West Bengal News Live: শিলিগুড়ি পুলিশের কাছে হাইকোর্টের রিপোর্ট তলবের পরই চাপে পড়ে পর্ষদের ওয়েবসাইটে অনামিকার নাম?
Get the latest West Bengal News and Live Updates: এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
হাইকোর্টে মানিকপুত্রের জামিনের মামলার শুনানির সময় অনলাইনে কে? 'আরএক্স' পরিচয়ে অনলাইনে কে ছিলেন মানিকপুত্রের শুনানিতে? শুনানির সময় অনলাইনে অজ্ঞাতপরিচয়ের উপস্থিতির অভিযোগে শোরগোল। অনলাইনে কে? ইডির অভিযোগ পেয়েই জানতে চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার আগে বিরোধী জোটের বৈঠক। আর দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে সেই বৈঠকেই, পাশাপাশি দেখা গেল অধীর চৌধুরী ও সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। অধীর চৌধুরী ও মল্লিকার্জুন খাড়গের ঠিক মাঝখানে বসে বৈঠক করতে দেখা গেল তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছ়ে বিজেপি।
তেহট্টে সমবায় সমিতি দখলে রাখল বামেরা। ৬২টি আসনের মধ্যে ৫০টিতেই জিতলেন বাম সমর্থিত প্রার্থীরা।বাকি ১২টিতে জিতেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। যদিও এই ভোটে প্রার্থী দেয়নি তৃণমূল। যা নিয়ে আবার সামনে চলে এসেছে শাসকদলের কোন্দল।
শিলিগুড়ি পুলিশের কাছে হাইকোর্টের রিপোর্ট তলবের পরই চাপে পড়ে পর্ষদের ওয়েবসাইটে অনামিকার নাম? দুপুরে শিলিগুড়ি পুলিশের ঘাড়ে দায় চাপিয়ে বিকেলেই ভোলবদল কমিশনের?
নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের সন্দেহভাজনের তালিকায় আরও বিধায়ক, কাউন্সিলর! দুর্নীতিতে যুক্ত থাকতে পারে এমন একাধিকের নাম আদালতে জানাল সিবিআই
নিয়োগ দুর্নীতিতে মানিক-সিবিআইয়ের সেটিংয়ের সন্দেহ খোদ বিচারপতির। 'আমার নির্দেশের পরেও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি। দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন, আমার তো মনে হয় যোগসাজশ আছে',জেলবন্দি প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতিকে জেরা না করায় তীব্র ভর্ৎসনা বিচারপতির
নিয়োগ দুর্নীতিতে মানিক-সিবিআইয়ের সেটিংয়ের সন্দেহ খোদ বিচারপতির। 'আমার নির্দেশের পরেও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি। দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন, আমার তো মনে হয় যোগসাজশ আছে',জেলবন্দি প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতিকে জেরা না করায় তীব্র ভর্ৎসনা বিচারপতির
নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে জীবনকৃষ্ণ সাহা। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বড়ঞার তৃণমূল বিধায়কের জেল হেফাজতের নির্দেশ আদালতের। 'চার্জশিটে এসএসসির ২ আধিকারিক পর্ণা বসু ও সমরজিৎ আচার্যর নাম রয়েছে। তাও, দুজনকে কেন ছেড়ে রেখেছেন?', তদন্তকারী আধিকারিককে প্রশ্ন বিচারকের।
পরেশ কন্যা অঙ্কিতার চাকরির জায়গা আজও ফাঁকা। ৪ মাস পরেও চাকরি পাননি অনামিকা রায়। কাল বেলা ১২টার মধ্যে শিলিগুড়ি কমিশনারেটের রিপোর্ট তলব হাইকোর্টের।
লোকসভা ভোটে জিতে হলদিয়া শিল্পাঞ্চল থেকে তৃণমূলকে উৎখাতের হুঙ্কার শুভেন্দু অধিকারীর। 'পঞ্চায়েতে ভোট লুঠ করেছেন, লোকসভা ভোটে পারবে না। তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল হেরে বসে আছে',হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
জোটে আছে, সাংগঠনিক কমিটিতে নেই সিপিএম, গুরুত্ব দিতে নারাজ অভিষেক
কলকাতা পুরসভায় বেলাগাম হাতাহাতি, সংখ্যাগরিষ্ঠের দম্ভ! অধিবেশন চলার সময়ই শনিবার তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের সংঘর্ষ! তৃণমূলের অসীম বসু, বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে শোকজ
লজ্জার হাতাহাতির পরেও চড়া সুর তৃণমূল কাউন্সিলর অসীম বসুর। 'চোর বলেছিল, যা করেছি ঠিক করেছি, জবাব দেব শোকজের', বিজেপিকে কার্যত হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলর অসীম বসুর। 'আমি ধাক্কা খেলাম, আমাকেই শোকজ', পাল্টা আক্রমণে সজল ঘোষ।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের প্রেক্ষিতে সিবিআই-কে নোটিস দিল সুপ্রিম কোর্ট। অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান অনুব্রত মণ্ডল। সেই মামলাতেই এবার সিবিআই-কে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। নোটিস পাঠাল বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ।
ভরদুপুরে পুরুলিয়ায় সোনার শোরুমে ডাকাতি, আরও গ্রেফতার। সোনা, হীরের গয়না, প্রচুর টাকা-সহ আরও ২ ডাকাত গ্রেফতার
নরেন্দ্রপুর থানার কাছে যুবক খুন, হাইকোর্টের দ্বারস্থ পরিবার
সুপারিশ, নিয়োগপত্র জাল করে বাবার স্কুলেই ছেলের চাকরি, আরও গ্রেফতার। জালিয়াতি করে বাবার স্কুলে ছেলের চাকরি! এবার জালে সহকারী স্কুল ইন্সপেক্টর। মুর্শিদাবাদের গোঠা স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় সহকারী স্কুল ইন্সপেক্টর গ্রেফতার। সহকারী স্কুল ইন্সপেক্টর সুশীল কুমার বর্মনকে গ্রেফতার করল সিআইডি
পরেশ কন্যা অঙ্কিতার চাকরির জায়গা আজও ফাঁকা। ৪ মাস পরেও চাকরি পাননি অনামিকা রায়। কাল বেলা ১২টার মধ্যে শিলিগুড়ি কমিশনারেটের রিপোর্ট তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
।
নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের সন্দেহভাজনের তালিকায় আরও বিধায়ক, কাউন্সিলর! দুর্নীতিতে যুক্ত থাকতে পারে এমন একাধিকের নাম আদালতে জানাল সিবিআই। 'এ তো সব মহাপুরুষ! এদের কবে জিজ্ঞাসাবাদ করবেন? লোকসভা ভোটের পর?' সিবিআইয়ের তালিকা দেখে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
নদিয়ার তেহট্টের মৃগী সমবায় সমিতিতে বাম দুর্গ অক্ষত রইল। ৬২টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়ী হলেন বাম প্রার্থীরা। ১২টি আসন পেয়েছে বিজেপি, প্রার্থী দেয়নি তৃণমূল
'বিজেপি যদি তৃণমূলের একটি পতাকাও খোলে, তাহলে বিজেপিরও কোনও পতাকা থাকবে না',পঞ্চায়েত ভোট মেটার পরেও রণং দেহি মেজাজে উদয়ন গুহ
'আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির ৫০ কোটি টাকার দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই', আদালতে জানালেন সিবিআইয়ের আইনজীবী
আধার কার্ডে বায়োমেট্রিক জালিয়াতি করে প্রতারণার ৬৬টি অভিযোগ জমা পড়েছে লালবাজারে
এত অভিযোগ পেয়ে চিন্তিত কলকাতা পুলিশ
মুর্শিদাবাদের গোঠা স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় সহকারী স্কুল ইন্সপেক্টরকে গ্রেফতার করল সিআইডি
'বিজেপি যদি তৃণমূলের একটি পতাকাও খোলে, তাহলে বিজেপিরও কোনও পতাকা থাকবে না'
'আমরা কেউ চুড়ি পরে বসে নেই, এক ইশারায় এখানে যাঁরা আছেন, তাঁরা ফুঁ দিলে জয়-বীরু সব উড়ে যাবে'
পঞ্চায়েত ভোট মেটার পরেও রণং দেহি মেজাজে উদয়ন গুহ
'সিপিএমের অবস্থান কী, তা সিপিএম-ই স্পষ্ট করে বলতে পারবে'
'বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা প্রতিটি সম মনোভাবাপন্ন দলকে স্বাগত জানিয়েছি।
সিপিএম বা অন্য রাজনৈতিক দলগুলি এই আহ্বানে কতটা সাড়া দেবে, তা তাদের ব্যাপার'
দিল্লি যাওয়ার পথে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ক্লাবগুলিকে দুর্গাপুজোয়় ৭০ হাজার টাকা করে দেওযার প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন আবেদন হাইকোর্টে
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ
নতুন আবেদন করার অনুমোদন দিলেন প্রধান বিচারপতি
চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা
অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি
মানিক ভট্টাচার্য সহযোগিতা করছেন না, আদালতে জানাল সিবিআই
মুর্শিদাবাদের গোথা স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায়, রিপোর্ট জমা দিল স্কুল শিক্ষা দফতর
তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল সিআইডিও
বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রিপোর্ট জমা দিল সিআইডি
স্কুলশিক্ষা দফতরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য অনুমতি চেয়েছে সিআইডি
স্কুল শিক্ষা দফতরের কাছে অনুমতি চেয়েছে সিআইডি
অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে, এক সপ্তাহের মধ্যে অনুমতিপত্র, জানাল স্কুল শিক্ষা দফতর
২২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি
নদিয়ার তেহট্টে আবার উড়ল লাল নিশান। মৃগী সমবায় সমিতিতে অক্ষত রইল বাম দুর্গ। ৬২টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়ী হলেন বাম সমর্থিত প্রার্থীরা। ১২টি আসন পেয়েছে বিজেপি। প্রার্থী দেয়নি তৃণমূল। আর এই পরাজয়কে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীকোন্দল। সমবায় ভোটে হারের জন্য নাম না করে দলেরই নেত্রী টিনা সাহা ভৌমিককেই দায়ী করলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। পঞ্চায়েত ভোটের আগে থেকে টিনা-তাপসের কোন্দলেই খারাপ ফল, দাবি তৃণমূল জেলা পরিষদ সদস্যের। এই পরিস্থিতিতে মৃগী সমবায় কৃষি উন্নয়ন সমিতি পুনর্দখলের পর সিপিএমের কটাক্ষ, হার নিশ্চিত জেনেই প্রার্থী দেয়নি তৃণমূল। যদিও বিজেপির দাবি, বিরোধী জোট INDIA-র সমর্থনে শাসকদল প্রার্থী দেয়নি।
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রাজ্যে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ল ৩ হাজার ৩৫৮ জন।
বিশ্বকর্মা পুজোয় হাওড়ায় শিল্প-তরজা। হাওড়ায় শিল্পকে শেষ করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী বিদেশ সফর করে লগ্নি আনার কথা বলছেন, অথচ ঘরের কাছে হাওড়ায় বিনিয়োগের অভাবে বন্ধ হয়েছে একের পর এক কারখানা। ১৪ সেপ্টেম্বর, হাওড়া ময়দানের জনসভা থেকে রাজ্য সরকারের শিল্পনীতির সমালোচনায় সরব হন বিজেপি রাজ্য সভাপতি। শিল্পের এই রুগ্ন দশাকেই লোকসভা ভোটে হাতিয়ার করতে চাইছে গেরুয়া ব্রিগেড। মন্ত্রী অরূপ রায়ের পাল্টা দাবি, তাঁদের আমলে হাওড়ায় কোনও কারখানা বন্ধ হয়নি। উল্টে ১৬ নম্বর জাতীয় সড়কের দু’ধারে নতুন কারখানা তৈরি হয়েছে।তৈরি হয়েছে শিল্প পুনর্গঠন দফতর। বিরোধীদের সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল।
তপনের কলেজে অতিথি লেকচারারের নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক
ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল শান্তিনিকেতন। দেশবাসীর কাছে গর্বের। শুভেচ্ছাবার্তা মোদির। দেশ ও বিশ্বের বাঙালিদের কাছে গর্বের মুহূর্ত। সোশাল মিডিয়ায় পোস্ট মমতা-অভিষেকের।
INDIA জোটে থাকলেও, সমন্বয় কমিটিতে থাকছে না সিপিএম। রবিবার পলিটব্যুরো বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হল। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশে বিজেপির বিরুদ্ধে ও রাজ্যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। কেরলে কংগ্রেসের বিরুদ্ধেও প্রতিদ্বন্দ্বিতা জারি থাকবে। পয়লা সেপ্টেম্বর, মুম্বইয়ে INDIA জোটের বৈঠকে সমন্বয় কমিটি তৈরি করে বিরোধীরা। কমিটিতে সিপিএমের জন্য একটি জায়গা ফাঁকা রাখা হয়েছিল। পরে সিদ্ধান্ত নিয়ে জানানোর কথা বলা হয়েছিল সিপিএমের তরফ থেকে। রবিবার পলিটব্যুরো বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল, ইন্ডিয়া জোটের সমস্ত কর্মসূচিতে থাকলেও কোনও সাংগঠনিক কমিটিতে থাকবে না সিপিএম।
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের রিভিউ বৈঠকে চাঞ্চল্যকর তথ্য! হিসাব বলছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া প্রায় ২৫ হাজারে গিয়ে ঠেকেছে! শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকাতেই এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১৫০০ জন। এই অবস্থায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সমানে চলছে রাজনৈতিক তরজা!
বিশ্বকর্মা পুজোর দিনে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হল তিন শ্রমিকের
আরও এক শ্রমিককে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে
নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে বাঁশের ভাড়া খুলতে যান এক শ্রমিক
সেইসময় পাঁচিল ধসে তিনি চাপা পড়েন
তাঁকে উদ্ধার করতে নামেন বাকি তিন শ্রমিক
তাঁরাও জখম হন, চারজনকে হাসপাতালে নিয়ে গেলে, তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা
রাজ্যে ভয়াবহ ডেঙ্গির প্রকোপ। আক্রান্ত প্রায় ২৫ হাজার। । জরুরি বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব। কেন্দ্রীয় প্রকল্পে জমা জল, কেন্দ্রকে চিঠি লিখুন, নির্দেশ জেলাশাসকদের।
মেঘলা আকাশে পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা আর মুখপোড়াদের লড়াই। আজ বিশ্বকর্মা পুজো। বাঙালি মাতবে ঘুড়ির উৎসবে। এ ছাদ থেকে ও ছাদ চেঁচাবে ভোকাট্টা বলে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের 'লক্ষ্মীর ভাণ্ডারের' আদলে এবার কংগ্রেসের 'মহালক্ষ্মী' প্রকল্প
পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে গরহাজির। টাকা ফেরত না দেওয়ার অভিযোগ অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা জারি শিয়ালদা আদালতের। প্রতিক্রিয়া মেলেনি জারিনের।
রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই বিশ্ববিদ্য়ালয়ের ফিনান্স অফিসারদের বৈঠক। নবান্নে বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারদের বৈঠক ডাকল রাজ্য সরকার
নিয়োগ দুর্নীতির আবহেই বেতন বিতর্ক। একজন দিনমজুরের থেকেও কম বেতন। আক্রমণ বিজেপির। শিক্ষকদেরই সম্মান দেয় না বিজেপি, শুধুই গৈরীকিকরণের চেষ্টা। পাল্টা তৃণমূল।
বঙ্গ সিপিএমের দাবিতে সিলমোহর। ইন্ডিয়া জোটে থাকলেও সমন্বয় কমিটিতে নেই সিপিএমের প্রতিনিধি। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার হবে। সিদ্ধান্ত পলিটব্যুরোর বৈঠকে।
বঙ্গ সিপিএমের দাবিতে সিলমোহর। ইন্ডিয়া জোটে থাকলেও সমন্বয় কমিটিতে নেই সিপিএমের প্রতিনিধি। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার হবে। সিদ্ধান্ত পলিটব্যুরোর বৈঠকে।
প্রেক্ষাপট
বঙ্গ সিপিএমের (CPM) দাবিতে সিলমোহর। ইন্ডিয়া জোটে থাকলেও সমন্বয় কমিটিতে নেই সিপিএমের প্রতিনিধি। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরদার হবে। সিদ্ধান্ত পলিটব্যুরোর বৈঠকে।
আজ থেকে সংসদে শুরু হচ্ছে ৫ দিনের বিশেষ অধিবেশন। আজ পুরনো ভবনে অধিবেশন, মঙ্গলবার অধিবেশন বসবে নতুন সংসদ ভবনে। কী নিয়ে আলোচনা, তুঙ্গে জল্পনা।
বিশেষ অধিবেশনে বকেয়া পাওনা, বেকারত্ব নিয়ে আলোচনার দাবি তৃণমূলের। প্রথম দিন সংসদের ৭৫ বছরের যাত্রাপথ নিয়ে আলোচনা, জানাল কেন্দ্র।
লক্ষ্মীর ভান্ডারের আদলে তেলঙ্গানা বিধানসভার আগে কংগ্রেসের মহালক্ষ্মী প্রকল্প। ভোটে জিতলে মহিলাদের আড়াই হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি।
কলকাতা পুরসভায় হাতাহাতি। লোকসভায় তৃণমূলের সঙ্গে একই ব্যবহার করলে কেমন হবে ? সোশাল মিডিয়ায় পোস্ট অনুপম হাজরার। বিরোধীদের কণ্ঠরোধ বিজেপিই করে, পাল্টা শান্তনু।
কলেজে ক্লাস প্রতি ১০০ টাকা! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পর তপনের কলেজে অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। তৃণমূল আমলে এটাই শিক্ষার দাম। কটাক্ষ সুকান্তর।
নিয়োগ দুর্নীতির আবহেই বেতন বিতর্ক। একজন দিনমজুরের থেকেও কম বেতন। আক্রমণ বিজেপির। শিক্ষকদেরই সম্মান দেয় না বিজেপি, শুধুই গৈরীকিকরণের চেষ্টা। পাল্টা তৃণমূল।
পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে গরহাজির। টাকা ফেরত না দেওয়ার অভিযোগ অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা জারি শিয়ালদা আদালতের। প্রতিক্রিয়া মেলেনি জারিনের।
রাজ্যে ভয়াবহ ডেঙ্গির (Dengue) প্রকোপ। আক্রান্ত প্রায় ২৫ হাজার। । জরুরি বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব। কেন্দ্রীয় প্রকল্পে জমা জল, কেন্দ্রকে চিঠি লিখুন, নির্দেশ জেলাশাসকদের।
ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল শান্তিনিকেতন। দেশবাসীর কাছে গর্বের। শুভেচ্ছাবার্তা মোদির। দেশ ও বিশ্বের বাঙালিদের কাছে গর্বের মুহূর্ত। সোশাল মিডিয়ায় পোস্ট মমতা-অভিষেকের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -