মহারাষ্ট্র: মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বৃদ্ধ। ৬৫ বছর বয়সী পাণ্ডুরঙ্গ উলপের মৃত্যু হয়েছিল হৃদরোগে। ডাক্তার জবাব দিয়েছিলেন আগেই। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। একেই বোধহয় পুনর্জন্ম বলে। অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে প্রাণ ফিরল তাঁর। অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ নিয়ে যাওয়ার সময় রাস্তার স্পিডব্রেকারের ঝাঁকুনিতেই তাঁর প্রাণ ফিরে আসে। বাড়ির লোক লক্ষ্য করেন তাঁর আঙুল নড়ছে। আশ্চর্য ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে।


১৬ ডিসেম্বর মহারাষ্ট্রের কোলাপুর জেলার পশ্চিমাংশ কাসাবা-বাওয়ারা অঞ্চলের বাসিন্দা পাণ্ডুরঙ্গ উলপে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁকে সঙ্গে সঙ্গেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপরে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ নিয়ে বাড়ির পথে যাত্রা শুরু হয়। আর এই পথে যেতে যেতেই ঘটে যায় সেই চমকপ্রদ ঘটনা।


পাণ্ডুরঙ্গের মৃত্যুর খবর শুনে তাঁর বাড়ির লোক, প্রতিবেশি, আত্মীয়-স্বজনরা সকলে বাড়িতে এসে জড়ো হয়েছিলেন তাঁকে শেষবারের মত দেখবেন বলে। তাঁর শেষকৃত্যের আয়োজন করা চলছিল। পাণ্ডুরঙ্গ উলপের স্ত্রী সংবাদমাধ্যমে জানান, 'আমরা যখন তাঁর মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসছিলাম, একটি স্পিডব্রেকারে ঝাঁকুনি লাগে অ্যাম্বুলেন্সে। আর তখনই আমরা সকলে লক্ষ্য করি তাঁর আঙুল নড়ছে'।


সঙ্গে সঙ্গে অন্য হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়, সেখানে টানা পনেরো দিন ভর্তি ছিলেন তিনি। এই সময়ের মধ্যেই তাঁর একটি অ্যাঞ্জিওপ্লাস্টি সার্জারিও হয়। এমনটাই জানিয়েছেন তাঁর পরিবারের এক সদস্য। সোমবার হাসপাতাল থেকে নিজে পায়ে হেঁটে বাড়ি ফেরেন এই ৬৫ বছরের বৃদ্ধ। অ্যাম্বুলেন্স স্পিডব্রেকারে ঝাঁকুনি খাওয়ার ১৫ দিন পরে প্রাণ ফিরে পেলেন বৃদ্ধ। শ্মশানঘাটে যাওয়ার বদলে আবার নতুন জীবন ফিরে পেলেন তিনি।


সেই বৃদ্ধ পাণ্ডুরঙ্গ উলপে নিজে সংবাদমাধ্যমকে জানান ১৬ ডিসেম্বর আদপে তাঁর সঙ্গে কী হয়েছিল। তিনি জানান, 'আমি বাইরে থেকে কিছুটা হেঁটে বাড়ি ফিরেছিলাম এবং বসে এক কাপ চা খাচ্ছিলাম। একটু ঝিমুনি লাগছিল আমার, শ্বাস ভাল নিতে পারছিলাম না। বাথরুমে গিয়ে বমি করে ফেলেছিলাম আমি। এরপরে আর কিছু মনে নেই আমার, এমনকী কে আমাকে হাসপাতালে নিয়ে গেল তাও মনে নেই'। যদিও যে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছিল, সেই হাসপাতালের কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু মন্তব্য করেনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Viral Video: যাত্রী যখন চালক ! ঘুমে ঢুলছেন ক্যাব ড্রাইভার, নিজেই গাড়ি চালিয়ে বাড়ি গেলেন যুবক