West Bengal News Live: আসানসোলে অগ্নিমিত্রা পাল, বালিগঞ্জে কেয়া ঘোষ, প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
Get the latest West Bengal News and Live Updates: আজ দিনভর কোথায় কী? জেনে নিন সমস্ত জেলার গুরুত্বপূর্ণ খবরের আপডেট
পূর্ব বর্ধমানের সাঁইবাড়িতে শহিদ দিবস পালনের অনুষ্ঠানে কংগ্রেস নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। পাল্টা কংগ্রেসের দাবি, সাঁইবাড়ি থেকে ডাক না পাওয়ায়, তারা আলাদা করে শহিদ দিবস পালন করেছে।
মৃত আমতার ছাত্রনেতা আনিস খানের বাড়িতে হান্নান মোল্লা। সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা রাজ্য সরকারের, অভিযোগ হান্নানের। পুলিশের গুন্ডামিকে সমর্থন রাজ্য সরকারের, অভিযোগ হান্নানের। ‘এক মাস অপেক্ষা করব, বিচার না পেলে সুপ্রিম কোর্টে যাব’, সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের বাবা সালেম খান।
কালিম্পঙে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট করানোর দাবি রুদেন লেপচার। ‘দার্জিলিঙের জন্য জিটিএ থাকলেও, কালিম্পঙে সেরকম কিছু নেই, তাই সেখানে আলাদা করে পঞ্চায়েত ভোটের আয়োজন করতে হবে’, দাবি কালিম্পঙের নির্দল বিধায়কের।
দোল খেলে চিকিৎসা করাতে এসে হাসপাতালে তাণ্ডব একদল মত্ত যুবকের। ভাঙচুর বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে। রোগী ভর্তি অ্যাম্বুল্যান্সেও ভাঙচুর, কাচ ভেঙে চুরমার।
বাঁকুড়ায় রঙের উত্সবে লাগল রাজনীতির রং। বাংলায় অশুভ শক্তিকে বিনাশ করতে যোগী আদিত্যনাথের কাছ থেকে এনেছেন আবির। কর্মী, সমর্থকদের সঙ্গে দোল খেলে এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। যা নিয়ে তৃণমূলের কটাক্ষ বিজেপি নেতাদের উত্তরপ্রদেশে যেতে হবে।
দ্বিতীয়বারের জন্য কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি পদে ফিরে দলেই সমালোচনার মুখে পড়লেন পার্থপ্রতিম রায়। স্থানীয় নেতৃত্বকে অন্ধকারে রেখে কর্মিসভা করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল জেলা সভাপতি। কটাক্ষ করেছে বিজেপি।
উপ নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে লড়বেন অগ্নিমিত্রা পাল। এর আগে আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন অগ্নিমিত্রা। ওই কেন্দ্র থেকে জিতেছিলেন অগ্নিমিত্রা পাল। বালিগঞ্জ বিধানসভা থেকে বিজেপির হয়ে লড়বেন কেয়া ঘোষ। কেয়া ঘোষ এখন রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র । বিজেপি থেকে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। আগামী ১২ এপ্রিল হবে ওই উপনির্বাচন।
পুরবোর্ড গঠনের আগে উত্তপ্ত বাঁকুড়ার সোনামুখী। তৃণমূল কর্মী ও নির্দল কাউন্সিলরের অনুগামীদের সংঘর্ষ। বাঁকুড়ার সোনামুখীতে সংঘর্ষ, পরপর গাড়ি ভাঙচুর। আহত পরাজিত তৃণমূল প্রার্থী-সহ ৪ জন।
পূর্ব বর্ধমানের জামালপুরে মশাগ্রাম রেলগেটে কল্যাণ চৌবের গাড়ির উপর হামলা। লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকার সময় বিজেপি নেতার গাড়ির উপর হামলা। গাড়িতে বিজেপির পতাকা দেখে হামলা করা হয় বলে অভিযোগ। হামলায় আরও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ কল্যাণ চৌবের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
মহেশতলায় দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ধুন্ধুমার। ডিভাইডারে ধাক্কা বাইকের, মৃত্যু চালকের। বজবজ ইএসআই হাসপাতালে মৃত বলে ঘোষণা। চিকিত্সায় গাফিলতির অভিযোগে ইএসআই হাসপাতালে ভাঙচুর। বজবজ ইএসআই হাসপাতালে ভাঙচুর মৃতের বাড়ির লোকেদের। তৃণমূল কাউন্সিলরের ওপর চড়াও উত্তেজিত জনতা। তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে মৃতের পরিজনদের হাতাহাতি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
উত্তর দিনাজপুরের ৩ পুরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা। ইসলামপুরের পুরপ্রধান হচ্ছেন কানাইয়ালাল আগরওয়াল। ডালখোলা পুরসভার চেয়ারম্যান হচ্ছেন স্বদেশ সরকার। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান হচ্ছেন রামনিবাস সাহা। ২১ মার্চ ডালখোলা পুরসভার বোর্ড গঠন। ২৩ মার্চ ইসলামপুর ও ২৫ মার্চ কালিয়াগঞ্জ পুরসভার বোর্ড গঠন।
দোলের দিন কলকাতায় গুলি, মৃত্যু ব্যবসায়ীর। রিজেন্ট পার্কের নতুন পল্লিতে ব্যবসায়ীকে গুলি করে খুন। মদ্যপান করে বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে বিবাদ, পুলিশ সূত্রে খবর। ব্যবসায়ীর স্ত্রীকে আবির মাখানো নিয়ে দুই বন্ধুর বিবাদ, পুলিশ সূত্রে খবর। ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। এসএসকেএমে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা। পলাতক অভিযুক্তের খোঁজে রিজেন্ট পার্ক থানা। সংঘর্ষে আহত আরও কয়েকজন।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হচ্ছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। পুরপ্রধান হিসেবে পঞ্চমবারের জন্য শপথ নেবেন তিনি। পুরাতন মালদার পুরপ্রধান হচ্ছেন কার্তিক ঘোষ। ঘোষণা মালদা জেলা তৃণমূলের।
বাঁশদ্রোণীর পর এবার দুবরাজপুর। স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু ২ স্কুল পড়ুয়ার। রং খেলার পর স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু ২ জনের
কিডনির অসুখে ভোগা সঙ্কটাপন্ন রোগীর জন্য ট্রলি টানতে হল বাড়ির লোককেই। ডায়ালিসিসের জন্য নিয়ে যেতে হল দেড় থেকে দু কিলোমিটার পথ
এনআরএস হাসপাতালে ঘটেছে এমনই মর্মান্তিক ঘটনা। ইউএন ব্রহ্মচারী ভবন থেকে এভাবেই একাধিক রোগীকে যেতে হয়েছে সেন্টিনারি বিল্ডিংয়ে ট্রলি টানার জন্য কাউকে মেলেনি বলে অভিযোগ রোগীদের পরিবারের। ‘রোগীদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা থাকে, এক্ষেত্রে কেন মেলেনি, খোঁজ নিয়ে দেখা হচ্ছে’, জানাল এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ।
নিউ আলিপুরে নিজের বাড়িতে আবির খেলায় মাতলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। সঙ্গে বাউল গানের সঙ্গে নাচ।
দোলের দুপুরে গড়িয়ার ব্রহ্মপুরে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু। রং খেলে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু কিশোরের।
করোনা আবহে দু-দুটো বছর বাদ গিয়েছে। এবার রঙের উত্সবে রঙিন আরবানা। সঙ্গে রেন ডান্স।
ঝাড়গ্রাম পুরসভার চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন পদে বসলেন দুই মহিলা। যা এখানকার ইতিহাসে প্রথম। এলাকার কথা ভেবে দায়িত্ব নিয়েই চেয়ারপার্সন জানিয়েছেন, তাঁর কাজের অন্যতম অগ্রাধিকার হবে সবুজায়ন।
ঝাড়গ্রাম পুরসভার চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন পদে বসলেন দুই মহিলা। যা এখানকার ইতিহাসে প্রথম। এলাকার কথা ভেবে দায়িত্ব নিয়েই চেয়ারপার্সন জানিয়েছেন, তাঁর কাজের অন্যতম অগ্রাধিকার হবে সবুজায়ন।
স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিত্সা পরিষেবা দেওয়ার পরেও, বেসরকারি হাসপাতালগুলির বিল মেটাচ্ছে না রাজ্য সরকার। স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিল পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালের সংগঠন। দ্রুত বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
হুগলির শ্রীরামপুরে দোল-দুর্গোত্সব। ২১৭ বছর আগে শ্রীরামপুরের দে বাড়িতে দোলের দিন দুর্গাপুজোর সূচনা হয়। পরে পারিবারিক পুজো বারোয়ারির রূপ নেয়। বর্তমানে পুজোর উদ্যোক্তা শ্রীরামপুর পঞ্চাননতলা টাউন ক্লাব। চারদিনের দুর্গাপুজোয় এখানে মহিষমর্দিনীর সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর পরিবর্তে থাকেন দুই সখী জয়া-বিজয়া।এবার ইউক্রেন যুদ্ধের আবহে যুদ্ধ নয় শান্তি চাই পোস্টার নিয়ে প্রভাতফেরিতে যোগ দেন স্থানীয় বাসিন্দারা। শান্তির দূত হিসেবে ওড়ানো হয় সাদা পায়রা।
নাগরিক পরিষেবা নিয়ে ভিডিও কলের মাধ্যমে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন। দায়িত্ব নেওয়ার পর তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার চেয়ারম্যান। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
খড়গপুরের সংসদ বাংলোতে কর্মী, সমর্থকদের সঙ্গে দোল খেললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
দোল খেলায় মাতলেন দমকলমন্ত্রী সুজিত বসু। এদিন ল্টলেক সংস্কৃতি সংসদের উদ্যোগে সল্টলেকের বিএফ পার্কে বসে রেন ডান্সের আসর। ডিজে-র তালে রং খেলায় মেতে ওঠেন বাসিন্দারা।
এ যেন কলকাতার বুকে এক টুকরো শান্তিনিকেতন। নাচে-গানে বসন্তকে বরণ কচিকাঁচাদের। গলফ গ্রিনেও আজ পালিত হচ্ছে বসন্ত উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলছে আবির খেলা।
দোল উপলক্ষে মেট্রোর সময়সূচিতে পরিবর্তন। দুপুর আড়াইটে থেকে শুরু হবে দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া মেট্রো চলাচল। দুপুর ৩টে থেকে শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাতায়াত। দোলের কারণে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়ায় লোকাল ট্রেন চলবে রবিবারের সময়সূচি মেনে।
রঙের উত্সবে রাজনীতির রং। বাঁকুড়ায় RSS-এর অফিসে কর্মী, সমর্থকদের সঙ্গে আবির খেললেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকার। ভারতমাতার পায়ে আবির দিয়ে রং খেলা শুরু হয়। বাংলায় অশুভ শক্তিকে বিনাশ করতে যোগী আদিত্যনাথের কাছ থেকে এনেছেন আবির, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দোলের আগের রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের ASI-এর। মৃতের নাম উজ্জ্বল ভট্টাচার্য। গতকাল রাত ১১টা নাগাদ ইছাপুরের বাড়িতে ফেরার পথে টিটাগড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওয়্যারলেস মোড়ের কাছে বেপরোয়া লরি ওই পুলিশ অফিসারের বাইকে ধাক্কা মারে। গুরুতর জখম ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ঘাতক লরির চালক পলাতক
শপথ গ্রহণের পরের দিনই সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজি। গতকাল রাত পৌনে ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে সিউড়ির ৩ নম্বর ওয়ার্ডের রক্ষাকালীতলায়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে, ৩টি বাইকে ৬ জন দুষ্কৃতী আসে। তারা তৃণমূল নেতা ও সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে। প্রায় ১৫-২০টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সিউড়ি থানার পুলিশকে নিয়ে রাতেই ঘটনাস্থলে যান ডিএসপি আইন শৃঙ্খলা অয়ন সাধু। কী কারণে হামলা খতিয়ে দেখা হচ্ছে।
দেশজুড়ে রঙের উত্সব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। হোলির রঙে রঙিন উত্তরপ্রদেশের বৃন্দাবন-মথুরা।
মহিষাদল প্রেস কর্নারের উদ্যোগে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্তোত্সবের আয়োজন করা হয়। এবার ১৩ বছরে পা দিল এই উত্সব। প্রভাতফেরির মাধ্যমে এদিন অনুষ্ঠানের সূচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার ২৩টি সাংস্কৃতিক দল এই বসন্তোত্সবে যোগ দিয়েছে।
চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে দোল উত্সব পালন করা হচ্ছে৷ শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা। সন্ন্যাসী মহারাজরা ঢোল-করতাল বাজিয়ে আবির নিয়ে উষা কীর্তন গেয়ে মন্দির প্রদক্ষিণ করেন। সবশেষে মিষ্টিমুখ। করোনা আবহে এবারও দোল উত্সবে বেলুড় মঠে ভক্ত ও সাধারণের প্রবেশ নিষেধ। শুধুমাত্র স্থানীয় কয়েকজন দোল উত্সবে যোগ দেন।
দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর। বসন্ত জাগ্রত দ্বারে৷ আজ রঙের উত্সব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোত্সব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নিউটাউনের রবীন্দ্র তীর্থে বসন্তোত্সব পালন। সবার রঙে রং মেলানোর দিন। আনন্দে সামিল হতে সকাল থেকেই বহু মানুষের ভিড়। আয়োজন করা হয়েছে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
একসঙ্গে হোলির দহন আবার ন্যাড়াপোড়া। মুদিয়ালি ক্লাবে গভীর রাতে বিভিন্ন ভাষাভাষি মানুষ উৎসবে মেতে উঠলেন। সূচনা হল মুদিয়ালি ক্লাবের দোল উৎসবের। যেখানে রাত জেগে বাঙালিরা অংশ নিলেন নেড়াপোড়ায় আর অবাঙালিরা 'হলিকা দহন' উদযাপন করলেন। অগ্নি শিখার মধ্যে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির আহ্বান করলেন মুদিয়ালির বাসিন্দারা।
বন্ডেল রোডের অরবিট স্কাই গার্ডেনের আবাসিকরা বৃহস্পতিবার রাত থেকে মেতে উঠেছেন হোলির উৎসবে। গান, নাচ, আবির খেলা আর ভুরিভোজের মাধ্যমে হল উৎসবের সূচনা। একে অপরকে আবির মাখালেন বিভিন্ন বয়সী আবাসিকরা। অরবিটে দু'দিন ধরে যে দোল উৎসব চলে তা কোভিড পরিস্থিতিতে মাঝে দু' বছর বন্ধ ছিল। আবাসনটিতে এবার রঙের উৎসবে জাকজমকের খামতি নেই।
বৃহস্পতিবার আনন্দপুর খেলার মাঠে পালিত হল বসন্তোৎসব। কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের উদ্যোগে, এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবির খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রয়াত লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপি লাহিড়ির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রেক্ষাপট
কলকাতা: উপনির্বাচনে (By-Poll) জন্য উচ্চমাধ্যমিকের (HS Exam) সূচি বদল। ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষা। ৬ এপ্রিল থেকে ১০দিনের বিরতি। গণনার দিনও পরীক্ষা।
উচ্চমাধ্যমিকের (HS Exam) জন্য ১ সপ্তাহ পিছোল রাজ্য জয়েন্ট। ২৩শের বদলে পরীক্ষা ৩০ এপ্রিল।
৫ রাজ্যের সঙ্গে কেন উপনির্বাচন (By Poll) নয়? পরীক্ষার সময় ভোট নিয়ে আক্রমণে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
২৫ কোটিতে পুলিশকে পেগাসাস বিক্রি করার চেষ্টা হয়েছিল, দাবি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)।
সিপিএমের (CPM) নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজ্য কমিটি থেকে বাদ সূর্য, বিমান, রবীন। এলেন সুশান্ত, শতরূপ থেকে মীনাক্ষী, মধুজা।
বিধানসভাতেই বিধায়ককে আয়কর হানার হুমকির অভিযোগ। শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে ৪ বিধায়কের স্বাধিকার ভঙ্গের নোটিস। কিছু প্রমাণ হবে না, পাল্টা বিজেপি (BJP)।
বিধানসভায় আছে সব রেকর্ড। হত্যার হুমকি ফৌজদারি অপরাধ। মন্তব্য স্পিকারের। চলতি অধিবেশনেই রিপোর্ট পেশের নির্দেশ। সত্যতা নেই, দাবি বিজেপির।
হুমকি-বিতর্কের পরেই ৪ বিধায়ককে রাজ্যের সুরক্ষা। বিধানসভায় তৃণমূলের কাছে বসার জায়গা। বিজেপি (bjp) না তৃণমূল (TMC)? কোন দলে আছেন? প্রশ্ন বিজেপির।
মমতাকে ছোট করতেই ভোটের পরেই অভিষেককে ইডির সমন। আক্রমণে ব্রাত্য। শুধুই অজুহাত, কেউ আইনের ঊর্ধ্বে নয়, পাল্টা সুকান্ত।
বিজেপির সমর্থনে চেয়ারম্যান হয়েই খড়ারের বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলরের ইস্তফা! সমর্থনকারীদের উপর চাপের অভিযোগ। নতুন বোর্ড গঠিত হবে, জানাল তৃণমূল।
কাউন্সিলররা শপথ নিলেও চাকদা, হরিণঘাটা পুরসভায় বোর্ড গঠন স্থগিত। তাহেরপুরে বামেদের বোর্ড গঠন, বয়কট তৃণমূলের।
ময়নাগুড়ি পুরসভার (Maynaguri Municipality) শপথগ্রহণের মাঝেই অনুষ্ঠান ছাড়লেন তৃণমূল কর্মাধ্যক্ষ। বেরোলেন অনুগামীদের নিয়ে। দলের জন্যেই পদে, ধমক জেলা সভানেত্রীর।
ঝালদাকাণ্ডে গোপন জবানবন্দি দিতে চান স্ত্রী, ভাইপো। আদালতের নির্দেশের অপেক্ষায় পুলিশ। ২ কাউন্সিলর-খুনে সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা।
সোমবার থেকেই রাজ্যে দ্বাদশোর্ধ্বদের ভ্যাকসিনেশন। শুধু সরকারি টিকাকরণ কেন্দ্র থেকেই দেওয়া হবে টিকা। ২৮দিনের ব্যবধানে ডবল ডোজ।
পয়লা বৈশাখের আগেই কি চালু হচ্ছে শিয়ালদা মেট্রো? চূড়ান্ত পরীক্ষায় রেলওয়ে সেফটি। পাস করলে ১ মাসেই মেট্রো চালুর সম্ভাবনা।
বসন্তের উৎসবে সেজে উঠছে বাংলা। নিউটাউনের রবীন্দ্র তীর্থ থেকে মাল্টিক্যামে সরাসরি দোল উৎসবের সম্প্রচার। লাগল যে দোল, সকাল ৭।
বাতাসে বসন্তের সুর। রঙের উৎসবে স্মরণজিতের কথায়, স্যাভির সুরে গাইলেন অমৃতা। নিজের কথায় ও সুরে গাইলেন রূপঙ্কর। ‘বসন্ত এসে গেছে’, দিনভর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -