West Bengal News Live Updates: ফের করোনা আক্রান্ত হয়ে মৃত ১
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
মোবাইলে ছবি তুলতে নিষেধ করায়, ওয়ার্ড অফিসে ঢুকে তৃণমূল মহিলা কাউন্সিলর সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার কল্যাণী পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড অফিসের ঘটনা।
ফের করোনা আক্রান্ত হয়ে মৃত ১। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু মথুরাপুরের বাসিন্দার। বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ৭ জন।
'বিশ্বভারতীর তোলা প্রশ্নের জবাব নেই, কালই বিতর্কের নিষ্পত্তি', নোবেলজয়ী অর্থনীতিবিদের চিঠিকে গুরুত্ব না দিয়ে পাল্টা দাবি বিশ্বভারতীর।
'শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ম্যাজিস্ট্রেট নিরাপত্তার ব্যবস্থা করেছেন', উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে প্রতীচীতে নোটিস, পাল্টা চিঠি অমর্ত্য সেনের। জুনে শান্তিনিকেতনে ফেরার কথা জানিয়ে চিঠি নোবেলজয়ীর।
জমি বিতর্কে বিশ্বভারতীর নোটিস, পাল্টা চিঠি নোবেলজয়ীর। 'লিজ শেষ হওয়ার আগেই বিশ্বভারতীর দাবি গ্রাহ্য নয়', ১৯৪৩ সাল থেকে জমি পরিবারের হাতে থাকার কথা বলে চিঠি।
মিছিলে 'বাধা', চিড়িয়ামোড়ে পথ অবরোধ বিজেপির। দমদম রোডে মিছিলে বাধা দেওয়ায় পথ অবরোধ বিজেপির।
'ভাইপো লটারির জন্য সর্বস্বান্ত একের পর এক পরিবার। পাপের টাকায় বাংলাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তৃণমূল। অনশনের নামে নাটক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে এখন সাম্প্রদায়িক পার্টি বলছেন। নন্দীগ্রামের গণহত্যার পরে সিপিএমকে হারিয়ে দিয়েছিলাম। তারপরে নাটক করে টাটাকে রাজ্য থেকে তাড়িয়েছিলেন। ইলেকটরাল বন্ডে টাটার থেকে টাকা নিতে লজ্জা করে না?' কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
'সিঙ্গুরের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার বেকার যুবক-যুবতীর স্বপ্ন ধ্বংস করেছে তৃণমূল। তৃণমূল আমলে একের পর এক কারখানা বন্ধ। রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তৃণমূল।' সিঙ্গুরের সভা থেকে বললেন শুভেন্দু অধিকারী।
এবার দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। ভাইরাল হওয়া এক ভিডিয়োয় অর্জুন সিংহকে, দলীয় কর্মীদের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, দলের নাম করে কিছু লোক চুরি করছে বলেই সিপিএমের ক্ষমতা বাড়ছে।
গরমে নাজেহাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীরা। ঘরে এসি লাগানোর দাবি নিয়ে ধরনায় বসলেন কর্মচারীরা। তাঁদের দাবি প্রচণ্ড গরমে কাজ করতে সমস্যা হচ্ছে, তাই এসি প্রয়োজন।
কলকাতা ছাড়া শনিবার রাজ্যের একাংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবারের পর থেকে গরম কিছুটা কমার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে পাহাড়ের কাছাকাছি এলাকায় বৃষ্টির পূর্বাভাস।
গ্রেফতার পার্থ, মানিক, জীবনকৃষ্ণ, এবার সিবিআই তদন্তে তেহট্টের তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্ত। তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।
গরম থেকে এখনই নেই মুক্তি, ৫ জেলায় প্রবল তাপপ্রবাহের সতর্কতা। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল তাপপ্রবাহের সতর্কতা। প্রবল তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পঃ বর্ধমান, বীরভূমে। তীব্র গরম থেকে এখনই মুক্তি নেই কলকাতার।
নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর ভূমিকায় ধন্যবাদ জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি দিয়ে বেহালায় টাঙানো হল ফ্লেক্স। পোস্টারে লেখা, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়। কোনও কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই সত্য প্রবাদটি দেশের নাগরিকদের সামনে চোখে আঙুল দেখিয়ে দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বাংলার গর্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেহালা নাগরিকবৃন্দের নামে এই পোস্টার দেখা গেল ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডের ওপর।
অবিলম্বে সিবিআইকে নথি হস্তান্তরের নির্দেশ আদালতের। তাপস সাহা সহ বাকিদের বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই, নির্দেশ আদালতের। 'নিয়োগ দুর্নীতির ফলে বহু চাকরিপ্রার্থী হয়রানির শিকার হচ্ছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে এটাই আদালত প্রত্যাশা করে এবং মানুষ যেন সেটা বুঝতে পারে।'
নিয়োগ দুর্নীতির অভিযোগে আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। 'তেহট্ট-র বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও তদন্ত করবে সিবিআই', নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। রাজ্যের দুর্নীতিদমন শাখার হাত থেকে তদন্তভার গেল সিবিআইয়ের হাতে।
নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর ভূমিকায় ধন্যবাদ জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি দিয়ে বেহালায় টাঙানো হল ফ্লেক্স। পোস্টারে লেখা, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়। কোনও কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই সত্য প্রবাদটি দেশের নাগরিকদের সামনে চোখে আঙুল দেখিয়ে দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বাংলার গর্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেহালা নাগরিকবৃন্দের নামে এই পোস্টার দেখা গেল ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডের ওপর।
একদিকে প্রবল গরম অন্যদিকে বিদ্যুৎ নেই ঘণ্টার পর ঘণ্টা। নাজেহাল অবস্থা বেলেঘাটার একাংশের বাসিন্দাদের। গত শনিবার থেকেই বেহাল অবস্থা বিদ্যুতের। ক্ষুব্ধ বাসিন্দারা গতকাল রাতেই এলাকায় পথ অবরোধ করেন। আজ সকাল থেকেই কাজ শুরু করেছে সিইএসসি। কিন্তু এখনও অধরা স্থায়ী সমাধান
গরমে নাজেহাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীরা। ঘরে এসি লাগানোর দাবি নিয়ে ধর্নায় বসলেন কর্মচারীরা। তাঁদের দাবি প্রচন্ড গরমে কাজ করতে সমস্যা হচ্ছে তাই এসি প্রয়োজন
'ভাঙড়ে ছাই ঘেঁটে উদ্ধার মাইনিং ব্যবসা সংক্রান্ত নথি। পোড়ানো হয়েছে বিহারের একাধিক এলাকার মাইনিং ব্যবসা সংক্রান্ত নথি', ভাঙড়ে নথি ধ্বংস, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
'দলের নাম করে কিছু মানুষ যেভাবে চুরি করছেন, আপনি কল্পনা করতে পারবেন না। তার জন্য আজকে সিপিএমের কত ক্ষমতা বেড়ে যাচ্ছে', এমন মন্তব্য করে বিতর্ক বাড়ালেন অর্জুন সিং
সিবিআই তদন্ত করুক, প্রয়োজনে তৃণমূল সাহায্য করবে, ভাঙড়ে নথিতে আগুন প্রসঙ্গে মন্তব্য তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত মোল্লা।
মুকুল রায়ের মানসিক পরিস্থিতি ঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করতে বাবাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে।সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন মুুকুল-পুত্র শুভ্রাংশু রায়। মুকুলের মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হয়েছে বলেও তাঁর দাবি।
জীবনকৃষ্ণ সাহার নিয়োগ দুর্নীতি-যোগ নিয়ে বিস্ফোরক দাবি করল সিবিআই। '২০১৪-য় নিজেই চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করেছেন জীবনকৃষ্ণ। মুর্শিদাবাদ ছাড়িয়ে জাল বিছিয়েছিলেন বীরভূমেও। বীরভূমের একাধিক জায়গায় এজেন্ট নিয়োগ। বাড়িতেই ওয়াররুম বানিয়ে চলত অযোগ্যদের চাকরি দেওয়ার কাজ'।
কোথায় গেলেন মুকুল রায়? এই জল্পনার মধ্যেই অনুপম হাজরার ইঙ্গিতপূর্ণ পোস্ট। ফেসবুক পোস্টে বিজেপি নেতা শুধু লেখেন, প্রত্যাবর্তন। কী বলতে চেয়েছেন অনুপম হাজরা? তা নিয়ে ফের তৈরি হয়েছে রহস্য।
ভাঙড়ের আন্দুল গড়িয়াতে নথি পোড়ানোকে কেন্দ্র করে চাঞ্চল্য। পাঁচিল ঘেরা এলাকার মধ্যে সরকারি নথি পোড়ানোর অভিযোগ। বিশাল এলাকা জুড়ে পুড়ছে নথি? রাতের অন্ধকারে কে বা কারা এই নথি পোড়ালো তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে গেছে সিবিআই
নারদ মামলার এফআইআর থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। নারদ মামলায় অভিযুক্ত আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। নারদ মামলার তদন্ত করছে সিবিআই। আবেদনে সাড়া হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। মামলা দায়েরের অনুমতি, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা
মুকুল রায়ের দিল্লি যাওয়া নিয়ে শুভ্রাংশু রায় বলেন, 'মুকুল রায়ের মানসিক পরিস্থিতি ঠিক নয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এই মুহূর্তে কিছু বলতে পারবেন না। কাল কোনও এজেন্সি একটি ছেলের মাধ্যমে বাবার হাতে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে'।
কেশপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সভায় 'বাধা' পুলিশের। সুকান্তর সভার অনুমতি না দেওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা। দুপুর ১টায় বিচারপতি মান্থার এজলাসে শুনানি
হঠাৎ দিল্লিতে মুকুল রায়। দিল্লি বিমানবন্দরে মুকুল রায়ের ছবি ভাইরাল। সন্ধ্যার বিমানে ২ সঙ্গীকে নিয়ে দিল্লিযাত্রা মুকুলের। ছেলেকেও না জানিয়ে দিল্লি গেলেন মুকুল! হঠাৎ কাউকে না জানিয়ে কেন দিল্লি গেলেন মুকুল? বাবার খোঁজে পুলিশের দ্বারস্থ মুকুল-পুত্র শুভ্রাংশু
একে গলদঘর্ম অবস্থা। তার মধ্যেই গতকাল মাঝরাত থেকে বিদ্য়ুৎহীন হরিদেবপুরের সোদপুর এলাকা। প্রতিবাদে সকালে হরিদেবপুর পোস্ট অফিসের সামনে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গতকাল রাত ১২টা নাগাদ বিদ্যুৎহীন হয়ে পড়ে মহাত্মা গান্ধী রোডের বিস্তীর্ণ এলাকা। ট্রান্সফর্মার বিকল হয়ে এই বিপত্তি বলে স্থানীয়দের দাবি। পথ অবরোধ চলাকালীন এলাকায় যান তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী। তাঁর আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে। কয়েকটি জেনারেটর পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ইতিমধ্যে কাজ শুরু করেছে CESC। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণ সম্পর্কে CESC-র তরফে এখনও কিছু জানানো হয়নি। এর আগে শনি ও রবিবার বিদ্যুৎ না থাকায় নাকাল হন যোধপুর পার্কের গোবিন্দপুর ও দাসনগরের বাসিন্দারা।
দক্ষিণ ২৪ পরগনা, হুগলির পর এবার উত্তরবঙ্গে সংগঠন তৈরিতে জোর দিচ্ছে ISF। পঞ্চায়েত ভোটে কোচবিহার জেলায় প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে রাজ্য নেতৃত্ব। গতকাল কোচবিহার শহরে প্রথমবার ISF জেলা কমিটির বৈঠক হয়। সেখানে পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করেন ISF নেতারা। সংগঠনের রাজ্য নেতৃত্ব জানিয়েছে, জোট হোক, না হোক যেখানে ISF-এর শক্তি আছে সেখানেই তারা প্রার্থী দেবে। তৃণমূলের কটাক্ষ, বিরোধীদের হয়ে ভোট কাটার চেষ্টা করছে ISF। আমরা তৃণমূলের মতো নই, সকলেরই ভোটে দাঁড়ানোর অধিকার আছে। প্রতিক্রিয়া বিজেপির।
গরমে হাঁসফাঁস দশা থেকে কবে মিলবে মুক্তি? নামবে স্বস্তির বৃষ্টি? ঘূর্ণির মতো পাক খাচ্ছে প্রশ্ন। কলকাতায় গতকালই ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। বেলা বাড়লে লু বইছে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এর মধ্যেই সুখবর শোনাল আবহাওয়া দফতর। শনিবার থেকে রাজ্যে হাওয়া বদল হবে। কমবে তাপপ্রবাহ। কিছুটা নামতে পারে পারদ। সপ্তাহান্তে উপকূলবর্তী জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের ৩-৪টি জেলায় ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও পারদ ৪০ ডিগ্রির ঘরে। তবে ওপরের পাঁচ জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতি-শনিবারের মধ্যে দার্জিলিং,কালিম্পং-সহ পার্বত্য এলাকা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বাংলায় বিজেপির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। লোকসভা-বিধানসভায় মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে, বিজেপিই বাংলার ভবিষ্যৎ। কংগ্রেস থেকে সিপিএম, এখন তৃণমূল, এরপর ক্ষমতায় আসবে বিজেপি। অমিত শা ৩৫টি আসনের কথা বলেছেন, যার সম্ভাবনা রয়েছে। ২০১৯-এ ১৮টি আসন পেতেই দলে দলে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিল। যতদিন আয়ের সুযোগ আছে, ততদিনই এমএলএ-এমপিরা দিদির সঙ্গে আছেন। যেদিন একটু এদিক-ওদিক হবে, সব পালাবে। কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
ওয়ার্ড অফিসে ঢুকে তৃণমূলের মহিলা কাউন্সিলর-সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার কল্যাণীর ঘটনা। গতকাল রাতে ওয়ার্ড অফিসে বসেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, আচমকাই কয়েকজন ওই অফিসে ঢুকে মোবাইল ফোনে ছবি তুলতে শুরু করে। তাতে বাধা দেওয়ায়, মহিলা কাউন্সিলরের চুলের মুঠি ধরে মারধর করা হয়। এক মহিলা পুরকর্মী-সহ বেশ কয়েকজন আক্রান্ত হন। কয়েকজনের পোশাকও ছিঁড়ে দেওয়া হয়। এরপর হুমকি দিয়ে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। রাতে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর। অভিযুক্তরা অধরা।
চিনার পার্কে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড। ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডে ছড়াল আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩টি ইঞ্জিন। দমকলের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।
পঞ্চায়েত ভোটের আগে ফের শাসকদলের আরও এক নেতার মুখে বিরোধীদের ঝেঁটিয়ে তাড়ানোর হুঁশিয়ারি। ভোট চাইতে এলে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে ঝেঁটিয়ে তাড়ান। একটা বুথেও বিজেপির প্রার্থীকে জিততে দেবেন না। ঘরে বসতে দেবেন না, প্রচার শুনবেন না, কোনও নেতা গেলে ঝেঁটিয়ে তাড়ান। গতকাল পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে এমনই বিধান দিলেন কেশিয়াড়ির তৃণমূল বিধায়ক পরেশ মুর্মু।
আচমকা ভ্যানিশ মুকুল রায়? কোথায় গেলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক? ঘনীভূত রহস্য। মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের দাবি, সল্টলেকের বাড়ি থেকে তাঁর বাবাকে ২ জন নিয়ে যান। তারপর থেকেই আর মুকুলের কোনও খোঁজ মিলছে না। এই পরিস্থিতিতে বাবার খোঁজ পেতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। এরই মধ্যে, দিল্লিগামী একটি বিমানের টিকিটের ছবি ভাইরাল হয়েছে, যেখানে নাম রয়েছে মুকুল রায়ের। তাহলে কি মুকুল রায় দিল্লি গেছেন? হঠাৎ করে কাউকে না জানিয়ে কেন দিল্লি গেলেন? জল্পনা বিভিন্ন মহলে।
পরিবারকেও ছাড়েননি সিবিআইয়ের হাতে ধৃত জীবনকৃষ্ণ সাহা! মারধর করত। ক্রমাগত ছেলের হুমকির মুখে পড়তে হয়েছে। বলছেন খোদ জীবনের জন্মদাতা। ছেলের গ্রেফতারির পর ক্ষোভ উগরে দিয়েছেন জীবনকৃষ্ণর সৎ মা ও বোনও।
আচমকা ভ্যানিশ মুকুল? সল্টলেকের বাড়ি থেকে নিয়ে যান ২ জন। তারপরই খোঁজ নেই। পুলিশের দ্বারস্থ ছেলে। দিল্লির বিমানের টিকিটের ছবি ভাইরাল। তাহলে কি দিল্লিতে কৃষ্ণনগরের বিধায়ক? তুঙ্গে জল্পনা।
পা ভাঙতে না পারলে তৃণমূল করা ছেড়ে দেব। এই ভাষাতেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদের উদ্দেশে হুমকি দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। গ্রেফতার করা উচিত তৃণমূল নেতাকে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।
গল্ফগ্রিনের ক্যাফে মালিকের থেকে মোটা টাকা হাতানোর ছক। ভুয়ো ইডি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে ইডির হাতে গ্রেফতার অভিযুক্ত। অন্যদিকে আইএএস অফিসার সেজে আর্থিক প্রতারণার অভিযোগে ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।
প্রেক্ষাপট
কলকাতা: আচমকা 'ভ্যানিশ' মুকুল রায় (Mukul Roy)? কোথায় গেলেন কৃষ্ণনগরের বিধায়ক (MLA)? ঘনীভূত রহস্য। মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের দাবি, সল্টলেকের (Saltlake) বাড়ি থেকে তাঁর বাবাকে নিয়ে যান ২ জন। তারপর থেকেই আর মুকুল রায়ের কোনও খোঁজ মিলছে না। এই পরিস্থিতিতে বাবার খোঁজ পেতে পুলিশের (Police) সঙ্গে যোগাযোগ করেছেন বীজপুরের প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক। এরই মধ্যে, দিল্লিগামী (Delhi) একটি বিমানের (Flight) টিকিটের (Ticket) ছবি ভাইরাল (Viral) হয়েছে, যেখানে নাম রয়েছে মুকুল রায়ের। তাহলে কি মুকুল রায় দিল্লি গেছেন? হঠাৎ করে কাউকে না জানিয়ে কেন দিল্লি গেলেন? জল্পনা বিভিন্ন মহলে।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
চিনার পার্কে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড। ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডে ছড়াল আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩টি ইঞ্জিন। দমকলের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।
পঞ্চায়েত ভোটের আগে পাড়ুইতে বোমাতঙ্ক! সোমবার বিকেলে পাড়ুইয়ের কুষ্ঠিগিরি গ্রামে তৃণমূলের নবগ্রাম ২ নম্বর বুথ পার্টি অফিসে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রের দাবি, সেই সময় তৃণমূলের পার্টি অফিসটি বন্ধ ছিল। পুলিশ সেই পার্টি অফিস খুলিয়ে, ভিতর থেকে পোড়া প্লাস্টিকের বালতি-সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করে। বোমা বিস্ফোরণ না অন্য কিছু? তা জানতে সংগৃহীত নমুনা, ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়।
পা ভাঙতে না পারলে তৃণমূল করা ছেড়ে দেব। এই ভাষাতেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদের উদ্দেশে হুমকি দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। গ্রেফতার করা উচিত তৃণমূল নেতাকে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।
গল্ফগ্রিনের ক্যাফে মালিকের থেকে মোটা টাকা হাতানোর ছক। ভুয়ো ইডি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে ইডির হাতে গ্রেফতার অভিযুক্ত। অন্যদিকে আইএএস অফিসার সেজে আর্থিক প্রতারণার অভিযোগে ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।
বাঁকুড়ার ওন্দার সভা থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ওন্দায় পাল্টা সভা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তার জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। বাগযুদ্ধে ফের উঠে এল পরিবারের প্রসঙ্গ। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -