West Bengal News Live: ১০৮টি পুরসভার ভোটের আগে শেষ রবিবারে জমজমাট প্রচারপর্ব

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Feb 2022 02:52 PM
West Bengal News Live:একের পর এক পুরসভায় দলের হারের জন্য ইভিএম কারচুপিকে দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি

একের পর এক পুরসভায় দলের হারের জন্য ইভিএম কারচুপিকে দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি। সেই সঙ্গে তাঁর অভিযোগ, সিপিএমের পক্ষে ছাপ্পা ভোট দিয়ে বামেদের প্রধান বিরোধী শক্তি বানানোর চেষ্টা করছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। তীব্র কটাক্ষ করেছে সিপিএম। 

WB News Live :রানিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলা

রানিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলা। খবর জানাজানি হতেই পালাতে থাকে ৫ দুষ্কৃতী। পালানোর সময় ছোঁড়া গুলিতে জখম ১ এসআই-সহ ২। পুলিশের হাতে গ্রেফতার ৩ দুষ্কৃতী, ২ জন ফেরার। 
ফেরার দুষ্কৃতীদের ধরতে চলছে নাকা তল্লাশি। 

West Bengal News Live: জেলায় জেলায় তুঙ্গে রবিবাসরীয় পুরভোটের প্রচার

জেলায় জেলায় তুঙ্গে রবিবাসরীয় পুরভোটের প্রচার। কেউ হুড খোলা গাড়িতে, কেউ আবার বাড়ি বাড়ি ঘুরে সারলেন জনসংযোগ। প্রচারে একে অপরকে নিশানা করেছে সব পক্ষ।

WB News Live : দার্জিলিঙের নকশালবাড়ি এলাকায় একেবারে মগডালে উঠে পড়ল চিতাবাঘ

দার্জিলিঙের নকশালবাড়ি এলাকায় একেবারে মগডালে উঠে পড়ল চিতাবাঘ। গাছ কেটে ফেলতেই দৌড়ে পালিয়ে একটি ঝোপে আশ্রয় নেয় চিতাবাঘটি। সে সময় তাকে জাল দিয়ে ঘিরে ফেলেন বন কর্মীরা। তিন ঘণ্টা পর এলাকায় ফেরে স্বস্তি। 

West Bengal News Live: ১০৮টি পুরসভার ভোটের আগে শেষ রবিবারে জমজমাট প্রচারপর্ব

১০৮টি পুরসভার ভোটের আগে শেষ রবিবারে জমজমাট প্রচারপর্ব। পুরসভা দখল করতে বিরোধীপক্ষের ভুলত্রুটি তুলে ধরে প্রচারে ঝাঁঝ বাড়িয়েছে সব পক্ষ। 

WB News Live : আনিস-মৃত্যুর প্রতিবাদে তালতলা থেকে ডিসি সদরের অফিস পর্যন্ত মিছিল মাদ্রাসা ইউনিয়নের

আনিস-মৃত্যুর প্রতিবাদে তালতলা থেকে ডিসি সদরের অফিস পর্যন্ত মিছিল মাদ্রাসা ইউনিয়নের। কিছুক্ষণের জন্য লেনিন সরণি অবরোধ।

West Bengal News Live: পুরভোটের এক সপ্তাহ আগে একাধিক জেলায় তৃণমূল প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফ্লেক্স নষ্ট করে দেওয়ার অভিযোগ

পুরভোটের এক সপ্তাহ আগে একাধিক জেলায় তৃণমূল প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফ্লেক্স নষ্ট করে দেওয়ার অভিযোগ। বিরোধীদের কাঠগড়ায় তুলেছে শাসক শিবির। গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলে পাল্টা বিঁধেছেন বিরোধীরা।

WB News Live : জলপাইগুড়িতে কংগ্রেসের দখলে থাকা ৫টি ওয়ার্ডে এবার ঘাস-ফুল ফোটাতে মরিয়া রাজ্যের শাসক দল

জলপাইগুড়িতে কংগ্রেসের দখলে থাকা ৫টি ওয়ার্ডে এবার ঘাস-ফুল ফোটাতে মরিয়া রাজ্যের শাসক দল। ওই ওয়ার্ডগুলিতে লাগাতার প্রচারে গৌতম দেব ও সৌরভ চক্রবর্তী। বিরোধী শূন্য হবে জলপাইগুড়ি পুরসভা, হুঙ্কার তৃণমূলের। গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস।

West Bengal News Live: হুগলির ভদ্রেশ্বরে নিহত তৃণমূল নেতার ছবি নিয়ে ভোটপ্রচারে নির্দল প্রার্থী

হুগলির ভদ্রেশ্বরে নিহত তৃণমূল নেতার ছবি নিয়ে ভোটপ্রচারে নির্দল প্রার্থী। আর সেই নির্দল প্রার্থীর সমর্থনে ময়দানে নেমেছেন তৃণমূল কর্মীদেরই একাংশ! গোঁজ প্রার্থী সরাতে যখন বহিষ্কারের কড়া পথে হাঁটছে তৃণমূল নেতৃত্ব, তখন এই ছবি ধরা পড়েছে ভদ্রেশ্বর পুরসভার সাত নম্বর ওয়ার্ডে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।>

WB News Live : উদয়ন গুহর বিরুদ্ধে গুন্ডা পোষার অভিযোগ করেছেন দিলীপ ঘোষ

কোচবিহারের দিনহাটায় রাজনৈতিক অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই ইস্যুতে উদয়ন গুহর বিরুদ্ধে গুন্ডা পোষার অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক। এদিকে, আহত তৃণমূল নেতাকে ভর্তি করা হল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। 

West Bengal News Live : সেলাই মেশিন চুরি করতে এসে সত্তরোর্ধ্ব মহিলাকে ধর্ষণের অভিযোগ

সেলাই মেশিন চুরি করতে এসে সত্তরোর্ধ্ব মহিলাকে ধর্ষণের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে চাঞ্চল্য। বাড়িতে একাই থাকতেন সত্তরোর্ধ্ব ওই মহিলা। লাগোয়া বাড়িতে থাকতেন মহিলার পুত্র, পুত্রবধূ ও তাঁদের এক সন্তান। চিত্কার শুনে ছুটে এসে মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবার। ডায়মন্ড হারবার থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। 

WB News Live : পুরভোটের মুখে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বাঁকুড়া

পুরভোটের মুখে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বাঁকুড়া। বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এলাকায় বিজেপিই সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে, পাল্টা অভিযোগ তৃণমূল প্রার্থীর।

West Bengal News Live : পুলিশের পোশাক পরে তৃণমূলের গুন্ডারা আনিসকে ফেলে খুন করেছে, অভিযোগ শুভেন্দু অধিকারীর

পুলিশের পোশাক পরে তৃণমূলের গুন্ডারা আনিসকে ফেলে খুন করেছে। অভিযোগ শুভেন্দু অধিকারীর। পরিবারের পাশে দাঁড়িয়ে সিবিআই তদন্তের দাবি।

WB News Live : পুলিশের উপর কীভাবে ভরসা রাখব, প্রশ্ন তুলছেন আনিসের বাবা

পুলিশের উপর কীভাবে ভরসা রাখব, প্রশ্ন তুলছেন আনিসের বাবা।

West Bengal News Live : আনিসের মৃত্যুর রাতে আমতা থানায় বারবার ফোন করলেও আসেনি পুলিশ, দাবি আনিসের বাবার

আনিসের মৃত্যুর রাতে আমতা থানায় বারবার ফোন করলেও আসেনি পুলিশ, দাবি আনিসের বাবার। 

WB News Live : ‘পুলিশ আনিসের বাড়িতে গিয়েছিল কি না, তা তদন্তসাপেক্ষ’ 

‘পুলিশ আনিসের বাড়িতে গিয়েছিল কি না, তা তদন্তসাপেক্ষ।’ 

West Bengal News Live : পুরভোটে হুগলির বাঁশবেড়িয়ায় নাম-বিভ্রাট

পুরভোটে হুগলির বাঁশবেড়িয়ায় নাম-বিভ্রাট। নাম এক, পদবীও এক। যদিও রাজনৈতিক পরিচয় আলাদা। এবার ১৪ নম্বর ওয়ার্ডে লড়াই বিশ্বজিৎ দাস বনাম বিশ্বজিৎ দাসের।  একজন তৃণমূল, আরেকজন বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন। ভোটপ্রচারে বেরিয়ে মুখোমুখি হচ্ছেন দুই প্রার্থী। কখনও একই বাড়িতে ঢুকে পড়ছেন দু’ জনে। ভোটাররাও বিভ্রান্ত। দু’ জনেই বলছেন, নাম নয়, দলের প্রতীক দেখেই ভোট দেবেন ভোটাররা। বিরোধী প্রার্থীর সঙ্গে নাম-পদবী মিললেও জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থী। মানুষ ভয়-ভীতি কাটাতে পারলে জয় নিশ্চিত, দাবি বিজেপি প্রার্থীর।

WB News Live : আনিস-মৃত্যুতে চড়ছে রাজনৈতিক পারদ

আনিস-মৃত্যুতে চড়ছে রাজনৈতিক পারদ। প্রয়াত ছাত্রনেতার বাড়িতে বাম-কংগ্রেস প্রতিনিধি দল। রাজ্য সরকারকে নিশানা।

West Bengal News Live : কোন পথে আনিস-মৃত্যুর তদন্ত? ভবানী ভবনে হাওড়া গ্রামীণের এসপি-কে তলব রাজ্য পুলিশের ডিজি-র

কোন পথে আনিস-মৃত্যুর তদন্ত? ভবানী ভবনে হাওড়া গ্রামীণের এসপি-কে তলব রাজ্য পুলিশের ডিজি-র

WB News Live : এগরা পুরসভার ২ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল

দলের নির্দেশ অগ্রাহ্য করে পুরভোটে লড়ার সিদ্ধান্ত। এগরা পুরসভার ২ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। 

West Bengal News Live : দক্ষিণ দমদম পুরসভায় তৃণমূলের বর্ণাঢ্য ভোটপ্রচার

দক্ষিণ দমদম পুরসভায় তৃণমূলের বর্ণাঢ্য ভোটপ্রচার। আজ সকালে ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন মন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূলের প্রচার মিছিলে বাজল ঢাক-ঢোল। 

WB News Live : হুঁশিয়ারির পরেও ভোটের লড়াইয়ে অনড়, উত্তর ২৪ পরগনায় বহিষ্কার করল তৃণমূল

হুঁশিয়ারির পরেও ভোটের লড়াইয়ে অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কার। উত্তর ২৪ পরগনায় একসঙ্গে ৬১ জন বিক্ষুব্ধকে বহিষ্কার করল তৃণমূল। জেলার ২৫ পুরসভায় ৬১ জন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলকে বহিষ্কার। জেলাজুড়ে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেন ৬৭ জন। হুঁশিয়ারির পর আগেই ৬ জন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। চূড়ান্ত হুঁশিয়ারির পরেও অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত।

West Bengal News Live : আনিসের মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আনিস মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেরিতে আসার অভিযোগ। সকালে ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভের জেরে প্রথমে ফিরে যান আধিকারিকরা। সেই সময়ের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ।

WB News Live : আনিস-মৃত্যুর প্রতিবাদে আমতা থানা অভিযানে এসএফআই

আনিস-মৃত্যুর প্রতিবাদে আমতা থানা অভিযান এসএফআইয়ের। পুলিশের বাধা। ভাঙল ব্যারিকেড।

West Bengal News Live : শান্তিপুরে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ

পুরভোটের আগে শান্তিপুরে বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে শাসক দল।

WB News Live : প্রতিপক্ষের বাড়িতে গিয়ে ভোট চাইলেন নেতা, পুরভোটে নজর কাড়ল গাঁধীগিরি

প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে ভোট চাইলেন বিজেপি প্রার্থী।  প্রচারের তপ্ত আবহে এই গান্ধীগিরি নিয়ে চর্চা শুরু হয়েছে। ঘটনা ঘটেছে পুরুলিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে।  

West Bengal News Live : আনিস খানের মৃত্যুর প্রতিবাদে জেলায় জেলায় এসএফআইয়ের বিক্ষোভ

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে জেলায় জেলায় এসএফআইয়ের বিক্ষোভ।

WB News Live : ভবানী ভবনে তলব হাওড়া গ্রামীন পুলিশ সুপারকে

হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ডেকে পাঠানো হল ভবানী ভবনে।

West Bengal News Live : ফের শহরে জামতাড়া গ্যাং, রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ

ফের শহরে জামতাড়া গ্যাং। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার ২। পুলিশ সূত্রে খবর, বাগুইআটির বাসিন্দা অভিযোগকারিণী দাবি করেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে তাঁর মোবাইল ফোনে মেসেজ আসে।বলা হয়, অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। খোলার জন্য নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। অভিযোগ, সেই লিঙ্কে ক্লিক করতেই তিন দফায় অভিযোগকারিণীর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২৮ হাজার ৪৬৯ টাকা উধাও হয়ে যায়। তদন্তে নেমে গতকাল ভাটপাড়া থেকে সুরজ দাস ও বিকাশ শা নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের সঙ্গে জামতাড়া গ্যাংয়ের যো গ রয়েছে বলে পুলিশের দাবি। 

WB News Live : নিহত আনিসের পরিবারের পাশে বিশিষ্টজনেরা, এগিয়ে এলেন কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায়

নিহত আনিসের পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে বিশিষ্টজনেরা। আনিসের বাবার সঙ্গে কথা বললেন কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায়রা।

West Bengal News Live : প্রয়াত তৃণমূল নেতার ছবি নিয়ে ভোটপ্রচারে নির্দল প্রার্থী, হুগলির ভদ্রেশ্বরে চরমে তরজা

হুগলির ভদ্রেশ্বরে প্রয়াত তৃণমূল নেতার ছবি নিয়ে ভোটপ্রচারে নির্দল প্রার্থী। দলের টিকিট না পেয়ে ৭ নম্বর ওয়ার্ডে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূল কর্মী রঞ্জু রায়। চশমা প্রতীক নিয়ে ভোটে লড়ার পাশাপাশি, তাঁর ব্যানারে রয়েছে প্রয়াত তৃণমূল নেতা ও ভদ্রেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মনোজ উপাধ্যায়ের ছবি। ২০১৭-য় খুন হন মনোজ উপাধ্যায়। তাঁর ছবি নিয়ে নির্দল প্রার্থী প্রচার করায় সমালোচনা করেছে তৃণমূল।শাসকদলের কোন্দল তাদের সুবিধা করে দেবে বলে দাবি বিজেপির। নির্দল হিসেবে জিতে আমরা তৃণমূলেই ফিরব, প্রতিক্রিয়া বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের। 

WB News Live : সাধন পাণ্ডের প্রয়াণে শোকপ্রকাশ শুভেন্দুর

সাধন পাণ্ডের প্রয়াণে শোকপ্রকাশ শুভেন্দু অধিকারীর। প্রয়াত মন্ত্রীর আত্মার শান্তি কামনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

West Bengal News Live : হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। মৃত্যুর কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, শুক্রবার রাতে আনিসের বাড়িতে পুলিশ যায়নি।যদিও আনিসের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি মামলায় আদালত থেকে ছাত্রনেতার বিরুদ্ধে সমনও জারি হয়। পুলিশ খতিয়ে দেখছে, কারও সঙ্গে আনিসের ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ফরেন্সিক দলকে ডাকা হচ্ছে। অন্যদিকে, ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে এসএফআই-এর বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

WB News Live : আজ শেষকৃত্য নয়, রাতে পিস হাভেনে থাকবে সাধন পাণ্ডের দেহ

মুম্বইয়ে প্রয়াত সাধন পাণ্ডের। কলকাতায় ফেরানো হবে তাঁর মরদেহ। তবে শেষকৃত্য আজ নয়। রাতে পিস হাভেনে রাখা থাকবে দেহ।

West Bengal News Live : প্রয়াত সাধন পাণ্ডে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন

প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বয়স হয়েছিল ৭১ বছর। টুইটারে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


WB News Live : মগডালে উঠে বসে চিতাবাঘ, হুলস্থুল কাণ্ড নকশালবাড়িতে

একেবারে মগডালে উঠে পড়ল চিতাবাঘ। দার্জিলিঙের নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্তের মেচি নদীর ধারে গাছের ওপর চিতাবাঘ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় যান বন দফতরের কর্মী ও এসএসবি-র জওয়ানরা। ঘণ্টাতিনেকের চেষ্টায় চিতাবাঘটিকে গাছ থেকে নামানো সম্ভব হয়। শেষপর্যন্ত জালবন্দি হয় চিতাবাঘ। 

West Bengal News Live : পুরভোটে শিক্ষক সংগঠনকে কাজে লাগাতে তৎপর হল তৃণমূল

আলিপুরদুয়ার পুরভোটে শিক্ষক সংগঠনকে কাজে লাগাতে তৎপর হল তৃণমূল। গতকাল তৃণমূলের জেলা পার্টি অফিসে শিক্ষকদের নিয়ে বৈঠক করেন WBTSTA-র রাজ্য সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায়। জেলার দুটি পুরসভায় ভোটের প্রচারে নামার নির্দেশ দেওয়া হয় শিক্ষকদের। সমাজে শিক্ষকদের আলাদা সম্মান রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কর্মকাণ্ড তাঁদের মাধ্যমেই সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দাবি তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের। বাধ্যবাধকতা থেকে ভোটের প্রচারে নামছেন শিক্ষকরা। ভোটবাক্সে এর প্রভাব পড়বে না, প্রতিক্রিয়া বিজেপির।


 

WB News Live : সওকত মোল্লাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ, ক্যানিংয়ে মিছিল তৃণমূলের

বিধায়ক সওকত মোল্লাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ। চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জীবনতলা বাজারে বঁটি, কাটারি, ঝাঁটা হাতে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল। গত ১১ ফেব্রুয়ারি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা তাঁকে খুনের ষড়যন্ত্র হচ্ছে বলে জীবনতলা থানা ও বারুইপুর পুলিশ জেলার সুপারের কাছে অভিযোগ জানান। তার প্রেক্ষিতে ইতিমধ্যেই এক আইএসএফ নেতা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কঠোর শাস্তির দাবিতে আজ এলাকায় মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধায়ককে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আগেই অস্বীকার করেছে আইএসএফ।

West Bengal News Live : ধূপগুড়িতে পথ দুর্ঘটনা, পিক আপ ভ্যান উল্টে মৃত ১, আহত ২

জলপাইগুড়ির ধূপগুড়িতে পথ দুর্ঘটনা। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় পিক আপ ভ্যান। একজনের মৃত্যু, আহত ২। সকাল ৬টা নাগাদ ধূপগুড়ি-ফালাকাটা রোডে জংলিবাড়ির কাছে দুর্ঘটনা ঘটে। ফল-সবজি নিয়ে পিক আপ ভ্যানে চড়ে বাজারে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। তখনই চাকা ফেটে দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। 

WB News Live : মালদার মানিকচকে সিভিক ভলান্টিয়ারের মায়ের রহস্যমৃত্যু, উদ্ধার রক্তাক্ত মৃতদেহ

মালদার মানিকচকে সিভিক ভলান্টিয়ারের মায়ের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। কুপিয়ে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম বেবি বিবি। তাঁর স্বামী ভিনরাজ্যে কর্মরত। ছেলে রফিকুল ইসলাম মানিকচক থানার সিভিক ভলান্টিয়ার। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে বাড়িতে একাই ছিলেন ৬২ বছরের ওই মহিলা। আজ সকালে ডিউটি সেরে ফেরার পর, ঘরের মধ্যে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই সিভিক ভলান্টিয়ার। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে এলাকায় চুরি হচ্ছে। দুষ্কৃতীদের চিনে ফেলাতেই খুন বলে প্রতিবেশীদের অনুমান। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ। 

West Bengal News Live : তৃণমূলের বর্ণাঢ্য ভোটপ্রচার, মদম পুরসভায় ব্রাত্য বসু

দক্ষিণ দমদম পুরসভায় তৃণমূলের বর্ণাঢ্য ভোটপ্রচার। আজ সকালে ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন মন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূলের প্রচার মিছিলে বাজল ঢাক-ঢোল। 

WB News Live : আনিস খানের মৃত্যুতে এখনও ধোঁয়াশা, খুনের মামলা রুজু

হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে এখনও ধোঁয়াশা। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

West Bengal News Live : গোবরডাঙায় ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন নির্দল প্রার্থী সুভাষ দত্ত

গোবরডাঙা পুরসভায় তৃণমূলের স্বস্তি। দলের নির্দেশ মেনে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন ৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুভাষ দত্ত। গোবরডাঙ্গা পুরসভার ২ বারের পুর প্রধানকে এবার প্রার্থী করেনি তৃণমূল। তাই নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান তিনি। আজই শেষ হচ্ছে নির্দলদের সরে দাঁড়ানোর ৪৮ ঘণ্টার সময়সীমা। তার আগেই প্রার্থীপদ প্রত্যাহাত করলেন গোবরডাঙার প্রাক্তন পুরপ্রধান। কর্মীদের নির্দেশ দিয়েছি দলীয় প্রার্থীর প্রচারে নামার, বললেন তৃণমূল নেতা।

WB News Live : রোগী সমেত নয়ানজুলিতে পড়ে গেল অ্যাম্বুল্যান্স, অল্পের জন্য রক্ষা শিশু-সহ ৩ জনের

কলকাতা থেকে ফেরার পথে, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রোগী সমেত নয়ানজুলিতে পড়ে গেল অ্যাম্বুল্যান্স। অল্পের জন্য রক্ষা এক শিশু-সহ ৩ জনের। গতকাল রাত ১১টা নাগাদ প্রতাপপুর এলাকায় বহরমপুর-হরিহরপাড়া রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। কলকাতা থেকে চিকিত্সককে দেখিয়ে ফেরার সময়, নয়ানজুলিতে পড়ে যায় অ্যাম্বুল্যান্স। স্থানীয়রাই সকলকে উদ্ধার করেন। 

West Bengal News Live : বীরভূমের দু’জায়গা থেকে উদ্ধার অস্ত্র-গুলি ও বোমা তৈরির মশলা

বীরভূমের দু’জায়গা থেকে উদ্ধার অস্ত্র-গুলি ও বোমা তৈরির মশলা। পুরভোটের আগে যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূল-বিজেপি দু’পক্ষই পরস্পরের দিকে অভিযোগ তুলেছে।

WB News Live : ‘হকি খেলা হবে’ বাজিয়ে বোলপুরে তৃণমূলের প্রচার

‘হকি খেলা হবে’ গান বাজিয়ে বোলপুর পুরসভার ৭নম্বর ওয়ার্ডে প্রচার করল তৃণমূল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল সন্ত্রাস ছড়ানোর বার্তা দিচ্ছে, অভিযোগ বিরোধীদের।এই গানের মধ্যে উন্নয়নের বার্তা, পাল্টা জবাব শাসকদলের। 

West Bengal News Live : গরু পাচারকাণ্ডে এনামুল হককে গ্রেফতার করল ED

গরু পাচারকাণ্ডে এবার এনামুল হককে গ্রেফতার করল ED। তাঁকে ৭ দিনের ED হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। অন্যদিকে, CBI ঠিকমতো তার কাজ করছে না বলে সুর চড়ালেন রাহুল সিন্হা। কেন্দ্রীয় সংস্থাকে বিজেপি যত ব্যবহার করবে, তত খারাপ হবে বলে পাল্টা কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম।

WB News Live : বহরমপুরে জমজমাট ভোট প্রচারে সব পক্ষ

পুরভোটের বাকি আর কটা দিন। বহরমপুরে জমজমাট ভোট প্রচারে সব পক্ষ। শনিবার গোরাবাজার এলাকার অলিগলিতে প্রচার সারলেন অধীর চৌধুরী। শহরের একাধিক ওয়ার্ডে জনসংযোগে জোর দিলেন সুকান্ত মজুমদার। বিরোধীদের প্রচারকে কটাক্ষ করছে তৃণমূল।

West Bengal News Live : কামারহাটিকে অশান্ত করতে চক্রান্ত করছে বিরোধীরা, দাবি মদনের

পুরভোটের আগে কামারহাটিকে অশান্ত করতে চক্রান্ত করছে বিরোধীরা। ফেসবুক লাইভে এই অভিযোগ করলেন মদন মিত্র। পাল্টা, তৃণমূল বিধায়ককে কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live : তৃণমূলের পোস্টার, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা কামারহাটিতে

পুরভোটের এক সপ্তাহ আগে তৃণমূলের পোস্টার, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে কামারহাটির ২১ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। ভার্নার লেন, চ্যাটার্জি পাড়া লেন, চ্যাটার্জি পাড়া এলাকায় তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ সাহার সমর্থনে টাঙানো পোস্টার ব্লেড দিয়ে কেটে ফালা ফালা করে দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রর ছবিও কেটে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল প্রার্থীর দাবি, প্রচারে তাঁর সঙ্গে পাল্লা দিতে না পেরেই বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে। গোষ্ঠীকোন্দলের অস্বস্তি ঢাকতেই বিরোধীদের ঘাড়ে দায় চাপাচ্ছে শাসকদল, পাল্টা দাবি বিজেপির।

West Bengal News Live : ফের পারদপতন শহরে, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও

এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এরই মধ্যে রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত।

WB News Live : বিধানসভার অধিবেশন ঘিরেও তৈরি হল রাজ্য-রাজ্যপাল সংঘাত

এবার বিধানসভার অধিবেশন ঘিরেও তৈরি হল রাজ্য-রাজ্যপাল সংঘাত। সংবিধান মেনে করা হয়নি সুপারিশ। এমনই অভিযোগে অধিবেশনের সুপারিশ ফেরত পাঠালেন রাজ্যপাল। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

West Bengal News Live : কালনার দুই নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল

মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য বারবার অনুরোধ। কাজ না হওয়ায় কালনার দুই নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। বহিষ্কার করলেও মচকাচ্ছেন না নির্দলরা। অন্যদিকে টিকিট না পেয়ে, অভিমানে গান-বাজনায় ডুব দিলেন কাটোয়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।

WB News Live : যুব তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ, পুরভোটের আগে ফের অশান্ত উত্তর ব্যারাকপুর

পুরভোটের আগে ফের অশান্ত উত্তর ব্যারাকপুর। তৃণমূল নেতা সুশান্ত মজুমদারকে খুনের পর এবার যুব তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ। গতকাল রাতে এক সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন উত্তর বারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা দীপঙ্কর সাহা। অভিযোগ, বাইক থামিয়ে ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। যুব তৃণমূল নেতাকে মারধরের পর তাঁর সঙ্গীকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। সমীর বসু নামে ওই তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। রাতে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, পুরভোটের আগে বিজেপির তরফে এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। বিজেপির নাম জড়ানো তৃণমূলের রোগে পরিণত হয়েছে, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। 

West Bengal News Live : বিধাননগর পুরসভার টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ

ভুয়ো ওয়েবসাইট খুলে বিধাননগর পুরসভার টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। দমদম থেকে চক্রের অন্যতম পাণ্ডা চন্দ্রিল বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আরও এক অভিযুক্তর খোঁজ চলছে।  

WB News Live : আলাদা রাজ্যের দাবি করলে হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না, হুমকি উদয়নের

পুরভোটের মুখে ফের হুঙ্কার দিলেন উদয়ন গুহ। আলাদা রাজ্যের দাবি করলে হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না, বলে হুমকি দিলেন কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক। এধরনের কথায় হিতে বিপরীত হতে পারে, মন্তব্য সুকান্ত মুজমদারের। এমন কথা কাঙ্খিত নয়, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।

West Bengal News Live : দিনহাটায় গুলবিদ্ধ তৃণমূল নেতা, পাল্টা বোমাবাজি-ভাঙচুরের অভিযোগ বিজেপি-র

পুরভোটের আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বাড়িতে বোমাবাজি-ভাঙচুরের অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। 

প্রেক্ষাপট

কলকাতা: ছাত্রনেতার রহস্য মৃত্যুতে উত্তাল শহর। ফের এক বার পথে নামতে দেখা গেল পড়ুয়াদের। ন্য়ায্য হাওড়ার আমতায় পুলিশের পোশাকে বাড়িতে ঢুকে ছাত্রনেতা আনিশ খানকে (Anish Khan) খুনের অভিযোগ পরিবারের। তিন তলা থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে, খুন-তথ্যপ্রমাণ লোপাট-সহ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ তেতে উঠছে।


আনিসের রহস্যমৃত্যু ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে মহাকরণ অভিযানের নামেন বিক্ষোভকারীরা ((Student Protest)। কিন্তু পদ্মপুকুর মোড় যাওয়ার পরিবর্তে মিছিল পার্ক সার্কাস মোড়ের দিকে ঘুরলে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি দেখা দেয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে উত্তপ্ত অশান্তি বাধে। রাস্তায় পুলিশের ব্যারিকেড উল্টে এগোতে শুরু করে মিছিল। আনিশকে খুন করা হয়েছে দাবি করে দ্রুত ন্যায়বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা পড়ুয়ারা। 


দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদ করায় শনিবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে গুলি চলার ঘটনা সামনে এসেছে। দুষ্কৃতীদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। মাথায় আঘাত পেয়েছেন অন্য একজন। অন্য দিকে, এখনও পর্যন্ত এলগিন রোডের হত্যাকাণ্ডের সমাধান হয়নি। উত্তর ভারতের পাশাপাশি প্রতিবেশি একাধিক রাজ্যে অভিযান চালিয়েও খোঁজ মেলেনি আততায়ীর। এই অবস্থায়, গোয়েন্দাদের অনুমান, খুনি সম্ভবত অন্যের নামে সিমকার্ড ব্যবহার করেছে।


তবে বারুইপুরে প্রোমোটার খুনের ঘটনায় ১০-১২জন জড়িত ছিলেন বলে তিনজনকে গ্রেফতারের পর জানাল পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে নিহতের সঙ্গিনীর ভূমিকাও। সিবিআই (CBI) তদন্তের দাবি তুলেছে নিহতের পরিবার।  


পুরভোটের আগে বীরভূমের দু’জায়গা থেকে উদ্ধার অস্ত্র-গুলি ও বোমা তৈরির মশলা। তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূল (TMC)-বিজেপি দু’পক্ষই পরস্পরের দিকে অভিযোগ তুলেছে।


আবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইখাদানে লরি থেকে তোলাবাজির অভিযোগ উঠেছে INTTUC নেতার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে INTTUC-র কমিটি ভেঙে দিল তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা। তোলাবাজি রুখতে মাইকে প্রচার শুরু করেছে পুলিশ। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.