West Bengal News Live: কলকাতায় ৩৭ ডিগ্রি পেরোল তাপমাত্রা, আরও বাড়বে গরম
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
মহুয়ার বিরুদ্ধে এবার ইডির আরও মামলা । কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ইডির নতুন মামলা । বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে মামলা । ফেমার পরে এবার পিএমএলএ-র ধারায় মামলা। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্নের অভিযোগে ইডির তদন্ত
'সন্ত্রাস বন্ধ না করলে তিহাড়ে যেতে হতে পারে তৃণমূল বিধায়ককে', নন্দকুমারের তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'তৃণমূল বিধায়ক সন্ত্রাস বন্ধ না করলে তিহাড়ে চলে যেতে পারেন', হুঁশিয়ারি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'নন্দকুমারের মাটি চেনেন না, বোঝেন না, তাই বলেছেন', সততার দাবি করে পাল্টা অভিজিৎকে কটাক্ষ নন্দকুমারের বিধায়কের ।
হাওড়া লিলুয়ার মিরপাড়া এলাকায় একটি রবার ও প্লাস্টিক দ্রব্য নির্মানের কারখানায় আজ সন্ধ্যা ছটা নাগাদ আগুন লাগে । কারখানায় প্লাস্টিক সহ অন্যান্য দাহ্য পদার্থ মজুৎ থাকায় মুহূর্তে আগুন বিধ্বংসী আকার নেয়। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারনে আগুন লাগলো সেটা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। কারখানার মালিক বর্তমানে রাজ্যের বাইরে। জানা গেছে ছটা নাগাদ যখন ইভিনিং শিফটে কাজ চলছিল তখনই আগুন লাগে । আগুন দেখে কারখানায় কর্মরত প্রায় 16-17 শ্রমিক বাইরে বেরিয়ে আসায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিধ্বংসী আগুনের প্রায় কুড়ি লাখ টাকার উপরে সম্পত্তির নষ্ট হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর
তৃণমূল প্রার্থীকে সম্বর্ধনা দেওয়া নিয়ে তুলকালাম। দুর্গাপুরে কীর্তি আজাদের সামনেই হাতাহাতিতে জড়ালেন দুই INTTUC নেতা। নেতাদের কীর্তিতে অস্বস্তিতে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী। যা নিয়ে প্রতিপক্ষকে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী হওয়ায় অভিমানী দিলীপ? 'তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি। পশ্চিমবাংলায় আর কে লড়াই করেছে?এরা কেউ বিজেপি ছিল না, দিলীপ ঘোষকে দেখে বিজেপিতে এসেছেন', ভোটের প্রচারে নেমে হুঙ্কার দিলীপ ঘোষের।
গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে মৃত বেড়ে ১৩। এসএসকেএমে আরও এক আহতের মৃত্যু। বহুতল ভেঙে আহত, আজ মইনুল হকের মৃত্যু
পঞ্চায়েত ভোট লুঠ, একটাও বুথে দেওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনীকে। 'এসব করে কিছু হবে না, এবারের ভোট কীভাবে করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে', ভোটের পরে ৩ মাস কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রাখার দাবি শুভেন্দু অধিকারীর
আগামী তিনদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী তিনদিন বৃষ্টি হবে উত্তরবঙ্গে
ভেড়ির আড়ালে ১১ বছরে অ্যাকাউন্টে ১৩৭ কোটি! শেখ শাহজাহানের বিরুদ্ধে কোর্টে বিস্ফোরক দাবি ইডির। ভুয়ো নথি তৈরি করে কালো টাকা পাচারের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। '১১ বছরে ২টি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে ১৩৭ কোটি জমা', শেখ সাবিনা ফিশারির মাধ্যমে বেআইনি কারবার, ব্য়াঙ্কশাল কোর্টে বিশেষ আদালতে দাবি ইডির।
কুলটিতে ইসিএলের খনিতে দুর্ঘটনা, ২জনের মৃত্যু। যন্ত্রাংশ মেরামতির সময় দুর্ঘটনা, বেসরকারি সংস্থার ২ কর্মীর মৃত্যু। ছিটকে ২ হাজার ২০০ ফুট নীচে পড়ে আরও একজন নিখোঁজ
'সিপিএমের থেকেও খারাপ অবস্থা হবে তৃণমূলের। সন্দেশখালি থেকে শিক্ষা না নিলে অবস্থা খারাপ হবে তৃণমূলের', ক্যানিংয়ের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর।
'ঝড়, জল, বন্যা, এখানে মেরে খাওয়ার সংস্কৃতি। তৃণমূল কংগ্রেস করা মানেই চুরি করা। মোদি যেমন বলেছেন চাঁদা দাও, কাজ করো। এখানে দিদি তাই করে দিয়েছেন, চুরি করো, পার্টি করো', আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর
ঝড়ের ২দিন পরেও ত্রাণের জন্য হাহাকার, তৃণমূলকে আক্রমণ বিজেপির। 'মানুষের সর্বনাশ হলে তৃণমূল ও তৃণমূলের ক্যাডারদের পৌষ মাস। সরকারি টাকা লুঠ করতে নেমে পড়ে তৃণমূলের ক্যাডাররা। আমফান, আয়লার সময়ও মানুষের জন্য দেওয়া টাকা লুঠ করেছিল', দিলীপ ঘোষের পর এবার আক্রমণে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়
পশ্চিমবঙ্গ সমেত ৬টি রাজ্যে স্পেশাল অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। সাধারণ বিশেষ অবজার্ভার এবং পুলিশ স্পোল অবজার্ভার নিয়োগ করল কমিশন। পশ্চিমবঙ্গের জন্য প্রাক্তন আইএএস আলোক সিন্হা হলেন জেনারেল অবজার্ভার । রাজ্যের জন্য পুলিশ স্পেশাল অবজার্ভার হলেন অনিল কুমার শর্মা। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্র, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের জন্য অবজার্ভার নিয়োগ
'ভেড়ি দখল ছাড়াও মাদক-মানব পাচারকারী শেখ শাহজাহান', সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ডের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি। 'যার নামে ২০০ কোটি টাকা মাদক আনা হচ্ছে, তিনি কোথায়? মাছ ব্যবসার আড়ালে কি মাদক ব্যবসায় শাহজাহানের টাকা?' আফগানিস্তান থেকে মাদক এনে পাচারের অভিযোগ বিজেপি
ওয়াটগঞ্জে মহিলার কাটা মাথা-হাত উদ্ধার। প্লাস্টিকের প্যাকেট বন্দি মহিলার কাটা মাথা-হাত উদ্ধার। ঘটনাস্থলে ওয়াটগঞ্জ ও দক্ষিণ বন্দর থানার পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে লালবাজারের হোমিসাইড শাখা। মহিলাকে বাইরে কোথাও খুন করে ওয়াটগঞ্জে ফেলা হয় দেহ, অনুমান পুলিশের।
লাভলি মৈত্রের স্বামী ডিসি সাউথ-ওয়েস্টকে সরিয়ে দিল কমিশন। ভোটের আগে ডিসি সাউথ-ওয়েস্ট সৌম্য রায়কে সরাল কমিশন। স্ত্রী ভোটে দাঁড়ানোয় ২০২১-র বিধানসভা ভোটের সময় সরিয়েছিল কমিশন। এবারও ভোটের ১৭দিন আগে সরানো হল পুলিশ কর্তা সৌম্য রায়কে । সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র । বিধানসভা ভোটের পর লোকসভা ভোটের মুখেও সৌম্য রায়কে সরাল কমিশন
লাভলি মৈত্রের স্বামী ডিসি সাউথ-ওয়েস্টকে সরিয়ে দিল কমিশন। ভোটের আগে ডিসি সাউথ-ওয়েস্ট সৌম্য রায়কে সরাল কমিশন। স্ত্রী ভোটে দাঁড়ানোয় ২০২১-র বিধানসভা ভোটের সময় সরিয়েছিল কমিশন। এবারও ভোটের ১৭দিন আগে সরানো হল পুলিশ কর্তা সৌম্য রায়কে । সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র । বিধানসভা ভোটের পর লোকসভা ভোটের মুখেও সৌম্য রায়কে সরাল কমিশন
মাঝ-চৈত্রেই চল্লিশ পার করল বঙ্গের তাপমাত্রা, কলকাতাতেও ৩৭ ডিগ্রি ছুঁল পারদ, বইবে লু।
বিধ্বংসী টর্নেডোর পর ২ দিন কাটতে চললেও, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এখনও পরিস্থিতি দুর্বিসহ।
কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এরপর কোচবিহারে কর্মিসভা করার কথা অভিষেকের
কর্মিসভায় খতিয়ে দেখা হবে লোকসভা ভোটের প্রস্তুতি
বউবাজারে পুরনো বাড়ি ভাঙার সময় ভেঙে পড়ল পাশের বাড়ির দেওয়াল। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আশপাশের কয়েকটি বাড়িতে বড় বড় ফাটল ধরেছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তাঁদের আপত্তি গ্রাহ্য না করেই বউবাজারের রামকানাই অধিকারী লেনে পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। আজ সকালে কাজ চলাকালীন পাশের বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, প্রোমোটার নিয়ম মেনে কাজ না করায় এই বিপত্তি। পুলিশকে জানিয়েও কাজ হয়নি। কাউন্সিলর কিছুই করেন না বলে স্থানীয়দের অভিযোগ। বাড়ি ভেঙে পড়ার পর এলাকায় যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তাঁর সামনে অভিযোগ করেন স্থানীয়রা।
গরম পড়তেই হাওড়া শহরে জলসঙ্কট, প্রতিবাদে মন্ত্রী অরূপ রায়ের বাড়ির কাছে পথ অবরোধ। হাতে খালি বালতি নিয়ে মিনিটপনেরো ধরে চলল অবরোধ।
ঝড় নিয়ে দিলীপের মন্তব্যে ঝড় কাটতে না কাটতেই ফের বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থীর। ঝড় কি বিজেপি তৈরি করে নাকি? তবে ঝড়-বন্যা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ চায় তৃণমূল, যাতে কেন্দ্রের পাঠানো আর্থিক সাহায্য পকেটে পুরতে পারে, ফের বেলাগাম দিলীপ ঘোষ।
মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ফুড এসআই পদের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। পরীক্ষায় বেনিয়মের অভিযোগে বিক্ষোভ।
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি। সময় যত গড়াচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে বঞ্চনার অভিযোগের তালিকা। প্রায় ২ দিন হতে চলেছে, এখনও বহু জায়গায় পৌঁছয়নি ত্রাণ। পানীয় জল নেই, খাবার অমিল, বিদ্যুৎহীন এলাকা। ক্ষোভ উগরে দিচ্ছেন ময়নাগুড়ির বার্নিশের বাসিন্দারা। অভিযোগ, পরিবার চারজনের অথচ পেয়েছেন ৫০০ মিলিলিটারের দুটো জলের বোতল। বাড়ির নলকূপ গাছের তলায় চাপা পড়েছে। প্রশাসনের তরফে গাছ কাটার জন্য কেউ আসেনি। বার্নিশের বাসিন্দাদের একাংশের অভিযোগ, বড় রাস্তার ধারে যাদের বাড়ি ভেঙেছে, সমস্ত ত্রাণ তারাই পাচ্ছে। গ্রামের ভিতর ত্রাণ পৌঁছচ্ছে না বলে তাঁদের অভিযোগ।
পশ্চিমবঙ্গ সমেত ৬টি রাজ্যে স্পেশাল অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। সাধারণ বিশেষ অবজার্ভার এবং পুলিশ স্পোল অবজার্ভার নিয়োগ করল কমিশন। পশ্চিমবঙ্গের জন্য প্রাক্তন আইএএস আলোক সিন্হা হলেন জেনারেল অবজার্ভার। রাজ্যের জন্য পুলিশ স্পেশাল অবজার্ভার হলেন অনিল কুমার শর্মা। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্র, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের জন্য অবজার্ভার নিয়োগ।
বউবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ । রামকানাই অধিকারী লেনে একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। আজ সকালে কাজ চলাকালীন পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে।
বীরভূমে কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। দলের প্রথম সারির ৭ নেতাকে সাসপেন্ড করল বীরভূম জেলা কংগ্রেস। দলীয় প্রার্থী মিল্টন রশিদের প্রচারে যেতে রাজি না হওয়ায় সাসপেন্ড। বীরভূম লোকসভা আসনে মিল্টন রশিদকে প্রার্থী করা নিয়ে আপত্তি জানিয়েছিলেন এই বিক্ষুব্ধ নেতারা। চিঠি পেলে ভাবনা-চিন্তা করব, সাসপেনশন প্রসঙ্গে প্রতিক্রিয়া কংগ্রেসের এক নেতার।
মঙ্গলবার সকাল সকাল প্রচার শুরু করল সিপিএম। এবারের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল পদযাত্রা করলেন। পারবীরহাটা থেকে শুর হয় পদযাত্রা। বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলেন বাম প্রার্থী। বর্ধমান শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচার সারবেন তিনি।
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র গাড়ি আটকে, বিজেপি নেতা কর্মীদের মারধরের অভিযোগ। মারধরের অভিযোগ উঠল বাঁকুড়ার পাত্রসায়রে।
'তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি পশ্চিমবাংলায় আর কে লড়াই করেছে?' প্রচারে ঝাঁঝালো সুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গলায়
এবার সিপিএম প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। পাশপাশি, গত বিধানসভা নির্বাচনে সুজন চক্রবর্তীর হারের প্রসঙ্গ তুলে লোকসভা ভোটে লড়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। এনিয়ে সৌগত রায়কে পাল্টা জবাব দিয়েছেন দমদমের সিপিএম প্রার্থী।
কাশীপুরের মারবাগান শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপর হুডখোলা গাড়িতে চড়ে এলাকায় ঘুরবেন তিনি।
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র গাড়ি আটকে, বিজেপি নেতা কর্মীদের মারধরের
অভিযোগ
মারধরের অভইযোগ উঠল বাঁকুড়ার পাত্রসায়রে
গতকাল ভোটের প্রচারে বেলুট গ্রাম পঞ্চায়েত এলাকায় যান সৌমিত্র ও সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি
অভিযোগ, তাঁদের গাড়ি আটকে বাধা দেয় তৃণমূল কর্মীরা
তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ
সেখানে দাঁড়িয়ে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
'এটা সেটিং, দুষ্কৃতীদের উসকে, নিজের দলের লোকেদের মার খাইয়ে ফুটেজ নিতে চাইছেন'
গোটা ঘটনা নিয়ে কটাক্ষ সৌমিত্রর প্রাক্তন স্ত্রী ও তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের
মাঝ-চৈত্রেই চল্লিশ পার করল বঙ্গের তাপমাত্রা। কলকাতাতেও ৩৭ ডিগ্রি ছুঁল পারদ। বইবে লু। কাল থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, এই পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম বাড়বে। দিনের বেলায় স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি ওপরে থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা। ৪০-৪২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের পাশাপাশি থাকবে অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টি চলবে।
উত্তর ২৪ পরগনার সুটিয়ায় ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ। সই জাল করার অভিযোগে গ্রেফতার করা হল পঞ্চায়েতের দুই সুপারভাইজারকে। এরপরই, সোমবার বিডিওর কাছে আরেক অভিযুক্ত সুপারভাইজার ডলি মণ্ডলের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হল। যদিও, এ নিয়ে ডলি মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যাননি।
গভীর রাতে একবালপুরে বহুতলে আগুন লাগল। গতকাল রাত দেড়টা আইডিয়াল টাওয়ারের ওপরের একটি তলা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন।দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
ভোটের মুখে বাড়তি লক্ষ্মী লাভ রাজ্যের মহিলাদের। পয়লা এপ্রিল থেকে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ভাতা বৃদ্ধি হতেই সবুজ আবির উড়ল প্রতিবাদের সন্দেশখালিতে। তৃণমূলের পাশে থাকার বার্তা দিয়ে নাচে গানে মাতলেন সন্দেশখালির মহিলাদের একাংশ।
ভোটের জন্য় রাজ্য়ের সরকারি স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি। সোমবার বিজ্ঞপ্তি জারি করে ছুটির দিন ঘোষণা করল মধ্য়শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ, একের পর এক মৃত্যু। চারিদিকে শুধুই হাহাকার।
৭৫ কিমি বেগে ৪ মিনিটের মিনি টর্নেডোয় লন্ডভন্ড জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ৫জনের মৃত্যু, আহত দেড়শোরও বেশি।
প্রেক্ষাপট
কলকাতায় ৩৭ ডিগ্রি পেরোল তাপমাত্রা, আরও বাড়বে গরম। আগামী তিনদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের ৫ জেলাতে ৩ দিন তাপপ্রবাহের সতর্কতা। ৬ এপ্রিল বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী তিনদিন বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -