West Bengal News Live Updates: বেলুড়ে বিধ্বংসী আগুন, অ্যালুমিনিয়ামের বাসন তৈরির কারখানায় লেলিহান শিখা

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 03 Oct 2023 12:25 AM
West Bengal News Live Updates : বেলুড়ে বিধ্বংসী আগুন

বেলুড়ে বিধ্বংসী আগুন। অ্যালুমিনিয়ামের বাসন তৈরির কারখানায় আগুন। বেলুড়ের হরেন মুখার্জি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড

WB News LIVE Updates : রাজ্য় পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

রাজ্য় পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে জলপাইগুড়ি জেলা পুলিশের এক হোমগার্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হল। শনিবার কোতোয়ালি থানার পুলিশ অভিযোগকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। পলাতক অভিযুক্ত হোমগার্ড।

West Bengal News Live Updates : পুজোর মুখে বঙ্গে প্লাবনের শঙ্কা

পুজোর মুখে বঙ্গে প্লাবনের শঙ্কা ! একদিকে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। গোটা রাজ্যেই যার জেরে হয়ে চলেছে ক্রমাগত বৃষ্টি (RainFall)। আর তার মাঝেই ডিভিসি, দুর্গাপুর ব্যারেজ সহ একাধিক ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। এই দুইয়ের জেরে বন্যার আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। যে পরিস্থিতিতে তড়িঘড়ি নবান্নে (Nabnna) মুখ্যসচিবের নেতৃত্বে হল উচ্চপর্যায়ের বৈঠক। গাঙ্গেয় বঙ্গের ৭ জেলা প্রশাসনের জন্য জারি করা হল সতর্কবার্তাও।

WB News LIVE Updates : কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে পাল্টা আক্রমণ অভিষেকের

'সিবিআই তদন্ত হলে আদালতের নজরদারিতে হোক। সবার আগে গিরিরাজ সিংহকে গ্রেফতার করা উচিত। কারণ যে ৩ শিশুর মৃত্যু হয়েছে, তার দায় গিরিরাজ সিংহর', কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে পাল্টা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের

West Bengal News Live Updates : দিল্লিতে অভিষেক, নিয়োগ দুর্নীতিতে কাল কলকাতায় ইডির সমন

দিল্লিতে অভিষেক, নিয়োগ দুর্নীতিতে কাল কলকাতায় ইডির সমন। 'ইডি যা চিঠি দিয়েছে, তার জবাব পেয়ে যাবে, আমি তো এখানেই আছি'। কাল সিজিও কমপ্লেক্সে হাজিরা নিয়ে জানিয়ে দিলেন অভিষেক।

WB News LIVE Updates : বকেয়ার দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দরবারে তৃণমূল

 বকেয়ার দাবিতে  কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দরবারে তৃণমূল। তার আগেই দুর্নীতির খতিয়ান নিয়ে দেখা করছেন শুভেন্দু। 

West Bengal News Live Updates : অনুরাগের নিশানায় মমতা

গরিব মানুষের প্রাপ্য টাকা ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কেন হাত কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? গরিবদের টাকা কার কাছে যাচ্ছিল? কাটমানি কোথায় যাচ্ছিল? উত্তরপ্রদেশের চেয়ে ৪ গুণ বেশি টাকা পেয়েছিল বাংলা', ১০টি জেলার নাম করে পাল্টা আক্রমণে অনুরাগ ঠাকুর। 

WB News LIVE Updates : জলপাইগুড়ি, কোচবিহারে ভূমিকম্প

জলপাইগুড়ি, কোচবিহারে ভূমিকম্প। সন্ধে ৬.১৫: জলপাইগুড়ি, কোচবিহারে ভূমিকম্প। ভূমিকম্পের উৎস মায়ানমার, রিখটার স্কেলে তীব্রতা ৫.১। চিন, নেপাল, ভূটান, বাংলাদেশের একাংশেও ভূমিকম্প। কয়েক সেকেন্ডের ভূমিকম্প, এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

West Bengal News Live Updates : অবস্থান-বিক্ষোভে মানিব্যাগ হারালেন বিজেপি বিধায়ক

মেয়ো রোডে বিজেপির মহিলা মোর্চার অবস্থান-বিক্ষোভে যোগ দিতে গিয়ে মানিব্যাগ হারালেন বিজেপি বিধায়ক। অবস্থান-বিক্ষোভে গিয়ে মানিব্যাগ হারালেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা । ময়দান থানায় অভিযোগ দায়ের বিজেপি বিধায়কের। মানিব্যাগে ছিল গুরুত্বপূর্ণ কাগজ, আইডি কার্ড, অভিযোগ বিধায়কের। রাজ্যে দুর্নীতির প্রতিবাদে মেয়ো রোডে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। বিধানসভা থেকে হেঁটে শুভেন্দুর নেতৃত্বে অবস্থান-বিক্ষোভে যোগ দেন বিজেপি বিধায়করা।

WB News LIVE Updates :রাজঘাটে তৃণমূলের ধর্না ঘিরে ধুন্ধুমার

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজঘাটে তৃণমূলের ধর্না ঘিরে ধুন্ধুমার। অভিষেকের সাংবাদিক বৈঠক শেষের আগেই দিল্লি পুলিশের হুইসল।

West Bengal News Live Updates : ED-র নজরে প্রায় দেড় হাজার চাকরি

পুর নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam) তদন্তে এবার ED-র নজরে প্রায় দেড় হাজার চাকরি। সূত্রের খবর, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে কীভাবে হয়েছিল পুরসভাগুলির নিয়োগ প্রক্রিয়া ? নিয়োগ প্রক্রিয়ায় কী ভূমিকা ছিল অয়ন শীলের ABS ইনফোজোনের ? OMR শিটে কারচুপি হয়েছিল কি না, খতিয়ে দেখছে ইডি (ED)। খবর সূত্রের। 

WB News LIVE Updates : রাজঘাটে তৃণমূলের ধর্নার শেষলগ্নে বিশৃঙ্খলা

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজঘাটে তৃণমূলের ধর্নার শেষলগ্নে বিশৃঙ্খলা। জোর করে ধর্না তুলে দেওয়ার অভিযোগ অমিত শাহর পুলিশের বিরুদ্ধে। তৃণমূলের সাংসদ-মন্ত্রীদের ধাক্কাধাক্কির অভিযোগ। রাজঘাট থেকে বেরিয়ে অভিষেকের সাংবাদিক বৈঠকও সরিয়ে দেয় দিল্লি পুলিশ।

West Bengal News Live Updates : 'বাংলায় মাটির বাড়ি ধসে মৃত্যুর দায় তৃণমূল সরকারের', আক্রমণ সুকান্ত মজুমদারের

'বাংলায় ১০০ দিনের কাজের টাকা নিয়ে বারবার অভিযোগ উঠেছে। ১০০ দিনের কাজের টাকা নিয়ে বাংলায় রাজনীতি করা হয়েছে। ইউপিএ জমানায় ১৪ হাজার ৯৮৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল।বিজেপির জমানায় বাংলার জন্য ১০০ দিনের কাজে ৪ গুণ টাকা বরাদ্দ হয়েছে।বাংলায় যাদের দোতলা-তিনতলা বাড়ি তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছেন। যাদের বাড়ি পাওয়ার তাঁরা পাননি। বাংলায় মাটির বাড়ি ধসে মৃত্যুর দায় তৃণমূল সরকারের'। সুভাষ সরকার, লকেট চট্টোপাধ্যায়দের পাশে বসিয়ে দিল্লি থেকে আক্রমণ সুকান্ত মজুমদারের।

WB News LIVE Updates : রাজ্য সরকারকে নিশানা কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর

রাজ্য সরকারকে নিশানা কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর। 'প্রধানমন্ত্রী গ্রাম সড়ক থেকে আবাস যোজনা, বাংলাকে বঞ্চনা করেনি কেন্দ্র। বাংলার গ্রামোন্নয়নে ইউপিএ জমানার তুলনায় দ্বিগুণ বরাদ্দ করেছে এই সরকার। ভুয়ো জব কার্ডের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বাংলায়', সিবিআই তদন্তের হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ গিরিরাজ সিংহর।

West Bengal News Live Updates : বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কলকাতার মেয়ো রোডে অবস্থান বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধর্না তৃণমূলের। পাল্টা বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কলকাতার মেয়ো রোডে অবস্থান বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। বিধানসভা থেকে হেঁটে মেয়ো রোডে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভে সামিল শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা।

WB News LIVE Updates : পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ED-র নজরে প্রায় দেড় হাজার চাকরি।

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ED-র নজরে প্রায় দেড় হাজার চাকরি। সূত্রের খবর, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে কীভাবে হয়েছিল পুরসভাগুলির নিয়োগ প্রক্রিয়া? নিয়োগ প্রক্রিয়ায় কী ভূমিকা ছিল অয়ন শীলের ABS ইনফোজোনের? OMR শিটে কারচুপি হয়েছিল কি না, খতিয়ে দেখছে ইডি। খবর সূত্রের। 

West Bengal News Live Updates : রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে ধর্না শুরু অভিষেকের

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে তৃণমূল। আজ থেকে শুরু দু'দিনের কর্মসূচি। রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে ধর্না শুরু অভিষেকের। সঙ্গে তৃণমূলের মন্ত্রী সাংসদরা। 

WB News LIVE Updates : বাংলা থেকে দিল্লি, তৃণমূলের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধর্না তৃণমূলের। বাংলা থেকে দিল্লি, তৃণমূলের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি।মেয়ো রোডে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ, বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের। 

West Bengal News Live Updates : রাজ্যের বকেয়ার দাবিতে বঞ্চিতদের নিয়ে দিল্লিতে দরবার তৃণমূলের, কী বলছেন রাজ্যপাল?

রাজ্যের বকেয়ার দাবিতে বঞ্চিতদের নিয়ে দিল্লিতে দরবার তৃণমূলের। সকলের সুমতি হোক, ব্যারাকপুরের গাঁধীঘাটে গাঁধীজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। পাল্টা জবাব দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

WB News LIVE Updates : কলকাতায় গান্ধী মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন ঘিরে একাধিক রাজনৈতিক কর্মসূচি

কলকাতায় গান্ধী মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন ঘিরে একাধিক রাজনৈতিক কর্মসূচি। মেয়ো রোডে গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত তৃণমূল নেতারা। মূর্তির সামনে রেলিংয়ে লাগানো পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স। এরপর এখানেই প্রতিবাদ কর্মসূচি রয়েছে বিজেপি মহিলা মোর্চার। পতাকা নিয়ে হাজির হন কয়েকজন বিজেপি কর্মী। রেলিংয়ে তৃণমূলের পাশেই বাঁধা হয় বিজেপির পতাকা। এর মধ্যেই আজ মেয়ো রোডে গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

West Bengal News Live Updates : কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে তৃণমূল, আজ থেকে শুরু দু'দিনের কর্মসূচি

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে তৃণমূল। আজ থেকে শুরু দু'দিনের কর্মসূচি। দুপুর ১টায় অভিষেকের নেতৃত্বে রাজঘাটে যাবেন তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা। জন্মদিনে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে তাঁর নামাঙ্কিত মনরেগায় বকেয়া নিয়ে দিল্লিতে সরব হবে রাজ্যের শাসকদল। বাংলাকে বঞ্চনা অথচ কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন কেন? এই প্রশ্ন তুলে ছাত্র-যুবদের নেতৃত্বে ভুক্তভোগীদের নিয়ে আজ নতুন সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূল।

WB News LIVE Updates : রাজ্য় পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

রাজ্য় পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে জলপাইগুড়ি জেলা পুলিশের এক হোমগার্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হল। শনিবার কোতোয়ালি থানার পুলিশ অভিযোগকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। পলাতক অভিযুক্ত হোমগার্ড।

West Bengal News Live Updates : পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি-র নজরে প্রায় দেড় হাজার চাকরি: সূত্র

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি-র নজরে প্রায় দেড় হাজার চাকরি: সূত্র । '২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে হওয়া পুর নিয়োগ ইডির স্ক্যানারে, ওই সময়ের মধ্যে কী ভাবে হয়েছিল পুরসভাগুলির নিয়োগ প্রক্রিয়া ? নিয়োগ প্রক্রিয়ায় কী ভূমিকা ছিল অয়ন শীলের এবিএস ইনফোজোনের?', ওএমআর শিটে কারচুপি হয়েছিল কিনা খতিয়ে দেখছে ইডি: সূত্র।

WB News LIVE Updates : দু’দিনের সফরে কলকাতায় এলেন মোহন ভাগবত

দু’দিনের সফরে কলকাতায় এলেন মোহন ভাগবত। স্বস্তিকা পুস্তিকার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই রাজ্যে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান। আগামীকাল বেলুড় মঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

West Bengal News Live Updates : কলকাতায় গান্ধী মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন ঘিরে রাজনৈতিক টানাপোড়েন

কলকাতায় গান্ধী মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন ঘিরে রাজনৈতিক টানাপোড়েন। সকাল সকাল মেয়ো রোডে গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত তৃণমূল নেতারা। বিকেলে এখানেই প্রতিবাদ কর্মসূচি রয়েছে বিজেপির। ফলে সকালেই পতাকা নিয়ে পৌঁছে গিয়েছেন দলীয় কর্মীরা। এর মধ্যেই মেয়ো রোডে এসে গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

WB News LIVE Updates : শুরু পুজোর কাউন্ডটডাউন, মহাষষ্ঠী ১৮ দিন দূরে

ক্যালেন্ডারে আশ্বিনের মাঝামাঝি। শুরু পুজোর কাউন্ডটডাউন। মণ্ডপে মণ্ডপে তুঙ্গে প্রস্তুতি। মহাষষ্ঠী ১৮ দিন দূরে। অপেক্ষা যে ফুরোয় না। এবার এসো মা।

WB Politics : দিল্লির অম্বেডকর ভবনে ঢুকছে একের পর এক বাস,খোঁজ নিতে পৌঁছে গেল দিল্লি পুলিশ

দিল্লির অম্বেডকর ভবনে ঢুকছে একের পর এক বাস,খোঁজ নিতে পৌঁছে গেল দিল্লি পুলিশ। গাঁধীর নামাঙ্কিত প্রকল্পে বঞ্চনার প্রতিবাদ রাজঘাটে মহাত্মাকে শ্রদ্ধা জানিয়েই । বাংলাকে বঞ্চনা অথচ কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন কেন? প্রশ্ন তুলে ছাত্র-যুবদের নিয়ে নতুন সংসদ ভবন অভিযানের ডাক তৃণমূলের

WB Weather Update : বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। এর প্রভাবে ভরা আশ্বিনেও বাংলার আকাশে দুর্যোগের ভ্রুকুটি। বুধবার পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। 

West Bengal News Live Updates : ফিরহাদ হাকিমকে নিয়ে এবার প্রশ্ন তুলে রাজ্য সরকারকে চিঠি রাজ্যপালের 

ফিরহাদ হাকিমকে নিয়ে এবার প্রশ্ন তুলে রাজ্য সরকারকে চিঠি রাজ্যপালের । 'মন্ত্রী-মেয়র দুই পদে থেকেই কি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন ফিরহাদ হাকিম?' প্রশ্ন তুলে রাজ্য সরকারকে চিঠি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। 'ডেঙ্গিতে মৃত অনেকের পরিবার পুরসভায় ফোন করেও মেয়রের খোঁজ পাননি, পুরসভায় ফোন করলে তাঁদের বলা হচ্ছে, মেয়র নবান্নে আছেন, নবান্নে খোঁজ নিলে বলা হচ্ছে, পুরমন্ত্রী কলকাতা পুরসভায় আছেন। রাজভবনের পিস রুমে এনিয়ে অনেক অভিযোগ এসেছে। কলকাতার মেয়র নিখোঁজ' বলে বিজ্ঞাপনও দিতে চাইছেন অনেকে', ফিরহাদ হাকিমকে নিয়ে এবার প্রশ্ন তুলে রাজ্য সরকারকে চিঠি রাজ্যপালের ।

WB News LIVE Updates: সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনা, যাত্রী সমেত উল্টে গেল বাস

সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনা। যাত্রী সমেত উল্টে গেল বাস। সকাল সাড়ে ৭টা নাগাদ সেক্টর ফাইভের কলেজ মোড়ে KB 16 রুটের বাসটি উল্টে যায়। ৮-১০ জন যাত্রী আহত হন। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্রেক ফেল করায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 

West Bengal News Live Updates : মালদায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর

মালদায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার BSF ক্যাম্প এলাকায়। বাইকে চড়ে মালদা শহরের দিকে যাচ্ছিলেন দুই সওয়ারি। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে প্রায় একঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট ছিল। 

WB News LIVE Updates: দেওয়াল ধসে মৃত্যু, আর তাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিয়েছে আবাস যোজনা ঘিরে রাজনীতি

ফের বাঁকুড়ায় দেওয়াল ধসে মৃত্যু। আর তাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিয়েছে আবাস যোজনা ঘিরে রাজনীতি। বীরভূম,পুরুলিয়া ও ঝাড়গ্রামের জামবনিতে একইভাবে ৩ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জন্য দায়ী কে? কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা সুর চড়িয়ে জবাব দিয়েছে বিজেপিও। 

West Bengal News Live Updates : গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গের ১৭ টি জেলা ও স্বাস্থ্য জেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৩ জন

গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গের ১৭ টি জেলা ও স্বাস্থ্য জেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৩ জন। গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ১৪০। চলতি মরশুমে আক্রান্তের নিরীখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। তিন নম্বর স্থানে মুর্শিদাবাদ।

WB News LIVE Updates: রাজঘাটে যাবেন তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা, মহাত্মাকে শ্রদ্ধা জানিয়ে মনরেগায় বকেয়া নিয়ে সরব হবে তৃণমূল

কেন্দ্রীয় 'বঞ্চনা'র প্রতিবাদে দিল্লিতে তৃণমূল। আজ থেকে শুরু দু'দিনের কর্মসূচি। দুপুর দেড়টায় রাজঘাটে যাবেন তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা। মহাত্মাকে শ্রদ্ধা জানিয়ে মনরেগায় বকেয়া নিয়ে সরব হবে তৃণমূল। বাংলার ভুক্তভোগীদের নিয়ে সংসদ ভবনের কাছে যেতে, ছাত্র যুব নেতৃত্বকে নির্দেশ অভিষেকের। একটি সংসদ ভবন থাকা সত্ত্বেও কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করেছে মোদি সরকার। বাংলার ভুক্তভোগী মানুষদের দেখাতে হবে, কীভাবে তাঁদের টাকা নিয়ে মোদি সরকার নতুন সংসদ ভবন করেছে। দিল্লিতে মন্ত্রী-সাংসদ-নেতৃত্বের সঙ্গে রণকৌশল বৈঠকে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় বঞ্চনার জেরে মানুষের জীবন কতটা বিপর্যস্ত, নবজোয়ার কর্মসূচির সময় উপলব্ধি করেছেন তিনি।তখনই দিল্লিতে গিয়ে প্রতিবাদের সিদ্ধান্ত, বৈঠকে জানিয়েছেন অভিষেক। এরমধ্যেই যন্তরমন্তরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির জন্য লিখিত অনুমতি দেয়নি' দিল্লি পুলিশ। বিকেলে অভিষেকের নেতৃত্বে ফের বৈঠকে বসবে তৃণমূল নেতৃত্ব। তখন মঙ্গলবারের কর্মসূচি নিয়ে হবে বিস্তারিত আলোচনা।

প্রেক্ষাপট

বকেয়া ১০০ দিন, আবাসের টাকা। কোটি কোটি টাকায় তৈরি সংসদভবন। প্রতিবাদ জানাতে রাজ্যের ভুক্তভোগীদের নতুন সংসদের কাছে নিয়ে যেতে নির্দেশ অভিষেকের। 
দুপুরে রাজঘাটে মহাত্মাকে শ্রদ্ধা জানিয়েই মনরেগায় বঞ্চনার অভিযোগে তৃণমূলের প্রতিবাদ। বিকেলে ফের বৈঠক অভিষেকের। ঠিক হবে মঙ্গলবারের রণকৌশল।


তৃণমূলের পাল্টা কর্মসূচি বিজেপির। আজ দিল্লিতে তৃণমূলের অভিযোগের জবাব বাংলার পদ্ম সাংসদদের। নিয়োগ দুর্নীতি-নারী নির্যাতনের প্রতিবাদে মেয়ো রোডে ধর্না মহিলা মোর্চার। 


বাঁকুড়ায় ফের দেওয়াল ধসে মৃত্যু। মৃত্যু পুরুলিয়া, জামবনিতেও। আবাস রাজনীতি তুঙ্গে। বিষ্ণুপুরে মৃত ৩ শিশুর বাবাকে নিয়ে দিল্লিতে অভিষেক। জোর 
করে নিয়ে গিয়েছে, অভিযোগ শুভেন্দুর।


গিরিরাজ সিংহকে গ্রেফতারের দাবি অভিষেকের। বাংলাকে বিজেপি ভাতে মারতে চায় বলে হুঙ্কার অভিষেকের।


বিশেষ ট্রেন, বিমান বাতিলের পর এবার উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে বাস থামানোর অভিযোগে সরব তৃণমূল। ভিডিও পোস্ট সোশাল সাইটে। লোক হবে না বুঝে নাটক, পাল্টা বিজেপি।


তৃণমূলের দিল্লি সফরে দুর্ঘটনায় বাস, আহত কয়েকজন। নেতারা বিমানে, প্রাণ হাতে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ, পোস্ট সুকান্তর। সব কিছুর জন্য আপনারাই দায়ী, পাল্টা দেবাংশু। 


ফিরহাদকে নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে চিঠি রাজ্যপালের। পুরসভা, না নবান্ন? কোথায় থাকেন উনি ? খোঁজ পাচ্ছেন না অনেকেই। মন্ত্রী-মেয়র দুই পদে থেকেই কি আর্থিকভাবে লাভবান? প্রশ্ন বোসের।


রাজ্য-রাজ্যপাল সংঘাত তীব্র। একাধিক বিশ্ববিদ্য়ালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ বোসের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসি কেরলের অবসরপ্রাপ্ত IPS রবীন্দ্রন।আদালতের হুঁশিয়ারি ব্রাত্যর।


ফের দক্ষিণ দমদমের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত তরুণীর মৃত্যু। গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ২ হাজার ৬১৩ জন। মোট আক্রান্ত ৪৬ হাজার পার।


 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.