News Live Blog:আরও একটা ভোট, আরও একবার ফিরল সেই চেনা ছবি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 19 Apr 2024 11:50 PM
News Live Blog:নিজের গড়েই ঘেরাও উদয়ন

নিজের গড়েই ঘেরাও উদয়ন। উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। বিজেপির পঞ্চায়েত সদস্য গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ 

News Live Updates:প্রথম দফাতেই সংঘর্ষ, রক্তপাত, বোমা! যত কাণ্ড কোচবিহারে, নিজের গড়েই ঘেরাও উদয়ন

আরও একটা ভোট, আরও একবার ফিরল সেই চেনা ছবি। প্রথম দফাতেই সংঘর্ষ, রক্তপাত, বোমা! যত কাণ্ড কোচবিহারে, নিজের গড়েই ঘেরাও উদয়ন। শিলিগুড়িতে বিজেপি বিধায়ককে গ্রেফতারির চেষ্টা ঘিরে তুলকালাম। গণতন্ত্রের উৎসবে রেহাই নেই ভোটারেরও! ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কমিশনের কড়াকড়ি, তাও বাংলার ভোটে হিংসা। 

News Live Blog:উপাচার্য নিয়ে অব্যাহত সংঘাত, রাজভবন-শিক্ষামন্ত্রী চাপানউতোর তুঙ্গে

উপাচার্য নিয়ে অব্যাহত সংঘাত, রাজভবন-শিক্ষামন্ত্রী চাপানউতোর তুঙ্গে

News Live Updates:সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায়দান

সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায়দান। সোমবার রায়দান করবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সোমবার গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলার রায়দান। রায়দান করবে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ

News Live Blog:ভোট শেষেও কোচবিহারে অশান্তির শেষ নেই

ভোট শেষেও কোচবিহারে অশান্তির শেষ নেই। শীতলকুচিতে বিজেপির বিরুদ্ধে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ। স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থলে গেলে তৃণমূলকর্মীদের ওপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ  

News Live Updates:কোচবিহারে 'শান্তিপূর্ণ' ভোট হয়েছে বলতে গিয়ে কী দাবি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের?

'প্রত্যেক বার এখানে ১০-১২ জনের মৃত্যু হয়। এবারের ভোটে এখানে কোনও মৃত্যু হয়নি', কোচবিহারে 'শান্তিপূর্ণ' ভোট হয়েছে বলতে গিয়ে এমনই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। আরও বললেন, 'ভোটে অশান্তির ঘটনা এবার হয়নি।' দিনভর সংবাদমাধ্যমের ক্যামেরায় কোচবিহারের চান্দামারি, সিতাইয়ের বালাডাঙ্গা এবং চামটা চোরখানার ছবি ধরা পড়েছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য, 'ভোটকেন্দ্রে অশান্তির ঘটনা এবার হয়নি।'

News Live Blog:নিজের গড়েই ঘেরাও উদয়ন

নিজের গড়েই ঘেরাও উদয়ন। উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। বিজেপির পঞ্চায়েত সদস্য গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ 

News Live Updates:কোচবিহারে নাটাবাড়িতে বুথে ঢুকে 'হুমকি', অসুস্থ প্রিসাইডিং অফিসার

কোচবিহারে নাটাবাড়িতে বুথে ঢুকে 'হুমকি', অসুস্থ প্রিসাইডিং অফিসার। তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ কংগ্রেস প্রার্থীর

News Live Blog:আরও একটা ভোট, আরও একবার ফিরল সেই চেনা ছবি।

আরও একটা ভোট, আরও একবার ফিরল সেই চেনা ছবি। প্রথম দফাতেই সংঘর্ষ, রক্তপাত, বোমা! যত কাণ্ড কোচবিহারে, নিজের গড়েই ঘেরাও উদয়ন। শিলিগুড়িতে বিজেপি বিধায়ককে গ্রেফতারির চেষ্টা ঘিরে তুলকালাম। গণতন্ত্রের উৎসবে রেহাই নেই ভোটারেরও! ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কমিশনের কড়াকড়ি, তাও বাংলার ভোটে হিংসা। 

News Live Updates: ২৩ এপ্রিল পর্যন্ত দেশের পূর্বাংশে তিন রাজ্যে আরও বাড়বে গ্রীষ্মের দাপট, পূর্বাভাস ভারতের আবহাওয়া দফতরের

আরও বাড়বে গরমের দাপট! আগামী চার দিন অর্থাৎ ২৩ এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড এবং ওড়িশায় আরও খেল দেখাবে গ্রীষ্মের 'পারফরম্যান্স' । বিশেষত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডের কিছু জায়গায় অসহনীয় হতে পারে গরমের অনুভূতি, সতর্ক করল ভারতের আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গিয়েছিল। ভুবনেশ্বরে তা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী চার দিনে এই পরিসংখ্যান কোথায় দাঁড়াতে পারে, ভেবে আরও বিহ্বল বাসিন্দারা। একদিকে যখন তীব্র গরমের আশঙ্কায় চিন্তার মেঘ, অন্য দিকে এই মেয়াদেই আবার দেশের বেশ কিছু অংশের জন্য বৃষ্টিপাত ও তুষারপাতেরও পূর্বাভাস দিল ভারতের আবহাওয়া দফতর।

News Live Blog:বুথে ভুয়ো এজেন্ট, ঘাড়ধাক্কা দিয়ে বের করলেন পুলিশ পর্যবেক্ষক।

বুথে ভুয়ো এজেন্ট, ঘাড়ধাক্কা দিয়ে বের করলেন পুলিশ পর্যবেক্ষক। বুথ 'দখল' করে দেদার 'ছাপ্পা' ভোট, তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক।

News Live Updates: রেজিনগরে রামনবমীর মিছিলে বোমা, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

রেজিনগরে রামনবমীর মিছিলে বোমা, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী। অশান্তির জন্য পাল্টা মিছিলকেই দায়ী করে আক্রমণে মমতা।

News Live Blog:'কেয়ারটেকার সরকার হয়ে আপনারা কীভাবে রাজ্য পুলিশকে ভোট থেকে বাদ দেন?'হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

'কেয়ারটেকার সরকার হয়ে আপনারা কীভাবে রাজ্য পুলিশকে ভোট থেকে বাদ দেন? শুধু সেন্ট্রাল পুলিশ দিয়ে কী করে আপনারা ভোট করান? এসব আপনারা ভোটের বাক্স লুঠ করার জন্য করছেন?'
আমরা ছাড়ব না, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

News Live Updates: বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের ৩ লোকসভা কেন্দ্রে কোথায় কত ভোট পড়ল? দেখে নিন একনজরে?

বিকেল ৫টা পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ৭৭ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত জলপাইগুড়িতে ভোটদানের হার ৭৯ শতাংশ

News Live Blog:দিনহাটার গয়ারগাড়িতে নতুন করে উত্তেজনা

কোচবিহারে অশান্তির বিরাম নেই। দিনহাটার গয়ারগাড়িতে নতুন করে উত্তেজনা। বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর, কর্মীদের মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির।  

News Live Updates:মানিকতলা মেন রোডে দুর্ঘটনা, ২ শিশু-সহ ১ মহিলা আহত

মানিকতলা মেন রোডে দুর্ঘটনা, ২ শিশু-সহ ১ মহিলা আহত। বেঙ্গল কেমিক্যালসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় ৩জনকেই নিয়ে যাওয়া হল হাসপাতালে। 
দুর্ঘটনার পরেই স্থানীয়দের পথ অবরোধ 

News Live Blog:কালিয়াগঞ্জের সভা থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা মিঠুনের, 'আমাদের প্রতিপক্ষ দল কি দুর্নীতিগ্রস্ত?' 

কালিয়াগঞ্জের সভা থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা মিঠুনের, 'আমাদের প্রতিপক্ষ দল কি দুর্নীতিগ্রস্ত?' 

News Live Updates:বিজেপি বিধায়ককে 'হেনস্থা' পুলিশের, শিলিগুড়িতে তুলকালাম

বিজেপি বিধায়ককে 'হেনস্থা' পুলিশের, শিলিগুড়িতে তুলকালাম। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। গ্রেফতারির চেষ্টা পুলিশের, বিজেপির প্রতিরোধ।

News Live Blog:দুপুর ৩টে পর্যন্ত মিজোরামের একমাত্র লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৫০ শতাংশ। 

দুপুর ৩টে পর্যন্ত মিজোরামের একমাত্র লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৫০ শতাংশ। 

News Live Updates:অশান্তি করতে এসেছেন তৃণমূল প্রার্থী, অভিযোগ করে সিতাইয়ে বুথে ঢুকতে বাধা কোচবিহারের তৃণমূল প্রার্থীকে

অশান্তি করতে এসেছেন তৃণমূল প্রার্থী, অভিযোগ করে সিতাইয়ে বুথে ঢুকতে বাধা কোচবিহারের তৃণমূল প্রার্থীকে। বিজেপির চক্রান্ত, পাল্টা অভিযোগ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার।

News Live Blog:'ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অ্যাসোসিয়েশনের' ডাকা 'গণ জরুরি অবস্থার' পর নাগাল্য়ান্ডের ছটি জেলায় কার্যত কোনও ভোটই পড়ল না এখনও পর্যন্ত

'ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অ্যাসোসিয়েশনের' ডাকা 'গণ জরুরি অবস্থার' পর নাগাল্য়ান্ডের ছটি জেলায় কার্যত কোনও ভোটই পড়ল না এখনও পর্যন্ত।

News Live Updates:ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ, উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের

ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ, উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের

News Live Blog: হরিহরপাড়ার সভা থেকে নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণে মমতা

রেজিনগরে রামনবমীর মিছিলে বোমা, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী। অশান্তির জন্য পাল্টা মিছিলকেই দায়ী করে আক্রমণে মমতা। 'সংখ্যালঘু দেখলেই এনআইএ নিয়ে ঢুকে পড়ার অধিকার কে দিয়েছে?' হরিহরপাড়ার সভা থেকে নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণে মমতা।

News Live Updates: বিজেপি বিধায়ককে পুলিশের বাধা ঘিরে তুলকালাম শিলিগুড়িতে

বিজেপি বিধায়ককে পুলিশের বাধা ঘিরে তুলকালাম। বুথের ৩৩ মিটারের মধ্যে বিজেপি বিধায়ক, পুলিশের বাধা। শিলিগুড়িতে বিজেপি বিধায়ককে আটকের চেষ্টা পুলিশের। 

News Live Blog: রেজিনগরে রামনবমীর মিছিলে বোমাবাজি, এনআইএ চেয়ে মামলা

রেজিনগরে রামনবমীর মিছিলে বোমাবাজি, এনআইএ চেয়ে মামলা। এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদ। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। এনআইএ চেয়ে মামলা, সোমবার শুনানির সম্ভাবনা। 

News Live Updates: গুগল ডুডলে ফুটে উঠল ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা

গুগল ডুডলে ফুটে উঠল ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা। ১৯ এপ্রিল, আজ, শুরু হল দেশজুড়ে নির্বাচন। গুগলের লোগোয় দেখা মিলল ভোটের কালি দেওয়া আঙুল।

News Live Blog: পাহাড়ে নিয়োগে 'দুর্নীতি', ডিভিশন বেঞ্চেও রাজ্যের ধাক্কা

পাহাড়ে নিয়োগে 'দুর্নীতি', ডিভিশন বেঞ্চেও রাজ্যের ধাক্কা। সিবিআই অনুসন্ধানের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ফের রাজ্যের ধাক্কা, ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল। কীভাবে দুর্নীতি? রহস্যময় চিঠি নিয়ে সিবিআই-অনুসন্ধানের নির্দেশ।

News Live Updates: ত্রিপুরায় ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে ২ ভোটকর্মীকে বহিষ্কার

ত্রিপুরায় ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে ২ ভোটকর্মীকে বহিষ্কার। ২ রাজনৈতিক দলের কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। বুথ থেকে এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগ কংগ্রেসের।

News Live Blog: ভোট দিলেন 'World's smallest living woman' ভোটার জ্যোতি আমগে

ভোট দিলেন ২ ফিট ১ ইঞ্চি উচ্চতার ৩০ বছরের ভোটার জ্যোতি আমগে। তিনি খাতায় কলমে 'World's smallest living woman'।

News Live Updates: ২১ রাজ্যে চলছে ভোটগ্রহণ, ভোট দিলেন হেভিওয়েট তারকারা

প্রথম দফায় ২১ রাজ্যের ১০২ আসনে চলছে ভোটগ্রহণ। ভোট দিলেন মোহন ভাগবত, রামদেব, কমল নাথ থেকে কমল হাসান। সকাল ৯টা পর্যন্ত বাংলায় পড়ল সর্বাধিক ভোট।

News Live Blog: হায়দরাবাদের উজ্জয়ন মহাকালী দেবস্থানম মন্দিরে পুজো সারলেন রাজনাথ সিং

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পৌঁছলেন তেলঙ্গানার হায়দরাবাদের উজ্জয়ন মহাকালী দেবস্থানম মন্দিরে। সারলেন পুজো প্রার্থনা। 

WB News Live Updates: সকাল ১১টা পর্যন্ত রাজ্যের কোথায় কত ভোটদানের হার?

সকাল ১১টা পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ১৫%। আলিপুরদুয়ারে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার  ১৬%। জলপাইগুড়িতে ভোটদানের হার ১৪%।

West Bengal News Live: শীতলকুচিতে ভোট দিতে বাধা, হাঁসুয়ার কোপ পড়ল বিজেপি কর্মীর মাথায় ও হাতে

শীতলকুচিতে ভোট দিতে বাধা, হাঁসুয়ার কোপ পড়ল বিজেপি কর্মীর মাথায় ও হাতে। 'ভোট দিতে গেলে বাড়িছাড়া করা হবে, কেটে নেওয়া হবে হাত-পা, এমন হুমকি দিচ্ছে তৃণমূল', অভিযোগ বিজেপি কর্মী-সমর্থকদের, হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়লেন আহত বিজেপি কর্মী। 

WB News Live Updates: দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমা

দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমা। বাড়ির সামনে বোমা, কমিশনে নালিশ বিজেপির। 

West Bengal News Live: সকাল ৯ পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ১৫%

সকাল ৯ পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ১৫%। আলিপুরদুয়ারে সকাল ৯ পর্যন্ত ভোটদানের হার  ১৬%। জলপাইগুড়িতে ভোটদানের হার ১৪%। 

WB News Live Updates: ভোট চলছে, অথচ বুথের বাইরে বসে রয়েছেন সব দলের পোলিং এজেন্টরা!

ভোট চলছে, অথচ বুথের বাইরে বসে রয়েছেন সব দলের পোলিং এজেন্টরা। নজিরবিহীন ঘটনা মাথাভাঙা ২ নম্বর ব্লকের পাটাকামারি জুনিয়র বেসিক স্কুলে। 

West Bengal News Live: ভোটের শুরুতেই অশান্ত শীতলকুচি, আক্রান্ত বিজেপি

ভোটের শুরুতেই অশান্ত শীতলকুচি, আক্রান্ত বিজেপি। শীতলকুচিতে বিজেপি কর্মীদের উপর হামলা। শীতলকুচিতে একাধিক বিজেপি কর্মী আহত। 

WB News Live Updates: ভোটের আগের দিন রাজ্যে আটক পাকিস্তানের যুবক

ভোটের আগের দিন রাজ্যে আটক পাকিস্তানী যুবক। পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বলে জিজ্ঞাসাবাদে জানায় ধৃত। বৃহস্পতিবার সাব্রুম থানার পুলিশ আটক করে আয়ান আলম ওরফে আল আমিন নামের এক পঁচিশ বছরের যুবককে। 

West Bengal News Live: অবাধ, শান্তিপূর্ণ ভোট চেয়ে কালীঘাটে পুজো দিলে রাজ্যপাল

ভোটের দিন সাতসকালে কালীঘাট মন্দিরে পুজো রাজ্যপালের। অবাধ, শান্তিপূর্ণ ভোট চেয়ে কালীঘাটে পুজো দিলে বোস। 'আশা করি নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ করবে। বাংলার মানুষ শান্তি চায়, সেটাই তাঁদের প্রাপ্য। প্রশাসনের উচিত শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা। নির্বাচনে যে কোনও মূল্যে হিংসা বন্ধ করতে হবে। দুষ্কৃতীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া কমিশনের কাজ', কালীঘাটে পুজো দিলে বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

WB News Live Updates: সকাল সকাল ভোট দিলেন জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন

সকাল সকাল ভোট দিলেন জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সুরেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বাম প্রার্থী। 

West Bengal News Live: গরমে পুড়ছে গোটা রাজ্য, চরম তাপপ্রবাহের সতর্কতা জারি

ভোটের উত্তাপের পাশাপাশি, গরমে পুড়ছে গোটা রাজ্য। চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও আজ থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। গরম এড়াতে সকাল থেকে লাইনে ভোটাররা। 

WB News Live Updates: রেজিনগরে রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে ভোটের মুখে উত্তপ্ত রাজ্য় রাজনীতি

রেজিনগরে রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে ভোটের মুখে উত্তপ্ত রাজ্য় রাজনীতি। রেজিনগরের ঘটনার জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা সুর চড়িয়ে মুখ্য়মন্ত্রী বলেছেন, মুর্শিদাবাদের ঘটনাটা পরিকল্পিত। বিজেপির সুরে মুখ্য়মন্ত্রীকে নিশানা করেছে কংগ্রেস।

West Bengal News Live: ভোট শুরু হওয়ার আগেই কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

ভোট শুরু হওয়ার আগেই কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবাধ, শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় পুজো দিলেন রাজ্যপাল। 

WB News Live Updates: ভোটের আগের রাতেও অশান্ত কোচবিহার, হাঁসুয়া নিয়ে তৃণমূলকর্মীর ওপর হামলার অভিযোগ

লোকসভা ভোটের আগের রাতেও অশান্ত কোচবিহার। হাঁসুয়া নিয়ে তৃণমূলকর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার দলের বুথ সভাপতির বাড়িতে যাওয়ার সময় তৃণমূলকর্মীদের ওপর হামলা চালানো হয়। হাঁসুয়ার কোপে গুরুতর আহত হন এক তৃণমূলকর্মী। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও, তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপি পাল্টা দাবি করেছে, তৃণমূল নিজেদের মধ্য়ে গন্ডগোল করে অশান্তি পাকানোর চেষ্টা করছে।

West Bengal News Live: ভোট শুরুর আগেই কোচবিহার জেনকিন্স স্কুলের বুথে উত্তেজনা

কোচবিহার জেনকিন্স স্কুলের বুথে উত্তেজনা। বুথের ১০০ মিটারের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি, তৃণমূলের পতাকা। প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ বিজেপির। অভিযোগের পর ছবি-পতাকা দ্রুত সরাল তৃণমূল। 

প্রেক্ষাপট

আজ শুরু মহারণ, প্রথম দফায় (first phase of Lok Sabha Election 2024) ২১ রাজ্যে ১০২ আসনে নির্বাচন। লাইনে দাঁড়াবেন ১৬ কোটি ভোটার। বাংলায় ভোট কোচবিহার (Coochbehar)-জলপাইগুড়ি (Jalpaiguri)-আলিপুরদুয়ারে (Alipurduar)। নিশীথ-উদয়নের জেলায় সর্বাধিক বাহিনী। (Lok Sabha Election 2024)

ভোটের আগেই অশান্ত কোচবিহার (Chaos in Coochbehar)। দিনহাটা-মাথাভাঙায় আক্রান্ত তৃণমূল (TMC)। তুফানগঞ্জে বিজেপি (BJP) কর্মীর ওপর হামলা। শীতলকুচিতে অস্ত্র হাতে দাপাদাপি। 

উদয়নের (Udayan Guha) সঙ্গে সংঘাতের মধ্যেই নিশীথের (Nishith Pramanik) বিরুদ্ধে কমিশনে তৃণমূল। বাড়িতে দুষ্কৃতী, আগ্নেয়াস্ত্র মজুত, ভোট পেতে দেহরক্ষী সিআরপিএফ-কে ব্যবহারের অভিযোগ।

ভোটের মুখে রামনবমীর (Ram Navami 2024) মিছিলে মুর্শিদাবাদে (Murshidabad) বোমাবাজি। বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। 


রেজিনগরে বোমাবাজি নিয়ে মমতার আক্রমণ, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর (Suvendu Adhikari)। 

থানায় তালা, পুলিশ অফিসারকে হুমকি। অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের। 

রানাঘাটের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা। নেপথ্যে তৃণমূল, দাবি জগন্নাথের। জনরোষের তত্ত্ব মুকুটের। আদিবাসী যুবককে পাল্টা মারধরের অভিযোগে বিক্ষোভ তৃণমূলের।

প্রচার শেষের পরেও কেন প্রথম দফার কেন্দ্রে যাওয়ার চেষ্টা। কমিশনের উপর চাপ বাড়িয়ে চিঠি তৃণমূলের। রাজনীতি হচ্ছে, বোড়ে হব না, বার্তা বোসের।

কমিশনের নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার। দমদমে সৌগতর মিছিলে স্কুল-ড্রেস পরেই সামিল পড়ুয়ারা! বিতর্কের মুখে প্রকল্পের সাফাই তৃণমূল প্রার্থীর।

আসানসোলে বিজেপি বনাম বিজেপি! প্রার্থীর সামনেই ২ গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, ভাঙল চেয়ার-টেবিল। অতি উৎসাহে বিশৃঙ্খলা, সাফাই সুরিন্দরের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.