West Bengal News Live Updates:কামদুনিকাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তিপ্রাপ্ত চারজনের জন্য নতুন শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 19 Oct 2023 11:29 PM
WB News LIVE Updates:সল্টলেকের করুণাময়ীর জি ব্লকের পুজোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সল্টলেকের করুণাময়ীর জি ব্লকের পুজোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস।

West Bengal News LIVE Updates:পুজোর আনন্দে শহর,পুজোর আনন্দে তারকারাও। সুরুচি সংঘে পঞ্চমীতে ঢাক বাজালেন দেব। সঙ্গত দিলেন নুসরত

পুজোর আনন্দে শহর। পুজোর আনন্দে তারকারাও। চতুর্থীতে সুরুচি সংঘে ঢাকে বোল তুলেছিলেন প্রসেনজিৎ-অনির্বাণ। তালে তালে পা মেলান জয়া এহসান। আর পঞ্চমীতে ঢাক বাজালেন দেব। সঙ্গত দিলেন নুসরত। 

WB News LIVE Updates:মহাপার্বণের আনন্দে মহানগর

মহাপার্বণের আনন্দে মহানগর। উত্তর থেকে দক্ষিণ, পায়ে পায়ে সিগন্যাল গ্রিন। ভিড়ের চাপে যতই চিড়ে চ্যাপ্টা অবস্থা হোক কিম্বা ঘেমেনেয়ে একশা হোক গিলে করা পাঞ্জাবি, থেমে নেই প্যাণ্ডেল হপিং। আপত্তি নেই লম্বা লাইনের দীর্ঘ প্রতীক্ষায়। বছরে তো এই ক’টা মাত্র দিন। রাস্তায় মানুষের ঢল। সন্ধে গড়াতেই জনস্রোত। আলো ঝলমলে শহরে ঠাকুর দেখার ঢল। থিম, সাবেকিয়ানা মিলেমিশে একাকার উৎসবের রঙ। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে সেই আমেজই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শহরবাসী। সঙ্গে হুল্লোড়, আড্ডা, পেটপুজো। ফুচকা, রোল, চাউমিন। 

West Bengal News LIVE Updates: হাইকোর্ট 'স্বস্তি' শুভেন্দুর?

পুলিশকে কাজে বাধা-সহ একাধিক অভিযোগ। শুভেনদু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় যাদবপুর থানা। যদিও, এদিন হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়ে বলেছে, শুভেনদু অধিকারীর বিরুদ্ধে FIR করতে পারবে না যাদবপুর থানা। তবে, যে মামলাগুলির তদন্তের উপর স্থগিতাদেশ নেই, তাতে শুভেন্দু অধিকারীকে সহযোগিতা করতে হবে।

WB News LIVE Updates:কামদুনিকাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তিপ্রাপ্ত চারজনের জন্য নতুন শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট

কামদুনিকাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তিপ্রাপ্ত চারজনের জন্য নতুন শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ, প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার এই চারজনকে রাজারহাট থানায় হাজিরা দিতে হবে। কোথাও যেতে চাইলে সেই ভ্রমণসূচি দিয়ে পুলিশের কাছে অনুমতি চাইতে হবে মুক্তিপ্রাপ্ত চারজনকে। ঠিকানা ও মোবাইল ফোনের নম্বর পরিবর্তন হলে তা অবিলম্বে জানাতে হবে পুলিশকে এবং পাসপোর্ট থাকলে তা অবিলম্বে জমা দিতে হবে। রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, কামদুনিকাণ্ডে চারজনের মুক্তির ফলে গ্রামে উত্তেজনা তৈরি হতে পারে। 

West Bengal News LIVE Updates:মালদার ইংরেজবাজারে পুড়ে ছাই পুজো মণ্ডপ

মালদার ইংরেজবাজারে পুড়ে ছাই পুজো মণ্ডপ। আমরা সবাই নামে একটি ক্লাবের পুজোর মণ্ডপে হঠাৎ আগুন লাগে। পুড়ে যায় মণ্ডপ। ঘটনাস্থলে এসেছে দমকলের একটি ইঞ্জিন। কীভাবে মণ্ডপে আগুন লাগল, তা এখনও জানা যায় নি। 

WB News LIVE Updates:সল্টলেকের করুণাময়ীর জি ব্লকের পুজোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস

সল্টলেকের করুণাময়ীর জি ব্লকের পুজোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে, রাজভবনের আবাসিকদের পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল। 

West Bengal News LIVE Updates:মহাপার্বণের আনন্দে মহানগর, আজ মহাপঞ্চমী

মহাপার্বণের আনন্দে মহানগর। উত্তর থেকে দক্ষিণ, পায়ে পায়ে সিগন্যাল গ্রিন। ভিড়ের চাপে যতই চিড়ে চ্যাপ্টা অবস্থা হোক কিম্বা ঘেমেনেয়ে একশা হোক গিলে করা পাঞ্জাবি, থেমে নেই প্যাণ্ডেল হপিং। আপত্তি নেই লম্বা লাইনের দীর্ঘ প্রতীক্ষায়। বছরে তো এই ক’টা মাত্র দিন। রাস্তায় মানুষের ঢল। সন্ধে গড়াতেই জনস্রোত। আলো ঝলমলে শহরে ঠাকুর দেখার ঢল। থিম, সাবেকিয়ানা মিলেমিশে একাকার উৎসবের রঙ। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে সেই আমেজই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শহরবাসী। সঙ্গে হুল্লোড়, আড্ডা, পেটপুজো। ফুচকা, রোল, চাউমিন। 

WB News LIVE Updates:সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে SSKM-এ সারপ্রাইজ ভিজিটের পর এবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে তথ্য তলব করল ED।

সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে SSKM-এ সারপ্রাইজ ভিজিটের পর এবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে তথ্য তলব করল ED।

West Bengal News LIVE Updates:'স্থগিতাদেশ না থাকা সব মামলাতেই সহযোগিতা করতে হবে শুভেন্দুকে', যাদবপুর থানার এফআইআর দায়েরের আর্জির প্রেক্ষিতে জানিয়ে দিল হাইকোর্ট।

'স্থগিতাদেশ না থাকা সব মামলাতেই সহযোগিতা করতে হবে শুভেন্দুকে', যাদবপুর থানার এফআইআর দায়েরের আর্জির প্রেক্ষিতে জানিয়ে দিল হাইকোর্ট। শুভেন্দু অধিকারীকে তদন্তে সহযোগিতার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর

WB News LIVE Updates:নিজের স্ত্রীকে চাকরি দিয়ে স্বজন পোষণে অভিযুক্ত মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান

নিজের স্ত্রীকে চাকরি দিয়ে স্বজন পোষণে অভিযুক্ত মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান। শেখ সিরাজউদ্দিন। বসে আছেন কেন? নতুন তথ্য পেলেন? তদন্ত করুন সিরাজউদ্দিনের বিরুদ্ধে। গোঠা হাইস্কুলের মামলায় CID-কে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। মূল অভিযুক্ত অনিমেষ তিওয়ারির জবানবন্দি CID-কে ফেরত দিচ্ছে না নিম্ন আদালত। যে নথি কেস ডায়েরিতে থাকা উচিত সেটা রয়েছে নিম্ন আদালতের কেস রেকর্ডে। আবেদন জানানো সত্ত্বেও ফেরত দেওয়া হচ্ছে না, গোঠা হাইস্কুলের মামলায় হাইকোর্টে অভিযোগ CID-র।

West Bengal News LIVE Updates:বাকিবুরকাণ্ডে এবার মুখ খুললেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

বাকিবুরকাণ্ডে এবার মুখ খুললেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর মন্ত্রী-ঘনিষ্ঠ, শুভেন্দুর অভিযোগের জবাব জ্যোতিপ্রিয়র। 'ঘৃণ্য রাজনীতি হচ্ছে, পরিবারকে টেনে আনা হচ্ছে। যাঁরা এটা করছেন মনে রাখবেন রাজত্ব হল গাড়ির চাকা। চাকা কিন্তু ঘোরে, পরিবর্তনের পর তাঁদেরও এমন অবস্থা হতে পারে', কালিমালিপ্ত করার চেষ্টা করলেই কেউ কালিমালিপ্ত হয় না, মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের

WB News LIVE Updates:প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট কেলেঙ্কারিতে জেল হেফাজতে পার্থ সেন ও কৌশিক মাজি

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট কেলেঙ্কারিতে জেল হেফাজতে পার্থ সেন ও কৌশিক মাজি। ১৭ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতের। এর আগে এস বসু রায় অ্যান্ড কোম্পানির ডিরেক্টর ও প্রোগ্রামারকে গ্রেফতার করেছিল সিবিআই। তারও আগে হাওড়ার দাশনগরে ও জগাছায় ২ অভিযুক্তর বাড়িতেও চলে তল্লাশি

West Bengal News LIVE Updates:কামদুনিকাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তিপ্রাপ্ত চারজনের জন্য নতুন শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট।

কামদুনিকাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তিপ্রাপ্ত চারজনের জন্য নতুন শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ, প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার এই চারজনকে রাজারহাট থানায় হাজিরা দিতে হবে। কোথাও যেতে চাইলে সেই ভ্রমণসূচি দিয়ে পুলিশের কাছে অনুমতি চাইতে হবে মুক্তিপ্রাপ্ত চারজনকে। ঠিকানা ও মোবাইল ফোনের নম্বর পরিবর্তন হলে তা অবিলম্বে জানাতে হবে পুলিশকে এবং পাসপোর্ট থাকলে তা অবিলম্বে জমা দিতে হবে। রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, কামদুনিকাণ্ডে চারজনের মুক্তির ফলে গ্রামে উত্তেজনা তৈরি হতে পারে। 

WB News LIVE Updates:ফের কয়লা খনিতে ধস, অন্ডালে দুর্ঘটনার কবলে ইসিএলের সুপারভাইজার ও দুই শ্রমিক

ফের কয়লা খনিতে ধস, অন্ডালে দুর্ঘটনার কবলে ইসিএলের সুপারভাইজার ও দুই শ্রমিক। আহতদের হাসপাতালে নিয়ে যেতে গাফিলতির অভিযোগ। 

West Bengal News LIVE Updates:সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে SSKM-এ সারপ্রাইজ ভিজিটের পর এবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে তথ্য তলব করল ED

সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে SSKM-এ সারপ্রাইজ ভিজিটের পর এবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে তথ্য তলব করল ED। সূত্রের খবর, জানতে চাওয়া হয়, জেলে থাকাকালীন কী ঘটেছিল যাতে তড়িঘড়ি SSKM-এ ভর্তি করা হয় কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণকে? কতদিন তিনি জেল হাসপাতালে কাটিয়েছেন? হাসপাতালে থাকাকালীন তাঁর শারীরিক অবস্থা কেমন ছিল? এখন তিনি কেমন আছেন? সুজয়কৃষ্ণ ভদ্র সম্পর্কে ED-র তরফে এসবই জানতে চাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে। 

WB News LIVE Updates: ফের কয়লা খনিতে ধস

ফের কয়লা খনিতে ধস। ইসিএলের খনিতে দুর্ঘটনার কবলে সুপারভাইজার-সহ দুই শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ।

West Bengal News LIVE Updates: এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবনকৃষ্ণ সাহা

এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবনকৃষ্ণ সাহা। ৬ মাস ধরে জেলে। জামিনের আর্জি বড়ঞার তৃণমূল বিধায়কের। সিবিআইয়ের বক্তব্য জানাতে চাইল সর্বোচ্চ আদালত। 

WB News LIVE Updates: মুর্শিদাবাদের গোঠা স্কুলের মামলায় নতুন তথ্য

মুর্শিদাবাদের গোঠা স্কুলের মামলায় নতুন তথ্য। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের বিরুদ্ধেও স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। তদন্তের নির্দেশ বিচারপতির। 

West Bengal News LIVE Updates:একগুচ্ছ শর্ত আরোপ! কামদুনিকাণ্ডে সুপ্রিম কোর্টেও আটকাল না অভিযুক্তদের মুক্তি

কামদুনি কাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তিপ্রাপ্ত ৪ জনের জন্য নতুন শর্ত আরোপ সুপ্রিম কোর্টের। প্রতি মাসে প্রথম তৃতীয় সোমবার এই ৪ জনকে রাজারহাট পুলিশ স্টেশনে রিপোর্ট করতে হবে

WB News LIVE Updates: কামদুনি কাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তিপ্রাপ্ত ৪ জনের জন্য নতুন শর্ত আরোপ সুপ্রিম কোর্টের

কামদুনি কাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তিপ্রাপ্ত ৪ জনের জন্য নতুন শর্ত আরোপ সুপ্রিম কোর্টের। প্রতি মাসে প্রথম তৃতীয় সোমবার এই ৪ জনকে রাজারহাট পুলিশ স্টেশনে রিপোর্ট করতে হবে। কোথাও যেতে চাইলে সেই ভ্রমণ সূচি দিয়ে পুলিশের কাছে তাঁদের অনুমতি চাইতে হবে। ঠিকানা ও মোবাইল নম্বর পরিবর্তন হলে তৎক্ষণাৎ তা পুলিশকে জানাতে হবে। পাসপোর্ট থাকলে তা অবিলম্বে সারেন্ডার করতে হবে। রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছেন, ৪ জনের মুক্তির ফলে গ্রামে উত্তেজনা তৈরি হতে পারে

West Bengal News LIVE Updates: হাইকোর্টে 'স্বস্তি' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

হাইকোর্টে 'স্বস্তি' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর । 'শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে পারবে না যাদবপুর থানা', পুলিশকে কাজে বাধা ও অন্যান্য অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর
দায়েরের অনুমতি চেয়েছিল যাদবপুর থানা। 'বিক্ষোভের দিন শুভেন্দু অধিকারী যে ভাষা প্রয়োগ করেছেন তা নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে নয়', এর প্রেক্ষিতে ফৌজদারি ধারা প্রয়োগ করা যায় না, মন্তব্য বিচারপতির। যদিও জনপ্রতিনিধিদের এই ধরনের ভাষা প্রয়োগ থেকে বিরত থাকা উচিত বলে মনে করে আদালত, মন্তব্য বিচারপতির

West Bengal News LIVE Updates: বহরমপুরের ভাকুড়িতে মোটর বাইক শোরুমে আগুন

বহরমপুরের ভাকুড়িতে মোটর বাইক শোরুমে আগুন। গলগল করে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। শোরুম থেকে বের হতে কালো ধোঁয়ার কুণ্ডলী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে  দমকলের ৩ টি ইঞ্জিন।  ভস্মীভূত একাধিক মোটর বাইক।

West Bengal News LIVE Updates: অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বকুলতলা থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বকুলতলা থানার পুলিশ বকুলতলা থানার জীবনমন্ডলের হাট এলাকা থেকে সুভাষ মন্ডল(৩৮) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করে, ধৃত সুভাষ মন্ডল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকার বাসিন্দা, উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল ও এক রাউন্ড কার্তুজ, কি কারনে বেআইনি অস্ত্র নিয়ে সুভাষ মন্ডল বকুলতলা থানার জীবন মন্ডলেরহাট এলাকায় ঘোরাঘুরি করছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ।

West Bengal News LIVE Updates: বেহালা মিত্র সঙ্ঘর অভিনব উদ্যোগ

আদিবাসী মহিলার আদলে মায়ের মুখ। ধামসা মাদলের  ছন্দে দেবীর আবাহন। বেহালা মিত্র সঙ্ঘর অভিনব উদ্যোগ

West Bengal News LIVE Updates: দেবীপক্ষে শহরে খুন গৃহবধূ

দেবীপক্ষে শহরে খুন গৃহবধূ। খুনের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক স্বামী

West Bengal News LIVE Updates: ১০০ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে!

১০০ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে! কুন্তল ঘোষকে জামিন দিলে, প্রভাবিত হতে পারে তদন্ত। নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিম্ন আদালতে এই দাবি ইডির।

WB News LIVE Updates: পুজোর শেষ লগ্নে বৃষ্টির ভ্রুকুটি

 পুজোর শেষ লগ্নে বৃষ্টির ভ্রুকুটি! নবমী-দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। অষ্টমী পর্যন্ত কলকাতায় থাকবে ঝকঝকে আকাশ।

West Bengal News LIVE Updates: গৌতম পালকে সিবিআই জিজ্ঞাসাবাদ

গৌতম পালকে সিবিআই জিজ্ঞাসাবাদ। হাজিরার নির্দেশ হাইকোর্টের

Durga Pujo 2023 LIVE: এবিপি আনন্দ শারদ সম্মান, স্থাপত্যে সেরা সন্তোষ মিত্র স্কোয়ার

এবিপি আনন্দ শারদ সম্মান। স্থাপত্যে সেরা সন্তোষ মিত্র স্কোয়ার। অভিনবত্বে শিরোপা পেল বাগুইআটি বন্ধু মহল। বিমূর্ত ভাবনায় শ্রেষ্ঠ বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন।

WB News LIVE Updates: পুজোর সময় খারাপ খাবার দিলে ব্যবস্থা, কড়া নির্দেশ পুরসভার

পুজোয় পেটপুজোর সময় ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে খাবার খারাপ দিলেই ব্যবস্থা নেবে পুরসভা, কড়া নির্দেশ ডেপুটি মেয়র অতীন ঘোষের। 

WB News LIVE Updates: সিট পুনর্গঠনের নির্দেশ

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিট পুনর্গঠন। তদন্তকারী দলকে শক্তিশালী করতে দিল্লির বাঙালি অফিসার স্নেহাংশু বিশ্বাসকে যুক্ত করতে হবে। নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

WB News LIVE Updates: হাইকোর্টের ডেডলাইনের আগেই সিবিআই দফতরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি

হাইকোর্টের ডেডলাইনের আগেই সিবিআই দফতরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি। প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ডেপুটি সেক্রেটারি-সহ আরও ২জনকে জিজ্ঞাসাবাদ। 

West Bengal News LIVE Updates: 'সজ্ঞানেই অনিয়ম মানিকের'

সম্পূর্ণ সজ্ঞানে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করেছেন অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। সিবিআইয়ের রিপোর্টে জলের মতো স্পষ্ট, পর্যবেক্ষণ হাইকোর্টের।

প্রেক্ষাপট

কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) ডেডলাইনের আগেই সিবিআই (CBI) দফতরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি। প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ডেপুটি সেক্রেটারি-সহ আরও ২জনকে জিজ্ঞাসাবাদ।


সম্পূর্ণ সজ্ঞানে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করেছেন অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। সিবিআইয়ের রিপোর্টে জলের মতো স্পষ্ট, পর্যবেক্ষণ হাইকোর্টের। 


নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিট পুনর্গঠন। তদন্তকারী দলকে শক্তিশালী করতে দিল্লির বাঙালি অফিসার স্নেহাংশু বিশ্বাসকে যুক্ত করতে হবে। নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।


বাইপাস সার্জারির ২ মাস পার। এখনও কী অসুস্থতা নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণর? খোঁজ নিতে ফের এসএসকেএমে ইডি। চিকিৎসা সংক্রান্ত নথি তলব।


দুবাই যাওয়ার আগের দিনই গ্রেফতার রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর। সপরিবারে যাওয়ার কথা ছিল মরুরাজ্যে, জানিয়েছেন বাকিবুরের স্ত্রী, দাবি ইডির।


এবারও দুর্গাপুজো জেলেই কাটবে অনুব্রতর। হুমকি দিয়েছেন বিচারকদের। জামিনের আর্জির বিরোধিতা করে সওয়াল সিবিআইয়ের। ৪ সপ্তাহ পর ফের শুনানি।


পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। ৪% ডিএ বাড়িয়ে ৪৬ শতাংশ করল মোদি সরকার। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে আরও বাড়ল ফারাক।


পুজোর সময় বাড়ল ডিএ, মুখে হাসি কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সেই তিমিরেই রাজ্য সরকারি কর্মচারীরা।


রাজ্য দিচ্ছে ৬ শতাংশ ডিএ, আর মোদি দিচ্ছেন ৪৬ শতাংশ। আরও বাড়ল কেন্দ্র-রাজ্য ডিএ ফারাক, কটাক্ষ শুভেনদুর। ভোটের আগে চমক, পাল্টা শান্তনু।


বকেয়া ইস্যুতে ফের কেন্দ্রকে নিশানা অভিষেকের। এলাকার উন্নয়ন নিয়ে মোদি-রাজনাথকে চ্যালেঞ্জ। 


যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজ মামলায় নাটকীয় পটপরিবর্তন। অধ্যক্ষার বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিআইডি তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। 


পুজোর আনন্দে তিলোত্তমা। চতুর্থীতেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়ের টক্কর। সালকিয়ায় পুজো উদ্বোধনে সৌরভ। সুরুচিতে ঢাক বাজালেন প্রসেনজিৎ-অনির্বাণ। পা মেলালেন জয়া। 


পুজোর শেষ লগ্নে বৃষ্টির ভ্রুকুটি! নবমী-দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। অষ্টমী পর্যন্ত কলকাতায় থাকবে ঝকঝকে আকাশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.