West Bengal News Live কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে পিছু হঠল রাজ্য সরকার

চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Jun 2022 11:19 PM
West Bengal News Live: দমদমে আক্রান্ত তৃণমূলের এক বুথ কর্মী, অভিযুক্ত আর এক তৃণমূল নেতা

দমদমে আক্রান্ত তৃণমূলের এক বুথ কর্মী। মারধরের অভিযোগ আরেক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। টাউন তৃণমূল সভাপতির দাবি, দল থেকে বহিষ্কৃত নেতার নির্দেশে হামলা চলেছে। যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই নেতা সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন। এদিকে এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

WB News Live : সেতুর জন্য জমির উপযুক্ত দাম চেয়ে পোস্টার

বর্ধমান সফরে গিয়ে ফের কালনা-শান্তিপুর সেতু তৈরির কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই সেতুর জন্য জমির উপযুক্ত দাম চেয়ে পোস্টার পড়েছে কালনার হাঁসপুকুর এলাকায়। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

West Bengal News Live: মারের চোটে ভাঙল পা, কাঠগড়ায় দোকান মালিক

দোকানের কর্মচারীকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে। টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে হামলা, নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দোকান মালিক।

WB News Live : সহকর্মীর গুলিতেই মৃত্যু, দাবি পরিবারের

‘পাঠানকোট রেজিমেন্টে হঠাৎ গুলি চালায় সহকর্মী’, দাবি পরিবারের। বাড়ির লোকের দাবি, ‘তিনজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়, দুজনের মৃত্যু হয়’। এমনটাই অভিযোগ মৃত আরামবাগের জওয়ানের পরিবারের।

West Bengal News Live: পাঞ্জাবের পাঠানকোটে আরামবাগের জওয়ানের মৃত্যু

পাঞ্জাবের পাঠানকোটে আরামবাগের জওয়ানের মৃত্যু। সহকর্মীর গুলিতে মৃত্যু বলে অভিযোগ পরিবারের। ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন আরামবাগের গৌরীশঙ্কর হাটি।

WB News Live : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃণমূল নেতার গাড়িতে ‘হামলা’

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃণমূল নেতার গাড়িতে ‘হামলা’। তৃণমূল নেতা গৌতম ঘোষের গাড়ি লক্ষ্য করে ‘বোমাবাজি’। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা, অভিযোগ তৃণমূল নেতার। গোষ্ঠীদ্বন্দ্ব আর সিন্ডিকেট দ্বন্দ্বেই হামলা, পাল্টা দাবি বিজেপির।

West Bengal News Live: অর্জুন সিংহের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিতর্ক

অর্জুন সিংহের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিতর্ক। বিজেপি ছাড়ার পরও কেন কেন্দ্রীয় নিরাপত্তা? কেন্দ্রের তরফেও কোনও উদ্যোগ নেই কেন? অর্জুন ও বিজেপিকে একযোগে বিঁধল বাম-কংগ্রেস। তৃণমূলের ভয়েই নিরাপত্তা ছাড়ছেন না, পাল্টা জবাব বিজেপির।

WB News Live : ব্য়াঙ্কক থেকে ফেরার পরেই খুন তৃণমূলকর্মী

খড়গপুরে তৃণমূলকর্মীকে গুলি করে খুন, এখনও আততায়ীরা অধরা। স্কুটারে চেপে ৩ দুষ্কৃতীর এলোপাথাড়ি গুলি, তৃণমূলকর্মীর মৃত্যু। কেন তৃণমূলকর্মী খুন, নেপথ্যে কারা? এখনও ধোঁয়াশা। সূত্রের খবর,  ১১ রাউন্ড গুলি চলে,  ৭টি গুলি লাগে নিহত ভেঙ্কটের শরীরে। গতকালই ব্যাঙ্কক থেকে ফিরেছিলেন ভেঙ্কট রাও, তারপরেই খুন! সুদের কারবার ছিল নিহত ভেঙ্কট রাওয়ের, খবর স্থানীয় সূত্রে।

West Bengal News Live: পোর্টালে ত্রুটির আশঙ্কা উপাচার্যদের

পোর্টালে চালু হলে ভর্তি প্রক্রিয়ায় ত্রুটি থাকার আশঙ্কা উপাচার্যদের। কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। তাই এই বছর কেন্দ্রীয় অনলাইন নয়, চলতি বছরে পুরনো পদ্ধতিতেই কলেজে ভর্তি।

WB News Live : এবছর স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নয়

কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে পিছু হঠল রাজ্য সরকার। আপাতত এবছর স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নয়। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।

West Bengal News Live: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, সুকনায় গাছ পড়ে ২জনের মৃত্যু। জলের তলায় শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের একাংশ। গ্যাংটকে ধসে চাপা পড়ে ২ ছেলে-সহ মায়ের মর্মান্তিক মৃত্যু। রাঁচি থেকে সিকিম যাওয়ার সময় তাদংয়ে বাস উল্টে আহত ২২।

WB News Live : হরিদেবপুরে লাইটপোস্টে আলো কলকাতা পুরসভা লাগায়নি, দাবি কলকাতা পুরসভার ডিজি ইলেকট্রিকের

‘হরিদেবপুরে লাইটপোস্টে আলো কলকাতা পুরসভা লাগায়নি। কারা লাগিয়েছে দেখতে হবে, হুকিংয়ের জন্য বিদ্যুৎস্পৃষ্ট।' দাবি কলকাতা পুরসভার ডিজি ইলেকট্রিকের।

West Bengal News Live: কলকাতা শহরের বাতিস্তম্ভের পরিস্থিতি খতিয়ে দেখল পুরসভা

শহরের বিভিন্ন বাতিস্তম্ভের অবস্থা খতিয়ে দেখল কলকাতা পুরসভা। পরিদর্শনে বেরোলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ আলো, ডিজি ইলেকট্রিক। বিবাদী বাগ, পার্ক সার্কাস সহ একাধিক জায়গায় পরিদর্শন। ‘অনেক জায়গায় বাতিস্তম্ভের অবস্থা খারাপ, খোলা আছে বক্স’, জানালেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ আলো সন্দীপ রঞ্জন বক্সী।

WB News Live : দত্তপুকুরে ব্যবসায়ী খুনে গ্রেফতার ১

সোমবার ভরসন্ধেয় উত্তর ২৪ পরগনায় শ্যুটআউট। মারা গিয়েছিলেন এক ব্যবসায়ী। ওই ঘটনায় এফআইআরে নাম থাকা একজনকে গ্রেফতার পুলিশের। জমি বিক্রি নিয়ে বিবাদেই ব্যবসায়ী খুন, অনুমান পুলিশের।

West Bengal News Live: ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার

ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই নজরে মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। সাড়ে ৩টা থেকে ২ ঘণ্টা দুর্গাপুরের ক্যাম্পে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। বিধানসভা ভোটের গণনার দিন কেন ফোন করেছিলেন অনুব্রতকে? সাক্ষ্য নিতে ডেকে পাঠিয়েছিল সিবিআই, দাবি মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার।

WB News Live : গিরিশ পার্কে সোনা লুটে পাকড়াও দোকানের কর্মচারী ও তার ভাই

গিরিশ পার্কের সিংহীবাগানে ব্যবসায়ীর অফিস থেকে ১০ কোটি টাকার সোনা চুরির অভিযোগে গ্রেফতার কর্মচারী ও তার ভাই। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে মাথায় আঘাত নিয়ে গিরিশ পার্ক থানায় আসেন ব্যবসায়ীর কর্মচারী নীতিশ রায়। অভিযোগ করেন, ট্যাক্সি করে এসে দুই দুষ্কৃতী তাকে মারধর করে ব্যবসায়ীর অফিস থেকে সোনা লুঠ করে পালিয়েছে। পুলিশ সূত্রে খবর, টানা জিজ্ঞাসাবাদে ওই কর্মচারীর বয়ানে অসঙ্গতি মেলে। নিজের ভাইয়ের সঙ্গে ছক কষে ব্যবসায়ীর অফিস থেকে সোনা হাতানোর ছক কষেছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে অভিযুক্ত। রাতে উল্টোডাঙা রেল আবাসনের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া সোনা।

West Bengal News Live : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাগডোগরা বিমানবন্দর

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, বিপর্যস্ত বাগডোগরা বিমানবন্দর। বাগডোগরা বিমানবন্দরে নামতেই পারল না ১০টি বিমান। ওই ১০টি বিমানকে আনা হল কলকাতায়। বাগডোগরা থেকে অন্য জায়গায় যাওয়ার একাধিক বিমান বাতিল। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ, জানাল কর্তৃপক্ষ।

WB News Live : রাতভর বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর। সুনীতি রোড, কলাবাগান এলাকায় হাঁটু-সমান জল। এছাড়াও, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমেছে। কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকেছে। সব মিলিয়ে চরম দুর্ভোগে কোচবিহার শহরের বাসিন্দারা। জল জমা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বেহাল নিকাশির জন্যই প্রতিবার বর্ষায় জলে ভাসে কোচবিহার শহর, দাবি বিজেপির। প্রবল বৃষ্টির কারণে জল জমলেও, খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে, প্রতিক্রিয়া তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার।

West Bengal News Live : আসানসোলে মুখ্যমন্ত্রীর সভায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

বর্ধমানের পর আসানসোল, ফের মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা। মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন পোস্টার দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা। 'দিদি কিছু বলতে চাই', পোস্টার দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা। পোস্টার ছিঁড়ে, বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ।

WB News Live : খড়্গপুরে তৃণমূল সমর্থককে গুলি করে খুন

খড়গপুরেও শ্যুটআউট। তৃণমূল সমর্থককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম ভেঙ্কট রাও। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন বছর বিয়াল্লিশের ওই তৃণমূল সমর্থক। অভিযোগ, তখনই স্কুটারে চেপে এসে ৩ দুষ্কৃতী তৃণমূল সমর্থককে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি চালায়। রেলের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

west Bengal News Live : রেল বস্তি উচ্ছেদ করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি মমতার

রেল বস্তি উচ্ছেদ করতে দেওয়া হবে না। সেখাকার বাসিন্দাদের সুরক্ষা দেওয়া তাঁদের কাজ, বললেন মুখ্যমন্ত্রী। পুনর্বাসন না পেলে কেউ যাবেন না, বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB News Live : রেলে ৮০ হাজার পদ তুলে দেওয়া হয়েছে। চাকরি পাবেন কী করে? : মমতা

আসানসোলের কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ' রেলে ৮০ হাজার পদ তুলে দেওয়া হয়েছে। চাকরি পাবেন কী করে? বিজেপি মিথ্যা কথা বলছে। ২০২৪-এর ভোটের আগে ললিপপ দেখাচ্ছে। ৪ বছর ধরে সারা ভারতবর্ষের একবার ২০ হাজার , আরেকবার ৪০ হাজার লোক নেবে। একটা রাজ্যের ভাগে এক হাজার ছেলেমেয়ে সুযোগ পাবে না। সুযোগ পেলেও তার আয়ু ৪ বছর। ' 

WB News Live : বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবায় বিঘ্ন

বাগডোগরা বিমানবন্দরে বিমান পরিষেবায় বিঘ্ন। ৯টি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে কলকাতার দিকে। খারাপ আবহাওয়ার জন্য বিমান পরিষেবায় প্রভাব। 

west Bengal News Live : দমদমে আক্রান্ত তৃণমূলের এক বুথ কর্মী

দমদমে আক্রান্ত তৃণমূলের এক বুথ কর্মী। মারধরের অভিযোগ আরেক তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। টাউন তৃণমূল সভাপতির দাবি, দল থেকে বহিষ্কৃত নেতার নির্দেশে হামলা চলেছে। যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই নেতা সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন। এদিকে এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। 

Bengal News Live : SSC’র গ্রুপ C, গ্রুপ D ও প্রাথমিকে নিয়োগ-দুর্নীতির মামলায় তদন্ত শুরু করল ED

SSC’র গ্রুপ C, গ্রুপ D ও প্রাথমিকে নিয়োগ-দুর্নীতির মামলায় জোড়া FIR করে তদন্ত শুরু করল ED। সূত্রের খবর, বেআইনি টাকার লেনদেনের বিষয়ে তদন্ত করা হচ্ছে। কারা টাকা দিলেন, কাদের দিলেন? এ’বিষয়ে তদন্ত করবেন ED’র তদন্তকারীরা।

WB News Live : শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের কাছে তৃণমূলের ৮ সদস্য

সারদা মামলায় শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে সুর চড়িয়েছে তৃণমূল। এবার রাজ্যপালের কাছে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদল। ব্রাত্য বসুর নেতৃত্বে স্মারকলিপি জমা দেবে তারা। তৃণমূলের প্রতিনিধিদলে রয়েছেন কুণাল ঘোষ, শশী পাঁজা, তাপস রায়, ফিরোজা বিবি, অর্জুন সিং, বিশ্বজিৎ দেব ও সায়নী ঘোষ। 

WB News Live : মধ্য কলকাতার তালতলা মোড়ে বাস দুর্ঘটনা

মধ্য কলকাতার তালতলা মোড়ে বাস দুর্ঘটনা। বাস ও বাইকে ধাক্কা বেপরোয়া বাসের। সকাল সাড়ে ৮টা নাগাদ তালতলা মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, 3C/1 রুটের বাসটি আরেকটি বেসরকারি বাসকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইকেও ধাক্কা মারে বলে অভিযোগ। বাসটিকে আটক করলেও, চালক ও কনডাক্টর পলাতক।  

WB News Live : দত্তপুকুরে জমি ব্যবসায়ীকে খুনের পিছনে কি ৫ বিঘা জমির বিক্রি নিয়ে বিবাদ?

দত্তপুকুরে জমি ব্যবসায়ীকে খুনের পিছনে কি ৫ বিঘা জমির বিক্রি নিয়ে বিবাদ? এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মৃতের পরিবার। তাদের অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তোলা চেয়ে হুমকি দিচ্ছিল। একসপ্তাহ আগে জমি ব্যবসায়ীকে ফোন করে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ব্যবসায়ীর অংশীদারের দাবি, ব্যবসা চালাতে মাসছয়েক আগে দুষ্কৃতীদের সমঝোতা করা হয়

WB News Live Update : শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায়, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায়, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিংয়ের ঘটনা। বিজেপি কর্মী শঙ্কর দাসের অভিযোগ, ২৪ জুন, বারুইপুরে শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায় তাঁকে হুমকি দেন তৃণমূল কর্মীরা। গতকাল বিজেপি কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে।

West Bengal News Live : এসবিআই গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল চোর

দিনে দুপুরেই ঝালদার শহরের এসবিআই গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল চোর । সেই ছবি ধরা পড়লো সিসি ক্যামেরায় । সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ঝালদা এসবিআই ব্যাংকের পাশে এসবিআই সিএসপি গ্রাহক পরিষেবা কেন্দ্রে । প্রায় ৩০ হাজার টাকা ছিল ওই ব্যাগে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, কোটশিলা থানার গড়িয়াটার গ্রামের জয়িতা গোস্বামী মহিলা সমিতির টাকা জমা করার জন্য গ্রাহক পরিষেবা কেন্দ্রে আসেন । টাকার ব্যাগটি পাশের টেবিলে রেখে ব্যাঙ্কের কাজ করছিলেন । সেই সময় ব্যাগটি নিরে চম্পট দেয় ওই দুষ্কৃতি। ঘটনায় অভিযোগ জানানো হয়েছে ঝালদা থানায় পুলিশ তদন্তে নেমেছে।

West Bengal News Live : মুরগির খাবারের দাম বাড়াই ডিমের মূল্যবৃদ্ধির কারণ

একমাসের ব্যবধানে ফের বাড়ল ডিমের দাম। এ মাসের শুরুতে ডিমের দাম ছিল ৬ টাকা। তারপর বেড়ে সাড়ে ৬ টাকা হয়। আজ থেকে ডিমের দাম বেড়ে হল ৭ টাকা। একমাসের ব্যবধানে ১ টাকা বাড়ল ডিমের দাম। মুরগির খাবারের দাম বাড়াই ডিমের মূল্যবৃদ্ধির কারণ, দাবি পাইকারি ব্যবসায়ীদের। 

West Bengal News Update : তৃণমূল সমর্থককে গুলি করে খুনের অভিযোগ খড়গপুরে

তৃণমূল সমর্থককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।মৃতের নাম ভেঙ্কট রাও। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন বছর বিয়াল্লিশের ওই তৃণমূল সমর্থক। অভিযোগ, তখনই স্কুটারে চেপে এসে ৩ দুষ্কৃতী তৃণমূল সমর্থককে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি চালায়।

WB News Live : শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের কাছে তৃণমূল

শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে সুর চড়িয়েছে তৃণমূল। এবার রাজ্যপালের কাছে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদল। ব্রাত্য বসুর নেতৃত্বে স্মারকলিপি জমা দেবে তারা। তৃণমূলের প্রতিনিধিদলে রয়েছেন কুণাল ঘোষ, শশী পাঁজা, তাপস রায়, ফিরোজা বিবি, অর্জুন সিং, বিশ্বজিৎ দেব ও সায়নী ঘোষ।

West Bengal News Live : SSC মামলায় CBI-র পর এবার এফআইআর দায়ের ED-র

এসএসসি মামলায় সিবিআই-এর পর এবার এফআইআর দায়ের ইডি-র । এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি তদন্তে জোড়া এফআইআর। ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজ ২ জনকে তলব । নিয়োগ-দুর্নীতিতে টাকা পয়সা লেনদেনের অভিযোগের তদন্তে ইডি। 

WB News Live Update : দত্তপুকুরের খেজুরতলায় জমি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ

ভরসন্ধেয় দত্তপুকুরের খেজুরতলায় জমি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ। নিহত মন্মথ মণ্ডলকে দলের নেতা বলে দাবি করেছে বিজেপি। যদিও ব্যবসায়িক শত্রুতাকেই খুনের কারণ বলে মনে করছে মৃতের পরিবার। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় মোবাইলে ফোন আসায় বেরিয়ে যান বছর ষাটের জমি ব্যবসায়ী। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে কিছুটা দূরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

Bengal News Live : তালতলা মোড়ে বাস দুর্ঘটনা, বাস ও বাইকে ধাক্কা বেপরোয়া বাসের

মধ্য কলকাতার তালতলা মোড়ে বাস দুর্ঘটনা। বাস ও বাইকে ধাক্কা বেপরোয়া বাসের। সকাল সাড়ে ৮টা নাগাদ তালতলা মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, 3C/1 রুটের বাসটি আরেকটি বেসরকারি বাসকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইকেও ধাক্কা মারে বলে অভিযোগ। বাসটিকে আটক করলেও, চালক ও কনডাক্টর পলাতক।  

West Bengal News Live : একমাসের ব্যবধানে ফের বাড়ল ডিমের দাম

একমাসের ব্যবধানে ফের বাড়ল ডিমের দাম। এ মাসের শুরুতে ডিমের দাম ছিল ৬ টাকা। তারপর বেড়ে সাড়ে ৬ টাকা হয়। আজ থেকে ডিমের দাম বেড়ে হল ৭ টাকা। একমাসের ব্যবধানে ১ টাকা বাড়ল ডিমের দাম।

West Bengal News Live : ICDS’এর কর্মীদের জন্য ট্যাব দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বর্ধমানের প্রশাসনিক জনসভা থেকে ICDS’এর কর্মীদের জন্য ট্যাব দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ষাটোর্ধ্ব বিধবারা যেমন ভাতা পান, তেমনি বাকি ষটোর্ধ্ব মহিলাদের জন্যও বয়স্কা ভাতা দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live : রাতভর বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর। সুনীতি রোড, কলাবাগান এলাকায় হাঁটু-সমান জল। এছাড়াও, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমেছে। কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকেছে। সব মিলিয়ে চরম দুর্ভোগে কোচবিহার শহরের বাসিন্দারা। জল জমা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বেহাল নিকাশির জন্যই প্রতিবার বর্ষায় জলে ভাসে কোচবিহার শহর, দাবি বিজেপির। 

West Bengal News Live : আরও কত মৃত্যুর পর হুঁশ ফিরবে প্রশাসনের? জোরাল হচ্ছে প্রশ্ন

ধর্মতলা থেকে দমদম। হাওড়া থেকে উত্তর ২৪ পরগনা। বর্ষার জমা জলে, পড়ে থাকা খোলা তারে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে বহু মানুষের। এবার হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বারো বছরের এক বালকের। এরকম আরও কত মৃত্যুর পর হুঁশ ফিরবে প্রশাসনের? কবে নেওয়া হবে ব্যবস্থা? সেই প্রশ্নই জোরাল হচ্ছে বিভিন্ন মহলে।

West Bengal News Live : খড়গপুরেও শ্যুটআউট, তৃণমূল সমর্থককে 'গুলি করে খুন

দত্তপুকুরের পাশাপাশি, খড়গপুরেও শ্যুটআউট। তৃণমূল সমর্থককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।মৃতের নাম ভেঙ্কট রাও। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন বছর বিয়াল্লিশের ওই তৃণমূল সমর্থক। অভিযোগ, তখনই স্কুটারে চেপে এসে ৩ দুষ্কৃতী তৃণমূল সমর্থককে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি চালায়। বুকে, পিঠে, পায়ে গুলি লাগে। রেলের হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল সমর্থককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।

West Bengal News Live : প্রকল্পের নাম ‘বাংলা আবাস যোজনা’ই থাকবে, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নাম না করে শুভেন্দু অধিকারীকে জবাব। গতকাল বর্ধমানে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, প্রকল্পের নাম ‘বাংলা আবাস যোজনা’ই থাকবে। তিনি বলেন, ‘যে কোনও রাজ্যের নিজের নামে বাড়ি থাকবে। গুজরাত, উত্তরপ্রদেশে নিজেদের নামে বাড়ি থাকলে, বাংলার ক্ষেত্রে কেন আপত্তি তোলা হচ্ছে?

West Bengal News Live : কিষাণ মান্ডি থেকে কৃষকদের ফেরালে FIR, নির্দেশ মুখ্যমন্ত্রীর

বর্ধমানের সভা থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফসল না কিনে, কিষাণ মান্ডি থেকে কৃষকদের ফেরালে FIR করতে বললেন মুখ্যমন্ত্রী। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। 

West Bengal News Live : কলকাতার একাধিক জায়গায় খোলা বিদ্যুতের তার

হরিদেবপুরের ঘটনার পরও ফেরেনি হুঁশ। কলকাতার একাধিক জায়গায় খোলা বিদ্যুতের তার। যা থেকে যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। রানি রাসমণি অ্যাভিনিউ থেকে ই এম বাইপাস, খোলা তারের বিপদ সর্বত্র।

West Bengal News Live : মুকুল রায় বিজেপিতে থাকাকালীন তাঁকে ডাকেনি কেন্দ্রীয় এজেন্সি : কুণাল

শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সোমবার পথে নেমেছে তৃণমূল। এদিন কর্মসূচি থেকে কুণাল ঘোষ বলেন, মুকুল রায় বিজেপিতে থাকাকালীন তাঁকে ডাকেনি কেন্দ্রীয় এজেন্সি। যদিও, বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, মুকুল রায় বিজেপিতে থাকাকালীন তো, তৃণমূল শুভেন্দুর সঙ্গে তাঁরও গ্রেফতারির দাবি করত। এখন তাঁদের সুর বদল কেন?

West Bengal News Update : শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তুলে আন্দোলনে নামল তৃণমূল

শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তুলে আন্দোলনে নামল তৃণমূল। গতকাল সল্টলেকে সিজিও কমপ্লেক্সের বাইরে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। একই দাবিতে, কাঁথি ও হলদিয়াতেও মিছিল করে তৃণমূল। যা নিয়ে পাল্টা, জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী।

চব্বিশেই এই সরকারকে বিসর্জন দিয়ে দেব : হুঙ্কার শুভেন্দুর

দু’হাজার ছাব্বিশ পর্যন্ত যেতে হবে না, চব্বিশেই এই সরকারকে বিসর্জন দিয়ে দেব। কোচবিহারের সভা থেকে এভাবেই তৃণমূলের উদ্দেশে হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতার এই বক্তব্যকে গুরুত্ব দিতে চায়নি রাজ্যের শাসক দল।

প্রেক্ষাপট

এক নজরে সকালের শিরোনাম  ( Morning Headlines) 
---------------------------------



  • ভর সন্ধ্যায় খড়গপুরে শ্যুটআউট। তৃণমূল কর্মী নিহত। গুলি চলল উঃ ২৪ পরগনার দত্তপুকুরেও। জমি ব্যবসায় যুক্ত প্রাক্তন বিজেপি কর্মীর মৃত্যু।

  •  মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, রাজস্থানের পর বাংলা। ২০২৪-এই বাংলায় সরকারের বিসর্জনের হুঙ্কার শুভেন্দুর। ২০৫৬-তেও পারবে না, পাল্টা কুণাল।

  • সারদায় শুভেন্দুর গ্রেফতারির দাবিতে পথে তৃণমূল। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের।

  • সারদায় টাকা ফেরতের দায়িত্বে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদার কমিটি। সেবির মাধ্যমে বিক্রি করা যাবে বাজেয়াপ্ত করা সম্পত্তি। 

  • বিতর্কের মধ্যেই পিএসি চেয়ারম্যানের পদে মুকুলের ইস্তফা। ছাড়লেন সদস্যপদও। অসুস্থতার কারণ দেখিয়ে বিধানসভার অধ্যক্ষকে চিঠি।

  • নিয়োগ-দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এবার তৃণমূল নেতাই সরব। (বাইট-পরেশ অধিকারীর জন্য বাড়ির বাইরে বেরোনো যায় না।) ]

  • মহারাষ্ট্রে সঙ্কটের মধ্যেই হঠাৎ শিবসেনার সঞ্জয় রাউতকে ইডির তলব। বেআইনি লেনদেন নিয়ে হাজিরার নোটিস।

  • বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই ভয় দেখানোর চেষ্টা, সঞ্জয় রাউতকে ইডির তলবে আক্রমণে মমতা, তোপ অধীরেরও। অভিযোগ খারিজ বিজেপির।

  • ৭দিন পার, মহারাষ্ট্রে এখনও মহানাটক! ঠাণেতে শিণ্ডের দফতরের সামনে সমর্থকদের শক্তি প্রদর্শন। পাল্টা বিদ্রোহীদের দফতর কাড়লেন উদ্ধব।

  • মহারাষ্ট্রের মসনদে কে? লড়াই এবার সুপ্রিম কোর্টে। শিণ্ডের মামলায় ডেপুটি স্পিকার-সহ সবপক্ষের জবাব চাইল আদালত। ১১ জুলাই শুনানি।

  • হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু। দায় ঠেলাঠেলি পুরসভা-বিএসএনএল-সিইএসসির। বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ক্ষুব্ধ মেয়র!
    হরিদেবপুরে ছাত্রের মৃত্যু। তৃতীয় পক্ষকে দিয়ে তদন্তের নির্দেশ।২দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট, দোষীর বিরুদ্ধে এফআইআর, জানাল পুরসভা।

  •  কৃষক মান্ডিতে কৃষকদের হয়রানি হলে, বিডিও অফিসে এফআইআর করুন। বর্ধমানের সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। (=


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.