West Bengal News Live : রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার গ্রহণ করলেন না রাজ্যপাল

জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 21 Jun 2023 11:27 PM
WB News Live : রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার গ্রহণ করলেন না রাজ্যপাল

রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার গ্রহণ করলেন না রাজ্যপাল। ভোটে বেলাগাম সন্ত্রাস, আলোচনার জন্য না আসার পরেই পদক্ষেপ । রাজীব সিন্হার জয়েনিং লেটার ফেরত পাঠালেন রাজ্যপাল। তাহলে কি আর পদে থাকতে পারবেন রাজ্য নির্বাচন কমিশনার ? 

WB News Live : 'মানসিকভাবে ট্রান্সম্যান, শারীরিকভাবে হতে চাই', জানিয়ে দিলেন বুদ্ধদেব-কন্যা সুচেতনা

সুচেতনা থেকে এবার সুচেতন হতে চান বুদ্ধ-কন্যা। 'মানসিকভাবে ট্রান্সম্যান, শারীরিকভাবে হতে চাই'। জানিয়ে দিলেন বুদ্ধদেব-কন্যা সুচেতনা ভট্টাচার্য। 'বাবার সঙ্গে ছোটবেলা থেকেই আলোচনা হয়েছে'। 'বাবা ওয়াকিবহাল, কিন্তু সিদ্ধান্তটা একান্তভাবে আমার'। জানিয়ে দিলেন বুদ্ধদেব-কন্যা সুচেতনা ভট্টাচার্য।

WB News Live : ভোটে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে ফের হাইকোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ

ভোটে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে ফের হাইকোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ। প্রতি বুথে ৪জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েনের দাবি সরকারি কর্মীদের সংগঠনের ।

WB News Live : দাঁতনে বিজেপি প্রার্থী ও এক বিজেপি কর্মীকে মারধরের ভিডিও ভাইরাল

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি প্রার্থী ও এক বিজেপি কর্মীকে মারধরের ভিডিও ভাইরাল। বিজেপির অভিযোগ,মনোনয়ন প্রত্যাহার না করায় পার্টি অফিসে তুলে নিয়ে মারধর করে তৃণমূল কর্মীরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। 

WB News Live : 'এত রক্তপাত, হিংসা হলে ভোট বন্ধ করে দেওয়া উচিত'; পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিন্হার

ভোটের আগেই অশান্তির বলি ৮। এত রক্তপাত, হিংসা হলে ভোট বন্ধ করে দেওয়া উচিত। এটা রাজ্যের জন্য লজ্জার। পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিন্হার। 
'

WB News Live : দেগঙ্গার হরপুকুর গ্রামে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের জেরে বোমাবাজি

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুকুর গ্রামে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের জেরে বোমাবাজি। গুলিও চলে। তাদের ৫ কর্মী জখম হন বলে দাবি করেছে আইএসএফ। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল ও বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। আইএসএফ কর্মীদের অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা পরপর বোমা ছোড়ে। এই নিয়ে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। এত কম পুলিশ কীভাবে নিরাপত্তা সামলাবে, সেই প্রশ্ন তোলেন তাঁরা।

WB News Live : এবার নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধেও খুনের মামলা পুলিশের

এবার নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধেও খুনের মামলা পুলিশের। তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের ঘটনায় ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে মামলা। নৌশাদ সহ ৬৮ জন আইএসএফ কর্মীর বিরুদ্ধে মামলা। খুন ও অস্ত্র আইনে মামলা দায়ের কাশীপুর থানার পুলিশের। ১৫ জুন মনোনয়ন-সংঘর্ষে খুন হন তৃণমূল কর্মী রাজু নস্কর। তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসা, ভয় পাই না, পাল্টা নৌশাদ।

WB News Live : মালদায় তৃণমূলে রক্তক্ষরণ অব্যাহত, কংগ্রেসে যোগদান জেলা পরিষদের সদস্যা-সহ প্রায় ২০০ জনের

মনোনয়ন পর্ব শেষে হলেও মালদায় তৃণমূলে রক্তক্ষরণ অব্যাহত। কংগ্রেসে যোগ দিলেন জেলা পরিষদের সদস্যা মমতাজ বেগম, তাঁর স্বামী তৃণমূল নেতা আমিনুল হক, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র-সহ প্রায় ২০০ জন নেতা, কর্মী। টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে তৃণমূল। দুর্নীতিতে ভরে গিয়েছে দল, তাই কংগ্রেসে যোগদান, দাবি তৃণমূলত্যাগী নেতা, কর্মীদের। দল থেকে সমস্ত সুযোগ-সুবিধা নিয়েও টিকিট না পেয়ে অন্য দলে গিয়েছেন, এতে আমাদের কোনও ক্ষতি হবে না, প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সীর। 

WB News Live : 'বিচারপতিরা কি চোখে ঠুলি পরে বসে আছেন ?', হাইকোর্টকে বেলাগাম আক্রমণে কুণাল

চূড়ান্ত ভর্ৎসিত কমিশন, হাইকোর্টকে বেলাগাম আক্রমণে কুণাল । 'বিচারপতিরা কি চোখে ঠুলি পরে বসে আছেন?' 'প্রতিপক্ষরা যা বলাতে চাইছে, যা শুনতে চাইছে, তাই প্রতিফলিত হচ্ছে হাইকোর্টে'। শুভেন্দুর প্রসঙ্গ টেনে হাইকোর্টকে বেলাগাম আক্রমণে কুণাল ঘোষ

WB News Live : দেরিতে বোধোদয় হয়েছে মনোরঞ্জনের, খোঁচা বিরোধীদের

স্বাধীন চিন্তার মানুষের দল তৃণমূল নয়, দেরিতে বোধোদয় হয়েছে মনোরঞ্জনের, খোঁচা বিরোধীদের।

WB News Live : 'কোর্টের নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছেড়ে দিন কমিশনার', মন্তব্য প্রধান বিচারপতির

'কোর্টের নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছেড়ে দিন কমিশনার'। 'না পারলে পদ ছাড়ুন, নতুন কমিশনার নিয়োগ করবেন রাজ্যপাল'। রাজ্য নির্বাচন কমিশনারকে চূড়ান্ত ভর্ৎসনা করে মন্তব্য প্রধান বিচারপতির 

WB News Live : নির্দল প্রার্থীদের সমর্থনে মিছিল ভরতপুরের তৃণমূল বিধায়কের

মুর্শিদাবাদে ফের তৃণমূলের হুমায়ুন-অস্বস্তি। নির্দল প্রার্থীদের সমর্থনে মিছিল ভরতপুরের তৃণমূল বিধায়কের। যে কোনও মূল্য নির্দলদের জিতিয়ে আনার চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের। গতকাল তৃণমূল জেলা সভানেত্রীকে চ্যালেঞ্জ হুমায়ুনের। আজ তৃণমূলের অস্বস্তি বাড়িতে পথে ভরতপুরের বিধায়ক।

WB News Live : ভোটের আগে দেগঙ্গায় ফের আইএসএফ-তৃণমূল সংঘর্ষ

ভোটের আগে দেগঙ্গায় ফের আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। মুড়িমুড়কির মতো পড়ল বোমা। গুলি চলারও অভিযোগ। পুলিশকে ঘিরে বিক্ষোভ।

WB News Live : তৃণমূলের উপর বীতশ্রদ্ধ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী? ভোটের আগে দলীয় পদ ছাড়ার ঘোষণা বিধায়কের

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের উপর বীতশ্রদ্ধ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী? ভোটের আগে দলীয় পদ ছাড়ার ঘোষণা বিধায়কের । 'বিধায়ক পদ ছাড়ারও ইচ্ছে ছিল, কিন্তু আগের চাকরির পেনশন ও গ্র্যাচুইটি পাই না, তাই ছাড়তে পারছি না', ফেসবুক পোস্ট বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর । 

Udayan Guha: বিরোধী শূন্য পঞ্চায়েতের ডাক উদয়ন গুহর

বিরোধী শূন্য পঞ্চায়েতের ডাক উদয়ন গুহর। বিরোধী শূন্য ব্লক চাই, ফেসবুকে লিখলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। দিনহাটা ২ নম্বর ব্লকে ১২টি পঞ্চায়েতকেই বিরোধী শূন্য করার ডাক। ১২টির মধ্যে ৪টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। বাকি ৮টি পঞ্চায়েতও বিরোধী শূন্য চান উদয়ন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। 'নাতি পরীক্ষা দিলে আমি তো ভাল রেজাল্টই চাইব'
বিতর্কের মুখে সাফাই উদয়ন গুহর। এভাবে বিরোধী শূন্য করলে দিনহাটায় তৃণমূলই শূন্য হয়ে যাবে, কটাক্ষ বিজেপির।  

WB Panchayat News Live : বেলাগাম হিংসা তবু পঞ্চায়েত ভোটে জেলাপ্রতি মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন

ভোটের আগেই একের পর এক প্রাণহানি, বেলাগাম হিংসা। কোর্টের নির্দেশের পরেও পঞ্চায়েত ভোটে জেলাপ্রতি মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন। রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ভোটারের নিরাপত্তায় মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন। 

Nawsad Siddique: নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধেও খুনের মামলা পুলিশের

এবার নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধেও খুনের মামলা পুলিশের। তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের ঘটনায় ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে মামলা। নৌশাদ সহ একাধিক আইএসএফ কর্মীর বিরুদ্ধে মামলা। খুন ও অস্ত্র আইনে মামলা দায়ের কাশীপুর থানার পুলিশের
১৫ জুন মনোনয়ন-সংঘর্ষে খুন হন তৃণমূল কর্মী রাজু নস্কর।

Nawsad Siddique: নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধেও খুনের মামলা পুলিশের

এবার নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধেও খুনের মামলা পুলিশের। তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের ঘটনায় ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে মামলা। নৌশাদ সহ একাধিক আইএসএফ কর্মীর বিরুদ্ধে মামলা। খুন ও অস্ত্র আইনে মামলা দায়ের কাশীপুর থানার পুলিশের
১৫ জুন মনোনয়ন-সংঘর্ষে খুন হন তৃণমূল কর্মী রাজু নস্কর।

তৃণমূল নেতার কলার ধরে শাসালেন মহিলা তৃণমূল কর্মী !

দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে তৃণমূলের টিকিট-বিবাদ প্রকাশ্যে। বিধায়ক রেখা রায়ের স্বামী ও তৃণমূল নেতা নকুল রায়কে কলার ধরে শাসালেন মহিলা তৃণমূল কর্মী। তৃণমূল নেতার জামাও ছিঁড়ে দেওয়া হয়। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। 

WB News Live : ভোটের আগেই ৮ মৃত্যু, বেলাগাম সন্ত্রাস

ভোটের আগেই ৮ মৃত্যু। বেলাগাম সন্ত্রাস। তবু বাহিনীতে অনীহা কমিশনের। জেলা প্রতি ১ কোম্পানি যথেষ্ট? সদুত্তর নেই কমিশনারের কাছে। 

WB News Live : দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা এড়ালেন মলয় ঘটক

কয়লা পাচারকাণ্ডে ফের দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা এড়ালেন মলয় ঘটক। ইডি সূত্রে খবর, চিঠি পাঠিয়ে মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। ইডি সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই মলয় ঘটককে ১৫ দিন সময় দিয়ে তলব করা হয়েছিল

West Bengal News Live : রাতে দল ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপি প্রার্থীর

রাতে দল ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপি প্রার্থীর। সকাল থেকে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে নিজেই সাঁটলেন পোস্টার। পঞ্চায়েত ভোটের মুখে দলবদলের এই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের আটের এক গ্রাম পঞ্চায়েতে।

West Bengal News Live : দুষ্কৃতীদের তাড়া সুকান্তর

দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপি প্রার্থীকে মনোনয়ন তুলতে হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দলীয় প্রার্থীর বাড়িতে পৌঁছে দুষ্কৃতীদের তাড়া করেলন সুকান্ত মজুমদার। গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির রাজ্য় সভাপতি।

WB News Live : মণীশ জৈনকে ফের তলব করল সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনকে ফের তলব করল সিবিআই। শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে ১৫ জুন মণীশ জৈনকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 

Bengal News Update : চোপড়ায় মনোনয়ন-সন্ত্রাসে গুলিবিদ্ধ সিপিএম কর্মীর মৃত্যু

পঞ্চায়েত-হিংসার বলি আরও এক। উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন-সন্ত্রাসে গুলিবিদ্ধ সিপিএম কর্মীর মৃত্যু হল শিলিগুড়ির একটি নার্সিংহোমে। ২৩ বছরের মনসুর আলম বাম-কংগ্রেসের মনোনয়ন-মিছিলে গুলিবিদ্ধ হন। তাঁর মাথায় গুলি লাগে।

WB News Live : প্রকাশ্যে ক্ষমা চাইয়ে তৃণমূলে যোগদান

প্রকাশ্যে ক্ষমা চাইয়ে অন্যায় স্বীকার করিয়ে বাম ও আইএসএফ থেকে বেশ কিছু কর্মী, সমর্থককে তৃণমূলে যোগদান করানো হলো। রীতিমতো সালিশি সভা বসিয়ে দলবদল করালেন তৃণমূলের অঞ্চল সভাপতি।

West Bengal News : দেগঙ্গায় সাতসকালে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় সাতসকালে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা। হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুকুর গ্রামে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে তাদের ৫ কর্মী জখম হয়েছেন বলে দাবি আইএসএফের। গুলিও চলে বলে অভিযোগ।

West Bengal News Live : দুই গালে থাপ্পর খেয়ে ফিরে এসেছে রাজ্য : সুকান্ত মজুমদার

দুই গালে থাপ্পর খেয়ে ফিরে এসেছে রাজ্য। সুপ্রিম কোর্টেও কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ বহাল থাকা নিয়ে রাজ্য় সরকারকে তোপ সুকান্ত মজুমদারের।

WB News Live : বড়ঞায় বিডিও অফিসের সামনে রাতভর অবস্থানে অধীর চৌধুরী।

মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসের সামনে রাতভর অবস্থানে অধীর চৌধুরী। পুলিশের সামনেই নেতা, কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে গতকাল দুপুর সাড়ে ৩টে নাগাদ বিডিও অফিসে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। আহত নেতা, কর্মীদের সঙ্গে নিয়েই মাটিতে বসেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তিনি। 

West Bengal News Live : বাম ও আইএসএফ থেকে বেশ কিছু কর্মী, সমর্থকের তৃণমূলে যোগ

প্রকাশ্যে ক্ষমা চাইয়ে অন্যায় স্বীকার করিয়ে বাম ও আইএসএফ থেকে বেশ কিছু কর্মী, সমর্থককে তৃণমূলে যোগদান করানো হলো। রীতিমতো সালিশি সভা বসিয়ে দলবদল করালেন তৃণমূলের অঞ্চল সভাপতি।

WB News Live : প্রতি জেলায় ১ কোম্পানি

কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্য়ে পঞ্চায়েত ভোট। হাইকোর্টের রায় বহাল রেখে রাজ্য় সরকার ও কমিশনের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত মামলা খারিজ করতেই প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য নির্বাচন কমিশন।

প্রেক্ষাপট

বিডিও অফিসেই আক্রান্ত : বড়ঞায় বিডিও অফিসে পুলিশের সামনেই কংগ্রেস নেতাদের মারধর করে প্রতীক জমা দেওয়ার ফর্ম কেড়ে নেওয়া হল। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। প্রতিবাদে বিডিও অফিসের সামনে অবস্থান অধীর চৌধুরীর। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


ঘেরাও-হুমকি বিধায়কের :  প্রার্থী নিয়ে সংঘাতের জের। ৫০ হাজার লোক এনে দলেরই পার্টি অফিস ঘেরাওয়ের হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভানেত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে সরানোর দাবি বিধায়কের।


জিতেই বিজেপি ছেড়ে তৃণমূলে :  দুবরাজপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতে তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী। পঞ্চায়েত সমিতির ওই আসনে স্ক্রুটিনির সময় বাদ গিয়েছিল তৃণমূল প্রার্থীর মনোনয়ন। সিপিএম প্রার্থী মনোনয়ন প্রত্য়াহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি। দুবরাজপুরে ৭টি পঞ্চায়েত সমিতিতে ভোটের আগেই জয় শাসক দলের।

দুষ্কৃতীদের তাড়া সুকান্তর :
দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপি প্রার্থীকে মনোনয়ন তুলতে হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দলীয় প্রার্থীর বাড়িতে পৌঁছে দুষ্কৃতীদের তাড়া করেলন সুকান্ত মজুমদার।
গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির রাজ্য় সভাপতি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় : ভোটের আগেই জয়। চোপড়ায় ৮টি গ্রাম পঞ্চায়েতের ২১৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। মাত্র ২টিতে প্রার্থী দিয়েছিল নির্দল, তাও প্রত্যাহার করে নেন তাঁরা। পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে একটিতেও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। জেলা পরিষদের ৩টি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল । 


তৃণমূলের 'দোসর' পুলিশ! মনোনয়ন প্রত্যাহারের জন্য সিপিএম প্রার্থীকে বিডিও অফিসে নিয়ে যেতে টানাটানি খোদ পুলিশেরই! চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। বিডিও অফিসের সামনে সিপিএম কর্মীদের সঙ্গে প্রবল ধস্তাধস্তি পুলিশের।

প্রার্থী আনিসের দাদা : নিহত ছাত্রনেতা আনিস খানের দাদা এবার পঞ্চায়েত ভোটের লড়াইয়ে। আমতা দু'নম্বর পঞ্চায়েত সমিতিতে সিপিএমের প্রার্থী হয়েছেন শামসুদ্দিন খান। দেওয়াল লিখনে নেমে পড়েছেন আনিসের বাবা সালেম খান।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.