WB News Live Updates: ইডির গ্রেফতারি চ্যালেঞ্জ করে মানিকের মামলা, বৃহস্পতিবার রায় দেবে সুপ্রিম কোর্ট
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন আপনার জেলার গুরুত্বপূর্ণ খবরের আপডেট
ইডির গ্রেফতারি চ্যালেঞ্জ করে মানিকের মামলা, কাল রায় দেবে সুপ্রিম কোর্ট।
স্বাস্থ্য দফতরের টেন্ডার ‘দুর্নীতি’, মূল অভিযোগকারীই গ্রেফতার! আনন্দপুর থানায় অভিযোগকারীকেই গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ
গার্ডেনরিচে টাকার পাহাড়, এবার উল্টোডাঙাতেও কোটি টাকার হদিশ। উল্টোডাঙায় ধৃত আমির খানের ঘনিষ্ঠের বাড়িতে দেড় কোটির।
ইডির গ্রেফতারি চ্যালেঞ্জ করে মানিকের মামলা, কাল সুপ্রিম কোর্টে রায়
পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট করানোর ভাবনা কমিশনের, খবর সূত্রের
ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ঘিরে দত্তপুকুরে প্রকাশ্যে এল তৃণমূলের অন্তর্কলহ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা। টাকার ভাগ নিয়ে শাসক দলের অন্দরে দ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির।
বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে কর্মসংস্কৃতির বার্তা দিলেন তৃণমূল বিধায়ক। সিঙ্গুরের পঞ্চায়েত এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ ফেলে রাখা যাবে না। নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা বেচারাম মান্নার। আসন্ন ভোটের কথা মাথায় রেখেই এসব কথা, তৃণমূল বিধায়ককে কটাক্ষ বিরোধীদের।
রাজ্যে আরও একটি ঘটনার তদন্ত শুরু করল কেন্দ্রীয় এজেন্সি। মোমিনপুরে অশান্তির ঘটনায় আদালতে এফআইআর জমা দিল NIA। ২৮ অক্টোবরের মধ্যে কলকাতা পুলিশকে মামলা সংক্রান্ত নথি জমার নির্দেশ দিয়েছে আদালত।
পঞ্চায়েত ভোটের আগে মমতার মুখে ফিরল সিঙ্গুর
গুজরাতের সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি ফোন, কলকাতায় গ্রেফতার। গুজরাত পুলিশের বার্তার পরেই সক্রিয় কলকাতা পুলিশের এসটিএফ।
শিবপুরে ব্যবসায়ীর একের পর এক অ্যাকাউন্টে ২০৭ কোটির হদিশ!
‘চুরি প্রকাশ্যে এলে, কীভাবে বাঁচতে হবে, ছক কষেছিলেন অভিযুক্তরা’ আলিপুর আদালতে বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের
পথেই পার ২ রাত। চাকরির দাবিতে করুণাময়ীতে আমরণ অনশনে প্রাথমিক টেটের চাকরিপ্রার্থীরা।
দিলীপের হুঁশিয়ারি, পাল্টা মদন। বিজেপি যা পারে করে নিন। বুকে পা তোলার আগে গলায় পা পৌঁছে যাবে, আমরা তৃণমূল। হুঙ্কার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের
রাজ্য সরকার চায় নিয়োগ করতে। কিন্তু, একদল সেই নিয়োগ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছেন। আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশনের ওপর ভরসা রাখছি। মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
কয়লাকাণ্ডে বারিক বিশ্বাসের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে। অন্ডাল থানায় দায়ের মামলায় বারিক বিশ্বাসের জামিনের আবেদন খারিজ।
বিজেপিতেও আদি-নব্য সংঘাত। সুকান্ত মজুমদারকে সরাসরি নিশানা সৌমিত্র খাঁর।
তৃণমূলে আদি-নব্য নিয়ে এবার সরব সৌগত। যাঁরা ২০০৯-এর আগে ছিলেন তাঁদের গুরুত্ব দিয়ে সংগঠন করতে হবে। যাঁরা সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাঁদেরই প্রথম সারিতে থাকা উচিত। ২০০৯-এর কর্মীরা কিছু পাওয়ার আশায় দল করতেন না। তাঁদের মধ্যে নিষ্ঠা অনেক বেশি ছিল। পরে হড়পা বানের মতো দলে লোক ঢুকেছে, তার নিয়ন্ত্রণ থাকা উচিত। নতুনরা এসেছেন বলে পুরনোদের পিছনের সারিতে রাখা চলবে না। আদি-নব্যের সংঘাত উস্কে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদের।
টেট আন্দোলনের ৫১ ঘণ্টা পার, এবিপি আনন্দে মুখ খুললেন পর্ষদ সভাপতি
দীপাবলি কি মাটি হবে বৃষ্টি ও দুর্যোগে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ কোনদিকে হবে, তা এখনও স্পষ্ট নয়।
মালদার ইংরেজবাজার থেকে মাদক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। ধৃত ব্যক্তি মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি ২৫ হাজার মাদক ট্যাবলেট নিয়ে ইংরেজবাজারের সরকারি বাস স্ট্যান্ডে হাজির হয়েছিলেন। সেই সময়ই তাঁকে গ্রেফতার করা হয়। এত মাদক ট্যাবলেট কোথায় পাচারের ছক ছিল, তা খতিয়ে দেখছে এসটিএফ।
ফের তৃণমূলকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ‘পুলিশও তৃণমূলকে বাঁচাতে পারবে না। আমরা কার্যত গুছিয়ে নিয়ে এসেছি। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন এদের অবস্থা কী হয়’।
কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, তার প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন, উপপ্রধান ও ৩ তৃণমূল সদস্য। সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা প্রধান তছরূপ করেছেন বলে অভিযোগ। যদিও তা মানতে নারাজ, উপপ্রধান। পুরোটাই কাটমানির ভাগবাটোয়ারা নিয়ে গণ্ডগোল, কটাক্ষ করেছে বিজেপি।
মালদার ইংরেজবাজার থেকে মাদক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। ধৃত ব্যক্তি মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি ২৫ হাজার মাদক ট্যাবলেট নিয়ে ইংরেজবাজারের সরকারি বাস স্ট্যান্ডে হাজির হয়েছিলেন। সেই সময়ই তাঁকে গ্রেফতার করা হয়। এত মাদক ট্যাবলেট কোথায় পাচারের ছক ছিল, তা খতিয়ে দেখছে এসটিএফ।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার ED’র স্ক্যানারে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। বৃহস্পতিবার তাঁকে তলব করেছে ED। এই তাপসের ভাই বিভাস মণ্ডলের সঙ্গে পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায়ের একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। যাকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। বিজেপির অভিযোগ, শুধু মানিক ভট্টাচার্য নয়, শাসকদলের অন্য নেতাদের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তাপস বা তাঁর ভাই বিভাসের। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিভাস জানিয়েছেন, ৮ বছর আগের একটি কলেজ ট্যুরের ছবি সামনে এনে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। সুজিতের দাবি, পুরনো ছবিকে সামনে এনে বিজেপি নোংরা রাজনীতি করছে।
নিমতায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে হিন্দি গানের সঙ্গে নাচতে দেখা গেল মদন মিত্রকে। এ নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দলীয় কর্মীদের সঙ্গে মাচের তালে পা মেলাচ্ছেন মদন মত্র। ওই মঞ্চেই তাঁকে বলতে শোনা যায়, ডিসেম্বরে বড় যুদ্ধ আসছে। তার জন্য কর্মীরা যেন প্রস্তুত থাকেন।
একই মঞ্চ থেকে দলের কোনও কোনও নেতার দুর্নীতি নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও মন্ত্রী পার্থ ভৌমিক। এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। ওই ভাইরাল ভিডিওয় সৌগতকে বলতে শোনা গিয়েছে, তিনি ব্যথিত হন, যখন দেখেন দলের কিছু লোক দুর্নীতি করেছে। সেইসঙ্গেই তিনি জানান, ছোট থেকে যাঁদের দেখেছেন, তাঁরা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, তা তিনি টের পাননি। এই সব ঘটনা তাঁকে দুঃখ দেয় বলে জানিয়েছেন সৌগত। ওই মঞ্চেই পার্থ ভৌমিক বলেন, তৃণমূলকে ব্যবহার করে কোনও অন্যায় কেউ করে থাকলে তা তাঁর ব্যক্তিগত বিষয়। তৃণমূল পরিবার তাঁর পাশে দাঁড়াবে না। পাশাপাশি তিনি বলেন, তৃণমূলের কোনও নেতা ভুল করে থাকলে পুরো তৃণমূল পরিবার কলঙ্কিত হতে পারে না।বরানগরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দুই নেতা এই কথা বলেছেন।
সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক চাকরিপ্রার্থীদের অনশন আন্দোলনের বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবেদনে তারা জানিয়েছে, আন্দোলনের জেরে ব্যাহত হচ্ছে কাজ। পর্ষদের অভিযোগ, কোনও কর্মী দফতরে ঢুকতে পারছেন না। আবেদনে কর্মীদের নিরাপত্তার আবেদন জানিয়েছে পর্ষদ। সেইসঙ্গে পর্ষদ আজই শুনানির আর্জি জানায়। এত দ্রুত শুনানির কি আছে ? এতদিন আন্দোলন চলছে, আর একদিন চললে এমন কী অসুবিধা হবে ? মন্তব্য বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের। মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি। আগামীকাল শুনানির সম্ভাবনা।
৪৫ ঘণ্টা পার। করুণাময়ীতে আমরণ অনশন আন্দোলনে ২০১৪’র প্রাথমিকের TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গতকাল থেকে চলছে অনশন। সোমবারের পর মঙ্গলবার, পরপর দু’রাত তাঁরা খোলা আকাশের নীচে রাস্তায় কাটালেন। সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে আমরণ অনশনে বসেছেন কয়েকশো চাকরিপ্রার্থী। তাঁরা জানিয়েছেন, নিয়োগ না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
দীপাবলিতে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত কাল পরিণত হবে নিম্নচাপে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে কলকাতা ও উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
গরুপাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ কেরিম খানকে ফের তলব। বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে সমন। কেরিম খানকে আজই নিজাম প্যালেসে তলব করল সিবিআই।
এর আগেও কেরিমের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। কেরিমের আয়-ব্যায় সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে তলব: সূত্র
বর্ধমানের খানা জংশনে রেল অবরোধ। লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে অবরোধ। আটকে নিউ দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস
গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের গনিষ্ঠ আব্দুল কেরিম খানকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়ে তলব করেছে সিবিআই। আজ সকালে তাঁকে নিজাম প্যালেস হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে কেরিমের বাড়িতেও তল্লাশি করেছে সিবিআউ। তৃণমূল নেতা কেরিম খান বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ।
নিউটাউনে নভোটেলের কাছে দুর্ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো একটি দ্রুত গতির গাড়ি সিগন্যাল অগ্রাহ্য করে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে। তারপর পালিয়ে যায়।দুর্ঘটনায় কেউ আহত হননি।
উত্তর ২৪ পরগনার গোপালনগরে গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই গোডাউনের মালিককে। গতকাল সন্ধেয় গোপালনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকায় ওই গোডাউনে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়।
পাশাপাশি, গতকাল সন্ধেয় গাইঘাটা থানার পুলিশ ঠাকুরনগর বাজারে হানা দিয়ে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করে। দুই বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিলে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। গতবার গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট হয়েছিল একদফায়। এবার ক’দফায় ভোট হওয়া উচিত, কী মনে করছে রাজনৈতিক মহল? আমাদের সঙ্গে আলোচনায় আছেন দেবনারায়ণ সরকার, শর্মিষ্ঠা ভট্টাচার্য, আকিক হাসান।
প্রাথমিকে দুশো উনসত্তর জন প্রার্থীর নিয়োগ বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালত জানিয়েছে, আগামী শুনানি না হওয়া পর্যন্ত মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না CBI।
একদিন পার। করুণাময়ীতে আমরণ অনশন আন্দোলনে ২০১৪’র প্রাথমিকের TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গতকাল থেকে চলছে অনশন।
প্রকাশ্য মঞ্চে, যুব তৃণমূলের সভানেত্রীর সামনেই বচসায় জড়িয়ে পড়লেন দুই তৃণমূল নেতা। কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ধুন্ধুমার। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কটাক্ষ করেছে বিজেপি।
এবার মোমিনপুরকাণ্ডের তদন্তভার যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি NIA’র হাতে। ৮ অক্টোবর রাত থেকে, কলকাতার মোমিনপুর এলাকায় সংঘর্ষ শুরু হয়েছিল। এই ঘটনায় পাঁচটি FIR করে তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, রাজ্যের রিপোর্ট এবং মামলার গুরুত্ব বুঝে, NIA তদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। শেষমেশ সেই তদন্তভার নিচ্ছে NIA
প্রেক্ষাপট
কলকাতা: কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে নয়, রাজ্য পুলিশ দিয়ে ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট (Panchayet Electiom)। ইঙ্গিত কমিশন-প্রশাসন সূত্রে। ভোট লুঠের আশঙ্কা বিরোধীদের।
সম্ভবত ফেব্রুারি (February) বা এপ্রিলে (April) রাজ্য পুলিশ দিয়েই হতে চলেছে পঞ্চায়েত ভোট, প্রশাসন সূত্রে খবর। জানুয়ারিতে বিজ্ঞপ্তির ইঙ্গিত। ২০২৩-এই হাওড়ায় ভোট।
মোমিনপুরে (Mominpore) অশান্তির ঘটনায় এবার তদন্তে এনআইএ (NIA)। হাইকোর্টের দায়িত্ব ছাড়ার পরেই কেন্দ্রের নির্দেশ। একটি মামলা দায়ের করে শুরু হচ্ছে তদন্ত।
বীরভূমের (Birbhum) মাড়গ্রামে সেলিমের নিশানায় তৃণমূল (TMC)।
একদিন পার, চাকরির দাবিতে আন্দোলনে অবরুদ্ধ করুণাময়ী। আমরণ অনশনে প্রাথমিক টেটের চাকরিপ্রার্থীরা। অন্যায্য দাবি। ৪০ পেরোলে আর সুযোগ নেই স্পষ্ট বার্তা পর্ষদের।
অনড় পর্ষদ, অনড় চাকরিপ্রার্থীরাও। নিয়োগ বন্ধে আন্দোলনে রাজনৈতিক মদত, আক্রমণে পর্ষদ। তৃণমূল নেতার মতো কথা, পাল্টা বিরোধীরা।
করুণাময়ীতে প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের টানা আন্দোলন। কোর্টের কোর্টেই বল ঠেললেন মুখ্যমন্ত্রী।
এখনই কড়া পদক্ষেপ নয়। ইডির হেফাজতে থেকেও সুপ্রিম কোর্টে সিবিআই নিয়ে মানিকের স্বস্তি। অপসারণের হাইকোর্টের নির্দেশেও স্থগিতাদেশ।
প্রাথমিকে ২৬৯জনের নিয়োগ বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। ইডির গ্রেফতারি নিয়ে শুনানি শেষ, স্থগিত রায়।
প্রথমে আত্মীয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের কথা অস্বীকার। নথি দেখানোর পরে মানলেও, ৮ কোটি টাকার উত্স কী, জানেন না কিছুই, দাবি মানিকের, খবর ইডি সূত্রে।
শিবপুরে ফেরার ব্যবসায়ীর বাড়িতে যকের ধন, একাধিক অ্যাকাউন্টে ১৩৪ কোটির লেনদেন! অনলাইনে চিটফান্ডের আন্তর্জাতিক চক্রের কারবার।
গরুপাচারের টাকায় কী রাইস মিল? এবার অনুব্রতর দিদি শিবানীর গুরুপল্লির বাড়িতে অভিযান। নানুরের কর্মাধ্যক্ষকেও জিজ্ঞাসাবাদ।
ফের ভাটপাড়ায় শ্যুটআউট। তৃণমূলের দলীয় অফিসের সামনেই চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূলকর্মী। ভর্তি হাসপাতালে। কী কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ।
এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভোটেও তুলকালাম। ব্যালট জমা দেওয়ার পরে ব্যালট বক্স সিল করায় দেরি, কারচুপির অভিযোগ। আজ ভোট গণনা।
রামপুরহাটে চলন্ত ট্রেন থেকে ধাক্কা, কলকাতা ট্রাফিক পুলিশকর্মী গ্রেফতার! বোলপুর থেকে ধরল সাঁইথিয়া জিআরপি। ১৪দিনের জেল হেফাজত।
মালবাজারকাণ্ডে উদ্ধারকারীদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী। কেউ নিলেন, কেউ ফেরালেন সিভিকের চাকরির প্রস্তাব।
আইসিসি চেয়ারম্যান পদের প্রার্থী নিয়ে সিদ্ধান্ত হল না বোর্ডের এজিএমে। মনোনয়ন পেশের শেষ দিন ২০ অক্টোবর শেষ। নতুন সভাপতি রজার বিনি, জয় শাহই সচিব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -