West Bengal News Live Updates: খড়গপুরে ভোটের আগে বিজেপি নেতার কাছ থেকে ৩৪ লক্ষ টাকা উদ্ধার

Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 19 May 2024 11:38 PM
West Bengal News Live: খড়গপুরে ভোটের আগে বিজেপি নেতার কাছ থেকে ৩৪ লক্ষ টাকা উদ্ধার

খড়গপুরে ভোটের আগে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। বিজেপি নেতার কাছ থেকে ৩৪ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এখনও টাকা গোণার কাজ চলছে, পুলিশ সূত্রে খবর। হোটেলে লক্ষ লক্ষ টাকা-সহ আটক ১ বিজেপি নেতা। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, টাকা দিয়ে ভোটে জিততে চায় বিজেপি, আক্রমণে তৃণমূল।

WB News Live Updates: বরানগরে তৃণমূল-বিজেপি হাতাহাতি

বরানগরে তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিজেপির পথসভার পাশ দিয়ে তৃণমূলের মিছিল যাওয়ার সময় তুলকালাম। বরানগর বিধানসভার বিজেপি প্রার্থীর সামনেই দু'দলের সমর্থকদের হাতাহাতি। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল-বিজেপির।

West Bengal News Live: ভোটের মধ্যেই অপসারিত আরও ৪ পুলিশ অফিসার

ভোটের মধ্যেই অপসারিত আরও ৪ পুলিশ অফিসার। পুরুলিয়ার SP-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অপসারিত কাঁথির SDPO, ভূপতিনগর থানার OC। পটাশপুরের OC-কেও সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের কাজে থাকতে পারবেন না এই ৪ পুলিশ অফিসার, নির্দেশ কমিশনের।

WB News Live Updates: নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কনভয় যাওয়ার সময় 'চোর স্লোগান' তৃণমূলের

নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কনভয় যাওয়ার সময় 'চোর স্লোগান' তৃণমূলের। বিজেপির মিছিল থেকে পাল্টা স্লোগান । মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের প্রতিবাদ, দাবি তৃণমূলের। এসব করে কোনও লাভ হবে না, গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

West Bengal News Live: 'যোগী আদিত্যনাথ নয়, বিবেকানন্দের গেরুয়া ধর্মে বিশ্বাস করি আমরা' : অভিষেক

'যোগী আদিত্যনাথ নয়, বিবেকানন্দের গেরুয়া ধর্মে বিশ্বাস করি আমরা'। 'অমিত শাহের নেতৃত্বে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি'। 'কখনও রামমোহন রায়কে ছোট করেছে, কখনও বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছে'। 'বিদ্যাসাগর না থাকলে নিজের নাম লিখতে পারতেন না'। 'বিবেকানন্দ না থাকলে, বীর সন্ন্যাসী পেত না দেশ'। 'নেতাজি না থাকলে ব্রিটিশ শাসনের ভিত নড়ত না'। বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live Updates: শুভ বুদ্ধির উদয় হোক, মন্তব্য বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের

শুভ বুদ্ধির উদয় হোক, মন্তব্য বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ তথা কার্তিক মহারাজের।

West Bengal News Live: সাধু সন্তদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী, রুখে দাঁড়ান; মেদিনীপুরের সভা থেকে হুঙ্কার অগ্নিমিত্রার

সাধু সন্তদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী, রুখে দাঁড়ান। মেদিনীপুরের সভা থেকে হুঙ্কার মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের।

WB News Live Updates: 'রামের নামেও আপত্তি তৃণমূলের', আক্রমণ মোদির

সাধুদের একাংশকে আক্রমণ নিয়ে মমতাকে পাল্টা নিশানা মোদির। ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে ধমকাচ্ছে, আক্রমণ মোদির। 'বাংলার তৃণমূল সরকার সাধুদের নাম নিয়ে হুমকি দিচ্ছে। মুসলিম ভোটব্যাঙ্কের স্বার্থে কত নীচে নেমে গিয়েছে তৃণমূল। আধ্যাত্মিক গুরুদের অপমান মানুষ সহ্য করবে না। এদের এমন সাজা দিতে হবে, যাতে সাধুদের অপমানের সাহস না পায়।' রামের নামেও আপত্তি তৃণমূলের, আক্রমণ মোদির। 'ভোটব্যাঙ্কের স্বার্থে মানুষের আস্থায় আঘাত তৃণমূলের।'

West Bengal News Live: কার্তিক মহারাজের ছবি পোস্ট করে সাধুদের পাশে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

কার্তিক মহারাজের ছবি পোস্ট করে সাধুদের পাশে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর। 'ভারত সেবাশ্রম সঙ্ঘের পাশে আছি'। 'রামকৃষ্ণ মঠ ও মিশন ও ইসকনের সঙ্গে আছি'। হিন্দু সন্ন্য়াসীদের সঙ্গে আছি, পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

WB News Live Updates: প্রতারিতদের টাকা ফেরতের ব্যবস্থা করব, পরামর্শ নিচ্ছি, পুরুলিয়ার সভায় মন্তব্য মোদির

প্রতারিতদের টাকা ফেরতের ব্যবস্থা করব, পরামর্শ নিচ্ছি, পুরুলিয়ার সভায় মন্তব্য মোদির

West Bengal News Live: ষষ্ঠ দফার প্রচারেও মোদির 'অস্ত্র' দুর্নীতি

ষষ্ঠ দফার প্রচারেও মোদির 'অস্ত্র' দুর্নীতি

WB News Live Updates: সাধুদের একাংশকে আক্রমণ নিয়ে মমতাকে পাল্টা নিশানা মোদির

সাধুদের একাংশকে আক্রমণ নিয়ে মমতাকে পাল্টা নিশানা মোদির

West Bengal News Live: '৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ' বাংলা এসে হুঁশিয়ারি মোদির

'৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ' বাংলা এসে হুঁশিয়ারি মোদির

WB News Live Updates: 'দেশের সংবিধান ধ্বংস করতে চাইছে ইন্ডিয়া জোট' আক্রমণ মোদির 

'দেশের সংবিধান ধ্বংস করতে চাইছে ইন্ডিয়া জোট' আক্রমণ মোদির 

West Bengal News Live: ভোটের মুখে বনগাঁর দেবদাসের মুখে দিলীপ-দাওয়াই

ভোটের মুখে বনগাঁর দেবদাসের মুখে দিলীপ-দাওয়াই
'ভোটে বাধা দিতে এলে ৩ হাত লম্বা বাঁশ দিয়ে পা ভেঙে দেবেন'
'মহিলারা ঝাঁটা-খুন্তি নিয়ে বিদায় দেবেন'
তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির
আগামীকাল বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ

WB News Live Updates: এবারের বঙ্গসফরে রাজভবনে থাকছেন না প্রধানমন্ত্রী

এবারের বঙ্গসফরে রাজভবনে থাকছেন না প্রধানমন্ত্রী
আজ রাতে কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে থাকবেন মোদি
২ দিনের সফরে আজ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী
আজ ও কাল বিজেপি প্রার্থীদের হয়ে ৫টি প্রচার সভা করবেন মোদি

West Bengal News Live: ভোটের প্রচারে আজ ফের বাংলায় প্রধানমন্ত্রী

ভোটের প্রচারে আজ ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর, এই ৩ জেলায় ৩টি জনসভা করবেন তিনি। প্রথম সভা পুরুলিয়া শহর লাগোয়া গ্য়াংগারা ময়দানে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে। মোদির দ্বিতীয় সভা বাঁকুড়ার ওন্দায়। বাঁকুড়া লোকসভার প্রার্থী সুভাষ সরকার ও বিষ্ণুপুর লোকসভার প্রার্থী
সৌমিত্র খাঁ-র সমর্থনে সভা করবেন তিনি। মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে আজ মোদির শেষ নির্বাচনী সভা রয়েছে খড়গপুরে। 

Barrackpore News: একাধিক ইস্যুতে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

একাধিক ইস্যুতে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির গ্যারান্টিকে ফোর টোয়েন্টি বলেও কটাক্ষ করেছেন তিনি। এমনকী, অমিত শাহর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন তৃণমূলনেত্রী। যা নিয়ে পাল্টা নিশানা করেছে বিজেপি। 

Sundarbans News: সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বন দফতরের কর্মী

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বন দফতরের কর্মী। হেতালবাড়ির জঙ্গলে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী অমলেন্দু হালদার। গতকাল সন্ধেয় বাংলাদেশের দিক থেকে হেতালবাড়ি জঙ্গলে ঢোকে চোরাশিকারিদের নৌকা। বন দফতরের কর্মীরা বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। বন দফতরের কর্মী অমলেন্দু হালদার নিখোঁজ হয়ে যান। আজ ভোরে হেতালবাড়ির জঙ্গল থেকে উদ্ধার হয় অমলেন্দুর দেহ।

Barrackpore News: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটের আগে ফিরল হলুদ ফাইল বিতর্ক

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটের আগে ফিরল হলুদ ফাইল বিতর্ক। মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় দ্বিতীয় বিয়ের তথ্য গোপন করেছেন অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। শাসকদলের বিধায়কের দাবি, ব্যাঙ্গালোরের একটি সংস্থায় অর্জুনের দ্বিতীয় স্ত্রীর অ্যাকাউন্টে কোটি কোটি কালো টাকা জমা পড়ে। হিন্দু বিবাহ আইনে প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে কী করে  হয়, এই বিয়ে-বিতর্কেই এবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে নিশানা করেছে তৃণমূল। হারার ভয়ে ব্যক্তিগত কুৎসা করছে, পাল্টা কটাক্ষ অর্জুন সিংয়ের। 


 

Kolkata News: কাঠফাটা গরমে জলে ভাসছে ট্যাংরার রাস্তা

কাঠফাটা গরমে জলে ভাসছে রাস্তা। এই ছবি কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার। বৈশালী মোড় থেকে পুলিন খটিক রোড পর্যন্ত নর্দমার জলে রাস্তা থই-থই করছে। নোংরা জলে ডুবে গিয়েছে পানীয় জলের কল। পুলিন খটিক রোডে যান চলাচও বন্ধ করে দেওয়া হয়েছে। ২ দিন ধরে পাম্প চালিয়েও জল নামেনি বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা। ভরা গ্রীষ্মে নর্দমার জলে নাজেহাল ট্যাংরার এই এলাকার বাসিন্দারা। কাউন্সিলরের দাবি, হাইড্রেনে নিকাশির সমস্যায় এই বিপত্তি। 


 

Kolkata News: কাঠফাটা গরমে জলে ভাসছে ট্যাংরার রাস্তা

কাঠফাটা গরমে জলে ভাসছে রাস্তা। এই ছবি কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার। বৈশালী মোড় থেকে পুলিন খটিক রোড পর্যন্ত নর্দমার জলে রাস্তা থই-থই করছে। নোংরা জলে ডুবে গিয়েছে পানীয় জলের কল। পুলিন খটিক রোডে যান চলাচও বন্ধ করে দেওয়া হয়েছে। ২ দিন ধরে পাম্প চালিয়েও জল নামেনি বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা। ভরা গ্রীষ্মে নর্দমার জলে নাজেহাল ট্যাংরার এই এলাকার বাসিন্দারা। কাউন্সিলরের দাবি, হাইড্রেনে নিকাশির সমস্যায় এই বিপত্তি। 


 

WB News Live Updates: ভোটের আগে উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা

ভোটের আগে উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা। বেরাবেরি গ্রাম পঞ্চায়েতের হরপাড়া গ্রামে বিজেপি নেতা আবু হেনার বাড়ি লক্ষ্য করে গতকাল রাতে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। ভেঙে যায় জানলার কাচ। রাতেই ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ। এক্স হ্যান্ডলে বোমাবাজির জন্য তৃণমূলকে নিশানা করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News Live: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে, রাজভবনের এক অফিসার ও দুই কর্মীকে আজই তলব করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে, রাজভবনের এক অফিসার ও দুই কর্মীকে আজই তলব করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। রাজ্যপালের OSD, SS রাজপুত, এবং রাজভবনের আরও দুই কর্মী কুসুম ছেত্রী ও সন্ত লালকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাজভবনের তরফে CC ক্যামেরার ফুটেজ দেখানো হয় সেখানে দেখা যায় রাজভবনের কর্মী কুসুম ছেত্রীকে। পুলিশের দাবি, অভিযোগকারিণীর বক্তব্য ও CC ক্যামেরার ফুটেজ দেখেই এই ৩ জনকে তলব করা হয়েছে। 

WB News Live Updates: সন্দেশখালিতে চক্রান্ত তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী

সন্দেশখালিতে চক্রান্ত তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী। নিশানায় বিজেপিই।

West Bengal News Live: কাল পঞ্চম দফার ভোট, ষষ্ঠদফার প্রচারে আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী

কাল পঞ্চম দফার ভোট। ষষ্ঠদফার প্রচারে আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী। পুুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুরে সভা করবেন মোদি।

WB News Live Updates: ভোট-বঙ্গে এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় মিশন-আশ্রমের সন্ন্যাসীরা

ভোট-বঙ্গে এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় মিশন-আশ্রমের সন্ন্যাসীরা। মিশন-আশ্রমের সঙ্গে যুক্ত সাধু-সন্ন্যাসীরাও কেউ কেউ রাজনীতি করছেন বলে অভিযোগ তৃণমূল নেত্রীর।

West Bengal News Live: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ জে পি নাড্ডার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ জে পি নাড্ডার। সন্দেশখালি ও সিএএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসৎ প্রশাসক বলে আক্রমণ। 

WB News Live Updates: হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রীর জেলমুক্তি

হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রীর জেলমুক্তি

West Bengal News Live: এসএসসি-তে অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নির্দেশ হাইকোর্টের

এসএসসি-তে অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নির্দেশ হাইকোর্টের 

WB News Live Updates: ভোটের প্রচারে আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী

ভোটের প্রচারে আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী।একদিনে ৩টি জনসভা করবেন মোদি।বেলা ১২.৩০: পুুরুলিয়ায় সভা নরেন্দ্র মোদির।দুপুর ২.১৫: বাঁকুড়ার বিষ্ণুপুরে মোদির সভা।বিকেল ৪: খড়গপুরে প্রধানমন্ত্রীর জনসভা।

West Bengal News Live: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের তদন্ত

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের তদন্ত। রাজভবনের ৩ কর্মীকে নোটিস। পুলিশি তদন্তে সাড়া দেওয়া যাবে না, আগেই নির্দেশিকা বোসের।

WB News Live Updates: হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রীর জেলমুক্তি

হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রীর জেলমুক্তি। দমদম জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস। 

প্রেক্ষাপট

হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রীর জেলমুক্তি। দমদম জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস। 


সন্দেশখালিতে পয়সার খেলা। আন্দোলন থেকে সরে আসতে ২০ লক্ষ টাকা টোপ তৃণমূল নেতার। জেলমুক্তির পর এবিপি আনন্দে এসে বিস্ফোরক অভিযোগ মাম্পির। অস্বীকার দিলীপ মল্লিকের। 


সন্দেশখালির অভিযোগ ভুয়ো নয়, নারী নির্যাতন হয়েছে। জেলমুক্তির পর দাবি বিজেপি নেত্রীর। মাম্পিকে দিয়ে মিথ্যা বলাচ্ছে বিজেপির, পাল্টা তৃণমূল নেতা দিলীপ মল্লিক। 


সন্দেশখালিতে শেখ শাহজাহান বাহিনীর সন্ত্রাসের কথা মানলেন তৃণমূলের কর্মাধ্যক্ষ। আন্দোলন সঙ্গত ছিল, ক্ষোভের কথা দলকে জানিয়েছিলাম। দাবি  দিলীপ মল্লিকের। 


কোন পথে মিলত সরকারি টেন্ডার? কত টাকার কমিশন ঢুকত সিন্ডিকেটে? জানতে এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ ১০ ঠিকাদারকে তলব করল ইডি। 


ইন্ডিয়া জোট ইস্যুতে মমতার পাশে খাড়গে, কড়া বার্তা অধীরকে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.