West Bengal News Live: পার্ক স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার টাকা
West Bengal News Live : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে।
নিয়োগ-দুর্নীতির মামলায় একের পর এক অভিযুক্তকে হেফাজতে নিচ্ছে সিবিআই। সামনে আসছে কোটি কোটি টাকা লেনদেনের চাঞ্চল্য়কর সব তথ্য়। তবে বিরোধীরা প্রশ্ন তুলছে, দুর্নীতির মাথা অবধি কবে পৌঁছবে সিবিআই? পাল্টা তৃণমূলের দাবি, কেউ দোষ করলে শাস্তি হবে।
বেআইনি অস্ত্রের খোঁজে এবার বিহারে হানা দিল কলকাতা পুলিশের এসটিএফ। পর্দাফাঁস হল ২টি বেআইনি অস্ত্র কারখানার! সূত্রের খবর, আজ বিহার পুলিশের এসটিএফকে সঙ্গে নিয়ে সমস্তিপুর এবং খাগাড়িয়া জেলায় হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। এই অভিযানে সমস্তিপুর জেলার হাসানপুর এবং খাগাড়িয়া জেলার শোনবর্সায় ২টি অস্ত্র কারখানার হদিশ পায় পুলিশ। উদ্ধার হয় সেভেন এমএম এবং নাইন এমএম পিস্তল তৈরির বিপুল সরঞ্জাম। এই ঘটনায় শোনবর্সা থেকে ৩ জন এবং হাসানপুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর বেআইনি অস্ত্র উদ্ধার হয়। সেই সূত্রেই বেআইনি অস্ত্র কারবারের বিহার-যোগের পর্দাফাঁস হয়।
ডিএ নিয়ে এবার সরকারি অফিসে 'তালা-চাবি' দাওয়াই শুভেন্দুর। 'ডিএ সম্পূর্ণ রাজ্য সরকারের, তার রাজস্ব আদায় থেকে দিতে হয়', একমাত্র ওষুধ হচ্ছে অফিসগুলোতে তালা-চাবি লাগানো। বিধানসভা চত্বরে ডিএ ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি থেকে হুঙ্কার শুভেন্দুর। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বিরোধী দলনেতার, প্রতিক্রিয়া সৌগত রায়ের
পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের নানুরে তৃণমূলে কোন্দল ফের প্রকাশ্যে। সেখানে অনুব্রত ঘনিষ্ঠ, প্রাক্তন বিধায়ক গদাধর হাজরাকে তৃণমূলের বুথভিত্তিক বৈঠকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে শুরু হয়েছে তরজা। সম্প্রতি, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক না ডাকা নিয়ে প্রশ্ন তোলেন অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত কাজল শেখ। এবার কাজলের খাসতালুকে অনুব্রত-ঘনিষ্ঠ প্রাক্তন বিধায়ককে, দলীয় বৈঠকে ব্রাত্য করে রাখার অভিযোগ উঠল! এই নিয়ে নানুরের ব্লক তৃণমূল সভাপতি, কাজল শেখ ঘনিষ্ঠ বলে পরিচিত সুব্রত ভট্টাচার্যের দিকে আঙুল তুলেছেন গদাধর।
বহরমপুরে বস্ত্র প্রতিষ্ঠান, রাইস মিলে আয়কর হানা। বহরমপুরের খাগড়ায় আয়কর তল্লাশি।বহরমপুর, লালবাগ ও নবগ্রামে আয়কর হানা। তল্লাশিতে আয়কর দফতরের ১২ জন আধিকারিক। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকায় তল্লাশি, সূত্রের খবর।
কলকাতায় ফের 'যকের ধন'! পার্ক স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার টাকা। কলকাতা পুলিশের এসটিএফ ও গুন্ডাদমন শাখার অভিযানে উদ্ধার ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার টাকা। গ্রেফতার রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক বাসিন্দা।
তৃণমূলের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে রাজ্যে ফিরে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 'অপরিণত রাজনীতিবিদ দিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে। তৃণমূলের এই রাজনীতি বাংলার মানুষ আশা করেনি।ইস্যু না পেয়ে তৃণমূল কংগ্রেস জঘন্য রাজনীতি করছে। রাজ্যে পুরোটাই পিসি-ভাইপোর রাজনীতি চলছে'
উপ নির্বাচনের আগে সাগরদিঘিতে গ্রেফতার কংগ্রেস নেতা, আদালতে প্রশ্নের মুখে পুলিশ। ১৫ বছর আগের ঘটনায় কেন প্রাথমিক তদন্ত করা হল না? প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। 'আদালত পুলিশকে একবার সুযোগ দিচ্ছে', কাল দুপুর ২টোয় কেস ডায়েরি নিয়ে ওসিকে হাজির হতে হবে, নির্দেশ বিচারপতির। ১৫ বছর আগের ঘটনায় ২০২৩-এ কেন অভিযোগ, কোনও ব্যাখ্যা নেই। প্রাথমিক তদন্ত করার আগেই কেন গ্রেফতার, তারও ব্যাখ্যা নেই। রাজনৈতিক ভাবে কংগ্রেসকে চাপে ফেলতেই গ্রেফতার, দাবি কংগ্রেসের আইনজীবীর।
কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের এসএফআইয়ের মিছিল ঘিরে ধুন্ধুমার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঢোকার মুখে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
সিবিআই তল্লাশির পর বেপাত্তা ভাঙড়ের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক সভাপতি। বেপাত্তা শাহজাহান মোল্লা। একাধিকবার ফোন করলেও ধরেননি ফোন। শান্তিপ্রসাদ সিনহার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শাহজাহান, দাবি সিবিআইয়ের। গতকাল নিয়োগ দুর্নীতির তদন্তে আরাবুল ইসলামের খাসতালুকে তল্লাশি চালায় সিবিআই।
নিয়োগ-দুর্নীতির গেরোয় নিয়োগে নিয়ম বদল? নিয়োগ-দুর্নীতির মধ্যেই নিয়োগে ফিরল বাম আমলের নিয়ম। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের প্যানেলে আর লাগবে না স্কুল শিক্ষা দফতরের অনুমোদন
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ডানলপে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। এসএসসি-র প্রাক্তন কর্মীর ফ্ল্যাটে ৭ ঘণ্টা ধরে তল্লাশি সিবিআইয়ের। এসএসসির প্রাক্তন কর্মী শ্যামল কুমার সেনের ফ্ল্যাটে তল্লাশি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে খতিয়ে দেখা হচ্ছে ভূমিকা। শ্যামল সেনের ছেলে বিশ্বজিৎ সেনের ভূমিকাও খতিয়ে দেখছে সিবিআই। ডানলপে একটি ফ্ল্যাট সিল করল সিবিআই। নিয়োগ দুর্নীতির টাকায় ফ্ল্যাট কেনা হয়েছে কিনা খতিয়ে দেখছে সিবিআই।
কলকাতায় ফের 'যকের ধন'! পার্ক স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ টাকা। কলকাতা পুলিশের এসটিএফ ও গুন্ডাদমন শাখার অভিযানে উদ্ধার ৫০ লক্ষ টাকা।
বিস্তারিত পড়ুন- পার্ক স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ টাকা
কলকাতায় ফের 'যকের ধন'! পার্ক স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার নগদ ৫০ লক্ষ টাকা। কলকাতা পুলিশের এসটিএফ ও গুন্ডাদমন শাখার অভিযানে উদ্ধার ৫০ লক্ষ টাকা। গ্রেফতার রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক বাসিন্দা
বহরমপুরে শপিং মলে আয়কর হানা। বহরমপুরের খাগড়ায় আয়কর তল্লাশি। তল্লাশিতে আয়কর দফতরের ১২ জন আধিকারিক
স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া, কুলতলিতে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ
বিষ্ণুপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার বিজেপি নেতা। তৃণমূলের বুথ সভাপতি খুনে পাকড়াও বিজেপির অঞ্চল আহ্বায়ক। বিজেপির অঞ্চল আহ্বায়ক ভাস্কর মাল গ্রেফতার। পুরনো আক্রোশের জেরে খুন, অনুমান পুলিশের। ২০১৩-য় খুনের মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতা সাধন মণ্ডল। সেই খুনের বদলা নিতেই খুন, অনুমান পুলিশের। শার্প শ্যুটার ভাড়া করে খুন করা হয় বলে অনুমান পুলিশের
৬ বছরেও পরীক্ষার ফল না জানানোয় এবার ডবল জরিমানার কোপে মানিক ভট্টাচার্য। আগে ২ লক্ষ টাকা এবং আজ ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের। মানিককে মোট ৪ লক্ষ টাকা জরিমানা নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
খড়গপুর আইআইটিতে পড়ুয়ার মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে নতুন করে মতামত চাইল হাইকোর্ট। অবসরপ্রাপ্ত চিকিৎসক এ কে গুপ্তকে দায়িত্ব দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ফাইজান আহমেদের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে মন্তব্য না করলেও সন্দিহান বিচারপতি। চিকিৎসক গুপ্তর কাছে মামলার যাবতীয় নথি পাঠানোর নির্দেশ।
বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতির মধ্যেই তৃণমূলের শিক্ষক সেল থেকে গণ পদত্যাগ। জলপাইগুড়ির বানারহাটে অস্বস্তিতে শাসকদল তৃণমূল। তৃণমূলের শিক্ষা সেল থেকে পদত্যাগ ১৮ জন শিক্ষকের।
বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতেই সিদ্ধান্ত, দাবি পদত্যাগী শিক্ষকদের
তাহেরপুর, পলাশিপাড়ার পর এবার তেহট্ট সমবায় ভোট। নদিয়ায় ফের উড়ল লাল নিশান। ৭২টি আসনের মধ্যে ৬৭-৫ ব্যবধানে পরাজিত তৃণমূল। খাতাই খুলতে পারল না বিজেপি।
SSC পরীক্ষার দাবিতে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্না-অবস্থান শুরু করল SSC, SLST, গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের একতা মঞ্চ। আন্দোলনকারীদের দাবি, ২০১৬-র পর আর SSC পরীক্ষা হয়নি। তাই নতুন করে SSC পরীক্ষা নিয়ে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছে চাকরিপ্রার্থীদের একতা মঞ্চ।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বাস দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় নয়ানজুলিতে যাত্রী বোঝাই বাস। গুরুতর আহত হন বেশ কয়েকজন। ডোমজুড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু তরুণের।
পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপিতে ফের ভাঙন। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্যর। শুরু রাজনৈতিক তরজা।
তাহেরপুর, পলাশিপাড়ার পর এবার তেহট্ট সমবায় ভোট। নদিয়ায় ফের উড়ল লাল নিশান। ৭২টি আসনের মধ্যে ৬৭-৫ ব্যবধানে পরাজিত তৃণমূল। খাতাই খুলতে পারল না বিজেপি।
২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচনের আগে দলীয় নেতাকে গ্রেফতারের ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হল কংগ্রেস। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে মামলা দায়ের।
বেলা গড়াতেই বিভিন্ন সরকারি অফিসে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের কর্মবিরতির ছবি। মহাকরণে কমেছে হাজিরা। খাদ্য ও বিকাশভবনে স্লোগান-বিক্ষোভ। জেলায় জেলায় কর্মবিরতি।
জনবহুল এলাকায় তৃণমূলের বুথ সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। থমথমে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর। ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। সুপারি কিলার দিয়ে খুন, সন্দেহ পুলিশের।
৬ কোটি ৭০ লক্ষ টাকা শাহিদ ইমাম নিয়েছে বেআইনি চাকরির নামে. দাবি সিবিআই-এর। তাপস-কুন্তল-নীলাদ্রিকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা। গোপন জবানবন্দি দিতে চান আলি-কৌশিকরাও।
'অভিযোগ করেছিলাম। তাই অভিযুক্ত হলাম। ৫০ লক্ষ কেন, ১৯ কোটি ৫০ লক্ষ চেয়েছিলাম।' সিবিআইয়ের বিশেষ আদালতে পেশের জন্য নিজাম প্যালেস থেকে বের করার পর, প্রতিক্রিয়া তাপস মণ্ডলের। আদালতে ঢোকার সময় ফের একবার তাপস দাবি করেন, তিনি টাকা নেননি। কুন্তল ঘোষকে দেওয়া টাকাই শুধু আদায় করতে চেয়েছিলেন।
রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও বকেয়া DA-র দাবিতে আজ ও কাল সরকারি অফিসে ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। পাশাপাশি, শহিদ মিনারে তাঁদের ধর্না-অবস্থান এদিন ২৫ দিনে পড়ল
নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে এতদিন পর কেন গ্রেফতার করল সিবিআই? কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, মূলত ৩টি কারণে গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস। সিবিআই সূত্রে দাবি, প্রথমত, তাপস নিয়োগ দুর্নীতিকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তিনি যে টাকা নিচ্ছেন এবং দিচ্ছেন, তা যে বেআইনি কাজের জন্য, সেটা জেনেবুঝেই করেছেন।
সাতসকালে দ্বিতীয় হুগলি সেতুতে বাইক দাঁড় করিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতার দিকের লেনে এই ঘটনা ঘটে। কলকাতা থেকে হাওড়া যাওয়ার পথে, দ্বিতীয় হুগলি সেতুতে বাইক থামিয়ে এক ব্যক্তি গঙ্গায় ঝাঁপ দেন। এক পথচারী ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় টোল প্লাজায় কর্তব্যরত পুলিশ কর্মীদের খবর দেন। ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিং থানার পুলিশ। ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে ট্রায়াঙ্গল, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষ। আজ ৬ জনকে তোলা হবে আলিপুরের সিবিআই আদালতে। সিবিআই সূত্রে দাবি, চাকরি-বিক্রির নামে কোটি কোটি টাকা লেনদেনে জড়িত তাপস, কুন্তল ও নীলাদ্রি। তিনজনই একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। তাই কুন্তলকে আজ নিজেদের হেফাজতে চাইবে সিবিআই।
ভরসন্ধেয়, জনবহুল এলাকায় বাইক থামিয়ে, চায়ের দোকানে বসে থাকা তৃণমূলের বুথ সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন।
রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও বকেয়া DA-র দাবিতে আজ ও কাল সরকারি অফিসে ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। পাশাপাশি, শহিদ মিনারে তাঁদের ধর্না-অবস্থান এদিন ২৫ দিনে পড়ল
প্রেক্ষাপট
আজকের শিরোনাম ( Headlines )
১। ৭২ ঘণ্টায় আট গ্রেফতার। নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার চন্দনের ( Bagda Chandan ) পর গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। সিবিআইয়ের জালে নীলাদ্রি ঘোষও। তথ্য লুকনোর অভিযোগ।
২। নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় ভাঙড় ১ নম্বর ব্লকের সভাপতির বাড়িতে ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের ( CBI ) । এসএসসির ( SSC )প্রাক্তন উপদেষ্টার সঙ্গে যোগসাজশের অভিযোগ।
৩। সাগরদিঘির ( Sagardighi ) উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর সঙ্গে বিজেপি ( BJP ) যোগ। শুভেন্দুর ( Suvendu Adhikari ) সঙ্গে ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি অভিষেকের।
৪। বিজেপির নেতা আগে তৃণমূলে ছিল, মমতার সঙ্গেও বাম-কংগ্রেস প্রার্থীর ছবি আছে। পাল্টা অধীর। ত্রিপুরায় তৃণমূল কাউন্সিলর কীভাবে বিজেপিতে ? প্রশ্ন সুজনের।
৫। ' রাবণের দশটা মাথা, বিরোধীদের তিন মাথা, সুকান্ত-দিলীপ-শুভেন্দু অন্যদিকে অধীর-সুজন-সেলিমরা।' আক্রমণ অভিষেকের ( Abhishek Banerjee ) ।
৭। বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যু। অভিষেকের ডাকে দিনহাটায় নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ তৃণমূলের। পাল্টা কোচবিহারে মিছিল বিজেপির।
৮। কোচবিহারে চাকরি বিক্রির টাকা এখানেই আছে। দিনহাটায় গেলে নিশীথকে কালো পতাকা দেখান। হুঁশিয়ারি উদয়নের। অশান্তি তৈরির চেষ্টা, পাল্টা বিজেপি।
৯। রাজ্যের সার্কুলার জারির পরও বকেয়া ডিএ-র দাবিতে আজ-কাল কর্মবিরতির সিদ্ধান্তে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। সার্কুলার জারি করায় অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থকে আইনি নোটিস।
১০। আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। পার্ক সার্কাসের হাসপাতালে শিশুর মৃত্যু। বিসি রায় হাসপাতালে মৃত্যু নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -