WB News Live: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, মৃত্যু অন্তত ১০০ জনের

জেলা থেকে জেলা, রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবর প্রত মিনিটে।

ABP Ananda Last Updated: 02 Jun 2023 11:24 PM
West Bengal News Live : দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বুধবার পর্যন্ত

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বুধবার পর্যন্ত। পশ্চিমের জেলায় লু বইবে আগামী এক সপ্তাহ। চরমে উঠবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। তৈরি হবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বাড়বে গরম-অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। 

WB News Live : ১ জুলাই থেকে শুরু হবে কলেজে নিয়োগ প্রক্রিয়া

অভিন্ন কেন্দ্রীয় অনলাইন সাইটে নয় প্রত্যেক কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই ১ জুলাই থেকে শুরু হবে কলেজে নিয়োগ প্রক্রিয়া। যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। পনেরো দিনের অনলাইন ভর্তি আবেদনের পর ২০ জুলাই বিভিন্ন কলেজকে তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মেরিট লিস্ট প্রকাশের পর জুলাই মাসের শেষপর্যন্ত চলবে বিভিন্ন কলেজে ভর্তির পরের প্রক্রিয়া। ৩১ জুলাই পর্যন্ত মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ হবে। যার পরের দিন অর্থাৎ ১ অগাস্ট থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হয়ে যাবে।

West Bengal News Live : রেলের সঙ্গে সবরকম চেষ্টা চালাচ্ছে ওড়িশা সরকার, ট্যুইট শুভেন্দুর

মালগাড়ি-করমণ্ডল এক্সপ্রেস সংঘর্ষ, মৃত অন্তত ১০০। ট্যুইটে উদ্বেগ প্রকাশ শুভেন্দু অধিকারীর। 'জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে রেল', রেলের সঙ্গে সবরকম চেষ্টা চালাচ্ছে ওড়িশা সরকার, ট্যুইট শুভেন্দুর। 

WB News Live : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ট্যুইট করে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মালগাড়ি-করমণ্ডল এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ। ২ জনের মৃতদেহ উদ্ধার, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, আমি শোকাহত, ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক, প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার। ট্যুইট করে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল একাধিক ট

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জের। বাতিল আজকের শালিমার-পুরী এক্সপ্রেস। বাতিল হাওড়া-চেন্নাই মেল। বাতিল হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস। বাতিল হাওড়া-পুরী এক্সপ্রেস। 

WB News Live : ৫০ জনের মৃ্ত্যু

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত ৫০, আহত বহু যাত্রী। আহত বহু যাত্রী, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

West Bengal News Live : ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত ২, আহত বহু যাত্রী

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত ২, আহত বহু যাত্রী। আহত বহু যাত্রী, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

WB News Live : ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস 

ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। বালেশ্বরে লাইনচ্যুত হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস । 

West Bengal News Live : 'যে নাটকই করুক না কেন, আমি নামলে কাল না হয় পরশু তৃণমূলে ওকে আসতে হবেই', নৌশাদ সিদ্দিকির চ্যালেঞ্জ কুণাল ঘোষের

'নৌশাদকে তৃণমূলে টানতে আমি কোনও প্রস্তাব দিইনি, আমি যদি ওকে তৃণমূলে টানতে নেমে থাকি, তাহলে ওকে তৃণমূলে আসতে হবেই। যে নাটকই করুক না কেন, আমি নামলে কাল না হয় পরশু তৃণমূলে ওকে আসতে হবেই। কুণাল ঘোষের অপারেশন ফেল করে না', নৌশাদ সিদ্দিকির চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা কুণাল ঘোষ।

WB News Live : মহিষাদলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মহিষাদলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live : প্যারোলে ছাড়া পাচ্ছেন সারদাকাণ্ডে ধৃত দেবযানী মুখোপাধ্যায়

সোমবার প্যারোলে ছাড়া পাচ্ছেন সারদাকাণ্ডে ধৃত দেবযানী মুখোপাধ্যায়। অসুস্থ মাকে দেখতে যেতে সোমবার ৪ ঘণ্টার জন্য প্যারোলের আবেদন মঞ্জুর। সোমবার ৪ ঘণ্টার জন্য দমদম জেল থেকে প্যারোলে ছাড়া পাবেন দেবযানী। অসুস্থ মা, দেখতে যেতে চাই, বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন দেবযানী। ৫ জুন ৪ ঘণ্টার জন্য প্যারোলে ছাড়ার অনুমতি বিশেষ সিবিআই আদালতের। 

WB News Live : ৭৪ বছরে জীবনের নতুন ইনিংস শুরু তমলুকের প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের

৭৪ বছরে জীবনের নতুন ইনিংস শুরু তমলুকের প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের। প্রথম স্ত্রী তমালিকার মৃত্যুর ৭ বছর পরে মানসী দের সঙ্গে ২৪ মে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন। এই বয়সে অন্ধের যষ্ঠীর মতো একজনকে চাই। সারাদিন কাজ করার পর বাড়ি ফিরে যাঁর সঙ্গে গল্প করতে পারব। ৭৮ বছর বয়সে দ্বিতীয় বিয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমনটাই বললেন লক্ষ্মণ শেঠ।

West Bengal News Live : ‘পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কিছু নেই’ তৃণমূল সরকারকে নিশানা মিঠুন চক্রবর্তীর

‘পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কিছু নেই, রাজ্যে প্রশাসনের মৃত্যু ঘটেছে, এই মুহূর্তে যা অবস্থা, তাতে রাজ্যের কিচ্ছু হবে না’, তৃণমূল সরকারকে নিশানা মিঠুন চক্রবর্তীর।

WB News Live : শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার বর্ধমানে

শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার। বর্ধমানে পুলিশের সঙ্গে বাম নেতা-কর্মীদের ধস্তাধস্তি। 

West Bengal News Live : ফের এজেন্সিকে নিশানা কুন্তলের

ফের এজেন্সিকে নিশানা কুন্তল ঘোষের। 'ইডি মিথ্যে কথা বলছে, তদন্তকে ভুল পথে পরিচালিত করছে, যদি সাহস থাকে তাহলে আমার বয়ান আদালতের সামনে আনুক', কেস ডায়রির মাধ্যমে কুন্তলের বয়ান আগেই পেশ করা হয়েছে আদালতে, দাবি ইডি-র। 

WB News Live : দিনেদুপুরে দিনহাটায় যুবককে গুলি করে খুন

পঞ্চায়েত ভোটের আগে ফের শ্যুটআউট। দিনেদুপুরে দিনহাটায় যুবককে গুলি করে খুন। বাড়িতে ঢুকে যুবককে গুলি করে খুন দুষ্কৃতীদের । মৃতের নাম প্রশান্ত রায় বাসুনিয়া। নিহত যুবক দলের ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক, দাবি বিজেপির। 

WB News Live : আরজি করে অধ্যক্ষ বদলিকাণ্ডে নতুন মোড়

নজিরবিহীন কাণ্ড আরজি করে। অধ্যক্ষ বদলিকাণ্ডে নতুন মোড়। ১ দিনের মধ্যে সন্দীপ ঘোষকে ফিরিয়ে আনার নির্দেশ স্বাস্থ্য ভবনের। তালাবন্ধ দরজা দেখে  ফিরলেন নতুন প্রিন্সিপাল। 

SSC Recruitment Scam : অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই নবম-দশমে চাকরি,  মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্টে বিস্মিত বিচারপতি 

অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই নবম-দশমে চাকরি,  মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্টে বিস্মিত বিচারপতি 

WB News Live : গ্রেফতার হলেন আরও এক কুড়মি নেতা

ঝাড়গ্রামে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ে হামলার ঘটনায় কলকাতা থেকে গ্রেফতার হলেন আরও এক কুড়মি নেতা। ধৃতের নাম কৌশিক মাহাতো। গ্রেফতারির সংখ্য়া বেড়ে হল ১১। 

WB News Live : সাহস থাকলে ED তাঁর বয়ান সামনে আনুক, দাবি কুন্তল ঘোষের

ইডি মিথ্যে কথা বলছে, তদন্তকে ভুল পথে পরিচালিত করছে, সাহস থাকলে তাঁর বয়ান সামনে আনুক, দাবি কুন্তল ঘোষের। পুলিশের বদান্যতায় বিচারাধীন বন্দির সাংবাদিক বৈঠক, পাল্টা বিজেপি।

ED News Update: তিন কোম্পানির নিয়ন্ত্রণ ছিল সুজয়কৃষ্ণর কাছে !

তিন কোম্পানির নিয়ন্ত্রণ ছিল সুজয়কৃষ্ণর কাছে। জেরায় স্বীকার করেছেন, কালীঘাটের কাকু, দাবি ইডি-র। ৫ লক্ষ টাকা ঢুকে ২ দিন পর ফিরেছে কুন্তলের কাছে, রহস্যজনক লেনদেনে নজর।

WB News Live : অনুব্রত-সুকন্যাকে দেখতে তিহাড়ে দোলা-অসিত মাল

অনুব্রত-সুকন্যাকে দেখতে তিহাড়ে দোলা-অসিত মাল। শরীর-স্বাস্থ্যের খবর নেওয়ার পাশাপাশি দেওয়া হবে পাশে থাকার বার্তা, খবর সূত্রের। কড়া সমালোচনা বিরোধীদের।

Kuntal Ghosh News : 'ইডি মিথ্যে কথা বলছে', দাবি ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের

'ইডি মিথ্যে কথা বলছে, তদন্তকে ভুল পথে পরিচালিত করছে'। 'যদি সাহস থাকে তাহলে আমার বয়ান আদালতের সামনে আনুক'। আলিপুর আদালতে পেশের আগে মন্তব্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের

WB News Live :'সুজয়কৃষ্ণকে চাকরি বিক্রির ৭০ লক্ষ টাকা নগদ দেওযা হয়েছিল', কোন কাজে তা ব্য়বহার করা হয়েছে?

কুন্তল ঘোষের অ্য়াকাউন্ট থেকে সুজয়কৃষ্ণর অ্য়াকাউন্টে ৫ লক্ষ টাকা ঢুকে ২ দিন পর ফেরত গিয়েছে কুন্তলের কাছে
এই ট্র্য়ানজাকশনের কারণ কী? ইডি সূত্রে দাবি, এর কোনও সদুত্তর দিতে পারেননি সুজয়কৃষ্ণ। সুজয়কৃষ্ণকে চাকরি বিক্রির ৭০ লক্ষ টাকা নগদ দেওযা হয়েছিল, কোন কাজে তা ব্য়বহার করা হয়েছে? তা খোঁজ করছেন আধিকারিকরা

ED News Live : সিজিওতে ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্র

সিজিওতে ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্র। সেখানে আজ উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে তাঁর। ইডির হাতে যা মামলা রয়েছে, সেই তদন্তকারী অফিসারদের নিয়ে বৈঠক করবেন তিনি। শিক্ষক নিয়োগ, গরু, কয়লা পাচার নিয়ে হবে বৈঠক, খবর ইডি সূত্রে । 
আগামীদিনের রণকৌশল, রূপরেখা নিয়েও বৈঠকে হবে আলোচনা, খবর ইডি সূত্রে। 

WB News Live : ডুয়ার্সের রেডব্যাংক চা বাগানে সাত সকালে হাতির হানা!

ডুয়ার্সের রেডব্যাংক চা বাগানে সাত সকালে হাতির হানা! চা বাগানে ঢুকে পড়ে প্রায় ২৫টি হাতি। এলাকায় আতঙ্ক ছড়ায়। বন দফতরের কর্মীরা হাতির দলটিকে দীর্ঘক্ষণের চেষ্টায় ডায়নার জঙ্গলে ফিরিয়ে দেয়। 

Kalighater Kaku News Update : তিনটি কোম্পানির নিয়ন্ত্রণ ছিল কালীঘাটের কাকুর হাতে !

ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি ও SD কনসালটেন্সি, তিনটি কোম্পানিরই নিয়ন্ত্রণ ছিল কালীঘাটের কাকুর হাতে। ED সূত্রে দাবি, জেরায় স্বীকার করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র। আগেই এই সংস্থার ডিরেক্টররা দাবি করেছিলেন, কোম্পানির সবকিছু ঠিক করতেন কাকুই। 

WB News Live : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার হলেন আরও এক কুড়মি নেতা

ঝাড়গ্রামে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার হলেন আরও এক কুড়মি নেতা। ধৃতের নাম কৌশিক মাহাতো। কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। এই নিয়ে ধৃতের সংখ্য়া বেড়ে হল ১১। 

WB News Live : নন্দীগ্রামে নতুন করে নির্বাচন হলে, ৫০ হাজারেরও বেশি ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী : অভিষেক

 নন্দীগ্রামে নতুন করে নির্বাচন হলে, ৫০ হাজারেরও বেশি ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী। জনসংযোগ যাত্রায় নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের তাঁর মুখে শোনা গেল গদ্দার কটাক্ষ। উনি এখনও অধিকারী পরিবারকে চ্যালেঞ্জ করার জায়গায় পৌঁছননি। পাল্টা বিজেপি

WB News Live : হালিশহরে কাঠের গোলায় বিধ্বংসী আগুন

হালিশহরে কাঠের গোলায় বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন।

West Bengal News Live : হুগলির হিন্দমোটরে ব্য়বসায়ীকে লক্ষ্য় করে গুলি

রাজ্য়ে ফের শ্য়ুটআউট। এবার হুগলির হিন্দমোটরে ব্য়বসায়ীকে লক্ষ্য় করে গুলি। পেট ও বুকের মাঝখানে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আহত ব্য়ক্তি।

WB News Live : পাখির দেহাংশের আন্তর্জাতিক পাচার চক্রের হদিশ

পাখির দেহাংশের আন্তর্জাতিক পাচার চক্রের হদিশ। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার বেজপুকুর গ্রামে গোপন সূত্রে অভিযান চালিয়ে, সালাউদ্দিন মির নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গতকাল ধৃতের বাড়িতে তল্লাশি চালায় বনবিভাগের নামখানা রেঞ্জ। সূত্রের খবর, উদ্ধার হয়েছে মাছরাঙার ৯৩৩টি দেহাংশ, ৮৬৮টি জঙ্গলের লাল ও ধূসর রঙের পাখির রঙিন পালক ও বিলুপ্ত প্রজাতির ফ্রাঙ্কোলিনের ১৬৮টি শুকনো কঙ্কাল।

প্রেক্ষাপট


  • 'চাপ দিয়ে হাঁফিয়ে গেছে তৃণমূল' : বায়রনের দলবদলের পর, এবিপি আনন্দে এক্সক্লুসিভ নৌশাদ। 
    'তৃণমূলের কাছে কোনও শর্তেই আত্মসমর্পণ নয়'। 'টাকার টোপ থেকে ভয় দেখানো, চাপ দিয়ে হাঁফিয়ে গেছে তৃণমূল', বললেন নৌশাদ।

  • নৌশাদ-তরজা: বায়রন পারেনি, নৌশাদের দৃঢ়তার প্রশংসায় অধীর। বিজেপির মতোই ঘোড়া কেনাবেচা তৃণমূলের, আক্রমণে বাম। কে দিয়েছে টাকার টোপ? নাম বলুন, পাল্টা চ্যালেঞ্জ জয়প্রকাশের। 

  • পর্ষদ-অফিসেই চাকরি-বিক্রির বৈঠক : সিজিও কমপ্লেক্সে 'কালীঘাটের কাকু'কে ম্যারাথন জেরা ইডির। 
    'প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই হত চাকরি-বিক্রির বৈঠক।' 'তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন সুজয়কৃষ্ণ ভদ্র,' রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি ইডির। 'মানিকের ফোনের পাশাপাশি তাপস মণ্ডলকে জেরা করেও মিলেছে প্রচুর তথ্য।'

  • প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান: ৭ বছর ধরে, স্কুল সার্ভিস কমিশনে কোনও নিয়োগের পরীক্ষা হয়নি। এর প্রতিবাদে, SSC-র প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান করলেন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার তাঁদের আন্দোলন ১০০ দিনে পড়ল। 

  • ভর্তির বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ : প্রাথমিক শিক্ষা পর্ষদের ডি এল এডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি কে স্থগিত করলো হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চ।  ৯ জুন পর্যন্ত স্থগিতাদেশ। আগামী ৬ জুন সিঙ্গেল বেঞ্চে থাকা অন্য মামলার সঙ্গে এই মামলার শুনানি হবে। নির্দেশ বিচারপতির তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের

  • কুড়মি নেতার পাশে শুভেন্দু: গড় শালবনিতে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার হওয়া কুড়মি আন্দোলনকারীর বাড়িতে শুভেন্দু অধিকারী।

  • শুভেন্দুর গড়ে অভিষেক: শুভেন্দু অধিকারীর ডেরায় পদযাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চণ্ডীপুর থেকে  নন্দীগ্রাম চলো কর্মসূচি। নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। শুভেন্দুর কনভয়ের ধাক্কায় যাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তাঁর পরিবারের সঙ্গেও সাক্ষাত। 

  • প্রতিবাদে পথে মমতা : দিল্লিতে কুস্তিগিরদের হেনস্থার ঘটনা। কলকাতায় তৃণমূলের প্রতিবাদ। ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠ পালের মূর্তির পাদদেশ থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করলেন তৃণমূলনেত্রী। সঙ্গে ক্রীড়ানক্ষত্ররা। 

  • রবিবার মেট্রো সকাল ১০ টায়: এ-মাসে মেট্রো রেলের ট্র্যাক মেন্টেন্যান্সের কাজ হতে চলেছে। সেজন্য জুনের চারটি রবিবার সকাল ৯ টার পরিবর্তে মেট্রো ছাড়বে সকাল ১০ টায়

  • মহিলাদের সচেতনতা শিবির  : মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিমের উদ্যোগে অনুষ্ঠিত হল মহিলাদের জন্য একটি সচেতনতা শিবির। মেটিয়াবুরুজের সোগরা ফিরদৌস হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়-সহ অনেকে। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.