West Bengal News Live Updates: অনলাইন সাইবার প্রতারণার তদন্তে রাজ্য ED তল্লাশি

Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 20 Jun 2024 11:55 PM
WB News Live: অনলাইন সাইবার প্রতারণার তদন্তে রাজ্য ED তল্লাশি

অনলাইন সাইবার প্রতারণার তদন্তে বৃহস্পতিবার রাজ্যে অভিযান চালায় ED। বেলঘরিয়া ও হাওড়ায় তল্লাশি চালান তদন্তকারীরা। দুই ব্যবসায়ী ও এক গাড়ি চালকের বাড়িতে তল্লাশি চালানো হয়। সব জায়গা থেকেই একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। 

West Bengal Weather: নবান্নের বৈঠকে, সরকারি কর্মী, কাউন্সিলর থেকে পুলিশের সমালোচনা মুখ্য়মন্ত্রীর

নবান্নের বৈঠকে, সরকারি কর্মী, কাউন্সিলর থেকে পুলিশের সমালোচনা করলেন মুখ্য়মন্ত্রী। সূত্রের দাবি, বৃহস্পতিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় নির্দেশ দেন, জমি মাফিয়া নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি কর্মীদের মধ্য়ে দুর্নীতির ঘুঘুর বাসা ভেঙে ফেলতে হবে। পুলিশের উদ্দেশে হকার সমস্য়া সমাধান ও জবরদখল আটকাতে বলার পাশাপাশি কাউন্সিলরদের কাজ দেখার জন্য় ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী।

WB News Live: এলাকা দখলের লড়াইয়ে হুগলির খানাকুলে তৃণমূলকর্মী খুন

এলাকা দখলের লড়াইয়ে হুগলির খানাকুলে তৃণমূলকর্মী খুন। খানাকুলে ২ গোষ্ঠীর সংঘর্ষ, পিটিয়ে তৃণমূলকর্মীকে খুন। পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বনাম তৃণমূল সদস্যের সংঘাত। ২ নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষ, একজন খুন, ২জন আহত। দলীয় পদ না থাকায় হামলা, দাবি তৃণমূলেরই প্রাক্তন কর্মাধ্যক্ষের। এলাকা দখলের জন্য পাল্টা হামলার অভিযোগ পঞ্চায়েত সদস্যের। পারিবারিক বিবাদ, এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

West Bengal Weather: আসানসোল থেকে দুর্গাপুরগামী চলন্ত ট্রাকে আগুন

আসানসোল থেকে দুর্গাপুর গামী চলন্ত ট্রাকে আগুন। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ থানার মঙ্গলপুর ১৯ নম্বর জাতীয় সড়কে। আগুন লাগা মাত্রই চালক গাড়ি থেকে নেমে পড়ে। দমকলের একটি ইঞ্জিন আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

WB News Live: ভোট মিটতেই ফের রাজ্য পুলিশে রদবদল

ভোট মিটতেই ফের রাজ্য পুলিশে রদবদল। সরিয়ে দেওয়া হল বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মাকে। বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মুকেশ। পুরুলিয়ায় ফের পুলিশ সুপার হচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরে এসপি পদে ফিরছেন ধৃতিমান সরকার। কোটেশ্বর রাও-কে ফিরিয়ে আনা হল সুন্দরবন পুলিশ জেলায়। অভিজিৎ, ধৃতিমান ও কোটেশ্বরকে ভোটের আগে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

West Bengal Weather: পুরসভার চেয়ারম্য়ানের বিরুদ্ধে একাধিক অভিযোগে ধর্নায় খোদ ৩ কাউন্সিলর

টেন্ডার প্রক্রিয়া থেকে মাটি বিক্রি, তৃণমূল পরিচালিত গয়েশপুর পুরসভার চেয়ারম্য়ানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধর্নায় বসলেন তৃণমূলেরই ৩ কাউন্সিলর। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্য়ান। তৃণমূলের এই কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

WB News Live: বৃহস্পতিবার হলং বাংলো এলাকা খতিয়ে দেখল বনদফতরের বিশেষ তদন্তকারী দল

হলং বন বাংলোয় অগ্নিকাণ্ড ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন। তার মধ্যেই বৃহস্পতিবার ঘটনাস্থল খতিয়ে দেখল বনদফতরের বিশেষ তদন্তকারী দল। ফালাকাটা থানায় অ়জ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে মামলা করেছে বন দফতর। 

West Bengal Weather: সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল বিপদসীমার ওপরে

সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল বিপদসীমার ওপরে। জলের তোড়ে সিকিমের দিক থেকে কালিম্পঙের তারখোলায় ভেসে এসেছে মৃতদেহ। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তা। ফের বন্ধ যান চলাচল। জলে ভাসছে তিস্তাবাজার এলাকা। ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ। গাড়ির লম্বা লাইন, আটকে পড়েছেন পর্যটকরা। আবহাওয়া দফতর দুর্যোগ চলবে বলে জানানোয় সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী। 

West Bengal News Live: সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে গুজব ছড়ানোর অভিযোগ

সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে গুজব ছড়ানোর অভিযোগ। গ্রুপ অ্যাডমিন পায়েল তালুকদার ও প্রীতম মিস্ত্রিকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। বালক খুনের ঘটনায় গুজবকে কেন্দ্র গণপিটুনির অভিযোগ এর আগে ৩টি মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জানায়, বারাসাতের ফেসবুক গ্রুপ থেকে তথ্য পেয়ে তারা বিভ্রান্ত হয়। তার ভিত্তিতেই গ্রুপ অ্যাডমিন এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ৪-৫টি ফেসবুক গ্রুপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে। এর আগে সোশাল মিডিয়ায় গুজব রুখতে পুলিশের তরফে সতর্কবার্তা জারি করা হয়। তাতে কাজ না হওয়ায় এবার ফেসবুক কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছে পুলিশ। অন্যদিকে গুজবের বিরুদ্ধে প্রচারে রাস্তায় নামলেন খোদ পুলিশ সুপার, কথা বললেন স্থানীয়দের সঙ্গে।

NEET Scam Row: NEET-NET নিয়ে তোলপাড়, দুর্নীতি মানল কেন্দ্র

NEET-NET নিয়ে তোলপাড়, এবার আসরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। মেডিক্যালে এন্ট্রান্সে বেলাগাম দুর্নীতি, কার্যত মানল কেন্দ্র
দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর।

High Court News: হাইকোর্টের নির্দেশের পরেও আজ হল না ডেবরার মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্ত

হাইকোর্টের নির্দেশের পরেও আজ হল না ডেবরার মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্ত। 'সঠিক সময়ে নথি জমা দিতে না পারায় হল না ময়নাতদন্ত', কাল ময়নাতদন্ত হতে পারে মৃত বিজেপি কর্মী সঞ্জয় বেরার, খবর সূত্রের। অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। জেলের সঙ্গে থানার সব সিসি ফুটেজ সংরক্ষণেরও গতকাল নির্দেশ দেয় হাইকোর্ট। পুলিশের মারেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃত বিজেপি কর্মীর পরিবারের। যদিও পুলিশের দাবি, পড়ে আঘাত পেয়ে মৃত্যু হয় সঞ্জয়ের।

West Bengal News Live: ভোটে নিশীথের হারের পর বিজেপির হাতছাড়া আরও এক পঞ্চায়েত

ভোটে নিশীথের হারের পর বিজেপির হাতছাড়া আরও এক পঞ্চায়েত। কোচবিহারের অন্দরনফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। ভোটের ফল ঘোষণার পরেই উপপ্রধান সহ ২ বিজেপি সদস্য যোগ দেন তৃণমূলে। আজ বিজেপি ছাড়লেন আরও ৩ পঞ্চায়েত সদস্য। যার জেরে ১২ সদস্যের পঞ্চায়েতে তৃণমূলের সংখ্যা ৮, বিজেপি-র ৪।

WB News Live: পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরেও সংঘাত

পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরেও সংঘাত। বিজেপির উদ্যোগে রেড রোডে 'পশ্চিমবঙ্গ দিবস' পালন। পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় রাজভবনেও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে 'পশ্চিমবঙ্গ দিবস' পালন শুভেন্দুর। এবছরই পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবসের স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি।

West Bengal News Live: এবার হাইকোর্টের নজরে শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতা, কী নির্দেশ?

এবার হাইকোর্টের নজরে শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতা। রাজ্যের স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের তথ্য আপলোডের নির্দেশ। 'শিক্ষকদের কী যোগ্যতা, তা অভিভাবকদের জানা উচিত', শিক্ষক-শিক্ষিকা সংক্রান্ত তথ্য পোর্টালে আপলোডের নির্দেশ। সব তথ্য একসঙ্গে আনতে আরও ২ মাস সময় চাইল রাজ্য। 'এত আস্তে কাজ করলে হবে না, আরও দ্রুততার সঙ্গে করতে হবে, নিয়োগপত্র ছাড়াই অনেকে ৪-৫ বছর চাকরিতে, আর দেরি নয়, কারা স্কুলে চাকরি করছে, তা সবার জানা উচিত', বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

Rain in South Bengal: অবশেষে স্বস্তির ধারাপাত, দু-তিন দিনে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা

অবশেষে স্বস্তির ধারাপাত, দু-তিন দিনে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। প্রাক বর্ষার বৃষ্টি শুরু কলকাতা-সহ জেলায় জেলায়। প্রাক বর্ষার বৃষ্টিতে দক্ষিণবঙ্গে কিছুটা কমল তাপমাত্রা। উত্তরবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শনি-রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

Joka-BBD Bag Metro: অবশেষে জট কাটতে চলেছে জোকা-বিবাদী বাগ মেট্রোর

অবশেষে জট কাটতে চলেছে জোকা-বিবাদী বাগ মেট্রোর। মোমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত কাজ করতে পারবে মেট্রো। জোকা-বিবাদী বাগ মেট্রো নিয়ে নির্দেশ ডিভিশন বেঞ্চের। 'ভিক্টোরিয়ার সামনে মেট্রোর কাজ হলে কাটা পড়বে প্রচুর গাছ', প্রাকৃতিক ভারসাম্যের নষ্টের আশঙ্কায় হাইকোর্টে জনস্বার্থ মামলা। গাছ লাগানো নিয়ে মেট্রোর কোনও পরিকল্পনা না থাকার অভিযোগ। হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে ২০২৩-এর শেষ থেকে বন্ধ ছিল কাজ। 'পরিবেশ রক্ষার জন্য মেট্রো কোনও পরিকল্পনা করেনি, এমন আশঙ্কা সঠিক নয়', জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজে ছাড়পত্র দিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের।

West Bengal News Live: জলদাপাড়া জাতীয় উদ্যানে হলং বন বাংলোয় কীভাবে আগুন? তদন্ত শুরু

জলদাপাড়া জাতীয় উদ্যানে হলং বন বাংলোয় কীভাবে আগুন? জানতে তদন্ত শুরু করল বন দফতর উত্তরবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ দফতরের কনজারভেটর ভাস্কর জেবির নেতৃত্বে আজ হলং বাংলোয় গেল তদন্তকারী দল। ফালাকাটা থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছে বন দফতর। আগুন লাগানোর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৩৬ নম্বর অর্থাৎ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Suvendu Adhikari: অভিষেকের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ শুভেন্দুর

ডায়মন্ড হারবারে ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ। 'EVM-এ জোড়া ফুল ছাড়া বাকি প্রতীকের উপর লাগানো ছিল টেপ। ডায়মন্ড হারবারের নির্বাচন অবৈধ, আইনি লড়াইয়ে প্রমাণ হবে। কেউ আইনি লড়াই করলে তাঁকেই সাহায্য করব। ডায়মন্ড হারবারে যে মডেল বাংলা দেখেছে, তা গ্রহণযোগ্য নয়', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

NEET Scam: NEET সংক্রান্ত সব আবেদনের শুনানি ৮ জুলাই

NEET সংক্রান্ত সব আবেদনের শুনানি ৮ জুলাই। NTA-কে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। দেশের সব হাইকোর্টে NEET মামলার শুনানিতে স্থগিতাদেশ। কাউন্সেলিং ব্যাহত হোক, চাই না, মন্তব্য সর্বোচ্চ আদালতের। '০.০০১ শতাংশ গাফিলতিও হয়ে থাকলেও বিস্তারিতভাবে দেখা উচিত', এর আগে মন্তব্য করে সুপ্রিম কোর্ট।

NEET-NET Row: দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র: রাহুল

দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র। সোমবার সংসদে বিষয়টি তোলা হবে: রাহুল গাঁধী।

NEET-NET Row: কেন্দ্রীয় সংস্থার সব পরীক্ষাই আসা উচিত তদন্তের আওতায়, মত শিক্ষাবিদ পবিত্র সরকারের

নেট থেকে নিট, পরপর কেলেঙ্কারির অভিযোগ। এবার কেন্দ্রীয় সংস্থার সব পরীক্ষাই আসা উচিত তদন্তের আওতায়, মত শিক্ষাবিদ পবিত্র সরকারের।

Bratya Basu: UGC NET-এর মাথা কি ধরা পড়বে? প্রশ্ন ব্রাত্যর

কেলেঙ্কারির ধারাবাহিকতার মধ্যে বাজারে নতুন দুর্নীতি। পরীক্ষার পবিত্রতার সঙ্গে আপস না করায় বাতিল হল UGC-NET। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন হল মাথা কি ধরা পড়বে? সোশাল মিডিয়ায় পোস্ট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 

Tessta Water Overflowing: সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল বিপদসীমার ওপরে

সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল বিপদসীমার ওপরে। জলের তোড়ে সিকিমের দিক থেকে কালিম্পঙের তারখোলায় ভেসে এসেছে মৃতদেহ। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তা। ফের বন্ধ যান চলাচল। জলে ভাসছে তিস্তাবাজার এলাকা। ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ। গাড়ির লম্বা লাইন, আটকে পড়েছেন পর্যটকরা। আবহাওয়া দফতর দুর্যোগ চলবে বলে জানানোয় সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী। 


 

নেট থেকে নিট, পরপর কেলেঙ্কারির অভিযোগ

নেট থেকে নিট, পরপর কেলেঙ্কারির অভিযোগ। এবার কেন্দ্রীয় সংস্থার সব পরীক্ষাই আসা উচিত তদন্তের আওতায়, মত শিক্ষাবিদ পবিত্র সরকারের।

WB News Live Updates: 'ইনপুটের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে, কেউ অভিযোগ করেনি' নেট পরীক্ষা বাতিল নিয়ে মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব

'তদন্ত একেবারে প্রাথমিক স্তরে রয়েছে'
'তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার'
'অনলাইনে কিছু ইউজিসি ইনপুট পেয়েছিল'
'ইনপুটের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে, কেউ অভিযোগ করেনি'
নেট পরীক্ষা বাতিল নিয়ে মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়ালের

West Bengal News Live: অবশেষে স্বস্তির ধারাপাত, কলকাতা ও সংলগ্ন জেলায় শুরু বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

অবশেষে স্বস্তির ধারাপাত। কলকাতা ও সংলগ্ন জেলায় শুরু বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। 

WB News Live Updates: তৃণমূলকে ১২টি আসনে জেতানোই সিপিএমের লক্ষ্য ছিল, দাবি শুভেন্দু অধিকারীর

'লোকসভা ভোটে এ রাজ্যে ১২ টি আসনে তৃণমূলকে জিততে  ভোট কেটে সাহায্য করেছে বামেরা'
'বামেরা কোনও আসনেই জেতার জায়গায় ছিল না'
'২১-এও ৫৬ আসনে তৃণমূলকে জিততে সুবিধা করে দিয়েছিল সিপিএম'
'এবারেও সেই একই এজেন্ডা নিয়ে বামেরা ময়দানে নেমেছিল'
তৃণমূলকে ১২টি আসনে জেতানোই সিপিএমের লক্ষ্য ছিল, দাবি শুভেন্দু অধিকারীর

West Bengal News Live: জলের তোড়ে সিকিমের দিক থেকে ভেসে এল মৃতদেহ

উত্তরে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল বিপদসীমার ওপরে। জলের তোড়ে সিকিমের দিক থেকে ভেসে এল মৃতদেহ। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তা। ফের বন্ধ যান চলাচল। 

WB News Live Updates: কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশি যুবক

কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশি যুবক
পার্ক স্ট্রিটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল থেকে উধাও
নিখোঁজ মহম্মদ দিলওয়ার হোসেন বাংলাদেশের পাবনার বাসিন্দা
পরিবারের সদস্যদের সঙ্গেই কলকাতায় এসেছেন দিলওয়ার
আজ সকালে হোটেল থেকেই নিখোঁজ হয়ে যান দিলওয়ার, দাবি পরিবারের
সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ

West Bengal News Live: পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরেও 'সংঘাত'

পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরেও 'সংঘাত'
বিজেপির উদ্যোগে রেড রোডে পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস
পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে রাজভবনেও
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্য দান করে পশ্চিমবঙ্গ দিবস পালন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
এবছরই রাজ্য সরকারের তরফে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে
গত কয়েক বছর ধরে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি

WB News Live Updates: অবশেষে রাজ্যে কলেজে ভর্তির জন্য উদ্বোধন করা হল কেন্দ্রীয় পোর্টাল

অবশেষে রাজ্যে কলেজে ভর্তির জন্য উদ্বোধন করা হল কেন্দ্রীয় পোর্টাল। ২৪ জুন থেকে প্রায় সাড়ে ৯ লক্ষ আসনে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। কলেজে ভর্তিতে স্বচ্ছতা আনতে পোর্টাল বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

West Bengal News Live: জলদাপাড়া জাতীয় উদ্যানে হলং বন বাংলোয় কীভাবে আগুন? জানতে তদন্ত শুরু করল বন দফতর

জলদাপাড়া জাতীয় উদ্যানে হলং বন বাংলোয় কীভাবে আগুন? জানতে তদন্ত শুরু করল বন দফতর
উত্তরবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ দফতরের কনজারভেটর ভাস্কর জেবির নেতৃত্বে আজ হলং বাংলোয় গেল তদন্তকারী দল
ফালাকাটা থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছে বন দফতর
আগুন লাগানোর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৩৬ নম্বর অর্থাৎ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ

WB News Live Updates: ভোটের টাকা কোথায় গেল? হিসাব চেয়ে অঞ্চল তৃণমূল সভাপতিকে ঘিরে বিক্ষোভ

ভোটের টাকা কোথায় গেল? হিসাব চেয়ে অঞ্চল তৃণমূল সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোণা দু নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য
তৃণমূল কর্মীদের অভিযোগ, ভোট খরচের জন্য দলের দেওয়া টাকা বুথ পর্যন্ত পৌঁছয়নি
দলের ব্লক সভাপতির মদতে ঘটেছে গোটা ঘটনা, পাল্টা অভিযোগ অঞ্চল তৃণমূল সভাপতির
টাকা ওঁর কাছেই পৌঁছেছে, উনি সঠিক জায়গায় খরচ করেনি, দাবি ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষের

West Bengal News Live: এবার দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গল, শুরু হয়েছে প্রাক্ বর্ষার বৃষ্টি

এবার দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গল। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক্ বর্ষার বৃষ্টি। সপ্তাহান্তে বা আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগ আরও কিছুদিন চলবে। সিকিম ও ভুটান পাহাড়ের পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন নদীর জলস্তর বাড়বে। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। ফলে উত্তরে দুর্ভোগ এখনই কমছে না। 

WB News Live Updates: সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টি, ফের জল বাড়ছে তিস্তার

সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টি, ফের জল বাড়ছে তিস্তার। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে জল। আজ থেকে ফের বন্ধ যান চলাচল। প্রবল বৃষ্টিতে ধস নামার আশঙ্কা। ঘুম উড়েছে পাহাড়বাসীর। 

West Bengal News Live: রাত ১১টায় আর পাওয়া যাবে না শেষ মেট্রো

রাত ১১টায় আর পাওয়া যাবে না শেষ মেট্রো। দক্ষিণেশ্বর ও নিউ গড়িয়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০.৪০ মিনিটে। যথেষ্ট যাত্রী না হওয়ায় শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হল, জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। এর আগে পরীক্ষামূলকভাবে রাত ১১টায় শেষ মেট্রো চালু করা হয়েছিল। 

WB News Live Updates: ফের রাজ্যে ইডি-র অভিযান

ফের রাজ্যে ইডি-র অভিযান
দিল্লির একটি সাইবার প্রতারণা মামলায় বেলঘরিয়া ও হাওড়ার সালকিয়ায় চলছে তল্লাশি বেলঘরিয়ায় সফটওয়ার কোম্পানির কর্মী রমেশ প্রসাদের ফ্ল্যাটে হানা ইডি আধিকারিকদের
স্থানীয়দের দাবি, এই ব্যক্তি ৬ মাস আগে এখানে ফ্ল্যাট কিনেছেন
অন্যদিকে, সালকিয়ায় ব্যবসায়ী সুরয দুবের বাড়িতেও হানা দিয়েছে ইডি
পরিবারের দাবি, ওই ব্যবসায়ী বর্তমানে গুজরাতে আছেন

West Bengal News Live: বাচ্চা চুরির গুজবে রণক্ষেত্র বারাসাতের কাজিপাড়া

 বাচ্চা চুরির গুজবে রণক্ষেত্র বারাসাতের কাজিপাড়া। ৩ জনকে গণপিটুনি উত্তেজিত জনতার। পুলিশের গাড়িতেও ভাঙচুর। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। নামানো হয় র‍্যাফ। ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

WB News Live Updates: ভোটের পর তৃণমূল ও বিজেপি দুই শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বই বারবার প্রকাশ্য়ে চলে আসছে

ভোটের পর তৃণমূল ও বিজেপি দুই শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বই বারবার প্রকাশ্য়ে চলে আসছে। কলকাতায় তৃণমূলের পার্টি অফিসে, তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে, তৃণমূলের কাউন্সিলর। অন্য়দিকে ডায়মন্ড হারবারে বিজেপির পার্টি অফিসে তালা ঝুলিয়েছেন বিজেপি কর্মীরা। কলকাতায় দুই কাউন্সিলর পরস্পরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন। আর ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী বিঁধেছেন দলের একাংশকে।

West Bengal News Live: NEET-এ অনিয়মের অভিযোগে মামলা, আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি

NEET-এ অনিয়মের অভিযোগে মামলা, আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি

WB News Live Updates: নিট নিয়ে রিপোর্ট তলব

NTA-রই নেওয়া সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় কেলেঙ্কারির অভিযোগে তোলপাড়। বিহারে ১৩জনের গ্রেফতারি নিয়ে রাজ্য পুলিশের রিপোর্ট চাইল কেন্দ্র।

West Bengal News Live: বাতিল জুনের ইউজিসি-নেট

 নিটে কেলেঙ্কারির অভিযোগে তোলপাড়ের মধ্যেই এনটিএ-র নেওয়া ইউজিসি-নেট বাতিল। অস্বচ্ছ্বতার আশঙ্কায়, পরীক্ষা পরদিনই বাতিল করে সিবিআই নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের। 

প্রেক্ষাপট

নিটে (NEET Scam) কেলেঙ্কারির অভিযোগে তোলপাড়ের মধ্যেই এনটিএ-র নেওয়া ইউজিসি-নেট বাতিল। অস্বচ্ছ্বতার আশঙ্কায়, পরীক্ষা পরদিনই বাতিল করে সিবিআই নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের।

যুব সমাজকে নিয়ে ছেলেখেলা, দায় নেবেন শিক্ষামন্ত্রী? আক্রমণে প্রিয়ঙ্কা। পড়ুয়া-স্বার্থ রক্ষায় অগ্রাধিকার দিতেই সিবিআই, পাল্টা অমিত মালব্যর। মাথা ধরতে হবে, বিচারবিভাগীয় তদন্ত দাবি কুণালের।

NTA-রই নেওয়া সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় কেলেঙ্কারির অভিযোগে তোলপাড়। বিহারে ১৩জনের গ্রেফতারি নিয়ে রাজ্য পুলিশের রিপোর্ট চাইল কেন্দ্র।

নিটে অনিয়মের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি। ছাত্র ও কোচিং সেন্টারগুলির ৮টি মামলার সঙ্গে এনটিএ-র ৪টি মামলারও আজ শুনানি।

ভোট-পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া ছেলে, ভূপতিনগরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ শুভেনদুর। অস্বীকার শাসক দলের।

হেফাজতে মৃত্যু ডেবরার বিজেপি কর্মীর। রক্ষকই ভক্ষক, পুলিশি অত্যাচারের অভিযোগে আক্রমণে শুভেনদু। অকারণে রাজনীতির রং দেওয়ার চেষ্টা, পাল্টা কুণাল।

সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে ডেবরার মৃত বিজেপি কর্মীর পরিবার। এসপি-র রিপোর্ট তলব বিচারপতির। থানা-জেলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ।

তৃণমূল-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র ঘাটাল, বাড়ি-পার্টি অফিস ভাঙচুর। তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ বামেদের। পাল্টা শাসক শিবির।

রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে শুভেনদু। ওখানেই কেন, প্রশ্ন বিচারপতির। তৃণমূলকে কেন অনুমতি দিয়েছিল পুলিশ, প্রশ্ন বিরোধী দলনেতার।

অক্টোবরে ১৪৪ ধারা অমান্য করে ধর্নায় কী ব্যবস্থা? পুলিশকে জানাতে বলল হাইকোর্ট। একজনের ভুল, অন্যের অধিকার নয়, বিকল্প জায়গার সন্ধান দিন, শুভেনদুকে নির্দেশ বিচারপতির।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.