West Bengal News Live: হরিণঘাটায় বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 Mar 2022 10:02 PM
WB News Live Updates: বিজেপি সাংসদের ওপর হামলার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। হামলার অভিযোগে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সাংসদের। 

West Bengal News Live: বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি!

কল্যাণী থেকে বাড়ি ফেরার সময় বিজেপি সাংসদের উপর ‘হামলা’। হরিণঘাটায় বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অল্পের জন্য রক্ষা, বিজেপি সাংসদের গাড়ির পিছনে বোমা পড়ার দাবি। হরিণঘাটার মোহনপুর ফাঁড়িতে রানাঘাটের বিজেপি সাংসদ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সাংসদের। এ ব্যাপারে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

WB News Live Updates: কলাবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

কলাবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু, আহত ১। কোচবিহারের মাথাভাঙায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। বাগানের মালিকের বাড়িতে উত্তেজিত জনতার তাণ্ডব। চুরি আটকাতে কলাবাগানে বিদ্যুতের তার, মৃত্যু। 

West Bengal News Live: ফুটবলারের আকস্মিক মৃত্যু

কৃষ্ণনগরে স্থানীয় ম্যাচ চলাকালীন ফুটবলারের আকস্মিক মৃত্যু।হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু রেলওয়ে এসএফসির দেবজ্যোতি ঘোষের। খেলার কথা ছিল লাল হলুদে।

WB News Live Updates: ধূপগুড়ি সুপার মার্কেটে বিধ্বংসী আগুন

জলপাইগুড়ির ধূপগুড়ি সুপার মার্কেটে বিধ্বংসী আগুন। ভস্মীভূত হয়ে গেল বারোটি দোকান। আজ সন্ধে সাতটা নাগাদ আচমকা বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। অভিযোগ কয়েকটি দোকানে গ্যাস সিলিন্ডার ছিল। আগুন লাগার পর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। দমকলের দুটি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের পাশেই চলছিল মেলা। অগ্নিকাণ্ডের পর তা বন্ধ করে দেওয়া হয়। কী কারণে আগুন, তা জানা যায়নি। 

West Bengal News Live: বস্তায় মহিলার দেহ

উত্তর দিনাজপুরের ইসলামপুরে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক মহিলার বস্তাবন্দি মৃতদেহ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিচয় জানতে একাধিক জেলার বিভিন্ন থানায় পাঠানো হয়েছে ছবি।

WB News Live Updates: হুগলিতে প্রতিবাদের মাশুল

গোপনে মহিলার ছবি তোলার প্রতিবাদ করে আক্রান্ত হলেন হুগলির খানাকুল পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য অরূপ দাস। শরীরে ধারাল অস্ত্রের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। হামলার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

West Bengal News Live: পানিহাটিতে খুনে ২জন গ্রেফতার

তৃণমূল কাউন্সিলর খুনের ৭দিনের মধ্যে ফের পানিহাটিতে খুন! পানিহাটিতে খুনের ২ ঘণ্টার মধ্যেই ২জন গ্রেফতার। ২০১১-তে খুনের বদলা নিতেই পাল্টা খুন, দাবি পুলিশ সূত্রে। ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল আরমান, দাবি পরিবার সূত্রে। তোলাবাজি-সহ নিহতের বিরুদ্ধে ১৭টি মামলা ছিল, খবর পুলিস সূত্র। 

WB News Live Updates: ফের শুশুনিয়া পাহাড়ে জঙ্গলে আগুন

ফের শুশুনিয়া পাহাড়ে জঙ্গলে আগুন। জঙ্গলে বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি

West Bengal News Live: ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল হাওড়ার ডুমুরজলার একটি আবাসনে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। কী কারণে আত্মহত্যার চেষ্টা? খতিয়ে দেখছে চ্যাটার্জীহাট থানার পুলিশ।

WB News Live Updates: হুগলির চন্দননগরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু

হুগলির চন্দননগরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু ঘিরে রহস্য। বন্ধুর বিরুদ্ধে ব্যবসায়ীকে খুনের অভিযোগ পরিবারের। তদন্তে পোলবা থানার পুলিশ। দুর্ঘটনায় মৃত্যু, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

West Bengal News Live: ফের পানিহাটিতে খুন

তৃণমূল কাউন্সিলর খুনের ৭দিনের মধ্যে ফের পানিহাটিতে খুন! এবার পানিহাটির ৭নম্বর ওয়ার্ডে পিটিয়ে খুন। গত রবিবার পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে খুন হন তৃণমূল কাউন্সিলর। পানিহাটিতে মহম্মদ আরমান নামে একজন পিটিয়ে খুন। 

WB News Live Updates: বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত

পুরবোর্ড গঠনের পরেই বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার সংঘাত। পরাজিত কংগ্রেস প্রার্থীকে নিয়ে দলেরই পুরপ্রধানের বিরুদ্ধে থানায় বিক্ষোভ দেখালেন তৃণমূলের উপ পুরপ্রধান।  গতকাল বনগাঁর ৩ নম্বর ওয়ার্ডে কয়েকটি ক্লাবের মধ্যে দফায় দফায় গন্ডগোল হয়। অভিযোগ, বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার পাশাপাশি, মহিলাদের মারধর করা হয়।

West Bengal News Live: কাঁথি পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীকে ‘খুনের ছক’

কাঁথি পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীকে ‘খুনের ছক’! ভাইরাল অডিও ঘিরে তোলপাড়, কাঁথি থানায় অভিযোগ দায়ের। কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। 

WB News Live Updates: রিজেন্ট পার্কে শ্যুটআউট, ফলতা থেকে অভিযুক্ত গ্রেফতার

রিজেন্ট পার্কে শ্যুটআউট, ফলতা থেকে অভিযুক্ত গ্রেফতার। ডায়মন্ড হারবারের ফলতা থেকে অভিযুক্ত সুজিত মালিক গ্রেফতার। পরিচিতের বাড়িতে লুকিয়ে থাকার সময় পুলিশের অভিযান। ‘ব্যবসায়ীকে খুনের পরে নিহতের স্কুটার নিয়ে চম্পট’, ধৃতের কাছ থেকেই নিহত ব্যবসায়ীর স্কুটার উদ্ধার: পুলিশ সূত্র 

West Bengal News Live: আলিপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠের চেষ্টা

আলিপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠের চেষ্টা। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমের সামনে হাজির হয় এক যুবক। সেইসময় ফুটপাথের দোকানে রান্না চলছিল। অভিযোগ, জ্বলন্ত উনুন থেকে শিক খুলে নিয়ে এটিএম ভাঙার চেষ্টা করে ওই দুষ্কৃতী। স্থানীয়রাই আলিপুর থানায় খবর দেন।

WB News Live Updates: ভারত-বাংলাদেশ সীমান্তে ড্রোন উদ্ধার

চিনের তৈরি ড্রোন উদ্ধার, পেট্রাপোলে চাঞ্চল্য। পেট্রাপোলে ভারত-বাংলাদেশ সীমান্তে ড্রোন উদ্ধার। ড্রোন উদ্ধার করল পেট্রাপোল থানার পুলিশ। ড্রোনটি ৫০০ গ্রাম ওজনের বস্তু বহনে সক্ষম, দাবি পুলিশের। 

West Bengal News Live: তিলজলা গুলিকাণ্ডে এবার প্রোমোটিং-যোগ

তিলজলা গুলিকাণ্ডে এবার প্রোমোটিং-যোগ। পুলিশ সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ তিলজলায় হনুমান মন্দিরের কাছে ৩ রাউন্ড গুলি চলে। প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত বাবা-ছেলে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। 

WB News Live Updates: বসিরহাটে আরপিএফের ওপর হামলাকাণ্ডে জোড়া এফআইআর

বসিরহাটে আরপিএফের ওপর হামলাকাণ্ডে জোড়া এফআইআর। ‘হামলায় জখম ২ আরপিএফ। বসিরহাট থানায় এফআইআর আরপিএফের। ‘মারধর করা হয়েছে, গুলি চলেছে, অভিযোগ আরপিএফের। 

West Bengal News Live: হোলি খেলা ঘিরে অর্জুন সিংহের বাড়ির সামনে উত্তেজনা

হোলি খেলা ঘিরে অর্জুন সিংহের বাড়ির সামনে উত্তেজনা। জগদ্দলের মেঘনা মোড়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত ৪। জগদ্দলে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩ জন। তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে সদলবলে হামলার অভিযোগ । হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। 

WB News Live Updates: হুগলিতে ‘বেহাল’ আন্ডারপাস

হুগলির শেওড়াফুলি স্টেশন সংলগ্ন আন্ডারপাসের অবস্থা বেহাল।  বিপজ্জনকভাবে ঝুলে আছে স্ল্যাব।  বেরিয়ে পড়েছে লোহার রড, টিনের অংশ। কোনওরকমে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, যে কোনও সময় ওই অংশ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

West Bengal News Live: পুরসভার ব্যয়সঙ্কোচ

আর্থিক সঙ্কট এড়াতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিভাগের খরচে রাশ টানতে চাইছে কলকাতা পুরসভা।  ওই সব বিভাগের জন্য বরাদ্দ টাকা একসঙ্গে ছাড়া হবে না বলে নির্দেশিকা জারি করলেন পুর কমিশনার। 

WB News Live Updates: মেয়র হয়েই মহানন্দা অ্যাকশন প্ল্যান কার্যকরী করতে উদ্যোগী হলেন গৌতম দেব

মেয়র হয়েই মহানন্দা অ্যাকশন প্ল্যান কার্যকরী করতে উদ্যোগী হলেন গৌতম দেব। ইতিমধ্যেই কেএমডিএ-র সঙ্গে বৈঠক করেছেন শিলিগুড়ির মেয়র। হয়ে গিয়েছে সমীক্ষার কাজও। আগামী ২ মাসের মধ্যেই শুরু হবে কাজ। আশ্বাস দিয়েছেন গৌতম দেব। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

West Bengal News Live:পশ্চিম মেদিনীপুরের দাসপুরে চোর সন্দেহে গণপিটুনি

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে চোর সন্দেহে গণপিটুনি

WB News Live Updates:কোচবিহারের মাথাভাঙায় সংঘর্ষ, আহত ৭

কোচবিহারের মাথাভাঙায় সংঘর্ষ, আহত ৭

West Bengal News Live: পারিবারিক জমি-বিবাদকে কেন্দ্র করে কোচবিহারের মাথাভাঙায় সংঘর্ষ

পারিবারিক জমি-বিবাদকে কেন্দ্র করে কোচবিহারের মাথাভাঙায় সংঘর্ষ। দুই পরিবারের ৭ জন আহত। বাঁশ-লাঠি নিয়ে রাজ্য সড়কের ওপর মারপিট। স্থানীয় সূত্রে খবর, প্রায় ১২ বিঘা জমির দখল নিয়ে আহাম্মদ হোসেন ও তাঁর আত্মীয় পঞ্চায়েত মিঞার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। অভিযোগ, আজ সকালে লাঠিসোটা, দলবল নিয়ে জমি দখল করতে যান আহাম্মদ হোসেন। বাধা দিলে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ। 

WB News Live Updates: সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার এক দুষ্কৃতী

সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার এক দুষ্কৃতী। ধৃত শেখ আকবর ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, জেরায় ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার কথা স্বীকার করেছে ধৃত। যদিও হামলার কারণ ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। বুধবার শপথ গ্রহণের পরের দিনই সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর রাওয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। 

West Bengal News Live: দুর্গাপুরে তৃণমূলের অফিসে ভাঙচুর, বোমাবাজি ও টাকা লুঠের অভিযোগ

দুর্গাপুরে তৃণমূলের অফিসে ভাঙচুর, বোমাবাজি ও টাকা লুঠের অভিযোগ

WB News Live Updates: রিজেন্ট পার্কে ব্যবসায়ীকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের স্ত্রীর

রিজেন্ট পার্কে ব্যবসায়ীকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের স্ত্রীর। মহিলার দাবি, গতকাল তাঁকে রং মাখাতে এসে মত্ত অবস্থায় বিয়ের প্রস্তাব দেন স্বামীর বন্ধু দিলীপ সিং। তার জেরেই বচসা শুরু হয়। গুলি চালানোর ঘটনা ঘটে। 

West Bengal News Live: ২ সপ্তাহ কোভ্যাকসিন দেওয়া বন্ধ থাকছে, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

সোমবার থেকে কলকাতার পুরসভার কোভ্যাক্সিন সেন্টারগুলিতেই ১২ থেকে ১৪ বছর বয়সিদের জন্য মিলবে করবেভ্যাক্স। ৩৭টি পুর স্বাস্থ্য কেন্দ্র ও চেতলা গার্লস হাইস্কুলে টিকাকরণ শুরু হবে। পরবর্তী পর্যায়ে কোনও স্কুল আগ্রহ প্রকাশ করলে, সেখানেও টিকাকরণ হতে পারে। আপাতত ২ সপ্তাহ কোভ্যাকসিন দেওয়া বন্ধ থাকছে। জানালেন কলকাতার মেয়র।

WB News Live Updates: হাসপাতালের সুপারকে বদলির প্রতিবাদ, তেহট্টে পথ অবরোধ স্থানীয়দের

হাসপাতালের সুপারকে বদলির প্রতিবাদ। নদিয়ার তেহট্টে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে সামিল হাসপাতালের স্বাস্থ্য কর্মী ও অ্যাম্বুল্যান্স চালকরা। স্থানীয়দের দাবি, সুপার বাসুদেব মণ্ডল তেহট্ট মহকুমা হাসপাতালের দায়িত্ব নেওয়ার পর চিকিত্সা পরিষেবার উন্নতি হয়েছে। তাঁকে অন্যত্র বদলি করা হচ্ছে জানতে পেরে আজ সকালে প্ল্যাকার্ড নিয়ে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা।জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, লিখিত আকারে দাবি জানালে তা বিবেচনার জন্য স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেওয়া হবে। হাসপাতালের সুপারের প্রতিক্রিয়া মেলেনি। 

West Bengal News Live: বাজেট পেশ করেও আগামী অর্থবর্ষের খরচের মাত্রা বেঁধে দিল পুরসভা

বাজেট পেশ করেও আগামী অর্থবর্ষের খরচের মাত্রা বেঁধে দিল পুরসভা। ২০২২-২৩ বরাদ্দকৃত অর্থ ব্যয়ের উপরে নিয়ন্ত্রণবিধি ঘোষণা কলকাতা পুরসভার। বরাদ্দের ৬০ শতাংশ টাকার প্রাথমিক অনুমোদন কোষাগার থেকে দেওয়া হবে। বাকি ৪০  শতাংশ টাকা আপাতত আটকে রাখা হবে। ৬০ শতাংশ টাকা খরচের যাবতীয় নথি জমা দিলেই বাকি টাকা অনুমোদন করা হবে। কলকাতা পুরসভার কমিশনারের জারি করা সার্কুলারে উল্লেখ। 

WB News Live Updates: ক্যান্সার আক্রান্তকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় নিউটাউনে ইকো পার্কের সামনে দুর্ঘটনা

ক্যান্সার আক্রান্তকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় নিউটাউনে ইকো পার্কের সামনে দুর্ঘটনা। সিগনালে দাঁড়ানো গাড়িকে ধাক্কা অন্য গাড়ির। রোগী-সহ আহত হন ৫ জন।সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, রোগী-সমেত গাড়িটি সিগনালে দাঁড়িয়ে পড়ে। আচমকা ব্রেক কষায়, পিছনের গাড়ি সেটিকে ধাক্কা মারে। দুই গাড়ির চালককে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ।  

West Bengal News Live: তিলজলা গুলিকাণ্ডে এবার প্রোমোটিং-যোগ

তিলজলা গুলিকাণ্ডে এবার প্রোমোটিং-যোগ। পুলিশ সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ তিলজলায় হনুমান মন্দিরের কাছে ৩ রাউন্ড গুলি চলে। প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত বাবা-ছেলে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। 

WB News Live Updates: দোলের দিন রং খেলার পর, মত্ত অবস্থায় প্রেমিকাকে মারধরের অভিযোগ যুবকের বিরুদ্ধে

দোলের দিন রং খেলার পর, মত্ত অবস্থায় প্রেমিকাকে মারধরের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায়। প্রেমিকার দাবি, রং খেলার জন্য গতকাল তাঁকে বাড়িতে ডাকেন প্রেমিক। অভিযোগ, রং খেলা পর মত্ত অবস্থায় গালিগালাজ করায় প্রতিবাদ করেন প্রেমিকা। তার জেরে প্রেমিক ও তাঁর দাদা মিলে ওই যুবতীকে মারধর ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বচসার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রেমিক।

West Bengal News Live: ফিল্মি কায়দায় একের পর এক ছাদ টপকে পালানোর চেষ্টা তিলজলা গুলিকাণ্ডে অভিযুক্তদের

ফিল্মি কায়দায় একের পর এক ছাদ টপকে পালানোর চেষ্টা গুলিকাণ্ডে অভিযুক্তদের

WB News Live Updates: সাঁইবাড়িতে শহিদ দিবস পালনের অনুষ্ঠানে কংগ্রেস নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

পূর্ব বর্ধমানের সাঁইবাড়িতে শহিদ দিবস পালনের অনুষ্ঠানে কংগ্রেস নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। পাল্টা কংগ্রেসের দাবি, সাঁইবাড়ি থেকে ডাক না পাওয়ায়, তারা আলাদা করে শহিদ দিবস পালন করেছে।

West Bengal News Live:বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে তোপ নলহাটি ১ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতির

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে তোপ দাগলেন নলহাটি ১ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি অনিল সিংহ।

WB News Live Updates: রিজেন্ট পার্কে ব্যবসায়ীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত

রিজেন্ট পার্কে ব্যবসায়ীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। রাতভর ডায়মন্ড হারবার-সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযুক্ত সুজিত মল্লিকের মোবাইল ফোন বন্ধ। সম্ভাব্য ডেরায় খোঁজ চলছে। ভিনরাজ্যে পালানোর আশঙ্কা থাকায় বিভিন্ন স্টেশনেও চলছে নজরদারি। অভিযুক্তের পুরনো অপরাধের রেকর্ড মেলেনি বলে পুলিশ জানিয়েছে। তা হলে এত সহজে কী করে আগ্নেয়াস্ত্র পেল, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

West Bengal News Live: রিজেন্ট পার্কের পর এবার সাতসকালে তিলজলায় শ্যুটআউট

রিজেন্ট পার্কের পর এবার সাতসকালে তিলজলায় শ্যুটআউট। গুলিবিদ্ধ এক। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ বচসার জেরে প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী। বোমাও ছোড়া হয়। গুলিবিদ্ধ ব্যক্তি ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

WB News Live Updates: ফের চোখ রাঙাচ্ছে করোনা, পাঁচটি কৌশলে জোর দিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি কেন্দ্রের

ফের চোখ রাঙাচ্ছে করোনা। পরীক্ষা, অনুসন্ধান, চিকিত্সা, টিকাকরণ-সহ পাঁচটি কৌশলে জোর দিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি পাঠাল কেন্দ্র।

West Bengal News Live: ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে ফিরছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে ফিরছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এই নিয়ে পঞ্চমবার পুরপ্রধানের দায়িত্বে কৃষ্ণেন্দুনারায়ণ। তাঁর অভিযোগ, ২০১৬ সালে দলকে ভুল বুঝিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সে জন্যই ছাড়তে হয়েছিল চেয়ারম্যানের পদ। এই বিষয়ে পাল্টা কৃষ্ণেন্দুনারায়ণের কড়া সমালোচনা করেছে বিজেপি।

WB News Live Updates: তৃণমূল জেলা সভাপতি পদে ফিরে দলেই সমালোচনার মুখে পড়লেন পার্থপ্রতিম রায়

দ্বিতীয়বারের জন্য কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি পদে ফিরে দলেই সমালোচনার মুখে পড়লেন পার্থপ্রতিম রায়

West Bengal News Live: উপ নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ

উপ নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ

WB News Live Updates দোলের দিনেও রং-হীন পানিহাটির মহাজাতিনগর, পুরুলিয়ার ঝালদার আনন্দ বাজার

দোলের দিনেও রং-হীন পানিহাটির মহাজাতিনগর, পুরুলিয়ার ঝালদার আনন্দ বাজার। দুই কাউন্সিলর খুনের প্রতিবাদে ও শোকের আবহে দোল উৎসব পালন করলেন না স্থানীয় বাসিন্দারা

প্রেক্ষাপট

আবির মাখানো ঘিরে বিবাদ। রং (Holi 2022) খেলার পর মদের আসরে বচসা। দোলের দুপুরে রিজেন্ট পার্কে ব্যবসায়ীকে গুলি বন্ধুর, এসএসকেএমে মৃত্যু। ফেরার অভিযুক্ত।


 


দোলের দিনেও রং-হীন পানিহাটি, ঝালদা। দুই কাউন্সিলর খুনের প্রতিবাদে, শোকের আবহে দোল উৎসব পালন করলেন না স্থানীয় বাসিন্দারা। ঝালদায় আজ মৌন মিছিল মহিলাদের।


 


২ হাসপাতালে তাণ্ডব। মহেশতলায় দুর্ঘটনায় জখম যুবকের মৃত্যু ঘিরে ইএসআই হাসপাতালে তুলকালাম। বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে মত্ত যুবকদের তাণ্ডব।


 


পুরবোর্ড গঠনের আগে উত্তপ্ত বাঁকুড়ার সোনামুখী। তৃণমূল কর্মী ও নির্দল কাউন্সিলর অনুগামীদের সংঘর্ষ। ভাঙচুর একাধিক বাড়িতে। আহত পরাজিত তৃণমূল প্রার্থী-সহ ৪।


 


উপ নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। আসানসোল লোকসভায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বালিগঞ্জ বিধানসভায় প্রার্থী বিজেপির অন্যতম মুখপাত্র কেয়া ঘোষ।


 


এক মাস অপেক্ষা করব। সুবিচার না পেলে যাব সুপ্রিম কোর্টে। বললেন মৃত আনিসের বাবা। সত্য ধামাচাপা দিতে চাইছে রাজ্য। আমতায় গিয়ে অভিযোগ হান্নান মোল্লার।


 


ঢাকায় হামলা ইসকনের রাধাকান্ত মন্দিরে, ভাঙচুর, খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে। আহত ৩ পুণ্যার্থী, অভিযোগ ইসকনের সহ সভাপতির। বাংলাদেশ সরকারের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি।


 


বাইডেন-জিনপিং ফোনালাপের পরেও খারকিভ, কিভ, মারিউপোলে রুশ বোমা। হামলায় নিহত অভিনেত্রী ওকসানা শেটস। নোবেল শান্তি পুরস্কারের জন্য জেলেনস্কির নাম প্রস্তাব।


 


গুজরাতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত গীতা পড়ানোর সিদ্ধান্ত। কাজ রাবণের মতো, মুখে গীতা? খোঁচা আপের। গীতাকে দর্শন বলে মানে বিশ্ব, চালু হলে কী অসুবিধা? প্রশ্ন শমীকের।


 


৫ রাজ্যের বিধানসভা ভোটে পরাজয়ের পর কি, বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের মান ভাঙানোর চেষ্টা শুরু? গুলাম নবির সঙ্গে সনিয়ার বৈঠকে তীব্র জল্পনা।


 


চিন-কোরিয়ায় বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পরীক্ষা, অনুসন্ধান, চিকিত্সা, টিকাকরণের মতো ৫ কৌশলে জোর দিতে চিঠি স্বাস্থ্যসচিবের।


 


গঙ্গাপাড়ের বসন্তোত্সব টেমস তীরেও। ডোনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে লন্ডনে পালিত রঙের উৎসব। উদ্যোক্তা, লন্ডনের হাই কমিশন অফ ইন্ডিয়া।


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.