West Bengal News Live: হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে হাজিরা, প্রায় ৫ ঘণ্টা পরে বেরোলেন পর্ষদ সভাপতি

West Bengal News Live Updates : বড়তলা থানা এলাকায় মহিলা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত, কালিম্পং থেকে গ্রেফতার করল পুলিশ।

ABP Ananda Last Updated: 18 Oct 2023 11:44 PM
West Bengal News Live: হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে হাজিরা, প্রায় ৫ ঘণ্টা পরে বেরোলেন পর্ষদ সভাপতি

হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে হাজিরা, প্রায় ৫ ঘণ্টা পরে বেরোলেন পর্ষদ সভাপতি। হাইকোর্ট আসতে বলেছিল, যা জানতে চেয়েছিল, বলেছি: প্রাথমিক পর্ষদ সভাপতি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, ডেপুটি সেক্রেটারি ও এক কর্মীকে জিজ্ঞাসাবাদ। ওএমআর কারচুপি মামলায় সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ।

West Bengal News Live Updates: পুজোর মধ্যেই ফের শ্যুটআউট, হাবড়ার গৌড়বঙ্গ রোডে বস্ত্র ব্যবসায়ীকে গুলি

পুজোর মধ্যেই ফের শ্যুটআউট। হাবড়ার গৌড়বঙ্গ রোডে বস্ত্র ব্যবসায়ীকে গুলি। দোকান বন্ধ করে ফেরার পথে বস্ত্র ব্যবসায়ীকে গুলি। ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা। বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ব্যবসায়ী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি হাবড়া থানার পুলিশের।

West Bengal News Live: সাড়ে ৪ ঘণ্টা পার, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

সাড়ে ৪ ঘণ্টা পার, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে জিজ্ঞাসাবাদ সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, ডেপুটি সেক্রেটারি ও এক কর্মীকে জিজ্ঞাসাবাদ

West Bengal News Live Updates: দেড় ঘণ্টার মধ্যে মুদিয়ালিতে গাড়ির কাচ ভেঙে চুরির কিনারা

দেড় ঘণ্টার মধ্যে মুদিয়ালিতে গাড়ির কাচ ভেঙে চুরির কিনারা করল পুলিশ। গতকাল রাতে নরেন্দ্রপুরের বাসিন্দা দেবলীনা বিশ্বাস, মুদিয়ালিতে ঠাকুর দেখতে যান। তাঁর দাবি, পার্কিংয়ে গাড়ি রেখেছিলেন। ফিরে দেখেন গাড়ির পিছনের কাচ ভেঙে ব্যাগ-মোবাইল চুরি করা হয়েছে। ব্যাগে ৫-৬ লক্ষ টাকার গয়না ছিল বলে দাবি অভিযোগকারিণীর। এরপর, হান্ড্রেড ডায়ালে ফোন করে অভিযোগ জানান তিনি। দেড় ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার এবং এক জনকে আটক করে টালিগঞ্জ থানার পুলিশ। ধৃতের থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে।

West Bengal News Live: জলপাইগুড়ি জোড়া আত্মহত্যা মামলায় তৃণমূল নেতার জেল হেফাজত

জলপাইগুড়ি জোড়া আত্মহত্যা মামলায় ধৃত সৈকত চট্টোপাধ্যায়ের জেল হেফাজত। জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজত। নির্দেশ দিল জলপাইগুড়ি মুখ্য বিচারবিভাগীয় আদালত।

West Bengal News Live Updates: কলকাতা পুরসভার বস্তি বিভাগেরও নাম বদলে হচ্ছে উত্তরণ বিভাগ

শহরে এবার বস্তির নাম পরিবর্তন। বস্তির নাম বদলে নতুন নাম উত্তরণ। কলকাতা পুরসভার বস্তি বিভাগেরও নাম বদলে হচ্ছে উত্তরণ বিভাগ। 'বস্তি বললে আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয়' বস্তিবাসীর উন্নয়নেও নজর রাজ্য সরকারের, জানালেন ফিরহাদ হাকিম।

West Bengal News Live: সালকিয়ায় পুজোর উদ্বোধন সৌরভ গঙ্গোপাধ্যায়ের

পুজোর মধ্যেই চলছে বিশ্বকাপের লড়াই। ভারতীয় দলের প্রত্যেকে ভাল খেলছেন, তবে চ্যাম্পিয়ন হতে এখনও অনেকটা পথ বাকি। সালকিয়ায় পুজোর উদ্বোধন করে বললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। 

West Bengal News Live Updates: তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদে কংগ্রেসের দলনেতা

তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদে কংগ্রেসের দলনেতা। কংগ্রেসের প্রতীকে জিতে তৃণমূলে যোগ দিলেন আনারুল হক। বিশ্বাসঘাতক নই, উন্নয়নের স্বার্থেই তৃণমূলে, মন্তব্য আনারুল হকের।

West Bengal News Live: ফের কাঁড়ি কাঁড়ি টাকার হদিশ, হাওড়া স্টেশনে প্রায় ৩২ লক্ষের হদিশ

ফের কাঁড়ি কাঁড়ি টাকার হদিশ, হাওড়া স্টেশনে প্রায় ৩২ লক্ষের হদিশ। হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা বাজেয়াপ্ত। ডাউন লক্ষ্মীসরাই এক্সপ্রেস হাওড়া ঢুকতেই ২জনকে দেখে আরপিফের সন্দেহ। লক্ষ্মীসরাই, জামালপুরের বাসিন্দা ২জনকে আটক করতেই বান্ডিল বান্ডিল নোটের হদিশ। কোথা থেকে এত টাকা কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা? এখনও রহস্য।

West Bengal News Live Updates: নন্দকুমার শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতে বোর্ড ভেঙে দিলেন বিচারপতি অমৃতা সিন্হা

পূর্ব মেদিনীপুরে তৃণমূলের পঞ্চায়েত ভেঙে দিল হাইকোর্ট। নন্দকুমার শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতে বোর্ড ভেঙে দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে অপসারণের নির্দেশ। ৬ সপ্তাহের মধ্যে নতুন করে প্রধান নির্বাচন করে বোর্ড গঠন করার নির্দেশ আদালতের। বোর্ড গঠনের দিন সব সদস্যের উপস্থিতি সুনিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ বিচারপতির।

West Bengal News Live: হাইকোর্টের ডেডলাইনের আগেই সিবিআইয়ের কাছে প্রাথমিক পর্ষদ সভাপতি

হাইকোর্টের ডেডলাইনের আগেই সিবিআইয়ের কাছে প্রাথমিক পর্ষদ সভাপতি। ডেডলাইন সন্ধে ৬, বিকেল ৫.৫৩ মিনিটে নিজাম প্য়ালেসে হাজির গৌতম পাল। প্রাথমিকে ওএমআর কারচুপি মামলায় সিবিআইয়ের কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি।

West Bengal News Live Updates: এবারও দুর্গা পুজো জেলেই কাটবে অনুব্রত মণ্ডলের

এবারও দুর্গা পুজোও জেলেই কাটবে অনুব্রত মণ্ডলের। 'নিম্ন আদালতের বিচারককে হুমকি দিয়েছেন অনুব্রত', জামিনের আবেদনের বিরোধিতা করে সওয়াল সিবিআইয়ের।তথ্য দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। জবাব দিতে অনুব্রতকে এক সপ্তাহ সময় দিলেন বিচারপতি। ৪ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।

West Bengal News Live: পূর্ব উদয়রাজপুরে পনির বিক্রির নামে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ

এবার মধ্যমগ্রামে খুন মহিলা। পূর্ব উদয়রাজপুরে পনির বিক্রির নামে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা
নিহতের নাম পারমিতা চট্টোপাধ্য়ায়, বয়স ৪২। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত পনির বিক্রেতাকে ধরে ফেলে স্থানীয়রা। অভিযুক্ত সনৎ বসুকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live Updates: সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফের এসএসকেএমে ইডি

বাইপাস সার্জারির ২ মাস পার, এখনও এসএসকেএমে সুজয়কৃষ্ণ ভদ্র। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফের এসএসকেএমে ইডি গতকালের পর আজ ফের এসএসকেএমে ইডি আধিকারিকরা। হাসপাতালে ভর্তি থাকায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না ইডি, সূত্র। 'বেসরকারি হাসপাতাল ছেড়ে দিলেও কেন এতদিন এসএসকেএমে সুজয়কৃষ্ণ? কী চিকিৎসা চলছে? কী ওষুধ দেওয়া হচ্ছে সুজয়কৃষ্ণকে?' সুপারের কাছে এসব জানতে চেয়ে বয়ান রেকর্ড করছে ইডি।

West Bengal News Live: পুজোর শহরে ফের রেস্তোরাঁর গুণগত মান পরিদর্শনে কলকাতা পুরসভা

পুজোর শহরে ফের রেস্তোরাঁর গুণগত মান পরিদর্শনে কলকাতা পুরসভা। আধিকারিকদের নিয়ে গোল পার্কের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ঘুরে দেখলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। 

West Bengal News Live Updates: বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে ফেরত গেল কুন্তল ঘোষের মামলা

বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে ফেরত গেল কুন্তল ঘোষের মামলা। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশে হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে নিজের বক্তব্য জানাতে পারবেন কুন্তল। ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে হেফাজতে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ কুন্তলের।
কলকাতা পুলিশ ও সিবিআইকে দিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অমৃতা সিন্হা
বিচারপতির সিন্হার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কুন্তল।

West Bengal News Live: যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজের অধ্যক্ষার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজের অধ্যক্ষার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। ১২ অক্টোবর সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৮ সালে চারু মার্কেট থানায় দায়ের অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

West Bengal News Live Updates: রাজ্য ও কেন্দ্রের ডিএ ফারাক নিয়ে তোপ শুভেন্দুর

কেন্দ্রীয় সরকার ডিএ বাড়াতেই রাজ্যকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্য ও কেন্দ্রের ডিএ ফারাক নিয়ে তোপ শুভেন্দুর। ডিএ ফারাকের প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। তিনি লিখেছেন, '৪ শতাংশ বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাবেন ৪৬ শতাংশ। দুর্ভাগ্যবশত কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ-র ফারাক বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকার ডিএ দিচ্ছে ৬ শতাংশ, মোদি সরকার দিচ্ছে ৪৬ শতাংশ।'

West Bengal News Live: পুজোর শেষ লগ্নে বৃষ্টির ভ্রুকুটি! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত

পুজোর শেষ লগ্নে বৃষ্টির ভ্রুকুটি! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, পরিণত হবে নিম্নচাপে। নবমী-দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস। অষ্টমী পর্যন্ত কলকাতায় থাকবে মেঘমুক্ত ঝকঝকে আকাশ।

West Bengal News Live Updates: যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে দুর্নীতি মামলার তদন্তে সিআইডি

যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে দুর্নীতি মামলার তদন্তে সিআইডি। ফের যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সিআইডির তদন্তকারীরা। অধ্যক্ষা সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা ও অধ্যাপক অচিনা কুণ্ডুকে অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট

West Bengal News Live Updates: প্রাথমিকে ওএমআর কারচুপি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে আজই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

প্রাথমিকে ওএমআর কারচুপি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে আজই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। সন্ধে ৬টার মধ্যে বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পালকে সিবিআইয়ের মুখোমুখি হতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'মানিক ভট্টাচার্যের সম্পূর্ণ সজ্ঞানেই গোটা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, সিবিআই রিপোর্টে তা জলের মতো স্পষ্ট'.
সিবিআইয়ের রিপোর্ট পড়ে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

West Bengal News Live: বাইপাস সার্জারির ২ মাস পার, এখনও এসএসকেএমে সুজয়কৃষ্ণ ভদ্র

বাইপাস সার্জারির ২ মাস পার, এখনও এসএসকেএমে সুজয়কৃষ্ণ ভদ্র। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফের এসএসকেএমে ইডি। গতকালের পর আজ ফের এসএসকেএমে ইডি আধিকারিকরা। হাসপাতালে ভর্তি থাকায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না ইডি, খবর সূত্রের। 'বেসরকারি হাসপাতাল ছেড়ে দিলেও কেন এতদিন এসএসকেএমে সুজয়কৃষ্ণ? কী চিকিৎসা চলছে? কী ওষুধ দেওয়া হচ্ছে সুজয়কৃষ্ণকে?', সুপারের কাছে জানতে চেয়ে বয়ান রেকর্ড করছে ইডি, দাবি সূত্রের। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হাসপাতালে সুজয়কৃষ্ণকে চিকিৎসার ভাবনা, দাবি সূত্রের।

West Bengal News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-কে সিট পুনর্গঠনের নির্দেশ

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-কে সিট পুনর্গঠনের নির্দেশ। সিবিআই অফিসার স্নেহাংশু বিশ্বাসকে সিটে যুক্ত করার নির্দেশ। দিল্লি সিবিআই অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের আধিকারিক স্নেহাংশু বিশ্বাসকে যুক্ত করতে নির্দেশ। দিল্লি সিবিআইয়ের আধিকারিককে কলকাতায় আনতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ২০ অক্টোবর কলকাতা সিবিআইয়ের সঙ্গে যুক্ত করতে নির্দেশ। সিটের টিমকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিচারপতি। ডিআইজি সিবিআই অশ্বিন শেনভিকে সিট পুনর্গঠনের নির্দেশ কার্যকর করার নির্দেশ।


 

West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-কে সিট পুনর্গঠনের নির্দেশ

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-কে সিট পুনর্গঠনের নির্দেশ। সিবিআই অফিসার স্নেহাংশু বিশ্বাসকে সিটে যুক্ত করার নির্দেশ। দিল্লি সিবিআই অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের আধিকারিক স্নেহাংশু বিশ্বাসকে যুক্ত করতে নির্দেশ। দিল্লি সিবিআইয়ের আধিকারিককে কলকাতায় আনতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ২০ অক্টোবর কলকাতা সিবিআইয়ের সঙ্গে যুক্ত করতে নির্দেশ। সিটের টিমকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিচারপতি। ডিআইজি সিবিআই অশ্বিন শেনভিকে সিট পুনর্গঠনের নির্দেশ কার্যকর করার নির্দেশ।

West Bengal News Live Updates: সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি চাইল ইডি

সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে এসএসকেএমে সারপ্রাইজ ভিজিট ইডির। গতকাল বিকেলে আচমকা সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে হাসপাতালে পৌঁছে যান ৩ জন ইডি আধিকারিক। কেবিনে গিয়ে দেখা করেন তাঁর সঙ্গে। অগাস্টে বাইপাস সার্জারির পর জেলে ফেরার সঙ্গে সঙ্গেই বুকে ব্যথা শুরু হয়েছিল তাঁর। সেইদিনই তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। এরপর থেকে সেখানেই টানা ভর্তি রয়েছেন তিনি। তাই তাঁর কন্ঠস্বরের নমুনাও সংগ্রহ করতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি চাইল ইডি। তাঁর কী কী সমস্যা রয়েছে, কোন কোন ওষুধ তাঁকে দেওয়া হচ্ছে সমস্তটাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাইল ইডি। সূত্রের খবর,  এরপর সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত সেই সমস্ত নথি নিয়ে আলাদা করে চিকিৎসকের পরামর্শ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খবর ইডি সূত্রে।  

West Bengal News Live: পনির বিক্রির নামে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ, মধ্যমগ্রামে খুন মহিলা

এবার মধ্যমগ্রামে খুন মহিলা। পূর্ব উদয়রাজপুরে পনির বিক্রির নামে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। নিহতের নাম পারমিতা চট্টোপাধ্য়ায়, বয়স ৪২। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত পনির বিক্রেতাকে ধরে ফেলে স্থানীয়রা। অভিযুক্ত সনৎ বসুকে গ্রেফতার করেছে পুলিশ

West Bengal News Live Updates: সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে এসএসকেএমে সারপ্রাইজ ভিজিট ইডির

সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে এসএসকেএমে সারপ্রাইজ ভিজিট ইডির। গতকাল বিকেলে আচমকা সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে হাসপাতালে পৌঁছে যান ৩ জন ইডি আধিকারিক। কেবিনে গিয়ে দেখা করেন তাঁর সঙ্গে। অগাস্টে বাইপাস সার্জারির পর জেলে ফেরার সঙ্গে সঙ্গেই বুকে ব্যথা শুরু হয়েছিল তাঁর। সেইদিনই তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। এরপর থেকে সেখানেই টানা ভর্তি রয়েছেন তিনি। তাই তাঁর কন্ঠস্বরের নমুনাও সংগ্রহ করতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি চাইল ইডি। তাঁর কী কী সমস্যা রয়েছে, কোন কোন ওষুধ তাঁকে দেওয়া হচ্ছে সমস্তটাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাইল ইডি। সূত্রের খবর,  এরপর সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত সেই সমস্ত নথি নিয়ে আলাদা করে চিকিৎসকের পরামর্শ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খবর ইডি সূত্রে।  

West Bengal News Live: সাতসকালে ঠাকুরপুকুরে যুবক খুন!

সাতসকালে ঠাকুরপুকুরে যুবক খুন! প্রকাশ্যে রাস্তায় স্কুটার নিয়ে যাওয়ার সময় হামলা। এলআইসি মোড় বাজারের কাছে এলোপাথাড়ি কোপ। এসএসকেএমে নিয়ে গেলে মৃত ঘোষণা। নিহত যুবকের নাম অনিমেষ সিংহ, বয়স ২৬। হামলার কারণ ঘিরে ধোঁয়াশা। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ

West Bengal News Live: স্থাপত্যে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল সন্তোষ মিত্র স্কোয়ার

স্থাপত্যে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল সন্তোষ মিত্র স্কোয়ার। তাঁদের এবারের থিম রামমন্দির। তবে মণ্ডপে থিমের ছোঁয়া থাকলেও, অন্যান্য বছরের মতো এবছরেও প্রতিমায় রয়েছে সাবেকিয়ানা। 

West Bengal News Live: এবারও দুর্গা পুজোও জেলেই কাটবে অনুব্রত মণ্ডলের

এবারও দুর্গা পুজোও জেলেই কাটবে অনুব্রত মণ্ডলের। 'নিম্ন আদালতের বিচারককে হুমকি দিয়েছেন অনুব্রত'। জামিনের আবেদনের বিরোধিতা করে সওয়াল সিবিআইয়ের। তথ্য দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। জবাব দিতে অনুব্রতকে এক সপ্তাহ সময় দিলেন বিচারপতি। ৪ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।

West Bengal News Live: বড়তলা থানা এলাকায় মহিলা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত

বড়তলা থানা এলাকায় মহিলা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। কালিম্পং থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সৌমিক চট্টোপাধ্যায় পেশায় ইন্টিরিয়র ডেকরেটর।
ধৃত সৌমিক জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

West Bengal News Live: ফের যাদবপুরে র‍্যাগিং-এর অভিযোগ, উপাচার্যকে চিঠি অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের চেয়ারম্যানের

ফের যাদবপুরে র‍্যাগিং-এর অভিযোগ। পদক্ষেপ নিতে বৈঠক ডাকার কথা বলেও সাড়া না মেলায়, পদে কেন থাকবেন, তা জানতে চেয়ে উপাচার্যকে চিঠি দিলেন অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। অন্যদিকে, এক পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও উঠেছে র‍্যাগিং-এর অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

West Bengal News Live Update: খড়গপুর আইআইটি-তে ফের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু

খড়গপুর আইআইটি-তে ফের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। ফৈজান আহমেদ, সূর্য দীপেনের পর কিরণ চন্দ্র। ১ বছরের মধ্যে খড়গপুর আইআইটি-র ৩ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। লাল বাহাদুর শাস্ত্রী হল থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার ছাত্রের দেহ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। মৃত ছাত্র কিরণ চন্দ্র ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র, বাড়ি তেলঙ্গানায়। খড়গপুর আইআইটি-র রেজিস্ট্রারের প্রতিক্রিয়া মেলেনি। তদন্ত শুরু করেছে পুলিশ।

West Bengal News Live: পার্থ সেনের পর এবার এস বসু রায় অ্যান্ড কোম্পানির ডিরেক্টর কৌশিক মাজিকে গ্রেফতার করল সিবিআই

OMR শিট কেলেঙ্কারিতে ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার। পার্থ সেনের পর এবার এস বসু রায় অ্যান্ড কোম্পানির ডিরেক্টর কৌশিক মাজিকে গ্রেফতার করল সিবিআই। তাপস মণ্ডল, কুন্তল ঘোষের মতোই নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে যুক্ত কৌশিক, আদালতে দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

West Bengal News Live Update: 'বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে অবিলম্বে বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারণ করা উচিত', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে অবিলম্বে বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারণ করা উচিত। মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিশ্বভারতীর এক অধ্যাপককে সার্ন প্রজেক্টে কাজ করতে না দেওয়ার জন্য চিঠি প্রসঙ্গে, 'বাঙালি এই কারণেই কাঁকড়ার জাত', বলে মন্তব্য। ৭ দিনের মধ্যে অধ্যাপক যাতে প্রকল্পে কাজ করতে পারেন, নিশ্চিত করার নির্দেশ।

West Bengal News Live: বীরভূমে সরকারি অনুদান না পাওয়া ২০০টি পুজো কমিটিকে বিজেপির 'অনুদান'

বীরভূমে সরকারি অনুদান না পাওয়া ২০০টি পুজো কমিটিকে বিজেপির 'অনুদান'। সরকারি অনুদান ৭০ হাজার, বিজেপির বরাদ্দ সর্বোচ্চ ৮০ হাজার! 'সরকারি অনুদান না পাওয়াদের পুজোয় সাহায্য করবে বিজেপি। ৩০ থেকে ৮০ হাজার পর্যন্ত পুজো কমিটিকে অনুদান দেবে বিজেপি। পুজো কমিটির সঙ্গে বিজেপির অন্তত মণ্ডল সভাপতিকে জড়িয়ে রাখার শর্ত', অনুদান পাওয়া পুজো কমিটির নাম প্রকাশ্যে না আনার দাবি বিজেপির 

West Bengal News Live Updates: ওএমআর শিট কেলেঙ্কারিতে কালীঘাটের এস বসু রায় অ্যান্ড কোম্পানির আরও এক কর্তা গ্রেফতার 

ওএমআর শিট কেলেঙ্কারিতে ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার। কালীঘাটের এস বসু রায় অ্যান্ড কোম্পানির আরও এক কর্তা গ্রেফতার। পার্থ সেনের পরে এবার সিবিআইয়ের জালে সংস্থার ডিরেক্টর কৌশিক মাজি। 'কাদের নির্দেশে ওএমআর শিটে কারচুপি করে অযোগ্যদের চাকরি?' নিজাম প্যালেসে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার। ২০১৪-র টেটের ওএমআর শিট তৈরির দায়িত্বে ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি: সূত্র। কুন্তল-তাপস-কৌশিক মাজিও ষড়যন্ত্রে যুক্ত, আদালতে দাবি সিবিআইয়ের 

West Bengal News Live: মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী ধৃত বাকিবুর রহমানের জোড়া ফ্ল্য়াটের হদিশ মিলল দুবাইয়ে

কলকাতা, বেঙ্গালুরুর পর দুবাই! এবার, মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী ধৃত বাকিবুর রহমানের জোড়া ফ্ল্য়াটের হদিশ মিলল দুবাইয়ে। যার মোট আনুমানিক মূল্য ৮ থেকে ১০ কোটি টাকা!

West Bengal News Live Update: উৎসবের মরশুমেও ডেঙ্গির থাবা অব্যাহত!

উৎসবের মরশুমেও ডেঙ্গির থাবা অব্যাহত! এবার ডেঙ্গি আক্রান্ত সদ্যোজাতের মৃত্যু হল পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালে। ২৯ সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিল শিশুটি। অবস্থার অবনতি হওয়ায় রাখা হয়েছিল PICU-তে। কিন্তু তাও হল না শেষরক্ষা। 

West Bengal News Live: OMR শিট কেলেঙ্কারিতে ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার

OMR শিট কেলেঙ্কারিতে ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার। পার্থ সেনের পর এবার এস বসু রায় অ্যান্ড কোম্পানির ডিরেক্টর কৌশিক মাজিকে গ্রেফতার করল সিবিআই (CBI)। তাপস মণ্ডল, কুন্তল ঘোষের মতোই নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে যুক্ত কৌশিক, আদালতে দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাশাপাশি কীভাবে চলেছিল OMR শিট কেলেঙ্কারির (OMR Sheet Scam) মাধ্যমে নিয়োগ দুর্নীতি, সেই  চাকরি বিক্রির র‍্যাকেটের কর্মপদ্ধতি ব্যাখ্যা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

West Bengal News Live: সোশ্যাল মিডিয়ায় ঘোষণা মমতার

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, "বাংলার ২ লক্ষ ৪৬ হাজার কৃষক, অনাবৃষ্টিতে যাঁরা ধান রোপণ করতে পারেননি, তাঁদের ১৯৭ কোটি টাকা মিটিয়ে দিচ্ছি আমরা।" বাংলা শস্য বিমা (BSB) প্রকল্পের আওতায়, কৃষকদের প্রিমিয়াম মেটাতে এই টাকা দেওয়ার কথা জানিয়েছেন মমতা। শুধু তাই নয়, এই প্রকল্প যে পুরোপুরি রাজ্য সরকারের শস্য বিমা প্রকল্প, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। (Bangla Shasya Bima)

WB News Live: পুজোর আগে কৃষকদের পরিত্রাণে এগিয়ে এল রাজ্য সরকার

পুজোর আগে কৃষকদের পরিত্রাণে এগিয়ে এল রাজ্য সরকার। শস্য বিমা খাতে কৃষকদের প্রিমিয়ামের টাকা মিটিয়ে দিল রাজ্য। মঙ্গলবার এই ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, অনাবৃষ্টিতে ধান রোপণ করতে পারেননি যে সমস্ত কৃষকরা, তাঁদের জন্য ১৯৭ কোটি টাকা কোষাগার থেকে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের ২ লক্ষ ৪৬ হাজার কৃষক তাতে উপকৃত হবেন।

প্রেক্ষাপট

কলকাতা: শুধু ভারতে নয়, রেশন দুর্নীতিতে (Ration Scam) অভিযুক্ত বাকিবুর রহমানের সম্পত্তি রয়েছে বিদেশেও, দাবি ইডি-র (ED)। সূত্রের খবর, দুবাইয়ে বাকিবুরের জোড়া ফ্ল্যাটের হদিশ। বিদেশে আরও কি সম্পত্তি? জিজ্ঞাসাবাদে প্রশ্ন ইডি-র।
একজোড়া ফ্ল্যাট কিনতে খরচ হয়েছে ৮ থেকে ১০ কোটি, খবর ইডি সূত্রের। কেন দুবাইয়ে ফ্ল্যাট? ছিল পালানোর পরিকল্পনা? প্রশ্ন ইডি আধিকারিকদের।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার। পার্থ সেনের পর সিবিআইয়ের জালে এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্তা কৌশিক মাজি। চাকরির জন্য অযোগ্যদের তালিকা তৈরির অভিযোগ।
ঘুষ নিয়ে লোকসভায় আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ। তৃণমূল  (TMC) সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আনা বিজেপি সাংসদের অভিযোগ খতিয়ে দেখবে লোকসভার নীতি কমিতি। নির্দেশ দিলেন স্পিকার ওম বিড়লা।
চলতি বছরই উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগ করতে চায় এসএসসি। কাউন্সেলিং শুরু করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে নিয়োগ হবে আদালতের নির্দেশের পর।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গোপনীয়তা রক্ষা মামলায় অভিযুক্ত, সন্দেহভাজন বা সাক্ষীদের কোনও তথ্য প্রকাশ করা যাবে না। তল্লাশি অভিযানে নিয়ে যাওয়া যাবে না সংবাদমাধ্যমকে। তদন্তকারী সংস্থাগুলিকে এই মর্মে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
উপাচার্য পদ থেকে অবিলম্বে অপসারণ করা উচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। মঙ্গলবার এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বিশ্বভারতীর এক অধ্যাপককে সার্ন-প্রজেক্টে কাজ করতে না দেওয়ার অভিযোগ নিয়েই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।


পুজোর আগে কৃষকদের পরিত্রাণে এগিয়ে এল রাজ্য সরকার। শস্য বিমা খাতে কৃষকদের প্রিমিয়ামের টাকা মিটিয়ে দিল রাজ্য। মঙ্গলবার এই ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, অনাবৃষ্টিতে ধান রোপণ করতে পারেননি যে সমস্ত কৃষকরা, তাঁদের জন্য ১৯৭ কোটি টাকা কোষাগার থেকে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের ২ লক্ষ ৪৬ হাজার কৃষক তাতে উপকৃত হবেন। 


মঙ্গলবার ট্যুইটারে এই ঘোষণা করেন মমতা। তিনি লেখেন, "বাংলার ২ লক্ষ ৪৬ হাজার কৃষক, অনাবৃষ্টিতে যাঁরা ধান রোপণ করতে পারেননি, তাঁদের ১৯৭ কোটি টাকা মিটিয়ে দিচ্ছি আমরা।" বাংলা শস্য বিমা (BSB) প্রকল্পের আওতায়, কৃষকদের প্রিমিয়াম মেটাতে এই টাকা দেওয়ার কথা জানিয়েছেন মমতা। শুধু তাই নয়, এই প্রকল্প যে পুরোপুরি রাজ্য সরকারের শস্য বিমা প্রকল্প, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। (Bangla Shasya Bima)


এদিন মমতা জানিয়েছেন, রাজ্য সরকারই প্রিমিয়ামের পুরো টাকা দিয়ে দিচ্ছে। কৃষকদের কিছু দিতে হবে না। ২০১৯ সালে নিরীক্ষার পর থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকার ২৪০০ কোটি টাকা জমা দিয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে বাংলার ৮৫ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন বলেও জানান মমতা। ফলে প্রিমিয়ামের টাকা না দিয়েও ক্ষতিপূরণ পাবেন কৃষকরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.