West Bengal News Live: ভরা পুজোয় মেতেছে মহানগর, উত্তর থেকে দক্ষিণ, পায়ে পায়ে সিগন্যাল গ্রিন
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
শারদ আনন্দ সম্মান পেল সন্তোষপুর ত্রিকোণ পার্ক। তাদের বিষয় এবার ছিল সোপান। প্যান্ডেল সাজানোয় সিঁড়ি কিংবা মই-এর ব্যবহার করেই ইন্সস্টলেশনে সেরার সম্মান ছিনিয়ে নিল এই পুজো।
মুর্শিদাবাদের কান্দিতে নির্দল প্রার্থীর স্বামীকে গুলি করে খুন।হিজল গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নার্সিদা খাতুন। পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হয়েছিলেন নার্সিদা।
১২ নম্বর বরোর চেয়ারম্যান ও ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্তকুমার ঘোষ। রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজোর শেষকথা তিনিই। প্রতিবছরই থিমে স্বতন্ত্রতা, রাজডাঙা নব উদয়ের পুজোর পরম্পরা। যে পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ।
উমা এল ঘরে। ষষ্ঠীতে দেবীর বোধন। সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ শহরজুড়ে মহোত্সবের আবহ৷
উৎসবের আবহে সেরা একডালিয়া এভারগ্রিন। জোধপুরের জৈন মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। প্রতিমা সাবেকি। বিশেষ আকর্ষণ ঝাড়বাতি।
মহাপুজোয় মশগুল মহানগর। উত্তর থেকে দক্ষিণ, পায়ে পায়ে সিগন্যাল গ্রিন। ভিড়ের চাপে যতই চিড়ে চ্যাপ্টা অবস্থা হোক কিম্বা ঘেমেনেয়ে একশা হোক গিলে করা পাঞ্জাবি, থেমে নেই প্যাণ্ডেল হপিং। আপত্তি নেই লম্বা লাইনের দীর্ঘ প্রতীক্ষায়। বছরে তো এই ক’টা মাত্র দিন। রাজপথে মানুষের ঢল। সময়ের সঙ্গে বাড়ছে জনস্রোত। আলো ঝলমলে শহরে ঠাকুর দেখার ঢল। থিম, সাবেকিয়ানা মিলেমিশে একাকার উৎসবের রঙ। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে সেই আমেজই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শহরবাসী। সঙ্গে হুল্লোড়, আড্ডা, পেটপুজো। ফুচকা, রোল, চাউমিন।
হাতিবাগান সর্বজনীনের পুজো এবার ৮৯ বছরে পা দিল। একটা উৎসবের নেপথ্যে কত মানুষের অবদান লুকিয়ে থাকে, সেটাই তুলে ধরা হয়েছে তাদের মণ্ডপে। পাড়ার বাড়িগুলিকে ব্যবহার করেই তৈরি হয়েছে প্যান্ডেল। থিমের নাম দোসর। মৈত্রী ভাবে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান উঠল হাতিবাগান সর্বজনীনের হাতে।
কৃষ্টিতে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান গেল কালীঘাট মিলন সঙ্ঘের ঝুলিতে। এবার এই পুজো ৮০ বছরে পড়ল। তাদের থিম- অধিষ্ঠাত্রী। এবার কালীঘাট মিলন সঙ্ঘের প্রতিমা তৈরি হয়েছে মোম দিয়ে।
শারদ আনন্দ সম্মান পেল সন্তোষপুর ত্রিকোণ পার্ক। তাদের বিষয় এবার ছিল সোপান। প্যান্ডেল সাজানোয় সিঁড়ি কিংবা মই-এর ব্যবহার করেই ইন্সস্টলেশনে সেরার সম্মান ছিনিয়ে নিল এই পুজো।
সাড়ে ৯০০ দিন ধরে পথে। নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জারি। পুজোও কাটবে রাস্তাতেই। নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। অন্যদিকে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মঞ্চে গেলেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়।
কলেজ স্কোয়ারের পুজো মানেই আলোর রোশনাই। সাবেকি প্রতিমা, বিশাল ঝাড়বাতি এবং বিশাল প্যান্ডেল। এবছর ৭৬তম বছরে পড়ল এখানকার দুর্গাপুজো। মাইশোরের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।নির্মাণকল্পে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কলেজ স্কোয়ারের পুজো।
আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ শহরজুড়ে মহোত্সবের আবহ৷ উত্তর, দক্ষিণ, সব জায়গাতেই এক ছবি৷ ষষ্ঠীর সকাল থেকেই ঠাকুর দেখার ভিড়৷ নতুন জামাকাপড়৷ নতুন জুতো৷ হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়া৷ উত্সবের আনন্দে ভাসছে শহর। থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রঙ৷ বাঙালির সেরা উত্সব।
ফের পথে নামলেন কামদুনির আন্দোলনকারীরা। সকাল থেকে কামদুনি মোড়ে অবস্থানে বসেছেন তাঁরা। ২০১৩ সালে এই কামদুনির মাটিতে ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার হয়েছিল কলেজ ছাত্রীর দেহ। হাড়হিম করা ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা রাজ্য়। একদশক পর ২ সাজাপ্রাপ্তের মৃত্য়ুদণ্ড রদ করে, যাবজ্জীবনের নির্দেশ দিয়েছে আদালত। তথ্য়প্রমাণের অভাবে মৃত্য়ুদণ্ডপ্রাপ্ত একজনকে বেকসুর খালাস করা হয়েছে।
সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আর কোনও বাধা রইল না। যেকোনও জায়গায় গিয়ে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি। নির্দেশ দিল ইডির বিশেষ আদালত। গতকাল ইডি আদলতে জানায়, কোর্ট কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিলেও তা করা যাচ্ছে না। কারণ দীর্ঘদিন ধরে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি তাঁকে অন্য জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর আবেদনও জানায় ইডি। এসএসকেএমের চিকিৎসকরাই সুজয়কৃষ্ণ ভদ্রর স্বাস্থ্য পরীক্ষার পর ঠিক করবে, তাঁকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে কিনা বা জেলে ফেরানো যাবে কিনা। ইডির আবেদনের প্রেক্ষিতে নির্দেশ দিল বিশেষ আদালত।
পুজো জেলেই কাটবে মানিক ভট্টাচার্যর। মানিকের জামিন-মামলা হাইকোর্টেই ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট
আজ ষষ্ঠী। দেবীর বোধন। সন্ধেয় অধিবাস৷ বিল্ববৃক্ষতলে আরাধনা। সকাল থেকেই আবাহনের প্রস্তুতি।
পুজোর আকাশে নিম্নচাপের মেঘ। সোমবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি। নবমী-দশমীতে বৃষ্টির আশঙ্কা।
ছয়দিনের মাথায় সোনারপুরে সোনার দোকানে ডাকাতির কিনারা করল পুলিশ
গ্রেফতার ৫, অস্ত্রসহ অলঙ্কার উদ্ধার
গত ১৩ অক্টোবর ডাকাতি হয় সোনারপুরের সোনার দোকানে
বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৫ দুষ্কৃতী ও এক স্বর্ণব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ
সিসিটিভি ফুটেজে একটি বাইককে চিহ্নিত করেই দুষ্কৃতীদের ধরা গেছে বলে জানিয়েছে পুলিশ
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড তাজা কার্তুজ
উদ্ধার হয়েছে সোনা-রুপোর অলঙ্কার এবং নগদ ৩০ হাজার টাকাও
সাড়ে ৯০০ দিন ধরে পথে। নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জারি। পুজোও কাটবে রাস্তাতেই।
কবে মিলবে চাকরি? নিয়োগের দাবিতে উৎসবের মরশুমে পথেই চাকরিপ্রার্থীরা
পরপর দু'বছর। জেলেই পুজো কাটছে অনুব্রত মণ্ডলের। তিহাড়ে বন্দি থাকায়, নানুরে গ্রামের বাড়ির পুজোয় এবারও উপস্থিত থাকতে পারছেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। পুজোর অন্যতম শরিক জেলবন্দি থাকায় মন খারাপ পরিবারের সদস্যদের।
ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে ফের সরব মহুয়া মৈত্র
'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আর কোনও বাধা রইল না। যেকোনও জায়গায় গিয়ে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি। নির্দেশ দিল ইডির বিশেষ আদালত।
ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে নতুন মোড়। মোদির ভাবমূর্তি নষ্ট করতেই আদানিকে নিশানা মহুয়ার। দাবি পিটিআইয়ের প্রকাশ্যে আনা হিরানন্দানির সই সম্বলিত হলফনামায়।
পুজোয় চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। পুজোর শেষলগ্নে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নবমীর দিন গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গে অষ্টমীর দিন রবিবার পর্যন্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সোম ও মঙ্গলবার অর্থাৎ নবমী ও দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। দশমীর পরেও দু-তিন দিন আবহাওয়া একই রকম থাকতে পারে।
রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর-যোগ নিয়ে মুখ খুললেন জ্যোতিপ্রিয়।
রেশন বন্টন দুর্নীতিতে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানের সঙ্গে জ্য়োতিপ্রিয় মল্লিকের ছবি দেখিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নাম না করে বিরোধী দলনেতাকে এবার পাল্টা জবাব দিলেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী। যা ঘিরে শারদোৎসবের বাংলায় তুঙ্গে উঠল তরজা।
কামদুনিকাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়ে মুক্তিপ্রাপ্ত চারজনের জন্য নতুন শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট।নির্দিষ্ট দিনে হাজিরা দিতে হবে থানায়। নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। কামদুনিকাণ্ডে চারজনের মুক্তির ফলে গ্রামে উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য সরকারের আইনজীবী।
পুজোর আনন্দে তারকারাও। সুরুচিতে ঢাকে বোল তুললেন দেব, পা মেলালেন নুসরত। পুজো দর্শনে রাজ্যপাল। সন্তোষ মিত্র স্কোয়ারে গেলেন বিচারপতি অমৃতা সিন্হা।
আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ শহরজুড়ে মহোত্সবের আবহ৷ উত্তর, দক্ষিণ, সব জায়গাতেই এক ছবি৷ ষষ্ঠীর সকাল থেকেই ঠাকুর দেখার ভিড়৷ নতুন জামাকাপড়৷ নতুন জুতো৷ হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়া৷ উত্সবের আনন্দে ভাসছে শহর। থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রঙ৷ বাঙালির সেরা উত্সব।
কলকাতার পাশাপাশি জেলাতেও আকর্ষণীয় মণ্ডপ থেকে নজরকাড়া প্রতিমা। এবার দেখাব উত্তরবঙ্গের বেশ কিছু পুজোর ছবি।
পুজোয় ভেজাল খাবারের রমরমা রুখতে তৎপর কলকাতা পুরসভা। উত্তর কলকাতার হেদুয়া থেকে হাতিবাগান পর্যন্ত বিভিন্ন রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানে হানা দিলেন পুরসভার খাদ্য় নিরাপত্তা ও ভেজাল প্রতিরোধ বিভাগের আধিকারিকরা। শস ও পাউরুটির গুড়োর মান খারাপ হওয়ায় ফুটপাতের অস্থায়ী দোকানদারদের সতর্ক করলেন তাঁরা।
পুজোর আনন্দে তারকারাও। সুরুচিতে ঢাকে বোল তুললেন দেব, পা মেলালেন নুসরত। পুজো দর্শনে রাজ্যপাল। উদ্বোধন করলেন রাজভবনের আবাসিকদের পুজো।
আজ মহাষষ্ঠী, মহাপুজোর আনন্দে বঙ্গবাসী
প্রেক্ষাপট
কোথাও থিমের চমক, কোথাও সাবেকিয়ানা, টক্কর হাড্ডাহাড্ডি। মহাপুজোর আনন্দে মহানগর। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতে গেলেন বিচারপতি অমৃতা সিন্হা (Justice Amrita Sinha)।
পুজোর (Durga Puja 2023) আনন্দে তারকারাও। সুরুচিতে ঢাকে বোল তুললেন দেব, পা মেলালেন নুসরত। পুজো দর্শনে রাজ্যপাল। উদ্বোধন করলেন রাজভবনের আবাসিকদের পুজো।
থিমের মাধ্যমে প্রাণের সন্ধান। পরিবেশ চেতনায় সেরা হিন্দুস্থান পার্ক সর্বজনীনের। মাটি-কাপড়ের মণ্ডপ। শিল্প সুষমায় সেরা লেক অ্যাভিনিউ শিবমন্দির।
কাব্য় ভাবনায় শারদ আনন্দ সম্মান ছিনিয়ে নিল বালিগঞ্জ কালচারাল। উপকরণ প্রয়োগে সেরা লালাবাগান নবাঙ্কুর। দেশাত্মবোধে দমদম তরুণ দল।
উপস্থাপনায় সেরা টালা প্রত্যয়।
পুজোয় শ্রেষ্ঠত্বের শিরোপা। অভিনব উপাদানে সেরা বেহালা নূতন দল। ভিন্ন ভাবনায় সেরা প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ। সেরা পাড়ার পুজো সল্টলেক আইএ ব্লক।
সমাজ বার্তায় সেরা হরিদেবপুর নিউ স্পোর্টিং। উদ্ভাবনে সেরা বাগুইআটির দক্ষিণপাড়া দুর্গোৎসব। সৃষ্টিশীলতার অভিনবত্বে সেরা পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি।
পুজোর মধ্যেই ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সপ্তমীতেই নিম্নচাপ, ভিজতে পারে নবমী-দশমী। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস।
মাসে ২ দিন রাজারহাট থানায় হাজিরা, পুলিশের অনুমতি ছাড়া যেতে পারবেন না অন্য কোথাও। জানাতে হবে ঠিকানা বদলালে, কামদুনির মুক্তিপ্রাপ্ত ৪ জনের জন্য শর্ত সুপ্রিম কোর্টের।
স্থগিতাদেশ না থাকা সব মামলাতেই সহযোগিতা করতে হবে শুভেন্দুকে। জানিয়ে দিল হাইকোর্ট। যাদবপুর থানার এফআইআর দায়েরের আর্জি খারিজ।
র্যাগিংয়ে ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ। নির্দিষ্ট কাউকে শুভেন্দুর আক্রমণ নয়, এফআইআয়ের আর্জি খারিজ করে বলল হাইকোর্ট। ভাষা প্রয়োগে সংযত থাকার বার্তা।
জেলে এমন কী হয়েছিল, যে তড়িঘড়ি এসএসকেএমে সুজয়কৃষ্ণকে ভর্তি? কতদিন ছিলেন জেল হাসপাতালে? জানতে চেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি ইডির।
প্রাথমিকে ওএমআর কারচুপি মামলায় জেল হেফাজতে পার্থ সেন, কৌশিক মাজি। ১৭ নভেম্বর পর্যন্ত এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার ও ডিরেক্টরের জেল হেফাজত।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর ৬ মাস পার, জেলে জীবনকৃষ্ণ। সুপ্রিম কোর্টে জামিনের আর্জি বড়ঞার তৃণমূল বিধায়কের। সিবিআইয়ের বক্তব্য জানতে চাইল সর্বোচ্চ আদালত।
এজেন্সি নিয়ে ফের মোদি সরকারকে নিশানা অভিষেকের।
রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর-যোগ নিয়ে মুখ খুললেন জ্যোতিপ্রিয়।
বিজেপির সজলের পুজোয় হঠাৎ হাজির কংগ্রেসের কৌস্তভ। জল্পনা বাড়িয়ে শুভেন্দুর পরে এবার অমিত শাহের প্রশংসা।
ইজরায়েল-হামাস যুদ্ধের ১৩দিন। মৃত্যু ৫ হাজার পার। নিহত প্রায় দেড় হাজার হামাস জঙ্গি। বাইডেনের পর ইজরায়েলে সুনক। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ব্রিটিশ প্রধানমন্ত্রীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -