West Bengal News Live : আইসিডিএস কর্মীদের মিছিলে অবরুদ্ধ ধর্মতলা, বিক্ষোভে অঙ্গনওয়াড়ি কর্মীরা

West Bengal News Live : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 20 Dec 2023 02:47 PM
WB News : ৪৮ তম দিনে ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা

৪৮ তম দিনে ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা। বারাসাত থেকে মিছিল বাম কর্মী সমর্থকদের। মধ্যমগ্রাম হয়ে মিছিল পৌঁছল বাগুইআটিতে। 

WB News Live : পুরসভার সামনে হকার অভিযান, পুরসভার লাইসেন্স ফি নিয়ে ক্ষুব্ধ হকাররা

কলকাতা পুরসভার সামনে হকার অভিযান, হকারদের বসার জন্য পুরসভার লাইসেন্স ফি নিয়ে ক্ষুব্ধ হকাররা

WB News Live : আইসিডিএস কর্মীদের মিছিলে অবরুদ্ধ ধর্মতলা, বিক্ষোভে অঙ্গনওয়াড়ি কর্মীরা

আইসিডিএস কর্মীদের মিছিলে অবরুদ্ধ ধর্মতলা। ধর্মতলার মোড়ে বসে পড়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ কর্মসূচি অঙ্গনওয়াড়ি কর্মীদের। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। 

Jagdeep Dhankhar News : জগদীপ ধনকড়কে ফোন করে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

উপরাষ্ট্রপতিকে উপহাস তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের। জগদীপ ধনকড়কে ফোন করে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর। 
'২০ বছর ধরে নিজেও এই ধরনের অপমানের সম্মুখীন হয়েছেন', ফোনে বলেছেন প্রধানমন্ত্রী, এক্স হ্যান্ডলে পোস্ট করে জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। 

WB News Live : মল্লিকার্জুন খাড়গের এই নীরবতা শেলের মতো বিঁধছে, বললেন ধনকড়

সংসদ চত্বরে উপহাস কল্যাণের, রাজ্যসভায় ক্ষোভে ফেটে পড়লেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। ফোনে ভিডিওগ্রাফি করলেন রাহুল গাঁধী, উপরাষ্ট্রপতিকে অপমান সত্ত্বেও কেন চুপ কংগ্রেস? মল্লিকার্জুন খাড়গের এই নীরবতা শেলের মতো বিঁধছে, বললেন ধনকড়। 

WB Live news : সল্টলেকে অরণ্য ভবনে মিলল ধান ব্যবসার রসিদ

সল্টলেকে অরণ্য ভবনে মিলল ধান ব্যবসার রসিদ। উদ্ধার লুকিয়ে রাখা ৮০০টি ব্ল্যাঙ্ক ব্যাকডেটেড স্ট্যাম্প পেপার। বন দফতরে বসে ধানের ব্যবসা চালাতেন জ্যোতিপ্রিয়, অনুমান ইডির।

WB News Live : বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরে 'খাজানা'

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরে 'খাজানা'। তল্লাশিতে মিলেছে মন্ত্রীর স্ত্রী-মেয়ে ও নাতির নামে ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও এলআইসি ও ২টি সম্পত্তির নথি, দাবি ইডির।

Mamata Banerjee Live : 'কেন্দ্র-রাজ্য আধিকারিক পর্যায়ের বৈঠক করে সমাধান প্রস্তাব', জানালেন মুখ্যমন্ত্রী

বকেয়ার দাবিতে অভিষেক সহ সাংসদ-দল নিয়ে মোদির কাছে মমতা। কেন্দ্র-রাজ্য আধিকারিক পর্যায়ের বৈঠক করে সমাধান প্রস্তাব প্রধানমন্ত্রীর, জানালেন মুখ্যমন্ত্রীর। 

WB News : বঞ্চনার কথা বলে নাটক করছেন মুখ্যমন্ত্রী, নবান্ন থেকে বেরিয়ে বললেন শুভেন্দু

'প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা বলে নাটক করছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে রাজ্য সরকার', নবান্ন থেকে বেরিয়ে বললেন শুভেন্দু। 

WB News Live : নবান্নে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী

নবান্নে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় ঢুকে বিজেপি বিধায়কদের সঙ্গে। 

WB News Live : পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব

বাপ্পাদিত্য দাশগুপ্তর পর এবার কেন্দ্রীয় এজেন্সির নজরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরেক শাসক কাউন্সিলর। ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকে তলব ইডি-র। সকাল ১১.৩০টায় হাজিরার নির্দেশ।

WB News Live : কামালগাজি উড়ালপুলের নীচে আগুনে মৃত বৃদ্ধা

ভোররাতে কামালগাজি উড়ালপুলের নীচে ঝুপড়িতে আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হয় এক মহিলার।

WB News Live : আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

১৬ মাস পর, আবার দু’জনে মুখোমুখি। আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী। মোদি-মমতা বৈঠকে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন তৃণমূল সাংসদের। নতুন সংসদ ভবনে সকাল ১১টায় এই বৈঠক হবে।

WB News : আয়কর-ফাঁকির অভিযোগ, বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি

রাজ্যে আরও এক বিধায়কের বাড়িতে আয়কর তল্লাশি। এবার মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের সম্পত্তিতে নজর আয়কর দফতরের। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিধায়কের সামশেরগঞ্জের বাড়িতে সকালে হানা দেন আয়কর আধিকারিকরা। 

WB News Live : পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে ইডি-তলব

শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব। কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকে তলব ইডি-র। সকাল ১১.৩০টায় সিজিও কমপ্লেক্সে হাজির হতে নির্দেশ । এর আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। 

প্রেক্ষাপট


  •  রাজ্যের বকেয়ার দাবিতে আজ প্রধানমন্ত্রীর ( Narendra Modi )  কাছে মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । সঙ্গে থাকবেন অভিষেক-সহ ১০জন তৃণমূল সাংসদ। নতুন সংসদ ভবনে সকাল ১১টায় বৈঠক।

  • মোদির বিরুদ্ধে চব্বিশের ভোটে জোটের প্রধানমন্ত্রী ( Prime Minister ) -মুখ কে? খাড়গের নাম প্রস্তাব করে মাস্টারস্ট্রোক মমতার। সমর্থন কেজরিওয়ালের। আগে তো জিতি, বললেন খাড়গে। 

  • ৩১ ডিসেম্বরের মধ্যে আসন রফা। ৩০ জানুয়ারি দেশজুড়ে প্রচারে জোট। ভোটের পর প্রধানমন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত, বেশি ভোট জেতাই অগ্রাধিকার, বললেন খাড়গে। 

  • ২৮ দলের বৈঠকের পরেই বেরিয়ে গেলেন মমতা-অভিষেক ( Abhishek Banerjee ) । কোন কোন রাজ্যে আসন রফা? প্রথম আঞ্চলিক স্তরে কথা, বললেন খাড়গে। তুললেন না বাংলার নাম।

  •  তৃণমূলের সঙ্গে কীভাবে আসন রফা? আজ বিকেলে অধীরকে হাইকমান্ডের তলব। বহরমপুর, মালদা দক্ষিণের সঙ্গে আরও ৪টি কেন্দ্র চাওয়ার সম্ভাবনা। 

  • ৬ নয়, বাংলায় কংগ্রেসকে ২টি আসন ছাড়তে চান মমতা। বদলে মেঘালয়ে চান ১টি আসন। যেখানে যে শক্তিশালী, তার হাতেই জোটের নিয়ন্ত্রণ রাখার প্রস্তাব। 

  • জোট নিয়ে কংগ্রেসের কোর্টেই বল ঠেললেন তৃণমূলনেত্রী। উদার হওয়ার বার্তা। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩০০টিতে লড়ে বাকি সঙ্গীদের ছাড়ার প্রস্তাব।

  • জোটের প্রধানমন্ত্রী হিসেবে খাগড়ের নাম প্রস্তাব মমতার। বিজেপির কথায় ট্র্যাপ, অভিযোগ সুজনের। কংগ্রেস সভাপতির নাম বললে তো ভালই, দাবি তৃণমূলের। 

  • জোটের বৈঠকে কার্যত 'কোণঠাসা' কংগ্রেস। মধ্যপ্রদেশে আসন না ছাড়ায় মমতাকে নালিশ অখিলেশের। রথ আছে, সারথি নেই, উদ্ধবের মন্তব্যে জল্পনা।

  • দিল্লিতে জোটের বৈঠক, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। কুলপিতে নেতা খুনের বিচার চেয়ে পরিবারের পাশে প্রদেশ নেতৃত্ব।

  • দিল্লিতে মমতার সঙ্গে বৈঠকে ইয়েচুরি। দুর্নীতির প্রতিবাদে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে ডিওয়াইএফআইয়ের ইনসাফ মিছিল।

  • রবিবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, আসছেন না প্রধানমন্ত্রী। জরুরি কাজ থাকায় সাধু-সন্তদের জানিয়ে দিয়েছে পিএমও, জানালেন শুভেন্দু। 

  • রবিবার ব্রিগেডে গীতাপাঠের দিনই টেট। দিলীপের আর্জি খারিজ করে জানাল হাইকোর্ট। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছনো নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ। 

  • স্মোককাণ্ডে শাহ-বিবৃতি চেয়ে লোকসভায় আরও ৪৯জন সাংসদ সাসপেন্ড। ৩দিনে ১৪১জন সাসপেন্ড! চলতি অধিবেশনের বাইরে ইন্ডিয়া জোটের সব সাংসদ। 

  • সাসপেনশনের প্রতিবাদে সংসদ চত্বরে নকল অধিবেশন। রাজ্যসভার চেয়ারম্যানকে নকল কল্যাণের। ছবি তুললেন রাহুল। তীব্র সমালোচনায় ধনকড়।

  • সংসদে স্মোককাণ্ডের তদন্তে ললিত-যোগে বাংলায় দিল্লি পুলিশ।বাগুইআটি, ইকো পার্ক থানা থেকে মুক্তারামবাবু স্ট্রিট। ৬ জায়গায় হানা।

  •  ১১৯দিন ধরে এসএসকেএমে কালীঘাটের কাকু। কণ্ঠস্বরের নমুনা পেতে হাইকোর্টে ইডির। বারবার বাধা, এসএসকেএমকে বিন্দুমাত্র বিশ্বাস করি না বলে অভিযোগ। 

  • স্ট্রেস ছাড়া সমস্যা নেই, হেনস্থা করতেই বারবার বাধা। সুজয়কৃষ্ণ নিয়ে নালিশ ইডির। মেডিক্যাল রিপোর্ট আইনজীবীকে দেওয়ার নির্দেশ। সুপারের রিপোর্ট তলব। 

  • ফের বাড়ছে সংক্রমণ। করোনার নতুন ভ্যারিয়েন্টে উদ্বিগ্ন কেন্দ্র। জনসমাবেশ নিয়ে গাইডলাইন প্রকাশ করতে চলেছে রাজ্য। ভিড়ে মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.