের মধ্যে লুকিয়ে রাখা আটটি ব্যাগের মধ্যে ছিল টাকা। উদ্ধার প্রচুর সোনার গয়না। রহস্যজনক লেনদেন নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের করা অভিযোগের ভিত্তিতে গতকাল এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। সপরিবারে পলাতক ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে

West Bengal News Live: বাংলায় টাকা খোলামকুচি, কটাক্ষ সুজনের

লুঠের টাকা লুকোনোর জায়গা নেই। তৃণমূলকে নিশানা দিলীপের। বাংলায় টাকা খোলামকুচি, কটাক্ষ সুজনের। পুলিশ তৎপর বলেই উদ্ধার টাকা, পাল্টা শান্তনু।

WB News Live Updates: কোটি টাকা প্রতারণার অভিযোগ এক পর্যটন সংস্থার বিরুদ্ধে

কারও স্বপ্ন ছিল ভূস্বর্গ দেখার, কারও ডেস্টিনেশন ছিল হিমাচল। পর্যটন সংস্থাকে মোটা অঙ্কের টাকা দিয়ে ট্যুর প্যাকেজ বুক করেও ঘুরতে যাওয়া হল না। প্রায় কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল হুগলির চন্দননগরের এক পর্যটন সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, টাকা আত্মসাৎ করে রাতারাতি পাততাড়ি গুটিয়েছে সংস্থাটি। ২ অভিযুক্তের খোঁজে চালাচ্ছে পুলিশ।

West Bengal News Live: পাঁশকুড়াতেও কলেজ রয়েছে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের

পাঁশকুড়াতেও কলেজ রয়েছে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের। একই ক্যাম্পাসে আরেকটি কলেজ রয়েছে, তাঁর ভাইয়ের শ্বশুরের নামে। হাইকোর্টের নির্দেশে প্রাথমিকে শিক্ষিকার চাকরি হারিয়েছেন তাপস মণ্ডলের ভাইয়ের স্ত্রী। যদিও বৈধভাবেই চাকরি পেয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।

WB News Live Updates: এবার দুর্গাপুরের সভা থেকে দিলীপ ঘোষকে নিশানা করলেন, সোহম চক্রবর্তী

এবার দুর্গাপুরের সভা থেকে দিলীপ ঘোষকে নিশানা করলেন, সোহম চক্রবর্তী। দিলীপ ঘোষকে দু’টাকার গুন্ডা বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

প্রেক্ষাপট

কলকাতা: গার্ডেনরিচের (Gardenrich) পর শিবপুর (Shibpur)। ফের টাকার পাহাড়ের হদিশ। শিবপুরে ব্যবসায়ীর দুটি আবাসনের গ্যারাজে রাখা গাড়ি ও ফ্ল্যাট থেকে উদ্ধার ৭ কোটি ৯৫ লক্ষ টাকা, প্রচুর সোনা-হীরের গয়না। 


শিবপুরের অন্য আবাসনেও রাতে তল্লাশি। বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা আটটি ব্যাগে উদ্ধার প্রায় ৬ কোটি টাকা। ২০ কোটি টাকা রেখে দেওয়া ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্ট ফ্রিজ।


হাওড়ার শিবপুরে টাকা গুনতেই রাত কেটে গিয়ে ভোর। দুটি ফ্ল্যাট সিল করল পুলিশ। বেপাত্তা ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে ও তাঁর পরিবার। অনলাইন প্রতারণা ? তদন্তে পুলিশ।


লুঠের টাকা লুকোনোর জায়গা নেই। তৃণমূলকে নিশানা দিলীপের। বাংলায় টাকা খোলামকুচি, কটাক্ষ সুজনের। পুলিশ তৎপর বলেই উদ্ধার টাকা, পাল্টা শান্তনু।


নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ২০ অক্টোবর তলব ইডির। উদ্ধার হওয়া মোবাইলে মিলতে পারে গুরুত্বপূর্ণ চ্যাট। হার্ড ডিস্ক পাঠানো হবে ফরেন্সিকে।


ইডি স্বাধীন তদন্তকারী সংস্থা। উদ্ধার হচ্ছে টাকা, সোনার গয়না। তথ্যপ্রমাণ পেয়েই ইডির হস্তক্ষেপ। দাবি নির্মলা সীতারমণের। বিজেপির শাখা সংগঠন, পাল্টা কুণাল।


২৭-২৮ অক্টোবর হরিয়ানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠক, থাকবেন অমিত শাহ। আমন্ত্রিত মমতা। প্রশাসন চালানোর শিক্ষা নিন, মত দিলীপের। মমতার থেকে শিখুন, পাল্টা শান্তনু।


আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মালবাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে পারেন মমতা। সূত্রের খবর।


মুখ্যমন্ত্রীর সফরের জন্য মালবাজারে টাকা খরচ করে সাজানো হচ্ছে মহেশতলার তৃণমূল বিধায়কের ফার্ম হাউস, দাবি শুভেন্দুর। মিথ্যার রাজনীতি, পাল্টা দুলাল দাস।


২ দশক পর আজ কংগ্রেসের সভাপতি নির্বাচন। মুখোমুখি খাড়গে-তারুর। সকাল ১০ থেকে ভোটগ্রহণ, গণনা বুধবার। নির্বাচনে লড়ছেন না গাঁধী পরিবারের কোনও সদস্য।


বউবাজারের হেল্প ক্যাম্পে ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে ২০১৯-এর ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ। কেএমআরসিএলের এডি-কে ঘিরে বিক্ষোভ।


অসৎ হলে, পঞ্চায়েত নির্বাচনে টিকিট নয়। হুঁশিয়ারি হাড়োয়ার বিধায়কের। কে সাদা, কে কালো সিদ্ধান্ত নেবে উর্ধ্বতন কর্তৃপক্ষ। হুঁশিয়ারি বারাসাতের বিধায়কের।


দুর্নীতি ইস্যুতে শাসককে বিপাকে ফেলার রণনীতি বিজেপির। পঞ্চায়েতে রিগিং রুখতে আলাদা কৌশল। দাবি জগন্নাথ সরকারের। যাই করুক, হারবে বিজেপি, পাল্টা সৌগত।


প্রয়াত ওআরএস-এর জনক, বিজ্ঞানী দিলীপ মহলানবীশ। বয়স হয়েছিল ৮৭ বছর। স্যালাইনের বদলে ওআরএস খাইয়ে কলেরা রোগী সুস্থ করে দিশা দেখিয়েছিলেন দিলীপ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.