West Bengal News Live: ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেল শান্তিনিকেতন, শুভেচ্ছা মোদির
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেল শান্তিনিকেতন। এই খবর পেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে এগিয়ে নিয়ে চলেছে যে শান্তিনিকেতন, সেই সাংস্কৃতিক ঐতিহ্য ইউনেস্কোর হেরিটেজ তালিকাভুক্ত হওয়ায় আনন্দিত। এটা সমগ্র দেশবাসীর কাছে গর্বের।
শান্তিনিকেতনের স্বীকৃতির খবরে স্পেন সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সোশাল মিডিয়ায় লিখেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হওয়ায় আনন্দিত ও গর্বিত। এটা বিশ্ববাংলার কাছে গর্বের। গুরুদেবের আদর্শে লালিত হয়েছে শান্তিনিকেতন। প্রজন্মের পর প্রজন্ম তার পাশে থেকেছে। গত ১২ বছর ধরে শান্তিনিকেতনের পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। অবশেষে বিশ্ব দরবারে স্বীকৃতি পেল সেই ঐতিহ্যবাহী স্থান।
স্পেনের মাটিতে দাঁড়িয়ে বাংলার জয়গান মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, বাংলাই পথ দেখিয়েছে দেশকে। বাংলা থেকেই একের পর এক বিশিষ্ট জন জিতেছেন নোবেল পুরস্কার। বাংলা দেশের সাংস্কৃতিক রাজধানী।
বাঁকুড়ায় বিজেপির বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ বিজেপিরই। প্রভাব খাটিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, বিধায়ক, বিজেপি সভাপতির বিরুদ্ধে।
'ইন্ডিয়া' জোটের সমন্বয় কমিটিতে থাকবে না সিপিএমের কোনও প্রতিনিধি। 'বিজেপির বিরুদ্ধে লড়াই-আন্দোলনে থাকলেও কোনও কমিটির সঙ্গে থাকবে না সিপিএম। পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে। দেশে বিজেপি-র বিরুদ্ধে এবং রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার হবে', দু'দিনের পলিটব্যুরোর বৈঠকে সিদ্ধান্ত। বঙ্গ সিপিএমের দাবিতেই সিলমোহর পলিটব্যুরোর।
এক শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদ। বিশ্বকর্মা পুজোর আগের দিন, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, কয়েকদিন আগে এক শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেয় কর্তৃপক্ষ। ওই শ্রমিককে কাজে ফেরানোর দাবি না মানায়, আজ সকাল থেকে রিলায়েন্স জুটমিলে কাজ বন্ধ করে দেন অন্য শ্রমিকরা। ফলে জুটমিলের উৎপাদন বন্ধ। মিল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল CBI-এর খাতায় ফেরার দুই অভিযুক্তের বিরুদ্ধে। মঙ্গলবার থেকে অভিজিৎ সরকার হত্যা মামলায় সাক্ষ্যদান শুরু হবে। তার আগে গতকাল নারকেলডাঙা থানা এলাকায় অভিজিতের দাদাকে মারধর করে প্রাণে মারার চেষ্টার অভিযোগ ওঠে। অরুণ দে ও অমিত দাস নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। ২০২১-এর ২ মে, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার।
পুলিশের জালে রামপুরহাটের 'কোটিপতি' কনস্টেবল! এরা সবাই কেষ্ট মণ্ডলের সহযোগী। এরা সবাই লুঠ করেছে। দাবি শুভেন্দু অধিকারীর। দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের জিরো টলারেন্স অবস্থানেরই প্রমাণ এই গ্রেফতারি। পাল্টা জবাব জয়প্রকাশ মজুমদারের।
লোকসভা ভোটকে মাথায় রেখে কোচবিহারে জনসংযোগের নতুন কৌশল নিল তৃণমূল। প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে জেলা সভাপতি, বাড়ি বাড়ি ঘুরে শুনবেন অভাব-অভিযোগের কথা। ভোটারদের মন জয়ের চেষ্টা কাজে লাগবে না, কটাক্ষ বিজেপির। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
সাংস্কৃতিক ঐতিহ্যের নিরিখে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন)। রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংগঠন UNESCO-র তরফে বিশ্বের একমাত্র সমকালীন ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হল শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। রবিবার UNESCO-র তরফে এই ঘোষণা করা হল।
অফিসের ক্যাশবাক্স থেকে লক্ষ লক্ষ টাকা চুরি করে এক মাসের মধ্যেই কিনে ফেলেছেন দুটি গাড়ি, একটি আইফোন, বুক করে ফেলেছেন জমিও। তবে শেষমেশ রক্ষা হল না। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেফতার বড়বাজারের ওষুধ সরবরাহ সংস্থার কর্মী।
কলেজে ক্লাস প্রতি ১০০ টাকা। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পর তপনের কলেজে অতিথি লেকচারারের নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এনিয়ে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল আমলে এটাই শিক্ষার দাম। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
পুলিশের জালে রামপুরহাটের 'কোটিপতি' কনস্টেবল! আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগ, গ্রেফতার রামপুরহাট থানার কনস্টেবল।
রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার রামপুরহাট থানার কনস্টেবল মনোজিৎ বাগীশ। ৭৬ লক্ষ টাকার ১২টি ফিক্সড ডিপোজিট, ১০ লক্ষ টাকার জীবন বিমা পুলিশ সূত্রে খবর। বান্ধবীকে ১১ লক্ষ ৭৫ হাজার টাকার গাড়ি উপহার কনস্টেবল মনোজিৎ বাগীশের, পুলিশ সূত্রে দাবি।
কলকাতা পুরসভায় হাতাহাতি, এবার তৃণমূলকে কার্যত হুমকি অনুপম হাজরার। 'সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে পুরসভায় বিজেপি কাউন্সিলরদের যদি মারধর করা হতে পারে, লোকসভায় আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। 'অধিবেশন চলাকালীন তৃণমূলীদের প্রতি একই প্রথা প্রয়োগ হলে কেমন হয়?'
সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার।
ফের ভাঙড়ে অস্ত্র উদ্ধার, গ্রেফতার বাবা-ছেলে। ভাঙড়ে কাশীপুর থানা এলাকায় বাড়ি থেকে উদ্ধার অস্ত্র। একাধিক আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার। উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জামও। ধৃতরা আইএসএফের সঙ্গে যুক্ত, অভিযোগ তৃণমূলের, অস্বীকার আইএসএফের।
১৯ ঘণ্টা পর কেষ্টপুর খাল থেকে যুবকের দেহ উদ্ধার। গতকাল ৭ নম্বর ব্রিজের রেলিং থেকে খালে পড়ে যান উজ্জ্বল মল্লিক। তা রপর থেকে লাগাতার তল্লাশি চালায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আজ সকালে নামানো হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তার পরেই উদ্ধার হয় উজ্জ্বল মল্লিকের দেহ।
মন্দিরবাজারে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এখনও অধরা দুষ্কৃতীরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, চরম আতঙ্কে নির্যাতিতার পরিবার। 'এলাকাতেই রয়েছে অভিযুক্তরা, হুমকি দিচ্ছে, পুলিশ কোনও ব্যবস্থাই নিচ্ছে না,' দাবি কলেজ ছাত্রীর পরিবারের। অভিযুক্তরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, অভিযোগ নির্যাতিতার পরিবারের। অভিযুক্তদের সঙ্গে দলের যোগ নেই, দাবি তৃণমূলের ।
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ২৪ হাজার ৭০৯। কলকাতা পুরসভা এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ১৫০০। বেসরকারি মতে ডেঙ্গিতে রাজ্যে মৃতের সংখ্যা ৩১, সরকারি মতে মৃতের সংখ্যা ৩।
বলিউড অভিনেত্রী জারিন খানের নামে গ্রেফতারি পরোয়ানা। জারিন খানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল শিয়ালদা আদালত।
২০১৮ সালে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েও ৬টি অনুষ্ঠানে না থাকার অভিযোগ। ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কালীপুজোর ৬টি অনুষ্ঠানে না থাকার অভিযোগ। নারকেলডাঙা থানায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। চার্জশিট পেশ করে নারকেলডাঙা থানার পুলিশ। জারিন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
দুর্নীতি ইস্যুতে ফের শুভেন্দুর নিশানায় 'ভাইপো'। নাম না করে অভিষেককে নিশানা বিরোধী দলনেতার। 'চাকরি বিক্রি ও এজেন্ট নিয়োগ করার মালিক।
কালীঘাটের কাকু থেকে শান্তনু-কুন্তল, সবাই ওর হাতে তৈরি। প্রভাব খাটিয়ে টাকা তুলেছে লিপস অ্যান্ড বাউন্ড। সিপিএম নেতা গৌতম দেব ও আমার অভিযোগ সত্য প্রমাণিত হবে। ইডি চার্জশিটে বলেছে, কীভাবে ভাইপোর কোম্পানিতে টাকা গিয়েছে।'
মোদির সঙ্গে তুলনা টেনে মমতাকে নিশানা দিলীপ ঘোষের। বললেন, "আপনি লোকের কাছে ছুটে যান, আর বিশ্বনেতারা মোদির কাছে ছুটে আসেন হাত মেলাতে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি। দুর্নীতি ও সন্ত্রাসবাদ বন্ধ করে দিয়েছেন মোদি।" প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা টেনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপের। দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ শান্তনু সেনের।
বিশ্বকর্মা প্রকল্পের সূচনায় কেন নেই রাজ্যের প্রতিনিধি? কলকাতায় এসে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংহর। মুখ্যমন্ত্রীর প্রকল্পই যথেষ্ট, পাল্টা চন্দ্রিমা।
রবিবারের সকালে হরিদেবপুরে বোমাতঙ্ক। ভ্যাটের মধ্যে তার জড়ানো বস্তু বিস্ফোরকই। পরীক্ষার পর প্রাথমিক অনুমান বম্ব স্কোয়াডের।
কলকাতা থেকে জেলা, মোদির ৭৩ তম জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে বিজেপি। পালন করা হচ্ছে সেবাপক্ষ কর্মসূচি।
পিএম বিশ্বকর্মা প্রকল্প নিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর
'চাকরি বিক্রি ও এজেন্ট নিয়োগ করার মালিক,' দুর্নীতি নিয়ে অভিষেককে পাল্টা নিশানা শুভেন্দুর
কলকাতা পুরসভায় হাতাহাতির ঘটনায় এবার তৃণমূলকে কার্যত হুমকি দিলেন অনুপম হাজরা। সোশাল মিডিয়ায় বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পোস্ট, সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে পুরসভায় বিজেপি কাউন্সিলরদের যদি মারধর করা হতে পারে, লোকসভায় আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, অধিবেশন চলাকালীন তৃণমূলীদের প্রতি একই প্রথা প্রয়োগ হলে কেমন হয়? পোস্ট করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।
কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি হওয়ার পর, আরও এক অনুব্রত-ঘনিষ্ঠের পদত্যাগ ঘিরে বীরভূমের জেলা-রাজনীতিতে তৈরি হল জল্পনা। ইস্তফা দিলেন খয়রাশোলের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী। শনিবার খয়রাশোলে জেলা সভাধিপতি কাজল শেখের সম্বর্ধনা সভায় গরহাজির ছিলেন কাঞ্চন অধিকারী। দলীয় কোন্দলের জেরেই ইস্তফা বলে কার্যত স্বীকারই করে নিয়েছেন তৃণমূলের পদত্যাগী ব্লক সভাপতি। বিজেপির কটাক্ষ, কেষ্ট-রাজ শেষ হয়ে এখন বীরভূমে কাজল-রাজ চলছে। তাই কেষ্ট-ঘনিষ্ঠের পদত্যাগ। ব্লক সভাপতি পদে বদল স্বাভাবিক ঘটনা, প্রতিক্রিয়া জেলা তৃ্ণমূল নেতৃত্বের।
বড়বাজারের ওষুধ সরবরাহকারী সংস্থার অফিস থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, ক্যাশ বাক্স থেকে প্রায় ৫০ লক্ষ টাকা সরিয়েছেন ওই কর্মী। পুলিশের দাবি, চুরির টাকায় রাতারাতি জমি কিনতে অগ্রিম দিয়েছেন ৮ লক্ষ টাকা। কেনা হয়েছে ২টি গাড়ি ও একটি আই ফোন। তবে শেষরক্ষা হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হুগলির কোন্নগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ধৃতের নাম সজ্জন সিং। বড়বাজারের ওষুধ সরবরাহকারী সংস্থার মালিকের দাবি, অফিসের ক্যাশের দায়িত্ব সামলানোর পাশাপাশি, অ্যাকাউন্টসও দেখতেন সজ্জন। সিসি ক্যামেরায় দেখা যায়, ক্যাশ বাক্স থেকে বান্ডিল বান্ডিল নোট বের করে এ-ফোর সাইজ কাগজ দিয়ে চাপা দিচ্ছেন ওই কর্মী। তারপর সকলের অলক্ষ্যে কাগজের নিচ থেকে টাকা সরিয়ে ঢোকাচ্ছেন নিজের পকেটে। এক ক্রেতার নজরে পড়ে বিষয়টি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়।
অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক দক্ষিণ দিনাজপুরে
পুজোর আগে বেহাল কলকাতার রাস্তাঘাট। কোথাও বিশাল বিশাল গর্ত। কোথাও পিচ উঠে মোরাম বেরিয়ে পড়েছে। বৃষ্টির জল পড়ে কার্যত মরণফাঁদে পরিণত। তারাতলা বেস ব্রিজ, হরিদেবপুরের এমজি রোড থেকে গড়িয়া মেট্রো স্টেশনের কাছে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড। ছবিটা একই রকম। রুবি মোড়ের কাছে খারাপ রাস্তায় জোড়া তাপ্তি দিয়ে চলছে কাজ। কামালগাজির কাছেও বেহাল রাস্তা।
কলকাতা পুরসভায় হাতাহাতি, এবার তৃণমূলকে কার্যত হুমকি অনুপম হাজরার
রবিবার ছুটির দিনে হরিদেবপুরে বোমাতঙ্ক। ব্য়ানার্জিপাড়ার বকুলতলা মোড়ে আজ সকালে ভ্যাটের মধ্যে তার জড়ানো বস্তু দেখতে পান পুরসভার সাফাই কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় হরিদেবপুর থানার পুলিশ। তার জড়ানো বস্তুটিকে জলের বালতির মধ্যে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে।
নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন দেশজুড়ে উদ্যাপন করা হচ্ছে। নতুন দিল্লির দ্বারকায় আন্তর্জাতিক কনভেনশন এবং এক্সপো সেন্টার যশোভূমির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও সূচনা করবেন তিনি। আগামী বছর লোকসভা ভোট। তা মাথায় রেখে এবার প্রধানমন্ত্রীর জন্মদিনে শুরু হতে চলেছে PM বিশ্বকর্মা প্রকল্প। এই প্রকল্পে OBC সমাজের শিল্পী ও কারিগরদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে।প্রধানমন্ত্রীর জন্মদিনে চালু হবে আয়ুষ্মান ভব প্রকল্পও। এর মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরির ওপরে জোর দেওয়া হবে। বিজেপির তরফেও দেশজুড়ে মোদির জন্মদিন পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। নমো অ্যাপের মাধ্যমে সেবা ভব কর্মসূচি পালন করবে গেরুয়া ব্রিগেড।
শাসক-বিরোধী মল্লযুদ্ধে পুরসভায় তুলকালাম। বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ মেয়রের। কিছু হলে প্রতিক্রিয়া তো হবেই, হুঙ্কার সুকান্তর।
অভিষেকের নারদ-মন্তব্যে এবার সৌগত-মদন সংঘাত
৩ অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি তৃণমূলের
এবার কংগ্রেসের নিচুতলার কর্মীদের বিজেপিতে আহ্বান সুকান্ত মজুমদারের
বকেয়া আদায়ে গিরিরাজের সঙ্গে দেখা করতে চান মমতা-অভিষেক। ধর্না কর্মসূচির মধ্যেই চিঠি তৃণমূলের। ভাল করে হোক রাজধানী ভ্রমণ, কটাক্ষ বিজেপির।
১০০দিনের কাজের বকেয়ার দাবিতে তৃণমূলের দিল্লি চলো। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের বাড়ির সামনে ধর্নার ডাক। রামলীলা ময়দানে জমায়েতে পুলিশকে চিঠি।
অবশেষে কাটল অচলাবস্থা। ৫ দিনের মাথায় আর জি কর মেডিক্যাল কলেজে অবশেষে নিজের চেম্বারে ঢুকতে পারলেন নতুন অধ্যক্ষ। শনিবারও বেলা গড়াতেই শুরু হয় টানটান নাটক! দফায় দফায় বৈঠকের পর সন্ধেয় নতুন অধ্যক্ষকে তাঁর চেম্বারে নিয়ে গেলেন পড়ুয়ারা। উত্তরীয়, মালা পরিয়ে স্বাগত জানান তাঁরা।
কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদাকে 'মারধর'
মঙ্গলবার থেকে মামলায় সাক্ষ্যদান শুরু, তার আগে অভিজিতের দাদাকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ
মারধরের অভিযোগ সিবিআইয়ের খাতায় ফেরার ২ অভিযুক্তের বিরুদ্ধে
'নারকেলডাঙা থানা এলাকায় হামলায় চালায় অরুণ দে ও অমিত দাস নামে ২ অভিযুক্ত'
থানায় অভিযোগ দায়ের ২০২১-এ ভোটপরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর দাদার
১৪৭ বছরের কলকাতা পুরসভায় লজ্জার ছবি। তৃণমূল ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে বেনজির হাতাহাতি। মেয়রের সামনেই সজলদের ধাক্কা।
প্রেক্ষাপট
১৪৭ বছরের কলকাতা পুরসভায় (KMC) লজ্জার ছবি। তৃণমূল ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে বেনজির হাতাহাতি। মেয়রের সামনেই সজলদের (Sajal Ghosh) ধাক্কা।
তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের লড়াইয়ে রণক্ষেত্র কলকাতা পুরসভার অধিবেশন!
শাসক-বিরোধী মল্লযুদ্ধে পুরসভায় তুলকালাম। বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ মেয়রের। কিছু হলে প্রতিক্রিয়া তো হবেই, হুঙ্কার সুকান্তর। (Sukanta Bhattacharya)
১০০দিনের কাজের বকেয়ার দাবিতে তৃণমূলের দিল্লি চলো। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের বাড়ির সামনে ধর্নার ডাক। রামলীলা ময়দানে জমায়েতে পুলিশকে চিঠি।
বকেয়া আদায়ে গিরিরাজের সঙ্গে দেখা করতে চান মমতা-অভিষেক। ধর্না কর্মসূচির মধ্যেই চিঠি তৃণমূলের। ভাল করে হোক রাজধানী ভ্রমণ, কটাক্ষ বিজেপির।
অভিষেকের নারদ-মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলেই লড়াই! সৌগতের কটাক্ষের জবাবে এবার আসরে মদন।
ভোট-পরবর্তী হিংসা মামলায় আত্মসমর্পণ করেও রেহাই পেলেন না আবু তাহের। জেলে পাঠাল কোর্ট। ষড়যন্ত্রের তত্ত্ব তৃণমূলের। কে লুকিয়ে রেখেছিল? কটাক্ষ বিজেপির।
ইস্পাত কারখানা তৈরির ঘোষণা সৌরভের। ১০ বছর ধরে পড়ে থাকা জিন্দলদের জমি ঘিরে ফের আশার আলো দেখছে শালবনি।
সৌরভকে নিয়ে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সঙ্গে রিয়াল মাদ্রিদের সান্টিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে সৌরভ। তুলনা টানলেন যুবভারতীর সঙ্গে।
বীরভূমে এবার আরেক সায়গল! প্রায় কোটি টাকা এফডি, জীবন বিমা, বান্ধবীকেও দামি গাড়ি উপহার! রাজ্য পুলিশের এসিবির জালে রামপুরহাটের কনস্টেবল।
বেলডাঙা বিস্ফোরণকাণ্ডে যোগ হল ইউএপিএ ধারা। সেনায় ব্যবহৃত গ্রেনেডের মতো বিস্ফোরক ব্যবহার, জানাল এনআইএ। আদালতে ধৃতদের জামিন খারিজের আর্জি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -