West Bengal News Live: রাজ্যে কমল করোনা সংক্রমিতের সংখ্যা, ১ দিনে আক্রান্ত ৪১৪

Get the latest West Bengal News and Live Updates:সন্ত্রাসের অভিযোগে আজ-কাল রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি বামেদের। শান্তিপূর্ণ ভোট, দাবি পুলিশের। বুথ দখলের অভিযোগ নেই, জানাল কমিশন।

abp ananda Last Updated: 20 Dec 2021 08:15 PM
WB News Live Updates: রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা

রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুমগুলি। হাইকোর্টের নির্দেশে স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। বিজয় মিছিল নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই, বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

West Bengal News Live: ভোট মেটার পরও, পুরোপুরি থামেনি অশান্তি

ভোট মেটার পরও, পুরোপুরি থামেনি অশান্তি। কংগ্রেস প্রার্থীকে কার্যত বিবস্ত্র করে, বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দলের কারও যোগ নেই বলে দাবি তৃণমূল প্রার্থীর।

WB News Live Updates: নার্সিংহোমের ভুল চিকিৎসায় কাটা গেছে ডান হাত, অভিযোগ রেলকর্মীর

নার্সিংহোমের ভুল চিকিৎসায় কাটা গেছে ডান হাত। এমনটাই অভিযোগ করলেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের এক রেলকর্মী। প্রতিকার চেয়ে বিভিন্ন সরকারি দফতরে অভিযোগও জানিয়েছেন তিনি। ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।এনিয়ে প্রতিক্রিয়া দিতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ।

West Bengal News Live: ভোটের দিন ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে

ভোটের দিন ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মন্ত্রী ও তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য বহিরাগতদের এনেছিলেন, বলে দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

WB News Live Updates: বাঁকুড়ার কোতুলপুরে আত্মঘাতী কৃষকের বাড়িতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে শুভেন্দু অধিকারী

বাঁকুড়ার কোতুলপুরে আত্মঘাতী কৃষকের বাড়িতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতাকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান গ্রামবাসীদের একাংশের। যা নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।

West Bengal News Live: লেদার কমপ্লেক্স থানা এলাকায় মহিলাকে খুনের অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ

লেদার কমপ্লেক্স থানা এলাকায় মহিলাকে খুনের অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। গত ২ ডিসেম্বর এক নির্মীয়মাণ বহুতলে মহিলার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, জেরায় স্বামী স্বীকার করেছেন, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহেই ওই ঘটনা ঘটিয়েছেন তিনি।

WB News Live Updates: ভাটপাড়া পুর এলাকার জগদ্দলে তৃণমূলের দুই ওয়ার্ড কোঅর্ডিনেটরের বিরোধিতায় পড়ল পোস্টার

উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুর এলাকার জগদ্দলে তৃণমূলের দুই ওয়ার্ড কোঅর্ডিনেটরের বিরোধিতায় পড়ল পোস্টার। নাগরিকবৃন্দের নামে দেওয়া পোস্টার ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  

West Bengal News Live: কলকাতায় আয়ারল্যান্ড ফেরত আরও ১জনকে ঘিরে ওমিক্রন-সন্দেহ

কলকাতায় আয়ারল্যান্ড ফেরত আরও ১জনকে ঘিরে ওমিক্রন-সন্দেহ। আয়ারল্যান্ড ফেরত মহিলার করোনা রিপোর্ট পজিটিভ, বেলেঘাটা আইডিতে ভর্তি। ওমিক্রন-সন্দেহে ডাবলিন ফেরত আরেকজনকে বাড়িতেই আইসোলেশন। আগামীকাল ২জনেরই নমুনা পাঠানো হবে জিনোম সিকোয়েন্সিংয়ে

WB News Live Updates: ২৫ ডিসেম্বর থেকে প্রতি শনিবার আরও ১০টি মেট্রো

২৫ ডিসেম্বর থেকে প্রতি শনিবার আরও ১০টি মেট্রো। ২২০টির বদলে প্রতি শনিবার চলবে ২৩০টি রেক। সোম থেকে শুক্রবার ২৭২টির বদলে চলবে ২৭৬টি রেক

West Bengal News Live: রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৪১৪ জন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৪১৪ জন। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন

WB News Live Updates: ১২ ঠিকা শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদ

১২ ঠিকা শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদ। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি বেসরকারি সার প্রস্তুতকারী কারখানায় ঠিকা শ্রমিকদের বিক্ষোভ। যার জেরে আজ উৎপাদন ব্যাহত হয় সংস্থায়। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কাজে গাফিলতি করায় ওই ১২ শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।

West Bengal News Live: দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে বাড়ির কাছে গুলিবিদ্ধ হলেন যুব তৃণমূল নেতা

দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে বাড়ির কাছে গুলিবিদ্ধ হলেন যুব তৃণমূল নেতা। পরিবারের অভিযোগ, এলাকার তৃণমূল বিধায়ক দেখে নেওয়ার হুমকি দেন। তারপরেই হামলা। যদিও তৃণমূল বিধায়ক দাবি করেছেন, এটা চক্রান্ত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলে, বলে অভিযোগ করেছে বিজেপি।

WB News Live Updates: বাঁকুড়ায় আত্মঘাতী কৃষকের বাড়িতে শুভেন্দু, কালো পতাকা

বাঁকুড়ায় আত্মঘাতী কৃষকের বাড়িতে শুভেন্দু, কালো পতাকা। কোতুলপুরে ঢোকার সময় শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ। শুভেন্দু অধিকারী গাড়ি ঘিরে বিক্ষোভ, কালো পতাকা। গো ব্যাক স্লোগানের মুখে পাল্টা স্লোগান শুভেন্দুর। 

West Bengal News Live: হাওড়ার নিশ্চিন্দার দুই গৃহবধূর নিখোঁজ-রহস্যের পর্দাফাঁস

হাওড়ার নিশ্চিন্দার দুই গৃহবধূর নিখোঁজ-রহস্যের পর্দাফাঁস। শীতের পোশাক কেনার নাম করে মুর্শিদাবাদে যান দুই গৃহবধূ। সেখান থেকে প্রেমিকদের সঙ্গে মুম্বই পাড়ি। ৬ মাস আগে নিশ্চিন্দার বাড়িতে কাজ করতে আসেন ২ রাজমিস্ত্রি। বাড়িতে কাজ করতে এলে মুর্শিদাবাদের ২ রাজমিস্ত্রির সঙ্গে ঘনিষ্ঠতা।

WB News Live Updates: কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর সাফল্য উদযাপনে উদ্যোগী পুজোর উদ্যোক্তা থেকে শিল্পীরা

কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর সাফল্য উদযাপনে উদ্যোগী পুজোর উদ্যোক্তা থেকে শিল্পীরা। আজ তাঁদের তরফে জানানো হয়েছে, বুধবার অ্যাকাডেমির সামনে থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা হবে।  

West Bengal News Live: জাঁকিয়ে শীত পড়ল কলকাতায়, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

জাঁকিয়ে শীত পড়ল কলকাতায়, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে। পশ্চিমাঞ্চল-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ২ বর্ধমান শৈত্যপ্রবাহের সতর্কতা। নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতেও সতর্কতা আবহাওয়া দফতরের। আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে পারদ, ৪৮ ঘণ্টায় জাঁকিয়ে শীত। পশ্চিমী ঝঞ্ঝায় বড়দিনে কলকাতায় কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। দিল্লিতে সব রেকর্ড ভেঙে পারদ নামল ৩ ডিগ্রিতে। 

WB News Live Updates: রাত পোহালেই কলকাতা পুরভোটের রায়, স্ট্রং রুমে কড়া নিরাপত্তা

রাত পোহালেই কলকাতা পুরভোটের রায়, স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। ত্রিস্তরীয় নিরাপত্তায় স্ট্রং রুম, কাল সকাল ৮টা থেকে ভোট গণনা। কাল কলকাতা পুরভোটের রায়, ৯৫০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। 

West Bengal News Live: কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিএম ও বিজেপি

কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিএম ও বিজেপি। এদিন এই নিয়ে মামলা করার অনুমতি চান ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। অনুমতি দেন প্রধান বিচারপতি। তথ্য প্রমাণ-সহ অভিযোগপত্র দাখিল করার আবেদন জানায় বিজেপি। সেই আবেদনও মঞ্জুর করেন প্রধান বিচারপতি। একত্রে দুটি মামলার শুনানি ২৩ ডিসেম্বর।

WB News Live Updates: শুভেন্দুর তৃণমূল ছাড়ার একবছর পূর্ণ, কাঁথিতে মিষ্টি বিলি করলেন তৃণমূলের

তৃণমূল ছাড়ার একবছর পূর্ণ হল শুভেন্দু অধিকারীর। বিজেপিতে যোগদানকে কটাক্ষ করে কাঁথিতে মিষ্টি বিলি করলেন তৃণমূল কর্মীরা। শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে কাঁথির ক্যানাল পাড়ে এই কর্মসূচিতে ছিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি, যুব তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি-সহ কাঁথির তৃণমূল নেতারা

West Bengal News Live: পেগাসাসে রাজ্যের তদন্ত কমিশন নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

পেগাসাসে রাজ্যের তদন্ত কমিশন নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। কমিশনের তদন্তের তথ্য ও গতিপ্রকৃতি জানাতে ব্যর্থ হয়েছেন মুখ্যসচিব। 

WB News Live Updates: গঙ্গাসাগর মেলার আগেই রাজ্য সড়কে বেআইনি নির্মাণ উচ্ছেদের নির্দেশ

গঙ্গাসাগর মেলার আগেই রাজ্য সড়কে বেআইনি নির্মাণ উচ্ছেদের নির্দেশ। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাজ্য সড়কের ধারে বেআইনি নির্মাণ। শুক্রবারের মধ্যে বেআইনি নির্মাণ উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের। 

West Bengal News Live: কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় নির্মীয়মাণ বহুতলে মহিলাকে খুনের কিনারা করল পুলিশ

কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় নির্মীয়মাণ বহুতলে মহিলাকে খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার স্বামী। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে লেদার কমপ্লেক্সের ১ নম্বর গেটের সিসি ক্যামেরার ফুটেজ ও মোবাইল ফোনের টাওয়ার ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে মৃত মহিলার পরিচয় জানতে পারে পুলিশ। 

WB News Live Updates: বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার

কলকাতায় ভোটের নামে প্রহসনের অভিযোগে বিজেপির প্রতিবাদ মিছিল।  মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতরের সামনে থেকে মিছিলের ডাক । পুরভোটের বিজেপি প্রার্থীদের মিছিলে যোগ দিতে বলা হয়েছে। ঘটনাস্থলে মজুত বিশাল পুলিশবাহিনী। মিছিল ঘিরে ধুন্ধুমার

West Bengal News Live: পুরভোটে সন্ত্রাসের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের সামনে সিপিএমের বিক্ষোভ কর্মসূচি

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে রডন স্ট্রিটে রাজ্য নির্বাচন কমিশনের সামনে সিপিএমেরও বিক্ষোভ কর্মসূচি। ইতিমধ্যেই ভোট সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিএম। বাম, কংগ্রেস, বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

WB News Live Updates: ভোটের আগে ভাটপাড়া পুরসভার দুই ওয়ার্ড কোঅর্ডিনেটরের নামে কুরুচিকর পোস্টার

পুরভোটের আগে ভাটপাড়া পুরসভার দুই ওয়ার্ড কোঅর্ডিনেটরের নামে পড়ল কুরুচিকর পোস্টার। গতকাল জগদ্দলের গোলঘর এলাকায় স্থানীয় নাগরিকবৃন্দের নামে এ ধরনের পোস্টার দেখা যায়। ভাটপাড়া পুরসভার তৃণমূলের দুই কোঅর্ডিনেটর ১০ নম্বর ওয়ার্ডের মনোজ গুহ ও ১৫ নম্বর ওয়ার্ডের সীমা মণ্ডলের বিরুদ্ধে পোস্টারে কুরুচিকর মন্তব্যের পাশাপাশি, চুরি ও তোলাবাজির অভিযোগ তুলে পুরভোটে টিকিট না দেওয়ার আবেদন জানানো হয়েছে। মনোজ গুহর দাবি, গোটাটাই ষড়যন্ত্র। মুখ খুলতে চাননি সীমা মণ্ডল। এই ঘটনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, দাবি বিজেপির। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

West Bengal News Live: কলকাতা পুরভোটে সন্ত্রাস, ছাপ্পা ভোটের অভিযোগে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

কলকাতা পুরভোটে সন্ত্রাস, ছাপ্পা ভোটের অভিযোগে কংগ্রেসের প্রতিবাদ মিছিল। বিড়লা তারামণ্ডল থেকে মিছিল শুরু হয়। নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল করার কথা কংগ্রেসের। মিছিলে উপস্থিত বেশ কয়েকজন কংগ্রেস প্রার্থী। রয়েছেন অসিত মিত্র, প্রদীপ প্রসাদ-সহ কংগ্রেস নেতারা।

WB News Live Updates: নির্মীয়মাণ বহুতলে মহিলাকে খুনের কিনারা করল পুলিশ, গ্রেফতার স্বামী

কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় নির্মীয়মাণ বহুতলে মহিলাকে খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার স্বামী। 

West Bengal News Live: কোতুলপুরে কৃষকের আত্মহত্যা ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর

বাঁকুড়ার কোতুলপুরে কৃষকের আত্মহত্যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গত ১০ ডিসেম্বর কীটনাশক খান বালিঠ্যা গ্রামের বাসিন্দা তাপস কোটাল। পরদিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কৃষকের মৃত্যুর পর তৃণমূল ও  বিজেপি নেতৃত্ব পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়। কোতুলপুরের বিজেপি বিধায়কের দাবি, এদিন বিকেলে মৃত কৃষকের বাড়িতে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। তার ২৪ ঘণ্টা আগে মৃত কৃষকের স্ত্রী তৃণমূলে যোগ দেওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, মৃত কৃষক তাদের বুথ সভাপতি ছিলেন। তাঁর স্ত্রীকে জোর করে দলে যোগদান করিয়েছে তৃণমূল। শাসকদলের পাল্টা দাবি, মৃত কৃষকের পরিবার দীর্ঘদিনের তৃণমূল সমর্থক।

WB News Live Updates: ঠিকা শ্রমিক বিক্ষোভে অচলাবস্থা হলদিয়ার বেসরকারি সার প্রস্তুতকারী কারখানায়

ঠিকা শ্রমিক বিক্ষোভে অচলাবস্থা তৈরি হল হলদিয়ার বেসরকারি সার প্রস্তুতকারী কারখানায়। গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে শিল্প সংস্থার সমন্বয় বৈঠকে ওই সার প্রস্তুতকারী সংস্থার তরফে উত্পাদন ব্যাহত হওয়ার জন্য শ্রমিক অসন্তোষকে দায়ী করা হয়। তা রুখতে ৫ সদস্যের কমিটি গঠন করেন জেলাশাসক। আজ সকালে ১২ জন ঠিকা শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। তার প্রতিবাদে কারখানার গেটে শুরু হয় শ্রমিক বিক্ষোভ। এর জেরে উত্পাদন ব্যাহত ও প্রচুর টাকা লোকসান হয়েছে বলে দাবি সার প্রস্তুতকারী সংস্থার।

West Bengal News Live: দার্জিলিংয়ে সেবক রংপো রেল প্রকল্প সাইটে দুর্ঘটনায় মৃত্যু দুই শ্রমিকের

দার্জিলিংয়ে সেবক রংপো রেল প্রকল্প সাইটে দুর্ঘটনায় মৃত্যু দুই শ্রমিকের।  জানা গেছে, কাজ করার সময় হঠাৎ করেই তাঁদের ওপর ভেঙে পড়ে ইঁটের একটি থাম। 


 

WB News Live Updates: কুলপি থানার কচুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের

পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি কুলপি থানার কচুবেড়িয়ার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ১২ টা নাগাদ  হটুগঞ্জের বাসিন্দা সুজয় মন্ডল ও বিজয় মন্ডল বাইকে চেপে বাড়ি ফিরছিলো। সেই সময় কচুবেড়িয়া মোড়ে উল্টো দিক থেকেএকটি ট্রাক  তাদেরকে সজোরে ধাক্কা মারে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ২ জনকে মৃত বলে জানায়।

West Bengal News Live:বাসন্তীতে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বাসন্তীতে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।পরিবারের অভিযোগ তাঁকে গুলি করে খুন হয়েছে।বাসন্তী থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে বাসন্তী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।পুলিশের প্রাথমিক অনুমান তাঁকে খুন করা হয়েছে।তবে কি কারণে খুন তাঁর তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ।

WB News Live Updates: অবশেষে জলপাইগুড়ির বানারহাটে খোঁজ মিলল ভালুকের

অবশেষে জলপাইগুড়ির বানারহাটে খোঁজ মিলল ভালুকের। গতকাল সকালে দূরামারি এলাকায় ভালুকটিকে জঙ্গলে ঢুকে পড়তে দেখেন স্থানীয়রা। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ভালুকটিকে ঘুম পাড়িয়ে খাঁচাবন্দি করেন। প্রাথমিক চিকিত্সার পর ভালুকটিকে লাভার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর।

West Bengal News Live: কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আদালতে সিপিএম-বিজেপি

কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আদালতে সিপিএম-বিজেপি। মামলার অনুমতি চাইলেন ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার।
তথ্যপ্রমাণ দিয়ে অভিযোগপত্র দাখিলের আবেদন বিজেপির।দুটি মামলাই মঞ্জুর করলেন প্রধান বিচারপতি।২৩ ডিসেম্বর একযোগে ২ মামলার শুনানি

WB News Live Updates: আমডাঙায় করুণাময়ী মন্দিরে চুরি,প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ

 উত্তর ২৪ পরগনার আমডাঙায় করুণাময়ী মন্দিরে চুরি। কয়েকলক্ষ টাকার সোনার গয়না লুঠের অভিযোগ। মন্দিরের পাহারার দায়িত্বে ছিলেন একজন কনস্টেবল ও একজন হোমগার্ড। পুলিশ সূত্রে খবর, চুরির ঘটনায় তাঁদের সরিয়ে ক্লোজ করা হয়েছে। ২ জনের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ঘটনাস্থলে বারাসাত পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। 

West Bengal News Live: পুলিশ পাহারা থাকা সত্ত্বেও আমডাঙায় করুণাময়ী মন্দিরে চুরি

সশস্ত্র পুলিশ পাহারা থাকা সত্ত্বেও, উত্তর ২৪ পরগনার আমডাঙায় করুণাময়ী মন্দিরে চুরি। কয়েকলক্ষ টাকার সোনার গয়না লুঠের অভিযোগ। মন্দিরের পাহারার দায়িত্বে ছিলেন একজন কনস্টেবল ও একজন হোমগার্ড। পুলিশ সূত্রে খবর, চুরির ঘটনায় তাঁদের সরিয়ে ক্লোজ করা হয়েছে। ২ জনের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

WB News Live Updates: কলকাতা পুরভোটে বেলেঘাটায় বোমাবাজির ঘটনায় গ্রেফতার এক

কলকাতা পুরভোটে বেলেঘাটার ৩৬ নম্বর ওয়ার্ডে বোমাবাজির ঘটনায় একজনকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ। গতকাল খান্না হাইস্কুলে ভোট চলাকালীন বোমাবাজির ঘটনা ঘটে। বোমায় জখম হন এক ভোটার। 

West Bengal News Live: রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা, স্ট্রং রুম ঘিরে কড়া নিরাপত্তা

রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা। স্ট্রং রুম ঘিরে কড়া নিরাপত্তা। নেতাজি ইন্ডোরের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এখানে তৈরি হয়েছে স্ট্রং রুম। বাইরে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স। সঙ্গে লাঠিধারী পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।

WB News Live Updates: উস্তি থানা এলাকায় যুব তৃণমূল নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকায় যুব তৃণমূল নেতাকে গুলি।আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুটি বাইকে চড়ে আসা ৩-৪ জন দুষ্কৃতী।

West Bengal News Live: কলকাতায় পারদ নামল ১১ ডিগ্রিতে, আজ মরশুমের শীতলতম দিন

বছর শেষে শীতের ধুন্ধুমার ব্যাটিং। কলকাতায় পারদ নামল ১১ ডিগ্রিতে। আজ মরশুমের শীতলতম দিন। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে পারদপতন। গত কয়েকদিনের রেকর্ড ছাপিয়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। জেলাগুলিতে তাপমাত্রা ১০-এর কাছাকাছি। সব মিলিয়ে পৌষের শুরু থেকেই জমিয়ে ব্যাটিং শীতের।

WB News Live Updates: সোনাঝুরিতে বেআইনিভাবে পিকনিক করার অভিযোগে আটক কয়েকজন

শান্তিনিকেতনের সোনাঝুরিতে বেআইনিভাবে পিকনিক করার অভিযোগে আটক বেশ কয়েকজন। আটক করল শান্তিনিকেতন থানার পুলিশ। সোনাঝুড়ির জঙ্গলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ধৃতরা পিকনিক করছিল বলে অভিযোগ

West Bengal News Live: নাকাশিপাড়ায় প্রকাশ্যে এক ব্যক্তিকে ছুরি দিয়ে হামলার অভিযোগ

নদিয়ার নাকাশিপাড়ায় প্রকাশ্যে এক ব্যক্তিকে ছুরি দিয়ে হামলার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন। আহতকে উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাকাশি পাড়া থানায় অভিযোগ দায়ের।

WB News Live Updates: নির্মিয়মাণ বহুতলের দেওয়াল ভেঙে বিপত্তি, মৃত্যু শ্রমিকের

হাওড়ার রোজমেরি লেনে নির্মিয়মাণ বহুতলের দেওয়াল ভেঙে বিপত্তি। কর্মরত  অবস্থায় এক শ্রমিকের চাপা পড়ে মৃত্যু। ঘটনার তদন্ত শুরু করেছে গোলবাড়ি থানার পুলিশ।

West Bengal News Live কোচবিহারের দিনহাটায় তৃণমূলের মিছিল

কোচবিহারের দিনহাটায় তৃণমূলের মিছিল। মূল্যবৃদ্ধি ও সীমান্তে বিএসএফ পরিসর বৃদ্ধির প্রতিবাদে সংহতি ময়দান থেকে মিছিল করে তৃণমূল। ছিলেন বিধায়ক উদয়ন গুহ, পরেশ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। 


 

WB News Live Updates: বিজেপির পঞ্চায়েত তৃণমূলের

পুরুলিয়ার আনাড়া বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। রবিবার বিজেপির প্রধান সহ তিনজন তৃণমূলে যোগ দেওয়ার ফলে পঞ্চায়েত তৃণমূলের দখলে। ভয় দেখিয়ে দলবদলের অভিযোগ বিজেপির। উন্নয়নের স্বার্থে যোগদান দাবি শাসকদলের। 

প্রেক্ষাপট

সি ভোটারের এক্সিট পোলে কলকাতায় (KMC Election 2021) ১৩১টি ওয়ার্ডই দখলে আসতে পারে তৃণমূলের (TMC)। বিজেপি (BJP) জিততে পারে ১৩টি। হাত খালিই থাকতে পারে বাম-কংগ্রেসের।


সিআইটি রোডে বুথ থেকে টেনে হিঁচড়ে বিজেপি প্রার্থীর জামাই-সহ ৪ জনকে বেধড়ক মার। চোখে গুরুতর আঘাত। দাঁড়িয়ে দেখল পুলিশ। গণতন্ত্রের পক্ষে শুভ নয়, সমালোচনায় নাড্ডা।


ট্র্যায়াঙ্গুলার পার্কে রাস্তায় ফেলে বিজেপি প্রার্থীকে মার। জোড়াবাগানে বাঁশ দিয়ে মার বাম প্রার্থীকে। তালতলায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী। 


ভোটের পরেও সন্ত্রাস। হরিদেবপুরে নির্দল প্রার্থীর বাড়িতে তাণ্ডব, বাইক ভাঙচুর। অভিযুক্ত শাসকদল। দলের যোগ নেই, পাল্টা তৃণমূল।


পুরভোটে অশান্ত বড়বাজার। পুলিশকে ঠেলে বুথে বহিরাগত তাণ্ডব। ভাঙল ইভিএম। অশান্তি হলেও বুথ দখল নয়, দাবি কমিশনের। 


 কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র ব্রেবোর্ন রোড। পুলিশের সামনেই কংগ্রেস কর্মীকে মাটিতে ফেলে বেধড়ক মার। গ্রেফতার ২। 


কলকাতা পুরভোটে ঝরল রক্ত। টাকি স্কুলের সামনে বোমাবাজি, জখম ভোটার। 


বিক্ষিপ্ত অশান্তির মধ্যে কলকাতা পুরভোট। খিদিরপুরে বাম প্রার্থীর গাড়ি ভাঙচুর। রাস্তায় বসে বিক্ষোভ। পূর্ব পুটিয়ারিতে বাম এজেন্টকে হুমকি।


কলকাতা পুলিশ ভাল কাজ করেছে। ভাল ভোট হয়েছে, লড়তে না পারলে নাটক করবে। সন্ত্রাসের অভিযোগে বিরোধীদের খোঁচা মুখ্যমন্ত্রীর। 


 ভোট লুঠের অভিযোগে রাজভবনে নালিশ বিজেপির। কমিশনে বিক্ষোভ। ভোট বাতিলের দাবি। হারের ভয়ে প্রলাপ! পাল্টা তৃণমূল। 


 অশান্তির প্রমাণ থাকলে ২৪ ঘণ্টায় কড়া পদক্ষেপের আশ্বাস অভিষেকের। 


সন্ত্রাসের অভিযোগে আজ-কাল রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি বামেদের। শান্তিপূর্ণ ভোট, দাবি পুলিশের। বুথ দখলের অভিযোগ নেই, জানাল কমিশন। 


 সল্টলেকে শুভেন্দুর বাড়ির বাইরে হঠাৎ প্রচুর পুলিশ। বিজেপি বিধায়কদের বেরোতে বাধা। পুলিশের সঙ্গে বচসা।


কলকাতায় ভোটে কেন বহিরাগত? এমএলএ হস্টেলের গেটে তালা। ভিতরে বিজেপির ৮ বিধায়ক। পথেই বাঁকুড়ার বিধায়ককে আটকাল পুলিশ। ভোটের পর খুলল গেট। 


ভয়মুক্ত ভোট, প্রশাসনিক নিরপেক্ষতার অভাব কষ্ট দিচ্ছে দীর্ঘদিন। ভোট দিয়েই হিংসা নিয়ে কটাক্ষ রাজ্যপালের। কমিশনের উপর চাপ তৈরির দাবি। 


 অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী, মেয়েকে নিয়ে পাম অ্যাভেনিউয়ে ভোট দিলেন মীরা-সুচেতনা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.