West Bengal News Live : ডেঙ্গি-ম্যালেরিয়ার চোখ রাঙানির মধ্যেই কি নিপা ভাইরাসের খোঁজ রাজ্যে?
West Bengal News Live Updates: জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।
ডেঙ্গি-ম্যালেরিয়ার চোখ রাঙানির মধ্যেই নিপা ভাইরাসে 'আক্রান্ত' ১। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মঙ্গলকোটের বাসিন্দা, ভর্তি বেলেঘাটা আইডি-তে।
মুর্শিদাবাদে তৃণমূলের কোন্দল যেন থামছেই না। এবার বড়ঞা পঞ্চায়েতের স্থায়ী সমিতি নির্বাচন ঘিরে সামনে এসে পড়ল শাসকদলের অন্দরের বিবাদ। স্থায়ী সমিতি নির্বাচনে কংগ্রেস, সিপিএম, বিজেপির সঙ্গে হাত মেলাল তৃণমূলের একাংশ।
ওএমআর শিট মামলায় সিবিআইয়ের তদন্তে আদালত একেবারেই খুশি নয়, জানালেন বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে গঠিত সিটের প্রধান অশ্বিন শেনভিকে তলব করল আদালত
নিমতায় নির্মীয়মাণ বহুতলে হামলার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন প্রোমোটার। যদিও কোনও প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত তৃণমূল নেতা। দোষ প্রমাণ হলে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। জানিয়েছেন তাপস রায়।
রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন নিয়ে কড়া নির্দেশ দিল হাইকোর্ট। কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে এনে ভোটে অংশগ্রহণ করানোর নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ২৭ শে সেপ্টেম্বর রানিনগরে স্থায়ী সমিতি গঠনে ফের হবে ভোটাভুটির প্রক্রিয়া।
ওএমআর শিট মামলায় সিবিআইয়ের তদন্তে আদালত একেবারেই খুশি নয়, জানালেন বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে গঠিত সিটের প্রধান অশ্বিন শেনভিকে তলব করল আদালত
কাল থেকে লাগাতার জঙ্গলমহলে কুড়মি সমাজের রেল ও রাস্তা রোকো আন্দোলনকে বেআইনি ঘোষণা হাইকোর্টের
ওএমআর শিট মামলায় সিবিআইয়ের তদন্তে আদালত একেবারেই খুশি নয়, জানালেন বিচারপতি, নিয়োগ দুর্নীতিতে গঠিত সিটের প্রধান অশ্বিন শেনভিকে তলব করল আদালত
সিবিএসই-র মতো এবার বছরে দু'বার উচ্চ মাধ্যমিক? ২০২৫-এর নভেম্বর এবং ২০২৬-এর মার্চে দু'বার উচ্চ মাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীকে
রানিনগর ২-এর কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে এনে ভোটদানের নির্দেশ হাইকোর্টের
ওএমআর শিট মামলায় সিবিআইয়ের তদন্তে আদালত একেবারেই খুশি নয়, জানালেন বিচারপতি
বিরাটিতে নির্মীয়মাণ বহুতলে দুষ্কৃতী তাণ্ডব। নির্মাণ শ্রমিকদের হুমকি, অস্থায়ী ঘর, সিসি ক্যামেরা ভাঙচুর। তৃণমূল কাউন্সিলরের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ প্রোমোটারের।
নির্মীয়মাণ বহুতলে হামলা, নগদ ৯৮ হজার টাকা লুঠেরও অভিযোগ। ফোন করা হলে তৃণমূল কাউন্সিলরের স্বামী স্বপন হালদার প্রতিক্রিয়া দিতে চাননি
অবশেষে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ডেঙ্গি ভ্যাকসিন, নভেম্বর মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল
'বাংলার মানুষের জন্য সম্পূর্ণ সামাজিক সুরক্ষার ব্যবস্থা করেছি আমরা। মেধায় শীর্ষে বাংলা', বার্সেলোনায় বাণিজ্যিক সম্মেলনে আর কী বার্তা মুখ্যমন্ত্রীর?
কাল থেকে লাগাতার জঙ্গলমহলে কুড়মি সমাজের রেল ও রাস্তা রোকো আন্দোলনকে বেআইনি ঘোষণা হাইকোর্টের। আন্দোলনের নামে জনজীবন স্তব্ধ করা আটকাতে পুরুলিয়া চেম্বার অফ কমার্স-এর জনস্বার্থ মামলা
ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, মৃতের নাম মনোয়ারা বিবি। বাড়ি ভাঙড়ে।বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ
বক্তব্যের লিখিত প্রতিলিপি জমা দেওয়ার জন্য আরও তিনদিন সময় চাইলেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি
গোষ্ঠী কোন্দলের জেরে মুর্শিদাবাদের বড়ঞা পঞ্চায়েত সমিতি কার্যত হাতছাড়া হল তৃণমূলের। তৃণমূলের প্য়ানেলকে হারিয়ে বড়ঞা পঞ্চায়েত সমিতির ৮টি স্থায়ী সমিতি দখল করল বিরোধীরা।
আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিআইডি-র ক্ষতিপূরণের নির্দেশে স্থগিতাদেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষতিপূরণের নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ
মহিলা সংরক্ষণ তো ১৯৮৯-এ পঞ্চায়েত ভোটে চালু করেছিল রাজীব গাঁধীর সরকার। তারপর বহুবার কংগ্রেস সরকার এই বিল পাস করাতে চেষ্টা করেছে। মনমোহন সরকার যে মহিলা সংরক্ষণ বিল পেশ করেছিল, তা আজও জীবিত, দাবি লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর।
কসবার স্কুলে দশম শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু মামলা। তদন্তে নজরদারি করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর । ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখার জন্য এসএসকেএম-এর চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে, নির্দেশ বিচারপতির
আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিআইডি-র ক্ষতিপূরণের নির্দেশে স্থগিতাদেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষতিপূরণের নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। সিআইডি-র ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশে স্থগিতাদেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের
রানিনগর ২-এর কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেল থেকে আনিয়ে ভোটদানের নির্দেশ হাইকোর্টের। এফআইআরে নাম থাকা ৬ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতির। আগামী ২৭ সেপ্টেম্বর রানিনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ভোটগ্রহণের দিন ধার্য হয়েছে, আদালতে জানাল রাজ্য। ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন স্থায়ী সমিতির নির্বাচন সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
গ্রেফতারির আগে মানিক ভট্টাচার্যকে তিনবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আদালতে জানাল সিবিআই । ২০২২-এর জুন মাসের ১৩, ১৪ ও সেপ্টেম্বরের ১৬ তারিখে মানিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জানাল সিবিআই।
বক্তব্যের লিখিত প্রতিলিপি জমা দেওয়ার জন্য আরও তিনদিন সময় চাইলেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি
। আপনারা সবাই প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকের মধ্যে প্রতিলিপি জমা দেবেন, বললেন বিচারপতি। আগামীকালের মধ্যে জমা দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের । ইডি-র লিখিত বক্তব্যের প্রতিলিপি গ্রহণ করল আদালত। কাল বিকেল সাড়ে ৪টায় ফের শুনানি।
মুর্শিদাবাদে তৃণমূলের কোন্দল যেন থামছেই না। এবার বড়ঞা পঞ্চায়েতের স্থায়ী সমিতি নির্বাচন ঘিরে সামনে এসে পড়ল শাসকদলের অন্দরের বিবাদ। স্থায়ী সমিতি নির্বাচনে কংগ্রেস, সিপিএম, বিজেপির সঙ্গে হাত মেলাল তৃণমূলের একাংশ।
কসবার স্কুলে দশম শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু মামলা। তদন্তে নজরদারি করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর । ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখার জন্য এসএসকেএম-এর চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে, নির্দেশ বিচারপতির।
নদিয়ার শান্তিপুরে বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য়ের বাড়ির সামনে বোমা। সোমবার গভীর রাতে শান্তিপুর ব্লকের গবারচর গ্রামে বেলগড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য় গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষকৃতীরা বোমা মারে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য়ের মা ও ১১ বছরের ভাগ্নে।
কয়লাকাণ্ডে অন্য়তম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে ফের তলব ইডি-র। কাল সকাল ১১টায় ইডির দিল্লির সদর দফতরে তলব। মাত্র একবারই ইডির কাছে হাজিরা দিয়েছেন অনুপ।
মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর স্কুল শিক্ষিকার চাকরি পাওয়ার কথা ছিল অনামিকা রায়ের।
কিন্তু আদালতের নির্দেশের পর কয়েক মাস কেটে গেলেও নিয়োগপত্রই হাতে পাননি তিনি। এরপরই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি। অনামিকার দাবি, এরপরই পর্ষদের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে নোটিস দেয় এসএসসি।
লোকসভা ভোটে তৃণমূল হারলে, পরের দিন সকালেই হলদিয়া শিল্পাঞ্চল থেকে তাদের উৎখাত করব। হলদিয়ার সভা থেকে এই ভাষাতেই রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ঘাবড়ে গিয়ে এসব কথা বলছেন বিরোধী দলনেতা। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও।
মানিক ভট্টাচার্যকে রাজপুত্র আখ্যা দিয়ে, বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, তিনি হয়তো দিল্লি বা কলকাতার রাজপুত্র! মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, তিনি সঙ্গে সঙ্গে তদন্ত এবং জিজ্ঞাসাবাদ শুরু করার নির্দেশ দিয়েছিলেন। তারপর কী হল? এগুলো কোনও প্রশ্ন? এগুলো একদম মামুলি প্রশ্ন! বিচারপতি গঙ্গোপাধ্য়ায় এও বলেন, সিবিআইয়ের রিপোর্ট খুবই অস্পষ্ট, তাঁরা যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করছেন বলে মনে হচ্ছে না।
কয়লাকাণ্ডে অন্য়তম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামিকাল সকাল ১১টায় ইডির দিল্লি সদর দফতরে লালাকে তলব করা হয়েছে। কয়লা পাচারকাণ্ডে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে মাত্র একবার ইডির কাছে হাজিরা দিয়েছেন অনুপ মাজি ওরফে লালা। একাধিক হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
প্রাণহানির আশঙ্কায় এবার CBI-এর দ্বারস্থ হলেন ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা। গত শনিবার সিবিআইয়ের খাতায় ফেরার ২ অভিযুক্ত খুনের চেষ্টা করে বলে অভিযোগ বিশ্বজিৎ সরকারের। নিরাপত্তার দাবিতে কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হলেন তিনি।
উত্তর ২৪ পরগনার নৈহাটিতে বাইক ও ইঞ্জিন ভ্যানে নিষিদ্ধ শব্দবাজি পাচারের পর্দাফাঁস। গোপন সূত্রে খবর পেয়ে পাচারের সময় স্থানীয় ভবাগাছি থেকে ৫৬০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল শিবদাসপুর থানার পুলিশ।
গোষ্ঠী কোন্দলের জেরে মুর্শিদাবাদের বড়ঞা পঞ্চায়েত সমিতি কার্যত হাতছাড়া হল তৃণমূলের। সভাপতি ও সহ সভাপতি পদের মতোই এবার তৃণমূলের অফিসিয়াল প্য়ানেলকে হারিয়ে বড়ঞা পঞ্চায়েত সমিতির ৮টি স্থায়ী সমিতি দখল করল কংগ্রেস, তৃণমূল, সিপিএম ও বিজেপির সম্মিলিত জোট।
হুগলির শ্রীরামপুরের মাহেশের গণেশ পুজোয় যোগ দিয়ে দিল্লিতে গিয়ে রাজ্য়ের বকেয়া টাকা ছিনিয়ে আনার হুঁশিয়ারি দিলেন যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষ। গতকাল মাহেশের গণেশ পুজোয় বক্তব্য় রাখতে গিয়ে তিনি বলেন, ২০২৪-এ দিল্লিতে খেলা হবে।
দুর্গাপুর সিটি সেন্টারে আগুন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে আগুন। গভীর রাতে আগুন লেগেছে। আগুনে পুড়ে ছাই উন্নয়ন পর্ষদের গুরুত্বপূর্ণ নথি। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
প্রেক্ষাপট
- আজকের শিরোনাম
- চব্বিশের ভোটের আগে ফের চমক মোদি সরকারের (Modi Government) । ৩৩% মহিলা সংরক্ষণ বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন। বুধবারই সংসদে পেশের সম্ভাবনা।
- বিল পাস হলে ৮২ থেকে লোকসভায় মহিলা সাংসদ (Women Reservation Bill) বেড়ে হবে ১৭৯ জন । গোপনীয়তা না রেখে সর্বদল বৈঠকে সহমত হলে ভাল হত, কটাক্ষ কংগ্রেসের।
- নির্দেশের পরেও জেরায় অনীহা। জেলবন্দি মানিকের সঙ্গে সিবিআইয়ের আঁতাঁতের সন্দেহ খোদ বিচারপতির। সুপ্রিম কোর্টে যাওয়ার বুদ্ধি দেওয়ার আশঙ্কা।
- ওএমআর শিট (OMR TET) মামলায় সিবিআইয়ের সমালোচনায় বিচারপতি গঙ্গোপাধ্যায়। মানিক ভট্টাচার্যকে কেন জিজ্ঞাসাবাদ নয়, রক্ষাকবচ প্রত্যাহারের জন্য কেন আবেদন করেননি, প্রশ্ন আদালতের।
- মানিক ভট্টাচার্য তো রাজপুত্র। বক্তব্য থেকেই বোঝা যায় একা হাতে দুর্নীতিতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমরা মাটিতে, কেউ গজদন্তমিনারে, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
- নিয়োগ দুর্নীতির চার্জশিটে এসএসসি-র আরও ২ আধিকারিকের নাম, কেন ছেড়ে রেখেছেন? সিবিআইকে প্রশ্ন আদালতের। যাদের নির্দেশে কাজ করত তাঁদের খুঁজছি, দাবি তদন্তকারীদের।
- নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের তালিকায় আরও বিধায়ক, কাউন্সিলর! এত সব মহাপুরুষ। কবে জেরা করবেন, লোকসভা ভোটের পর? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
- তাপস মণ্ডলের থেকে মিলেছে মাত্র ৪ কোটি! বান্ধবীর সন্ধান না পাওয়া গেলে আরও কিছু অধরা থেকে যেত। সিবিআইয়ের দাবি শুনে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
- নেতাদের বিপুল সম্পত্তি এল কোথা থেকে? কড়া পদক্ষেপ করুন, পাখির পালক দিয়ে হাওয়া করলে হবে না। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের উদ্দেশে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
- সবাই অপেক্ষা করছে আমি কবে অবসর নেব, এরা জানে না আমি অবসরে যাব না।মাঝে মাঝে ভাবি পদযাত্রা করে হাইকোর্ট থেকে সুন্দরবনে যাব। নিয়োগ-দুর্নীতির শুনানিতে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
- হাইকোর্টে মানিকপুুত্রের জামিনের অনলাইন শুনানিতে হঠাৎ অজ্ঞাতপরিচয়! ইডি অভিযোগ তুলতেই অফলাইন! কার অনুমতিতে এজলাসে? জানতে চাইলেন বিচারপতি।
- সুতির গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সহকারী স্কুল ইনস্পেক্টর। হাইকোর্টে রিপোর্ট সিআইডির। শিক্ষা দফতরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের আর্জি।
- ববিতার চাকরি পাওয়া অনামিকা জঙ্গি নন, চাকরি প্রার্থী। ৪ মাস পরেও কেন অসম্পূর্ণ পুলিশ ভেরিফিকেশন? শিলিগুড়ি পুলিশের রিপোর্ট তলব করে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
- গরুপাচার মামলায় কিংপিন বাইরে, অনুব্রত কেন জেলে? জামিন চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল মুকুল রোহতগির। তদন্ত কোন পর্যায়ে? জানতে চেয়ে সিবিআইকে নোটিস আদালতের।
- এবিপি আনন্দের খবরের জের, ১০০ টাকার অতিথি অধ্যাপকের বিজ্ঞপ্তি বাতিল তপনের নাথানিয়াল মুর্মু কলেজের। রাজ্যজুড়ে সমালোচনার জেরে প্রত্যাহার।
- সমবায় দুর্নীতির তদন্তে আলিপুরদুয়ারে সিবিআই। আমানতকারীদের সঙ্গে কথা।ডিভিশন বেঞ্চে রাজ্য, হাইকোর্টে বলল সিবিআই। আইন অনুযায়ী পদক্ষেপের নির্দেশ বিচারপতির।
- কলকাতা পুরসভায় লজ্জার হাতাহাতি! শোকজের পরেও শাসকের মুখে সংখ্যাগরিষ্ঠতার দম্ভ!
- ইন্ডিয়া জোটে থাকলেও, সাংগঠনিক কমিটিতে নেই সিপিএম। বাংলায় তৃণমূলের ছোঁয়াচ বাঁচাতে কৌশল। রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলবে, জানালেন অধীরও।
- তৃণমূলকে এড়াতে জোটের সাংগঠনিক কমিটিতে নেই সিপিএম। গুরুত্ব দিতে নারাজ অভিষেক। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কী করবে, ওদের সিদ্ধান্ত বলে মন্তব্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -