West Bengal News Live Updates: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৯৫টি নতুন পদ,দলের নেতাদের শান্তিপূর্ণ অবস্থানে বসার নির্দেশ মমতার
WB News Live : রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের আপডেটে চোখ রাখুন...
শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে একাই জয় পেল কংগ্রেস। হারতে হল তৃণমূল ও সিপিএম পন্থীদের জোটকে। আর এই নিয়ে পুরোনো দুই জোট সঙ্গী কংগ্রেস-সিপিএমের মধ্যে তুঙ্গে উঠেছে তরজা। যদিও বার অ্যাসোসিয়েশনের ভোটে জোটকে অরাজনৈতিক বলে দাবি করেছে তৃণমূল।
পুলিশ হেফাজতে গড়িয়ার যুবকের মৃত্যুর প্রতিবাদে আজ সভা করল কংগ্রেস। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বলে, কটাক্ষ করেছে তৃণমূল। যুবকের মৃত্যুর তদন্তে আজ নরেন্দ্রপুর থানায় আসেন জাতীয় তফশিলি কমিশনের সদস্যরা।
তেভাগার শহিদ পরিবারের সঙ্গে আলাপচারিতাতেও আবাস প্রশ্নের মুখে অভিষেক। 'কেন বাড়ি পাচ্ছি না? কবে পাওয়া যাবে? জাতিগতশংসাপত্র কেন পেলাম না। ১০০ দিনের কাজের টাকা কবে মিলবে?' অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সামনে পেয়ে প্রশ্ন শহিদ পরিবারের। দিল্লি টাকা দিচ্ছে না, পাল্টা দাবি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের
পরিবহণ দফতরের ইন্সপেক্টর পদের নিয়োগেও ভুল-প্রশ্ন! কতগুলি শূন্যপদ? ৫জুনের মধ্যে রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট। পরিবহণ দফতরের নন টেকনিক্যাল ইন্সপেক্টর পদের নিয়োগে ২০১৯-এ পরীক্ষা। ৫টি প্রশ্নে ভুল থাকার অভিযোগে আদালতে মামলা পরীক্ষার্থীর। এরপরেই বিশেষ কমিটি গঠন করে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ কোর্টের। ৫টির মধ্যে ৩টি প্রশ্নের উত্তর ভুল, জানিয়ে দেয় কমিটি । ৩টি প্রশ্নের জন্য বাড়তি নম্বর পেলে চাকরি পাওয়ার দাবি মামলাকারীর
'কোনও অবস্থাতেই হিংসা বরদাস্ত নয়', ময়নায় বিজেপি নেতা খুনে কড়া বার্তা রাজ্যপালের
মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৯৫টি নতুন পদ সৃষ্টি করা হল। তবে টেকনিক্যাল সমস্যার জন্য ৮১টি পদ নিয়ে কোনও সিদ্ধান্ত এদিন হয়নি। সূত্রের খবর, বাবার মূর্তির তৈরির প্রয়াস নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর তিরষ্কারের মুখে পড়েন মন্ত্রী মানস ভুঁইয়া। অন্যদিকে, অমর্ত্য সেনকে উচ্ছেদের প্রতিবাদে দলের নেতাদের শান্তিপূর্ণ অবস্থানে বসার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে পুলিশ সুপার বদল। ৩ মাসের মধ্যেই বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের বদলি। বীরভূম থেকে পাঠানো হল বারাসাত পুলিশ জেলায়
কারও বেতন অনিয়মিত! কেউ আবার ১ বছর ধরে বেতন পাননি বলে অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, ECL-এর সকুলের ৪৪ জন শিক্ষক তার শিক্ষিকা। তার প্রেক্ষিতে, ECL চেয়ারম্য়ানকে ১০ দিনের মধ্য়ে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বকেয়া ডিএ-র দাবিতে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। কোঅর্ডিনেশন কমিটির আবেদনে সাড়া আদালতের। ৪ মে মিছিলের অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার
হরিদেবপুরকাণ্ডে নাটকীয় মোড়, নিজেই মিথ্যে অভিযোগ করেছিল নাবালিকা! পুড়িয়ে মারার চক্রান্তের অভিযোগে মায়ের সঙ্গে মায়ের প্রেমিক গ্রেফতার । প্রেমিক-সহ মায়ের গ্রেফতারির পরেই নাবালিকাকে জেরায় চক্রান্তের পর্দাফাঁস। জেরার মুখে ভুয়ো মেসেজ তৈরি করে ফাঁসানোর কথা স্বীকার নাবালিকার, দাবি পুলিশের
আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবারও দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বুধবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেবের জ্যাঠতুতো ভাইয়ের বিরুদ্ধে থানায় শিউলি সাহা। দেবের জ্যাঠতুতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। বিক্রম অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ কেশপুরের তৃণমূল বিধায়কের। আবাসের টাকা পেতে তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়, অভিযোগ ছিল দেবের ভাইয়ের।
টানা দহনজ্বালার পর তাপের দাপট থেকে পরিত্রাণ চেয়েছিল রাজ্যবাসী। একের পর এক ঘূর্ণাবর্তের জেরে তীব্র গরমের সেই দাপট এখন আপাতত নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবারও দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বুধবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, গাঁধী মূর্তির পাদদেশে এবার ধর্নায় মহিলা তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বঞ্চনা ও বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ধর্না কর্মসূচি। কাল সকাল ১০টায় শুরু, ধর্না চলবে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত মেয়ো রোডে একটানা ৩২ ঘণ্টার ধর্না কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের
নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি বদল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মামলা গেল বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে। সৌমেন নন্দী, রমেশ মালিকের মামলা গেল বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে । প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ২টি মামলা গেল বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে
কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের পর এবার দক্ষিণ দিনাজপুর। তৃণমূলের নবজোয়ারে ফের 'ব্যালট' বিশৃঙ্খলা। হরিরামপুরে তৃণমূলের ব্যালট বিলি ঘিরে বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই বিশৃঙ্খলা
ডিওয়াইএফআইয়ের জেলা পরিষদ অভিযান ঘিরে তমলুকে ধুন্ধুমার। পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে ডিওয়াইএফআইয়ের জেলা পরিষদ অভিযান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ডিওয়াইএফআই নেতা-কর্মীদের
সন্ত্রাস নিয়ে ফের তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। 'মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন, আপনার চার-পাঁচ প্রজন্ম রাজ্য শাসন করবে, তাহলে ভুল ভাবছেন। অত্যাচারীদের যেতেই হবে। আবার খুনের রাজনীতি শুরু করেছেন। গত ১০-১২ দিনে ৩ জন বিজেপি নেতা-কর্মী খুন। ময়নায় বিজেপি নেতাকে খুন করেছে। খুনিরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে মৃতদেহ তুলে দেয়'।
এই দিনটিতে আমাদের বহু কর্মীকে, সাধারণ মানুষকেও হত্যা করে হয়েছিল। তাই গান্ধী মূর্তির সামনে ধর্না দিয়ে আমরা দিনটিকে কালা দিবস হিসাবে পালন করা হবে। আর শহিদদের আত্মার শান্তির জন্য তর্পণ করা হবে। জানালেন দিলীপ ঘোষ।
তৃণমূল সরকারের বর্ষপূর্তির দিনই ধর্মতলায় শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন বিজেপির। নিহত বিজেপি নেতাদের শ্রদ্ধা জানালেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। এরপর ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের স্মৃতিতে সন্ধেয় গঙ্গায় শহিদ তর্পণ কর্মসূচি পালন করবে।
ময়নায় বিজেপি নেতা খুন, হাইকোর্টের দ্বারস্থ পরিবার। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কোনও হাসপাতালে ময়নাতদন্তের আর্জি। পরিবার যে মর্মে অভিযোগ করতে চায়, তা গ্রহণ করতে চাইছে না পুলিশ, অভিযোগ পরিবারের। মামলা দায়েরের অনুমতি আদালতের। কাল সকাল সাড়ে ১০টায় শুনানি
তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ঘিরে অভিষেককে তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর। 'সরকারের কোটি কোটি টাকা খরচ করে রাজসূয় যজ্ঞ চলছে। খোকাবাবুর যাতে কষ্ট না হয়, তার জন্য জলের মতো সরকারের টাকা খরচ করা হচ্ছে। এটা নবজোয়ার নয়, তৃণমূলের ভাঁটা শুরু হয়েছে', তৃণমূলের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে, মন্তব্য অধীর চৌধুরীর
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মুর্শিদাবাদের সালার। প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজি। মুড়িমুড়কির মতো পড়ল বোমা।
পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হরিদেবপুরে নাবালিকার অভিযোগে গ্রেফতার হলেন মা ও তাঁর প্রেমিক। নাবালিকার মা খাদ্য দফতরের কর্মী, তাঁর প্রেমিক বারাসাত পুলিশ জেলার কনস্টেবল। গতকাল হরিদেবপুরে একটি ফ্ল্যাটে আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, মায়ের মোবাইল ফোনের টেলিগ্রাম চ্যাটের স্ক্রিনশট নিয়ে রাতে থানায় হাজির হয় ১৬ বছরের কিশোরী। প্রেমের পথে কাঁটা মেয়েকে কীভাবে সরাতে হবে, মাকে সেই ব্যাপারে পরামর্শ দিচ্ছেন প্রেমিক। কীভাবে ফ্ল্যাটে আগুন লাগিয়ে মেয়েকে মারতে হবে, তার ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছিলেন প্রেমিক, এমনটাই ওই টেলিগ্রাম চ্যাট থেকে জানা যায় বলে পুলিশ সূত্রে খবর। গতকাল হরিদেবপুর থেকে মা ও চন্দননগর থেকে তাঁর প্রেমিক-কনস্টেবলকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, গত মার্চে ডেটিং অ্যাপের মাধ্যমে কনস্টেবলের সঙ্গে পরিচয় হয় নাবালিকার মায়ের।
ট্যাংরায় প্লাস্টিকের গুদামে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
বকেয়া ডিএ-র দাবিতে নবান্ন অভিযানের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আন্দোলনকারীদের একাংশ। অনুমতি না দেওয়ায় আদালতের প্রশ্নের মুখে রাজ্য। '৩০ থেকে ৪০টি মামলা আমার কাছে এসেছে মিছিল করার অনুমতি চেয়ে'। 'কেন আদালতকে বারবার হস্তক্ষেপ করতে হবে?' প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। 'এরা আপনাদের অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী'। 'এরা কী চাইছেন? মহার্ঘ ভাতা'। 'শান্তিপূর্ণ আন্দোলন করলে অসুবিধা কোথায়?' 'বিরোধিতা করা বা শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক অধিকারের মধ্যে পড়ে'। 'বিধিনিষেধ আরোপ করতে পারেন, কিন্তু শান্তিপূর্ণ মিছিল বন্ধ করতে পারেন না'। 'স্কুল, কলেজ, অফিস আছে বলে মিছিলের অনুমোদন প্রত্যাখ্যান করা যায় না'। 'আন্দোলনকারীরা তো দেখাতে চান তাঁরা কতটা অসুবিধার মধ্যে আছেন'। 'সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, কিন্তু সুপ্রিম কোর্ট তো আন্দোলন করতে বারণ করেনি'। মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। ৪ মে নবান্ন অভিযানের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কো অর্ডিনেশন কমিটি সহ কয়েকটি সংগঠন। দুপুর ২টোয় ফের মামলার শুনানি।
আজ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছে বিজেপি। ধর্মতলায় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে গঙ্গায় তর্পনের কর্মসূচিও রয়েছে বিজেপির।
দক্ষিণ কলকাতায় ছেলের বান্ধবীর নামে এক কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন অয়ন শীল। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র কাছে বিস্ফোরক দাবি করেছেন অয়নের ছেলে অভিষেকের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। ইমনের দাবি, কী কারণে ফ্ল্যাট কেনা হয়েছিল, তা তাঁর অজানা। অয়নের ছেলে অভিষেক শীলের বিজনেস পার্টনার ইমন। ইডি-র দাবি, জিজ্ঞাসাবাদে ইমন জানিয়েছেন, বিভিন্ন সময় অয়ন তাঁকে একাধিক নথিতে সই করিয়েছেন। তবে কি ইমনের নামে-বেনামে একাধিক সম্পত্তি কেনা হয়েছিল, খতিয়ে দেখছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, টাকা ফেরত দিতে আগ্রহী অয়নের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়।
কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু, হাইকোর্টের দ্বারস্থ পরিবার। আদালতের দ্বারস্থ মৃত্যুঞ্জয় বর্মনের ভাই মৃণালকান্তি বর্মন। সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়েরের আর্জি। মামলা দায়েরের অনুমতি চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ।
মামলা দায়ের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কাল শুনানির সম্ভবনা।
বেলেঘাটায় সংঘর্ষের পর ২৪ ঘণ্টা পেরোলেও এখনও ফেরার তৃণমূল নেতা রাজু নস্কর। তাঁর পাশে দাঁড়ানোয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্য়ে ক্ষোভ উগরে দিয়েছে দলেরই একাংশ।যদিও, এনিয়ে পরেশ পালের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
তৃণমূলের অত্যাচারে বাকচায় বহু মানুষ বিজেপিতে এসেছেন। গতবার পঞ্চায়েত ভোটে জেতার পর তাঁদের ওপর অত্যাচার বেড়েছে। পুলিশ দিয়েও অত্যাচার হয়েছে। এবার ভোটের আগে ফের ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। বাকচায় বিজেপি নেতাকে খুনের ঘটনায় মন্তব্য দিলীপ ঘোষের।
পাহাড়ে জিএনএলএফ নেতা 'খুন'। কালিম্পঙে জিএনএলএফ নেতা ও প্রাক্তন কাউন্সিলর রোশন লামা 'খুন'। 'পেডংয়ে ফেরার সময় রামধুরার কাছে রোশন লামার গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ'। 'বাইক আরোহীর সঙ্গে জিএনএলএফ নেতার বচসা, হাতাহাতি'। 'ধাক্কা মেরে খাদে ফেলে দেওয়ার অভিযোগ রোশন লামাকে'। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা, দাবি পুলিশ সূত্রের। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে কড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার
ট্যুইট, ২০২১-এর ২ মে, যাঁরা অভূতপূর্ব ভোট-পরবর্তী ভয়াবহ হিংসা ও সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। সেই কালো দিনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে, বর্তমানে আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকম নৃশংসতা দেখিয়েছিল। বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত, কালো দিন। আমাদের কর্মীদের বলিদান কখনও ভুলব না, তাঁদের
সঠিক বিচার দিতে আমরা বদ্ধপরিকর। বাংলার বিজেপি কর্মীদের ওপর সেই অত্যাচারের কথা আমরা যেন ভুলে না যাই।
তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার, SIT-এর হাতে দিল কলকাতা হাইকোর্ট। SIT-এর প্রধান কে হবেন, তাও ঠিক করে দিয়েছে আদালত।
কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্য়ুর অভিযোগে তদন্তভার নিল সিআইডি। ঘটনার ৪ দিন পর গ্রামে ঢুকল সিআইডি। কালিয়াগঞ্জ থানা থেকে মামলার নথি সংগ্রহ করল রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। সিআইডি তদন্তে ভরসা রাখতে পারছে না নিহত যুবকের পরিবার।
ময়নার বাকচায় বিজেপি নেতাকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল সন্ধেয় বাড়ি ফেরার পথে, স্ত্রীর সামনেই প্রথমে মারধর করা হয় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। এরপর তাঁকে মোটরবাইকে চাপিয়ে
জোর করে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ মেলে। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। রাতে থানার সামনে ময়নার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। যদিও খুনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সরতে পারে হাতে থাকা বাকি মামলাও। সুপ্রিম কোর্টের নির্দেশে জোড়া মামলায় এজলাস বদলের ফের বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
প্রেক্ষাপট
কলকাতা : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নতুন প্রধান বিচারপতি (New Chief Justice) হলেন টিএস শিবজ্ঞানম। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি শিবজ্ঞানম। 'সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পরে রাষ্ট্রপতির সম্মতি। বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগে সম্মতি রাষ্ট্রপতির', ট্যুইট করে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।
তৃণমূল সাংসদ (TMC MP) অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে, হাইকোর্টে ধাক্কা গেলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ওই মামলা জনস্বার্থ মামলা হিসাবে গণ্য হওয়া উচিত। বললেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। হাইকোর্টকে ধন্যবাদ। বললেন অপরূপা।
দাড়িভিটে গুলিতে (Daribhit Shootout) ২ ছাত্রের মৃত্যু, প্রশ্নের মুখে রাজ্য মানবাধিকার কমিশন। 'গোটা ঘটনায় নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছে কমিশন, দূর থেকে গোটা ঘটনা দেখছে রাজ্য মানবাধিকার কমিশন,' কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। '২০২০ সাল থেকে কমিশনের সদস্য ছিল না বলে দাবি করা হচ্ছে, ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত ছিল, সেই সময় কি করেছে রাজ্য কমিশন?' রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের।
তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে টেন্ডার-দুর্নীতির অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্য়োতি তিওয়ারি। পুরপ্রধানের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও সমস্ত অস্বীকার করেছেন পুরপ্রধান। পাল্টা তরুণজ্য়োতির বিরুদ্ধে ১ কোটি টাকার মামলা দায়ের করেছেন বলে দাবি পুরপ্রধানের।
তৃণমূলের বিক্ষোভের মুখে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হলদিয়ায় মে দিবসের অনুষ্ঠান শেষে বিক্ষোভের মুখে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি। কাজের দাবিতে বিক্ষোভ, সরকারি জব ওয়েব পোর্টালে আবেদন করেও ডাক মিলছে না ইন্টারভিউতে বলে অভিযোগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -