West Bengal News Live: নভেম্বরের প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমল প্রায় দেড় হাজার
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী হিসাবে মহুয়া মৈত্রর প্রথম বৈঠক। আর সেখানেও ছুঁয়ে গেল কোন্দলের চোরাস্রোত। কৃষ্ণনগরের সাংসদের প্রশংসা করে, আগের জেলা সভাপতি কল্লোল খাঁয়ের নাম না করে কটাক্ষ করলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। যদিও বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে চাননি তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি কল্লোল খাঁ।
ফের নিজের এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। বাঁকুড়ার ছাতনায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার দাবিতে সুভাষ সরকারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। নেপথ্যে রয়েছে তৃণমূল, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। সাধারণ মানুষের রোষের শিকার, পাল্টা বক্তব্য় শাসকদলের।
বিজেপি থেকে যোগদানকারীদের অশুভ শক্তি বলে তীব্র আক্রমণ শানালেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। দলের গাইডলাইন মেনেই যোগদান। পাল্টা বললেন তৃণমূলের ব্লক সভাপতি। তৃণমূলে আদি-নব্যের দ্বন্দ্ব বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
নভেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৩ জন। দ্বিতীয় সপ্তাহে নতুন করে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৫। যেখানে চলতি বছরে ১৫ নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯১ হাজার।
'ছট পুজো উপলক্ষ্যে সোমবারও ছুটি থাকবে। দিল্লি ছট পুজোর জন্য দুদিন ছুটি দেয় না, বাংলার সরকার দেয়। তক্তাঘাট ও দইহাটে ছট পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ দেয়, সেই ডিএ আগে দিক রাজ্য', পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের।
হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ, তলব পেয়ে গড়ফা থানায় নৌশাদ
উত্তরাখণ্ডের উত্তরকাশীতে টানেল বিপর্যয়ে আটকে পড়েছেন কোচবিহারের বাসিন্দা। পাইপ দিয়ে পাঠানো জল আর খাবার খেয়ে কাটছে দিন! কবে মিলবে মুক্তি? উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।
উৎসবের মরশুমে এবার ছটপুজো। সূর্যদেবের উপাসনায় সামিল বহু মানুষ। গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। এর মধ্যেই রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে কড়া পুলিশ প্রহরা। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে দুই সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিকল্প হিসেবে কলকাতার বেশ কয়েকটি জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।
ফের নিজের এলাকায় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ছাতনায় সুভাষ সরকারকে ঘিরে ১০০ দিনের বকেয়া দাবি। নেপথ্যে তৃণমূল, দাবি মন্ত্রীর। জনরোষের শিকার, পাল্টা শাসকদল।
মাথার ওপর নেই ছাদ, জ্বলে খাক ঘরের সব কিছু, মিলেছে সামান্য ত্রাণ, এখনও অধরা দুষকৃতীরা। যারা খুন করেছে, তারাই অশান্তি পাকাতে যাচ্ছে, কটাক্ষ তৃণমূলের।
জয়নগরে সিপিএম কর্মী-সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফের সিবিআই তদন্তের দাবি তুললেন ধৃত সিপিএম নেতার স্ত্রী। এদিকে দলুয়াখাকি গ্রামে ত্রাণ দিতে গিয়ে, আবার পুলিশের বাধার মুখে পড়ল সিপিএম।
খোদ পুলিশ সুপারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে আর্থিক প্রতারণা করার অভিযোগ। উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুরুলিয়া জেলা পুলিশ।
বামনগোলায় গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ। রাস্তা সারাতে ১৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস খগেন মুর্মুর। আগে জানিয়ে লাভ হয়নি, এত কম টাকায় কীভাবে রাস্তা সারাই ? পাল্টা গ্রামবাসীরা।
রাজ্যে সামান্য কমল ডেঙ্গির দাপট। তবে উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি।
ভর সন্ধেয় পাঁচিল টপকে ঢুকছে চোর! তারপর চারদিক দেখে হাতে অস্ত্র নিয়ে সোজা বাড়িতে চড়াও। ডোমজুড়ে ক্যামেরাবন্দি চুরি। ক্লোজ সার্কিট ক্যামেরায় চোরের ছবি ধরা পড়তেই খবর দেওয়া হয় থানায়। আর দেরি করেনি পুলিশ। হাতেনাতে ধরা পড়ে চোর।
মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরার পরিকল্পনা বিজেপির, কেজরিওয়ালের মন্তব্যে তোলপাড়
সভাপতির দায়িত্ব নিয়েই কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক মহুয়া মৈত্রর
ফের প্রকাশ্যে তৃণমূলের আদি-নব্য দ্বন্দ্ব, এবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে
হেস্টিংসের তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উৎসবের মরশুমে এবার ছটপুজো। সূর্যদেবের উপাসনায় সামিল বহু মানুষ। গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। এর মধ্যেই রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে কড়া পুলিশ প্রহরা। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে দুই সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিকল্প হিসেবে কলকাতার বেশ কয়েকটি জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।
হতশ্রী রাস্তা, 'অ্যাম্বুল্যান্স' খাটিয়া! পথেই মৃত্যু রোগিণীর, আজ এলাকায় গিয়ে ক্ষোভের মুখে বিজেপি সাংসদ
প্রেক্ষাপট
সবরমতীতে নীল ঢেউ । বিশ্বজয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়ায়। কোথাও পুজো, কোথাও যজ্ঞ। আবেগে ভাসছে আসমুদ্র হিমাচল। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর।
হতশ্রী রাস্তা, 'অ্যাম্বুল্যান্স' খাটিয়া! পথেই মৃত্যু রোগিণীর, আজ এলাকায় গিয়ে ক্ষোভের মুখে বিজেপি সাংসদ (BJP MP)।
ফের নিজের এলাকায় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ছাতনায় সুভাষ সরকারকে ঘিরে ১০০ দিনের বকেয়া দাবি। নেপথ্যে তৃণমূল, দাবি মন্ত্রীর। জনরোষের শিকার, পাল্টা শাসকদল।
৬ দিন পার। পিটিয়ে খুন, বাড়িতে আগুন কাণ্ডে এখনও অধরা দুষ্কৃতীরা। জয়নগরে ঢুকতে ফের বাধা বামেদের। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি।
খড়দায় (Khardah) ফ্ল্যাট থেকে একই পরিবারের ৪ জনের পচাগলা দেহ উদ্ধার। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে স্ত্রী ও ছেলে-মেয়েকে খুন করে আত্মঘাতী গৃহকর্তা, সুইসাইড নোট দেখে অনুমান পুলিশের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -