West Bengal News Live Updates: অধীর-সহ মোট ৩৩ জন বিরোধী সাংসদ সাসপেন্ড

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 18 Dec 2023 03:20 PM
WB News Live : লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী

এবার লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী। কংগ্রেসের লোকসভার দলনেতা সাসপেন্ড। শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী। 

West Bengal News Live :স্মোককাণ্ডের তদন্তে বড়বাজার সহ রাজ্যে দিল্লি পুলিশ


স্মোককাণ্ডে ৬ রাজ্যে তদন্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল। স্মোককাণ্ডের তদন্তে বড়বাজার সহ রাজ্যের একাধিক জায়গায় দিল্লি পুলিশ।বড়বাজারে স্মোককাণ্ডে ধৃত মাস্টারমাইন্ড ললিত ঝা-র বাড়িতে দিল্লি পুলিশ। রাজস্থান, হরিয়ানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, বাংলা ও মহারাষ্ট্রে স্পেশাল সেল। এছাড়া তদন্তে আরও ৫০টি দল গড়া হয়েছে। আলাদা আলাদাভাবে অভিযুক্তদের ব্যাঙ্কের নথি পরীক্ষার কাজ চলছে। অভিযুক্ত নীলমের হরিয়ানার জিন্দের বাড়ি থেকে পুরনো ডায়েরি ও কিছু বই বাজেয়াপ্ত করা হয়েছে। জিন্দে নীলমের বাড়িতে হানা দিয়েছিল স্পেশাল সেলের ৮ জনের বিশেষ টিম

West Bengal News Live : বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনার গ্রেফতার ১৩

বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনার গ্রেফতার ১৩। ধৃত ১৩ জনের মধ্যে ১২ জনেরই নাম রয়েছে এফআইআর-এ। ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও অধরা দুই মূল অভিযুক্ত, ক্ষুব্ধ মৃতের পরিবার। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। দুই অভিযুক্তের বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশ। 

West Bengal News Live : ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল

৩ রাজ্যের ভোটে গেরুয়া ঝড়ের পর, বিরোধী জোটের প্রথম বৈঠকে নজর রয়েছে গোটা দেশের। আসনরফা ও বিরোধী জোটের মুখ নিয়ে জল্পনার মধ্যেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। মঙ্গলবারের বৈঠকের আগে যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও কুণাল ঘোষের মন্তব্যে আমল দিতে নারাজ বিজেপি। 

West Bengal News Live : 'মুখ্যমন্ত্রী' ইস্যুতে কুণালের পাল্টা কটাক্ষ শুভেন্দু

২০৩৬ অবধি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ায় এই দাবি করলেন কুণাল ঘোষ। পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। রাজতন্ত্র মনোভাব বলে মন্তব্য করেছেন সুজন চক্রবর্তী।

West Bengal News Live : কমিশনের অবস্থান সন্তোষজনক নয়, মতপ্রকাশ বিচারপতির

 


নবম-দশমে সুপারিশ পত্র প্রত্যাহার নিয়ে বিশেষ ডিভিশন বেঞ্চে নিজেদের অবস্থান জানাল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের অবস্থান সন্তোষজনক নয়, মতপ্রকাশ বিচারপতির। 'প্রথম দিন থেকে জানতে চাইছি এসএসসি-র মাধ্যমে সুপারিশ পত্র দেওয়াতে কোনও ভুল থাকলে তা খুঁজে পেয়েছেন কিনা।খুঁজে পেয়ে থাকলে আপনারা সেক্ষেত্রে কী করেছেন, কমিশনকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। 

West Bengal News Live :সুজয়কৃষ্ণর স্ট্রেস এমপিআই টেস্ট করাতে চায় এসএসকেএম

কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর মানসিক চাপ কতটা এবং এর জন্য তাঁর হৃদযন্ত্রে কী প্রভাব পড়ছে?'। এসব তথ্য জানতে এবার সুজয়কৃষ্ণর স্ট্রেস এমপিআই টেস্ট করাতে চায় এসএসকেএম, খবর সূত্রের। এর জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, খবর সূত্রের। কলকাতার যে চারটি বেসরকারি হাসপাতালে এই ধরনের পরীক্ষা করা হয়, তার তালিকাও পাঠিয়েছে এসএসকেএম, খবর সূত্রের। সুজয়কৃষ্ণর মানসিক স্বাস্থ্য পরীক্ষা নিয়ে কী করণীয় তা জানতে আদালতে দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ, খবর সূত্রের। 

West Bengal News Live : ইন্ডিয়া জোটের বৈঠকের আগে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক মমতার

আগামীকাল বিরোধীদের ইন্ডিয়া জোটের বৈঠক, তার আগে দুপুরে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের রণকৌশল ঠিক করতে বার্তা দেবেন তৃণমূল নেত্রী, খবর সূত্রের। আগামীকালের বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের বৈঠকে মূল আলোচ্যসূচিতে থাকা উচিত আসন সমঝোতা, দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live : দুর্নীতির অভিযোগ তুলে ফেসবুক লাইভ কলেন অস্থায়ী অধ্যাপক

মুর্শিদাবাদের কলেজে আলাদা রুমে পরীক্ষা দিলেন দুই সেট পরীক্ষার্থী। দুর্নীতির অভিযোগ তুলে ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভ কলেন অস্থায়ী অধ্যাপক। অসুস্থ থাকায় অনুমতি নিয়েই আলাদা ঘরে অসুস্থ দুই পরীক্ষার্থী। অধ্যক্ষের পাশাপাশি, নিয়মভঙ্গের অভিযোগ খারিজ করে জানাল কলেজ সার্ভিস কমিশন।

West Bengal News Live : ইডেন গার্ডেন্স থেকে উদ্ধার হল এক তরুণের ঝুলন্ত দেহ

ইডেন গার্ডেন্স থেকে উদ্ধার হল এক তরুণের ঝুলন্ত দেহ। মৃতের নাম ধনঞ্জয় বারিক। ২১ বছরের ওই তরুণ আদতে ওড়িশার ভদ্রকের বাসিন্দা। ধনঞ্জয়ের বাবা ও কাকা CAB-র গ্রাউন্ড স্টাফ। পুলিশ সূত্রে খবর, কাজের খোঁজে ওড়িশা থেকে এসেছিলেন ওই তরুণ। বাবা, কাকার সঙ্গে ইডেনের স্টাফ কোয়ার্টারে থাকতেন। ইডেনের গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করার ইচ্ছা থাকলেও, তা সম্ভব হয়নি। পুলিশের দাবি, মৃতের পরিবার জানিয়েছে, সেই কারণে ডিপ্রেসনে ভুগছিলেন ধনঞ্জয়। গতকাল থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণ। আজ সকালে ইডেনের K ব্লক থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়দান থানার পুলিশ।

WB News Live : এবার কেন্দ্রীয় মন্ত্রীর নিশানায় বিএসএফ

এবার কেন্দ্রীয় মন্ত্রীর নিশানায় বিএসএফ! সীমান্ত এলাকার বাসিন্দাদের স্লিপ বিলি নিয়ে, অমিত শাহর নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনীকে নিশানা করলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

West Bengal News Live : ১৭ ঘণ্টা পর দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা ফের চালু

ছুটির দিনে মেট্রোয় বিভ্রাট ( Kolkata Metro )। দুপুর থেকে নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে চলেইনি কোনও মেট্রো। অবশেষে  প্রায় ১৭ ঘণ্টা পর, সোমবার, দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা ফের চালু হল। রবিবার ভোগান্তি হলেও সপ্তাহের প্রথম কাজের দিনে অন্তত স্বস্তিতে নিত্যযাত্রীরা। 

WB News Live : ফের খুন দক্ষিণ ২৪ পরগনায়

ফের খুন দক্ষিণ ২৪ পরগনায়। এবার বারুইপুরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে স্ত্রীর সামনেই পিটিয়ে খুনের অভিযোগ। নেপথ্যে সিপিএম-বিজেপি, দাবি শাসকদলের। 
 

West Bengal News Live : সংসদে হামলায় বং কানেকশন নিয়ে বিস্ফোরক দিলীপ

বাংলায় দেশবিরোধী চক্রান্তের গড় তৈরি হয়েছে। সংসদে হামলায় বং কানেকশন নিয়ে বিস্ফোরক দিলীপ। শুধুই অপপ্রচার, বাংলা অপরাধীদের প্রশ্রয় দেয় না, বললেন মমতা।
 

WB News Live : সম্পত্তি-বিবাদ মামলায় প্রভাব খাটানোর অভিযোগ

সম্পত্তি-বিবাদ মামলায় প্রভাব খাটানোর অভিযোগ। শনিবারের পর বিচারপতি অমৃতা সিন্হার স্বামীকে ২২ ডিসেম্বর তৃতীয়বার তলব সিআইডির। সোমবার মোবাইল ফোন জমার নির্দেশ।
 

West Bengal News Live : সংসদকাণ্ডে মুখ খুললেন প্রধানমন্ত্রী

স্মোক-বম্ব হামলা নিয়ে সংসদের বাইরে মুখ খুললেন প্রধানমন্ত্রী। যা ঘটেছে তা উদ্বেগের, বিতর্ক না করে ঘটনার গভীরে যাওয়া উচিত, মন্তব্য নরেন্দ্র মোদির। 
 

WB News Live : সরব মুখ্যমন্ত্রী

মোদির সঙ্গে বৈঠকের আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী।  
 

West Bengal News Live : অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি গেলেন মমতা

দুদিন আগেই অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি গেলেন মমতা। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ।
 

প্রেক্ষাপট


  • দুদিন আগেই অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি গেলেন মমতা (Mamata Banerjee)। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক, বুধবার প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে সাক্ষাৎ।
     
    মোদি-মমতা বৈঠকের আগে সেটিং তত্ত্বে সরব বামেরা (Mamata Modi)।  
     
    মোদির সঙ্গে বৈঠকের আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।  
     
    স্মোক-বম্ব হামলা নিয়ে সংসদের বাইরে মুখ খুললেন প্রধানমন্ত্রী। যা ঘটেছে তা উদ্বেগের, বিতর্ক না করে ঘটনার গভীরে যাওয়া উচিত। সংবাদপত্রে মন্তব্য নরেন্দ্র মোদির। 
     
    সংসদ হামলাকাণ্ডে মুখ খুললেন মমতাও।  

  • বাংলায় দেশবিরোধী চক্রান্তের গড় তৈরি হয়েছে। সংসদে হামলায় বং কানেকশন নিয়ে বিস্ফোরক দিলীপ। শুধুই অপপ্রচার, বাংলা অপরাধীদের প্রশ্রয় দেয় না, বললেন মমতা।
     
    সংসদে স্মোক-ক্যান নিয়ে ঢোকার জন্য তৈরি করা হয় বিশেষ জুতো। সোল মোটা করে ঢোকানো হয় স্মোক ক্যান। দিল্লি পুলিশের এফআইআরে উল্লেখ।
     
    কার বা কাদের নির্দেশে সংসদে হামলা? জানতে স্মোককাণ্ডে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা দিল্লি পুলিশের। রাজস্থান থেকে উদ্ধার অভিযুক্তদের ফোনের পোড়া অংশ।
     
    সম্পত্তি-বিবাদ মামলায় প্রভাব খাটানোর অভিযোগ। শনিবারের পর বিচারপতি অমৃতা সিন্হার স্বামীকে ২২ ডিসেম্বর তৃতীয়বার তলব সিআইডির। সোমবার মোবাইল ফোন জমার নির্দেশ।
     
    বিচারপতি অমৃতা সিন্হার স্বামীকে তলব, আইনজীবী মহলে তীব্র প্রতিক্রিয়া।  

  • বিচারপতিকে বিরক্ত করতে সিআইডিকে চাপ, অভিযোগ বিকাশের। প্রতিহিংসার রাজনীতি, আক্রমণে দিলীপ। পুলিশ পদক্ষেপ করলেই প্রতিহিংসা হবে কেন? পাল্টা কুণাল। 
     
    তৃণমূলে আদি-নব্য বিতর্কের মধ্যেই ফের বিস্ফোরক কুণাল (Kunal Ghosh)।  

  • ফের খুন দক্ষিণ ২৪ পরগনায়। এবার বারুইপুরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে স্ত্রীর সামনেই পিটিয়ে খুনের অভিযোগ। নেপথ্যে সিপিএম-বিজেপি, দাবি শাসকদলের। 
     
    খুন করেছে বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ, পাল্টা দাবি পরিবারের। 

  • বাংলার শান্তিপূর্ণ পুলিশ জেলার সম্মান ডায়মন্ড হারবারকে, অভিনন্দন অভিষেকের। বিরোধী-দমনে সেরা, ভোট লুঠের মডেল, কটাক্ষ শুভেন্দুর। কুৎসায় লাভ নেই, পাল্টা কুণাল।
     
    শাসক-বিরোধী একে অপরকে চোর কটাক্ষ, এবার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে হুমকি দিলীপের। 

  • সীমান্তে বিএসএফের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খোদ কেন্দ্রীয় মন্ত্রীর (Central Minister)।  

  • মুর্শিদাবাদের কলেজে আলাদা রুমে দুই সেট পরীক্ষার্থী। অনিয়ম দেখিয়ে ফেসবুক লাইভ শিক্ষকের। নিয়ম মেনেই আলাদা ঘরে অসুস্থ দুই পরীক্ষার্থী, জানাল কলেজ সার্ভিস কমিশন।
     
    বৃহস্পতিবারের পর রবিবারও ফের মেট্রো বিভ্রাট। বরানগরে থার্ড লাইনে সমস্যা, নোয়াপাড়া-দক্ষিণেশ্বরে ৮ ঘণ্টা ধরে বন্ধ মেট্রো চলাচল, চলল না শেষ মেট্রোও। দুর্ভোগে যাত্রীরা।
     
    ভবানীপুরের পর এবার নোনাপুকুর। বাড়িতে বিধ্বংসী আগুন, ল্যাডারে করে বাড়ি থেকে পাঁচ জনকে উদ্ধার করল দমকল। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, অনুমান দমকলের।
     
    পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত। কলকাতায় পারদ ১৩-র ঘরে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। মঙ্গল-বুধে আরও নামতে পারে তাপমাত্রা। 
     
    অভিষেককে নিয়ে দিল্লিতে মমতা, আজ দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক। মঙ্গলবার বিরোধী জোটের বৈঠক, বুধবার প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী।  

  • মোদি-মমতা একান্ত বৈঠক নিয়ে ফের সেটিং-খোঁচা সিপিএমের। দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে আজ সাঁইথিয়ায় শুভেনদুর জনসভা।  

  • বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ফের তলব CID-র, মোবাইল জমার নির্দেশ। রাজ্য পুলিশের পদক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া আইনজীবী ও রাজনৈতিক মহলে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.