WB News Live Updates: রামপুরহাটকাণ্ডে ফের বগটুই গ্রামে গেল সিবিআই

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Apr 2022 12:41 AM
West Bengal News Live Updates: রামপুরহাটকাণ্ডে ফের বগটুই গ্রামে গেল সিবিআই

রামপুরহাটকাণ্ডে ফের বগটুই গ্রামে গেল সিবিআই। সিবিআইয়ের ডিআইজির নেতৃত্বে বিশাল দল গেল বগটুই গ্রামে।

WB News Live Updates: ১২ দিনে ১০ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

১২ দিনে ১০ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। আরও ৮৪ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১১২ টাকা ছাড়াল। লিটারে ৮০ পয়সা ডিজেলের দাম ছাড়াল ৯৭ টাকার গণ্ডি। গত ১২ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৬ টাকা ৮৪ পয়সা। গত ১২ দিনে ডিজেলের দাম লিটারে বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা।

West Bengal News Live Updates: দুর্গাপুর ITI কলেজে জব ফেয়ারের আয়োজন করল রাজ্য সরকার

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ITI কলেজে জব ফেয়ারের আয়োজন করল রাজ্য সরকার। ITI ও পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং পাস করা পড়ুয়াদের চাকরি দিতে জব ফেয়ারে এসেছিল ২৬টি কোম্পানি। জব ফেয়ারের নামে নাটকবাজি হচ্ছে বলে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

WB News Live Updates: 'বিজেপি করায় চাষ করতে দিচ্ছে না তৃণমূল', অভিযোগ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে

বিজেপি করায় চাষ করতে দিচ্ছে না তৃণমূল! এমনই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। এমনকি পুলিশকে বলেও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন অভিযোগকারীরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ও পুলিশ প্রশাসন।

West Bengal News Live Updates: বোর্ডের মেয়াদ শেষের আগেই, নদিয়ার কুপার্সে আগামী পুরভোটের জন্য নেমে পড়ল তৃণমূল

বোর্ডের মেয়াদ শেষের আগেই, নদিয়ার কুপার্সে আগামী পুরভোটের জন্য নেমে পড়ল তৃণমূল। ১২টি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররা বাড়ি বাড়ি গিয়ে শুনছেন অভাব অভিযোগ। যদিও তৃণমূলের এই কর্মসূচিকে লোকদেখানো বলে খোঁচা দিয়েছে বিজেপি।

WB News Live Updates: খুলে দেওয়া হচ্ছে উপনির্বাচনের বিজেপির প্রচার হোর্ডিং

খুলে দেওয়া হচ্ছে উপনির্বাচনের বিজেপির প্রচার হোর্ডিং। এই অভিযোগে আসানসোলের মেয়রকে নালিশ জানালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুরসভার বাইরে বিক্ষোভও দেখান বিজেপি প্রার্থী। যদিও মেয়রের দাবি, কোনও বৈষম্য হয়নি।

West Bengal News Live Updates: বেলুড়ের লালবাবা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

বেলুড়ের লালবাবা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এলাকায় বিশাল পুলিশবাহিনী। ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা ছড়ায়। কলেজের সামনে বসানো হয় পুলিশ পিকেট। সংঘর্ষে আহত এক ছাত্র, হাওড়া হাসপাতালে ভর্তি।

WB News Live Updates: পারিবারিক কলহের জেরে ৭ বছরের মেয়েকে খুন করে আত্মঘাতী জিআরপি কর্মী

স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জের। তারই মর্মান্তিক পরিণতি স্বরূপ মাত্র ৭ বছরের শিশুকন্যাকে গলায় ফাঁস দিয়ে খুন করে ঝুলিয়ে, নিজেও একই দড়িতে আত্মহত্যা করলেন এক জিআরপি পুলিশকর্মী। নদিয়ার চাকদার বিষ্ণুপুরের ঘটনা।

West Bengal News Live Updates: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দাদা ও বোন

চন্দননগর বিশালাক্ষ্মী ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল সম্পর্কে দাদা ও বোন। আজ দুপুরে জোয়ারের সময় স্নান করতে নেমে তলিয়ে যায় তারা। মুন্না কেইয়াট বিহারের পটনায় থাকে। এখানে ঘুরতে এসেছিল। 

WB News Live Updates: দেশের গভীরতম মেট্রো স্টেশন হতে চলে‍ছে হাওড়া

দেশের গভীরতম মেট্রো স্টেশন হতে চলে‍ছে হাওড়া। আগামী বছরের শুরুতেই গঙ্গার নীচ দিয়ে গড়াবে মেট্রোর চাকা। হাওড়া ও শিয়ালদা এবার জুড়তে চলেছে পাতালপথে।

West Bengal News Live Updates: ম্যানেজারের উপস্থিত বুদ্ধিতে পেট্রোল পাম্প থেকে টাকা লুঠ করতে পারল না সশস্ত্র ডাকাত দল

ম্যানেজারের উপস্থিত বুদ্ধিতে পেট্রোল পাম্প থেকে টাকা লুঠ করতে পারল না সশস্ত্র ডাকাত দল। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। পাম্পের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতীদের ছবি। সেই ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

WB News Live Updates: অসুস্থ হওয়ায় রাজ্যপাল গেলেন না মতুয়াদের বারুণী মেলায়, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

অসুস্থ রাজ্যপাল, গেলেন না মতুয়াদের বারুণী মেলায়। মাঝপথ থেকেই ফিরলেন রাজভবনে। কৈখালি থেকেই গাড়ি ঘুরিয়ে রাজভবনে ফিরলেন বলে খবর সূত্রের। ‘রাজভবনের চিকিৎসকরা পরীক্ষা করছেন রাজ্যপালকে, হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে', খবর সূত্রের। রাজ্যপালকে ফোন করেন মুখ্যমন্ত্রী। ফোন করে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন তিনি।

West Bengal News Live Updates: ৪ বছরের শিশুর উপর অমানবিক অত্যাচার!

৪ বছরের শিশুর উপর অমানবিক অত্যাচার। উল্টো ঝুলিয়ে ৪ বছরের শিশুকে মারধরের ভিডিও ভাইরাল। হায়দরাবাদের ফ্ল্যাটে মালদার শিশুর উপর অত্যাচার। বাবা-মায়ের অনুপস্থিতিতে শিশুকে মারধরের ভিডিও ভাইরাল। অভিযুক্ত প্রসেনজিৎ মণ্ডল পলাতক।

WB News Live Updates: বেহাল আর্থিক অবস্থা নিয়ন্ত্রণে ৭ সদস্যের কমিটি গঠন কলকাতা পুরসভার

‘ভাঁড়ে মা ভবানী’, মেয়র পারিষদদের জন্য ট্যাব! কলকাতা পুরসভায় একহাতে রাশ, অন্য হাতে দেদার খরচ! খরচ নিয়ন্ত্রণে ৭ সদস্যের কমিটি গঠন কলকাতা পুরসভার। বেহাল আর্থিক অবস্থা নিয়ন্ত্রণে রাখতে কমিটি গঠন। অন্যদিকে মেয়র পারিষদদের দেওয়া হচ্ছে ট্যাব। প্রত্যেক মেয়র পারিষদের ট্যাবের জন্য বরাদ্দ প্রায় ৫০ হাজার টাকা। 

West Bengal News Live Updates: ঠাকুরনগরের বারুণী মেলায় গেলেন না রাজ্যপাল

ঠাকুরনগরের বারুণী মেলায় গেলেন না রাজ্যপাল। মাঝপথ থেকেই গাড়ি ঘুরিয়ে ফিরে আসছেন রাজ্যপাল। তাঁর মতুয়া বাড়িতে না যাওয়া ঘিরে জল্পনা শুরু।

WB News Live Updates: রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে ফের পথে বিশিষ্টরা

রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে ফের পথে বিশিষ্টরা। প্রেসিডেন্সির সামনে অবস্থান বিভাস চক্রবর্তী, পল্লব কীর্তনিয়া, মীরাতুন নাহার।

West Bengal News Live Updates: লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের পথে নামল তৃণমূল

লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের পথে নামল তৃণমূল। আজ পুরাতন মালদার মহানন্দা ভবন থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত মিছিল করেন রাজ্যের শাসক দলের কর্মী-সমর্থকরা। ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই ইস্যুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ফের পথে নামবে দল, জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।

WB News Live Updates: SSC-র প্রাক্তন উপদেষ্টা এস পি সিন্হার সিঙ্গল বেঞ্চের অস্বস্তি কাটল ডিভিশন বেঞ্চে

এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এস পি সিন্হার সিঙ্গল বেঞ্চের অস্বস্তি কাটল ডিভিশন বেঞ্চে। সিঙ্গল বেঞ্চের রায় বদলে গেল ডিভিশন বেঞ্চে। সিবিআই-কে মামলায় এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। ‘সোমবার পর্যন্ত কোনও এফআইআর করতে পারবে না সিবিআই’, জানাল ডিভিশন বেঞ্চ। 

West Bengal News Live Updates: লেকটাউনের ব্যবসায়ীকে মারধর ও আটকে রাখার অভিযোগ

লেকটাউনের ব্যবসায়ীকে মারধর ও আটকে রাখার অভিযোগ। গ্রেফতার ২ যৌনকর্মী। ব্যবসায়ীর অভিযোগ, গতকাল তাঁকে ফোন করে ডেকে এনে আটকে রাখা হয়। মারধর করে তাঁর থেকে সোনার হার ছিনতাই করা হয় বলেও অভিযোগ। ব্যবসায়ীর দাবি, কোনও মতে সেখান থেকে বেরিয়ে নিজের আইনজীবীর সঙ্গে যোগযোগ করেন তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানান আইনজীবী। এরপরই পুলিশ গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় ২ জনকে। 

WB News Live Updates: বাঁকুড়ার বেলিয়াতোড়ে হাতির আক্রমণে মৃত্যু এক ব্যক্তির

বাঁকুড়ার বেলিয়াতোড়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রবি রায়। বয়স ৬২ বছর। সূত্রের খবর, রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে মাঠে যাওয়ার সময় আচমকাই হাতির সামনে পড়ে যান তিনি। দাঁতালের আক্রমণে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন গ্রামবাসীরা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

West Bengal News Live Updates: লাউডন স্ট্রিটে ব্যবসায়ীর রহস্যমৃত্যু, আবাসন চত্বর থেকে উদ্ধার মৃতদেহ

লাউডন স্ট্রিটে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। আবাসন চত্বর থেকে উদ্ধার হল মৃতদেহ। মৃতের নাম মুকেশ খেমকা। বয়স ৫০ বছর। পরিবারের দাবি, ১২ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। কী কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখছে শেক্সপিয়র সরণী থানার পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে ডাকা হয়েছে ফরেন্সিক দলকে।

WB News Live Updates: খুলে দেওয়া হচ্ছে বিজেপির হোর্ডিং, আসানসোলের মেয়রের কাছে অভিযোগ অগ্নিমিত্রার

বিভিন্ন এলাকায় খুলে দেওয়া হচ্ছে বিজেপির হোর্ডিং। আসানসোলের মেয়রের কাছে অভিযোগ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। মেয়রের ঘরে ঢুকে অভিযোগ জানান অগ্নিমিত্রা। তাঁর দাবি, তৃণমূল অনেক বেশি সংখ্যক হোর্ডিং লাগিয়েছে। হোর্ডিং-এর জন্য প্রচারের শুরুতে সমবন্টনের কথা বলা হয়েছিল। তিনি তৃণমূলের থেকে একটিও বেশি হোর্ডিং চাইছেন না। মেয়রের ঘরের সামনে বসে বিক্ষোভও দেখান বিজেপি প্রার্থী।

West Bengal News Live Updates: বিজেপি করায় বিধানসভা ভোটের পর থেকেই চাষে বাধার অভিযোগ, সরগরম নারায়ণগড়

বিজেপি করায় বিধানসভা ভোটের পর থেকেই চাষ করতে দেওয়া হচ্ছে না। অভিযোগ করলে তৃণমূলের দলীয় কার্যালয়ে সালিশি করতে বলছেন স্থানীয় থানার OC। এমনই চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে সরগরম পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়। অভিযোগকারীদের দাবি, বিষয়টিতে উদাসীন জেলা প্রশাসন। এই অভিযোগ সামনে আসতেই ফের রাষ্ট্রপতি শাসনের দাবিতে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। মিথ্যে অভিযোগ করছে বিজেপি, পাল্টা দাবি করেছে তৃণমূল। নারায়ণগড় থানার ওসির দাবি, বিধানসভা ভোটের পর একটা সমস্যা হয়েছিল। কিন্তু সেটি মিটে গিয়েছে। ফলে সালিশির জন্যে তৃণমূল পার্টি অফিসে বসতে বলার প্রশ্নই ওঠে না।

WB News Live Updates: মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের পথে তৃণমূল, ফিরহাদের নেতৃত্বে মিছিল পুরাতন মালদায়

লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের পথে নামল তৃণমূল। আজ পুরাতন মালদার মহানন্দা ভবন থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত মিছিল করেন রাজ্যের শাসক দলের কর্মী-সমর্থকরা। ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই ইস্যুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ফের পথে নামবে দল, জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী। 

West Bengal News Live Updates: আমতাকাণ্ডে এবার গোপন জবানবন্দি নিতে উলুবেড়িয়া আদালতে আবেদন SIT-এর

আমতাকাণ্ডে এবার গোপন জবানবন্দি নেওয়ার জন্য উলুবেড়িয়া আদালতে আবেদন করল SIT। আগামী ৬ এপ্রিল ছাত্র নেতা আনিস খানের বাবার গোপন জবানবন্দি নেওয়া হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিষয়টি আনিসের পরিবারকে জানিয়েছে SIT। আদালতের নির্দেশ নিয়ে এলে গোপন জবানবন্দি দিতে তিনি রাজি বলে জানিয়েছেন আনিসের বাবা। তবে ফের আদালতের নজরদারিতে CBI তদন্তের দাবি জানিয়েছে পরিবার। ছাত্রনেতা রোহিত ভেমুলার মতো সারা দেশ আনিস খানকেও মনে রাখবে। SIT-র তদন্তে সত্যিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। গতকাল আমতায় আনিসের বাড়িতে গিয়ে অভিযোগ করেন CPIML-র সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

WB News Live Updates: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার মূল চক্রী

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার মূল চক্রী। বোকারো থেকে গ্রেফতার তপন কান্দু খুনে মূল অভিযুক্ত। ধৃতের নাম কোলেবার সিংহ। খুনের পরিকল্পনা করে কোলেবার, ধারণা পুলিশের। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

West Bengal News Live Updates: বারাসাতে মতুয়াদের পুণ্যার্থী বোঝাই বাসে হামলার অভিযোগ, গ্রেফতার ৪

বারাসাতে যশোর রোডের উপর মতুয়াদের পুণ্যার্থী বোঝাই বাসে হামলার অভিযোগ। ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার, বনগাঁর ঠাকুরনগরে যাওয়ার পথে মতুয়াদের পুণ্যার্থী বোঝাই বাসে হামলার ঘটনা ঘটে। বাসে ভাঙচুর চালানো হয়। মারধর করা হয় মতুয়া পুণ্যার্থীদের। হামলার ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই প্রতিবাদে আজ হাবড়া স্টেশনে প্রতীকী অবরোধ করে মতুয়ারা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। 

WB News Live Updates: আলিপুর চিড়িয়াখানায় এক মাসের ব্যবধানে জন্ম হল ২টি জিরাফ শাবকের

আলিপুর চিড়িয়াখানায় জিরাফের ভরা সংসার। এক মাসের ব্যবধানে জন্ম হল ২টি জিরাফ শাবকের। চিড়িয়াখানা সূত্রে খবর, ১৫ ফেব্রুয়ারি ও ২০ মার্চ জন্ম হয় ২টি জিরাফ শাবকের। ইতিমধ্যেই জিরাফ শাবক ২টিকে দর্শকদের সামনে এনেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই নিয়ে চিড়িয়াখানায় জিরাফের সংখ্যা বেড়ে হল ১২। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, গত ৪ বছরে দেশের বেশ কয়েকটি চিড়িয়াখানায় আলিপুর থেকে জিরাফ পাঠানোও হয়েছে। ১৯৬৭-তে জার্মানির কোলন চিড়িয়াখানা থেকে প্রথমবার ২টি জিরাফ আনা হয় আলিপুর চিড়িয়াখানায়। 

West Bengal News Live Updates: উত্তর ২৪ পরগনায় দু’জায়গা থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার

উত্তর ২৪ পরগনায় দু’জায়গা থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। গতকাল রাতে হাড়োয়ার কলুপুকুরে নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল করেন উর্দিধারীরা। উদ্ধার হয় ১টি কারবাইন, ১টি রাইফেল, ৪টি রিভলভার, ১টি পাইপ গান ও ১৫ রাউন্ড কার্তুজ। ২ অস্ত্র পাচারকারীকে গ্রেফতারও করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বাইক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকে আগ্নেয়াস্ত্র পাচার করতে আসছিল। পণ্য পরিবহণের নামে চটের ব্যাগে খড়ের মধ্যে আগ্নেয়াস্ত্র পাচার হচ্ছিল বলে দাবি পুলিশের। অন্যদিকে গতকাল রাতে বরানগরে আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। 

WB News Live Updates: চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মীদের বিক্ষোভে উত্তাল সাগর দত্ত মেডিক্যাল

চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে উত্তাল সাগর দত্ত মেডিক্যাল কলেজ। হাসপাতালের বহির্বিভাগে ব্যাহত চিকিৎসা পরিষেবা। ২ বছর আগে এই হাসপাতালে ১১৬ জনকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আজ তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বহির্বিভাগের সামনে বিক্ষোভ শুরু করেন ওই ১১৬ জন অস্থায়ী কর্মী। বিক্ষোভের জেরে বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।

West Bengal News Live Updates: এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত শাসনের তেহাটা, রাতভর বোমাবাজির অভিযোগ

এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার শাসনের তেহাটা গ্রাম। রাতভর বোমাবাজির অভিযোগ। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

WB News Live Updates: নিউটাউনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য

নিউটাউনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য। রাস্তার ধার থেকে উদ্ধার মৃতদেহ। খুন বলে অনুমান পুলিশের। সূত্রের খবর, আজ সকালে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে ইকো পার্ক থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। থানা সূত্রে খবর, মৃতের হাতে দড়ি বাঁধার দাগ রয়েছে। তাঁকে অন্যত্র খুন করে ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান পুলিশের। মৃতের হাত থেকে সোনার আংটি ও ঘড়ি উদ্ধার হয়েছে। আংটি ও ঘড়ির সূত্র ধরে মৃতের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

West Bengal News Live Updates: লেকটাউনের ব্যবসায়ীকে মারধর ও আটকে রাখার অভিযোগ

লেকটাউনের ব্যবসায়ীকে মারধর ও আটকে রাখার অভিযোগ। গ্রেফতার ২ যৌনকর্মী। ব্যবসায়ীর অভিযোগ, গতকাল তাঁকে ফোন করে ডেকে এনে আটকে রাখা হয়। মারধর করে তাঁর থেকে সোনার হার ছিনতাই করা হয় বলেও অভিযোগ। ব্যবসায়ীর দাবি, কোনও মতে সেখান থেকে বেরিয়ে নিজের আইনজীবীর সঙ্গে যোগযোগ করেন তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানান আইনজীবী। এরপরই পুলিশ গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় ২ জনকে।

WB News Live Updates: কোচবিহারের সিতাইতে আক্রান্ত তৃণমূল বিধায়কের ছেলে

কোচবিহারের সিতাইতে আক্রান্ত তৃণমূল বিধায়কের ছেলে। জগদীশ বর্মা বাসুনিয়ার ছেলে কুন্তলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিধায়কের দাবি, গতকাল রাতে তাঁর ছেলে বাইকে বাড়ি ফিরছিলেন। রাস্তায় কয়েকজন দুষ্কৃতীকে তাঁর উপর চড়াও হয়। মারধরের জেরে আহত বিধায়ক পুত্রকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সিতাইয়ের তৃণমূল বিধায়কের অভিযোগ, মারধরের নেপথ্যে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে বিজেপি।

West Bengal News Live Updates: এপ্রিলের শেষে নবান্ন অভিযানের প্রস্তুতি বিজেপির

এপ্রিলের শেষে নবান্ন অভিযানের প্রস্তুতি বিজেপির। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে আন্দোলনের ভাবনা। বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে? পাল্টা তোপ তৃণমূলের। 

WB News Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডে ফের দমকলের OC-কে তলব করল CBI

রামপুরহাট হত্যাকাণ্ডে ফের দমকলের OC-কে তলব করল CBI। এছাড়াও রামপুরহাট থানার ২ পুলিশ কর্মীকেও তলব করা হয়েছে। সূত্রের খবর, ঘটনার রাতে এই দুই পুলিশ কর্মী কোথায় ডিউটি করছিলেন তা জানতে চান কেন্দ্রীয় তদন্ত সংস্থার গোয়েন্দারা। এর আগে কম্পালসারি ওয়েটিংয়ে থাকা রামপুরহাটের তৎকালীন SDPO সায়ন আহমেদ ও সাসপেন্ড হওয়া রামপুরহাট থানার তৎকালীন আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করেছে CBI।

West Bengal News Live Updates: SSC-র প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ CBI-এর

গ্রুপ ডি মামলায় SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে জিজ্ঞাসাবাদ করল CBI। গতকাল সন্ধ্যায় শান্তিপ্রসাদ সিন্হাকে নিজাম প্যালেসে ডেকে পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কিন্তু সন্ধ্যায় CBI-র দফতরে হাজিরা দেননি তিনি। কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমা শেষের ৪৫ মিনিট আগে নাটকীয়ভাবে রাত ১১টার পর নিজাম প্যালেসে পৌছে যান শান্তিপ্রসাদ সিন্হা। এর পরই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন CBI-র আধিকারিকরা। ৩ ঘণ্টার বেশি সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ। নিজাম প্যালেস থেকে বেরিয়ে, CBI-র সব প্রশ্নের উত্তর দিয়েছি বলে জানান শান্তিপ্রসাদ। জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে এল তা আজ কলকাতা হাইকোর্টকে জানাবে CBI। গতকালই SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে রাত ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

WB News Live Updates: সল্টলেকের এফ ডি ব্লকে স্পায়ের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ

সল্টলেকের এফ ডি ব্লকে স্পায়ের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। বিষয়টি নিয়ে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন ওই স্পা-তে কর্মরত এক তরুণী। গত মাসেই এই স্পা-তে কাজে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, কাজে যোগ দেওয়ার পরই তাঁকে মধুচক্রে যুক্ত হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এমনকি তাঁকে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ। প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি ওই তরুণীর। চক্রের নেপথ্যে কারা, খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live Updates: রামপুরহাটকাণ্ডে নিহত ৭ জনের দেহের ডিএনএ পরীক্ষা করাবে সিবিআই, খবর সূত্রের

রামপুরহাটকাণ্ডে নিহত ৭ জনের দেহের ডিএনএ পরীক্ষা করাবে সিবিআই, খবর সূত্রের। বগটুইয়ে সোনা শেখের বাড়ি থেকে উদ্ধার হয় এই ৭ জনের দেহ। ৭ জনের দেহ শনাক্তকরণ হয়নি বলে অভিযোগ, খবর সূত্রের। তাই ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত সিবিআই-এর, খবর সিবিআই সূত্রে। ময়নাতদন্তের সময়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সেই নমুনা মিলিয়ে দেখা হবে, খবর সূত্রের। তারপর নমুনা পাঠানো হবে দিল্লির ফরেন্সিক ল্যাবে, খবর সূত্রের।
আজও দমকলের ওসি ও রামপুরহাট থানার পুলিশকর্মীদের তলব করেছে সিবিআই।

WB News Live Updates: দালাল ছাড়া ভূমি রাজস্ব দফতরে কাজ করতে পারেন না সাধারণ মানুষ, সরব উদয়ন

দালাল ছাড়া ভূমি রাজস্ব দফতরে কাজ করতে পারেন না সাধারণ মানুষ। দিনহাটা ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিক। তৃণমূল বিধায়কের মন্তব্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।

West Bengal News Live Updates: ত্রিপুরার একমাত্র তৃণমূল কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে

ত্রিপুরার একমাত্র তৃণমূল কাউন্সিলর সুমন পাল যোগ দিলেন বিজেপিতে। ট্যুইট করে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। প্রথমবার পুরভোটে লড়ে ত্রিপুরার ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে আমবাসায় ১টি আসন দখল করেছিল তৃণমূল। ট্যুইটারে বিপ্লব দেবের দাবি, বিজেপির উন্নয়নমূলক কাজকর্ম দেখেই দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দলত্যাগী কাউন্সিলরের মোবাইল ফোন সুইচড অফ ছিল। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।

WB News Live Updates: বগটুই মোড়ে কাদের জমায়েত? সিবিআই নজরে সিসি ফুটেজ

ভাদু-খুনের বদলা নিতেই কী হত্যাকাণ্ড? হাসপাতালের ভিড়ই গ্রামে ফিরে তাণ্ডব চালায়? বগটুই মোড়ে কাদের জমায়েত? সিবিআই নজরে সিসি ফুটেজ।

West Bengal News Live Updates: হাইকোর্টের ডেডলাইনের ঠিক আগেই সিবিআইয়ের কাছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা

হাইকোর্টের ডেডলাইনের ঠিক আগেই সিবিআইয়ের কাছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা। নিয়োগে দুর্নীতির মামলায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। আজ শুনানি। 

WB News Live Updates: চৈত্রেই তীব্র গরমের অশনি সঙ্কেত

চৈত্রেই তীব্র গরমের অশনি সঙ্কেত। আগামী ৫ দিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আশঙ্কা বাড়িয়ে আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

প্রেক্ষাপট

কলকাতা : সদলবদলে তৃণমূলে যোগ দিলেন আসানসোলের (Asansol) কংগ্রেস কাউন্সিলর জাকির হোসেন। মলয় ঘটকের উপস্থিতিতে তৃণমূলে (TMC) যোগ দেন কংগ্রেস কাউন্সিলর (Congress Councillor)। এছাড়া তৃণমূলে যোগ দেনন নির্দল কাউন্সিলর টুম্পা চৌধুরী। ১০৫ নম্বর ওয়ার্ডের পরাজিত নির্দল প্রার্থীর স্বামীও তৃণমূলে। যোগদানের কথা জানেন না খোদ তৃণমূলের জেলা সভাপতি। যার জন্য বৌমা হারল, তাকেই দলে নেওয়ায় ক্ষুব্ধ কুলটি ব্লক সভাপতি। যেখানে আমরা দুর্বল, সেখানে মেরামত করতে হবে, দাবি নেতৃত্বের। উন্নয়নে সামিল হতেই তৃণমূলে, দাবি দলত্যাগীদের। জানতাম যাবে, তাই প্রচারেও নামিনি, দাবি কংগ্রেসের।


অন্যদিকে, আসানসোল উপ নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থীর পাল্টা জবাব, এর আগেও মহিলাদের নিয়ে অসম্মানজনক কথা বলেছেন তৃণমূল সাংসদ।


আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়ে চিঠি তৃণমূল কংগ্রেসের। অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে কমিশনে চিঠি। ১৯ মার্চ এবং ২৯ মার্চ অগ্নিমিত্রার বক্তব্য উল্লেখ করে চিঠি তৃণমূলের। 


এদিকে আজ বিকেলে ঠাকুরনগরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিকেল সাড়ে চারটেয় মতুয়া ধর্মমেলায় যোগ দিতে যাচ্ছেন রাজ্যপাল। মতুয়াদের তরফে আমন্ত্রণ জানানো হয় রাজ্যপালকে। সেই আমন্ত্রণ রক্ষা করতেই কাল মতুয়া মেলায় যাচ্ছেন রাজ্যপাল, খবর ঠাকুরবাড়ি সূত্রে। 


উল্লেখ্য, সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের তরফে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই আজ বিকেলে মতুয়া ধর্ম মহামেলায় যোগ দিতে আসবেন রাজ্যপাল। প্রশাসন সূত্রে খবর, মতুয়া ঠাকুরবাড়ির মন্দির পরিদর্শনের পর, শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। রাজ্যপালের ঠাকুরবাড়িতে আসাকে স্বাগত জানিয়েছেন, প্রাক্তন তৃণমূল সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.