West Bengal News Live: আনিস-মৃত্যুর তদন্তে রাতেই আমতা থানায় SIT
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
আনিস-মৃত্যুর তদন্তে রাতেই আমতা থানায় SIT
দেউচা পাঁচামিতে কয়লা প্রকল্প গড়তে বাধা দেওয়া হচ্ছে। ভুল বোঝাচ্ছেন খাদান মালিকদের একাংশ। অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।
এবার CBI তদন্তে অসন্তোষ প্রকাশ করল, নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার। মূল অভিযুক্তদের না ধরেই ট্রায়াল শুরু করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই অভিযোগে ট্রায়ালে স্থগিতাদেশ চেয়ে, হাইকোর্টে পিটিশন দাখিল করল অভিজিতের পরিবার। CBI-কে কেস ডায়ারি পেশের নির্দেশ হাইকোর্টের।
আনিস খুনের তদন্তে আমতা থানায় সিট। এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহর নেতৃত্বে সিট গঠিত হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত সিটের প্রতিনিধি ডিআইজি সিআইডি মিরাজ খালিদ পৌঁছলেন আমতা থানায়।
কলকাতা মেডিক্যালে প্রথম বর্ষের প্রথম ক্লাসেই ‘চরক’ শপথ’! প্রথম দিনের ক্লাসেই বিতর্কিত ‘চরক’ শপথ নিলেন পড়ুয়ারা। ইন্টার্নশিপের সময় চিকিৎসকদের নিতে হত ‘হিপোক্র্যাটিক ওথ’। ‘ন্যাশনাল মেডিক্যাল কমিশনের গাইডলাইন মেনে ‘চরক শপথ’। চরক শপথ নিয়ে দাবি কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের।
বাজেট অধিবেশন ইস্যুতে রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী
এলগিন রোডে রত্ন ব্যবসায়ীকে খুনের ঘটনায় নতুন মোড়। সন্দেহভাজন অভিযুক্তর ছবি সামনে এনে হুলিয়া জারি করেছে ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সূত্রে দাবি, সম্প্রতি কটক ও ভুবনেশ্বরে অভিযুক্তকে দেখা গেছে। ওই ব্যক্তিই খুনের ঘটনায় জড়িত বলে অনুমান ওড়িশা পুলিশের।
‘ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরালের হুমকি’, আত্মঘাতী কলেজ-ছাত্রী। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরালের হুমকির অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তরুণীর পরিবারকেও ভয় দেখানোর অভিযোগ। কালনায় ভয়ে আত্মঘাতী কলেজ ছাত্রী, দাবি পরিবারের। অভিযুক্ত পলাতক।
পুরভোটের আগে কাঁথিতে হুমকি বিতর্কে তৃণমূল। নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্তে অনড় থাকায় দলের প্রাক্তন কাউন্সিলরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রচারে আসতেই নির্দল প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।
তৃণমূলের প্রতীক না পেয়ে নির্দল প্রার্থী, এবার দক্ষিণ ২৪ পরগনায় বহিষ্কার
২দিন পার, আনিস-খুনে এখনও অভিযুক্তরা অধরা
নদিয়ার চাকদায় পুরভোটের শুভেন্দুর প্রচার ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বিরোধী দলনেতার তুমুল বচসা। পুলিশের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ।
আনিস খুনের প্রতিবাদে আমতা থানার সামনে অবস্থান বিক্ষোভ বাম ছাত্র-যুব সংগঠনের।
আনিসের মৃত্যুর ২ দিন পরে এলাকায় বসল সিসিটিভি। আপাতত ৪টি সিসিটিভি দিয়ে নজর রাখা হচ্ছে। বসানো হয়েছে পাহারাও।
মদন-সৌগতর সৌজন্য ফের বদলে গেল সংঘাতে! ‘আমি গাড়িতে কোনও গুন্ডা নিয়ে ঘুরি না। আমি গুন্ডা দমনের কাজ করি না, ওটা পুলিশের কাজ।’গুন্ডা নিয়ে গাড়িতে ঘোরার অভিযোগে মদনকে জবাব সৌগতর।
‘খোঁজ মিলেছে আনিসের মোবাইল ফোনের।’ আনিসের বাড়ির ছাদেই মেলে মোবাইল ফোন, দাবি পরিবারের। পুলিশকে হস্তান্তর করতে অস্বীকার। আদালত চাইলে দেওয়া হবে, পুলিশকে নয়, দাবি পরিবারের।
প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলে ভোটারদের সতর্ক করছেন প্রার্থী। দাঁইহাট পুরসভার সিপিএম প্রার্থীর প্রচার ঘিরে রাজনৈতিক তরজা। শাসককে আক্রমণ প্রসঙ্গে বিজেপিকে পাশে পেয়েছে বামেরা। সিপিএম প্রার্থীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের।
কলকাতার গণ্ডি ছাড়িয়ে আনিস খুনের আঁচ রাজধানীতেও। দিল্লিতে বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ দেখালো এসএফআই। অন্যদিকে কলকাতাতেও কলেজ স্ট্রিটে আনিস খুনের প্রতিবাদে মিছিল করে এসএফআই, ও এআইডিএসও।
২দিন পার, আনিস-খুনে এখনও অভিযুক্তরা অধরা। পথে নাগরিক সমাজ।
কন্ট্রাক্টর দিয়ে রাজনৈতিক দল চলে না। আবারও আই-প্যাক নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর্স ঠিক করার সময় আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। সেই মেম্বারদের ৫০ শতাংশ নির্দল প্রার্থী হয়ে তৃণমূলের সঙ্গে লড়ছে। সেই সময় মমতাদি, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়রা দেখলে এমনটা ঘটত না। পুরভোটে নির্দল প্রার্থী নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আশা করব দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান এসব দেখছেন। উপযুক্ত ব্যবস্থা না নিলে দলের রণকৌশল নিয়ে অনেকেই তো মুখ খুলবেন। প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
হলদিয়া বন্দরে তোলাবাজির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ।
আনিস মৃত্যুর প্রতিবাদ, এন্টালিতে পুলিশ-কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন কংগ্রেস কর্মীরা। এরপর ধুন্ধুমার পরিস্থিতি হয়। কয়েকজনকে আটক করা হয়েছে।
আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল আদালত। অভিযোগ ও দিনক্ষণ সহ মামলার আবেদন পত্র পেশ করার নির্দেশ রাজ্যকে। আগামী ২৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।
কোচবিহারে পুরভোটে তৃণমূলকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। দলের তরফে কোনও অশান্তি করা যাবে না। তাতে দুটো আসন কম জিতলেও কিছু যায় আসে না। তৃণমূল সূত্রে খবর, সম্প্রতি জেলা সফরে গিয়ে এমনই কড়া বার্তা দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তা নিয়ে শাসক শিবিরকে পাল্টা নিশানা করেছে বিজেপি।
পুরভোটের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। বামেদের অবস্থা বোঝাতে, কুকুরের সঙ্গে তুলনা টানলেন নারায়ণ গোস্বামী। পরে অবশ্য তাঁর দাবি কোনও দলের সঙ্গে তুলনা করেননি। এই নিয়ে সিপিএমের আক্রমণের মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক।
দেউচা পাঁচামি নিয়ে কয়েকজন খাদান মালিক ভুল বোঝাচ্ছেন। কাউকে বঞ্চিত করা হবে না। চাকরি-বাড়ি, বাড়তি প্যাকেজের প্রতিশ্রুতি সরকারের। প্রকল্প না হলে বাংলার ক্ষতি, মন্তব্য মুখ্যমন্ত্রীর
দেউচা পাঁচামিতে প্রতি পরিবার থেকে দেওয়া হবে চাকরি। কেউ কেউ ওখানে গিয়ে মিথ্যা প্রচার করছেন। আমরা দেউচা পাঁচামিতে কাউকে বঞ্চিত করছি না। জমির বদলে জমি, বাড়ির বদলে বাড়ি দেওয়া হচ্ছে। বাড়ি করার জন্য দেওয়া হচ্ছে ৭ লক্ষের আর্থিক প্যাকেজ, সোমবার সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় মুখ্যসচিবের নেতৃত্বে সিট গঠন রাজ্যের। ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে সিট। নিরপেক্ষ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, আনিসের মৃত্যু দুর্ভাগ্যজনক। ওঁর সঙ্গে আমাদের সম্পর্ক ভাল ছিল। ঘটনায় যারা দোষী তারা শাস্তি পাবে। যেই করে থাকুক, এর কোনও ক্ষমা নেই।
দেউচা পাঁচামি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দেউচা পাঁচামি হলে লক্ষাধিক ছেলেমেয়ের চাকরি হবে। সরকার অনেক টাকা খরচ করবে।"
আনিস মৃত্যুর দু’দিন পরেও অধরা দুষ্কৃতীরা। ছাত্রনেতার মৃত্যুর পর বাড়িতে পুলিশ পাহারা। বড় দেরিতে এল, আক্ষেপ আনিসের বাবার। এদিকে, আনিস মৃত্যুর দু’দিন পর নবান্নে মৃতের পরিবারকে দেখা করতে ডাকলেন মুখ্যমন্ত্রী
সকাল সকাল ভোট দিন। না হলে নিজের নিজে দিতে পারবেন না। বোমাবাজি করতে পারে তৃণমূল। প্রচারে বেরিয়ে এভাবেই ভোটারদের সতর্ক করছেন সিপিএম প্রার্থী। পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন বাম প্রার্থী অনিন্দ্য মণ্ডল। সিপিএম প্রার্থীর সতর্কীকরণ বার্তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, বোমা মারার কথা বলে ভোটারদের ভয় দেখাচ্ছে সিপিএম। এ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাবে বলেও জানিয়েছেন তৃণমূল প্রার্থী। বামেদের পাশে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীর দাবি, ভোটের সময় তৃণমূল সন্ত্রাস চালাতে পারে আশঙ্কা করেই তাড়াতাড়ি ভোট দেওয়ার আবেদন।
শুভেন্দু অধিকারীর বাড়ি ও বাড়ির বাইরে ইচ্ছেমতো সিসি ক্যামেরা লাগানো যাবে না। পুলিশ নিজের ইচ্ছামতো ক্যামেরা লাগাতে পারবে না। শুভেন্দু অধিকারী যেখানে বলবেন, সেখানেই ক্যামেরা লাগাতে হবে। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সংক্রান্ত মামলায় নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।
আনিস মৃত্যুর দু’দিন পরেও অধরা দুষ্কৃতীরা। ছাত্রনেতার মৃত্যুর পর বাড়িতে পুলিশ পাহারা। বড় দেরিতে এল, আক্ষেপ আনিসের বাবার।
বিধানসভায় পৌঁছল সাধন পাণ্ডের মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানান বিধায়করা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধন-কন্যা শ্রেয়ার সঙ্গেও কথা বলেন তিনি। এরপর নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল রাত সোয়া ১টা নাগাদ মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় সাধন পাণ্ডের মরদেহ।
কন্ট্রাক্টর দিয়ে রাজনৈতিক দল চলে না। আবারও আই-প্যাক নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর্স ঠিক করার সময় আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। সেই মেম্বারদের ৫০ শতাংশ নির্দল প্রার্থী হয়ে তৃণমূলের সঙ্গে লড়ছে। সেই সময় মমতাদি, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়রা দেখলে এমনটা ঘটত না। পুরভোটে নির্দল প্রার্থী নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ চট্টোপাধ্যায়ের। আশা করব দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান এসব দেখছেন। উপযুক্ত ব্যবস্থা না নিলে দলের রণকৌশল নিয়ে অনেকেই তো মুখ খুলবেন। প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
পুরভোটের আগে নিজের শহরে প্রচারে সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটে নিজের ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শান্তনু চৌধুরীকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন বিজেপির রাজ্য সভাপতি। দেখে ভোট দেবেন, প্রলোভনে পা দেবেন না, ভোটারদের কাছে আবেদন সুকান্ত মজুমদারের।
পুরভোটের আবহে তৃণমূল পরিচালিত পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ একাধিক সদস্যের নামে কাটমানি-পোস্টার, লিফলেট। পাঁশকুড়া নাগরিকবৃন্দের নামে ওই পোস্টার, লিফলেটে বেআইনিভাবে INTTUC-র জায়গা বিক্রির অভিযোগ তোলা হয়েছে। ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে। দাবি পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যানের। তৃণমূলের দাবি, পুরোটাই বিজেপির চক্রান্ত। শাসকদলকে পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের খোঁচা গেরুয়া শিবিরের।
আজ সাধন পাণ্ডের শেষকৃত্য। শেষ শ্রদ্ধা জানান হচ্ছে তৃণমূল নেতাকে। একদা সহকর্মীকে শ্রদ্ধা জানাতে আসেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, "যিনি ৯ বারের বিধায়ক তাঁর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তিনি মানুষের কাছে সবসময়ই কাছের ছিলেন।"
বেনিয়াপুকুরে উদ্ধার হওয়া ৪ কোটি টাকা নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুল্ক দফতরের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল তারা। ইডি সূত্রে খবর, ৪ কোটি টাকা কোথা থেকে, কী কারণে আনা হয়েছিল, হাওয়ালা-যোগ অথবা জঙ্গিদের সাহায্য করতে ওই বিপুল পরিমাণ অর্থ আনা হয়েছিল কিনা, তা তদন্ত করে খতিয়ে দেখা হবে। ঘটনায় ধৃত ২ জনের সম্পর্কে শুল্ক দফতরের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ইডি। খবর সূত্রের। শনিবার বেনিয়াপুকুর থেকে নগদ ৪ কোটি টাকা উদ্ধার করে শুল্ক দফতর।
পুরভোটের একসপ্তাহ আগে কোচবিহারে অশান্তি। ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলা। দুটি কার্যালয়েই কাপড় ছিঁড়ে ফেলা হয়। দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ।
২ দিন পার। আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় এখনও ধোঁয়াশা। অধরা অভিযুক্তরা। মেলেনি আনিসের মোবাইল ফোনও। এদিকে, পুলিশের কাছে বারবার নিরাপত্তা চেয়েও পাননি আনিস। অথচ তাঁর মৃত্যুর পর বাড়িতে বসেছে পুলিশি পাহারা। তা নিয়ে প্রশ্ন তুলছেন মৃত ছাত্রনেতার পরিজনেরা।
শান্তিনিকেতনে সাড়ম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন। রঙিন আলপনায় সেজে উঠেছে বিভিন্ন রাস্তা। সাজানো হয়েছে বাংলাদেশ ভবন। তৈরি করা হয়েছে শহিদ বেদি। শান্তিনিকেতনের পূর্বপল্লির ছাত্রাবাস থেকে পদযাত্রা শুরু হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে পড়ুয়াদের সঙ্গে পদযাত্রায় পা মেলান বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকারা। বাংলাদেশ ভবনে এসে শেষ হয় পদযাত্রা। সেখানে শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। উপস্থিত থাকবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মাতৃভাষার জন্য যাঁরা বীরের মতো লড়াই করেছেন, সেইসমস্ত শহিদদের স্যালুট। ভারতে আজ ভাষার এই বহুত্ববাদকে উদ্যাপনের প্রয়োজন। আমরা সব ভাষাকে ভালবাসি, আমরা আমাদের মাতৃভাষাকে ভালবাসি। ভাষা-মোদের ভালবাসা। সবাইকে নিয়ে বাঁচার আশা। ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী।
ঘন কুয়াশার কারণে ব্যাহত ট্রেন পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-শালিমার, পাঁশকুড়া-হলদিয়া ও খড়গপুর-ভদ্রক শাখায় সকালের দিকে ট্রেন চলাচল ব্যাহত হয়। হাওড়াগামী বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে ঢোকে। দুর্ঘটনা এড়াতে লোকাল ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। পূর্ব রেলের হাওড়া শাখাতেও লোকাল ট্রেন চলাচলে প্রভাব পড়ে।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি৷’ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহরজুড়ে উদ্যাপন। সিঁথির মোড়ে প্রভাতফেরিতে সামিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
ঘন কুয়াশার কারণে কলকাতায় বন্ধ বিমান পরিষেবা। সকালে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যায়। প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরে। কৃত্রিম আলো জ্বালিয়েও পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। ফলে সকাল থেকে কলকাতা বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করতে পারেনি। অন্য রাজ্য থেকে আসা বিমানগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অধিকাংশ বিমান রাঁচিতে অবতরণ করেছে। বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় বিমানবন্দরে যাত্রীদের ভিড়।
ঘন কুয়াশার জের। দৃশ্যমানতা কমে যাওয়ায় হুগলির কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি-সহ বেশ কয়েকটি জায়গায় ফেরি চলাচল বন্ধ। এর ফলে উত্তর ২৪ পরগনার সঙ্গে হুগলির জলপথে যোগাযোগ ব্যাহত
কুয়াশার কারণে ব্যাহত বিমান পরিষেবা। সকালে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যায়। প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরে। সকালে বেশ কয়েকটি বিমান দেরিতে ছেড়েছে।
কুয়াশার চাদরে মোড়া সকাল। দেখা মেলেনি সূর্যের। কলকাতা থেকে জেলা, সর্বত্র একই ছবি। কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সকালে আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঘন কুয়াশা। বেলা বাড়লে আংশিক পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
আজ সাধন পাণ্ডের শেষকৃত্য। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে সাধন পাণ্ডের মরদেহ নিয়ে যাওয়া হবে কাঁকুড়গাছির বাড়িতে। সেখান থেকে গোয়াবাগানের পৈত্রিক বাড়ি ঘুরে বিধানসভায় নিয়ে যাওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন বিধায়করা। এরপর নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল রাত সোয়া ১টা নাগাদ মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় সাধন পাণ্ডের মরদেহ। সঙ্গে ছিলেন স্ত্রী ও মেয়ে। বিমানবন্দরে দীর্ঘদিনের সতীর্থকে শেষ শ্রদ্ধা জানান সুজিত বসু, অতীন ঘোষ, শশী পাঁজা, তাপস রায়-সহ তৃণমূলের কর্মী, সমর্থকরা। এরপর দেহ নিয়ে যাওয়া হয় পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ডে। সেখানে উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী ও মিমি চক্রবর্তী।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভায় তৃণমূলের স্বস্তি। দলের নির্দেশ মেনে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন ৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুভাষ দত্ত। দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামার কথা জানিয়েছেন তৃণমূলের বিদায়ী পুরপ্রধান। তাকে স্বাগত জানিয়েছে তৃণমূল। কটাক্ষে বিঁধেছে বিজেপি।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে ফোন করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ডিসেম্বরের শেষে অভিযোগ দায়ের হয়। শনিবার ভাটপাড়া থেকে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। জামতাড়া গ্যাংয়ের হয়ে ধৃতরা কাজ করত বলে পুলিশ সূত্রে দাবি।
দার্জিলিঙে মগডালে চিতাবাঘ। আবার দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে জালবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার। রবিবার সকালে বাঘিনীর হানায় আহত হন একজন। টানা ৯ ঘণ্টার চেষ্টায় বাঘিনীটিকে ট্যাঙ্কুলাইজ করে নৌকায় করে নিয়ে যাওয়া হয় ঝিলা রেঞ্জে।
সিএএ বিরোধী আন্দোলনের মুখ আনিস খানকে খুনের অভিযোগ। রাজ্যজুড়ে পথে নামল বাম ছাত্র-যুব সংগঠন। পরিজনদের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন বিশিষ্টজনেরা। সোমবার কলকাতায় হবে নাগরিক মিছিল। মঙ্গলবার বাম ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
প্রেক্ষাপট
কলকাতা: কলেজ স্ট্রিটে (College Street) এক নিরাপত্তারক্ষীর মৃত্যু ঘিরে রহস্য। কাশীনাথ মণ্ডল নামে ওই নিরাপত্তারক্ষী বর্ণপরিচয় মার্কেটে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। আদতে মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দা হলেও, তিনি থাকতেন, মার্কেটেরই তিন তলায়। গতকাল সকাল থেকে তাঁর খোঁজ মিলছিল না। আজ মার্কেটের নির্মীয়মাণ অংশে, লিফটের জন্য খোঁড়া গর্তের মধ্যে তাঁর মৃতদেহ (Dead Body) পড়ে থাকতে দেখেন অন্য কর্মীরা। জোড়াসাঁকো (Jorasanko) থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। কর্মীদের প্রাথমিক অনুমান, কোনও কারণে লিফটের গর্তে তিনি উপর থেকে পড়ে যান। তার ফলেই মৃত্যু হয় তাঁর। তবে এটি দুর্ঘটনা (Accident), খুন (Murder), নাকি আত্মহত্যা (Suicide), তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।
হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের কঠিন শাস্তি দিতে হবে। দাবি করল, শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ। আজ এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনায় পরিকল্পিত হত্যার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর কাছে দাবি, ঘটনার সঠিক তদন্ত করিয়ে প্রকৃত দোষীদের চরম শাস্তির ব্যবস্থা করা হোক।
প্রচারের জন্য অটো-টোটো ভাড়া পাচ্ছেন না। এই অভিযোগ তুলে আজ সকালে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে বি টি কলেজের মোড়ে অবস্থান বিক্ষোভ করলেন বিজেপি প্রার্থী। নিউ ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিন্টু দাসের অভিযোগ, শাসক দলের বাধার কারণেই তাঁকে কেউ অটো-টোটো ভাড়া দিচ্ছেন না। যদিও এই অভিযোগ অস্বীকার করেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রবীর সাহা। তাঁর দাবি, কাউকে, কোনওরকম প্রচারে বাধা দেওয়া হচ্ছে না। ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।
শুভেন্দু অধিকারীর খাস তালুকে বিজেপিকে রুখতে, প্রশাসনকে কাজে লাগিয়ে কাঁথি পুরসভায় ভোট লুঠের পরিকল্পনা করছে তৃণমূল। একটি নোটিস তুলে ধরে রাজ্য নির্বাচন কমিশনে এমনই অভিযোগ জানিয়েছে বিজেপি। কমিশন সূত্রে খবর, যে নোটিস ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, তা খারাপ হয়ে যাওয়া ইভিএমের জন্য। বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
দার্জিলিঙে মগডালে চিতাবাঘ। আবার দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে জালবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার। রবিবার সকালে বাঘিনীর হানায় আহত হন একজন। টানা ৯ ঘণ্টার চেষ্টায় বাঘিনীটিকে ট্যাঙ্কুলাইজ করে নৌকায় করে নিয়ে যাওয়া হয় ঝিলা রেঞ্জে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -